এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১০ মে ২০১১ ১৮:৩৩ | 115.249.42.177
  • কে জানে। আমি নিজে আবার কপিরাইট ফর্ম সই করেছি অনেকবার।
  • d | ১০ মে ২০১১ ১৮:২৭ | 14.96.213.86
  • অজ্জিত,

    আমি যতদূর জানি (ভুল জানতেই পারি) মেধাসঙ্কÄ সংরক্ষণ আইন অনুযায়ী কোন লেখার ওপরে লেখকেরই সম্পূর্ণ অধিকার থাকে। এই অধিকার লেখকের মৃত্যুর ৬০ বছর পর অবধি লেখকের বা তাঁর মনোনীত উত্তরাধিকারীর থাকে।
  • Kaju | ১০ মে ২০১১ ১৮:২৭ | 121.244.209.245
  • টই সার্চানো যাচ্ছেনা, তখন থেকে বলছি, কারুর হুঁশ আছে ! যত্তোসব। ইয়ার্কি হচ্ছে?
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৮:২০ | 115.111.126.179
  • রেলমন্ত্রী কে হইবা এইবার ?

    ভবানন্দ না দিনু ঠাকুর
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৮:০২ | 115.111.126.179
  • তবে ৮৮-৯৩ এর ত্রিপুরা মডেল এবার বেঙ্গলে কাজ করতে পারে
  • aka | ১০ মে ২০১১ ১৮:০২ | 168.26.215.13
  • বাঁকুড়া টা হেবি দিয়েছে। ঃ))
  • madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৭:৫৬ | 58.137.132.4
  • লাইভ এক্সিট পোল দেখতে হলেঃ

    http://ibnlive.in.com/livetv/

    ইন্টারেস্টিংলি, কেরল মডেল খোদ কেরলে এবার কাজ নাও করতে পারে।
  • Arijit | ১০ মে ২০১১ ১৭:৪৮ | 115.249.42.177
  • লিগ্যালি এরকম ছাপা যায় কি? প্রথম যেখানে ছাপা হল কপিরাইট তো তাদের। যেমন যে কোনো পেপার পাবলিশ হলে স্প্রিঙ্গার ইত্যাদিকে কপিরাইট দিয়ে দিতে হয়। সেই একই পেপার আর কোথাও দেওয়া যায় না। একই কনসেপ্ট বা একই কাজ নিয়ে দিতে পারো, কিন্তু ওই এগজ্যাক্ট সেম লেখাটা আর নয়।
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৭:৪৬ | 115.111.126.179
  • চিন্তা করবেন না ... আপনাদের জয় সুনিশ্চিতই বলছে ঃ)

    হরে গড়ে সবাই আপনাদের ২২০ দিয়ে দিয়েছে
  • d | ১০ মে ২০১১ ১৭:৪৬ | 14.96.213.86
  • ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, সুনীল এই ব্যপারে খুব পরিস্কার বলে দেন যে নতুন লেখা নেই প্রকাশিত একটি লেখা নিতে চাইলে নিতে পারেন। তো, যেহেতু উনি বলেকয়েই দেন, আমার মতে এটা যারা নেন, তাঁদের ব্যপার।

    শমীকের আপত্তিটা ঠিক কোথায়? বা, আদৌ কোনও আপত্তি আছে কি? নাকি জাস্ট দুটো এক লেখা দেখে শেয়ার করলে?
  • Ishan | ১০ মে ২০১১ ১৭:৪৪ | 122.248.183.1
  • আ মোলো যা। এক্সিট পোল কি কয় বলো না।
  • Bratin | ১০ মে ২০১১ ১৭:৪৩ | 122.248.183.1
  • ও হো হো!! ঃ-)))))))) খেয়াল করি নাই!!
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৭:৪২ | 115.111.126.179
  • যাঃ বল্লুম তো ! ঐ ইউনিভার্সিটির পাশ করা ডাক্তারকেই দেখাতে হবে , তবে ডাক্তারবাবুটি বেশ .... বালির এক মহিলা "রোগী" কে দেখে বল্লেন ""ও কুশ্রী , বিচ্ছিরি দেখতে"" এইসব আর কি ....

    তবে ভিজিট নেন না পোড়া কুপন দিলেই হবে ঃ)
  • Ishan | ১০ মে ২০১১ ১৭:৪২ | 122.248.183.1
  • যাই কউক। আমার হিসেব সেই ৫০ এর নিচে। তার উপরে উঠবনা।
  • Ishan | ১০ মে ২০১১ ১৭:৪১ | 122.248.183.1
  • কেন গৌতম দেব তো দিব্ব সুস্থ লোক।
    ওদিকে এক্সিট পোল কি কয়?
  • Bratin | ১০ মে ২০১১ ১৭:৩৪ | 122.248.183.1
  • তো কি বলছো ? গৌতম দেব কে দেখানোর দরকার নেই? ঃ-))
  • shrabani | ১০ মে ২০১১ ১৭:৩৩ | 124.124.244.110
  • ডাক্তার দেখাতে তো ওনাকে আবার ওপারেই যেতে হবে দিদির আশীর্বাদ নিয়ে, সব বিখ্যাত ডাঃ তো ওদিকে।
    সু ঘো দ যদি মমতার ব্যক্তিগত চিকিৎসক হতে পারে (এন ডি টিভি দেখিয়েছিল, অনশনের সময় রোজ) তাহলে দলের দরকারে মাথার ডাক্তারিও নিশ্চয়ই করতে পারবে!
  • Arya | ১০ মে ২০১১ ১৭:২৬ | 125.16.82.195
  • ভোট তো শেষ। রেজাল্টটা বাকি।
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৭:২৫ | 115.111.126.179
  • আমি কি করে ওনাকে দেখাব !

    তবে চান্স পেলে ওনাকে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাস করা এক ডাক্তার সাজেস্ট করতে পারি ...কিন্তু ডাক্তার বাবু ভোটের পর কোথায় চেম্বার খুলবেন বা গোটাবেন সেটা এখনও জানা নেই
  • Bratin | ১০ মে ২০১১ ১৭:১৬ | 122.248.183.1
  • আর যাই করো ; ভোট শেষ হলেই গৌতম দেব কে দয়া করে ডাক্তার দেখিয় ও ঃ-))
  • tanB | ১০ মে ২০১১ ১৭:১৬ | 86.96.226.90
  • পরি ২২১ প্রত ৬২
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৭:১২ | 115.111.126.179
  • ক্যানো চান্স পাবে না ? ৩৫ বছর ধরে হেরোরাই বেশি বেশি বলে তো !

    অবিশ্যি "নতুন দিনের ভোরে" 'নতুন" হেরোদের কি অবস্থা হবে সে গ্যারান্টি এখন থেকে দেওয়া যাচ্ছে না ঃ)
  • Bratin | ১০ মে ২০১১ ১৭:০৮ | 122.248.183.1
  • পুর্ব পশ্চিম নয়। প্রথম আলো হতে পারে।
  • stoic | ১০ মে ২০১১ ১৭:০৬ | 160.103.2.224
  • ১৩ তারিখের আগে যা যা বলার বলে দিই। পরে আর চান্স পাব না।
    ঃ-)
  • kc | ১০ মে ২০১১ ১৭:০৪ | 194.126.37.78
  • রঙ্গনকেও, কোনও কথা হবেনা।
  • pb | ১০ মে ২০১১ ১৬:৫৭ | 182.71.56.70
  • @stoic
    সত্যি জিনিয়াস !
  • Arya | ১০ মে ২০১১ ১৬:৫৬ | 125.16.82.195
  • সুনীল গঙ্গো র লেখাটা যেন মনে হলো প্রথম আলো বা পুর্ব-পশ্চিম কোন একটা বই থেকে নেওয়া।
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৬:৫৫ | 115.111.126.179
  • সাত- আট নম্বরে নামবে !
  • madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৬:৫২ | 58.137.132.4
  • তবে দেখেশুনে দেওয়া উচিত। নুনের পরে না দেওয়াই ভালো।
  • quark | ১০ মে ২০১১ ১৬:৫১ | 202.141.148.99
  • দাদা আর কত নামবে?
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৬:৫১ | 115.111.126.179
  • স্টৈকদা ঃ))))
  • madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৬:৫০ | 58.137.132.4
  • ঃ)))
  • stoic | ১০ মে ২০১১ ১৬:৪৯ | 160.103.2.224
  • শোনো বোধি, মাঝে মধ্যে একটু কু দিতে হয়, নয়তো খারাপ শোনায়। যেমন বাঁকুড়া।
    ঃ-)
  • stoic | ১০ মে ২০১১ ১৬:৪৭ | 160.103.2.224
  • ঠিকই লিখেছিস। অ্যালাঁ বাদ্যু।
    বাই দ্য ওয়ে, রিসেন্টলি এরনেস্তো সাবাতো মারা গেলেন।
  • h | ১০ মে ২০১১ ১৬:৪৩ | 203.99.212.54
  • স্টৈক এর মনে কি লেভেলের কু, এক্টুর জন্য কান ঘেঁশে বেরিয়ে গেলো ঃ-)
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৬:৪১ | 115.111.126.179
  • ডিডিদা ঃ-) উদিকে আবার ব্যাংক ড্রাফট জালিয়াতি কেস নিয়ে খেউড় শুরু হয়ে গেছে

    কোন এক "আস্থাভাজন" শিল্পপতি যার কাছে মোবাইল গচ্ছিত রেখে ভাষণ দ্যান তো সেই তেনার কোম্পানিকে ৪৯ হাজার ৯৯৯ টাকার ৫টি ড্রাফট ডেওয়া হয়েছে , ৫০ হাজার হলেই কিসব ডকুমেন্ট নাকি ক্যাশের সাথে দিতে হয় তা এড়ানোর জন্য !
  • dd | ১০ মে ২০১১ ১৬:৪১ | 124.247.203.12
  • মান্দ্রাজের হাজার মজা।
    এখন হিট ওয়েভ চলছে, সে প্রায় বেয়াল্লিশ তেয়াল্লিস।
    খপরে কাগজে আহ্লাদে আটখানা হয়ে কয়েছে দিন সাতেক এম্নি চলবে,নো চেঞ্জ, তবে পরের সপ্তাহে আরো উঠবে টেম্পারেচার।

    এখনই এক চক্কর ঘুরে আসলে মনে হয় ইস্তিরী করে কেউ পাট পাট করে দিয়েছে।

    এই কত্তে কত্তে প্রায় এক বছর মেরে দিলাম।
  • madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৬:৩৯ | 58.137.132.4
  • ফুকো দেরিদা বিলেতের বাজারে বাসি মাল। আমাদের এখানে যদিও এখনও চলছে। এদানীং স্লাভোজ জিজেক, অ্যালেইন বাদিউ (কি করে লেহে্‌হ কে জানে!) ছাড়া হস্‌সে না। মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যান্টোনিও নেগ্রি বা ফ্রেডেরিক জেমসন।
  • Arijit | ১০ মে ২০১১ ১৬:৩৭ | 115.249.42.177
  • ও না তো। আবাপ-তে এক বছর আগের গল্প। তাইলে দায়টা সুনীল এবং বাংলালাইভের ওপর যায়।
  • Arijit | ১০ মে ২০১১ ১৬:৩৬ | 115.249.42.177
  • সুনীল গঙ্গো এই কীর্তিটি আগেও করেছেন। এবার মজাটা হল দুটো একই সময়ে বেরিয়েছে। লড়াই হলে কে জিতবে?
  • dd | ১০ মে ২০১১ ১৬:৩১ | 124.247.203.12
  • দাদা আজকে সেঞ্চুরী করবে আর উদিকে চ্যানেল দুনিয়া কাঁপবে এগঝিট পোল ও তৎসংক্রান্ত খিস্তি খেউড়ে। আজ সন্ধ্যেয় আঠারো আনা মজা।

    আর আমি মান্দ্রাজে,টিভি হীন ঘর্মে ভরা পুর্ন হাঁস ফাঁসে।
  • aka | ১০ মে ২০১১ ১৬:২৯ | 24.42.203.194
  • আঁতলামি কোন লক্ষ্য নয়, আঁতলামি হল একটা জার্নি, ছোট থেকে শুরু করে বড় হওয়া অবধি শুধু এগিয়ে চলা। আর কে না জানে, কমপ্ল্যান খান বা না খান, বাচ্ছারা ক্রমশ বাড়ে। কেন এগোচ্ছি সেটা বড় কথা নয়, এগিয়ে যাওয়াটাই বড়। ওদিকে ফুকো, দেরিদা আর এদিকে গুগুল আসার পরে আঁতলামোকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া গেছে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট।
  • Rajdeep | ১০ মে ২০১১ ১৬:২৮ | 115.111.126.179
  • অবশেষে দাদা নেমেছে আজকে .....
  • madhyapadalopee karmadhaaray | ১০ মে ২০১১ ১৬:২৮ | 58.137.132.4
  • ঃ-))
  • stoic | ১০ মে ২০১১ ১৬:২০ | 160.103.2.224
  • হানু, আর যাই করো, ওরাল আর অরালে গুলিও না। কেলেঙ্কারি হবে।
    ;-)
  • kumudini | ১০ মে ২০১১ ১৬:০৩ | 122.160.159.184
  • ব্রতীন,খবর খুবি খারাপ,গুরুর এত বাঘা বাঘা লোকেরা কেউ একটা চাগ্রী দিলে বাঁচি।

    ডিডিদার যৈবনকাল তো এখনো কন্টিনিউড রয়েচে,তাই তো জানি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত