এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৩ মে ২০১১ ০৯:২০ | 128.231.22.150
  • না। আমি এখন কোনো পরীক্ষাই দিতে রাজি না।
  • Abhyu | ০৩ মে ২০১১ ০৯:১৭ | 97.81.88.118
  • ব্রতীনদার জন্যেঃ
    পাই, ব্যাং আর টিম একটা পরীক্ষা দিচ্ছে - ফুল মার্ক্স একশ। আজ্জোবাউ তিন জনের অ্যাভারেজ স্কোর জানতে আগ্রহী। এরা তিনজনে চুপিচুপি সেটা ক্যালকুলেট করে দেবে, কিন্তু কেউ অন্য কারো এক্স্যাক্ট স্কোর জানবে না। অন্য থার্ড পার্টিকে ইনভলভ করাও চলবে না। কী করে হবে?
  • byaang | ০৩ মে ২০১১ ০৯:১৫ | 122.178.229.180
  • কুমু এলে আমারও লুঙ্গির নানা ব্যবহারের একটা ব্যবহার নিয়ে কিছু বক্তব্য রাখার আছে! কিন্তু কখন আসবে! আমার অত সময় নাই। তাই এখনই বলে দিয়ে যাই।
    সে অনেকদিন আগের কথা। সবে ডিস্কোডান্সার রিলিজ করেছে। আমাদের মানিকতলা বাজারে একটা খুব মোটা লোক স্যান্ডো গেঞ্জী আর লুঙ্গি পরে আলু বিক্রি করতো। লোকটার আবার একটা পোষা বাঁদর ছিল। আর আলুওয়ালার বসার জায়গার পাশেই ছিল দার্জিলিং চা-পাতার দোকান আর তার পাশেই এক ভাতের হোটেল। ভাতের হোটেলওয়ালার ছিল ইয়া ব্বড় দুই পোষা খরগোশ। কিন্তু এখানে তারা আলোচ্য নয়, তাদের কথা পরে কখনো বলা যাবে। আপাতত আলুওয়ালা আর তার লুঙ্গি। তো তখন মিঠুন চক্কোত্তির কল্যাণে যে কোনো কিছুর আগে ডিস্কো বসালেই তা চটপট বিক্রি হয়ে যায়। মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরছি। মা গেল আলুওয়ালার থেকে আলু কিনতে। আলুওয়ালা হাঁকছে ""এইঃ সস্তা হয়ে গেল, সস্তা হয়ে গেল, ডিস্কো আলু, ডিস্কো আলু''। আমার মাও চিল্লানিতে অতিষ্ঠ হয়ে বলছে ""ডিস্কোমিস্কো চাই না, ভালো আলু চাই। না না, আমি নিজে বেছে নেব''। আলুওয়ালা দেখি ফোঁৎ করে নাক ঝাড়লো নিজের লুঙ্গির পাড়ের কোনাটায়। মার অবিশ্যি তাতে কোনো ভ্রুক্ষেপ নাই, তিনি আলুর দরদাম করে চলেছেন। আলুওয়ালার কোলে বসেছিল তার পোষা বাঁদর। হঠাৎ একটা বিজাতীয় আওয়াজ, দেখি বাঁদরটা আলুওয়ালার লুঙ্গিতে কুকর্ম করে বসেছে। আমি তো হাঁউমাঁউ করে কাঁদছি আর ওয়াক তুলছি। মাও নাকচাপা দিয়ে "আ মোলো যা'' বলতে বলতে ছিটকে সরে এসেছে আলু না নিয়েই। পরের দিন আবার স্কুলে যাচ্ছি, দেখি আলুওয়ালার পরনে আজ একটা অন্য লুঙ্গি, আর ভাতের হোটেলের একটা বাচ্চা ছেলে বিশাল বড় একটা ভাতের ডেকচি থেকে ফ্যান গালছে কী দিয়ে? না, আলুওয়ালা আগের দিন বিকেলে যে লুঙ্গিটা পরেছিল সেইটা দিয়ে।
  • pi | ০৩ মে ২০১১ ০৯:১৩ | 128.231.22.150
  • অসুর তো মাইক্রো মিনি লুঙ্গি ই পরে আছে।
  • Abhyu | ০৩ মে ২০১১ ০৯:০৬ | 97.81.88.118
  • তাই বলে এখানেও কমেন্টে লুঙ্গী দেখাবে?
    http://www.sayankb.webs.com/andhaprem/
  • r.h | ০৩ মে ২০১১ ০৮:৪৯ | 67.96.80.214
  • আমি সর্বত্রগামী। আজ মহান লুঙ্গীদিবস। লুঙ্গীবিপ্লবের পুণ্যদিন।
  • pi | ০৩ মে ২০১১ ০৮:৪৩ | 128.231.22.150
  • ঠিক আছে। ওটা লুঙ্গি নয়। যে ধুতিটা পরে দোল খেলেছিলেন।
  • pi | ০৩ মে ২০১১ ০৮:৪১ | 128.231.22.150
  • হুঁ, আরেকটা জায়গায় ঢোকার দরজা।
  • kc | ০৩ মে ২০১১ ০৮:৪১ | 89.203.49.18
  • ওটা মোটেই আমি নই। আমি কখ্‌খন লুঙ্গি পরিনা। শুঁটকি মাছ কিংবা পাকা কাঁঠালের থেকেও লুঙ্গি বেশী অপছন্দের।
  • byaang | ০৩ মে ২০১১ ০৮:৩৮ | 122.178.229.180
  • ওঃ কায়দা করে আমাকে দরজা দেখিয়ে দেওয়া হল বুঝি! দেখাচ্ছি মজা!!
  • pi | ০৩ মে ২০১১ ০৮:৩৬ | 128.231.22.150
  • সৎ সমালোচনাগুলো ওনার টইতেই হোক না কেন। উনি তো আবার নিজের ঐ ডেরাতেই সেঁধিয়ে থাকতে পছন্দ করেন।
  • pi | ০৩ মে ২০১১ ০৮:৩২ | 128.231.22.150
  • শিল্পী বোহহয় টিকি জোগাড় করতে গেছেন।
  • byaang | ০৩ মে ২০১১ ০৮:৩০ | 122.178.229.180
  • কী উদাসীন শিল্পী রে ভাই! চাট্টি সৎ সমালোচনা শোনারও সৎ সাহস নাই! চিত্রসমালোচকরা এসে ফিরে চলে যাচ্ছেন, ওদিকে শিল্পীর টিকির দেখাও নাই!
  • byaang | ০৩ মে ২০১১ ০৮:১৫ | 122.178.229.180
  • চিন্টুভাইয়ের মুখে কী অসহায় আকুতি! আর অভ্যুর মুখে বহুবছরের সুপ্ত জিঘাংসা! কেসির লুঙ্গীটা এতো ডিস্ট্র্যাক্ট করছে যে কেসির ফেশিয়াল এক্সপ্রেশনটা ভালো করে নজরই করতে পারছি না।
  • byaang | ০৩ মে ২০১১ ০৮:১২ | 122.178.229.180
  • ঐটে কালো কোট!! আমি ভাবলুম তেরছা ছাঁটের ডিজাইনার পাঞ্জাবী!! আর লুঙ্গীটাও মোটেই চকরাবকরা নয়! পায়ে একটা কেড্‌স জুতো থাকলে মানাতো বেশি।
  • Abhyu | ০৩ মে ২০১১ ০৮:০৫ | 97.81.88.118
  • তবে কালো কোটের চেয়েও চিন্টুভাইয়ের গোঁফটা আমার বেশি পছন্দ হয়েছে।
  • byaang | ০৩ মে ২০১১ ০৭:৫২ | 122.178.229.180
  • বাবা গো বাবা! সক্কাল সক্কাল কেসির লুঙ্গীর রঙ দেখে .... !! কী আর বলবো!
    অভ্যুর লুঙ্গীটা বরং বেশ ভদ্রসভ্য, চোখজুড়নো প্যাস্টেল শেডের। চিন্টুভাইয়েরটাও মন্দ নয়।।
  • SS | ০৩ মে ২০১১ ০৪:১৬ | 131.193.195.128
  • এইবার দেখছি আইপডটার কোমরে দড়ি বেঁধে একদিকে অচিন্টি আর অন্যদিকে টিম আর অভ্যু মিলে টানাটানি করবে। কেসিকে রেফারির পোস্টটা দিলাম, সোনি প্রীতির জন্য।
  • pi | ০৩ মে ২০১১ ০৪:১১ | 128.231.22.150
  • কেসিদার মধ্যে একটু শম্মী কাপুরীয় টাচ আনা যায় না ? কিম্বা এক কানে সোনির এম্পিথ্রির ইয়ারপ্লাগ, অন্য কানে হাত দিয়ে একটু কালোয়াতি ?
  • r.h | ০৩ মে ২০১১ ০৪:০৬ | 67.96.80.214
  • একটা পাতায় না বসালে কেমন লাগে।
    http://sayankb.webs.com/lungi/
  • Abhyu | ০৩ মে ২০১১ ০৪:০৩ | 97.81.88.118
  • জ্জিও
  • achintyarup | ০৩ মে ২০১১ ০৪:০৩ | 59.93.255.79
  • থ্যাঙ্কিউ কাবলিদা। গুরুচণ্ডা৯-তে যাতায়াত করার অনেক লাভ দেখতে পাচ্ছি। পরমার্থিক এবং পরম আর্থিক ;-)
  • kd | ০৩ মে ২০১১ ০৩:৫৩ | 108.56.196.219
  • chintubabu, ektu apexaa karte paarle (june'r sheshh abdhi) aami aamaar iPod (choice between a mini and a standard or both) niye nite paaro - free tabe charger aar earphone nei, ogulo kine nite habe. atleast kichhudin to chalbe.
  • nk | ০৩ মে ২০১১ ০৩:৪৯ | 151.141.84.191
  • এ হে! আমি ভেবেছিলাম পাহাড়ে উঠছে। তেনজিং এর মতন কেসি টেনে তুলছে অচিন্ত্যকে, অচিন্ত্যর দড়ির উর্ধের দিকে কেসি, অন্যদিকে আপেল, খাদের উপরে ঝুলছে, আর সেই আপেল কামড়ে ক্যাপ্টেন হ্যাডকের মতন ঝুলছে অভ্যু।
  • pi | ০৩ মে ২০১১ ০৩:২৭ | 128.231.22.150
  • :D
  • achintyarup | ০৩ মে ২০১১ ০৩:১৩ | 59.93.255.79
  • ঃ-))
  • Tim | ০৩ মে ২০১১ ০৩:১১ | 198.82.29.71
  • এই ছবির জন্য হুতোদা নোবেল পাবে। ক্যাপশন হোকঃ আপেলমুখী অভ্যু, অসহায় অচিন্ত্যদা আর সৌখিন কেসিদা। হেব্বি হয়েচে!
  • r.h | ০৩ মে ২০১১ ০৩:০০ | 198.175.62.19
  • দড়ির কোন প্রান্তে কে থাকবে কেন থাকবে কিছুই তো বুঝলাম না। তবে আজ মহান লুঙ্গী বিপ্লবের পুণ্য সন্ধ্যা।

  • achintyarup | ০৩ মে ২০১১ ০২:৪১ | 59.93.255.79
  • তারপর দড়িও ছিঁড়ে যাক আর আমার কোমরও ভেঙ্গে যাক আর কি। ও সব বাজে কথায় মোটেও কান দিওনি হুতো
  • lcm | ০৩ মে ২০১১ ০২:১৮ | 128.48.121.218
  • আইপড ভালো, আইটিউন্‌স ভালো না।
  • pi | ০৩ মে ২০১১ ০২:০৪ | 128.231.22.150
  • হুতো কি এবার কিছু আঁকবে না ?
    দড়ির একপ্রান্তে আপেলে আধখানা কামড় দিয়ে অভ্যু, অন্যদিকে ও মেরে সোনি রে সোনি রে করতে করতে কেসিদা । দড়িটা অবশ্য ই অচিন্তিদার কোমরে বাঁধা।
  • Abhyu | ০৩ মে ২০১১ ০১:৫৩ | 97.81.88.118
  • না হে অচিন্ত্যদা, ভালো করে গান শুনতে চাইলে আই পড কিনুন। কোয়ালিটি অসাধারণ ভালো।
  • achintyarup | ০৩ মে ২০১১ ০১:৫১ | 59.93.243.27
  • ওকে। সেটাই আপাতত পকেটে কুলোবে মনে হচ্ছে। থ্যাঙ্ক ইউ
  • Abhyu | ০৩ মে ২০১১ ০১:৫০ | 97.81.88.118
  • সেটা ঠিকই - সোনি দামী জিনিস বানাতে পারে না। একবার একটা দামী সোনি ভালো কিনে যা ঠকেছি বলার না। কিন্তু সস্তার মিউসিক সিস্টেম, টিভি দিব্যি চলে।

    ওদিকে আপেল আবার সস্তার কিছু বানাতেই শেখেনি। সোনি যদিও বা দামী জিনিস বানানোর চেষ্টা করে, আপেল সস্তার ধার কাছ দিয়েও যায় না।
  • kc | ০৩ মে ২০১১ ০১:৩৯ | 89.203.49.18
  • চিন্টিবাবু, চোখকান বুজে সোনি। সস্তায় এরথেকে ভাল পুষ্টিকর খাদ্য আর নাই।
  • pi | ০৩ মে ২০১১ ০১:৩৯ | 128.231.22.150
  • অভ্যু, কাল পেট ভরেছিল তো ?
  • Abhyu | ০৩ মে ২০১১ ০১:৩৪ | 97.81.88.118
  • আমি আপেল পছন্দ করি, শশী থারুরকে পছন্দ করি...
  • Tim | ০৩ মে ২০১১ ০১:৩১ | 198.82.29.71
  • এম্নিতে আপেলের সব জিনিসেরই দাম একটু বেশি। খোকাখুকুদের স্টাইল আর ব্র্যান্ডনেমের জন্য।
  • Abhyu | ০৩ মে ২০১১ ০১:২৯ | 97.81.88.118
  • জাকির হুসেন আর শিবকুমার শর্মার ডুয়েট শুনলে তফাৎ বোঝা যাবে। তবে এসপ্লানেডের ভিড়ে কোনো তফাৎ বোঝা যাবে কিনা জানি না।
  • Tim | ০৩ মে ২০১১ ০১:২৮ | 198.82.29.71
  • http://www.indiabroadband.net/news-tech-world/5893-ipod-vs-sony-walkman.html
    এইখানে একটা আলোচনা আছে ব্যবহারকারীদের। বলছে অবশ্য সোনি নাকি সাউন্ড কোয়ালিটির জন্য বেটার। ক্ষি জানি।(ডিঃ আমি কোনোতাই ব্যবহার করিনা। একটা প্রায় বিনা পয়সায় কেনা এম পি থ্রি প্লেয়ার আছে। সেটাতেই শুনি, তাই ড্রাইভ করার সময়)।
  • Abhyu | ০৩ মে ২০১১ ০১:২৫ | 97.81.88.118
  • আই পড সঙ্গে নিয়ে ঘুরি না বলেছি। আই পড নেই বলিনি। সাউণ্ড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। সম্ভবতঃ সেই জন্যেই দাম।
  • pi | ০৩ মে ২০১১ ০১:২৪ | 128.231.22.150
  • বাড়িতে ফোন ছিল না মানে খালি ল্যান্ডফোনের কথা মিন করেছে ?
  • pi | ০৩ মে ২০১১ ০১:২৩ | 128.231.22.150
  • আরে এটা তো আমার অনেকদিনের কোশ্নো। আইপডে কী এমন বেশি ফিচার যে দামটা অত বেশি ? নাকি, বেশি দামের বেশিটাই ঐ ফলের ছাপ্পার জন্য ?
  • Tim | ০৩ মে ২০১১ ০১:২০ | 198.82.29.71
  • আইপডই ভালো অচিন্ত্যদা। আইপডের কমপ্লেন তেমন শুনি নাই। সোনির কিছু কিছু শুনেছি। দামের ফারাক কেমন?
  • aka | ০৩ মে ২০১১ ০১:১৮ | 168.26.215.13
  • ওসামাকে যখন গোর দেছে খ্যাল করেছিল ওর পকেটে কোথাও আইফোন ছেল কিনা। যাস্ট মনে হল বললাম।
  • achintyarup | ০৩ মে ২০১১ ০১:১৬ | 59.93.244.187
  • এক্টা ভালো পোস্নো কল্লুম, কেউ কোনো ভালো উত্তর দিলে না ঃ(
  • pi | ০৩ মে ২০১১ ০১:০৪ | 128.231.22.150
  • গা ও কে রয়ে গেল ? মার্লে ?
  • pi | ০৩ মে ২০১১ ০১:০২ | 128.231.22.150
  • অথচ আমি কমপ্লান খাইনা। বুস্ট খাই।
  • Du | ০৩ মে ২০১১ ০০:৫৮ | 216.110.92.7
  • গা ও রয়েই গেল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত