এইত্তো ব্ল্যাংকি এসেছে। শিগ্গির সান্দার চোখের নিচে একটা বালতি ধর। তোর অনেক সেভিংস হবে। ঃ-)
sayan | ১৬ এপ্রিল ২০১১ ০১:৫৯ | 12.20.48.10
SS, ব্রেশ ব্রেশ ঃ-) সিলেক্টিভ মেমোরি খুব ভালো কথা কিন্তু ভুলভাল ট্র্যাক ডিলিট করে ফেললেই প্রবল গঞ্জনা, ক্ষেত্রবিশেষে সম্মার্জনা খাবার চান্স। আর সেগুলো সামলাতে পারলে তো কোনও কথাই নেই। ইউ আর দ্য ম্যান! ;-)
Blank | ১৬ এপ্রিল ২০১১ ০১:৫৭ | 59.93.243.4
সেন্টু খেয়ে গেলাম জিতের আবেগ দেখে।
sayan | ১৬ এপ্রিল ২০১১ ০১:৫৫ | 12.20.48.10
এই তিমি ছেলেটা এমন সাংঘাতিক টাইপ-চ দৃষ্টিশক্তির অধিকারি যে দেখলেও শিউরে শিউরে উঠি। ঃ-#
SS | ১৬ এপ্রিল ২০১১ ০১:৪৭ | 131.193.195.128
হ, ছিতিছক্তি বেশ ভালোই তবে সব ব্যাপারে নয়।
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০১:৪৩ | 198.82.20.42
নিশিকন্তকে শর্টে নিশি বলা যাবে? ;-)
hu | ১৬ এপ্রিল ২০১১ ০১:৪২ | 12.34.246.72
আহ নিশিকান্ত! কদ্দিন ধরে লক্ষ্মীর পাঁচালী মনে করার চেষ্টা করছি, থার্ড লাইনের পর আর মনেই পড়ে না। থ্যাঙ্কু থ্যাঙ্কু!
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০১:৩৮ | 198.82.20.42
এইসব কবে হলো? এগুলোও কি আইন পাল্টে আটকাতে হবে?
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০১:৩৭ | 198.82.20.42
কি ভয়ানক! তোর চোখ দিয়ে এইসব ঝরছে? ডাক্তার দ্যাখা শিগ্গির!
sayan | ১৬ এপ্রিল ২০১১ ০১:৩৭ | 12.20.48.10
কেসিদা, লুরু চলে এসো। ঃ-)
SS বেশ ভালো স্মৃতিশক্তি তো!
sayan | ১৬ এপ্রিল ২০১১ ০১:২৯ | 12.20.48.10
অপ্পন্দা, ঘুমিয়ে গেছ নির্ঘাৎ, বলেই যাই। মেল তো পেয়েইছিলাম। উত্তরও করেছি। তার একটা নিষ্ঠুর উত্তর ব্যাঙদি দিল। মিষ্টি, সোসন আর উইকেন্ড মায়া হয়ে যাওয়ার দুঃখে ফেন্সিডিল, জ্যাক ড্যানিয়েল, ধেনো, পচাই, তাড়ি, চুল্লু - কিছু না খেয়েই দু'চোখ দিয়ে ঝরছে। ঃ'-((
nishikanto | ১৬ এপ্রিল ২০১১ ০১:২৫ | 151.141.84.194
মনে পড়েছে রে মনে পড়েছ। :-) "দোলপূর্ণিমার নিশা নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীদেবী সহ বসি প্রভু নারায়ণ রত্ন সিংহাসনে বসি করে আলাপন হেনকালে শ্রীনারদ ধরি বীণাতান আসিলেন তথা করি হরিগুণগান" :-)
নাহে ব্যাঙ তেমন কিছু না, আলাপন শুধু। :-) কেমন সুন্দর সেটাপ দেখেছ, চারছটি লাইনে দিব্যি একটা ব্যবস্থা করা হয়ে গেল পৃথিবীর মানুষের ব্যাপার জানাবার! নারদের মতন দূত যখন গেছেন তখন বোঝাই যাচ্ছে কী হবে এবার। :-)
hu | ১৬ এপ্রিল ২০১১ ০০:৫৬ | 12.34.246.72
হরির অষ্টোত্তর শত নাম ঃ-)
M | ১৬ এপ্রিল ২০১১ ০০:৫৪ | 59.93.211.205
প্রত্যুষার মতো আমিও ডিডিকে ঐ ঋভু নিয়ে লেখার অনুরোধ জানিয়ে গেলুম।
যত বয়েস বাড়ছে, ইতিহাসপ্রিয় হয়ে উঠছি।
M | ১৬ এপ্রিল ২০১১ ০০:৫১ | 59.93.211.205
টাইপো হয়েছে ঘুমচোখে, কেবল একটা ডিঃ দিয়ে যাই, আমি ঐ ঘটনা নিয়ে কিছু বলি নাই, এটা xyz এর পোষ্টের ন্যাজ ধরে।আর যারা ঐ কান্নাকাটি নিয়ে রেগে উঠছিলো তাদের বোঝাতে এবং সব বারের মতো প্রচুর ছড়িয়ে এবার ঘুমুতে যাই।
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:৪৫ | 198.82.20.42
হ্যাঁ আম্মো কাজাই। কথায় কথা বাড়ে।
dd | ১৬ এপ্রিল ২০১১ ০০:৪২ | 122.167.46.161
উঁহু। অ্যাট নিশিকান্তো।
অ্যাখোন ল্যাখা চলবো না। কাইল্লে দিমু ক্ষনে ঠুইক্কা। দু পাচ লাইন। যা আছে পকেটে।
byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:৪১ | 122.166.91.120
এই অকারণ এক্সট্রাপোলেট করা আর সহ্য হচ্ছে না। ঘুমোতে যাই।
san | ১৬ এপ্রিল ২০১১ ০০:৩৮ | 14.96.195.46
করণীয় আর কী? কদিনের ফাঁসি সেটা ঠিক হবে কজন ফাঁসি দিতে চাইছে তার ওপরে। প্রত্যেকের ইচ্ছের দাম দিতে একদিন করে ফাঁসি। সিম্পল ঃ-)
কতকগুলো ঘটনা, এই ভীরে ব্যাথা পাওয়া বা বাসে পিছন থেকে উৎপাত এগুলো বোধায় বেশ কমান,কিন্তু সব সময় কিছু করা যায় কি?আমি একবার প্রচন্ড ব্যাথা পেয়ে কঁকিয়ে গেছিলাম রাস্তায়, আর আমি একটু অল্পেতেই ব্যাথাও পেতাম, মনে ও নরম বেশী ছিলাম, যেটা অনেকের চোখে দোষের,কিন্তু কি করা যাবে, সবাই সমান হয় না,দুচোখ বলতে পারবেদিয়ে জল ঝরছিলো, সেটা ব্যাথায়,আর লোকটার চুল খামচে ধরে টানতে টানতে নিয়ে চলছিলাম, বলাই বাহুল্য কি করছি সে ব্যাপারে কোনো কিছুই মাথা কাজ করছে না, আর ঐ xyz এর অবস্থা, আর লোকটা আমায় গরম নিয়েই যাচ্ছে, কারন জানে আমার পক্ষে মুখে কিছু বলা বেশ চাপের,মানে মেয়েদের সম্বন্ধে এদের সাধারন ধারনা তাই, কি করেছে সবাই জিজ্ঞেস করবে আর মেয়েটা হাদার মতো চেয়ে থাক্বে, কিছুতেই বলতে পারবে না।হলো ও তাই।
আরেকটি ঘটনা, বাসেই দেখেছি, এক মহিলা অন্যায় ভাবে এক ভদ্রলোককে হ্যারাস করলেন, ঐ ভুলভাল বাক্য ছিটিয়ে, আমরা অনেকেই দেখেছি ভদ্রলোকের কোনো দোষ ছিলোনা, বলতে গিয়ে ও প্রচুর ক্যাও, মেয়েরা মেয়েদের শত্রু ইত্যাদি, বেচারী লোকটি অপমানে লাল হয়ে দুঘা খেয়ে নেমে গেলেন।
Arpan | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৯ | 122.252.231.10
যাঃ আকা চলে গেল।
আজ গম্ভীর যা তা খেলেছে। পারলে ইউটিউবে দেখে নিও।
hori | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৮ | 151.141.84.194
একেবারে নি-মদে লোকাল ট্রেনে আর ভীড় বাসে সভ্যমুখোশ পরা লোকেরা এর চেয়েও খারাপ কাজ করে। ধরতে গেলে সেগুলোকে একধার থেকে ধরে আগাছা নিড়ানো শুরু করা উচিত।
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৭ | 198.82.20.42
এক্কেবারে ঠিক স্যান। কিন্তু তারজন্য একটা ফেয়ার জুডিশিয়াল সিস্টেম দরকার। তাইলে আমাদের করণীয় হলো, কোনো অপরাধ হলেই প্রথমে পুলিশে খবর দিয়ে অনশনে বসা। রাইট?
aka | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৭ | 168.26.215.13
অন্ধুগণ মিছিলে চললাম। বাব্বাই
byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৬ | 122.166.91.120
ছিল না একটা গল্প? সিংহাসনে বসে দুজনে প্রেমে মত্ত? তখন কে যেন এসে বলবে পৃথিবীতে মানুষের বড় কষ্ট। সেখানে দুজনের বেশ একটা রগরগে প্রেমের বর্ণনা দেওয়া ছিল। তবে হতেই পারে তেনারা ইন্দ্র-শচী না হয়ে বিষ্ণু আর লক্ষ্মী। মোদ্দা কথাটা হল পাঁচালিতে অমন প্রেমের বর্ণনা পড়ে আমার খুব হাসি পেত।
hori | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৬ | 151.141.84.194
স্যান, হাতে না কাঁধে। :-)
hu | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৫ | 12.34.246.72
যে মদ খেয়ে সামলাতে পারে না তার বোধহয় পাবলিক প্লেসে মদ্যপান করাও উচিত নয়। এটুকু ক®¾ট্রাল তো মানুষ নিজেকে করতেই পারে।
san | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৫ | 14.96.195.46
কী চাপ আজ্জোদা আমি তো এখন কোলকাতায় নেই। বই নেই। পুরোটা মনেও নেই।
hori | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৪ | 151.141.84.194
এদিকে অভ্যু এরকম ইনায়াক্সেসিবল হয়ে গেছে কেন? কবে গান চাইলাম!
Arpan | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৪ | 122.252.231.10
কেসিকে ক।
san | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৪ | 14.96.195.46
টিম। ভুবনের ভার আমাদের প্রত্যেকের হাতে আলাদা আলাদাভাবে থাকার দরকার আছে কিনা সেটাও তো একটা প্রশ্ন।
pi | ১৬ এপ্রিল ২০১১ ০০:২৩ | 128.231.22.150
এত কথা বলছি কেন ? এবার নিজের একখানি অভিজ্ঞতার কথা কই। আগেও এ পাতায় লিখেছি মনে হয়। লঘু চালে। কারণ ঘটনাটা লঘুভাবেই নিয়েছিলাম। সকলেই। কানপুরের হোস্টেলের হোলির ঘটনা। ভাঙ খেয়ে এক ক্লাশমেট পুরো আউট। এক সময় এক টানা হেসে ই চলেছিল। কেউ থামাতে পারছে না। হঠাৎ আমাকে দেখে ছুটে এসে পা জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না শুরু হল। আর বলে, মাপ করে দে। যদিও মাপ করার মত কিছুই করেনি ! কিন্তু সবার সামনে সে এক সিন ! তো, সে তো অতি কষ্টে ছাড়ানো হল, কিন্তু তারপর তার সেই কান্নার ফেজ চালু রইলো, পরের দিন দুপুর অব্দি। এবার , এ ঘটনা নিয়ে কী বলবো ? বলবো, ইচ্ছা করে করেছে ? ও আমার বরাবরের ই খুব ভালো বন্ধু ছিল। তাহলে ? এই ঘটনার পরেও। এটা নিয়ে কোন তিক্ততা তৈরির কোনো প্রয়োজনীয়তাই বোধ করিনি। নেশা কাটলে পর ওর এই ঘটনা বা আর যা যা করেছে, তার কিছু ই মনে ছিল না। তাহলে ?
ডিঃ এর সাথে এই অরূপ ঘোষের ঘটনা কে কিছু কো রিলেট করতে চাইছি না। এনার ক্ষেত্রে আমার ও মনে হয়েছে, এ অনিচ্ছাকৃত ঘটনা না, অন্ততঃ পুরোটা। আর বিশেষ করে আগেও এরকম কেস হয়েছে বলে বলা হচ্ছে যখন। কিন্তু মদের প্রভাব সবার উপর ই সমান হবে কিনা, বা নেশায় করা সব কিছুই জ্ঞানতঃ করা বলে ধরা যায় কিনা, সবার ক্ষেত্রেই , সেটা জানতে চাইছি।
hori | ১৬ এপ্রিল ২০১১ ০০:২২ | 151.141.84.194
এই তো ব্যাঙ আছে। লক্ষ্মীর পাঁচালীতে ইন্দোদা শচীদি কী করে এলো?(কালকের ভাট পশ্য)
kc | ১৬ এপ্রিল ২০১১ ০০:২১ | 89.203.49.18
এই ভার্চুয়াল বিচারসভাটা বন্ধ করলে হয়না?
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:২০ | 198.82.20.42
সুপুরি না, জ্যাক ড্যানিয়েল। সব্বাই স্পিডে টাইপ কচ্ছে।
byaang | ১৬ এপ্রিল ২০১১ ০০:২০ | 122.166.91.120
মলেস্টেশন তার একমাত্র উদাহরণ না হলেও অন্যতম উদাহরণ তো বটেই।
hori | ১৬ এপ্রিল ২০১১ ০০:২০ | 151.141.84.194
কী খেয়ে নিতে টিম?
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৯ | 198.82.20.42
এব্বাবা, আগে জানলে মারপিটের সময় খেয়ে নিতাম।
aka | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৯ | 168.26.215.13
ঐ তো স্যান এয়েছে। ঐ শঙ্খ ঘোষের কবিতাটা লিখে দাও দিকি। ঐ যে এবেলা সেই তো ওবেলা এই কিসব জানি ছিল না। সেইটা।
বিগেম সুপুরি কিন্তু আপদে বিপদে বিভিন্ন কাজে লাগতে পারে। খামোকা বিলোনো কি ভালো? ;)
hori | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৯ | 151.141.84.194
লোকসঙ্গীত আর উচ্চাঙ্গ সঙ্গীতে যেমন ভিন্ন ভিন্ন এফেক্ট
Arpan | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৮ | 122.252.231.10
রামোঃ। জ্যাক ড্যানিয়েল যা বাজে খেতে হওয়াই স্বাভাবিক। ঃ)
Tim | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৮ | 198.82.20.42
ইন ফ্যাক্ট, যখন ঘুষ/জামিন ইত্যাদির বন্দোবস্ত এবং পুংদের প্রতি ক্ষমাশীল সমাজ অলরেডি আছেই, তখন লোকটাকে বাতিলের দলে ফেলে দেওয়া হচ্ছে, এই উদ্বেগটাই আমার এট্টু বাড়াবাড়ি লাগলো।
san | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৭ | 14.96.195.46
ওয়েল মানুষকে মানুষ না ভাবার অপরাধ আরো অনেক অনেক ফর্মে সারা দুনিয়ায় হয়ে থাকে। মোলেস্টেশন তার একমাত্র উদাহরণ নয়। এটুকুই।
Nina | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৭ | 64.56.33.254
পাই আমার এক কলিগ (আইরিশ) পোচ্চুর ড্রিং করে কিচ্ছু হয়না, কিন্তু জ্যাক ড্যানিয়েল খেলেই বেজায় মারকুট্টে ঝগরুট্টে হয়ে যায়--so it depends কি খেয়েছে
hori | ১৬ এপ্রিল ২০১১ ০০:১৬ | 151.141.84.194
গানেও ওরকম। "আমায় দে মা পাগল করে" শুনে কেউ একেবারে কেঁদে কেটে একশা, কেউ ঝিম ধরা, কেউ জ্ঞানহারা। আবার কেউ হাসছে, কেউ ভাবছে এরা কি ন্যাকা নাকি!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন