এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ০৭ এপ্রিল ২০১১ ১০:৩০ | 115.249.42.177
  • বাঃ ন্যাট জিও জায়গা দেয় জানা ছিলো না তো। আম্মো অল্প কিছু তুলে রাখি...
  • Arya | ০৭ এপ্রিল ২০১১ ১০:২৩ | 125.16.82.195
  • এট্টু সাহায্য দরকার। ইলেকট্রিক হট প্লেট (সলিড প্লেট) ব্যাপারে। কারুর জানা থাকলে জানান প্লীজ....
    ১। গ্যাসের বিকল্প হিসাবে দিন সাতেকের জন্য ব্যবহার করা যাবে?
    ২। পাওয়ার কনসাম্পসান কিরকম?
    ৩। কিরকম দাম ?
    ৪। কোন দোকানে পাওয়া যাবে?
    ৫। কোন ব্র্যান্ড আছে কি? থাকলে কোনটা ভালো?
  • Bratin | ০৭ এপ্রিল ২০১১ ১০:২০ | 122.248.183.1
  • কোদানকানাল,মুনার,তেকেডি ইত্যাদি ত্রিবান্দ্রমে TCS র ট্রেনিং র সময়। সেই ১৯৯৯ এ।
  • Bratin | ০৭ এপ্রিল ২০১১ ১০:১৯ | 122.248.183.1
  • আমি উটি গেছি ২০০৬ সালে। ব্যাঙ্গালোরে থেকে ৩ দিনের মাইসোর,উটি আর কুন্নুর ট্যুরে। খারাপ লাগে নি।
  • shrabani | ০৭ এপ্রিল ২০১১ ১০:১৩ | 59.94.105.241
  • এত উটি কোডাই শুনে আমার সেই পনের বছর আগেকার কথা মনে পড়ে গেল। তারপরে আর যাওয়ার চেষ্টাই করিনা, ঐ স্মৃতি গুলো ঘেঁটে যাবে বলে।
    বাসে, লোক্যাল ট্রেনে পালাক্কাড কোয়েম্বাতুরের ঠা ঠা গরমে রোদে, রীতিমত অ্যাডভেঞ্চার, কারণ রেস্ত কম আর প্ল্যানিং শূণ্য, ঝোলা ঊঠাকর চলে কেস!।
    উটিতে উডল্যান্ডস হোটেলে তখন দারুন ছিল, তখনও বাসস্ট্যান্ডের ওখেনটা ঘিঞ্জি ছিল তবে একটু বেরিয়ে গেলেই সুন্দর।
    কোদাই তখনও আরো সুন্দর ছিল তবে উটি থেকে কোদাই গেছিলাম একটা ট্যুরিস্ট বাসে (ছোট্ট সেই লাক্সারী বাস, হোটেল থেকে ঠিক করে দিয়েছিল) কতগুলো জানি পাহাড় পেরিয়ে, অনেক ঘন্টার জার্নি ছিল আর পাহাড়গুলো কী শুকনো, ন্যাড়া, প্রচুর গরম। রাস্তায় শুধুই বাস থামিয়ে সবাই জল, নারিয়েল পানি আর তার মিষ্টি শাঁস এসব খাচ্ছিলাম।

    উটির হোটেলের রেস্তোরাঁতে রোজই আর এক নতুন কাপল খেত আর শুধু আলোচনা করত, এবার প্রেশার কুকার কিনতে হবে, তারপরেই একটা গীজার (কেন কে জানে, ওরা বম্বে থেকে এসেছিল), সকালে কে চা করবে ইত্যাদি ইত্যাদি! আমরা সেসব শুনে কেমন সিরিয়াস হয়ে যেতাম আর ভাবতাম আমাদেরও বোধহয় এসব নিয়ে ভাবনা চিন্তা করা উচিত!
  • sinfaut | ০৭ এপ্রিল ২০১১ ০৯:৫৩ | 203.91.201.57
  • সেই তেরানব্বই সালে উটি গেছিলাম। তখন আমার থেকে থেকেই হাঁপানি হত, যাওয়ার পথটা শুধু বমি করতে করতে গেলাম। উটি গিয়ে কেমন হলুদ ঘাসের গল্ফ কোর্স আর ঘাসহীন ফুলের বাগানের ইউনিয়নের মত লেগেছিল, পোসায়নি।
  • dd | ০৭ এপ্রিল ২০১১ ০৯:৩৩ | 124.247.203.12
  • ঈ ক্ষী রেঃ পিসেমসাই!

    আমাদের অচিন্তো তো এক্কেবারে ১০০% পিওর ফোটোগ্রাপার দেখছি। দেখে মনে হয় নিয্‌যস সাহেবদের তোলা ছবি - এম্নি ভালো।

    আরো কতো গুন আছে কে জানে। হয়তো চুল বাঁধতে জানে, বা কুল পারতে বা সতেরোর ঘরে নামতা ও মুখস্ত বলতে পারে। ধন্যি বটে।
  • siki | ০৭ এপ্রিল ২০১১ ০৯:০৬ | 123.242.248.130
  • তোরূপ (আপনাকে আমি এই নামেই ডাকব ঠিক কল্লাম, অপছন্দ নাই তো?) এ তো ফাটাফাটি কালেকশন।

    ন্যাট জিও-র কালেকশন দেখছি। ১৮ নং ছবিটা এমন আইসোমেট্রিক ভিউতে তুললেন কী করে? এলাকা দেখে তো মনে হচ্ছে না ওখানে উঁচু কিছু ছিল। জলের ট্যাঙ্ক জাতীয় কিছু ছিল কি?
  • nyara | ০৭ এপ্রিল ২০১১ ০৮:৫৬ | 203.110.238.16
  • ছবিতে ক্যাপশন চাই।
  • siki | ০৭ এপ্রিল ২০১১ ০৮:৩৯ | 123.242.248.130
  • অচিন্ত্যরূপ, অপূর্ব, অপূর্ব। একেবারে যাকে বলে স্পেলবাউন্ড হয়ে গেলাম ছবিগুলো দেখে। মাত্র ৩৯টা ছবিতে মনে হল, ঠিক যেন মন ভরেও ভরল না।

    কিন্তু 107633927521333656877টা আবার কীরকম নাম? ঃ-)
  • sayan | ০৭ এপ্রিল ২০১১ ০৭:৩৩ | 98.225.200.39
  • সরি, বাংলার বাইরে বেরোতেই হল -->

    এটা টিম, কয়েক বছর পরে -->

    আকাদা তুমি আর কেনো মনখারাপ করবে তাই তোমারও একটা রইল -->
  • aka | ০৭ এপ্রিল ২০১১ ০৬:৫৬ | 24.42.203.194
  • রঞ্জিত মল্লিক! নাঃ কমরেড বেটার ভাবুন।
  • sayan | ০৭ এপ্রিল ২০১১ ০৬:৪২ | 98.225.200.39
  • একদম বাংলা বই শত্রু'তে মাস্টার তাপু'র পুলিশ কাকুর মত। ঃ-)
  • Tim | ০৭ এপ্রিল ২০১১ ০৬:০৯ | 198.82.25.131
  • জলপুলিশ? ঃ-)
  • sayan | ০৭ এপ্রিল ২০১১ ০৫:২১ | 98.225.200.39
  • একটু ডিফার করছি। দুইজন ফোটোগ্রাফার দেখলাম। তাঁদের মধ্যে গুঁফোজনকে পুলিশ-পুলিশ হিরো লাগছে। ঃ-)
  • Tim | ০৭ এপ্রিল ২০১১ ০৫:১৩ | 198.82.25.131
  • দারুণ সুন্দর ছবিগুলো!
    ফোটোগ্রাফারকেও ছবির মতই লাগছে। হিরো! ঃ-)
  • sayan | ০৭ এপ্রিল ২০১১ ০৫:০৩ | 98.225.200.39
  • অপূর্ব সুন্দর ছবি!
  • Paramita | ০৬ এপ্রিল ২০১১ ২৩:৪৯ | 122.167.250.93
  • এই এপ্রিল মেতে বেড়ানোর জায়গার জন্য এই আমার কিছু ইভ্যালুয়েশান(আমার জন্যই শুধু প্রযোজ্য)ঃ

    গোয়া, শ্রীলংকা, কেরালার ব্যাকওয়াটার, বেশীরভাগ সমুদ্রতীর, বেশিরভাগ জঙ্গল(পেরিয়ার, থেক্কাডি, মানস) ঃ বাদ কারণ তাপমাত্রা সহ্যসীমার ঊর্ধ্বে
    উত্তরের হিল স্টেশন যেমন মানালি, শিমলা ঃ লাস্ট মিনিট প্ল্যানার হলে বাদ কারণ যাতায়াত ও থাকার জায়গার মূল্য আকাশছোঁয়া হয়ে গেছে
    দক্ষিণের হিল স্টেশন ঃ মুন্নার, কোডাই, উটি, কুনুর - চলতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে বাদ কারণ উটি সদ্য ঘোরা
    দার্জিলিং ঃ নাহ্‌
    নর্থ ইস্টের হিল স্টেশন(শিলং) ঃ বেশী টুরিস্টি নয় তাই এখনও টিকিট আর থাকার জায়গা অতটা এক্সপেনসিভ নয়।
  • Paramita | ০৬ এপ্রিল ২০১১ ২৩:৩৯ | 122.167.250.93
  • ইন্দো, প্রথমে লুরু আসতে হবে, তারপর বাই রোড লুরু থেকে উটি-কুনুর। উটি অঞ্চলে গেলেও উটিতে থেকো না। আরেকটু ওপরে উঠে কুনুর বা লাভডেলে(আমরা এখানে ছিলাম) থাকতে পারো। লুরু থেকে বলে ছ ঘন্টা কিন্তু এন্ডি গেন্ডি নিয়ে বাঁদিপুরে হাতি দেখতে থেমেথুমে সাত সাড়ে সাত ঘন্টা অনায়াসে লেগে যায়। ড্রাইভ অসাধারণ। কিন্তু উটিতে থাকা চাপ, এত ঘিঞ্জি। তবে আরেকটু নর্থে অফবিট থাকার জায়গাগুলো খুব সুন্দর। এছাড়া হাতে অনেক সময় থাকলে পথিমধ্যে মাইসোর বা বান্দিপুর জঙ্গল কি মাসিনাগুড়ির জঙ্গলে ব্রেক জার্নি করে যেতে পারো।

    বান্দিপুরের পরে উটি যাবার দুটো রাস্তা - একটা মাসিনাগুড়ি অন্যটা গুডালুর। শর্টকাট মাসিনাগুড়ি দিয়ে কিন্তু ঐ রাস্তায় ৩৬-টা হেয়ারপিন বেন্ড আছে। বমিপ্রবণ শিশু আমার তাই আমি অন্য রাস্তাটা(গুডালুর) প্রেফার করেছিলাম।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২৩:৩৩ | 14.99.78.28
  • থেক্কাডি না, থেক্‌রি (thekkady). haati chhaarhaao baaisan bunoshuor baarki`m Diyaar ityaadi dekhechhilaam kintu haay baagh dekhi naai :-((((
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২৩:২৬ | 112.133.206.18
  • ওক্কে।
  • kumudini | ০৬ এপ্রিল ২০১১ ২৩:২৩ | 122.163.13.21
  • অপ্পন,তাহলে মেরী লিয়ে ভী মাইসোর যানেকে লিয়ে এক গাড্ডী ঠিক কর দেনা,মানে যখন লুরু যায়গা।এখন থেকে বলে রাখতা হ্যায়।
  • aka | ০৬ এপ্রিল ২০১১ ২৩:২৩ | 168.26.215.13
  • আমার পছন্দের রঙ কালো। চোখ বন্ধ করলে যেখানে সেখানে দেখা যায়। একটুও পয়সা লাগে না।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২৩:২১ | 122.252.231.10
  • মে মাসে রাশ থাকে। হোটেল কোদাইকানালে একবার ফোং করে দেখ। আমরা গেছি ডিসেম্বর আর ফেব্রুয়ারিতে। অফ সিজনে। একদম ফাঁকা থাকে। নামমাত্র ট্যুরিস্ট।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১৯ | 122.252.231.10
  • কোডাইতে জায়গা পাওয়া চাপের হলে মুন্নার-থেক্কাডি ট্রাই মাডি। খোঁখাবাবু হাথি ভালোবাসে না?
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১৮ | 14.99.64.128
  • কোদাই যেতে হলে বুকিং কী এক্ষুণি করে ফেলা দরকার?
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১৭ | 14.99.64.128
  • গরমকালে মানস ব্যথা হয়ে যাবে মনে হয়। স্পেশালি জঙ্গলের ভেতরে ইলেক্টিরিহীন বাংলোয় থাকাটা। আর জঙ্গলের ভেতরে না থাকলে গিয়ে লাভ কী?
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১৬ | 122.252.231.10
  • লুরু সে গাড়ি হাম ঠিক করকে দেগা। জানপঁয়চান ড্রাইভার হ্যায়। আচ্ছা ছোকরা আছে।
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১৪ | 14.99.64.128
  • হুম। যা বুঝলাম, মে মাসে জায়গা পাওয়া চাপ । না?

    মণিপুরও মাথায় আছে।
  • kc | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১৩ | 89.203.49.18
  • ন্যাড়াদা, মানস, মানস। কাজিরাঙ্গা অনেকবার গেছি, মানস একবারই, তাও ফুল গন্ডোগোলের সময়, একটু চেনাজানার উপর ভরসা করে, এখন শান্ত হয়ে গেছে। আবার মানস যেতে চাই।
  • sayan | ০৬ এপ্রিল ২০১১ ২৩:১০ | 12.20.48.10
  • একটা ইনক্লুশনঃ

    ব্যাঙ্গালোর থেকে কোডাই বাস অপারেটর মাত্র দুটো -

    ১) শর্মা ট্রান্সপোর্ট - http://www.sharmatransports.com
    ২) কেপিএন ট্রাভেলস - http://www.kpntravels.in

    ভালো হয় লুরু থেকে যদি গাড়ি নিয়ে চলে যাও।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২৩:০৯ | 122.252.231.10
  • একটা ভালো মিউজিয়মও আছে। ওখানকার ফ্লোরা আর ফনা নিয়ে। আর কুরিঞ্জি মন্দিরের লোকেশনটা খুব সুন্দর। কুরিঞ্জি গাছে বারো বছর পর পর ফুল ধরে। কেন কে জানে?
  • nyara | ০৬ এপ্রিল ২০১১ ২৩:০৭ | 122.167.250.93
  • মানস না কাজিরাঙা?

    এর কোথাও কী গ্যান্ডোগোওল চলছে? হাপিস করে দিতে পারে?
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২৩:০১ | 14.99.78.28
  • কোদাইয়ের নেচার ট্রেইলের অভিজ্ঞতা আমারো খুব ভালো।

    টিটিডিসির হোটেলপত্তর এইখানে অনলাইন বুক করা যায় - যদি কারো দরকার লাগে - উটি কোদাইকানাল ইত্যাদি ইত্যাদি -

    http://www.ttdconline.com/User/HotelList.aspx

    অপ্পন যেখানে বলল আমরাও ওখানেই ছিলাম।
  • Du | ০৬ এপ্রিল ২০১১ ২২:৫৫ | 216.110.92.7
  • http://www.lizaworldtravels.com/manipur-tour-travel.html
    ফটো তেমন নাই -- যারা গেছে তারা বলে অপরুপ,মে মাস ভালো, কি একটা দারুন ফুল ফোটার গল্প আছে , লোকতাক লেক, আইএন এ বিশ্বযুদ্ধের স্মৃতি, সুন্দর (ঈ কার আসলে) দেখতে লোকজন, সমস্কৃতি আর ভীম জলকিয়া তো আছেই কিছু না থাকলে
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২২:৫৩ | 112.133.206.18
  • আমি ছিলাম TTDC-এর কুরিঞ্জি কটেজে। সস্তায় পুষ্টিকর।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২২:৫৩ | 14.99.78.28
  • আকাদা , অ্যালবাম কোথায় মনে নাই, তবু আল্লার নামে একবার গুগল ইমেজেই সার্চ দ্যান মুন্নার নামে । ছবিতে কিছুই আসে নাই তবু সে সবুজ আর এ সবুজ !
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২২:৪৯ | 14.99.64.128
  • থাকবো কোহানে। সব ইনফো দ্যান দিকি !
  • sayan | ০৬ এপ্রিল ২০১১ ২২:৪৮ | 12.20.48.10
  • স্যানিনি আর অপ্পন্দা বলে দেছে। মেট্টুপালায়াম থেকে উটি জার্নিটার জন্য উটি যাওয়া সার্থক। বাদবাকি চৈত্র্য-সেল ইত্যাদি অ্যাজ অ্যাপ্লিকেবল।

    বর্ষায় কেরালার ব্যাকওয়াটার, এক্সপেন্সকে ব্যাকসীটে বসালে খুবই উমদা। হাউজবোটের ডেকে বিষ্টিতে ঝুপ্পুস ভিজতে ভিজতে মাছভাজা খেতে খেতে আর যাই হোক প্রচুর মহাকাব্য যে নামিয়ে দেবে সে নিয়ে সন্দো নাই। ঃ-)

    মুন্নার ভালো অপশন কিন্তু এট্টুস একঘেয়ে লাগতে পারে। চা-বাগানগুলো মনকেমনিয়া।

    ভেবেছিলাম কূর্গ নিয়ে বলবো কিন্তু কূর্গ শুধু ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, একটা অন্যরকম জায়গা।

    বাকি রইল কোডাই। আমিও অপ্পন্দার মত ওই বার তিনেক গেছি। প্রতিবার নতুন চোখে দেখি। ভরা বর্ষায় যাও। ফোলা-ফাঁপা জলপ্রপাতগুলো মন ভরিয়ে দেবে। নেচার ট্রেক কোরো কোনও গাইড ছাড়া। আকাশবিছানো লেকটায় নিজে নিজে রোইং করা অথবা শিকারা-ভ্রমণ, যেটা খুশী। হাত-পা-মন চাইলে দুটো সাইকেল ভাড়া নিয়ে ঘোরো লেকের আশেপাশে। নিরাপদ। ঝরণাগুলোর নাম বেশ মজার। বেয়ার-শোলা ফল্‌স, নেপচুন ফল্‌স, লিরিল ফল্‌স (এটায় সেই কোনকালে লিরিল সাবানের যুগান্তকারী স্নানরতা সুন্দরীর বিস্ফোরক বিজ্ঞাপনে ধুম মেচে যায়, সেই থেকে নামকরণ)। কোকার্‌স ওয়াক নামে একটা নেচার ট্রেইল আছে, পারলে যেও। মেঘ, বৃষ্টি আর শিরশিরে ঠান্ডা হাওয়ায় পাহাড়ের উপত্যকা গাছের পাতায় ঝুম গান করে। আরও জায়গা আছে নাম-না-জানা অনেএএএক। যেগুলো রেগুলার সেখানগুলো বাই ডিফল্ট ড্রাইভার নিয়ে যাবে। একটু উইকি করে খুঁটে খেয়ে নাও। বর্ষাতি রেখো। মোটামুটি প্রতিটা রাস্তার মোড়ে ঝর্ণা পাবে। ভলোই স্রোত। কিছু নামজাদা ইন্ট্যারন্যাশানাল স্কুল আছে। অ্যাডমিশন ইত্যাদির মূল্য জিজ্ঞেস ক্লরলেই বলে দেয়। ও হ্যাঁ, লেকের কাছেই একটু উপরবাগে আন্ট জেন'স কিচেন, দারুণ ভালো অমলেট বানায়। এখনও আছে না উঠে গেছে জানি না। ইউক্যালিপ্টাসের তেল কিনতে পারো। অত পিওর আর কোথাও পাবে না। গাঁটের, কোমরের, মনের ব্যথায় ভালো কাজ দেয়। স্নানের সময় জলে একফোঁটা দিলে সুগন্ধী হিসেবেও বেশ। থাকার জায়গা। যদি পারো, ব্যাঙ্গালোরে এসে রিচমন্ড সার্কেলে উডল্যান্ডস হোটেলে অ্যাডভান্স বুক কোরো, ওদের কোডাই ব্র্যাঞ্চের জন্য। একবার থাকলে বারবার থাকবে। ঃ-) লগ-ক্যাবিন আছে। ঘোড়ায় চড়ে ওদের রেসর্টের পেরিমিটারে সফর করা যায়। সন্ধ্যেবেলা পাইন গাছের নীচে বসে গরমা-গরম শিমলা মির্চ ভাজি আর চা। মোটামুটি ২৮০০ ছিলো পার ক্যাবিন পার কাপ্‌ল পার নাইট।

    আরও অনেক কিছু আছে গোটা কোডাই জুড়ে। যাও, ঘুরে এসো, এসে নিজে লেখো। ঃ-)
  • aka | ০৬ এপ্রিল ২০১১ ২২:৪৫ | 168.26.215.13
  • আপনাদের সবুজ রঙ নাই, সেই দেখতে পয়সা খরচ করে যাবেন। বলিহারি।
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২২:৪১ | 112.133.206.18
  • * হবে
  • Arpan | ০৬ এপ্রিল ২০১১ ২২:৪১ | 122.252.231.10
  • কোদাই-মুন্নার হয়ে যাবে ছ'দিনে। লুরুতে নেমে গাড়ি করে চলে যেও। ওখানে তাহলে গাড়ি ভাড়ার ঝামেলা জবে না।

    দাঁড়াও, আমার কোদাইয়ের অ্যালবাম ফেসবুকে তুলি। সবুজ দেখে চোখ জুড়িয়ে যাবে।
  • Du | ০৬ এপ্রিল ২০১১ ২২:৩৬ | 216.110.92.7
  • বড়াই, আমি আবার আমাদের দিকে টানার চেষ্টা করি এক্টু, প্লেনেও যাওয়া সহজ http://www.holidayiq.com/states/reviews/Manipur-review-r30.html
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২২:৩২ | 14.99.78.28
  • মানে যাতায়াত বাদ দিয়ে যদি ছদিন হয়।
  • kumu | ০৬ এপ্রিল ২০১১ ২২:৩১ | 122.163.13.21
  • আমি যেতে চাই কেবল লাইব্রেরী পজ্জন্ত।দুটো বই এনে শুয়ে শুয়ে পড়তে চাই,ব্যস।
  • san | ০৬ এপ্রিল ২০১১ ২২:৩১ | 14.99.78.28
  • ছদিন হলে মুন্নার-কোদাই একসঙ্গে হয়ে যাবে।
  • I | ০৬ এপ্রিল ২০১১ ২২:৩০ | 14.99.64.128
  • এই মনে করো ৫-৬ দিন। মে মাসের তৃতীয়/চতুর্থ হপ্তা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত