এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ২৮ এপ্রিল ২০১১ ০০:০৭ | 12.20.48.10
  • ফাফ চারে গুচ আর আবাপ ঠিকঠাক ফন্ট রেন্ডার করছে।

    কিন্তু শুধু রোদ উঠেছে ফুল ফুটেছে বলে পিপি অমন দামামা-শিঙা-তুম্বা বাজালো! পিপি'র বে হ'লে পিপি না জানি কী বাজাবে!
  • Arpan | ২৮ এপ্রিল ২০১১ ০০:০০ | 112.133.206.18
  • বুঝলে, তোমার ওই কাজটা মনে হয় জুনের আগে কেউ শুরু করবে না?
  • lcm | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৫৭ | 128.48.121.147
  • আমার আনন্দবাজার-টা ড্রুপ্যাল-এ (drupal) এ করছে।
  • kumudini | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৫৭ | 122.162.231.228
  • ওঃ,সামান্য ঝিমুনি এসেছিল,পিপির জগঝম্পে চটকে গেল।কি হল পিপি?
  • lcm | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 128.48.121.147
  • একটা জিনিস হঠাৎ দেখলাম আজ। বহুদিন বর্তমান-এর সাইটে যাই নি।
    বর্তমান-এর বাংলা সাইট সব ব্রাউজারে পড়া যাচ্ছে - ফাফ, ক্রোম। ম্যাকে-ও।

    আনন্দবাজার শিগগিরি ইউনিকোড করবে মনে হয়, কারণ "আমার আনন্দাবাজার'-টা ইউনিকোডেই করছে - http://my.anandabazar.com/node/357?user=9
  • q | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 59.164.189.59
  • গুরুতে কঙ্গু-চাড্ডি-সুসি (C) নেই, এটা মোটেই ভালো কথা নয়। ভাবছি কজনকে ধরে নিয়ে আসব।
  • lcm | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৪৫ | 128.48.121.147
  • জানি না। ফায়ারফক্স গত এক বছরে বেড়েছে। ক্রোম ও বেড়েছে নিশ্চয়ই। যদিও ওভারঅল % এর হিসেবে তুচ্ছ।

    তবে এখন তো ফোন প্রাইভেসি নিয়ে জোর শোরগোল হচ্ছে, প্রাইভেসি প্যানিক। অ্যাপ্‌ল আজ ডিনাই করেছে যে পার্সোনাল ডেটা ওরা রাখে। ফেসবুক স্টেটমেন্ট দিচ্ছে।
    কংগ্রেসনাল ডিবেট - রেডিও-তে হট টপিক।
  • pipi | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৪২ | 66.205.170.125
  • ট্রা লা লা লা ভ্যাম প্যাম পোঁ পোঁ ঢুবিচ্যাক ঝিনচ্যাক জ্যাং জ্যাং ঝাঁই ঝাঁই ডুম ডুম ঢাস ঢাস প্যাঁপ্পোঁ পা রা
    = রোদ বেরিয়েছেঃ-)))))))
  • lcm | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৪১ | 128.48.121.147
  • ওহো! বিধানসভা ইলেকশনের রেজাল্ট ১৩ই মে বেরোবে।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৪০ | 122.252.231.10
  • ল্যাদোষদাকে কোশ্ন।

    ক্রোমের কারেন্ট মার্কেট শেয়ার কত?
  • saikat | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 180.215.76.68
  • পরিবর্তন বা প্রত্যাবর্তনের রেজাল্ট বেরোবে।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 198.82.24.95
  • ভাইরাস আসছে এলসিএমদা। কম্পু সামলে রেখো। ;-)
  • lcm | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩৬ | 128.48.121.147
  • তেরো তারিখের কেসটা কি? কি হবে ঐদিন?
  • dukhe | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩৩ | 117.194.231.139
  • স্বেচ্ছা রক্তদান ? না অনিচ্ছা ?
  • Blank | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩৩ | 59.94.2.207
  • আমি তো 'প্রায়' লিখেছিলাম। যাগ্গে, Balada triste de trompeta দেখে আসি।

    আর অনেকদিন ধরে বলবো ভাবছি, ক্রোম থেকে টই তে লেখা যায় না। কিছু লিখলেই টই ঘেঁটে যায় (নতুন কলে)। পুরনো কলে লেখা সাবমিট হয় না।
  • saikat | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 180.215.76.68
  • তের টাকাটা বড্ড কম। বাড়িয়ে চৌত্রিশ করা হোক।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩১ | 117.194.33.103
  • ওটা রেজ্জাক মোল্লা বলেছেন তো। আমি ভেবেছিলাম রাত জেগে রক্তদান শিবির খুলবেন। ঃ)

    নাঃ পালাই। গুন্নাইট।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:৩০ | 122.252.231.10
  • আরে জ্যোতিষীটি আমি নই! ঃ(
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 117.194.33.103
  • আজ রাতের শেষ কুইজ।

    এবার ভোটের ফলে দ্বিতীয় বৃহত্তম পার্টি কে হবে?

    ১। সিপিএম।
    ২। তৃণমূল।
    ৩। কংগ্রেস।
    ৪। স্টারানন্দ।

    সঠিক উত্তরদাতাকে গুরুর পক্ষ থেকে তেরো টাকা দেওয়া হবে।
  • shrabani | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২৬ | 59.94.107.172
  • অর্পণ,ঃ)। জ্যোতিষী বা সাঁই মহাত্মার পোস্ট নেওয়ার ইচ্ছে থাকলে ইমিডিয়েট প্রত্যাহার কর এটা, নাহলে হল না। কাকে আমার কান নিয়ে যায়নি!
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২২ | 112.133.206.18
  • তেরো তারিখ রাতে কিন্তু রাত জাগতে হবেঃ

    আরেক জ্যোতিষীর পূর্বাভাস।
  • pi | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২২ | 128.231.22.150
  • *সমস্যার
  • saikat | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২১ | 180.215.76.68
  • হ্যাঁ, হ্যাঁ তাই কর। লোকের সাথে মেলামেশা করা ভাল।
  • aka | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২১ | 168.26.215.13
  • অরিজিত সেটা তোমার মনে হওয়ার দোষ কিছু করতে পারলাম না বাডি। তোমার মতনই ন্যাড়াদার সাথে উইন্ডোজ/লিনাক্ষ নিয়ে প্রচূর তক্কাতক্কি লেগ পুলিং হয়েছে, হয়, হবে। অ্যাণ্ড আই এনজয় ইট। ন্যাড়াদাও কিছুটা করে, নইলে আর লেগপুল করবে কেন। হানুর সাথেও পলিটিকালি/সার্ভে ইত্যাদি নিয়ে প্রচূর তক্কাতক্কি করেছি।

    চোখা চোখা তক্ক করা মানেই পার্সোনাল রিলেশন জলাঞ্জলি দেওয়া নয়।

    যাক যাই শুরু হল মিছিলের সময়।
  • pi | ২৭ এপ্রিল ২০১১ ২৩:২১ | 128.231.22.150
  • হ্যাঁ, উনিও তো গুরুর একটি লেখা দেখতেই পাননি।
    ব্ল্যাংকের ব্ল্যাংক দেখার সমস্যা মতন ই মনে হচ্ছে । ক্ষী যে হচ্ছে !
  • Du | ২৭ এপ্রিল ২০১১ ২৩:১৮ | 216.110.92.7
  • - লিখতে হয়, নইলে ---
  • shrabani | ২৭ এপ্রিল ২০১১ ২৩:১৮ | 59.94.107.172
  • সেকী, এত জানাশোনা, শেষে মাটির প্রতীকি গড়টা ধরতে হল! তবে ঐ কেস না হলেই মঙ্গল, এবার যেন আসল গড় ভাঙে! না হলে গড় ভেঙেছি, কুম্ভ মেরেছি করতে করতে শেষে দেখা গেল আসলটা রয়েই গেছে!ঃ)
    যাক লোকে যে এত কী করে জাগে, আমার তো ঘুম ওভারডিউ হয়ে গেছে।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:১৭ | 117.194.33.103
  • বরং ঋতব্রত বই লিখে গুরুকে গাল দিয়েছে। ঐ ছেলেটার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। কবে মন্ত্রী হয়ে যায় তো কিছুই বলা যায়না।
  • saikat | ২৭ এপ্রিল ২০১১ ২৩:১৫ | 180.215.76.68
  • ওসব বিপ্লব,সমাজ-সংস্কার গেছে গিয়া। এখন পরিবত্তন-প্রত্যাবত্তন, ইন থিং।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২৩:১২ | 198.82.24.95
  • কাজের ভাট হয় তো। এইযে এখন হচ্চে। ভাটে বিপ্লব হয়, সমাজ সংস্কার হয়, এমনকি এমনকি অর্থনীতিও সেরে ওঠে।ঃ-)
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:১১ | 117.194.33.103
  • অজ্জিত কুম্ভ? মানে "নকল' বুঁদির গড় রক্ষা করছে? ঃ)
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২৩:১০ | 198.82.24.95
  • গুচের এমন কিছু টাকা নেই মনে হয়। তখন তো আইপিএল চালুই হয়নি। ;-)
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৯ | 117.194.33.103
  • যাঃ। গুরুকে মিন করেননি। কক্ষনো না।
  • shrabani | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৯ | 59.94.107.172
  • টিম, ভাট আবার কাজের হয় নাকি? তবে সেই অর্থে কাজের ভাট করতে তো আবার সেরকম সেরকম লোককে থাকতে হবে।
    অজ্জিতকে কী বলা যায় চাঁদমারি (অনেককাল আগেও বলেছিলাম) না কুম্ভ?
  • saikat | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 180.215.76.68
  • কিন্তু ঈশানের কি ভয় করে না? নিউজ টাইমে কী গৌতমবাবুর সাক্ষাতকার দেখেনি? কে একজন শিল্পপতি ২-টো কাগজ, ২-টো চ্যানেল কিনেছেন,চিট্‌ফান্ডের টাকায় লোককে ঠকিয়ে, এবং সেগুলো দিয়ে গৌতম বাবুর পেছনে লাগছে। কোথা থেকে টাকা পায় অত? ১৩ তারিখের পরে জেলে ঢোকাবেন, অসীমদার সাথে কথা হয়ে গেছে গৌতমবাবুর।

    এর পরে যদি গুচকে প্রশ্ন করা হয়, টাকার সোর্স সম্বন্ধে?
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৫ | 117.194.33.103
  • নিম্নলিখিত লেখাগুলি নিশ্চিতভাবেই প্রো-সিপিএম।

    ১। গণশক্তির কপি-পেস্ট।
    ২। সিপিএমের দেয়াল লিখনের ফটোকপি (স্থানীয় এলসি দ্বারা অ্যাটেস্টেড)।
    ৩। পলিটব্যুরোর বিবৃতি।

    কিন্তু এর বাইরে বাকি সবই তো অ্যান্টি। বেচারি গুরু কী করবে। ঃ(
  • san | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৪ | 14.99.226.255
  • নাঃ তেরোর পরেও পাতার পর পাতা অ্যানালিসিস চলবে কিছুদিন। কিছু বাওয়াল টাওয়াল হবে। পাতার পর পাতা শুধু সিপিএম আর তিনোমূলে ভরে থাকবে।
  • M | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৩ | 59.93.196.145
  • যাব্বাবা, আবার ছড়িয়েছি, আকা না তোমাদের কথা বলতে চাইনি, তুমি অজ্জিত, বোধি (বোধায়)এরা নয়, কেউ কেউ সেই অর্কুটের লোকজন ই বলছিলো, ইস কথাগুলো ভুলে মেরে দিয়েছি,মানে অমন ই মিন কচ্ছিলো, আহা মেয়ে হচ্ছ ,এত উপরে উঠেছো বেশ করেছো , এটা তোমার কম্ম নয়, এমন কিছু,কিন্তু এমন ভালো ভাবে বলছিলো যে সাপোর্টাচ্ছিলো।

    যাকগে কাটান দাও। আর ভাল্লাগছেনা, ব্যাপারটা বিচ্ছিরি লাগছে, যেটা বলতে গেলাম বোঝাতে পারলাম না, উল্টে কেস খারালো এমন যে আরো করুনা ঝরে পড়বে।

    যাই ঘুমাই।আজ ছেলে বেশ ভালো বাজিয়েছে।রাস্তায় ও কোনো ঝামেলা দেখলাম না।আধঘন্টা আগে ফিরেছি।খালি চাদ্দিকে পুলিশ আর পুলিশ, বাকি সব ঠিক ঠাক।ও হ্যাঁ গাড়ী খুব কম ছিলো, আর লোক তাচ্চেয়েও কম।ঃ))
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০৩ | 198.82.24.95
  • শ্রাবণীদি কি বলছে যে ১৩ তারিখের পরে সর্বত্র খালি বাজে ভাটই হবে? ;-)
  • shrabani | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০১ | 59.94.107.172
  • স্যান, ১৩ তারিখের তো একমাস দেরী নেই আর তারপরেই...

    আমার এক মামী একবার এক জ্যোতিষী বা গুরু জাতীয় কিছুর পাল্লায় পড়েছিল, তাকে তিনি বলেছিলেন ২০০০ সালে পৃথিবীতে প্রলয় আসবে, তাতে শুধু পূণ্যবান লোকেরা বেঁচে যাবে আর পাপীরা সব মরে যাবে অতএব সময় থাকতে পূণ্য সঞ্চয় করো!
    জ্যোতিষীর সালটা আসলে ২০১১ হবে, ওরকম দশবিশের গন্ডগোল হতেই পারে!
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০০ | 198.82.24.95
  • আজ্জোদা সম্ভাব্য মুখ্যমন্ত্রীর তালিকায় তিন্নম্বরে চলে গ্যালো? আমার কেমন ধারণা ছিলো মমতার পরেই। ধুর, সমস্কিতি দপ্তরটা আর পেলাম না এবার।
  • saikat | ২৭ এপ্রিল ২০১১ ২৩:০০ | 180.215.76.68
  • হ্যাঁ, বেশীদিন তো আর বাঁচব না। এই শেষ আশা চক্ষু সার্থক করে পরিবত্তন দেখে যাওয়ার।
  • Ishan | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫৭ | 117.194.33.103
  • অজ্জিত অনেক বলতে কি মিন করছে? কে বা কারা?

    ক। মমতা।
    খ। ঈশান।
    গ। আজ্জো।
    ঘ। কেউ না। আসল নামটি সিল বন্ধ খামে নির্বাচন কমিশনকে দেওয়া হবে।

    সঠিক উত্তর দিলে অজ্জিত কি পুরষ্কার দেবে?
  • san | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫৭ | 14.99.226.255
  • নাঃ থাক। কি আর হবে। কদিনই বা বাঁচব।
  • Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫৬ | 112.133.206.18
  • ঃ)))
  • saikat | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫৫ | 180.215.76.68
  • RTI ব্যবহার করা যায় না, গুচ-র সম্পাদকদের বিরুদ্ধে? তাহলে জানা যেত কতগুলো প্রো-সিপিএম লেখা তারা ছাপায়নি।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫৫ | 198.82.24.95
  • স্যান কি একটা বাজে কথা বলতে চাইলো, কেউ শুন্তেই চাইছে না। বলে ফ্যাল।
  • arijit | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫৩ | 80.239.242.41
  • ক্লিয়ার হয়তো হয়নি। আর এটা তো নতুন নয়। বললামই তো বক্তব্যের চেয়ে বক্তা কে সেটা অনেকের কাছে ইম্পরট্যান্ট সেটা বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছে। বিষয় যাই হোক না কেন।
  • Tim | ২৭ এপ্রিল ২০১১ ২২:৫১ | 198.82.24.95
  • মামুর কাছে ছাপু ২-১ গোলে পরাজিত। তাই কি মামু তিনোমুল?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত