পরিবেশ একটা ব্যাপার। যেখানে যেমন। দিনের পর দিন টীশার্ট ট্রাউজার্স জ্যাকেট পরে চললেও বাড়ী গেলেই সালোয়ার কামিজে প্রত্যাবর্তিত হই। এটা একটা গ্রহণ- আপ্যায়ণের ব্যাপারও। কমুনিটির নীরব জিজ্ঞাসা, "তুমি আমারই আছো তো এখনো?"
pi | ০৪ মে ২০১১ ২২:০৬ | 72.83.97.171
হ্যাঁ, আমার ও মনে হয় লুঙ্গির রং আর ডিজাইনটা বাজে লাগার একটা বড় ফ্যাক্টর।
nina | ০৪ মে ২০১১ ২২:০৪ | 12.149.39.84
দেশিদের পা গুলো সরু সরু আর বেঁকা ঃ-) তাই ঐগুলো মানায় না। মানে মোটা মানুষদের পা ও দেখি কেয়ং যেন সরু-- আর লুঙ্গি --কি বাজে কি বাজে পালাই লোকে এবার পেটাবে
pi | ০৪ মে ২০১১ ২২:০২ | 72.83.97.171
জোর করে ধরানোর তো কিছু নেই ঃ) তাহলে তো আমার ইচ্ছে ও ওদের অনিচ্ছেতে স্কার্ট ও ধরিয়ে ফেলতে পারতুম ঃ) ধরানো বলতে ইনিশিয়েট করা। রীতি রেওয়াজ সুযোগ ইত্যাদি ছিল না বলে কোনোদিন যা করেনি, সেটা করার একটা সুযোগ দেওয়া মাত্র। তারপর তো সকলি তাদের ইচ্ছা। মা বা শাশুড়ির কলকাতা ফিরে আর সালোয়ার পরতে ইচ্ছে করেনি, পরেনা। বেড়াতে গেলে পরে। বাবার জিনস, বারমুডা ভাল লেগে গেছে, কলকাতায় ফিরেও পরে।
সেত আমাদের ছোটোবেলায় যখন জিনসের চল উঠলো , মা র কী শখ ছিল আমি পরি। আর এদিকে আমার নিজের তাতে ঘোরতর আপত্তি ছিল। প্রাপ্তবয়স্ক হবার আগেও আমকে দিয়ে ওটা 'ধরানো' বা 'পরানো' যায়নি ঃ) যখন নিজের ইচ্ছে হল, ধরলাম। আবার কিছু কিছু ইচ্ছে অন্যদের 'ইচ্ছে' দিয়েও ইন্ডিউসড হয়। তাতেই বা মন্দ কী। তাতে করে কন্ডিশনড হলুম বলে নারী স্বাধীনতাও কিছু ক্ষয়ে টয়ে যায় বলে মনে করিনা। ঃ)
যাগ্গে, মশারা ডাকে। কাটি।
nk | ০৪ মে ২০১১ ২২:০১ | 151.141.84.194
বাবাকে পাজামা পরা অবস্থায় আর ধুতি পরা অবস্থায় লুঙ্গি পরা অবস্থার থেকে ঢের ভালো লাগতো। তার একটা কারণ হতে পারে ধুতি আর পাজামা সাদা কিন্তু লুঙ্গি হোতো সবুজ বা নীল! :-)
nk | ০৪ মে ২০১১ ২১:৫৯ | 151.141.84.194
ওরে এ যে পাতার পর পাতা লুঙ্গিপুরাণ আর গামছাচালিশা! "এমন রঙ্গে ভবতরঙ্গে " আজ ডিডি কোথা? আমার এক চেনা বর্মী ভদ্রলোক খুব লুঙ্গি ভালোবাসতেন, সর্বদা বাড়ীতে আর হোটেলে পরতেন, উনি লুঙ্গিকে বলতেন লুনজি। :-)
aka | ০৪ মে ২০১১ ২১:৫৮ | 168.26.215.13
দেশিরা বারমুডা, হাফপ্যান্টু যাই পরুক না কেন অধিকাংশ সময়ে অতি বিতিকিচ্ছিরি লাগে। কিন্তু বিদেশীদেরই দেখেছি দিব্য লাগে।
Nina | ০৪ মে ২০১১ ২১:৫৫ | 12.149.39.84
আর আমি নাকি কেঁদে আকুল হয়েছিলাম,(ছোটবেলায়) মা সালোয়ার কামিজ পরবে বলেছিল বলে ঃ-(( আহারে মা ও পরেনি তাই--
a | ০৪ মে ২০১১ ২১:৫৩ | 208.240.243.170
এইটা ব্যক্তি স্বাতন্ত্র রক্ষার ধ্বজাধারীদের অকেশনাল বিচ্যুতি। ঃ)
Tim | ০৪ মে ২০১১ ২১:৪৩ | 198.82.24.118
ধরানো, পরানোর কেসগুলো ঠিক মাথায় ঢুকছেনা। একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কিছু একটা ধরানোর এই ব্যাকুলতা কেন?
hu | ০৪ মে ২০১১ ২১:৩৭ | 12.34.246.72
আর আমি কিনা আজ পর্যন্ত মাকে সালোয়ার কামিজই পরাতে পারলাম না, জিনস তো দূর অস্ত! পোষাক নির্বাচনের স্বাধীনতা মেনে নেওয়া ছাড়া গতি নেই ঃ-(
pi | ০৪ মে ২০১১ ২১:২৭ | 72.83.97.171
আর আগের জেনেরেশনকে বারমুডা ইত্যাদি পরতে দেখতে পেলে তাই নিয়ে শক পাওয়া ও খুঁতখুঁতানি প্রসঙ্গে ঃ এটা তো পুরো ই নিজেদের চোখের অনভ্যস্ততার ব্যাপার। এটাকে উল্টো দিকে এক্সট্রাপোলেট করে তো তালে এও বলা যায়, আমাদের আগের জেনেরেশন আমাদেরকে ছোট থেকে যেসব পোশাকে দেখতে অভ্যস্ত নন, সেগুলো ও আমাদের পড়া ভাল দেখায় না ঃ)
বাবাকে ছোট থেকে তে বাড়িতে পাজামা পরতে দেখেছি। কচ্চিৎ কদাচিৎ লুঙ্গি ( যেটা ঐ গামছা ছাপের জন্য পচা লাগতো )। এখন চোখে দিব্যি বারমুডা সয়ে গেছে। ইন ফ্যাক্ট ওটা আমি ই কিনে এনে ধরিয়েছি ঃ) প্রথমবার বম্বেতে এনে। মা , শাশুড়িকে সালোয়ার, জিনস , বাবাকে বারমুডা আর জিনস ঃ)
kc | ০৪ মে ২০১১ ২১:১৮ | 89.203.49.18
ভনভনানো বেশী ভাল নয়। অন্যপক্ষ দরকচে মেরে যেতে পারে। চেঁচামেচি বা ডাইরেক্ট অ্যাকশন অনেক বেশী এফেক্টিভ। স্বাস্থসম্মতও। ঃ-))
stoic | ০৪ মে ২০১১ ২১:০৪ | 160.103.2.224
ভনভনানি খুবই এফেক্টিভ। অন্ততঃ আমার ক্ষেত্রে। ঃ-)
Tim | ০৪ মে ২০১১ ২১:০১ | 198.82.24.118
সামারেলো কিনা, তাই ক্ষেপেছে।
kc | ০৪ মে ২০১১ ২০:৫৯ | 89.203.49.18
কে ক্ষেপে গেল? ক্ষেন? ক্ষবে? আমি ক্ষি মিস ক্ষরে গেছি?
pi | ০৪ মে ২০১১ ২০:৫৭ | 72.83.97.171
ও, আমার ঐ ৮ঃ১৪ র পোস্টে চেঁচামেচির একটা ভালো ও অধিক কার্যকরী বিকল্প আছে। মশার মত কানের কাছে ভনভনিয়ে যাও। ভনভনিয়েই যাও। ঃ)
pi | ০৪ মে ২০১১ ২০:৫০ | 72.83.97.171
হ্যাঁ, আমিও এই খেপে যাওয়া দেখে একটু অবাক হলাম । নাকি, নিজে খেপলাম না দেখে ? :p
stoic | ০৪ মে ২০১১ ২০:৪৬ | 160.103.2.224
ইয়ে, আমিও ঐ একে অপরের ইচ্ছে অনিচ্ছে শোনার ব্যাপারটাই মিন করেছিলাম। বাড়িতে এবং কর্মক্ষেত্রে (যদি সম্ভব হয় আর কি)। ঠিকঠাক বোঝাতে পারিনি বোধহয়। তাই শুনে সবাই কেমন ক্ষেপে গেল।
pi | ০৪ মে ২০১১ ২০:১৪ | 72.83.97.171
বোতিনদার ঐ 'পরতে হয়' টা যদি আদেশ না হয় আর 'সাহায্য করি' টা যদি সত্যি হয়, তাহলে এ আমিও মশামেসোকে পড়াবো। যদি কিছু শেখে ঃ(
তবে বোতিনদা, তোমার পোশাক আশাকের ব্যাপারেও তুমি কেয়াদির সাহায্য নাও তো, কিম্বা ইচ্ছে অনিচ্ছে শোনো তো ? যদি সেটাও হ্যাঁ হয়, তবে সেই পোস্ট ও পড়াবো ঃ) আমার তো প্রায় কোনো কথাই শোনা হয় না ( চেঁচামেচি করে না বল্লে) ! x-(
pi | ০৪ মে ২০১১ ২০:০৬ | 72.83.97.171
লুঙ্গির ঐ গামছা ছাপ ডিজাইনটাই গণ্ডগোলের। অমনি না হলে, ঐ যে সাউথে , বা মিশনের মহারাজরা ধুতি মতন পরেন, তাকে তো লোকে মন্দ বলে না ? মানে, কুমুদিও বলবে বলে মনে হয় না। ওগুলোকে তো সাদা লুঙ্গি হিসেবে ভাবলেই হয়। লুঙ্গি যাদের অপছন্দ অথচ মেয়েদের র্যাপার পছন্দ, তাদের জিগাই। ঐ লুঙ্গি মার্কা গামছা ছোপ র্যাপ আরাউণ্ড স্কার্ট হলে কেমনি লাগত ?
pi | ০৪ মে ২০১১ ১৯:৫৫ | 72.83.97.171
দুখেদা, ছয়-নয় ঃ))
aka | ০৪ মে ২০১১ ১৯:৩১ | 168.26.215.13
বোতীন পুরো সিংহ। জ্জিও। সংগ্রামী অভিনন্দন।
achintyarup | ০৪ মে ২০১১ ১৯:১৬ | 121.241.214.38
লুঙ্গ/মুণ্ডু পরে রোজ অফিস যান এরকম একজনের কথা আমার এক্ষুণি মনে পড়ছে। পি চিদাম্বরম। তবে ওনাকে বাটিকছাপ লুঙ্গি পরতে কখনো দেখি নাই
r.h | ০৪ মে ২০১১ ১৮:২৯ | 198.175.62.19
দেখা দেয় ভুঁড়ি নির্মোক খসি সুনীল গগনে ঘেমো রবি শশী লুঙ্গি না ধুতি তোয়ালে না শাড়ি জিগাক আমারে যত প্রতিবেশী
dukhe | ০৪ মে ২০১১ ১৮:১৭ | 122.160.114.85
লিভ অ্যান্ড লেট লিভ ? স্যান দীর্ঘজীবী হোন ।
san | ০৪ মে ২০১১ ১৮:১৪ | 203.91.201.55
এই স্টিরিওটাইপিং আর কদ্দিন চলবে? ঃ-)
লিভ অ্যান্ড লেট লিভ এই হল আজকের স্লোগান। যাই ঘরকে যাই।
s | ০৪ মে ২০১১ ১৮:০৯ | 117.194.100.156
ইসে। লুরু যাব বলে ২৬শের জন্যে টিকিট কেটেছিলাম, অপেক্ষার লিস্টিতে ৫৪ছিল ১০দিন আগে। আজকে দেখলাম নম্বর একখান কমেছে, অর্থাৎ ৫৩। এই টিকিট কী কনফার্ম হওয়ার কোনো চান্স আছে?!
dukhe | ০৪ মে ২০১১ ১৮:০৯ | 122.160.114.85
বরের 'ব্যক্তিগত বিষয়' !!! স্যান কয় কী ?!? এক কোম্পানির বিজ্ঞাপন কাস্টমারদের বাড়ি বাড়ি পাঠানো হবে ঠিক হল । কিন্তু টার্গেট মহিলারা । তাঁরা যাতে পড়েন সেটা নিশ্চিত করা যায় কী করে ? পোড়খাওয়া ম্যানেজার বললেন - কত্তাদের নামে খামে ভরে পাঠান । খামের ওপর লিখে দিন - একান্ত ব্যক্তিগত । মা লক্ষ্মীরা ঠিক পড়ে নেবেন । ফলাফল ? বলা বাহুল্য ।
til | ০৪ মে ২০১১ ১৮:০৮ | 114.198.34.158
যাই শুয়ে পড়ি। ভাগ্যিস বয়েস পেরিয়ে গেছে, নতুবা আফগানিস্তানে যেতে বলতো, কে জানে। অবশ্য মন্দ নয়, বিদেশে পোষ্টিং হলে ( তা যুদ্ধক্ষেত্রই হোক না কেন) ভাল per diem দেয়, ট্যুর হিসেবে গণ্য হয়, বেঁচে ফিরতে পারলে রাজা!
til | ০৪ মে ২০১১ ১৮:০০ | 114.198.34.158
দে'দি, ঠিকই বলেছেন। আসলে অধিকাংশই সদাপ্রভুর কথা মেনে চলেন। কিছু মন্তব্য করেন না- হে ঈশ্বর এরা জানে না এরা কি করিতেছে, ভেবে উদাসীন থাকেন!
saikat | ০৪ মে ২০১১ ১৭:৫৬ | 202.54.74.119
ব্রতীনের রোম্যান্টিক মনটার প্রতি আমরা সদাচরণ করিনি।
de | ০৪ মে ২০১১ ১৭:৫৬ | 59.163.30.6
গুরুতে কি কোটী হবে? মনে হয়না! তাতেই তো দুটো ঘোরাফেরা কচ্চে -- আরো কতো কি জানি বাইরে ঘুরে বেড়াচ্ছে হবে! :))
san | ০৪ মে ২০১১ ১৭:৫৫ | 203.91.201.55
আজ্ঞে, অন্যের ব্যক্তিগত বিষয়ে আমি মতামত দিইনা।
saikat | ০৪ মে ২০১১ ১৭:৫৪ | 202.54.74.119
দুখে ঃ-))
de | ০৪ মে ২০১১ ১৭:৫৪ | 59.163.30.6
ব্রতীন বেচারা পালিয়ে গ্যালো!
dukhe | ০৪ মে ২০১১ ১৭:৫৩ | 122.160.114.85
নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান
shrabani | ০৪ মে ২০১১ ১৭:৫৩ | 124.30.233.86
গিয়ে দেখতেই পারেন লুঙ্গি পরে অফিস বা গামছা পরে,কোনো আইনের বাধা না থাকলে, না যাওয়ার কী আছে! ভাবাই যায়না কেউ আমায় প্রতি পদে বলছে কী পরতে হবে, কোনটা ভালো লাগছে বা লাগছে না অথবা আমি কাউকে বলছি, এরকম হলে তো জীনা হারাম হয়ে যাবে!ঃ(
kumudini | ০৪ মে ২০১১ ১৭:৫১ | 59.178.47.48
হঃ, তোমার হাতে নাই ভূবনের ভার। শুদু লুঙ্গি/গামছা ছাড়া আর কোন পরিধেয়তেই আমার কোন আপত্তি নাই।
dukhe | ০৪ মে ২০১১ ১৭:৫১ | 122.160.114.85
স্যান, বাড়িতে মতামত নেবেন কেন ? শুধু দেবেন । ছেলেদের পোশাক বিষয়ে । সবাই তো আর ব্রতীন নয় । পুরুষসিংহ কোটিতে একটা ।
এয়ারটেলের আপিসে ১লা বৈশাখের সময়ে লালপাড় শাড়ী পরিহিত নারী ও ধুতি পরিহিত পুরুষদের দেখা যায়। সেদিন ওটাই ড্রেসকোড।
de | ০৪ মে ২০১১ ১৭:৪৯ | 59.163.30.6
কষি ধরে ভুলে পাছে টেনে বসি
saikat | ০৪ মে ২০১১ ১৭:৪৮ | 202.54.74.119
ধুতি পরে ইন্টারভিউ দিতে গিয়ে রঞ্জিত মল্লিকের কী অবস্থা হয়েছিল তা কী জানা নেই?
san | ০৪ মে ২০১১ ১৭:৪৬ | 203.91.201.55
বাব্বাঃ সবেতেই অন্যের মতামত নিতে হবে? পাল্লামনা।
আপিস টাপিসেও ড্রেসকোড ফোড তুলে দিলে পারে।
stoic | ০৪ মে ২০১১ ১৭:৪৬ | 160.103.2.224
খালি ভয় হয় পড়ে যদি খসি
de | ০৪ মে ২০১১ ১৭:৪৪ | 203.197.42.100
আপিসে কোথায় কি পরা হবে লোকজনের মত নিতে হবে? বাড়িতেও? কোথায় আছি ভাই? :))
ডিডিদার মান্দ্রাজে বোধায় লোকে লুঙ্গী পরে আপিসও করে!
মেয়েদের পোশাক নিয়ে অ্যাতোক্ষণ ধরে যে মাতব্বরি চলেছে তার বিরুদ্ধে পোব্বোল পোতিবাদ!
til | ০৪ মে ২০১১ ১৭:৪২ | 114.198.34.158
কুমুবেন, বাধ্য হয়েই হাল ধরতে হয় যে। এই তো সেদিন, গত শনিবারে আমার গরীবখানায় একটু খানাপিনার ব্যবস্থা ছিল। আমার এক কনিষ্ঠ বন্ধুর স্ত্রী ফ্লাওয়ারি কামিজের সাথে লম্বা জিওমেট্রিক প্যাটার্ণের হাত কাটা জ্যাকেট পরে এসেছেন, বুঝুন!
kumudini | ০৪ মে ২০১১ ১৭:৪২ | 59.178.47.48
আঁট করে বাঁধা লুঙ্গির কষি, নীবিবন্ধের পাশে থাকে বসি,
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন