আমি এখনও টেলিকনে আমার বক্তব্য রাখার টার্ন কখন আসবে তাজ্জন্য বসে আছি - মনে হচ্ছে আজ মিস হলো। কেউ প্লীজ গুরুর বুন্তুলি হও।
siki | ১২ এপ্রিল ২০১১ ২১:০০ | 122.162.75.33
কারুর কাছে টিভি থেকে রেকর্ডিংয়ের যন্তর আছে? রেকর্ড করা যাবে?
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:৫৮ | 12.20.48.10
আমি একা আদর করবো বলেছি নাকি! আমাদের সবাইয়ের। পালা করে আদর করা হবে। পুঞ্চুমুনু ঘুঞ্চুমুনু করে।
ন'টা বাজল।
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:৫৬ | 12.20.48.10
স্যান, ওকে, মাই ব্যাড! কলকাতা ইনডীড ইজ লাকি! ঃ-)
শেষ লাইনটায় একটা বড়ো ক। ইহা আমি বুঝি। ঃ-)
siki | ১২ এপ্রিল ২০১১ ২০:৫৫ | 122.162.75.33
সান্দা আমাকে পরম আদরের বলল? ক্যামং য্যানো লাগছে!
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:৪৮ | 12.20.48.10
প্রতিটা শহরের একটা অন্ধকার দিক আছে। ব্যাঙ্গালোরও ব্যতিক্রম নয়। নতুন লোককে ঠকানো, ভোররাতে কিছু মার্কড এলাকায় লুটপাট, সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলোয় উল্টোপাল্টা ব্যাপার, পেরিফেরাল কানেক্টরগুলোয় রাহাজানি - এইসব ক্রমশ বাড়ছে। বছরখানেক আগে বাইকে চেপে চেন-স্ন্যাচ করার ঘটনা প্রায় প্রতিদিন ঘটত। বেশ কিছু অ্যারেস্টের পর সেগুলো বন্ধ হয়। অন্যান্য মহানগরের তুলনায় লুরু অনেক ছোটো, অপেক্ষাকৃত নতুন। এখানে লোকে আগে এত দেখনদারি, ভীড়, গ্ল্যামার দেখেনি। পামিতাদি' অনেকদিন আগে একটা কথা লিখেছিল (বোধহয় "শহর থেকে শহরে') "মনে হয় দি এন্টায়ার সিটি ইজ আন্ডার কনস্ট্রাকশন'। একদম তাই। লোকের হাতে দেদার কাঁচা টাকা। অপরাধপ্রবণতা বেড়েছে পাল্লা দিয়ে। দিল্লি'র মত লুরু'ও এখন একটা মাইগ্রান্টদের শহর হয়ে উঠেছে। হ্যাপেনিং সাবার্বগুলোয় অধিকাংশই নন-কান্নাডিগা। স্থানীয় লোকের মনে অসন্তোষ প্রচুর, অনেককিছু নিয়েই, যেগুলোর কিছু কিছু জাস্টিফাই করা যায়। কিছু লোকাল পার্টি এই অবস্থার ফায়দা সস্তা, লোক-খ্যাপানো গিমিক দিয়ে তুলতে ব্যস্ত। স্থানীয় প্রসাশনের আংশিক ব্যর্থতা, পলিটিকাল গেইন আর প্রজাপালজদের পপুলিস্ট মুভ - এগুলোকেই আপাতত দায়ী করা যাক। তবু এখানে পুলিশে রিপোর্ট করলে ঠিকঠাক রিপোর্ট নেয়। আমার গাড়ির চাকা খুলে নিয়ে গেছিল, কমপ্লেইন করতে পুলিশি "বন্দোবস্ত' করে, "চিতা' আর "হোয়সালা' ঠিকঠাক টহলও দেয়। তবে টাকা চায়নি। গণেশপূজোর রাত্রে সাড়ে এগারোটার পরেও মাইক বন্ধ না করায় দুই প্রতিবেশী মিলে পুলিশে আর খবরের কাগজে ফোন করেছিলাম। পনেরো মিনিটের মধ্যে সব সাফ করে দেয়। এলাকার কর্পোরেটকে মোবাইল ফোনে পাওয়া যায়। নিজের অভিজ্ঞতা।
এসবের বাইরে আরও অনেক নজির আছে, সবকিছু ঠিকঠাক হওয়ার। তবে, অন্ধকার দিক অনেক। সেগুলোর জন্য সময় চাই। হয়ত। একটা স্টেডি প্রজেক্টে জয়েন করার চাইতে একটা পাইলট প্রজেক্টকে দাঁড় করানোয় আমার আগ্রহ বেশী। ঃ-)
san | ১২ এপ্রিল ২০১১ ২০:৩৬ | 14.96.54.247
সায়ন্দা মন দিয়ে পড়েনি । আমাকে নিয়ে নয়, আমাকে ছাড়াই তিনি দিল্লি চলে যাচ্ছেন ঃ-) আমি যাব কিনা এখনও কিছু ঠিক নাই।
আর ইসে, পতি হলেই কি আর অধিপতি হওয়া যায়? ;-)
Arpan | ১২ এপ্রিল ২০১১ ২০:৩২ | 122.252.231.10
চার থেকে সাত কী চাকরির বাজার মাইরি। তার পরেই সব ফুস। ঃ(
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:৩০ | 12.20.48.10
ঃ-) জানতাম। অ্যাট্রিশান নিয়ে আমাদের দোকানের কোনও মাথাব্যথা নেই কারণ হুলিয়ে লোক নেওয়া জারি আছে। বছরভর। তবে অপারেশন ইউনিটের একটা রিশাফলিং'এর গল্প ছড়িয়েছে। ওটা হয়ে গেলে বড়ো রকম "পরিবর্তন' অবশ্যম্ভাবী। ;-)
Arpan | ১২ এপ্রিল ২০১১ ২০:২৪ | 122.252.231.10
আমাদের এইখানে অনেক ৩০-এর পাব্লিক ওই তিনমাসে পাতা ফেলে দিয়েছে। ওদিকে পতির থেকে পত্নীর মাইনে বেশি।
খুব ভজঘট ব্যাপার। নতুন স্যালারি আর হায়ারার্কি স্ট্রাকচার নামছে। এইসব করে আবার কিছু পাব্লিক পরের বছর সিইও অ্যাওয়ার্ড পাবে।
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:১৯ | 12.20.48.10
একদম!
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:১৮ | 12.20.48.10
কুমুদি' কেমং আছো? কাঠবিড়ালিদের কথা অনেকদিন শুনি নি। কী করলে তাদের?
Arpan | ১২ এপ্রিল ২০১১ ২০:১৮ | 122.252.231.10
১০-৩০-৫০-১০?
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:১৬ | 12.20.48.10
তবে এবার মুড়ি-মুড়কির মত "সি'। সব্বাই নাকি "এক্সপেক্টেড' গোল "মিট' করেছে। বেসিকালি এটা মন্দের ভালো। ডাকওয়ার্থ লুইস সিস্টেমের মত বেল কার্ভ বৃহত্তর স্বার্থে কখনও ভালো কাজ করে। ;-)
Arpan | ১২ এপ্রিল ২০১১ ২০:১৩ | 112.133.206.18
ওকে।
kumu | ১২ এপ্রিল ২০১১ ২০:১২ | 122.162.233.224
স্যান,এসে ফোনিও,সিকি নং জানে।
kumu | ১২ এপ্রিল ২০১১ ২০:০৯ | 122.162.233.224
সায়ন,ঃ-))))))))))
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:০৯ | 12.20.48.10
এক্ষেপশনাল কেসগুলোয় শুধু। মানে প্রোমো প্লাস বেটার ব্যান্ড। বাদবাকি ওই ৬ থেকে ৮ পার্সেন্ট।
Du | ১২ এপ্রিল ২০১১ ২০:০৭ | 216.110.92.7
আমি বাই ডিফল্ট ভয় পাই না, কিন্তু লুরু আমার সাত দিনের অফিস সফরেই পিছু নেওয়া লোক, মন্তব্য এবং হোটেলের (ভালো হোটেলই ধরে নিচ্ছি, উইপ্রোর বুক করা) ঘরে উড়ো ফোন , দরজায় নক সব মিলিয়ে একটা ভয়ের স্মৃতি রেখে গেছে। পুরোটাই অবশ্য রাতের বেলা। দিনের শহর থালি মিল, শাড়ির বাজার , একা অটো নিয়ে শহর ঘোরা পুরোপুরি ঝলমলে এক আলাদা জগত। অবশ্য ষোল বছর আগের কথা তামাদি স্মৃতিও হতে পারে
Arpan | ১২ এপ্রিল ২০১১ ২০:০৫ | 112.133.206.18
সান্দা, তোদের কি ভালো হাইক দিচ্ছে এইবার?
Arpan | ১২ এপ্রিল ২০১১ ২০:০৩ | 122.252.231.10
ও তাই তো। এদিকে মালিঙ্গা আর্সিবির দফারফা করে দিচ্ছে।
sayan | ১২ এপ্রিল ২০১১ ২০:০২ | 12.20.48.10
আর এক ঘন্টা পরেই আমাদের সবার আদরের সিকিকে টিভিতে দেখা যাবে ভাবতেই কেমন রোমাঞ্চ হচ্ছে ঃ-)
sayan | ১২ এপ্রিল ২০১১ ১৯:৫৯ | 12.20.48.10
স্যানাধিপতি পূর্বোক্তকে নিয়ে দিল্লি চলে যাচ্ছেন! কলকাতার কী হবে হায়!
kuumudini | ১২ এপ্রিল ২০১১ ১৯:৪৭ | 122.162.233.224
দময়ন্তী,কোন্নগর গেলে তোমার বাড়ী যাব,কিন্তু ঐ নবগ্রাম কলোনীর দিকেও নয়। যেথা একদিন ছিল তোর গেহ, ইত্যাদি।
d | ১২ এপ্রিল ২০১১ ১৮:০৫ | 14.96.11.162
আমি অবশ্য ব্যাগে মির্চি স্প্রে রাখতাম। ঃ)
d | ১২ এপ্রিল ২০১১ ১৮:০৪ | 14.96.11.162
জয়ন্তী,
এই ভাটিয়া৯ সেকশানটা (শুরুতে 'মতামত' নামে ছিল আর তাতে ক-সু'র একটি মন্তব্যও ছিল) ২০০৫ এর এপ্রিল মে নাগাদ।
হ্যাঁ স্টেশানের কাছের মিষ্টির দোকানরা বহাল তবিয়তে বর্তমান। নবগ্রামের দিকে খান দুই তিন বেড়েওছে। পুজোও হয়।
যাবে না কেন গো? কোনও দুঃখের স্মৃতি থাকলে থাক, বলতে হবে না।
দেবযানী,
লেডিজ কম্পার্টমেন্ট একটা খুবই ইন্টারেস্টিং জায়গা। বিশেষ করে জদি তুমি মানুষ নজর করতে ভালবাস। আমি ধারাভি ওয়েস্ট অল্প করে দেখেছি। আরেকটু ভাল করে দেখতে পারলে হত।
de | ১২ এপ্রিল ২০১১ ১৭:৫৮ | 203.197.30.2
আম্মো আজকাল আর রাত-বিরেতের ভয় পাই না, গাড়ী চালিয়ে ঘুরলে! তবে চিরকাল তো এরকম ছিলো না। কমবয়সে ল্যাব থেকে ফিরতে রাত হতো, লোক্যাল ট্রেনে বাড়ী ফিরতাম। কেউ একটা উপদেশ দিয়েছিলো -- ব্যাগে মঙ্গলসূত্র রাখতে, ফেরার সময়ে মঙ্গলসুত্র পরে ফিরতে। যে নিরাপত্তা আমার রাইট সেটা কেন মঙ্গলসুত্র পরে কিনতে হবে, সেটা মাথায় ঢোকেনি!
san | ১২ এপ্রিল ২০১১ ১৭:৫৫ | 14.96.80.75
আমি কিছুদিন মুম্বাই/পুনেতেও থাকতে চাই। এর পরের পরের চাকরিটা নির্ঘাৎ সেইরকম সিলেক্ট করবো ভেবেছি।
kumudini | ১২ এপ্রিল ২০১১ ১৭:৫২ | 122.162.233.224
দময়ন্তী,স্টেশনের কাছে সেই মিষ্টির দোকানগুলো আছে তো?সারদা আশ্রমের পুজোও হয় নিশ্চয়ই।
de | ১২ এপ্রিল ২০১১ ১৭:৫১ | 203.197.30.2
কলকাতার পাড়া কালচার মেয়েদের অনেক বেশী সিকিওরড ফিল করতে সাহায্য করে, তবে আর কদ্দিন এরম থাকবে বলা মুশকিল!
দমদি,
ধারাভি সত্যিই একটা দেখার মতো জায়গা -- শুধু ধারাভি কেন ওয়াডালা, সান্তাক্রুজ, মাহিম --ঐভাবে যে মানুষ থাকতে পারে তা ভাবাই যায়না! এই স্লাম কালচারও বম্বের একটা স্পেশালিটি। শুধু পয়সার অভাবেই কি মানুষ ঐভাবে থাকে? আমি বুঝতে পারিনা! সরকারের তরফে প্রচেষ্টা একেবারে নেই বলা যাবে না। সরকার ছোট ১ কামরা হল কিচেনের ফ্ল্যাট দিলেও, সেই ফ্ল্যাট বেচে দিয়ে বা ভাড়া দিয়ে স্লামেই ফিরে আসছে অনেকে।
বম্বের লোক্যাল ট্রেনের লেডিস কম্পার্টমেন্টও আরেকটা দেখার মতো জিনিস!
san | ১২ এপ্রিল ২০১১ ১৭:৫১ | 14.96.80.75
আমি গাড়ি চালালে আমার থেকেও চারপাশের লোকজনের বিপদের সম্ভাবনা ঢের বেশি থাকে- সময়, বয়স ও জেন্ডার নিরপেক্ষে ঃ-)
kumu | ১২ এপ্রিল ২০১১ ১৭:৪৭ | 122.162.233.224
শ্রাবণী,আমি অবশ্য গাড়ীতে একলাই ঘুরি,রাতবিরেতেও। বুড়ীদের আর কী ভয়,গয়নাগাঁটিও নাই।
দিল্লী বা নয়ডাতে রাত্তিরে একা পায়ে হেঁটে কেন গাড়িতেও সাহস করব না কোনোদিন, অথচ কলকাতাতে কলেজ লাইফেই কত রাতে রাতে ফিরেছি, কিছুদিন আগেও রাত এগারোটায় ট্যাক্সি করে বেহালা থেকে সল্টলেক গেছি। তবু দিল্লী আমার পছন্দের শহর, কলকাতার মতই।ঃ)
kumudini | ১২ এপ্রিল ২০১১ ১৭:৪২ | 122.162.233.224
সত্যি সত্যি কোন্নগরে থাকতে,না?সেই ছোট্ট ইস্টেশন থেকে ট্রেনে উঠতে? আগেও বলেছো অবশ্য। কিন্তু আমি কোনদিন যাবো না কোন্নগর।
d | ১২ এপ্রিল ২০১১ ১৭:৩৬ | 14.96.11.162
দুর! জয়ন্তী যে কি কও!! তিরিশের নীচে বয়সে তো আমি কোন্নগর থেকে হপ্তায় ৬ দিন মধ্যমগ্রাম, ডাইমনহাবরা, বাগাটি এইসব জায়গায় যেতাম! ঠিকঠাক চাকরীই তো পেলাম বত্তিরিশ বছর বয়সে।
সেসব বেশীদিনের কথা নয়। গুরুচন্ডা৯র জন্মের সামান্য আগেপরের গল্প তো।
দে, বম্বের লোকাল ট্রেনে চড়িনি -- এইটা আমার একটা দুঃখু রয়ে গেছে। আর ধারাভিটা তেমন করে দেখা হল না। ঃ(
kunudini | ১২ এপ্রিল ২০১১ ১৭:৩৬ | 122.162.233.224
মধ্যপদলোপী কর্মধারয়, ৫-০১ খুব ইন্টারেস্টিং,আরেকটু বিশদ করুন।
madhyapadalopee karmadhaaray | ১২ এপ্রিল ২০১১ ১৭:৩৬ | 122.248.183.1
মুম্বাই পাঁচ।
kumudini | ১২ এপ্রিল ২০১১ ১৭:৩০ | 122.162.233.224
এতো সর্বত্রই।সব প্রতিমার ভেতরেই খড়।
de | ১২ এপ্রিল ২০১১ ১৭:২৯ | 203.197.42.100
মপক,
মুম্বই? কত নম্বরে?
মেয়েদের সিকিওরিটি ব্যাপারটা একই সিটিতে বিভিন্ন রকম! মুম্বইতে রাত দুটোর পরে গাড়ী চালিয়ে ফেরো, কেউ কিচ্ছু বলবে না! অথচ লোক্যাল ট্রেনে এগারোটার পর থেকে চোখের ভাষা বদলে যায়, ইন্সিকিওরড ফিল হয়।
kallol | ১২ এপ্রিল ২০১১ ১৭:২১ | 220.226.209.2
হ্যাঁরে স্যান। মাস তিনেক আগে Is Bengaluru Gender Friendly? নামে একটা আলোচনা শুনতে গেছিলাম। তাতে অনেকেই (মেয়েরা - সাংবাদিক, আইটিওয়ালা, ছাত্র, বাড়ির কাজের লোক) তাঁদের অভিজ্ঞতা শোনালেন। শোনা গেলো লুরু যেমন দেখতে লাগে তেমন নয়।
kumudini | ১২ এপ্রিল ২০১১ ১৭:২০ | 122.162.233.224
সিকিকে ক্ক,cwg-র পর দিল্লীর চেহারা পাল্টে গেছে। d,৪-৫৪ পিএম,তখন তোমার বয়েস কত ছিল?তিরিশের নীচে নিশ্চয়ই।একটু রিস্ক নিয়েছিলে। আমি নিজেও অবশ্য বহুবার এইরকম করেছি,তখন বয়েসও কম ছিল।
kumudini | ১২ এপ্রিল ২০১১ ১৭:০৯ | 122.162.233.224
স্যান গুরগাঁও আসছো তো, দিল্লী নয়?যাই হোক,মোস্ট ওয়েলকাম।অরিজিৎকেও দুদিনের জন্য।
দিল্লীতে আমার পাড়ার লোকের কাছে সাধারণ সৌজন্য আশা করাটা আমি বহুদিন হল ছেড়েছি।আজই সকালে দেখলাম পাড়ার একটি বাইশ/তেইশ বছরের ছেলে প্রকান্ড একটি নতুন গাড়ী চালিয়ে এলো।একজন প্রবীণ মানুষ অফিসের গাড়ীর অপেক্ষা করছিলেন,তাঁকে শুনিয়ে কাউকে সেলে বললো হাম দো পয়সে কা নোকরী নেহী করতে।তারপর বিনা কারণে পাশের বাড়ীর বাইক গাড়ী দিয়ে উল্টে চলে গেল,বারান্দায় বসেথাকা আশি বছরের বৃদ্ধাকে চেঁচিয়ে বল্ল "তেরি গাড্ডী? সামহালকে রাখ"। এগুলো জলভাত করে ফেলতে হবে। নিরাপত্তার ব্যাপারটা কম- সবাই যা বলেছে। তবে অন্যদিকও নিশ্চয়ই আছে-অনেক জায়গাতেই,বিশেষত সোসাইটিগুলোতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ,একটু দেখেশুনে মিশতে পারলে।
madhyapadalopee karmadhaaray | ১২ এপ্রিল ২০১১ ১৭:০৯ | 122.248.183.1
কেবল দিল্লির ব্যাপারে সব পথ এসে মিলে গেল শেষে।
san | ১২ এপ্রিল ২০১১ ১৭:০৭ | 14.96.80.75
আচ্ছা লুরু চারে! ইন্টারেস্টিং !
ফ্যাক্ট বনাম পপুলার /পার্সনাল পার্সেপশন ইত্যাদি ঃ-০
madhyapadalopee karmadhaaray | ১২ এপ্রিল ২০১১ ১৭:০১ | 122.248.183.1
২০০৯ সালের নারীদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যানটা ইন্টারেস্টিং। কোন শহরে অপরাধের শতকরা কত ভাগ সংঘটিত হয়েছে দেখতে গেলে দিল্লি এক নম্বরে। ভারতের মূল শহরে ঘটা অপরাধের ১৫.৪ শতাংশ দিল্লিতে হয়। সেই একই লিস্টিতে কলকাতা ১০ নম্বরে। কিন্তু উল্লেখযোগ্য হল বেঙ্গালুরু। লিস্টির চার নম্বরে। আবার কলকাতা অপেক্ষাকৃত নিরাপদ মনে হলেও পশ্চিমবঙ্গ কিন্তু আদৌ তা নয়। পশ্চিমবঙ্গ দুই নম্বরে। উত্তরপ্রদেশের সমান। অন্ধ্রপ্রদেশের পিছনে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন