ডাক্তার ফাক্তারে কিছু হবেনা, এরকম টাইপের লোকেদের পাছায় লাথি মেরে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া দরকার।
Bratin | ২৩ এপ্রিল ২০১১ ১৯:২৫ | 117.194.98.237
কালকে আরামবাগে অনিল বসুর মন্তব্য শুনেছেন মমতা সম্পর্কে? স্টার আনন্দ ( বা অন্যান্য চ্যানেল ) দেখে আপডেটিড হন।এত কুরুচিকর মন্তব্য করার পরে তাকে 'ডাক্তার দেখানো' ছাড়া আর উপায় নেই। এরাই নাকি সংস্কৃতিও ধারক ও বাহক। ঃ-(((
dukhe | ২৩ এপ্রিল ২০১১ ১৯:১৮ | 117.194.239.173
থ্যাঙ্কু, SS ।
SS | ২৩ এপ্রিল ২০১১ ১৮:৫৫ | 99.120.125.223
দুখে, *গুলোও লিখতে চাইলে এ ভাবে লিখুন gulo`o
dukhe | ২৩ এপ্রিল ২০১১ ১৮:৪১ | 117.194.239.211
জয়, খান অ্যাকাডেমির সাইটে টেড টকটা অবশ্যই দেখুন । ভিডিওগুলূ বেশ ভালো - আমি অবশ্য খুব বেশি দেখিনি । আরো ইন্টারেস্টিং হচ্ছে যেভাবে ওরা প্রোগ্রেস মাপে এবং ছাত্রের পড়াশনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ স্ট্যাট দেয় ।
til | ২৩ এপ্রিল ২০১১ ১৬:২৬ | 114.198.46.214
ঘাস ছাঁটা *
til | ২৩ এপ্রিল ২০১১ ১৬:২৫ | 114.198.46.214
জয়, আর বলেন না; সারাদিনে দু দুটো কাঠের গেটকে (ব্যাক ইয়ার্ডে যাবার)তেল খাইয়েছি। তার আগে শিরীষ কাগজে ঘষা। এটা দ্বিতীয় পোঁচ। মোট ছ লিটার তেল, বুঝতেই পারছেন খ্যাটনের বহর। তারপর? ঝাড়ু দিলাম পারগোলার মেঝে, পাক্কা দেড় ঘন্টা, সামনের সপ্তাহে পার্টিকে লিয়ে! আর পারি না, বাহু ও কাঁধের জয়েন্ট গেল গেল। আপনি তো বেড়ে আছেন মশায়, ঘাষ ছঁটা ও ইস্তিরী করা আমার প্রিয় কাজ।
Jay | ২৩ এপ্রিল ২০১১ ১৫:৫১ | 90.209.32.165
আম্মো রঞ্জনদার মত অম্নি ছড়িয়েছিলাম।
দুখে, আপনার কোন এক টই-এর কমেন্ট থেকে খান অ্যাকাডেমীর লিং দেখলাম। উরিশ্লা! খনি! এ সল্মন খান ভদ্দরলোক ত্রৈরাশিক/ ভগ্নাংশ/ হযবরল সব শেখান! ধনিয়া বাদ।
তিল, সোসনে নজর দিয়েছিলেন বলে কিনা জানিনা- বউ ঘাসছাঁটায় হাত লাগিয়েছেল। আইপিএল দেখতে ঘন্টা তিনেক টিভির ছাড় পেইছিলাম। তবে আজ রান্না ঘরে ঢুকে ছড়িয়েছি- কিমা চানা- মাই কি দাল গল গয়া। SS আপ্নার লিং থেকে চিহুলির কাচকলা দেখলাম- এক্কেরে বোল্ড।
রঞ্জন রায় মহাশয়, ব্রহ্মলোক বা বৈকুন্ঠলোক কতদূর, পুজোর আগেই?
ranjan roy | ২৩ এপ্রিল ২০১১ ১৩:২৪ | 122.168.184.37
তিল এবং বড়মা, আমি ও তিল বোধহয় একই রাশিতে জন্মেছি। দুজনেই যা-তা রকমের ছড়াই। মুশকিল হল আমি কাউকে প্রণাম করি না, কারো প্রণাম নিই না। এবার বিয়ের পর শ্বশুরমশায় ওদের বাড়িতে একেক জনকে দেখিয়ে বলছেন-- ইনি তোমার অমুক হন। আমি "ইনি তোমার' অব্দি শুনেই ডাইভ মেরে প্রণাম্করছি, একের পর এক। কারো মুখের দিকে তাকাচ্ছি না, শুধু একজোড়া ঠ্যাং টার্গেট করছি। বিরক্তিকর কাজটি তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি আর কি! এমন সময় একজোড়া ফরসা পা আমাকে ডাইভ মারতে দেখে দ্রুত পেছোচ্চে। আমি ও শ্বশুরবাড়িতে পারফরম্যান্স সিন্ড্রোমে ভুগে তাড়া করে যাচ্ছি। শেষে ইয়ং সুন্দরীটির দেয়ালে পিঠ ঠেকে গেল। আমি পায়ে হাত ঠেকিয়ে উঠলাম কি শ্বশুরমশায় বল্লেন--""----- তোমার ভাগ্নেবৌ হয়।'' আমি হার মানার পাত্র নই। আরেকজোড়া বয়স্ক বিধবা ফরসা পা টারগেট করে সফল হলাম। এবার ভুল হতেই পারে না। গোটা ঘরে পিন ড্রপ সাইলেন্স। মহিলাটি কাশতে কাশতে বল্লেন-- আমি গোপালের মা, এ বাড়ির ঝি।
পরের দিন স্ত্রীকে বল্লাম-- তোমাদের বাড়ি ঠিক সংস্কৃতিবান নয়। বাড়ির বয়স্কা বৃদ্ধা মহিলাকে প্রণাম করা যাবে না কেন? স্ত্রী হেসে বল্লেন--- কেন যাবে না? আমাদের বাড়িকে ছাড়ান দাও, ভবিষ্যতে নিজের ছেলেমেয়েদের না হয় ঠিক শিক্ষে দিও।
ranjan roy | ২৩ এপ্রিল ২০১১ ১৩:০৭ | 122.168.184.37
মধ্যপদলোপী, আপনার কলম যেন ছবি লেখে! আহা, একটু গতর তুলে ওই আগুনে সন্ধ্যের মুখে বাজারের গপ্পোটা গুছিয়ে লিখে দিন না! একটি টই খুলে, প্লীজ!
kc | ২৩ এপ্রিল ২০১১ ১২:৫১ | 89.203.49.18
চাপের কিছু নাই ব্রতীন। সাউথ ইন্ডিয়ার বাঙালরা বেশ ভালই। ওদের যত বদমায়েশি সব গুচর পাতায়।
Bratin | ২৩ এপ্রিল ২০১১ ১২:১৯ | 117.194.96.239
এই রে । ঘটি দের চাপ হবে না তো!!ঃ-))
Arpan | ২৩ এপ্রিল ২০১১ ১১:২১ | 122.252.231.10
লুরু হল বাঙালদের শক্ত ঘাঁটি। শহরের নাম শুনলেই বোঝা যায়। পতাকাগুলো অব্দি লাল হলুদ।
Bratin | ২৩ এপ্রিল ২০১১ ১১:১৪ | 117.194.96.239
ইয়ে বাঙাল রা যেখানেই যাক তারা কি ভালো হয়? ( আশে পাশে অর্পন নেই তো!!)
kc | ২৩ এপ্রিল ২০১১ ১১:০৮ | 89.203.49.18
ডিডিদা, দুষ্টুমি করেছেন। সাউথ ইন্ডিয়া অনেক ভাল জায়গা। অনেক বেশী অর্গানাইজড, সিষ্টেমেটিক। খাওয়াদাওয়া রাস্তার ধারের পাতি ঢপের উপর ডিপেন্ড না করলে বেশ ভালোই। সাউথে থাকা বাঙালগুলোও ভাল। ;-)
Bratin | ২৩ এপ্রিল ২০১১ ১১:০৭ | 117.194.96.239
না না চেন্নাই যাবো না। পাগল না পেট খারাপ।
আজকে বাপির জন্মদিন। বাজার ইত্যাদি করে আনলাম।
kumudini | ২৩ এপ্রিল ২০১১ ১০:৫৫ | 122.162.173.140
লুরু তো বেশ জায়গা,দাদা কইছেন চেন্নাইএর কথা।
Bratin | ২৩ এপ্রিল ২০১১ ১০:৪৯ | 117.194.96.239
ডি ডি দা, যাতা দিয়েছেন তো!! আমার মাত্র ১১ বছর চাকরী জীবনের পুরোটাই কলকাতায় বা বিদেশে। তাই এবার সিরিয়াসলি ভাবছি 'ফর অ চেঞ্জ' দক্ষিণের দিকে যাবো। তবে চেন্নাই কিংবা হায়দ্রাবাদ নয়। বেঙ্গালুরু। বছর খানেক বা দুয়েকের জন্যে। আমি নিশ্চিত তার বেশী ওদিকে টিকবো না!! ঃ-))
আসলে দেশে ফিরে টাকার অঙ্কে দামটা দেখতে অনেক বেশী লাগে তাই আর কেনা হয়না ঃ)
আমি তো ছাতার মাথা কিছুই টেকনিক্যাল ব্যাপার বুঝিনা, তাই রিভিউ দেখেও ঘেঁটে যাচ্ছি! যাক, মোদ্দা যেটা বোঝা গেল, এটা খুব মন্দ নয়, আর আকাদার দেওয়া লিং দুটো দেখি ভালো করে।
সবাইকে থ্যাংকিউ [ এর মানে কিন্তু এই নয় যে আর কোন মতামতের অপেক্ষা করছি না ঃ) ]
aka | ২৩ এপ্রিল ২০১১ ০১:১৬ | 168.26.215.13
সেটা তুমি slr বা পয়েন অ্যান্ড শ্যুট দুয়েই পারবা। SLR এ একটু সময় লাগবে হাত পাকাতে। অন্যটা সহজে হবে। ভবিষ্যতে যদি ফটোগ্রাফির টেকি জিনিষ নিয়ে নাড়াচাড়া করার ইচ্ছে থাকে তবে SLR কিনো। অবশ্যই SLR বেটার অনেক দিক দিয়ে। কিন্তু এই SX সিরিজও যথেষ্ট ভালো। ভালো করে রিভিউ দেখো। আর SLR কিনলে লেটেস্ট বডিটাই কেনা ভালো। নয়ত বাজেট বুঝে এক একটা করে ভার্সন ডাউনগ্রেড করো। আমি তো কোন বডি যখন উঠে যাবার সময় হয় তখন কিনি। ঃ)
achintyarup | ২৩ এপ্রিল ২০১১ ০১:১৫ | 121.241.214.38
তবে হুতো যদি বেশির্ভাগ সময় ইণ্ডিয়াতেই কাটাও, থালে মালটা ইণ্ডিয়াতে ফিরে কেনাই ভালো না? পরবর্তী সার্ভিসিং ইত্যাদির জন্যে? দামের তো মনে হয় না খুব এক্টা তফাৎ হবে
r.h | ২৩ এপ্রিল ২০১১ ০১:১১ | 198.175.62.19
ও আচ্ছা- দাঁড়াও আপিস থেকে ফিরে এটা দেখছি। এই দুটোই আমি চাই। মানে বন্দুক থেকে বুলেট বেরুচ্ছে এতো দাবী নেই, তবে মোটামুটি আরকি, রাস্তাঘাটে যেমন ব্যস্ততা থাকে। ব্যাস্ত সমস্ত শহর টহর।
aka | ২৩ এপ্রিল ২০১১ ০১:০৪ | 168.26.215.13
আরে এতে যে স্পীডে ছবি ওঠে তার থেকে বেশি দ্রুতগতিতে অরণ্যদেব তুলতে পারে মাত্র।
বাকিটা শাটার স্পীডের খেলা।
মানে তুমি একটা খুব স্পীডি জিনিষের ছবি তুলবা না অনেক ছবি ধপাধপ তুলবা?
r.h | ২৩ এপ্রিল ২০১১ ০১:০৪ | 198.175.62.19
আমার পোস্ট ইউটিউবের লিং পড়ার আগেকার।
r.h | ২৩ এপ্রিল ২০১১ ০১:০১ | 198.175.62.19
ওরে বাবা সিয়াইয়ে কেজিবি জেমস বন্ড এরা বাদে মরজগতের মানুষের ক্যামেরায় যে এসব থাকে আমি তো তাই জানিনা ঃ(
আকাদা, লিং তো দেখলাম, কিন্তু সেই যে স্পীড।
অচিন্ত্যদা, সেরকম কিছু খুঁজে পাইনাতো। মানে পয়েন্ট অ্যান্ড শুট কিন্তু দ্রুতগতি।
aka | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫৯ | 168.26.215.13
Tim | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫৮ | 198.82.20.161
আই আর রিমোট নেই। মানে দূর থেকে ধীরে সুস্থে রিমোটে ছবি তোলা যাবেনা। ইভেন্ট ফটোগ্রাফিতে এইটা চাপ হতে পারে।
Tim | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫৪ | 198.82.20.161
র ফর্ম্যাটে বেশি ছবি তোলা যায়না। সেইটাই সমস্যা।
achintyarup | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫৪ | 121.241.214.38
ধীর গতিটা সমস্যা। অবশ্য আধুনিক কম্প্যাক্ট সে পব্লেমেরও সমাধান করে ফেলেছে কিনা জানি না
Tim | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫৪ | 198.82.20.161
আপগ্রেড মানে নতুন আরেকটা কেনা। ঃ-)
r.h | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫৩ | 198.175.62.19
র ফর্ম্যাটে স্লো হয়ে যায় এমন কি একটা দেখলাম- ওটাই মুশকিল কি?
achintyarup | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫১ | 121.241.214.38
আজকাল কয়েকটা কম্প্যাক্ট ক্যামেরাতেও র ফর্ম্যাটে ছবি তোলা যায়
r.h | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫০ | 198.175.62.19
হুম..., এমনিতে পয়েন্ট অ্যান্ড শুটে আমার কোন আপত্তি নেই, কিন্তু ঐ যে ধীর গতি, ওটাই বিরক্তি লাগে। আমার একমাত্র রিকোয়ারমেন্ট, ঝপাঝপ শাটার টিপবো আর ঝপাঝপ ছবি উঠবে, চলন্ত গাড়ি থেকে, হাঁটতে হাঁটতে এইসব (না, আমি দৌড়োদৌড়ি করিনা, ওটা দরকার নেই)। আর যতই এসেলার হোক, একটা তো অটো ধরনের মোড থাকবেই ঃ)
আর ক্যামেরা আপগ্রেড কি করে করে? মানে লেন্স পালটানো যায় জানি, আরো কিছু আছে নাকি? কি মুস্কিল।
achintyarup | ২৩ এপ্রিল ২০১১ ০০:৫০ | 121.241.214.38
হুঁ। আমারও মনে হয় ঐ নিকন বা ক্যাননের হাই এণ্ড কম্প্যাক্ট ক্যামেরায় দিব্বি ভালো ছবি ওঠে। অন্তত আমি যেমন ছবি তুলি তাতে এসেলারের পেছনে পহা খরচ করে ফেলার জন্যে মাঝে মাঝে আপশোস হয়
Tim | ২৩ এপ্রিল ২০১১ ০০:৪৬ | 198.82.20.161
যদি পোস্ট প্রসেসিং করতে চাও ছবিতে, মানে র ফর্ম্যাটে ছবি তুলতে চাও, তাইলে এইটায় মুশকিল হবে। পেইন্টিং এর মত ছবির পেছনে অনেক পোস্ট প্রসেসিং থাকে, সেইটা একটা অসুবিধে এই ক্যামেরার।
আরেকটা হলো এক্সপোজার মিটারিং নেই। ভিউফাইন্ডার ছোটো।
ডিডিদা নিউ ক্লিয়ার ফিজিক্সের জন্য নোবেল পাবেন। ঃ-))
aka | ২৩ এপ্রিল ২০১১ ০০:৪৪ | 168.26.215.13
SLR কিনলে একটু ঝাড় আছে। টেকনিকালিটির দিকে নজর না দিলে পয়েন্ট অ্যাণ্ড শ্যুটের থেকে বাজে ছবি ওঠে। ক্যাননের একটু হাই এন্ড ডিজিটাল কিনে নাও, দিব্যি ওঠে। আর তুমি তো আর্টিস্ট মানুষ ওতেই ভালো তুলবে। আমাদের মতন গোদা লোকেদের ওটা একটা অলংকার, গব্ব করার বিষয়। নয়ত আজকাল এমনি ডিজিটাল খুব ভালো। CNET এর রিভিউ দেখো আর কেন। সেদিন বললাম না বউ খেলনা ক্যামেরা দিয়েই দিব্যি ছবি তোলে। তবে ডিঃ হল ঐ আর কি খুব জুম টুম, নতুন লেন্স কিনে লাগানো। এসব হবে না।
Tim | ২৩ এপ্রিল ২০১১ ০০:৪২ | 198.82.20.161
এক্সপার্টরা কেউ কিছু লিখছেনা যখন, আমিই দু পয়সা দি।
বছর দুই আগে এই ক্যামেরাটা কেনার ব্যাপারে ব্ল্যাঙ্কির সাথে আলোচনা করেছিলাম। তখন ও আমাকে এক্স এস আই কেনার পরামর্শ দ্যায়। আমি সেটাই করেছিলাম। তার কারণ এই নয় যে এইটা খারাপ। তবে এটা এϾট্র লেভেল ক্যামেরা, পরে আপগ্রেড করতে হতে পারে।
dd | ২৩ এপ্রিল ২০১১ ০০:৪০ | 122.167.40.113
ব্যাদেয় আছে তো। অফকোর্স।
হু হা করে কিনে ফ্যালো। পাঁচটা ছটা খুব দামী দামী ক্যামেরা। যথেচ্চ ছবি তোলো। ঋনং কৃত্বা, ফটুক তুলেৎ।
আমি ফোটোগ্রাপি সম্বন্ধে কিস্সু জানি না, নতুন ও পরিষ্কার ফিজিক্স (বাংলায় কয় নিউ ক্লিয়ার ফিজিক্স)ব্যাপারেও নই। সজারুর কটা কাঁটা, এটাও জানি না। টু নেম অ্যা ফিউ আদার্স।
ক্যামেরা বিষয়ে আমার একটু জ্ঞাতব্য ছিল। আগে আমার কথা বলি। আমি ক্যামেরা কিংবা ফটোগ্রাফি বিষয়ে কিচ্ছু জানিনা, জানার কোন সম্ভাবনাও নাই কারন আমি পড়াশুনো করতে মোটে ভালোবাসিনা। তবে দেখি, এখানেও যেমন অনেকে ঘ্যামা ঘ্যামা পেন্টিং সুলভ ছবি তোলেন, দেখে থ হয়ে যাই। এদিকে আমি আবার মিতব্যয়ী। কুলোকে কিপ্টে বলে, তবে সে নেহাৎ অনৃতভাষন, অপপ্রচার আরকি। তো, EOS Rebel XS with EF-S 18-55IS Lens এই রকম একটা ব্যাপার পেলাম, দামটাও এই মাগ্গীগন্ডার দিনে, প্রাণে ধরে খর্চা করতে পারবো মনে হয়।
আর ধরেন, আমি ভালোবাসি ঝপাঝপ ছবি তুলতে। মানে এই ধরুন ভিড়ভাট্টায় লোক চলে যাচ্ছে, দাঁড়াবার সময় নাই, এইসব। পয়েন্ট অ্যান্ড শুটের ধীরগতির জন্যেই শহর গঞ্জের ছবি তোলা কঠিন। তো এই ক্যামেরাটি নিয়ে কিছু কেউ জানেন? নাকি সস্তায় পস্তাতে হবে? অচিন্ত্যদাকে তো দেখতে পাচ্ছি। আর ডিডিমশাইও আছেন,তিনি এতো কিছু জানেন, তো বেদে কি আর ক্যামেরা নিয়ে কিছুই লেখেনি? বাকীরা কে কি জানেন আমি অবশ্য জানিনা, তো টুকুনি পরামর্শলা চাই আরকি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন