নাটকঃ ভাটে-বাজারে।
স্থানঃ কোনো এক অজ্ঞাত স্থানের একটি চণ্ডীমণ্ডপ। আলো ফুটলে দেখা যাবে তাতে চারজন পাঁচজন হুঁকোমুখো নবীনপ্রবীণ মানুষ। নেপথ্যে কুকুরের ডাক, সাইরেনের আওয়াজ (যা কি না গুপুর নয়), আবছা কলতলার কোন্দল (যা ছাপার অযোগ্য), ও শুবার্টের অসমাপ্ত অষ্টম সিমফনি*।
পাত্রপাত্রীঃ
১) MP - ভূরাজনীতি ও জায়নবাদ বিশেষজ্ঞ, যে কোনো বাক্যে, তর্কে, আড্ডায়, চিৎকার অথবা শীৎকারে উনি একবার "জায়নবাদ" এবং "জায়নবাদীদের ষড়যন্ত্র" উচ্চারণ না করে পারেন না। কথিত আছে একবার গড়িয়াগামী অটো খুচরো না দেওয়ায় সেই ঘটনাকে জায়নাবাদের কালো থাবা বলে টানা তিনঘন্টা চেঁচিয়েছিলেন।
২) প্রবীরজিত - একদা অধ্যাপক, অবসরে পানু লিখতে ভালবাসেন, শখ ফেসবুক থেকে বিচিত্র লেখাপত্র কপি করে দিকে-দিগন্তরে ছড়ানো। স্প্যাম করেন, কিন্তু স্প্যামার বলা বারণ।
৩) ডট - এককালের ইউরোপ বিশেষজ্ঞ (কিন্তু, আজকাল বাজার কিঞ্চিৎ খারাপ), প্রিয় চ্যানেল আরামবাগ টিভি, প্রিয় শহর জুরিখ, প্রিয় চরিত্র স্বয়ং নিজে। কালো হাঁড়ি দেখলে কুপিত হন। বিদেশীয় শব্দ বিজাতীয় বানামে লেখায় ব্যুৎপত্ত।
৪) &/ - কল্পবিজ্ঞান-রচয়িতা, ঔপন্যাসিক, নিন্দুকে সন্দেহ করে প্রচ্ছন্ন দক্ষিণপন্থী। ইউরোপ বিশেষজ্ঞ নন, কিন্তু বিমূর্ত ঘোলাটে ডিজিট্যাল পেইন্টিং করে প্রশংসা কুড়িয়েছেন। মাঝে মাঝে কাকে যেন গ্রুপল্লবে ডাক দেন (সাড়া পান কি না সে বিষয়ে নাট্যকার নীরব।)
৫) ডিসি - শান্তশিষ্ট ক্যাপিটালিস্ট, ফ্রি মার্কেট,পাঁচিল আর বাদামভাজা পছন্দ করেন। শখঃ তুমুল কোন্দলের সময় সবাইকে বলা "নিন একটা গান শুনুন"। অষ্টাদশ শতাব্দীতে জন্মালে ধর্মগুরু হতেন।
এছাড়াও অনেক চরিত্র মাঝে মাঝে আনাগোনা করে। কেউ সশব্দে, কেউ নিঃশব্দে, কেউ মণ্ডপের বাইরে থেকেই দীর্ঘশ্বাস ফেলে নতনয়নে অনিমেষে আবার দিনগত পাপক্ষয়ের কাজে ফেরেন। আর অতীতের হিমঘর থেকে কাদের যেন পদশব্দ মাঝে মাঝে ভেসে আসে হায়! কতই না প্রবল রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী এই চণ্ডীমণ্ডপ। কোথায় সে এলেবেলে? কোথায় সে অরিনবাউ (থুক্কু, অরিন লান)? এই বিস্তৃত তাকলামাকান মরুভূমে না আছে অরণ্য, না সৈকত।
আছে শুধু কিছু অক্লান্ত দুর্নিবার বকতিয়ার খিলজি। বাদবাকিরা মৃত সৈনিক অথবা নিননিছা। তবে, তাদের কথাও ক্রমশঃ প্রকাশ্য।
--
(*এ বিষয়ে জানতে হলে অস্ট্রিয়া-বিষয়ক লেখা পশ্য।)