এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১০ এপ্রিল ২০১১ ২২:১৬ | 117.194.101.59
  • না না কুমু দি ছেলে মানুষ আর নেই । মেঘে মেঘে বেলা ভালো হয়েছে। বেশ কয়েক দিন মাথা যন্ত্রনা হচ্ছিল। আজকে ডাক্তার দেখাতে চশমার বিধেন দিল । যদিও পাওয়ার অল্প ০.২৫। তবু নাকি চশমা না পড়লে আরো চাপ । এদিকে চশমা আমার খুব অপছন্দ ঃ-((
  • kumudini | ১০ এপ্রিল ২০১১ ২২:০৮ | 122.163.144.116
  • ঘুম্পায় না একদম।রাতেও গাঢ় ঘুম নেই,সকাল হলে বাঁচি।
    বোতীনের কথা শুনে ভাল লাগল,আহা ছেলেমানুষ,ঘুমোক।
  • chandrabindu | ১০ এপ্রিল ২০১১ ২২:০৫ | 122.162.75.33
  • পাশে খোলা জানলা ...
  • Bratin | ১০ এপ্রিল ২০১১ ২১:৫৭ | 117.194.101.59
  • তবে ঘুমোনের জন্যে আমার পছন্দ হল ইংরেজী বা বাংলার ক্লাস। ঃ-)
  • sayan | ১০ এপ্রিল ২০১১ ২১:৫৬ | 98.225.180.78
  • বিভীষিকাময় সেইসব পরীক্ষার আগের রাতগুলো, যখন সিলেবাসের প্রতিটা চ্যাপ্টার গ্রীক আর ল্যাটিন লাগতো, প্রবল ঘুমজ্বরে আক্রান্ত হতাম। কিন্তু সাধ্য কী যে কেউ ঘুমোয়! তারই মাঝে কেউ কেউ পনেরো মিনিটের ইন্টার্ভ্যালে অ্যালার্ম সেট করে ঘুমোতে গিয়ে পাঁচ মিনিট পর উঠে অ্যালার্ম বন্ধ করেই আবার গোঁ-গোঁ করে গাঁতাতে শুরু করে দিচ্ছে, বাকিরা আশাভঙ্গ চোখে তাকাচ্ছে - ইশ! এতো তাড়াতাড়ি উঠে পড়লো! এদিকে মরণের ডঙ্কা বাজতে বাজতে একেবারে এগিয়েই এলো .... সেসব মুহূর্তে মনে হত, একবার এসব পাট চুকলে শুধুই ঘুমোবো। হায়! কোথায় ঘুম! তারপর তো শুধুই টোটো ঘোরা, খেলার মাঠ, আড্ডার ঠেক ইত্যাদি।

    তো, সবচাইতে সুখের ঘুম বোধহয় পড়তে বসে ঢুলুনিগুলো। যেন নিষিদ্ধ ঘুম! এখন আর পড়তে বসা নেই, সেসব ঝিমুনির পাট কবে চুকে গেছে। শুধু সাতসকালে আপিস যেতে হলে বিছানা ছাড়ার আগে ঠিক ব্রাহ্মমুহূর্তে মনে হয় আজকের দিনটা একটা সিক দিয়ে কাটিয়ে দিই। আর তারপর তেড়েফুঁড়ে উঠেই পড়তে হয়। ব্রাশে পেস্ট লাগিয়ে দশ মিনিট এমনি ল্যাদ খাই। স্নানে গিয়ে পর্যন্ত মনে হয়, এখনও ফিরে যাওয়া যায়! জুতোর ফিতে বাঁধতে বাঁধতে মনে হয় সব শেষ, আর ফেরার পথ নেই! আপিসগামী শকটের জন্য ওয়েট করতে করতে সবকটার তেলমাখা মাথার দিকে তাকিয়ে ভাবি - ব্যাটারা নেয়ে খেয়ে তরিবত করে চুল আঁচড়ে বেরিয়েছে! বাসে উঠে দেখি কী সুন্দর সব জানলার সীটগুলি দখল করে ঘুমিয়ে রয়েছে। আমি বসি সঙ্গে আনা নিউজপেপারখানি খুলে। কয়েকটা হাত এগিয়ে আসে সাপ্লিমেন্টারিগুলোর জন্য। সেসব চলে যায়। জানি আর ফিরে আসবে না। সন্ধ্যে বেলা ফিরতি বাসে কোনও অবোধ কেউ ঐ দিয়ে সীট মুছে তবে বসবে। মিনিট দশ পর বিভিন্ন দিক থেকে শুনি নানা সুরে বাজতে থাকা নাকের ডাক। যে ঘুম একটু আগেও ছিল এমন প্রবলভাবে এখন তার সব জ্বালা ধুয়ে মুছে সাফ। বিধাতা অলক্ষ্যে হাসেন। কূটিল হাসি। আপিস পৌঁছোতে যখন আর মিনিট পাঁচ, তখন বুঝি আবার তিনি এসেছেন। যেমন ঘুম নিয়ে বাসে চড়েছিলাম, তার চাইতেও বেশি ঘুম নিয়ে বাস থেকে নামি। সারা দিন আর তার দেখা নেই। কাজ-অকাজ-বাড়ি ফেরা-রান্না-ইমেল-গুরুচন্ডালি-ফেসবুক পার হয়ে যখন ঘড়ির দিকে তাকাই তখন রাত তিনটা। ভাবি, কাল আবার এরকম একটা দিন।

    কারা যেন দুপুরে ঘুমায়! ঃ-(
  • Bratin | ১০ এপ্রিল ২০১১ ২১:৫২ | 117.194.101.59
  • তোমরা যাই বলো, ঘুম নিয়ে আমার প্রতিভার ধারে কাছে তোমরা কেউ নেই। অফিসে যাবার পথে ৮- ১০ মিনিট কাগজ পড়ি বাকি সময় ৩৫/৪০ মিনিট ঘুমো ই। ফেরার পথে কাগজ পড়ার নেই।কাজেই পুরো সময় টাই। বাসে ওঠে বসার সিট পেলে আমার ঘোমোতে লাগে গড়ে ৩-৪ মিনিট। সবথেকে ভালো ঘুমোনা যায় অবশ্য ট্রেনে।এছাড়া দুষ্টু লোকের বলে আমি নাকি ভিড় বাসে ঝুলতে ঝুলতে ঘুমিয়ে পড়ি। তারা নাকি দেখেছে।
  • sayan | ১০ এপ্রিল ২০১১ ২১:২৩ | 98.225.180.78
  • সেরম পরিস্থিতিতে জায়গা বুঝে একটু একটু ঢুলে নিতে হয়। মানে যতটা পারা যায়। আর এই "ঘুমুতে পারে না'টা যদি উপদ্রুত হওয়ার কারণবশতঃ তাহলে ইহজগত থেকে পুরোপুরি "ডিসকানেক্টেড' হয়ে ঘুমুতে যান।
  • achintyarup | ১০ এপ্রিল ২০১১ ২১:১২ | 59.93.212.115
  • অনেকে আবার কোনো বেলাই ঘুমুতে পারে না। তাদের খালি ঘুম পায় আর ঘুম পায়
  • sayan | ১০ এপ্রিল ২০১১ ২১:০৯ | 98.225.180.78
  • দুপুরে একচোট ঘুমিয়ে আবার রাতে ঘুম একরকম অসম্ভব। যারা এমন দুবেলা ঘুমোতে পারে তাদের প্রতি ইর্ষা।
  • nyara | ১০ এপ্রিল ২০১১ ২১:০৯ | 122.172.40.190
  • মাইরি, ঘুম সম্বন্ধে আর কী বলব। আপিস থেকে ফেরার সময়ে, বাস আপিসের গেটও পেরোয় না, আমার মাথা জানলার কাঁচে ঢক ঢক করে ধাক্কা মারে ঘুমের চোটে। বাড়ির দোরগোড়ায় এসে ধড়ফড় করে উঠে বসি, টলতে টলতে নেবে আসি।
  • aka | ১০ এপ্রিল ২০১১ ২০:৫৭ | 24.42.203.194
  • আমারও পায় অসময়ে। রাতে ঘুম হয় না, কিন্তু দিনের বেলা দাদারে কি বলব। এখনও জেটল্যাগ চলছে।
  • achintyarup | ১০ এপ্রিল ২০১১ ২০:৪৬ | 59.93.212.115
  • আমার সর্বত্র ঘুম পায় রে ভাই, কি আর বলব
  • I | ১০ এপ্রিল ২০১১ ২০:৩৪ | 59.93.244.115
  • তোমার বাড়িতেও ঘুম পায়? তুমি বাড়িতেও ঘুমাও?
  • achintyarup | ১০ এপ্রিল ২০১১ ২০:২২ | 59.93.212.115
  • না জানলে কি করে হবে? তাছাড়া আমি অফিস যাইনি এবং আমার কেবলই ঘুম পাচ্ছে
  • I | ১০ এপ্রিল ২০১১ ২০:২০ | 59.93.244.115
  • আম্মো একমত। কোন ব্যাপারে, জানি না।
  • achintyarup | ১০ এপ্রিল ২০১১ ২০:০৭ | 59.93.198.126
  • আমি dd-র সঙ্গে এক্কেবারে একমত, ঐ জয়ার ব্যাপারে
  • Blank | ১০ এপ্রিল ২০১১ ১৯:০৮ | 59.93.243.68
  • ভালো লাগলো ডকুটা, লিংক টা শেয়ার করলাম
  • pinaki | ১০ এপ্রিল ২০১১ ১৫:৫৬ | 82.209.167.222
  • আমার এক বন্ধুর বানানো ডকু, জলপাই-ডুয়ার্সের বিভিন্ন জনজাতিদের নিয়ে।

    http://canvaspix.wordpress.com/2011/04/05/dooars/
  • Sibu | ১০ এপ্রিল ২০১১ ১৪:২৭ | 122.175.88.198
  • আম্মো ভাবছিলাম, কেসি যাস্ট ঢপ মেরে বেরিয়ে গেল।

    ভারত জেতার পর মহিলারা ধোনি ইত্যাদির উপাসনায় ব্যস্ত মনে হয়। তাই গুরুতে মহিলাকন্ঠের আকাল।
  • kumudini | ১০ এপ্রিল ২০১১ ১৪:০৬ | 122.163.144.116
  • শিবুও য্যামোন!কেসি বউকে দ-অ-শ মিনিট চুক্কি দেবে?তার অনেক আগেই কেসির নার্ভ ফেলটেল করে -----------------

    যদিও গুরুতে মহিলা/অমহিলার ভেদাভেদ নাই,তাও বলি আজকাল মহিলারা যেন এট্টু কম আসচেন। কেন?
  • Sibu | ১০ এপ্রিল ২০১১ ১১:৪৬ | 122.175.88.198
  • কেসি বউকে পুরো দশ-মিনিট চুক্কি দিয়ে চালিয়ে যেতে পারে শুনে বিপুল ইমপ্রেসড হলাম।
  • dd | ১০ এপ্রিল ২০১১ ১০:৩৬ | 122.167.41.224
  • জয়া তো ? শুদু বেঁটে হলেও কথা ছিলো, হাইটেও অতন্ত্য কম। মাকুন্দা গোছের। ম্যানলি নেসের নিতান্ত অভাব।
  • kumudini | ১০ এপ্রিল ২০১১ ১০:০৩ | 122.163.144.116
  • হুতো,থাংকু।অমিতাভর পাশে রেখাকেই ঠিক লাগে(ফিলিমে),জয়া অতিরিক্ত বেঁটে আর কী যেন নেই।
  • kumudini | ১০ এপ্রিল ২০১১ ০৯:৫৯ | 122.163.144.116
  • ডোনেশন/ফান্ডের টাকায় চিকিৎসা নিতে বাদল সরকারের মত একজন মানুষের সম্মতি আছে কিনা,সেটাও দেখা প্রয়োজন।
  • dukhe | ১০ এপ্রিল ২০১১ ০৯:৪৩ | 117.194.228.115
  • বাদল সরকার শুনলাম সত্যিই অসুস্থ এবং নার্সিংহোমে ভর্তি । কিন্তু ফান্ডের দরকার হওয়ার কথা নয় - কারণ ওনার মেয়ের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো এবং মেয়ের সঙ্গে বাবার সম্পর্কও যথাযথ ।
  • r.h | ১০ এপ্রিল ২০১১ ০৯:০৩ | 67.96.80.214
  • pipi | ১০ এপ্রিল ২০১১ ০৮:৪৫ | 173.165.51.9
  • এই যে আমি আছি তো! ফ্যাঁচ ফ্যাঁচ ফোঁচ ফোঁচ হ্যাঁআআআচ্চোওওওওওওওওওও
  • sayan | ১০ এপ্রিল ২০১১ ০৮:০৫ | 98.225.180.78
  • ঃ-(
  • achintyarup | ১০ এপ্রিল ২০১১ ০৩:০৭ | 59.93.240.68
  • শনিবার দিনটায় সব কোথায় যে চলে যায়
  • Arpan | ১০ এপ্রিল ২০১১ ০০:৩১ | 122.252.231.10
  • বউ মাত্রেই লাই ডিটেক্টর যন্ত্র।
  • m | ১০ এপ্রিল ২০১১ ০০:২০ | 117.194.35.33
  • আমি এখন পটলের দোরমার প্রস্তুতি নিইগেঃ)
  • siki | ১০ এপ্রিল ২০১১ ০০:১৪ | 122.162.75.182
  • আমি ঘুমোতে যাই। ঃ-)
  • m | ১০ এপ্রিল ২০১১ ০০:১৩ | 117.194.35.33
  • এই তো কেসি এগিয়ে এসেছেনঃ)
  • kc | ১০ এপ্রিল ২০১১ ০০:০৭ | 89.203.49.18
  • বৌকে দশ মিনিটের বেশী চুক্কি দেওয়া যায়না। যদি দেখা যায় চুক্কি দেওয়া গেল, তাহলে জানতে হবে পতিদেবের ইগো রক্ষা করার জন্য উনি নিজেই চুক্কিটা খেয়েছেন এই ভান করছেন। বাচ্চা ভুলানোর মতন ব্যাপার। এক্কেবারে নিজের অভিজ্ঞতা।
  • Blank | ১০ এপ্রিল ২০১১ ০০:০৩ | 59.93.197.228
  • ভ্যাট ৬৯ জঘন্য খেতে। ওপিয়ামে মাঝে মাঝে একটা নিলে আর একটা ফিরি তে দেয়
  • m | ১০ এপ্রিল ২০১১ ০০:০১ | 117.194.35.33
  • বৌ মাত্রই অন্তর্যামী।
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 117.194.35.33
  • আরে রমাকান্ত একজন মাফিয়া থুরি প্রোমোটার।

    শুকনো অথচ খুব তীব্র দেখতেঃ)
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৫৬ | 112.133.206.18
  • যা তা! পারফেক্ট অ্যালিবাই। ঃ))
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 122.162.75.182
  • নাঃ, ঝাড় কেন খাবো? আমি তো ওখানে গিয়ে সুমেরুর কল্‌ পেলাম। আপিসের কাজ সেরে বিকেল বিকেল গেলাম, শুটিং সেরে পরদিন ভোররাতের ফ্লাইটে ফেরত এলাম। এর মধ্যে ঝাড় খাবার স্কোপ কোথায়? ;-)
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৫৫ | 112.133.206.18
  • কে রমাকান্ত?
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৫৩ | 117.194.35.33
  • রমাকান্ত কে কি ভালো দেখতে।উফ্‌!
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৫১ | 112.133.206.18
  • চাকরি পাবার পরে বন্ধুদের খাওয়াতে হয়েছিল। তখন কী জান্তম এ চিরন্তন ফাঁস, কলুর বলদ ইত্যাদি?
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৯ | 117.194.35.33
  • আমি শুদু পেটমোটা বোতলটা দেখেছি।
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 117.194.35.33
  • আরে আমার প্রশ্ন আর তোমার উত্তর দুটিই ১১ঃ৪৩ এঃ)
  • kc | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৭ | 89.203.49.18
  • ভ্যাট৬৯ আমি সাদাকালো বাংলা সিনেমা ছাড়া কোথাও দেখিনি। চাখাতো দূরস্থান।
  • Arpan | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৬ | 112.133.206.18
  • ঝাড় খেলে? ঃ)
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৫ | 117.194.35.33
  • মঙ্গলবার একবার মনে করিয়ে দেবে।কেউ যাতে দেখতে ভুলে না যায়।
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৪ | 122.162.75.182
  • বল্লাম তো, আগামি সপ্তাহ থেকে, প্রতি সোম আর মঙ্গলবার।
  • siki | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৪ | 122.162.75.182
  • আর প্রোমোটা দেখাচ্ছে দিনে দুপুরে সন্ধ্যেয়, যে কোনও সিরিয়ালের অ্যাড ব্রেকের মাঝে। ধৈর্য ধরে পনের মিনিট বসতে পারলেই দেখা যাবে।
  • m | ০৯ এপ্রিল ২০১১ ২৩:৪৩ | 117.194.35.33
  • কবে থেকে শুরু
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত