এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০৩ মে ২০১১ ০০:৫৮ | 14.96.123.250
  • বম্বে পি'র খুব বাড় বেড়েছে।
  • pi | ০৩ মে ২০১১ ০০:৫৬ | 128.231.22.150
  • হতে পারে, সুইমিং পুলের তলায় ওনাকে গোর দেওয়া হয়।
  • I | ০৩ মে ২০১১ ০০:৫২ | 14.96.123.250
  • না তো ! মার্লের ম্যালিগন্যান্ট মেলানোমা হয়েছিল।
  • aka | ০৩ মে ২০১১ ০০:৫০ | 168.26.215.13
  • এসবের জন্যই আসছে আমার তৈরি নতুন রেডিও। যা শুনতে চাইবেন যখন চাইবেন আপনার মনের তরঙ্গ পৌঁছে যাবে সেই গানেরই কাছে। এর বেশি কিছু বললে আইপি ঝাঁপাঝাঁপি হলে আমার আর বিলিয়নিয়ার হওয়া হবে না। তাই এইটুকুই থাক। সঙ্গে থাকুন আপাতত আইপড নিয়ে মানিয়ে নিন।
  • Abhyu | ০৩ মে ২০১১ ০০:৪৬ | 97.81.88.118
  • হ্যাঁ আমিও আই পড বা সোনির মিউসিক প্লেয়ার সঙ্গে নিয়ে ঘুরি না (গান শোনার ইচ্ছে হলে নিজে গেয়ে শুনে নি, সস্তাও পড়ে, শোনার ইচ্ছেটাও বেশিক্ষণ থাকে না, সে অন্য প্রসঙ্গ) সুতরাং অ্যাডভাইস দেয়ার পক্ষে আমি আদর্শ লোক। চোখ বুজে আই পড কিনুন।
  • SS | ০৩ মে ২০১১ ০০:৪০ | 131.193.195.128
  • আই-পড বা সোনি প্লেয়ার কোনোটাই ব্যবহার করিনা।
  • achintyarup | ০৩ মে ২০১১ ০০:৩০ | 59.93.203.40
  • iPod কিনব না সস্তায় সোনি-র ডিজিটাল মিউজিক প্লেয়ার কিনব? সঙ্গে নিয়ে ঘোরার জন্যে?
  • SS | ০৩ মে ২০১১ ০০:২৬ | 131.193.195.128
  • নাঃ জানিনা।
    আচ্ছা এই ভদ্রলোক সুইমিং পুলে ডুবে মারা যান, তাই না?
  • Sibu | ০৩ মে ২০১১ ০০:২৬ | 66.102.14.1

  • https://local.nixle.com/alert/4685215/?sub_id=144235

    UPS Uniforms

    Government Warning regarding purchase of UPS uniforms:

    There has been a huge purchase, $32,000 worth, of United Parcel Service (UPS) uniforms on eBay over the last 30 days. This could represent a serious threat as bogus drivers (terrorists) can drop off anything to anyone with deadly consequences! If you have ANY questions when a UPS driver appears at your door they should be able to furnish VALID I.D.

    Additionally, if someone in a UPS uniform comes to make a drop off or pick up, make absolutely sure they are driving a UPS truck. UPS doesn't make deliveries or pickups in anything, except a company vehicle. If you have a problem, call your local law enforcement agency right away!

    TAKE THIS SERIOUSLY! Tell everyone in your office, your family, your friends, etc. Make people aware so that we can prepare and/or avoid terrorist attacks on our people! Thank you for your time in reviewing this and PLEASE send to EVERYONE on your list, even if they are friend or foe. We should all be aware!

    U.S.Department of Homeland Security
    Bureau Customs and Border Protection
    Washington, DC20229
  • I | ০৩ মে ২০১১ ০০:১৮ | 14.96.123.250
  • কেউ কি জানেন, নেপালের কোথায় যেন বব মার্লেকে বিষ্ণু'র অবতার ভাবা হয়?
  • nk | ০৩ মে ২০১১ ০০:০৯ | 151.141.84.191
  • ভালো ভালো সিনেমা হতে পারে শীর্ষেন্দুর গল্পগুলোর উপরে। কাহিনির প্রতি সৎ থেকে। অভিনয়ে ন্যাকামি বাদ দিয়ে। কাল পড়ছিলাম কুঞ্জপুকুরের কান্ড। সেই শশীদাদুর হাত নিয়ে গল্পটা। খুব ভালো ছবি হবার সম্ভাবনা ছিলো, কিন্তু কলকাতায় ইদানীং সিনেমা নামে যে বস্তু তৈরী হয়, আশা করাই বৃথা।
  • nk | ০৩ মে ২০১১ ০০:০৫ | 151.141.84.191
  • আগের পোস্টে টাইপো আছে। স্ট্যাম্পের জায়্‌গায় কয়েন পড়ুন। ঃ-)
  • pi | ০৩ মে ২০১১ ০০:০৪ | 72.83.97.171
  • nk, অন্যটা দেখিনি। বাড়িউলি মোটামুটি লেগেছিল। কিছু অংশ অনর্থক স্লো মনে হয়েছিল।
  • nk | ০৩ মে ২০১১ ০০:০৩ | 151.141.84.191
  • বড়েম এর বলা সেই স্ট্যাম্প-ডাকাত মাষ্টারটার শেষে কী হোলো? ধরা পড়লো সে কোনোদিন কারুর হাতে? কারণ এইসব লোকেরা তো বাধা না পেলে কুকর্ম করতেই থাকে, একটা বাচ্চা ছাত্রের হাত থেকে স্ট্যাম্প কেড়ে নিয়ে বাধা পেলো না, পরদিন আরো একটা ওরকম কিছু করলো বাধা পেলো না, শেষে একদিন কোনো শক্তো হাতে এরা পড়ে। তখন বুঝতে পারে ঘুঘু দেখতে দেখতে একদিন ফাঁদে পড়তে হয়। আমার খুব জানতে ইচ্ছে করে এইসব লোকগুলোর কী হয় শেষে।
  • nk | ০২ মে ২০১১ ২৩:৫৭ | 151.141.84.191
  • কেউ "বাড়িওয়ালি" সিনেমাটা দেখেছেন? কেমন?
  • nk | ০২ মে ২০১১ ২৩:৫৬ | 151.141.84.191
  • খুবই রোমাঞ্চকর কাহিনি লেখা হবে এসব নিয়ে। বিশ্বাসীদের জন্য ক্লকোয়াইজ আর অবিশ্বাসীদের জন্য কাউন্টার্ক্লকোয়াইজ। কত সায়েব যে বড়োলোক হবে আহা।
    ঃ-)
  • byaang | ০২ মে ২০১১ ২৩:৫৫ | 122.178.234.100
  • ওভার অ্যাক্টিং
  • byaang | ০২ মে ২০১১ ২৩:৫৪ | 122.178.234.100
  • প্রথম দিকটাই আমার আবার ভালো লাগলো। সঞ্জয় সুরি বড্ড ওভারক্টিং করেছে। আর রাহুল বোসের গল্পটাও একদম ভালো লাগে নি। ঐদুটো তো সেকেন্ড হাফে ছিল। তবে চমকে দিয়েছে অনুরাগ কাশ্যপ। অভিনয়ে টেন অন টেন।
  • nk | ০২ মে ২০১১ ২৩:৫৩ | 151.141.84.191
  • এদিকে ব্ল্যাংক কবেই বলেছিলো সে স্বপ্নে ওসামাকে দেখেছিলো হসপিটালে পাশের বেডে(স্বপ্নে ব্ল্যাংক নিজেও হসপিটালে ছিলো), সে লোক ওকে বলেছিলো তোমার বালিশের হাওয়া কমে গেছে। ঃ-)
  • nk | ০২ মে ২০১১ ২৩:৫১ | 151.141.84.191
  • এসেস থ্যাংকু।
  • Arpan | ০২ মে ২০১১ ২৩:৫১ | 112.133.206.18
  • আই অ্যামের রিভিউ তো বেশ ভালো। যদিও বলল প্রথমদিকে একটু নড়বড়ে।
  • nk | ০২ মে ২০১১ ২৩:৫১ | 151.141.84.191
  • ওসামার পাহাড়ের গুহাটা তাহলে কী হোলো? সেখানে কারা থাকে? সিক্রেট মিশনের এজেন্টরা?
  • SS | ০২ মে ২০১১ ২৩:৫১ | 131.193.195.128
  • ভালো মানে ওভারঅল ভালো। একা একা দেখতে পারেন।
  • byaang | ০২ মে ২০১১ ২৩:৫০ | 122.178.234.100
  • ইসে, এত গভীর সব আলোচনার মধ্যে আমার বলতে কেমন একটা লাগছে। তবু বলেই ফেলি। আমি আই অ্যাম দেখলাম। মন্দ লাগলো না। বিশেষ করে নন্দিতা দাস আর জুহি চাওলাকে বেশ ভালো লাগলো আর ওদের গল্পদুটো ও বেশ লাগলো।
  • nk | ০২ মে ২০১১ ২৩:৪৮ | 151.141.84.191
  • এসেস, ভালো মানে কোনদিক দিয়ে ভালো? প্লট ভালো, দৃশ্যগুলো ভালো নাকি অভিনেতারা?
  • SS | ০২ মে ২০১১ ২৩:৪৭ | 131.193.195.128
  • নিশি, হোয়াট লাইজ বিনিথ বেশ ভালো!
  • aka | ০২ মে ২০১১ ২৩:৪৬ | 168.26.215.13
  • বলেইছি একমাত্র দ্রিই পারেন এই রহস্যের সমাধান করতে। তবে পুরোটা খুবই নাটকীয়।
  • dri | ০২ মে ২০১১ ২৩:৪৬ | 117.194.237.56
  • যাই হোক, এই বাজারে আর একটি সুখবর দিয়ে যাই। ২৫শে এপ্রিলের (২০১১) খবর। উইকিলীকস বলেছে যে,

    Al-Qaeda terrorists have threatened to unleash a ?nuclear hellstorm? on the West if Osama Bin Laden is caught or assassinated, according to documents to be released by the WikiLeaks website, which contain details of the interrogations of more than 700 Guantanamo detainees.

    http://www.telegraph.co.uk/news/worldnews/wikileaks/8471907/WikiLeaks-Guantanamo-Bay-terrorist-secrets-revealed.html
  • nk | ০২ মে ২০১১ ২৩:৪৬ | 151.141.84.191
  • আকা, তাইলে তো বড়েমকে লিমো দিতে কোনো অসুবিধা হবার কথা নয়! ঃ-)
  • aka | ০২ মে ২০১১ ২৩:৪৫ | 168.26.215.13
  • কিন্তু যদি এটা হোক্সও হয় তাহলে উদ্দেশ্য কি?

    ক। ওবামার জনপ্রিয়তা উদ্ধার
    খ। আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়া (আর টানতে পারছে না)
    গ। সবাইকার অ্যাটেনশন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া।
  • I | ০২ মে ২০১১ ২৩:৪৫ | 14.96.123.250
  • ওবামা মিশন তালে সাক্ষেসফুল বলছেন, আকাদা? কিন্তু টাইমিং? ভোটের আরেকটু কাছাকাছি এসে মারলে হত না? ভোট অবধি হাওয়া থাকবে?
  • nk | ০২ মে ২০১১ ২৩:৪৪ | 151.141.84.191
  • পাই, হোয়াট লাইজ বিনিথ কেমন সিনামা? নামাইয়া একা দেখলে ভয় পামু? লোকজন নিয়া দেখতে হবে?
  • aka | ০২ মে ২০১১ ২৩:৪৩ | 168.26.215.13
  • আমার একটা এরম মেময়ার্স লেখার ইচ্ছে আছে। জীবনে একটাই বই লিখব যা থেকে বিলিয়ান কামাব।
  • dri | ০২ মে ২০১১ ২৩:৪৩ | 117.194.237.56
  • ডি এন এ টেস্ট তো একটি হোকাস পোকাস বিশেষ। সাধারণ মানুষ যা কোনদিনও ভেরিফাই করতে পারবে না, সেখানে গুল মারা খুব ইজি।
  • nk | ০২ মে ২০১১ ২৩:৪২ | 151.141.84.191
  • নিজেরাই এরা কিছু বিশ্বাস করে না, কাভারাপ কাভারাপ বলে কত লোকে বই লিখে টিখে কত কোটি কামিয়ে নিয়ে কাজকম্মো ছেড়ে মাছ ধত্তে চলে গেলো! ঃ-)
  • pi | ০২ মে ২০১১ ২৩:৪১ | 72.83.97.171
  • এখন তো তোমার সন্দে নয়। নামটা নিয়েই ফ্যালো। আর তাছাড়া তুমি আবাপ ও নও, যে নাম নিতে ভয় পাবে।
  • aka | ০২ মে ২০১১ ২৩:৪০ | 168.26.215.13
  • সাধারণ আম্রিকানদের অত বুঝেশুনে কাম নাই। ওরা কাল হোয়াইট হাউজের সামনে, নিউ ইয়র্কে আমেরিকান হিসেবে উল্লাস প্রকাশ করেছে।
  • dri | ০২ মে ২০১১ ২৩:৪০ | 117.194.237.56
  • কে বলতে পারে, ফেক এনকাউন্টার যারা ম্যানুফ্যাকচার করে, তারাই হ্যাকারদের দিয়ে ভাইরাসও লেখায়।
  • Arpan | ০২ মে ২০১১ ২৩:৪০ | 122.252.231.10
  • জয় ইন্টারনেটের জয়। ঃ)
  • nk | ০২ মে ২০১১ ২৩:৪০ | 151.141.84.191
  • জলের ভিতর থেকে উঠে আসে সব সেই তেনারা সন্দেবেলা যাদের নাম কত্তে নেই। ঃ-)
  • I | ০২ মে ২০১১ ২৩:৩৮ | 14.96.123.250
  • বোঝো ! এবার তো রিয়েলিটি ঘেঁটে ঘ ! ছবি যা ছিল তাহা ফেক, ডেডবডিও নাই। আছে শুধু একতাল ডি এন এ। গরীব মানুষ আর ডি এন এ দিয়ে কী করবে ! খাবে , না গায়ে মাখবে ? এখন তো যে যার সুবিধামত (অ) বিশ্বাস করবে। ফেকের বাজারে এখন তড়িঘড়ি আসল (?) ছবি বের করলেও বিপদ,অবিশ্বাসের বল রোল করতে শুরু করে দিয়েছে।
    আম্রিগানরা বোধ হয় অতটা তলিয়ে ভাবে নাই।
  • aka | ০২ মে ২০১১ ২৩:৩৮ | 168.26.215.13
  • সাদ্দামের বডিও কি সমুদ্রে ফেলেছিল?

    এটা মাইরি হেবি সন্দেহজনক কেস।
  • dri | ০২ মে ২০১১ ২৩:৩৭ | 117.194.237.56
  • ২০০১ এর ডিসেম্বরে ফক্সের মত মেনস্ট্রীম মিডিয়ায় লাদেনের মৃত্যুর খবর বেরিয়েছিল। http://www.foxnews.com/story/0,2933,41576,00.html
  • pi | ০২ মে ২০১১ ২৩:৩৭ | 72.83.97.171
  • এবার সমুদ্রের ঐ স্থানটি বেস করে একটি প্রকৃত আণ্ডার ওয়ার্ল্ড ঠেক তৈরি হতে চলেছে। ঃ)
  • Sibu | ০২ মে ২০১১ ২৩:৩৫ | 66.102.14.1
  • অটোপ্সি হয়েছিল?
  • nk | ০২ মে ২০১১ ২৩:৩৪ | 151.141.84.191
  • পুড়িয়ে দিলে হোতো না?
  • aka | ০২ মে ২০১১ ২৩:৩৩ | 168.26.215.13
  • সমুদ্রে কারণ জমিতে কবর দিলে টেররিস্টদের পীঠস্থান হয়ে ওঠার চান্স ছিল ওসামার কবর। কোন চান্স নেয় নি। আর সৌদিকে দেওয়ার কথাটা অফিসিয়াল ভার্সন নয় মনে হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত