এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ২০ এপ্রিল ২০১১ ০০:২৯ | 12.20.48.10
  • SS, পার্ট-২'এর শেষ সীনটা যেখানে মেয়েটা ঘাড় মটকে দেয় লোকটার, আর তারপর দুম দুম পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে যায় -- ওফ্‌ফ্‌!

    পামিতাদি আমি শুধু প্রোব্যাবল কেস গুলো ওয়াক-থ্রু করাচ্ছি। ভয়ের কিছু নেই। এই যে একবারও কি বলেছি বারবার তোমার কেন মনে হচ্ছে যে জানলার দিকে তাকালেই কেউ সরে যাচ্ছে? অথবা অন্ধকার কোণের দিকে ওই টেবিলটার মাথায় আরও অন্ধকার কী ওটা, অল্প অল্প নড়ছে? আর এরকম লো-সাউন্ডে একটানা একটা সিঁইইই করে আওয়াজ, খাটের নীচ থেকে - এগুলো সরেজমিনে তদন্ত না-করে ঘুমুবে কী করে!
  • kumu | ২০ এপ্রিল ২০১১ ০০:২৯ | 122.162.247.69
  • ভুতোকে শুভ জন্মদিন।একটি লালজরিপাড় সবুজ শাড়ী পরা,টুকটুকে,লাজুক হাসা কিন্তু স্মার্ট,গুরু-পড়া ও লেখাতে আগ্রহী বৌ হোক।
  • I | ২০ এপ্রিল ২০১১ ০০:২৯ | 14.96.138.111
  • টিমি বড় মেল-শভিনিস্ট ভুত।
  • nishikanto | ২০ এপ্রিল ২০১১ ০০:২৯ | 151.141.84.114
  • কাউ & মানে কী? কেউ জানেন? টাইপো ওটা?
  • hu | ২০ এপ্রিল ২০১১ ০০:২৮ | 12.34.246.72
  • না না, সব পেত্নী ছোঁচা হয় না। এক গলা ঘোমটা দেওয়া লাজুক পেত্নীও আছে। অনেকে আবার এলো চুলে উদাস হয়ে ঘুরে বেড়ায়। পেত্নী সম্পর্কে অনেক কিছু জানার আছে। সবাইকে ছোঁচা বলা মোটেই ঠিক না।
  • nishikanto | ২০ এপ্রিল ২০১১ ০০:২৭ | 151.141.84.114
  • আগে আগে শুধু ভুতচতুর্দশী হতো, তাই ফেমিনিস্ট মুভমেন্ট হলো তেনাদের দেশে, তারপর পেত্নীচতুর্দশী চালু হয়। :-)
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:২৭ | 198.82.28.189
  • রিসেশনের দাপ্টে আম্রিকা থেকে ভূতেরাও লুরু চলে যাচ্ছে।
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:২৬ | 198.82.28.189
  • কিছু একটা মানে কি, হ্যাঁ ইন্দোদা?
  • nishikanto | ২০ এপ্রিল ২০১১ ০০:২৬ | 151.141.84.114
  • পেত্নীচতুর্দশী।
  • I | ২০ এপ্রিল ২০১১ ০০:২৫ | 14.96.138.111
  • তা পড়বেন ক্যানো? ভালো কথা শুনবেন ক্যানো? শেষে কিছু একটা হয়ে গ্যালে আমাদের দোষ দিবেন না, হ্যাঁ !
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:২৫ | 198.82.28.189
  • ইন্দোদা ব্যাংঅদিকে ছোঁচা পেত্নী বল্লো নাকি?

    ছোঁচা পেত্নী বলার দরকার নেই। পেত্নীরা ছোঁচাই হয়। সারাক্ষণ মাছটাছ চেয়ে হাঙ্গামা করে।
  • Nina | ২০ এপ্রিল ২০১১ ০০:২৪ | 64.56.33.254
  • শুভ দিনে এত এত ভুত পেত্নী কেন? নকি ভুতুর জম্মদিন বলে--কিন্তু ছোঁচা-পেত্নী কি ?ঃ-০
  • I | ২০ এপ্রিল ২০১১ ০০:২৪ | 14.96.138.111
  • যে পেত্নীর চোখে লুভিষ্টি দিষ্টি।
  • SS | ২০ এপ্রিল ২০১১ ০০:২৩ | 131.193.195.128
  • চাদর টেনে নেওয়া....... প্যারানর্মাল অ্যাক্টিভিটি'র মত? খুব ভয় পেয়েছিলাম পার্ট-১ দেখে।
  • Paramita | ২০ এপ্রিল ২০১১ ০০:২৩ | 202.3.120.9
  • আমি বড়াই আর সায়নের পোস্টগুলো পড়ছি না। পড়ছি শুধু কুমু আর স্যান আর টিমেরগুলো।
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:২৩ | 198.82.28.189
  • আমি না বুঝলে কি হবে, পামিতাদি তো বুঝবে।
  • san | ২০ এপ্রিল ২০১১ ০০:২২ | 14.96.50.40
  • অ্যাজ ইফ তুই তামিল আর কন্নড়ের তফাৎ বুঝিস !
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:২২ | 198.82.28.189
  • হয়ে গ্যালো। সারা লুরুতে আজ পোচোন্ডো ভূতের উপদ্রব হবে।
  • kumu | ২০ এপ্রিল ২০১১ ০০:২২ | 122.162.247.69
  • থাংকু,নীনা।
    ছোঁচা পেত্নী কী বস্তু?
  • Paramita | ২০ এপ্রিল ২০১১ ০০:২২ | 202.3.120.9
  • গুগলিয়ে দেখলাম, কবিগুরু লুরুতে বসেই শে-ক লিখেছিলেন, তারপর আমি যাচ্ছি সেই রডোডেন্ড্রনের দেশে, প্লাস আমি গানের ওপারের ভক্ত ছিলাম, সব মিলে আলমারিতে কে?
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:২১ | 198.82.28.189
  • ন্যাড়াদা খেয়াল শুনছে। এমন সব দারুণ গান চলছে ওদিকে যে পামিতাদি শত ডাকলেও আসবেনা।

    এইদে্‌ক ফিসফিস করে কারা কথা কইছে.... এবার তামিলে।
  • Arpan | ২০ এপ্রিল ২০১১ ০০:২১ | 122.252.231.10
  • আবেস্‌সালা, শুইনি। খেতে বসেছিলাম।
  • Nina | ২০ এপ্রিল ২০১১ ০০:১৯ | 64.56.33.254
  • শেষের কবিতা তো রাএন্টি স্যার লুরুতেই লিকেছিলেন--ঠিক জানি!

    ভুতুকে হ্যাবা
    কুমু কে হ্যা অ্যা ;-)
  • kumu | ২০ এপ্রিল ২০১১ ০০:১৯ | 122.162.247.69
  • ন্যাড়াদাকে ডাকা হোক,তিনি যদি কিচু জানেন!
  • I | ২০ এপ্রিল ২০১১ ০০:১৯ | 14.96.138.111
  • হুঁ, টিমি ঠিকি কয়েচে। আম্নি হয়তো আলমারি বেঁদে এসে নিশ্চিন্দি মনে স্লিপ কত্তে গ্যাছেন, দেকলেন---ওরে বাবা---দেকলেন, মাতার কাচে ডেঁড়িয়ে আচে চাঁদনী রাতের ছোঁচা পেত্নী। পুতুল মুকে খুনে হাসি। মিষ্টি কোরে আইল্যাশ পরেচে। ঘুম ঘুম সুরে ডাকচে-আঁয় পাঁমি আঁয়---শাবন্তী মজুমদারের মতম।
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:১৯ | 198.82.28.189
  • ইস সান্দা কিসব বলছে। বড়োদের কথা।
  • sayan | ২০ এপ্রিল ২০১১ ০০:১৮ | 12.20.48.10
  • কেউ খেয়াল করলে না, এই ওনাদের উপদ্রবে অপ্পন্দা জানলা বন্ধ করে মুড়িসুড়ি দিয়ে শুয়ে পড়েছে। কিন্তু ওর ঘুম আসবে কি? দিব্যচক্ষে দেখতে পাচ্ছি পায়ের দিক থেকে চাদরটা কে যেন টেনে নিচ্ছে! তারপর, তারপর ....
  • san | ২০ এপ্রিল ২০১১ ০০:১৮ | 14.96.50.40
  • শিলঙেই তো !
  • Paramita | ২০ এপ্রিল ২০১১ ০০:১৭ | 202.3.120.9
  • আমার তাহলে কেন শেষের কবিতা শেষের কবিতা মনে হচ্ছে? স্পেশালি আমি পরশু শিলং যাব লুরু থেকে, এইসবের মধ্যে একটা না-বলা বাণী লুকিয়ে আছে। না না, শে-ক-ও লুরুতেই হোক্‌।
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:১৫ | 198.82.28.189
  • ওহ, ব্যাঙদিই তবে। তাই আজ ভাটে নেই। তাহলে আর ভয় কি? চাট্টি ভাটিয়ে নাও।
  • hu | ২০ এপ্রিল ২০১১ ০০:১৫ | 12.34.246.72
  • 'ওদের' না। বলো 'ওঁদের'। রাম রাম রাম! (এই নামে একখান টই ছিল না? সবাই মিলে সেখানে খিল্লি কল্লে। এখন ফল ভোগো!)
  • sayan | ২০ এপ্রিল ২০১১ ০০:১৪ | 12.20.48.10
  • ক্কীঈঈঈ!!! বেলান্দুরের রাস্তার মেলা থেকে!! কাউকে জিজ্ঞেস করোনি ওখানে নামার আগে?? ওখানে খুব বড়ো একটা ওইটা আছে, এখন আর বলবো না, ভয় পাবে। একবার মোমবাতি জ্বেলে দেখবে কি, আলমারির কাছে মেঝেছে দুটো ছোটো ছোটো ..... নাঃ, থাক। কাল সকালেই দেখো।
  • Paramita | ২০ এপ্রিল ২০১১ ০০:১৪ | 202.3.120.9
  • যারা যারা কথা কইতে পারে তাদের মধ্যে ছিলঃ

    ১। একটা খেলনা বার্বি ল্যাপটপ
    ২। একটা ফিরিজ, ভেতরে খাবার ঢোকালে তার নাম বলে
    ৩। একটা বড় ব্যাং, গান-আব্রিত্তি-বকুনি - কতকিছুই না জানে। কিন্তু তার গলা আমি চিনি।

    কিন্তু এদের সবাইকে বাবাবাছা করে ডাকতে হয়, অন কত্তে হয়। তাইলে?
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:১৪ | 198.82.28.189
  • পামিতাদি বরং জানলাগুলো বন্ধ করে দিক। আর একবার ছাদের সিঁড়িটা চেক করে নিক।
  • I | ২০ এপ্রিল ২০১১ ০০:১৩ | 14.96.138.111
  • আরেন্টিদা লুরুতে এসে লিকেচিলেন মণিহারা। আর লিকেচিলেন,ডিডিদা জানে, OK, OK , GO
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:১৩ | 198.82.28.189
  • আরে ওদের কি আর বেশি জায়গা লাগে। এই এত্তটুকুন একটা দেশলাই বাক্স, কি সেফটিপিনের ছ্যাঁদা, তাতেই ঘরসংসার পেতে একসা।
  • hu | ২০ এপ্রিল ২০১১ ০০:১২ | 12.34.246.72
  • বলছে তো খাটের তলা বলে কিছু নেই। কোথায় লুকোবে?
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:১১ | 198.82.28.189
  • কুমুদি কিনা অবিশ্বাসী, তাই। অবিশ্বাসীদের আগে ধরে। প্রায়োরিটি সেট করা আছে।
  • kumu | ২০ এপ্রিল ২০১১ ০০:১১ | 122.162.247.69
  • এইও,কে কইল কুমুদি ভয় পেয়েচে?কুমুদি ওসব ভয়টয় পায় না।
  • san | ২০ এপ্রিল ২০১১ ০০:১১ | 14.96.50.40
  • নান্নাঃ

    চাঁদ চন্দ্র চক্রধর
    চন্দ্রকান্ত নাকেশ্বর
  • Paramita | ২০ এপ্রিল ২০১১ ০০:১১ | 202.3.120.9
  • সত্যি পরোটাটা কুকুরের জন্য। তার নাম স্পটি, এই বেলান্দুরের রাস্তার মেলা থেকে কিনে এনেছি। কাল ছোটো দোসা খেয়েছিল, আজ পরোটা। কিন্তু সে কথা কইছিল না। কথা কইছিলো কারা, ধরতেই পারি নি।
  • hu | ২০ এপ্রিল ২০১১ ০০:১০ | 12.34.246.72
  • চাঁদ অর্থায় চন্দ্রশেখর(?) দেব। পুপে না, আলমারির ওপারে আছেন ঠাকুদ্দা।
  • I | ২০ এপ্রিল ২০১১ ০০:১০ | 14.96.138.111
  • মনে হয় অলরেডি কামড়ে দিয়েচে, বুইলে? পামিতাদি কেমং যেন বদলে যাচ্চে। করোটি বলতে গিয়ে বলচে পরোটা।

    কুমুদি'র মুখে কতা নেই কেন গা? ইন্টারনেট বেয়ে আম্রিগা-পুতুল কি শেষে দিল্লীবালী আলমারিতে....?
  • sayan | ২০ এপ্রিল ২০১১ ০০:১০ | 12.20.48.10
  • যখন আলমারি খুলে দেখলে সব চুপ, তখন কি পায়ের দিকে নজর করেছিলে, সাঁৎ করে ছুটে কিছু খাটের নীচে লুকিয়ে পড়লো কিনা? জাস্ট ইন কেস ঃ-)
  • kumu | ২০ এপ্রিল ২০১১ ০০:০৯ | 122.162.247.69
  • আম্রিগা থেকে আনা পুতুল?তারা ঐভাবেই কথা কইবে তো!তাতে আবার ভয়ের কী?
    শুতে গেলাম,দরকার হলে ডেকো।
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:০৮ | 198.82.28.189
  • উল্টো পায়ে হাঁটলে পুতুলদের কিন্তু তেমন ডেঞ্জারাস লাগেনা। মানুষদের যতটা অস্বাভাবিক লাগে, ঠিক ততটা না।
  • Paramita | ২০ এপ্রিল ২০১১ ০০:০৮ | 202.3.120.9
  • চলো চলো অন্য কথা ভাবি। আচ্ছা লুরুতেই আরেন্টিস্যার শেষের কবিতা লিখেছিলেন কি?
  • hu | ২০ এপ্রিল ২০১১ ০০:০৮ | 12.34.246.72
  • ব্যাস! এই তো বোঝা গেছে। ওরা রেগে গেছে। ঠ্যালা সামলাও এখন!
  • I | ২০ এপ্রিল ২০১১ ০০:০৭ | 14.96.138.111
  • কেন? চাঁদ কেন? আজ কি ভুতো'র বে? ভ্যাম্পায়ার মাসী'র সংগে?
    হাঃ হাঃ ! আমার কী বুদ্ধি !
  • Tim | ২০ এপ্রিল ২০১১ ০০:০৭ | 198.82.28.189
  • ওদিকে কুমুদি কিন্তু এট্টু ভয় খেয়েছে। দিল্লির দিকে সব পুরোনো বাড়িঘর, কেল্লা..... চারপাশ কেমন যেন বদলে যাচ্ছে
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত