তার্মানে প্রায় ৪৮০০ টাকা প্রতি স্কোঃফিঃ। রেজিস্ট্রেশন ইত্যাদি এর বাইরে ধরলে আরও কিছু। কোলকাতায় যে কোনও ভালো বিল্ডারের তৈরী অ্যাপার্টমেন্টের দাম এর কাছাকাছি বা বেশী নয়? শুধু সল্টলেক কস্টলি বলাটা হাইপ কিনা জানতে চাইছি।
dukhe | ০৫ এপ্রিল ২০১১ ২২:৩৬ | 117.194.234.233
অসীমবাবুর বাসাটা আমি অধিগ্রহণ করতে চাই । বাজারদরের চারগুণ ক্ষতিপূরণ দিতে এক্ষুণি রাজি আছি । নিলেম হলে আরেট্টু উঠতেও পারি ।
dukhe | ০৫ এপ্রিল ২০১১ ২২:৩৩ | 117.194.234.233
কামিখ্যে যায় কেডা ? ঘাস চিবোতে কেমন লাগে ? ব্যা ব্যা করে ডাকা ওব্যেস করে নিন ।
Arpan | ০৫ এপ্রিল ২০১১ ২২:৩১ | 122.252.231.10
৭২০ স্কোঃ ফিঃ।
ক্ষী কাণ্ড! ইনি (দ্বিতীয় জন) এফিডেভিটে জানিয়েছেন এক কোটি টাকার সম্পত্তি।
দু'দি আবার আমায় ডাকে ক্যানো! ডাকলেই যখন, যা ভেজার ভেজে দাও। মুখবই তে মেসেজটা দেখে নিও একবার।
(স্বগতঃ - দিল্লীর ওই ভূচালের পর থেকেই কুমুদিনিদির পোলারিটি কেমন যেন বদলে গেছে! )
Arpan | ০৫ এপ্রিল ২০১১ ২২:১৪ | 112.133.206.18
না না, কেনা মুশকিল। সবাই অনিচ্ছুক। ;-)
Bratin | ০৫ এপ্রিল ২০১১ ২২:১২ | 117.194.102.98
তবে আর বলছি কী। এখানে চলে এসে কাঠা ২০ জমি কিনে নাও হে। এই সময় ই দাম টা একটু কমেছে!!
Arpan | ০৫ এপ্রিল ২০১১ ২২:০৬ | 112.133.206.18
অ্যাঁ!!!
(৯ঃ৩৯-এর পোস্টের পরিপ্রেক্ষিতে)
Bratin | ০৫ এপ্রিল ২০১১ ২১:৫৫ | 117.194.102.98
হাজো গোলা লেগেছে!! তবে নদীবিহার করি নি ওটাও শুনলাম দারুন।
Du | ০৫ এপ্রিল ২০১১ ২১:৪২ | 216.110.92.7
নয় এরম কিছু না, তবে ঐ নরকাসুর, নরনারায়ন, কালাপাহাড় এইসব গল্প, হাঁটা পথে (এখন আর সেই বয়স নেই) উঠলে তেরাব্যাকা কাঠগোলাপের সারি, ঐ পাথরে বাধানো উঁচু পাড়ওয়ালা মজা দীঘির কচ্ছপ, সার সার ঘন্টা বাজানোর জন্যে লাফানো আমার ছোটবেলা তো, বাইরে থেকে কেমন লাগে ব্রতীন হয়তো বলতে পারবে। ভুবনেশ্বরীর ওপর থেকে নদী আর শহরটা দেখা যায়। সময় পেলে যেতে পারো আরকি, চাপ নিয়ে যাবার কিছু নেই।
nyara | ০৫ এপ্রিল ২০১১ ২১:৩৯ | 203.83.248.37
ওফ, সল্ট লেকে জমি-বাড়ির দাম কী পড়ে গেছে! পুজোর সময়ে এক বন্ধুর সঙ্গে কথা বললাম। সে জমি-বাড়ির দালালি করে। বলল সল্ট লেকে জমি পাবিই না, পেলেও ৩৫ লাখ / কাঠা।
আজ TOI-তে দেখি অসীম দাসগুপ্তর চার কাঠার ওপর বাড়ির দাম ২,১৮,০০০ টাকা। মানে পুজোয় যার দাম ছিল দেড় কোটি টাকার মতন, এখন সেটা দু লাখ! কী হিসেবে এই ভ্যালুয়েশন করা হয়। এফিডেভিট করেছেন অসীমবাবু, মিছে কথা তো বলবেন না। কোন-না-কোন ভ্যালুয়েশনে নিশ্চয়ই এই দাম বেরিয়েছে।
"Dasgupta has an income of Rs 4,71,802 in 2009-10 and his flat on four cottah has a current market value of Rs 2,18,000."
শমীক ভেজেচি, পেয়েছেন কিনা হাঁয়েস বলে জানাবেন একটু ঃ)
Paramita | ০৫ এপ্রিল ২০১১ ২১:২৭ | 202.3.120.9
দু, ব্রহ্মপুত্রের ধারে থাকা ও নৌকোবিহার মনে ধরেছে। গৌহাটিতে দু রাত থাকবো আসা ও যাওয়ার পথে মনে হয়। দুদিনই দুপুর দুটো নাগাদ পৌঁছবো। একদিন নৌকোভ্রমণ টু উমানন্দ আরেকদিন পানবাজার, মেখলা শপিং ইত্যাদি। কামাখ্যায় কি না গেলেই নয়?
Du | ০৫ এপ্রিল ২০১১ ২১:১৫ | 216.110.92.7
রকটক
Du | ০৫ এপ্রিল ২০১১ ২১:১৫ | 216.110.92.7
রকঋঅক চাইলে ওর বন্ধুর কাছে জেনে দেবো
Du | ০৫ এপ্রিল ২০১১ ২০:৪১ | 216.110.92.7
হালুম, আমার ফেসবুকে বন্ধু ফরিদার অ্যালবামে মেঘালয়ের একটা গ্রামের ছবি আছে দাঁড়াও আমি লাইকিয়ে দেবো, তাহলে তুমি দেখতে পাবে। গৌহাটি যদি একরাত থাকো, বেলভিউ বা নদীর ধারের কোন হোটেল নিও, ব্রহ্মপুত্র নিজেই একটা দেখার মতো জিনিষ, তাছাড়া ঐ উমানন্দ নৌকো করে যেতে পারো আর মেখ্লা কেনার জন্য পানবাজারও হাতের নাগালে হবে। আমি কামাখ্যা ভুবনেশ্বরীও রেকোতে রাখি ভেতরে না ঢুকে বাইরে থেকে দেখার জন্য।
মানস আমি যাইনি কিন্তু বছর পঁচিশ আগে যা গল্প (ইন্ক্লুডিং হাতির তাড়া খাওয়া) আর ছবি দেখেছিলাম এখনও যাবার শখ রয়েছে।
অরুনাচল জায়গাটাও খুব সুন্দর, প্রায় তিব্বত মনে করতে পারো।
তবে সবাইকে নিয়ে গৌহাটী শিলং চেরা ঠিকঠাক , ভালো লাগবে আশাকরি। আর চেরা অরিজিৎ যেমন বলেছে , একদিন অন্তত থাকো , নীচ থেকে মৌসমাই দেখা ভালো লাগবে বলেই মনে হয়, আর শিলং, খানিকটা গৌহাটীর বাইরেটা, আসম টাইপ বাড়ি যদি দেখতে পাও, যদি বিল্ডিং এ বিল্ডিং এ ঢেকে না গিয়ে থাকে একটু হলেও তোমাদের ফেলে আসা জায়গাকে মনে পড়াবে।
Du | ০৫ এপ্রিল ২০১১ ২০:২১ | 216.110.92.7
আমরা যখন নিউ মেক্সিকো (না গিয়ে থাকলে ব্রোকব্যাক মনে করো) যাচ্ছিলাম , রাস্তায় ধুধু প্রান্তর আর প্রচুর বরফ পড়েছিল সারারাত। তো জোর হাওয়ায় স্নোয়েরা হ্যারি পটারের সেই আত্মাগুলোর মত আবছায়া আদল নিয়ে আমাদের দিকে তেড়ে আসছিলো - আর আমি আর ছেলে 'এক্সপেক্টো পেট্রোনাম' বলে চেঁচিয়ে ওদেরকে সরিয়ে দিচ্ছিলাম ঃ)
ইন্ডিগো দেরিতে ছেড়ে আগে পৌঁছেছে আমি দিল্লী থেকে ফেরার সময়, ছাড়ার টাইম ছিল সন্ধ্যে ৭ঃ৪৫, ট্রাফিক কনজেশনের জন্যে ফ্লাইট সিকুয়েন্স ছিল ৩-এ অ্যাজ পার ক্যাপ্টেন, ছাড়ল ঠিক আটটায়। অথচ নামল একেবারে শিডিউল টাইম রাত ৯ঃ৫০। সেদিন আবার ঝড়বৃষ্টিতে কি গেরো। ১১ই মার্চ। কলকাতার আকাশে ঢোকার আগে মারাত্মক ঝটকা খেল, লোকজন কিঞ্চিৎ সন্ত্রস্ত। কী চমৎকার সামলে নিল। আর এয়ারহোস্টেস? আহা কী রূপ আর কী মিষ্টি ব্যবহার! আপিস থেকে আমার কর্পোরেট প্রিবুকড স্কিমে টিকিট কেটে দিয়েছিল, খাবার কোনটা ফিরি কোনটা চার্জেবল তা তো জানি না, আর খাবার নেবার দরকারও বিশেষ ছিল না, এতদিন পর ফিরছি, বাড়ির লোক রাত বারোটায় ফিরলেও আমার জন্যে খাবার নিয়ে বসে থাকবে। তবু সব দেখেশুনে যে দেখেছে লিস্টিতে আমার কর্পোরেট প্রিবুকড স্কিম, কিছু একটা দেবেই। শেষমেষ নিলাম খান দুই চিকেন স্যান্ডুইচ। পানীয় নিই নাই, তবু কত বোঝানো, শেষে জোর করে একখানা পাইন্যাপেল জুস আর একটি জলের বোতল ধরিয়ে দিলে।
পুনশ্চঃ দিল্লী এয়ারপোর্টে শ্রীকান্ত এবং আমাগো দাদার দুইখানি অটোগ্রাফ লইয়াছিলাম। তবে ডিজিক্যাম বড় ব্যাগে ছিলাম, দাদার ছবি তুলিতে পারি নাই। বড় দুঃখ।
এই ছেলেটা সিটিএসে চাকরি করে কেন? ফারহান একে ইনস্পায়ার করেনি?
til | ০৫ এপ্রিল ২০১১ ১৭:২৬ | 220.253.188.91
kc ঠাকুরভি দেখেগা, মাটি ভি কোপায়গা। নট মিউচ্যুআলি এক্সক্লুসিভ। আর ঠাকুর তো সেই পুরোনো, বছরের পর বছর প্যাকিং বাক্স থেকে বের করা!
kc | ০৫ এপ্রিল ২০১১ ১৭:০৮ | 194.126.37.78
মাটি কোপানো খুব ভাল কাজ, বিশেষকরে পুজোর সময় ঠাকুর না দেখে মাটি কোপান আরও ভাল। কে কয়েছেন? কবে কয়েছেন? (৫ লম্বর)
til | ০৫ এপ্রিল ২০১১ ১৭:০৭ | 220.253.188.91
কুমুবেন, ছানারা স্যারকে তেল দেয় তো স্যারের বন্ধুকেও অল্প বিস্তর। মন্দ নয়। বেচারীরা জানে না tanx ইকোয়াল টু কি বলতে আমার নিব ভেঙ্গে যাবে! সতেরোর নামতাও ভুলে গেছি সেই কোন কালে!
til | ০৫ এপ্রিল ২০১১ ১৬:৫৯ | 220.253.188.91
মাটি কোপানো সদর্থেই বলেছি, ছেলের চেয়ে পিলে ভারী; আমার বাগানের কথা বলছি। প্রচুর কাজ, না পারছি ফেলতে না গিলতে। তায় আবার slope, গোদের ওপর বিষফোঁড়া। আমি সিডনীর আশে পাশে।
siki | ০৫ এপ্রিল ২০১১ ১৬:৫৫ | 123.242.248.130
অস্ট্রেলিয়ার কোন শহরে থাকেন তিলুবাবু?
প্রাচীনকালে একবার মাটি কোপাতে গেছিলাম মাসখানেকের জন্য, এখনো হ্যাংওভার কাটাতে পারি নি। কোনওদিন আবার যাবার ইচ্ছে আছে।
til | ০৫ এপ্রিল ২০১১ ১৬:৫২ | 220.253.188.91
এবং আমাদের সিঙ্গল মল্টের সোর্স ঐ পেপারগুলো। যুগ যুগ জীয়ো পেপারস! আসুন আসুন, per diem ইন ট্যাক্ট থাকবে, কেবল একটু মাটি কোপাতে হবে, হি হি!
আরেকবার পাঠিয়ে দেবেন প্লিজ, mukherjee.samik জিমেল ডট কম।
til | ০৫ এপ্রিল ২০১১ ১৬:৪৫ | 220.253.188.91
তবে তো আরও সুবিধে। একটা পেপার নামিয়ে দিন, পড়তে আসুন। আমার এক বন্ধু কলেজে পড়ায়, তার পি হেচ ডি ছানারা পেপার লেখে, তার নাম ও থাকে; সেও সদল বলে আজ বার্মিংহাম, কাল বার্সিলোনা করে বেড়ায়!
kumudini | ০৫ এপ্রিল ২০১১ ১৬:৪০ | 59.178.150.77
ডাগদার না,অন্যটা।
til | ০৫ এপ্রিল ২০১১ ১৬:৩৪ | 220.253.188.91
জীবদ্দশা? বড়ই আপেক্ষিক ব্রতীন ভায়া। এখন তো মাস বা সপ্তাহের হিসেবে চলছে!
til | ০৫ এপ্রিল ২০১১ ১৬:৩০ | 220.253.188.91
বাহ রে কুমুবেন আমি তো জানতাম আপনি পেত্য পেত্য লুরু যান; আই মীন fly in fly out টাইপের প্রায়। আপনি কি সাদা কোট ডাগদার নাকি পি হেইচ ডি ডক্টর? বৈজ্ঞানিক?
Bratin | ০৫ এপ্রিল ২০১১ ১৬:২৬ | 122.248.183.11
তার মানে , মনে হচ্ছে তিল দা র জীবদ্দশায় ওখানে যেতে পারবে। ঃ-))( ঐকিক নিয়মের হিসাবে)
kumudini | ০৫ এপ্রিল ২০১১ ১৬:২৫ | 59.178.150.77
বাঃ,ব্রতীন ৯/১০।
kumudini | ০৫ এপ্রিল ২০১১ ১৬:২৩ | 59.178.150.77
অনেক থাংকু তিলস্যার। আপাতত এট্টু লুরু যাওয়ার চেষ্টায় আছি(প্রায় ছ মাস ধরে চেষ্টাচ্ছি)।
Bratin | ০৫ এপ্রিল ২০১১ ১৬:২৩ | 122.248.183.11
ভাগ্নে/ ভাগ্নী রা ভালোবেসে ঈশান কে মামু বলে ডাকে। এর পেছনে ঈশানের দাড়ির হাত(!!?)) থাকলেও থাকতে পারে। মামার কাছে অসভ্য/অভদ্র ভাগ্নে/ভাগ্নী রা আব্দার/আহ্লাদ করে থাকে এটাও একটা কারন হতে পারে।
bb | ০৫ এপ্রিল ২০১১ ১৬:২২ | 125.16.17.151
শমীক আমি আপনাকে আমার আত্মীয়ের বায়োডাটা দিয়ে মেল পাঠিয়েছিলাম পেয়েছেন কিনা জানাবেন।
til | ০৫ এপ্রিল ২০১১ ১৬:১৪ | 220.253.188.91
কুমুবেন, আপভি স্বাগতম। Air Asia জলের দামে টিকিট দিচ্ছে। মম গৃহে থাকা এবং খাওয়া ফ্রী। কেবল সময় পেলে বাগানে একটু সার দেয়া, মাটি কোপালেই চলবে। আচারটা একস্ট্রা!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন