ডিডিদা কি তাঁর অনুগত শিষ্যাদের কাটিয়ে দেবার একটা ব্যর্থ চেষ্টা কল্লেন?
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৫৫ | 117.194.33.203
দীপ্তেন্দা আমাকে ঘুরিয়ে যেতে মানা কল্লে নাকি!!!
বিষম দুঃখে কান্নাকাটি
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৫৩ | 124.124.86.86
কুমু, জানিনা তো। যাওয়ার কথা ছিল বোধহয় না? সুমন রেও তো দেখছি না।
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৫১ | 115.249.42.177
লক লাগানের পাশে থাকলে বলতুম নাকি?
ওই শুক্কুরবার থেকে রোববারের কথা বল্লুম - তখন একদিকে যেমন এন্থুও পেয়েছি, অন্যদিকে ফ্রাস্টুও খেয়েছি। সেই যে মেয়েটারে সেদিন জন্মাতে দেখলুম, সাইকেলে চড়তে গিয়ে ভ্যাঁ করে কাঁদতো, যাকে গদাই বলে ডাকা হত, আর ছুটির দিন দুই ঘন্টা ধরে যে আমারে "আইক্কিম এঁকে দাও' করে আইসক্রীম আঁকাতো, সে কিনা স্ট্রীটকর্নারে ঝক্কাস বক্তৃতা দিচ্ছে...দেখে মনে হল নাঃ সত্যিই আমাদের পরের জেনারেশন এসে গেছে...
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৫০ | 124.124.86.86
ডিডিদা আমিও হতবাক! নেহাত আপনি তাই সেই স্কুলবেলার মত কলার তুলে ওয়াইজ...ইত্যাদি কইতে পারবনা, পাপ হবে।
kumudini | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৫০ | 59.178.156.185
শ্রাবণী,সিকি কি দেশের বাইরে?
dd | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪৮ | 124.247.203.12
আর, আমি আর শ্রাবনী হুবহু এক এগজাম্পোল দিলাম।
গড়াগড়ি খেয়ে অবাক।
dd | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪৭ | 124.247.203.12
এখন দেখতে হবে ত্রিশের জাল্না দিয়ে উঁকি মারছে কারা আর কোন জনে বিশের খাটের নীচে হামা দিচ্ছে।
stoic | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪৬ | 160.103.2.224
চল্লিশ পেরোলে প্রৌঢ়? আর সেটা শুনতে হবে একজন এক্স লরেন্সিয়ানের কাছ থেকে, যে কিনা লক লমন্ড না লক ফিনলাগানের পাশে কাসেলে থাকতে চায় ? ;-) নাঃ পরিবত্তন ইজ হিয়ার টু স্টে, ইট সিমস। ঃ-)
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪৬ | 124.124.86.86
তিরিশের জানলায় উঁকি দিচ্ছে কিছু, তার আগে অবশ্য সব মেঝেয় হামা দেওয়া লোকজন!
kumudini | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪৫ | 59.178.156.185
ওরে বাবা,আর হাসতে পাচ্চি না। এ-ই-টুকু টুকু সব ছেলে,তাদের ছানারা একনো মাটির সাথে কতা বলে,তারা নাকি প্রৌঢ়? মনের বয়েসই আসল বয়েস,তাই তো কইচিলাম,ডিডিদা,কেডিদা এদের দেকে শেকো। ম,অসাধারণ প্রস্তাব,কিন্তু জুলাইএর আগে যেতে পারবো না।জুলাই বা তার পরে হলে রাজী।
dd | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪৩ | 124.247.203.12
বুঝুন।
অজ্জিতে চল্লিশের দরজায় খাড়িয়ে আর আমি ষাঠের কার্নিস ধরে ঝুলছি।
ক্ষী কাব্যময় উপমা।
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪১ | 117.194.33.203
চল্লিশের সঙ্গে চালসের নিবিড় যোগ আছে জানি।
dd | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৪০ | 124.247.203.12
হা বৌমা।
আমি কোথায় কখন থাকি তার ঠিক ই নেই। এই মনে কল্লে আমি লুরুতে বেড টি বানাচ্ছি আর বৌদি গড়াগড়ি দিয়ে নাক ডাকাচ্ছেন তো অমনি দেখবে আমি চেন্নাইতে ঘেমে নেয়ে একসা আর আমার তিন মেয়ে লুরুতে ফোঁ ফোঁ করে হাসছে।
আর এ ছাড়াও ক্রমাগতঃ হাইদ্রাবাদ,ডিল্লী,মুম্বাই হ্যান ত্যান রয়েছে।
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩৯ | 115.249.42.177
মনের বয়স না। চল্লিশ পেরোলে প্রৌঢ়, শাস্তরে আছে। আমি দরজায় দাঁড়িয়ে।
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩৮ | 117.194.33.203
দেঃ)
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩৮ | 115.249.42.177
কেন করেছে তা আমি জানবো ক্যামনে? ছেলেটারে দেখেছি - ইয়াং ব্রিগেড, এসএফআইয়ের স্টেট সেক্রেটারিয়াট মেম্বার, কলকাতা জেলার জয়েন্ট সেক্রেটারি, যদ্দুর জানি লড়াকু ছেলে। রাজ্য সেক্রেটারিয়াটে যাওয়াটা নেহাত ফিচলে ব্যাপার নয়। আর দেখতেও বেশ - সেটাও একটা ফ্যাক্টর;-)
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩৬ | 117.194.33.203
দীপ্তেন্দা, ভাবছি তোমার কাছে বেড়াতে যাবো। ভাটের মহিলাকুলের কেউ কি সঙ্গে যেতে রাজি আছো।
প্রকান্ড আগ্রহী জিজ্ঞাসা।
de | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩৪ | 59.163.30.6
ম'য়ের টা তো সাপের ফোঁসের মতো শোনালো!
কুমু গত পনেরো মিনিট ধরে গড়াচ্চে -- কোমরে ব্যথা হবে যে!
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩৩ | 117.194.33.203
ঐ রিক্ত অংশটি ওয়াশিং পাউডার নিরমার বিজ্ঞাপন।
dd | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩৩ | 124.247.203.12
প্রৌড় ?
হাঃ।
আমার ও, গড়াগড়ি দিয়ে দীর্ঘশ্বাস।
santanu | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩১ | 82.112.6.2
অরিজিতকে একটা কথা জিগানোর ছিল, - এই কসবা থেকে শতরুপ ঘোষ এর ক্যালি টা কি, যে এই গাল টিপলে দুধ বেরোয় বয়সে সি পি এমের টিকিট পেয়ে গেল!!
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:৩১ | 117.194.33.203
কুমু,ঐটা মনের বয়েসের কথা হচ্ছেঃ)
KUMUDINI | ২৬ এপ্রিল ২০১১ ১৬:২৮ | 59.178.156.185
প্রৌঢ়?দীর্ঘশ্বাসও আছে? গড়াগড়ি দিয়ে ভীষণ হাসি।
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:২৬ | 117.194.33.203
ফোঁ স স স স স
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:২৫ | 115.249.42.177
প্রৌঢ়ত্বের দীর্ঘশ্বাস...
m | ২৬ এপ্রিল ২০১১ ১৬:২৩ | 117.194.33.203
চান করার সময় ধাঁই করে জলে ফেলে দেবার ও পড়ে যাবার একটা আলাদা মজা আছেঃ)
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:২২ | 115.249.42.177
তখন কত কিছু করেছি। রক ক্লাইম্বিং করেছি, র্যাফটিং করেছি, গাড়ির লাইসেন পাবার দশ দিনের মাথায় দুই বন্ধুতে মিলে আটশো মাইল পাড়ি দিয়েছি, যাওয়ার পথে সন্ধেবেলা অ্যাকসিডেন্ট হয়েছে, সব মিটিয়ে রাত্তির একটায় বাড়ি ফিরে পরের দিন সকালে ফের রওনা দিয়েছি...
এখন শালা কিসুই হয় নাঃ-(
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৬:২২ | 124.124.86.86
হ্যাঁ এখানেও মনে হচ্ছে জায়গা ভাগ আছে। আমরা যেখানে ছিলাম সেখানে বেশ ভালো স্রোত ছিল, ওখানে মনে হয় এক্সপার্ট রা ছাড়া পারতনা। পরে হৃষীকেশ শহরের দিকে আসতে গিয়ে দেখলাম যেখানে ক্যাম্পট্যাম্প গুলো করে পাবলিককে র্যাফটিং করাচ্ছে সেখানে নদী মূলত শান্ত দু একটা স্ট্রেচে একটু স্রোত, পাথুরে, তাতেই লোকে মোহিত হয়ে/ভয় পেয়ে চিৎকার করছে।
d | ২৬ এপ্রিল ২০১১ ১৬:১৭ | 14.96.148.253
ঐ পড়ে যাওয়া ব্যপারটা মোটেই সুখকর নয়।
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:১৪ | 115.249.42.177
ওখানে র্যাপিডের ক্যাটেগরি ভাগ করতো। তিন না চার কতদূর অবধি যেন আম-আদমীদের করতে দিত। তাপ্পর না না।
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৬:১০ | 124.124.86.86
হৃষীকেশে গঙ্গায় স্রোত ভালই তবে হয়ত ঐসব নদীর মত নয়, সবাই তো বেশ মস্তিতেই র্যাফটিং করছিল । পড়ছিল আবার উঠেও পড়ছিল, তবে ঐ জ্যাকেট হেলমেট এসব বরাবর ছিল। আমাদের হোটেলের পাশ দিয়েই রুট, দেখে দেখে এত ইচ্ছে করছিল যেতে!ঃ(
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:০৯ | 115.249.42.177
রামাকৃষ্ণই মনে হচ্ছে। টিসিএসে একসাথে ছিলুম।
d | ২৬ এপ্রিল ২০১১ ১৬:০৬ | 14.96.148.253
রামকি'র নাম কি রামকৃষ্ণ?
Arijit | ২৬ এপ্রিল ২০১১ ১৬:০২ | 115.249.42.177
র্যাফটিং ব্যাপক। Royal Gorge-এ আরকানসাস নদীর ওপর করেছিলুম। মানে সিরিয়াসলি - ঘনাদার গপ্পো নয়। ব্যাপ্পক লেগেছিলো। আমাদের একটা র্যাফ্ট আবার উল্টে গেসলো - রামকি পুরো হাবুডুবু, বাকিরা পাথর ধরে ফেলেছিলো - আমরা অন্য র্যাফটে ছিলুম - সেটা কাছে নিয়ে গিয়ে দাঁড় বাড়িয়ে দিয়ে রামকিকে তোলা হয়েছিলো।
aka | ২৬ এপ্রিল ২০১১ ১৬:০২ | 24.42.203.194
ওরে বাবা পড়ে গেলে বেজায় মুশকিল। মানে ভালই কিন্তু লাইফ জ্যাকেট, হেলমেট এবং প্রপার স্কিল না থাকলে চাপ।
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৬:০২ | 124.124.86.86
আজকাল উইকেন্ডে যেখানেই যাই এই ধরণের অফিস টীম একটা থাকেই,আগের বারে করবেটেও দেখলাম এবারে হৃষীকেশে। আর ফেরার আগে রাতে একটা পার্টী বোধহয় নিয়ম। দুজায়গাতেই উদ্দাম মিউজিক, বনফায়ার, পিনাখানা নাচ রাতদুপুর অবধি। করবেটে ঘরের থেকে অত বুঝিনি শুধু সেই রাতে বাইরে হাঁটাটা বাদ দিয়েছিলাম। এখানে ঐরকম শান্ত পরিবেশে সে একটা বিকট মনে হচ্ছিল।
dukhe | ২৬ এপ্রিল ২০১১ ১৬:০০ | 122.160.114.85
র?য়াফটিং খুব ভালো । আর ক্লিফ জাম্পিং এর তুলনা নেই ।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৫৭ | 122.248.183.1
@শ্রাবনী দি, ও হো!! ঃ-))
d | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৫৫ | 14.96.148.253
আমি হৃষিকেশে র্যাফটিং করেছিলাম একবার অফিসের টিম বিল্ডিঙে গিয়ে। কিন্তু ব্যপারটা মোটেই তেমন ভাল নয়। ঃ( আর করতে চাই না।
saikat | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৫৩ | 202.54.74.119
সিওর ওটা শুধু ভারতীয়? গিনেসে নাম-টাম আছে শুনেছিলাম।
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৫৩ | 122.248.183.1
মাক্সিমাম মার্জিনে জেতা। ৫ লক্ষ। ( এর পরেও বলবে তোমরা র্যাগিং করো না) ঃ-))
shrabani | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৫২ | 124.124.86.86
ব্রতীন না রে, শুধু দিন সন্ধ্যে অন্যদের করতে দেখলুম। বরের মাসল স্প্রেন হয়েছিল, সে যেতে পারবেনা অথচ দলের বড় সাঁতারু সেইই ছিল (আমিও ভালোই সাঁতার জানি বললাম কত করে, কিন্তু কেউ ঠিক ভরসা করলনা, ঐ ডিডিদার ভুখা চেহারার জন্যই বোধকরি) তাকে ছাড়া অন্যরা কেউ যেতে রাজী হলনা, নেক্সট টাইম!ঃ(
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৫২ | 115.111.126.179
অনিল বসুর একটা ভারতীয় রেকর্ড আছে ... সিরিয়াসলি - বলতে পারলে নকুলদানা
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৫০ | 122.248.183.1
দে, সিঙ্গুর কান্ডে ইনি বলেছিলেন ' আমি চুলের মুঠি ধরে ওকে( মমতা) সিঙ্গুর থেকে বের করে দেব'
Bratin | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৪৮ | 122.248.183.1
যা বাব্বা মমতার বালী যাবার সাথে কী? ওখানে এই বাজারেও তোমরাই জিতবে হে!! ঃ-))
de | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৪৮ | 59.163.30.6
এইসব স্টেটমেন্টের আগে অনিল বসুর আমি কোনদিন নামই শুনিনি!
আর গৌতম দেবকে ইন অ্যাকশন দেখলে আমার মনে হয় ওনার হাতে দুটো কুড়ি কিলোর বাটখারা চাপাই :))
Rajdeep | ২৬ এপ্রিল ২০১১ ১৫:৪৬ | 115.111.126.179
কিছু পুরোনো কোলাজসমৃদ্ধ ভিডিও দেখাচ্ছিল , নেটেও আছে আন এডিটেড
সোনালি থানায় দচপর এসডিপিও কে বলছেন 'খা*কির ছেলে , *দির ভাই মুকুল বদ্দোমানে বলছেন *দে দোবো মদন সিঙ্গুরে এক মহিলাকে দেখিয়ে বলছেন ঐ রে* টাকে তাড়া
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন