স্থবিরতা বিকল্প গুন্ডামি আর এক নীতি বিহীন ঘোঁট যাকে আদর্শের ধ্বজাধারী হিসাবে দেখান এর প্রচেষ্টার ও প্রতিবাদ করে গেলাম। এটাও মিথ্যার বেসাতি যা মধ্যবিত্ত বা উচ্চমধ্যবিত্তের মস্তিস্কপ্রসুত এবং মানুষকে গেলান হচ্ছে।
এখনো শ্যামের বাঁশিতে ফেঁসে আছো? এইবারো কি তালে দেখা হবে না?
আমি মে মাসের পনেরো থেকে সাতাশ কলকাতায় থাকব।
daNDabaayas | ২৭ এপ্রিল ২০১১ ২০:৪০ | 58.137.132.4
সে তো জানি হে অপ্পন। তাই তো টায়ার্ড লাগে।
একটি ক্লান্ত সিকি রয়েছে ধনের কাছে পকেটের কোণে দু-তিনটে বিড়ি হবে লাথ মেরে এই ভবে সেঁটে যাব মানকচু বনে।
pipi | ২৭ এপ্রিল ২০১১ ২০:৩৬ | 66.205.170.125
জ্জিও! জ্জিও! সান্দাঃ-)
saikat | ২৭ এপ্রিল ২০১১ ২০:৩৫ | 180.215.76.68
ক টা কাকে দেব বুঝে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত অর্পণের 8:27-এর পোস্টকেই দিলাম।
pi | ২৭ এপ্রিল ২০১১ ২০:৩১ | 72.83.97.171
সময় নাই , সময় নাই ঃ( কিন্তু অপ্পনকে একটা ক দিয়ে যাই।
sayan | ২৭ এপ্রিল ২০১১ ২০:৩১ | 12.20.48.10
এই তো, বাহ্ বাহ্!
হোক ছ্যারছ্যারে বা আমাশা অথবা গর্জনশীল চল্লিশা কানো মেঁ প্যাক কর লো ভুসা অওর দিমাগ মেঁ গোবর পার্টি আয়ে, পার্টি জায়ে সর্বদা যেন ঠিক রয় মুলোর দর
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২০:২৮ | 112.133.206.18
যাগ্গে, পোস্ট না করলেই হত। নিজগুণে ইগনোর করে দিও সম্ভব হলে।
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ২০:২৭ | 122.252.231.10
আরেকটু যেটা যোগ করার ছিল (মুছে ফেলেও ফের লিখলাম)ঃ
অসহিষ্ণুতার আধিক্য অস্বাভাবিক নয় এবং একই সাথে দুর্ভাগ্যজনক। ভিন্নমত হবার কোন প্রশ্নই নেই। কিন্তু দুর্ভাগ্যজনক এইটাও যখন এই ক্রমবর্ধমান অসহিষ্ণুতাকে বিপদ হিসেবে চিহ্নিত করে তার একমাত্র প্রতিকার হিসেবে স্থবিরতাকে আহ্বান করা হয়। তোমার বক্তব্য অবশ্যই তা নয়, সেইটা বুঝি। কারো ট্রমার জেনুইন প্রতিফলনকেও সেই অর্থে চিহ্নিত করতে পারি না। কিন্তু এটা ছাড়াও মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং ফোরাম, চায়ের দোকানে অসহিষ্ণুতার একমাত্র বিকল্প স্থবিরতা গজাল মেরে এইটা মাথায় ভালোই ঢুকিয়ে দেওয়া চলছে। এটাও একধরণের রাজনৈতিক প্রচার বৈকি অন্য কিছু তো নয়!
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ২০:২১ | 58.137.132.4
দণ্ডবায়সই যখন বললি তখন কি আর করা! বলতেই হচ্ছে।
দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই মুলো, এই পাদ সিপিএম-তৃণমূল লীলা নীরবেতে কাজ সারে দেখে যায় আড়ে আড়ে জলে ডুব দিয়ে গডজিলা।
sayan | ২৭ এপ্রিল ২০১১ ২০:১৬ | 12.20.48.10
লুরুতে বাড়ির আশেপাশে বেশ ভীড় ওদের। এমনিগুলো ডিম পাড়ার সময় গোটা এলাকায় ১৪৪ জারি করে রাখে। একটাকে নিয়ম করে ঢিল ছুঁড়তাম। সেটা "ডাইভ বম্বার' হয়ে গেছিল। একদিন গুছিয়ে উত্যক্ত করতে যাবো, দেখি ছাদের কার্নিসে বেশ বড়োসড়ো তিনি বসে। কী গাম্ভীর্য! মাথায় ঘন চুলের মত লোম/পালক। সূর্যের আভায় মনে হল যেন মেহেন্দি লাগিয়েছে। সেই চোখ পাকানো চাউনি দেখে ঢিল হাত থেকে খসে পড়ল। জীবে প্রেম ও সমীহ - দুইই থাকা উচিত।
sayan | ২৭ এপ্রিল ২০১১ ২০:১১ | 12.20.48.10
দি গ্র্যান্ড ওল্ড লেডি - ওনার কাকের শখ ছিল!!
sayan | ২৭ এপ্রিল ২০১১ ২০:০৩ | 12.20.48.10
সহনশীল হওয়া কথাটার দুটো মানে হয়। পরিণত আর প্রতিক্রীয়াহীন। প্রথমটা অভিপ্রেত।
নিরাপত্তাহীনতার শুরু মার খাওয়ার সময় থেকে। পাল্টা মার কখনও খেতে হতে পারে সেটা স্বপ্নেও ভাবেনি। একটা পরিণতমনস্ক দল আর তার সমর্থক, সে এখনও অনেক দূর। লাল বা সবুজ - যেই দলই হোক, তুর্কীনাচ ছেড়ে শান্তি নিয়ে আসুক, যেটা আপাতত অপ্রত্যাশিত, তাই নিরাপত্তাহীনতা।
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ২০:০১ | 58.137.132.4
দন্ডবায়স হতে আপত্তি নেই যদি কোনো বেগম জনসন আমার সহায় হন। ঃ-)
stoic | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৫৮ | 160.103.2.224
নিরাপত্তাহীনতার প্রশ্ন সবারই থাকতে পারে, হয়ত থাকেও। আমি চেষ্টা করি জেনেশুনে, স্বজ্ঞানে, কারুর নিরাপত্তাহীনতা নিয়ে হাসি ঠাট্টা না করতে। যদি কখনও না বুঝে করে থাকি, তার জন্য ক্ষমাপ্রার্থী।
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৫৬ | 112.133.206.18
তাই তো বললি! পাতিরা কবে আবার শান্ত, সৌম্য, সমাহিত?
আমার চোখ এড়ায়নি। তোমার মূল বক্তব্যের সাথে আমি একমত। ট্রমা কীভাবে প্রজন্মবাহিত হয় সেইটা আমি নিজের পরিবারেই দেখেছি, তাই জানি।
sayan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৫৩ | 12.20.48.10
দন্ড বলেছি? মিছিমিছি ভালো মানুষটাকে এই সব বলা!
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৫২ | 58.137.132.4
অস্বাভাবিক নয় বলেই তো আরও খারাপ। সামাজিক ডিএনএ-তে ঢুকে গেছে। মমতা বধ্যোপাধ্যায়ের ট্রমার উল্লেখ বা নন্দীগ্রামের মানুষদের ট্রমার উল্লেখও আর চোখে ধরা পড়ছে না।
সায়ন, দীপ্তেনের মতো বাচ্চা ছেলেরা যা বলেছে আমার মতো বয়স্ক মানুষেরা সেই কথাই নিজের মতো করে বলছি। ঃ-P
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৪৮ | 122.252.231.10
বায়সিক মানে দাঁড়কাকের ন্যায়? ;-)
w | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৪৭ | 61.12.12.83
বানানভুল খুব কম করতে দেখেছি।
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৪৬ | 112.133.206.18
একমত, প্রীতিকর নয়।
কিন্তু তাও বলব, এই অসহিষ্ণুতা হঠাৎ করে গত দু-তিন বছরে গজায়নি। এই মুহূর্তে ভোটাররা বড় বেশি পোলারাইজড, দুপক্ষই সমানে সমানে, কাজেই এইটা অভিপ্রেত না হলেও, অস্বাভাবিক নয়।
pi | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৪৬ | 72.83.97.171
অ-সিপিএম লোকজনের এতদিনকার নিরাপত্তাহীনতা, সে নিয়েও তবে আলোচনা হোক। বেশিরভাগের জন্য সেটা তো আবার পূর্ব প্রজন্মের ট্রমা ও না, নিজেদের ই অভিজ্ঞতা।
বম্মা, তোমার কথা কিছুটা বুঝেছি, কিছুটা না। আরেকবার ভালো করে পড়ে দেখব। তবে, যেটুকু বুঝেছি, তাই নিয়েও বলার আছে। পরে। এখন কাটতে হবে ঃ(
sayan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৪৫ | 12.20.48.10
মধ্যপদলোপীদার মধ্যে কেমন একটা বায়সিক ম্যাচিওরিটি এসে গেছে! বেশ শান্ত, সৌম্য, সমাহিত ভাব। ঃ-)
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৪২ | 58.137.132.4
গুরু একটা সামান্য উদাহরণ হিসেবে বলেছিলাম। সত্যি বলতে খুব একটা প্রতিনিধিমূলক উদাহরণও নয়। কিন্তু সাময়িক হলেও অসিহুষ্ণুতা তো আছেই। আমারও আছে। এটা রাজনীতির প্রসঙ্গেই প্রকটতম। সাময়িক ও সামান্য হলেও এখন আর প্রীতিকর মনে হয় না।
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৪২ | 122.252.231.10
দিনের বেলা গুরুতে ঢুকতে পারি না বলে অনেক কিছু মিস করে গেছিলাম। এতক্ষণে ব্যাকলগ ক্লিয়ার হল।
এই ভোটের বাজারে কেউ খেয়াল করলো না যে লালপার্টি শতরূপ ঘোষ নামক খিউট খ্যান্ডি বাজারে নামিয়ে ধ্যাড়াদ্ধ্যাড় কতো ভোট পেয়ে গেল। ইদিকে "টোটাল মেন্টাল কেস' শুধু গলাবাজি করেই ম'ল! এমনি এমনি!
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:৩৬ | 112.133.206.18
যদ্দূর মনে পড়ছে গত বছরের উপনির্বাচন কলকাতার যে কটা আসনে হয়েছিল তাতেও একই রকম পার্সেন্টেজ ছিল। ডিলিমিটেশন হয়ে একটু চরিত্র পাল্টেছে হয়ত। কিন্তু ট্রেন্ডটা একই আছে।
না, গুরুর ইউজারদের মধ্যে মনে হয় ব্যক্তিগতভাবে সম্পর্কটা অতটা বিপজ্জনক রকমের অসহিষ্ণু হয়ে ওঠেনি। এইখানে অনেকটা তর্ক করার জন্যও অনেক সময় তর্ক হয়। রাস্তায় দেখা হয়ে গেলে একসাথে লেবুচাও খাওয়াও হয়। অফলাইন কুশলসংবাদও নেওয়া হয়। মানে আমার সীমিত অবজার্ভেশনে যা বলে।
আরো মনে হয় ব্যপারটা ক্ষণস্থায়ী। ভোট মিটে গেলে সব ঠিক হয়ে যাবে।
তবে বৃহত্তর জগতের কথা বললে বলব জানি না। হতে পারে তুমি যেটা বলছ সেইটার দিকেই এগোচ্ছে।
w | ২৭ এপ্রিল ২০১১ ১৯:২৯ | 61.12.12.83
৮০-৮২% দুটোতেই।
ডিঃ - সব %ই ফেসবুকে লোকজনের পোস্ট পড়ে পাওয়া। ভুল হলে আমায় গাল দেবেন না।
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ১৯:২৬ | 58.137.132.4
বুঝলাম। কিন্তু আমি "দেখতে পারছি না" এটা তুই কোথায় দেখলি? একদম প্রথমেই তো বললাম রাজনীতি সবসময়ই ট্রমাকে মূলধন করে। কিন্তু রাজনীতির বাইরের বৃহত্তর পরিসরেও যদি এই পরস্পরকে বোঝার জায়গাটা বন্ধ হতে থাকে তবে আমরা ইজরায়েল হয়ে ওঠার দিকে পা বাড়াচ্ছি।
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৯:২৬ | 115.111.126.179
উচপ আর দচপ য় কি হল?
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:২৪ | 122.252.231.10
কলকাতা মানে কোন কেন্দ্রগুলিতে?
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৯:২৩ | 115.111.126.179
কলকাতায় যদি সত্যি ৫৮% পড়ে থাকে তাহলে সেটা বেশ চমকপ্রদ ব্যাপার !
aka | ২৭ এপ্রিল ২০১১ ১৯:১৯ | 168.26.215.13
আচ্ছা আবার বলি, দে,স্টৈক, কমরেড রাজদীপ, বিগেম এদের ভয়কে খোরাক করি নি। করলে "পার্ক সার্কাসে বোম" এর কথা বলতাম না। এদের ভয়টা যেমন সত্যি, তেমন রাজনৈতিক কুরঙ্গটাও সত্যি। তুমিও ঠিক দেখতে পারছ না যে এই পূর্ববর্তী প্রজন্মের ট্রমাকে কাজে লাগিয়ে খুব সূক্ষ্ম ভাবে "পার্ক সার্কাসে দু চারটে বোম পড়ছে'। আপত্তি বলো, খোরাক বলো এই দ্বিতীয়টা নিয়েই। আর একটু জেনেরিকভাবে দেখলে এই স্থূল রাজনীতির বিরুদ্ধেই আপত্তি।
w | ২৭ এপ্রিল ২০১১ ১৯:১৯ | 61.12.12.83
কোলকাতায় নাকি মোটে ৫৮% ভোট পড়েছে। এবং আজকে মমতাকে কে নাকি ডাইনি বলেছে, তাই নিয়ে লোকজন চেঁচামেচি করছে। কবে যে এই ভোট মিটবে, ফোরামে ফোরামে তবে আবার অন্যকিছু নিয়ে আলোচনা হয় ঃ(
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ১৯:১৪ | 58.137.132.4
এইটাই তো সমস্যা রে আর্য। তুই ভেবেই নিচ্ছিস যে দীপাঞ্জন বা দেবযানীর ভয়টা স্রেফ রাজনৈতিক প্রচারের দৌলতে। বা বুঝতেই পারছিস না যে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে কিভাবে ট্রমার হাতবদল হয়। প্রত্যেকের নিজস্ব ইতিহাস থেকে উঠে আসা এই ট্রমার বোধ একান্ত ব্যক্তিগত বলে তুই তার সঙ্গে একাত্মবোধ নাই করতে পারিস। কিন্তু সমস্যা হল এই পুরো বোধটাকে তুই স্রেফ রাজনৈতিক কুরঙ্গ ভেবে উড়িয়ে দিতে চাইছিস। কারুর নিরাপত্তাহীনতার বোধটাকেই তুই আর ছুঁতে পারছিস না।
aka | ২৭ এপ্রিল ২০১১ ১৯:১২ | 168.26.215.13
ক্যালির ওদিক টা নিয়ে খুব ফাণ্ডা নেই। তবে ইন জেনারাল ওয়েদার বেশ ভালো। আমি শুধু এসএফও গেছি। সুন্দর শহর।
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:১০ | 122.252.231.10
* লেক টাহো
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৯:০৯ | 112.133.206.18
তাহলে তো এসেফোর কাছেই। এসেফো খুব সন্দর শহর। গোল্ডেন গেট সবাই দেখে, কিন্তু সন্ধেবেলায় ফিশারম্যান্স হোয়ার্ফের হট্টগোল, রাস্তার ম্যাজিক শো,সি ফুডের সম্ভার এসব মিস কোরো না।
আর পারলে লে টাহো আর রেনো ঘুরে এসো। টাহো লেকে গেলে মনে হবে স্বর্গের খুব কাছাকাছি এসে গেছি।
রেনোতে গেলেও মনে হবে। চাট্টি পয়সাকড়ি নিয়ে যেও। ;-)
aka | ২৭ এপ্রিল ২০১১ ১৯:০৪ | 168.26.215.13
কি বলো? আজকের যুবক যে বানিয়ে বানিয়ে লিখছে অমুক জায়গায় তমুক হল, এই ৭২ ফিরে এল সেটা ট্রমা? ৭২-৭৭ এর সন্ত্রাস কি সে তো তোমার মতন বুড়োও ঠিক জানে না। আবার সে যদি ঘোষিত সমর্থক হয় তাও ট্রমা বলে ধরে নিতে হবে?
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৯:০৩ | 115.111.126.179
হেওয়ার্ড - ওকল্যান্ডের কাছে
madhyapadalopee karmadhaaray | ২৭ এপ্রিল ২০১১ ১৯:০১ | 58.137.132.4
আসলে প্রশ্নটা রাজনীতির প্রশ্নই নয়। আমাদের প্রত্যেকেরই কিছু নিজস্ব ট্রমা আছে। নকশাল বা সিপিএমের অনেকের যেমন সত্তর বাহাত্তরের ট্রমা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও নিশ্চয় মাথায় লাঠির বাড়ি খাওয়ার ট্রমা আছে। কিন্তু রাজনীতি সবসময়ই ট্রমাকে মূলধন করে সেই ট্রমাকে কাজে লাগাবার একট সুযোগ পায়। সারা পৃথিবীতেই তাই হয়। আজকের ইজরায়েল তার সর্বোত্তম উদাহরণ। কিন্তু সমস্যাটা হয় সাধারণ মানুষের যাদের সেই ট্রমা নিয়ে আজীবন বেঁচে থাকতে হয়। সত্তরের বারাসতই হোক বা হালের নন্দীগ্রাম। সামাজিক মানুষ হিসেবে আমরা যখন একে অন্যের ট্রমাকে ছোঁবার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলি তখনই সমস্যা হয়। রাজনীতি আর ব্যক্তির মধ্যের সীমারেখাটা এতই সূক্ষ্মতর হতে থকে যে নিজের অজান্তেই সীমারেখাটা লঙ্ঘন করে ফেলি। সে বড়ো সুখের সময় নয়। অন্ততঃ আজকের পশ্চিমবঙ্গ দেখে তো তাই মনে হয়।
Arpan | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৫৯ | 122.252.231.10
নাকি সান ডিয়েগো?
Rajdeep | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৫৯ | 115.111.126.179
না যেতে পারলেই ভাল
ক্যালিফো রাজ্যে এক গ্রামের অখ্যাত সাইটে - দু হপ্তা- তাতেই লোকজন ফিরে এসে কান্নাকাটি করছে জাঠ-পাইঁয়া নির্বিশেষে !
aka | ২৭ এপ্রিল ২০১১ ১৮:৫৬ | 168.26.215.13
দুদ্দুর বাওয়ালবাজ লোকেরা বুড়িয়ে গেছে। এনিওয়ে বাদ্দাও।
ওয়েস্ট কোথায়? লস অ্যাঞ্জেলসের দিকে না এসএফওর দিকে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন