এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ২০ এপ্রিল ২০১১ ১৫:১৪ | 121.244.209.245
  • চাপ না কমুক, অন্ততঃ বিয়েতে ভালো মটন চাপ তো খাওয়া যাবে। তাই ঢের।
  • h | ২০ এপ্রিল ২০১১ ১৫:১২ | 203.99.212.54
  • তাহাতে চাপ কি কমিবে?
  • kumudini | ২০ এপ্রিল ২০১১ ১৫:১০ | 59.178.153.248
  • ওঃ,এত কথা না বলে ভুতোর এট্টা বৌমাসী খোঁজা হোক।
  • san | ২০ এপ্রিল ২০১১ ১৫:০৮ | 14.96.128.170
  • এইরম পা টিপে টিপে চলার মানেই বা কী?
  • h | ২০ এপ্রিল ২০১১ ১৫:০৭ | 203.99.212.54
  • san | ২০ এপ্রিল ২০১১ ১৫:০৪ | 14.96.128.170
  • লোকের মনে কী অসহ্য কু।
  • dd | ২০ এপ্রিল ২০১১ ১৫:০৩ | 124.247.203.12
  • একটু পরে বুঝতে পারার বোকা হাসির ইমটিকন সুদ্দু।
  • dd | ২০ এপ্রিল ২০১১ ১৫:০২ | 124.247.203.12
  • মধ্যবাবু তো বড্ডো পাপী হে।
  • madhyapadalopee karmadhaaray | ২০ এপ্রিল ২০১১ ১৪:৫৮ | 61.90.164.27
  • হ্যাঁ, শত গার্লফ্রেণ্ডের খুব চাপ, যেভাবেই ভাবা হোক।
  • san | ২০ এপ্রিল ২০১১ ১৪:৫৪ | 14.96.128.170
  • ধ্যাৎ । ওটা দিপু।
  • Bhuto | ২০ এপ্রিল ২০১১ ১৪:৫৩ | 203.91.201.56
  • এই ইয়ে আমাদের quark কি ছোট্টো হয়ে গিয়ে q হলো? থ্যাংকু থ্যাংকু ।

    স্যান রে , কি চাপ, কি চাপ । শত গার্লফ্রেন্ড !!!! ইক্ক ক ক ক্‌ !!

    যাই হোক .... থ্যাংকু ঃ)
  • Bratin | ২০ এপ্রিল ২০১১ ১৪:৫৩ | 122.248.183.1
  • আহা বাংলা কথা, আগে বন্ধু পরে মেয়ে কিংবা আগে মেয়ে পরে বন্ধু।ঃ-))
  • shrabani | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪৮ | 124.30.233.85
  • মেয়েদের মেয়েবন্ধু হলে তারে ইংরাজীতে কী কয়, আর কোনো ছেলে বন্ধুই হলে?
  • madhyapadalopee karmadhaaray | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪৬ | 61.90.164.27
  • কে জানে!

    হঠাৎ ব্রিক লেনে যেতে ইচ্ছে করছে।
  • q | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪৫ | 61.12.12.83
  • ভুতোদা, হ্যাবাড্ডে ঃ)
  • san | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪৪ | 14.96.128.170
  • যারা ম্যানেজ করে আর যাদেরকে ম্যানেজ করা হয় - আইডিয়ালি তাদের উভয়েরই তো জানার কথা ঃ-)
  • Sibu | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪৩ | 122.169.234.118
  • পেথম কথা আসবে নাই বা কেন?

    পরের কথা, অন্যের গার্লফ্রেন্ড ম্যানেজ করেও দু'পহা করা যায়, যদি যথেষ্ট লোক ঐ ম্যানেজমেন্ট আউটসোর্স করে দেয়।
  • madhyapadalopee karmadhaaray | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪২ | 61.90.164.27
  • তোমারে যে জিগাইলেন- তুমি কি জানো না?
  • san | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪০ | 14.96.128.170
  • আমার আবার গার্লফ্রেন্ড কোত্থেকে আসবে? ক্ষী অত্যেচার।
  • q | ২০ এপ্রিল ২০১১ ১৪:৪০ | 61.12.12.83
  • খ্যা খ্যা খ্যা
  • madhyapadalopee karmadhaaray | ২০ এপ্রিল ২০১১ ১৪:৩৮ | 61.90.164.27
  • স্যান গার্লফ্রেণ্ড ম্যানেজ করেছে নাকি?
  • san | ২০ এপ্রিল ২০১১ ১৪:৩৮ | 14.96.128.170
  • ব্রতীনদা অ্যামন হিংসে করেন ক্যান ঃ-০
  • Bratin | ২০ এপ্রিল ২০১১ ১৪:৩৭ | 122.248.183.1
  • বৎসে স্যান, এক পিস ম্যানেজ করা কী চাপ তা কি তুমি জানো না? খামোকা ভালো ছেলে টিকে বাঁশ দিতে চাও ক্যান?
  • san | ২০ এপ্রিল ২০১১ ১৪:৩৪ | 14.96.128.170
  • পুত্রকন্যা পরে ; আপাতত ভুতোর শত গার্লফ্রেন্ড হোক এই আশিব্বাদ কল্লুম ঃ-)
  • Bhuto | ২০ এপ্রিল ২০১১ ১৪:১৮ | 203.91.201.56
  • দিদি দেখি আজ মারাত্মক ফর্মে, শেষে 'ক্যালি' নিয়ে লেগ পুল...... ঃ)

    আবার ১৯৯!!!!!
    আপনাদিগের অলরেডি যদি কোনো বৌমা থেকে থাকতেন তো এসব পড়ার পর আমাকে ডিভোর্স দিয়ে চলে যেতেন। .... আতংকে , বলতেন 'কি ফ্যামিলি রে বাবা, আর তাদের কি চাহিদা' ।
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১৪:১১ | 115.249.42.177
  • ফেসবুকে দেখলুম - "Tarzan lives half naked, Cinderella comes back home at midnight, Pinocchio lies all the time, Aladdin is the king of thieves, Batman drives at 320KM/h, Sleeping beauty is lazy and Snow white lives with 7 guys... We shouldn?t be surprised if kids misbehave at times! They get this from their own storybooks...'

    ঃ-)
  • de | ২০ এপ্রিল ২০১১ ১৩:৫২ | 59.163.30.2
  • এইরে! মধ্যপদের লেখা পড়ার আগে আমার পারসিস্টেন্সে রেফ খুলেই গেসলো :))

    ডিডিদা,

    আপনি নিজেই তো এক গোত্র -- ডিডি গোত্র! যেমন ল্যাখেন তেমনি লিখুন -- আপনার ফ্যান ক্লাব মেম্বার বেড়েই চলবে!
  • dd | ২০ এপ্রিল ২০১১ ১৩:৪৬ | 124.247.203.12
  • কুলদা রায় য্যামোনটি ল্যাখেন, ঐ স্বপ্নো গোছের। সেরম ইন্দোদাও লেখে। কিশ্নোকলি আর বৈজয়ন্তো ও। একটু রকম ফের। কিন্তু গোত্রটা একই।

    আমারো সখ চেগেছিলো অম্নি লেখার। তো কতো মকশো কল্লাম। কিছুতেই কিছু হোলো না। সব কিছু ই কেমন গোল্লা গোল্লা রাজপুত্র রাজকন্ন্যা পক্ষীরাজ ঘোড়া টাইপের হয়ে গেলো।

    এর কোনো প্রতিকার হয় না?
  • dd | ২০ এপ্রিল ২০১১ ১৩:৩৩ | 124.247.203.12
  • হ্যাঁ হ্যাঁ। আমার ও পোস্ট করবার সময় বুক ঢিপ ঢিপ করছিলো ।

    তারপরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করে দেখলাম সব সুভালাভালি ছাবা হয়েছে।

    আর আমি ত্ত'র মধ্যে নেই।
  • Bratin | ২০ এপ্রিল ২০১১ ১৩:৩১ | 122.248.183.1
  • এইরকম বাজে নামের প্রতিবাদে দায়িত্বশীল স্বামী রা দিকে দিকে গর্জে উঠুন!!
  • madhyapadalopee karmadhaaray | ২০ এপ্রিল ২০১১ ১৩:৩০ | 61.90.164.27
  • ঐটা ত-এ ত-এ না লিখে একটা ত লিখলেই ভালো করতেন দীপ্তেনদা। রেফ-এর মতো ছোট্টো একটা জিনিষ- কখন খুলে পড়ে যায় বলা তো যায় না।
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১৩:২৬ | 115.249.42.177
  • উইপ্রোর বড়-মেজ-সেজ ম্যাঞ্জারেরা নাকি সবাই দুম করে চাকরি খুঁজতে শুরু করেছে? কালকের টিওআই-তে দিয়েছিলো...
  • de | ২০ এপ্রিল ২০১১ ১৩:২৩ | 59.163.30.3
  • বাছা ব্রতীন, বিভীষণ এট্টা বড় সেটের নাম! তুমিও তাতে বিলং করো! :))
  • dd | ২০ এপ্রিল ২০১১ ১৩:২১ | 124.247.203.12
  • আর ইনফোসিসের নারান বাবু ফেয়ার অ্যান্ড লাউলি মেখে মেখে ফরসামুর্ত্তি হয়েছেন।

    আর বিষ্টিতে ভেজা আধুনিকা মেয়েটিরে দেখে যে পদ্দো ল্যাখা হোলো- বরষা কুর্ত্তি, তার ব্যালা?

    লিস্টি থেকে বাদ্দিয়েন্না।
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১৩:১৭ | 115.249.42.177
  • আর্সেনালের প্রতি আমার কোনো প্রেম নাই। স্পেশ্যালি ওয়েঙ্গার যাকে বলে "ব্যাড লুজার'। কিন্তুক ম্যানিউ হল চিরশত্রু - সেই কীগান জমানা থেকেঃ-)

    ইস্‌স্‌স্‌স ক্যারলকে ছেড়ে না দিলে কাল হয়তো তিন পয়েন্ট এসে যেত।
  • de | ২০ এপ্রিল ২০১১ ১৩:১১ | 59.163.30.4
  • ভুতো, মোটেও শতপুত্রের পরে নয় -- কন্যারা হয়ে ক্যালি থাকলে তবেই পুত্র -- নচেৎ দক্কার নাই :))

    ভরসাফূর্তি জানি তো, ইচ্ছে করেই পূর্তি বল্লাম -- ভরসার পূর্তি:)
  • stoic | ২০ এপ্রিল ২০১১ ১৩:০৯ | 160.103.2.224
  • এইযো অজ্জিত, হঠাৎ আর্সেনালের প্রতি এত প্রেম উথলে ওঠার কি হল? ওদের বেশী চান্স টান্স দিতে যেওনি, এই শেষবেলায়।

    উফ, কি চাপ জীবনে। শান্তভাবে লীগটা জিতব ভেবেছিলাম, জর্ডিগুলো দিল সব স্পয়েল করে।
    ঃ-)
  • kc | ২০ এপ্রিল ২০১১ ১৩:০৬ | 194.126.37.78
  • শিবুদা, একবার অমিতাভ সেনকে ডাকুন না! ওনার লাস্ট কবিতাটা বড় ভাল হয়েছিল।
  • Sibu | ২০ এপ্রিল ২০১১ ১২:৫৬ | 74.125.63.33
  • @lcm। কোনোটাই না। আমি বোকাচোদা।
  • lcm | ২০ এপ্রিল ২০১১ ১২:৪৬ | 69.236.160.167
  • বাংলার বিপ্‌ ----- এই প্রথম এনার লেখা দেখলাম।
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১২:৪১ | 115.249.42.177
  • ও পিনাকীর লেখা তো এখানে দেখেছি।
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১২:৩৯ | 115.249.42.177
  • মামুটা অবভিয়াস। বিপ-কে চিনলুম ওই টই দেখে। বাকিদের চিনি না।
  • kc | ২০ এপ্রিল ২০১১ ১২:৩৩ | 194.126.37.78
  • অরিজিৎ,
    মামু = ঈশাণ = সৈকত বন্দোপাধ্যায় = কোট সৈকত,
    বিপ = বিপ্লব পাল = মামুর দেওয়া নাম 'বাংলার বিপ'
    শাক্য = শাক্যজিৎ, বিক্কলেজের প্রোডাক্ট, সফো, সিরিয়াস পড়ুয়া ও চুড়ান্ত ফচকে, নীপা।
    দেবর্ষি= প্রেসির প্রোডাক্ট, খুবই সিরিয়াস পড়ুয়া এবং পণ্ডিত, আজ্জোর বন্ধু, পিআইডব্লুবিটা এনারই তৈরী। সংহতিতেও কতগুলো ভাল লেখা অছে এনার।
    পিনাকী = পিনাকী মিত্র = জেইউ ইলেক্ট্রিক্যাল = সিরিয়াস পড়ালেখা জানা লোক, সহ ভাটুরে, ডিডির 'মিত্তিরমশাই'
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১২:৩১ | 115.249.42.177
  • কি হবে? কিপ্‌টে কোং, পাঠাবে নাঃ-(
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১২:২৫ | 115.249.42.177
  • আলেকজান্ডার নিয়ে বসি। কোড চলতে ঘন্টাখানিক লাগবে।
  • Arijit | ২০ এপ্রিল ২০১১ ১২:২৪ | 115.249.42.177
  • তোমারে। ওই যে কাদের সব নাম বল্লে...
  • Kaju | ২০ এপ্রিল ২০১১ ১২:২২ | 121.244.69.244
  • বোতিন্দা, ঐ আর কি। দুঃশালাই নাহয় হল। কিন্তু সে ছিল তো, ১০০ র পর ১০১ হিসেবে এϾট্র তো পেইচিল।
  • kc | ২০ এপ্রিল ২০১১ ১২:২২ | 194.126.37.78
  • অরিজিৎ, কারে জিগাইলা?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত