স্ত্রীর এক থাপ্পড়ে হাসপাতালে রমেশ বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১১ স্ত্রীর এক থাপ্পড়েই হাসপাতালে স্বামী রমেশ পারমার (৩৫)। তাকে ভর্তি করা হয়েছে আহমেদাবাদের ভিএস হাসপাতালে। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন। এতে বলা হয়েছে, গত সোমবার রাতে রমেশ ও তার স্ত্রী মধুবন (৩২) এর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে মধুবন সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয় স্বামীকে। এতে রমেশ মেঝেতে কঠিন কোন একটি বস্তুর ওপর পড়ে যান। তারা মাথা কেটে যায়। অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি তাকে হাসপাতালে নেয়া হয়। কাগদাপিঠ পুলিশ স্টেশনের কর্মকর্তারা বলেন, এ ঘটনা ঘটে ঐদিন রাত ২টায়। ঐ রাতে রমেশ বাড়ি ফিরতেই স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কারণ, তিনি সংসারের খরচের টাকা দিতে পারছিলেন না। পক্ষকাল ধরে তার কোন কাজ নেই। রমেশ কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন। কিন্তু একটি কাজ জোটাতে পারছেন না। এ নিয়েই তাদের কথা কাটাকাটি। সোমাবার রমেশ স্ত্রীর ঝাঁঝালো কথাবার্তা সহ্য করতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি তাকে প্রহার করতে উদ্যত হন। কিন্তু মধুবন তাকে থামিয়ে উল্টো সজোরে স্বামীকে একটি চড় বসিয়ে দেন। এই দম্পতির বিয়ে হয়েছে ১০ বছরেরও বেশি সময় আগে। তাদের রয়েছে দুটি সন্তান।
Bratin | ১৯ এপ্রিল ২০১১ ২১:০৩ | 117.194.102.194
ওরে বাবা , এক সে বড়কর এক!! এবারে দেখা হলে স্যানের পায়ের ধুলো নিতেই হবে। ঃ-))
আর শিবু দার সথে শিগ্গির দেখা হচ্ছে কাজেই চাপ নেই !!
sayan | ১৯ এপ্রিল ২০১১ ২০:৩২ | 12.20.48.10
দেদি', কুমুদি'র সাথে ল্যাজ মেলালাম। আর কুমুদিকে এগ্গাদা ঈর্ষা দিলাম আপিস কামাই করে ঘরে বসে চাঁদের পাহাড় পড়ার জন্য। এরপর আরেকদিন সোসন কিয়ে কিছু বলুক শুধু!
sayan | ১৯ এপ্রিল ২০১১ ২০:৩০ | 12.20.48.10
কাল রাতেই জানতাম, হলও তাই, একটা ড্রাফ্ট্বল স্বপ্নে এলো। কিন্তু পিঁপড়েখোরটাকে দেখলাম না।
Paramita | ১৯ এপ্রিল ২০১১ ১৯:৫৫ | 202.3.120.9
অরিজিতের ফোন নং-টা কেউ পাঠাবে প্লীজ? paaramitaa অ্যাট ইয়াহু।
xyz | ১৯ এপ্রিল ২০১১ ১৯:৪৩ | 96.33.89.68
কোয়ার্ক কি আনন্দ ? অরুনিতা [ আরুনি] কে মনে আছে ?
stoic | ১৯ এপ্রিল ২০১১ ১৮:৫৯ | 160.103.2.224
রাজদীপ, এই চলে যাচ্ছে কোনোমতে। ঃ-) লীগ হলেই আমি খুশি। তবে এই শেষবেলায় কি ঘটে কে জানে। চারদিকে এমন পরিবত্তনের হাওয়া ! চ্যাম্পিয়নস লীগ হবে বলে মনে হয় না। বার্সা নিয়ে নেবে মনে হয়। দেখা যাক।
Rajdeep | ১৯ এপ্রিল ২০১১ ১৮:৫২ | 59.161.96.8
আরে স্টৈকদা যে ! কত্তদিন পরে - ক্যামোন আছো ?
লিগ নেবে না উয়েফা নেবে ঃ-)
Sibu | ১৯ এপ্রিল ২০১১ ১৮:৩২ | 122.169.234.118
গুড কোশ্নো।
আসলে এইটার সাথে পরিমানের কুন সম্পক্কো লাই। দু'ফোটা বীয়ার গেলাসে রেইখ্যে তাইতে এক ঘটি ডাল ঢাইল্যেও বীয়ারে ডাল ঢালাই হল্য।
stoic | ১৯ এপ্রিল ২০১১ ১৮:২৫ | 160.103.2.224
বিয়ারে ডাল, না ডালে বিয়ার? ;-)
Sibu | ১৯ এপ্রিল ২০১১ ১৮:০৪ | 122.169.234.118
আরে সেই জন্যেই তো সাহেবকে প্রাইজ দিতে চাইলুম। ঐ সেল্ফ-প্রপেলড ডালে বীয়ার দিলে যে ঐ রকম একটা ভাল ব্যাপার হয় সে কে জানত?
de | ১৯ এপ্রিল ২০১১ ১৭:৪৭ | 59.163.30.2
আমি ওমনি বহুদিন একটা ব্যাগে লাইসেন্স রেখে অন্য ব্যাগ নিয়ে গাড়ি চালিয়েছি -- এট্টু ভয়-ভয় করে, সিগন্যাল-টিগন্যাল না ভাঙলে তেমন কিছু হয় না!
আমি বিনা লাইসেন্সে মাসের পর মাস চালিয়েছি। ভুল করে, মনেই ছিল না লাইসেন্স এক্সপায়ার করে গেছে। যেদিন দেখলাম সেদিন লাঞ্চে ডিএমভি যাওয়ার জন্য বেড়িয়েছি আর মামু ধরলে। কারণ ট্যাগ এক্সপায়ার করে গিয়েছিল। লাইসেন্স, ট্যাগ সব মিলিয়ে ৩০০ ডলার না কত একটা ফাইন দিলে। কোর্টে গিয়ে বললাম ভুল করেছি কিন্তু না বুঝে। প্রচূর টেনশন জীবনে, এদিকে কোনো রিমাইন্ডার আসে নি। জজসাহেব কমিয়ে দুশর নীচে নামিয়ে দিলে।
Sibu | ১৯ এপ্রিল ২০১১ ১৭:১৫ | 122.169.234.118
আমি এক সময়ে বিনা লাইসেন্সে (মানে লাইসেন্স যাস্ট ছিল না) মাস কতক গাড়ী চালিয়েছি।
লাইসেন্স যাস্ট ভুলে গেলে সেটা লঘু অপরাধ। পুলিস একটা টাইম দেবে, গিয়ে লাইসেন্স দেখিয়ে আসতে হবে। একটা কচিমত ফাইনও করে বোধহয়। ইন্স্যুরেন্স যতদূর জানি, নন-মুভিং ভায়োলেশন বলে বাড়ে না।
@san. সাহেবের গেলাসে চুমুক দিয়ে দেখেছি। বীয়ার আর বিউলির ডালের ককটেল বেশ উপাদেয় ব্যাপার।
quark | ১৯ এপ্রিল ২০১১ ১৭:০৭ | 202.141.148.99
এখেনে কেউ বিনা লাইসেন্সে গাড়ি চালিয়েছে? মানে আজ খানিকটা দূর এসে মনে পড়লো পকেটে লাইসেন্স নেই। পিছিয়ে না গিয়ে আপিস অবধি চলে এলুম...... বোঝার চেষ্টা কচ্ছি কী হ'তে পারত।
san | ১৯ এপ্রিল ২০১১ ১৭:০৬ | 59.161.190.77
বিয়ার আর কলাইএর ডাল ? ঃ-০ ঃ-০ ঃ-০ ঃ-০
Sibu | ১৯ এপ্রিল ২০১১ ১৭:০৩ | 122.169.234.118
মিশ্র খাদ্যের পুলিটজার প্রাইজ আমি এক জার্মান সাহেবকে দেব।
সেই সাহেব আমার এক পরিচিত বাঙালিনীকে বিয়ে করেছিলেন ও সেই সুবাদে প্রবাসী বঙ্গীয় সমাজে যাতায়াত করতেন। তিনি বঙ্গভাষায় প্রেম করতে শিখেছিলেন কিনা জানি না, কিন্তু লংকা খেতে মোটেই শেখেন নি। বার কতক নেমন্তন্নে দেশী রান্না খাবার বৃথা চেষ্টা করে উনি একটি মিশ্র জাতীয় পানীয়ে সেটল ডাউন করেছিলেন। বীয়ার আর কলাইয়ের ডাল ১ঃ২ রেশিওতে মিশিয়ে একটু নেবু টিপে সেটি উনি ঘন্টায় দু'গেলাস রেটে খেতেন এবং আমাদের ওপর বাংলা প্র্যাকটিস করতেন।
til | ১৯ এপ্রিল ২০১১ ১৬:৪৪ | 203.33.164.103
বলা বাহুল্য, সুজির সস নোনতাই ছিল, উপমা টাইপের। উহুঁ, খে্ত দিয়েছিল হার্ভার্ড বি স্কুলের লাঞ্চে। ব্যাটারা, পারেও বটে। "ডু ইউ হ্যাভ চিলিস বাই এনি চান্স?" বলতে এক বাটি এলোপিনো লঙ্কার কুচি এনে দিল।
Kaju | ১৯ এপ্রিল ২০১১ ১৬:২২ | 121.244.209.245
বম্ম-র ৩ঃ৫৭ 'অত্যাশ্চর্যতম খাদ্যসম্পর্কিততথ্যবহুল পোস্ট অব দ্য ডে' বলে বিবেচনা করার জন্যে অনুরোধ জানাচ্ছি গুরু কর্তৃপক্ষকে। ঃ-)
M | ১৯ এপ্রিল ২০১১ ১৬:০৯ | 59.93.208.231
আচ্ছা আমার তো মোটে একটাই কর্মক্ষম কম্পু, তবে আমার মজলিশ আইপি আর এখানকার আইপি আলাক কিঁউ?
M | ১৯ এপ্রিল ২০১১ ১৫:৫৭ | 59.93.208.231
আমি একজনকে দেওয়ালে ঠক করে কাঁচাডিম ভেঙে হড়াৎ করে গলায় ঢেলে খেয়ে ফেলতে দেকেচি(ওয়াক)
আবার কম্বোডিয়ায় দেকেচি ডিম টুক করে (সিদ্দ)ফাটিয়ে ফচাৎ করে ভিতরের তরল ফেলে দিয়ে চামচে করে ডিমস্থিত হাঁসের ছানা নখ টখ সমেত চেখে খেতে(আরো ওয়াক)
আবার ঝুড়ি ভরতি ওটা ফড়িং এর মতো কি হয়?ঠ্যাঙ গুলো ভাঁজ ভাঁজ, রাগী দেখতে, যেটা দেখে আমি খুব ভয় পাই? যাকগে, মনে পড়ছে না।সেটা বাদাম ভাজার মতো করে বিক্কিরি কর্তে, আর কুচমুচিয়ে খেতে।(বাবাগো)
আর এবার আমার তিনি ভিডিও দেখালো,পাতে লার্ভার মতো কি কিলবিল কর্ছে আর উনি তাই খেয়ে ফেললেন, আর বলে কিনা নারকেলের লেওয়ার মতো খেতে।তাছাড়াও সে আবার স্নেক ওয়াইন খেয়ে এসেছিলো সাঙ্গো পাঙ্গোদের অনুরোধে। আবার কবে নাকি তাকে একটু বেশী সন্মান দেবার জন্য ড্রিঙ্কস এর মধ্যে স্নেক বাইল টুপ করে ছেড়ে দিয়েছিলো সেটাও খেয়েছে। (উরি বাবারে!)
Manish | ১৯ এপ্রিল ২০১১ ১৫:৪৪ | 59.90.135.107
আমার এক চীনা বন্ধুকে চায়ে ডুবিয়ে (বিস্কুটের মত করে) সেদ্ধ ডিম খেতে দেখেছি।
কিসের সঙ্গে যে কিসের কম্বিনেশন কাজ করে, খোদায় মালুম। সেদিন শুখা শুখা (নট শুঁটকি) মাছের একটা পদ খেলাম, সঙ্গে পলেন্টার (সুজির ভাই)একটু গিলা সস। সামান্য লেবু টিপে- কিন্তু মন্দ লাগেনি।
madhyapadalopee karmadhaaray | ১৯ এপ্রিল ২০১১ ১৫:১৭ | 61.90.164.27
উৎকর্ষ, উৎকর্ষতা নয়। ;-)
Kaju | ১৯ এপ্রিল ২০১১ ১৪:৫৬ | 121.244.209.245
তা অবিশ্যি ঠিক। সিধুজ্যাঠা বলেছিলেন, 'দই দিয়ে ওমলেট মেখে খেয়োচো কোনোদিন? অমৃতের মত লাগে।' তাই বলে সবাই কি ওটা এক্ষপিরিমেন্ট করতে যাবে বা সবার ভাল্লাগবে? মোটেও না। রুচি আপনা আপনা। ঃ-)
লিচ্যই পাওয়া যাবেক। আমি নিজে তাহার অস্তিত্ব অবলোকন করিয়াছি। তবে ঠিকানাটা গুগলিয়ে লিতে হইব। ঃ-)
Manish | ১৯ এপ্রিল ২০১১ ১৪:১১ | 59.90.135.107
চাঁদের পাহাড় বইটা নেট ঘাটলে কি পাওয়া যাবে
Kaju | ১৯ এপ্রিল ২০১১ ১৪:০২ | 121.244.209.245
পুরো শেষ পড়া?
kumudini | ১৯ এপ্রিল ২০১১ ১৩:৪২ | 122.162.247.69
আজ আপিস যাওয়া হল না এই জন্য যে সকালে গুরু খুলে দেখলাম সায়ন চাঁদের পাহাড়ের কথা কইচে।থাকতে না পেরে বইটা আবার পুরোটা পড়লাম বসে বসে,আর ----
Kaju | ১৯ এপ্রিল ২০১১ ১৩:২৯ | 121.244.209.245
কিন্তু স্যান্দি যে কইল, উচ্ছেভাজা বা চাকা চাকা করলাভাজা কাসুন্দি দিয়ে খেলে তাহাদের তিক্তস্বাদের যে স্বকীয়তা এবং উৎকর্ষ, তা টকের প্রভাবে কিঞ্চিৎ নষ্ট হয় না? তেতো পেরিয়ে টকই তো সেক্ষেত্রে রসনারাজ্যে নিজের আধিপত্য সদর্পে বিস্তার করতে চায়। ঠিক যেমন ফুলকপির সিঙ্গাড়া সস দিয়ে খেলে সিঙ্গাড়ার মাধুর্যকে খুন করা হয়।
Highway on my Plate-এর রকি সিং আর ময়ুর শর্মা জুম্মা মসজিদের করিম আর কলকাতার সুরুচিকে একই নম্বর দিয়েছে ৩৮/৪০। এর থেকে বেশি নম্বর আর চোখে পড়েনি।
sayan | ১৯ এপ্রিল ২০১১ ০৭:৩৮ | 98.225.180.78
অরণ্যদা', চাঁদের পাহাড় উল্লেখ করতে গিয়েও কেন জানি লেখা হল না। অবিশ্বাস্য বই একটা। ওই একখানা বই পড়ে মাথাখারাপ হওয়া খুব স্বাভাবিক!
জঙ্গল নিয়ে অনেক দুর্ধর্ষ সিনেমাও আছে। আমি বেশী দেখিনি। কলেজে পড়ার সময় দেখেছিলাম "দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস'। আর পরে "টু ব্রাদার্স'। যদি না দেখেন, দেখতে পারেন।
aranya | ১৯ এপ্রিল ২০১১ ০৭:০৩ | 144.160.226.53
সায়ন একদম আমার মনের কথাটাই বলল। গুগুনোগুম্বারের দেশে, আর তারও আগে সেই অলটাইম বেস্ট, চাঁদের পাহাড়, যেটা আমি এখনো মাঝে মাঝে পড়ি। হ্যাঁ, আফ্রিকা যেতেই হবে একবার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন