এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৪ মে ২০১১ ২৩:২৫ | 122.252.231.10
  • বুইলাম।

    কিন্তু নাইটি পরার বিরোধী কেন হব। আগেই তো বলেছি যে যার পছন্দ ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী পরিধান করিবেক। তবে দেখতে সত্যি কোলবালিশের খোলের মত। না বললে সইত্যের পথ থেকে বিচ্যুত হইব। ঃ)
  • Tim | ০৪ মে ২০১১ ২৩:২৫ | 198.82.24.118
  • আজ্জোদা,
    ঃ-)
  • pi | ০৪ মে ২০১১ ২৩:২২ | 72.83.97.171
  • ওহে মামুদা, গোলের ধারাবিবরণী দেবার ফাঁকে ফাঁকে পেন্ডিং মেইল আর ফোনগুলো ও একটু করবেন ঃ(
  • byaang | ০৪ মে ২০১১ ২৩:২১ | 122.172.243.75
  • সেটা আপনাদের বিচার।
  • aka | ০৪ মে ২০১১ ২৩:১৯ | 168.26.215.13
  • তাইলে শুধু অন্তর্বাস পরে ঘুরলেই হয়। আবার কষ্ট করে লুঙ্গি কেন?
  • pi | ০৪ মে ২০১১ ২৩:১৮ | 72.83.97.171
  • যদ্দুর মনে পড়ছে রামকুমার লুঙ্গি পরতেন।
    রামকুমারের ছাত্তর ছিলেন আমার মাস্টারমশায়। তিনিও বাড়িতে লুঙ্গি পরেই গান শেখাতেন। কিন্তু সেসব ছিল সব শৌখীন লুঙ্গি। গামছা ছোপ না। সেসবের সাথে তানপুরা, বিলাসখানি তোড়ী , রামপ্রসাদী সব ই দিব্যি মানিয়ে যেত।
  • byaang | ০৪ মে ২০১১ ২৩:১৬ | 122.172.243.75
  • এই ঢাকঢাক গুড়গুড় আর সহ্য হয় না। সোজা কথাটা ঠাস করে বলেই দিই।
    যেনারা লুঙ্গি পরা নিয়ে আপত্তি করছেন, কিন্তু আপত্তির কারণ হিসাবে লুঙ্গির ডিজাইন, কাটছাঁট ইত্যাদি বলছেন, ওনাদের আপত্তির অন্যতম কারণটি হল বঙ্গপুরুষরা লুঙ্গির নীচে কিছু পরতে পছন্দ করেন না। সেটি সংসারের বাকি বাসিন্দাদের পক্ষে বড়ই অস্বস্তিকর।
    আর যারা নাইটি পরার বিরোধী, তাদের জানিয়ে রাখি, পুরুষদের যে কারণে লুঙ্গি পরে আয়েস করতে ইচ্ছে করে, যারা নাইটি পরেন তাদেরও সেই একই কারণে নাইটি পরতে ইচ্ছে করে। সারাদিন তাদের তো কম করে আরো তিন চারটি বস্ত্র দিয়ে নিজেদের শরীরটিকে বেঁধেছেঁদে রাখতে হয় আর পুরুষদের মতন উদোম গায়ে ঘুরতে পারেন না, তাই নাইটি নামক জিনিসটির আবিষ্কার। তবে নাইটি অথবা লুঙ্গি পুরুষ মহিলা নির্বিশেষে নীচে অন্তর্বাসটি পরা জরুরি।
    পিরিয়ড।
  • Tim | ০৪ মে ২০১১ ২৩:১৪ | 198.82.24.118
  • ঃ-)
  • pi | ০৪ মে ২০১১ ২৩:১৩ | 72.83.97.171
  • ঃ(
  • Tim | ০৪ মে ২০১১ ২৩:১২ | 198.82.24.118
  • এইযে লুঙ্গি নিয়ে একটা আমরা-ওরা থিওরি, ৯৫-৫ ও বলা যায়, এইটা নিয়ে ডিডিদা কিছুই কইলেন না।
    আর ইপিস্তো, ভনভন না করে ভাটের বাকি ছবিগুলো আপাও।
  • I | ০৪ মে ২০১১ ২৩:১১ | 14.96.13.255
  • এঃ, নিকোল বাচ্চামানুষের ভুতের সিনেমা দেখে মুখটা একদম পুড়ে গেসে। ভাটেও সুখ নেই। আপ্নেরাও দেখি লুঙ্গির শেষ না দেখে ছাড়বেন্না। যাই, এট্টু রামকুমার শুনে শরীর ঠিক করিগে।

    পরপর দুরাত্তির সিনেমা হলের তালা খোলা একদম উচিৎ কার্য হয় নি।
  • pi | ০৪ মে ২০১১ ২৩:০৯ | 72.83.97.171
  • x-(
    আবার ভনভনাবো সেটা কি ভালো হবে ? ;-)
  • Tim | ০৪ মে ২০১১ ২৩:০৭ | 198.82.24.118
  • আরে তুমি তো ড্যামেজ ক®¾ট্রাল কল্লে, নইলে কি আর ক দিই? ;-)
  • M | ০৪ মে ২০১১ ২৩:০৪ | 59.93.215.210
  • ওহে কুমু!ভুল বুঝেছো,আমাত্তিনি মোট্টে জোর করেনাকো, কেবল গয়না কিনতে ভালোবাসে আর তার ডিটেইলস শোনায় যেটা আমি শুনতে বা পরতে ভালোবাসিনে,(একটাই কারন,আমি সাজতে জানিনে,সাজলে আমায় আরো জঘন্ন দেখায়) তবু হাসি মুখ করে শুনি যাতে কষ্ট না পায়।সিম্পিল।

    সে বেচারী ও একটু ফিটফাট ব্যাপার পছন্দ করে,আর আমি চুড়ান্ত এলোঝেলো,তাই হাসি হাসি মুখে আমাপ্পাগলি বলে কষ্ট গিলে ফেলে।
  • Arpan | ০৪ মে ২০১১ ২২:৫৭ | 122.252.231.10
  • হ্যাঁ, ব্যাঙের গ্যাঙোর গ্যাঙ যত আমার সাথে। অ্যাদ্দিন ধরে লুঙ্গির গুণগান করে গেলাম চোকে পড়েনি বুঝি!
  • pi | ০৪ মে ২০১১ ২২:৫৫ | 72.83.97.171
  • কিন্তু টিম, ক দিয়ে যে তুমি ,a আর কেসিদাকে এত হতাশ কল্লে, সেইটা কি ঠিক হইলো ? ঃ)
  • pi | ০৪ মে ২০১১ ২২:৫৪ | 72.83.97.171
  • ঃ)
    প্লাস, সঙ্গে এক ব্যাগ মশা নিয়ে যেতুম। সুযোগ মত ছেড়ে দিতুম।
  • Arpan | ০৪ মে ২০১১ ২২:৫১ | 122.252.231.10
  • ইপিস্তা উকিল হলে কাজে দিত। ভনভন করে আদালত সুদ্দ লোকের মাথা খারাপ করে ছেড়ে দিত।
  • dukhe | ০৪ মে ২০১১ ২২:৫০ | 117.194.246.221
  • কিন্তু সবার চাইতে ভালো
    পাঁউরুটি আর ঝোলাগুড়
  • pi | ০৪ মে ২০১১ ২২:৫০ | 72.83.97.171
  • কিন্তু সবার চাইতে ভালো হল সন্ধে নামার একটু আগে ট্রেন থেকে দেখা চিল্কা ঃ)
  • pi | ০৪ মে ২০১১ ২২:৪৯ | 72.83.97.171
  • হ্যাঁ, ওড়িশার গামছা ও ভালো , লুঙ্গি ও ভাল।ঃ)
  • Tim | ০৪ মে ২০১১ ২২:৪৯ | 198.82.24.118
  • ইপিস্তো এখন যেটা কচ্ছে, সেটাই কি ভনভন? ;-)
  • pi | ০৪ মে ২০১১ ২২:৪৭ | 72.83.97.171
  • এই যেমন আমাকে যদি কেই রোজ বেড টি দিতে বলে , তাহলে সকাল সকাল ওঠা আর চা বানানো আমার খুব অপছন্দের বলে আমি মোটেও করবো না, এটা কোনোদিন ও আমার নিজের 'ইচ্ছে' হবে না। করব না। আদেশের ফর্মে এলে তো আরৈ করব না। ঐ ফর্মে এসেছে বলেই।
    কিন্তু ধরা যাক, এমনিতে আমার নীল তেমন পছন্দ না, সবুজ ভালো লাগে। কারুর নীল ভালো লাগে বলে যদি নীল শাড়ি পরতে বলে, তাহলে কে বলছে, কীভাবে বলছে সেগুলোর উপর ডিপেন করে পরতেই পারি। পরতে গিয়ে হয়ত দেখতে পারি, নীলটা আমার নিজের ই ভালো লাগছে। এইরকম আর কি।

    আর ভালো লাগা আর খারাপ লাগার মধ্যেও একটা জোন আছে। ভালো না লাগা মানেই খুব খারাপ লাগা সেটাও সবসময় নয়। কখনো কখনো কারুর শখ ( আদেশে নয়, বোল্ড এন্ড আন্ডারলাইন) আমার ভালো লাগলো না, মানে সেটা নিজের ই ইচ্ছে হয়ে গেল , এরকমটি না। কিন্তু সেখানেও এক আধবেলার জন্য কিছু করতে হলে, তাতে আমার তেমন খারাপ লাগার মত কিছু না হলে, নিজস্ব ফিলোসফির সাথে জোরালো কিছু সংঘাত না বাধলে সেটা করলে খুব কিছু ব্যক্তি স্বাধীনতা খুইয়ে ফেল্লাম বলে মনে করিনা ঃ)
    কমপ্রোমাইজে ঘোরতর আপত্তি আছে, মিচ্যুয়াল অ্যাডজাস্টমেন্টে তো নাই।ঃ)
  • byaang | ০৪ মে ২০১১ ২২:৪৫ | 122.172.243.75
  • আমার অ্যাত্তো হাত নিশপিশ করছে লুঙ্গিবিরোধী ও নাইটিবিরোধীদের উদ্দেশ্যে চাট্টি কুকথা লেখার জন্য। কিন্তু আমি সংযম অভ্যাস করছি বলে সারাদিনে এক লাইনও লিখি নাই। তবে অপ্পনের এইসব উস্কানির পরে আর চুপ করে থাকা অসম্ভব হচ্ছে। তাই হাল্কা করে থ্রেট মেরে গেলাম।।
  • Tim | ০৪ মে ২০১১ ২২:৪৪ | 198.82.24.118
  • হ্যাঁ মন্ত্রী হতে পারলে বেশ হতো। মন্ত্রীদের পোস্টগুলো এক এক দিনের করে দেওয়া উচিত। সবাই তাহলে সুযোগটুযোগ পায়।
  • Du | ০৪ মে ২০১১ ২২:৪৩ | 216.110.92.7
  • হ্যা, আমার আটমামা সম্বলিত মামাবাড়িতে পাজামা, ধুতি থেকে লুঙ্গি সবাই শান্তিপূর্ণ সহাবস্থান করতো। সেই সুত্রে জানি সেসময় বম্বে ডাইং এর বেশ ভালো দেখে্‌ত লুঙ্গিও ছিল। চেককাটা লুঙ্গিটা কলকাতায় দেখলাম সাধারন ঘরে।
    আমার ছোটমামা তো আবার স্নান করে বেরোনোর সময় মিস টাগামা হয়ে বেরোত ঃ)
    নাইটি গায়ে বদখৎ আর শাড়ি ফ্ল্যাটবাড়ির বারান্দা থেকে শুকোলে। সবই কৃষিজমির গল্প ঃ(
  • Arpan | ০৪ মে ২০১১ ২২:৩৫ | 112.133.206.18
  • চেন্নাই জানি না, এইখানে উগাদি বা এথনিক ফেস্টিভালে কেউ কেউ লুঙ্গি পরে আপিসে আসে তো। ভালোই লাগে।
  • dukhe | ০৪ মে ২০১১ ২২:৩৩ | 117.194.246.221
  • নাঃ - সে কপাল করে কি আর এসেছি ? লংডংঅই আসুক আর উন্নততম বামই হোক - অন্ধের কিবা রাত্রি কিবা দিন ! কেউ আমাকে এট্টু মন্ত্রীগিরিও দেবেনিকো ।
  • aka | ০৪ মে ২০১১ ২২:৩১ | 168.26.215.13
  • আরে প্রোপোজাল লেখার শর্টকার্টটা জানেন না? কন্টোল a, ক®¾ট্রাল c, ক®¾ট্রাল v, ক®¾ট্রাল h, find x replace with yalt s a - ফাইলের নাম শেষে version 10.2.3 যাতে দেখে মনে হয় অনেক কাজ করেছেন।
  • Arpan | ০৪ মে ২০১১ ২২:৩১ | 122.252.231.10
  • বাপরে, লোকে সারাদিনে কী ভাটিয়েছে।

    লুঙ্গির বিপক্ষে একটা আপাতগ্রাহ্য মতামত পাওয়া যাচ্ছে। বিকট রঙের চেককাটা গামছা ডিজাইন। বাকিরা কারণ জিগ্যেস করলে মুখে কুলুপ এঁটে আছেন।

    ওড়িশাতে চমৎকার কটকি ছাপের হাল্কা কালারের লুঙ্গি পাওয়া যায়। চমৎকার এলিগ্যান্ট লাগে। শিবুদার মত বিরাট মাপে (পান নট ইন্টেন্টেড) পৌঁছলে ভাবছি পরব।

    দেশে আলু রাখার বস্তা/কোলবালিশের খোলার মত দেখতে নাইটি নামে একটি ঘরোয়া পোশাকের দেখা মেলে। এস্থেটিক বিচারে চেককাটা লুঙ্গির সাথে খাপে খাপে পাল্লা দেয়।
  • Bratin | ০৪ মে ২০১১ ২২:৩১ | 117.194.97.51
  • ও হো আমি তো আফিস থেকে চলে গিয়েছিলাম। সবাই মিলে প্রচুর চেটেছে আমাকে ঃ-((

    কিন্তু সমস্যা হল পোশাক আশাকের ব্যাপারে আমি নিজে খুব খুঁতখুঁতে। অনেক সময় নিজে পছন্দ করে জামা কিনে সে জামা নিজেই আর পরি না। কোন জামার সাথে কী প্যান্ট যাবে সেটা নিয়ে ও পিটপিটানি আছে।

    কাজেই বৌ র শাড়ী নিয়ে যে দাবি থাক্বে সেট স্বাভাবিক।

    ১। বৌ র সব দামী শাড়ী এখন অবধি আমি কিনে এসেছি,( বিয়ের শাড়ী থেকে শুরু করে)। অনেক ক্ষেত্রে সে আমর সাথে ও যায় ও না।

    ২। তবে গয়না কিনতে যাই না( পাগল নাকি!!)

    ৩। লম্বা কানের দুল এসব কিছু কিছু ব্যাপারে আমার অ্যালার্জী আছে। ঐ গুলো পরলে আমি ছেড়ে দিই না

    ৪। নীল আমার পছন্দের রং এর সাথে আমার মুক্তোর গয়না পছন্দ । এই সব আর কী

    ৫। বেশীর ভাগ সময় নিজের ড্রেস নিজে পছন্দ করলে মাঝে মাঝে কেয়ার কথা শুনি বিশেষ করে পঞ্জাবির ক্ষেত্রে।

    আর কিছু বলবো না গুরু এবার আমকে সবাই মিলে কেলাবে
    ঃ-((
  • Tim | ০৪ মে ২০১১ ২২:৩১ | 198.82.24.118
  • না না সাপোট করেছি তো। ঃ-)
  • Tim | ০৪ মে ২০১১ ২২:২৯ | 198.82.24.118
  • থার্ড লাইনেও।

    দুখেদা কিসের এত প্রোপোজাল লিখছে? লংডং এসে গেলে দুখেদা কি বিশেষ দায়িত্ব পাবে?
  • pi | ০৪ মে ২০১১ ২২:২৯ | 72.83.97.171
  • লিখতে লিখতে দেখি আবার পোস্ট ! ঃ(
    স্বামীরা বল্লে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ বলে আক্ষেপ কই কল্লুম ! উল্টোটাই তো বল্লুম।

    টিম আজ খালি খালি বুধোর পোস্ট আমার ঘাড়ে চাপাচ্ছে ঃ(

    আদেশ না করে কেউ যদি তার ইচ্ছে প্রকাশ করে, সেটা নিয়ে তো আমার আপত্তি নাই। সেই ইচ্ছে নিয়ে আমার ঘোরতর অনিচ্ছে থাকলে আর তারপর ও সেটা করতে হলে অবশ্য ই আপত্তি আছে। কিন্তু তার মানেই সেটা তো আদেশ হয়ে গেল। আর তাতে আপত্তি, সেতো গোড়াতেই বলে দিয়েছি।
    অন্য কারুর ইচ্ছে অনিচ্ছে শোনাকে আমি নিজের ব্যক্তি স্বাধ্‌হীনতায় হসক্ষেপ মনে করিনা। অনেক সময় সেটা নিজের ইচ্ছে ই হয়ে যায়। অন্যের ভালো লাগছে বলে যে ভালোলাগাটা আসে (যদি আসে, বোল্ড এন্ড আন্ডারলাইন), সেটা এন্ড অব দ্য ডে তো নিজের ভালোলাগাই হল। তাহলে কেন সে টা আমার ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে যাবে ?
  • Tim | ০৪ মে ২০১১ ২২:২৭ | 198.82.24.118
  • ইপিস্তোর এই পোস্তোর সাথে মোটামুটি ক। মানে একপক্ষকে ভগোমান না ধরতে হলে। ;-)
    হুচির সেকেন লাইনেও ক।
  • dukhe | ০৪ মে ২০১১ ২২:২৬ | 117.194.246.221
  • হায় কেসি, প্যারাগ্রাফ আজকাল শুধু প্রোপোজালেই লিখছি যে !
  • hu | ০৪ মে ২০১১ ২২:২৫ | 12.34.246.72
  • হুঁ, নিজের দুঃখেই দুখি ইমোটিকন দিয়েছিলাম। আর লোকে কি বলবে বলে আগের জেনারেশনে মেয়েদের পোষাকের বিশেষ স্বাধীনতা ছিল না সেটাও সত্যি। লোকের ইচ্ছেমত চলতে চলতে লোকের ইচ্ছেকেই নিজের ইচ্ছে/পছন্দ ভাবতে শুরু করাও খুব সাংঘাতিক।

    দুখেদা, ঃ-)))
  • pi | ০৪ মে ২০১১ ২২:২২ | 72.83.97.171
  • দাগ টানার ব্যাপার তো সবকিছুর ক্ষেত্রেই আসে । 'পারস্পরিক' কোন সম্পর্ক থাকলেই। কোনটা শুধু নিজের ভালো লাগার শ্‌জন্য করছি, কোনটা অন্যের ভালো লাগবে ভেবে এবং সেই ভালো লাগার জন্য ভালো লাগা পেয়ে করছি সেগুলো ডিফারেনশিইয়েট করা।
    তবে নিজের খুব খারাপ লাগা সঙ্কেÄও অন্যের ভালোলাগবে ভেবে করাটা বা কাউকে করতে বলাটা কোনোটাই ভালো না। এটাও তো মিউচ্যুয়াল বোঝাবুঝির ব্যাপার। খুব স্পেসিফিক ব্যাপার ও। কোনো জেনেরালাইজড স্টেটমেন্ট দেওয়া যায়না।
    তবে, অন্যের ভালো লাগছে বলে নিজে কিছু করলে বা আমার ভালো লাগছে বলেই অন্যকে কিছু করতে অনুরোধ/আবদার করলে ই দুজনের ব্যক্তিস্বাধীনতা নষ্ট হয়ে যায়, এইটা মানি না। বল্লাম তো, অন্যের ভালোলাগা থেকেও যে ভালোলাগাটা আসে, সেটাও তো সেই নিজের ই ভালোলাগা হল। একেবারে পিউরলি আনকন্ডিশনড, একেবারে শুদ্ধ বিশুদ্ধ নিজের জন্য ভালোলাগা ( আদৌ হয় কি ?) ছাড়াও আরো ভালোলাগা আছে। তাতে দোষের কিছু দেখিনা।

    কিন্তু এখন ও যদি না কাটি তো সেটা ভয়ানক দোষের হয়ে যাবে ঃ(
  • kc | ০৪ মে ২০১১ ২২:২২ | 89.203.49.18
  • দুখেবাবু এই ওয়ান লাইনার ছেড়ে একটু বেরিয়ে আসুন, এখানে আমরা অনেকেই আপনার গুনগ্রাহি আছি। দুএকটা বড় প্যারাগ্রাফ ছাড়ুন এবার।
  • dukhe | ০৪ মে ২০১১ ২২:১৯ | 117.194.246.221
  • টিমবাবু কি স্বামীদের সঙ্গে ইস্তিরিদের একাসনে বসাতে চান ?
    নাদান ! মানুষ আর ভগোমানের তফাৎ বুঝেন নাই ।
  • Tim | ০৪ মে ২০১১ ২২:১৯ | 198.82.24.118
  • দুখেদার ওয়ানলাইনার সম্বলিত একটা চটি বেরোলে বেশ হয়। ঃ-)
  • kc | ০৪ মে ২০১১ ২২:১৭ | 89.203.49.18
  • তিমি ছেড়ে দিওনা, অনেকদিন পর ইপিস্তো একটা বুবি ট্র্যাপে পা দিয়েছে। ঃ-)
  • dukhe | ০৪ মে ২০১১ ২২:১৬ | 117.194.246.221
  • গামছার নিন্দা ?!? যে দেশে মহাত্মা গান্ধী থেকে বিপাশা বসু হাঁটুর নিচে কাপড় পরতে অস্বীকার করেন, সেখানে ?
    কী দিনকাল পড়ল - ছেলেপুলে সব ছায়েব মেম হই গিলা । নেটিবরা এখন যায় কোথায় ?
  • Tim | ০৪ মে ২০১১ ২২:১৫ | 198.82.24.118
  • তাইলে স্বামীরা এইধরণের শখটখের কথা বল্লে তখন ব্যক্তি স্বাধীনতার কথা ওঠে ক্যানো? মানে এই দুটো তো একই। একজন অন্যজনের ইচ্ছেকে প্রভাবিত করছে/চেষ্টা করছে।
  • nk | ০৪ মে ২০১১ ২২:১৫ | 151.141.84.194
  • ঠিক যেমন উরোপ আম্রিগার আপিসে বা ল্যাবে বা পাড়াতেও বিরাট ঝোলাঝালা শাড়ী সালোয়ার কামিজ ওড়না পরে আসাযাওয়া যায় না, এটাও সেই কমুনিটিরই ব্যাপার, অন্যদিক থেকে। সেখানেও একই নীরব প্রশ্ন, "তুমি আমাদের মতনই তো? খুব বেশী এক্সোটিক না তো?"
  • pi | ০৪ মে ২০১১ ২২:১৩ | 72.83.97.171
  • আমি আবার কোথায় কোন দুখি ইমোটিকন দিলুম ! :o
    আর কেউ যদি দ্যায় ও , সে তার শখ মিটলো না বলে দিতে পারে, তার মানে তো এই নয়, সে জোর করছে। নিজের কিছুর শখ না থাকলে সে নিয়ে নিজের দুঃখ হবার ও জো নেই ? ঃ)
  • Tim | ০৪ মে ২০১১ ২২:১২ | 198.82.24.118
  • স্বাধীনতাই তো হওয়া উচিত, মানে কেতাবে তো তাই লেকে। ;-)
  • aka | ০৪ মে ২০১১ ২২:১০ | 168.26.215.13
  • পর রুচি পরনা কথাটি বড় না স্বাধীনতা?
  • pi | ০৪ মে ২০১১ ২২:১০ | 72.83.97.171
  • আরো পষ্ট করে বল্লে, পাছে লোকে কিছু বলে, এই সিন্ড্রোম থেকে যে শখগুলো পেটে খিদে মুখে লাজ হয়ে থাকার সম্ভাবনা আছে, 'ধরানোর চেষ্টা' , মানে সেগুলোকে একটু এক্সপ্লোর করা ঃ)
  • Tim | ০৪ মে ২০১১ ২২:০৯ | 198.82.24.118
  • জোর করে ধরানোর নেই? তাইলে পরেনি বলে দুখি ইমোটিকন ক্যানো ? ঃ-)
    এই ইনিশিয়েট করা আর জোর করার মধ্যে দাগ টানা কঠিন। "আহা, হাতে করে এনেছে, না পরলে দুঃখ পাবে" এই মানসিকতা থেকেও অনেকে অনেক কিছুই পরেন। দেখতে অত্যন্ত বাজে লাগলেও, অনেক সময় নিজের ইচ্ছে না থাকলেও। এটাও জোর, তবে সম্পর্কের, ভালবাসার জোর।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত