এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০১:০৩ | 112.133.206.18
  • গুডনাইট আর হ্যাপি উগাদি। ঃ-)
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০১:০০ | 122.252.231.10
  • * কি
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:৫৯ | 122.252.231.10
  • আরে ব্রাজিল, আর্জেন্টিনা এদের ক্রিকেট টিম অনেকদিন ধরেই আছে। আমি সিরিয়াস। বিশ্বাস না হয় গুগল বা উইকি করে দেখুন।

    এখন কথা হল আইসিসি এসব দেশে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য কিছু করেছে কী? কেনিয়া প্রমিসিং কাϾট্র ছিল। সেটাও শেষ হয়ে গেছে আপাতত।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:৫৩ | 112.133.206.18
  • ট্রাই রামচন্দ্র গুহ। ঃ-)

    মোদ্দা কথা যবে থেকে রাজা-মহারাজারা ছড়ি ঘোরানো খতম করেছেন তবে থেকে ইন্ডিয়া এগিয়েছে। এইটা একটা মাইলস্টোন। পরের মাইলস্টোন হল কিছু পকেটের বাইরে ছোট ছোট শহর থেকে ট্যালেন্ট পুল আসা। সেইটা পোস্ট ৮৩।
  • dri | ০৪ এপ্রিল ২০১১ ০০:৫২ | 117.194.243.181
  • কিংবা ধরুন, একই পিরিয়ডের মধ্যে টেন্ডুলকারের ক্যাপ্টেন্সি আর দাদার ক্যাপ্টেন্সির মধ্যে আকাশ পাতাল তফাত।
  • dri | ০৪ এপ্রিল ২০১১ ০০:৪৯ | 117.194.243.181
  • দেখুন, ক্রিকেট খেলা হিসেবে, এবং মার্কেটিং হিসেবে একটি কমনওয়েল্‌থ গেম। প্রাক বৃটিশ কলোনীই এর ব্যাপ্তি। প্লাস নেদারল্যান্ড (আরেক রাণীর দেশ)।
  • dri | ০৪ এপ্রিল ২০১১ ০০:৪৬ | 117.194.243.181
  • তর্কের কিছু নেই। শেষে গিয়ে সকলেই একমত হবে এই আলোচনায়। প্রশ্নটা হল ইতিহাস কোথা থেকে শুরু হল। প্রত্যেকেই তার ছোটবেলা থেকে ইতিহাসটা শুরু করে। ধোনিও তাই করেছে।

    আমিও তাই করছি। রঞ্জনদাও তাই করছেন। বিনু মানকড়, পলি উমরিগড়, বিজয় মঞ্জরেকার এদেরও নিশ্চয়ই কিছু অবদান আছে যেটা আমি ভালো করে জানি না। তাই এ বিষয়ে কোন ডিসপ্যাশানেট আলোচনা শুনতে আগ্রহী। তবে নেভিল কার্ডাসে মত বা আনন্দবাজারের মত কমেন্টারী চাই না।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:৪২ | 122.252.231.10
  • এর একটা বড় কারণ আইসিসি একটা বড় বা*। কী করে দুবাইতে অফিস নিয়ে গিয়ে ট্যাক্স বাঁচাবে সেটাই প্রধান চিন্তা।
  • lcm | ০৪ এপ্রিল ২০১১ ০০:৪০ | 69.236.162.57
  • ভারত এবং ভারতীয় উপমহাদেশের বিশ্ব ক্রিকেটে আধিপত্য কায়েম হয়েছে সে নিয়ে বিতর্কের অবকাশ নেই। কিন্তু, একটা কথাও এর মধ্যে খেয়াল রাখতে হবে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া-য় খেলা হিসেবে ক্রিকেটের জনপ্রিয়তা নিম্নগামী। এবং, যে সব নতুন দেশগুলো আসে্‌ছ তাদের মধ্যে কিন্তু চীন, সাউথ কোরিয়া-রা নেই।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:৩৭ | 112.133.206.18
  • দ্রি, কপিল কিন্তু ওই সময়েই খুব অ্যাডভেঞ্চারিয়াস ক্যাপ্টেন ছিল। গাভাসকারকে দেখতে না পারার আরেকটা কারণ এইটা। ৮৩তে ক্যাপ্টেন থাকলে জানি না কী হত। ;-)
  • sayan | ০৪ এপ্রিল ২০১১ ০০:৩৩ | 98.225.200.39
  • একটি বাগ'এর সঠিক প্রয়োগ। আমিই প্রথম করলাম। ঃ-)
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:৩২ | 122.252.231.10
  • এই তর্কটা অনেকটা সেইদিনের মত গড়াচ্ছে। কোন প্রজন্ম বেশি কষ্ট করেছে। কিন্তু আদতে বক্তব্যটা অমুক বনাম তমুকে ছিল না।

    আমি যেটা বলতে চেয়েছিলাম যে ইন্ডিয়ান ক্রিকেটের এই চারজনের অবদান খুব স্পেশাল এবং পার্মানেন্ট। আজ থেকে আড়াইশো বছর পরে ক্রিকেট খেলাটা যদি থাকে তাহলে ইন্ডিয়ান ক্রিকেটের ইতিহাস লিখতে গেলে এদের জন্য আলাদা একটা চ্যাপ্টার রাখতেই হবে। গাভাসকার আর কপিলদের চ্যাপ্টারের পরেই আসবে। এটাও দেখার যে এই প্রজন্মের আগে এত বিশ্বমানের প্রতিভা একইসাথে আসেনি।

    ধোনি এই চারজনের কথা বলেছে কারণ এদের সাথে ও ড্রেসিংরুম শেয়ার করেছে। লেভেল থ্রি থেকে লেভেল ফোরে ট্র্যানজিশনের সময়টায়। এই যে অস্ট্রেলিয়ান টিমটা এতদিন সবাইকে বলে বলে হারাত, তাদের সাফল্যের রুট খুঁজতে গেলে তো পিছিয়ে চার্লস ব্যানারম্যান অব্দি যেতে হয়। কিন্তু লোকে রিডিম্পশনের কথা বলতে গেলে ওই বর্ডার-সিম্পসন জুটিটার কথাই বলে। এটাই স্বাভাবিক। এই চারমূর্তির কৃতিত্ব এইখানেই যে ফিক্সিং স্ক্যামের পরবর্তী টালমাটাল অবস্থা থেকে থেকে বার করে এরা টিমটাকে একটা অন্য হাইটে নিয়ে গেছে।

    এখন ধোনি কেন, ধোনির তিন প্রজন্ম পরেও যারা ক্রিকেট খেলবে তারা জানবে ওই ৮৩ সালে প্রুডেনসিয়াল কাপ কপিলের টিম না জিতলে এই চারমূর্তিও একই ফেজে আবির্ভূত হত না, আর ব্যাট হাতে পরের প্রজন্মেরও রোয়াবি দেখানোর সুযোগ পেতে দেরি হত। কারণ ক্রিকেট-ক্রেজি একটা নেশনই তৈরি হয়েছিল ৮৩-র সাফল্যের হাত ধরে, একটা খুব সফল বিপণন ছিল তো বটেই তার সাথে।
  • sayan | ০৪ এপ্রিল ২০১১ ০০:৩২ | 98.225.200.39
  • ঐ ধরনের ক্যাচগুলোয় আঙুল থ্যাঁতলানোর চান্স সবচাইতে বেশি। আর সামনে বাম্প করে নাকে এসে লাগলে পুরো ছবি। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিতে গিয়ে ভাঙা আঙুল আজও বাঁকা।
  • lcm | ০৪ এপ্রিল ২০১১ ০০:৩০ | 69.236.162.57
  • সন্দীপ পাতিলের ১৭৪ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে। ১৯৮১ জানুয়ারিঃ

    ঐ সিরিজের লাস্ট টেস্টে মেলবোর্নে অস্ট্রেলিয়া সেকেন্ড ইনিংসে ৮৩ রানে বান্ডিল, কপিল ২৮ রানে ৫ উইকেট।
  • sayan | ০৪ এপ্রিল ২০১১ ০০:২৮ | 98.225.200.39
  • টেস্ট ম্যাচের সেই সব আতঙ্কÄময় (aatajjwamay) দিনগুলো! ঠুকে ঠুকে শেষ করে দিল। কখনও একটা সিঙ্গল। তারপরের পাঁচ ওভার আবার ঠুক ঠুক। ওফ্‌ফ্‌!
  • dri | ০৪ এপ্রিল ২০১১ ০০:২৭ | 117.194.243.181
  • সামনে ওঠা একেবারে লোপ্পা ক্যাচগুলো সবচেয়ে ইজি। যেগুলো অনেকটা উঁচুতে উঠেছে। কিন্তু এক ধরণের ক্যাচ আছে যেগুলোর হাইট কম, বেশ জোরের ওপর আসছে কিন্তু আপনার কাছ অব্দি পৌঁছবে না, একটু সামনে পড়বে। বেশ শক্ত। কিছুটা দৌড়তে হবে, লাস্টে ডাইভ দিতে হবে। মিস করলে যাতে বাউন্ডারি না হয়ে যায় সেই খেয়ালও রাখতে হবে।

    আবার খুব উঁচুতে ওঠা ক্যাচের একটা অন্য সমস্যা আছে। চোখে সূর্য্য এসে যায় এক একটা অ্যাঙ্গল থেকে। খুব শক্ত।
  • dri | ০৪ এপ্রিল ২০১১ ০০:১৬ | 117.194.243.181
  • আমার মনে আছে গাভাসকার একটা সময় খুব ড্রয়ের চেষ্টা করত। দেশে সিরিজ হলে চেষ্টা করত কিকরে না হারা যায়। বা একটা কোন মতে জিতে গেলে কিকরে বাকিগুলো ড্র করে দেওয়া যায়। ব্যাটিং, বোলিং চেঞ্জ, ফিল্ড প্লেসিং সব কিছুর মধ্যেই ঐ ড্র করার প্রবণতাটা খুব ছিল। এখনকার পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব নেগেটিভ মনে হতে পারে। কিন্তু তখন ঐ ড্রই ছিল ইম্প্রুভমেন্ট। আফটার আল হারার চেয়ে ড্র করা ভালো।

    আর সেই সুত্রে গাভাসকার জাতীয় প্লেয়ারদের একটা দারুণ স্কিল ছিল যেটা এখনকার প্লেয়ারদের মধ্যে নন-এক্সইসটেন্ট। ওরা যৎসামান্য রান করে সারাদিন ব্যাট করতে পারত। ফোর্থ ইনিংসে এক দিন বাকি, সাড়ে তিনশো টার্গেট, এরকম সিচুয়েশানে টীমে গাভাসকার থাকলে ড্র এক্সপেক্ট করাই যায়। আজকাল এরকম সিচুয়েশানে প্রায় শিওর হার।
  • aka | ০৪ এপ্রিল ২০১১ ০০:১৪ | 24.42.203.194
  • পাতিলের ১৭৪ দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে মনে হয় লিলির বল হেলমেটে লেগেছিল। দ্বিতীয় ইনিংসে পাতিল ব্যাট করতে আসার সময়ে অস্ট্রেলিয়রা স্লেজ করেছিল - 'তোমার হাজবেন্ড কি গ্যালারিতে খেলা দেখছে?' তারপরে এসেছিল ঐ ১৭৪।
  • dri | ০৪ এপ্রিল ২০১১ ০০:০৪ | 117.194.243.181
  • না, কিন্তু গাভাসকার আর সৌরভের এট আলের তুলনা অনেকটা লোহা আবিষ্কার আর ইন্টারনেট আবিষ্কারের সাথে কম্প্যারিজ্‌ন হয়ে গেল।

    গাভাসকার কপিলদেবের (বিশ্বনাথ, বেঙ্গসরকারও টু সাম এক্সটেন্ট) মূল্যায়ন করতে গেলে তাদের কনটেক্সটটা মাথায় রাখতে হবে। ঐ সময় ভারত খালি হারত। ঐ অবস্থায় ওয়েস্ট ইন্ডিজে গিয়ে গাভাসকার পরের পর সেঞ্চরী করল। ঐ সেঞ্চুরীগুলোর মধ্যে একটা অ্যাক্ট অফ ডিফায়েন্স ছিল।

    তিরাশির ওয়ার্ল্ড কাপেরও আগে প্রথম টেস্টে গোহারা হারের পর সেকেন্ড টেস্টে সন্দীপ পাটিলের মারকুটে ১৭৪ মুড বদলে দিয়েছিল ড্রেসিং রুমের। লিলির অফ স্টাম্পের বাইরের বল পুল করে চার মেরেছিল পাটিল। ঐ যুগে আনথিংকেব্‌ল। ড্র হয়েছিল ঐ ম্যাচ। তারপর মেলবোর্ন টেস্টে সেকেন্ড ইনিংসে পায়ে ব্যান্ডেজ বেঁধে বল করে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতায় কপিলদেব। এগুলো ঐ সময়ের নিরিখে বড় অ্যাচিভমেন্ট। কোনো কন্সিস্টেন্সি ছিল না। কিন্তু তাও ইম্পর্ট্যান্ট। উন্নতির কিছু স্টেপ্‌স আছে। স্টেপ জাম্প করা যায় না। এখন বাংলাদেশের যেমন আশরাফুল। মাঝে মাঝে দুএকটা ম্যাচ জিতিয়ে দেয়। কিংবা একদম শুরুর দিকে শ্রীংকার যেমন ছিল। সেই দিলীপ মেডিস, রয় ডায়াস, সিদ্ধার্থ ওয়েত্তিমুনির পিরিয়েড। জিততে পারত না। কিন্তু ভালো ফাইট দিত।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:০৩ | 112.133.206.18
  • * কন্সটিট্যুয়েন্সি
  • Abhyu | ০৪ এপ্রিল ২০১১ ০০:০২ | 97.81.103.39
  • তাতে কি? বার্বার্তিন্বার
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:০১ | 122.252.231.10
  • তারানন্দের কন্টিট্যুয়েন্সিওয়াইজ অ্যানালিসিস তো শুরু হয়ে গেছে। কিন্তু ওরা তো ২০০৯-এও মেলাতে পারেনি। ১০-এও না।
  • Arpan | ০৪ এপ্রিল ২০১১ ০০:০০ | 122.252.231.10
  • ফিল্ডিঙের দুটি যুগ। প্রাক ও পোস্ট-জন্টি।
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৫৯ | 98.225.200.39
  • ধুস আকাদা ঠিক করে প্রশ্নপত্র পড়ে না!
  • kc | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 89.203.49.18
  • কিন্তু ভোটে ম্মাম্মাম্মা জিতবে কি? অ্যানালিসিস কবে থেকে নামবে?
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৫৮ | 24.42.203.194
  • না ভাই, জোরে বলে স্লিপের ক্যাচ বেশ কঠিন। বোঝার আগে বল চলে আসে।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৫৬ | 122.252.231.10
  • মাম্মাম্মার টিভি প্রচার বেশ জোরালো। নেপথ্য দ্রোণ, নচি এট অল।
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৫৪ | 98.225.200.39
  • দ্রি,

    উঁচু বলের পিছনে ছুটে ব্যাকওয়ার্ড ক্যাচ নেওয়া আর সামনে দাঁড়িয়ে অখন্ড সময় পেয়ে বলের নীচে এসে দুই হাতে ক্যাচ নেওয়া - অনেক আলাদা। দ্বিতীয়টা সহজতর।

    এর সঙ্গে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এক হাতে ক্যাচ নেওয়াটাও টিভিতে দেখলে খুব ইজি মনে হয়, যারা নিজেরা খেলেছে তারা জানবে ডাইভ মেরে ক্যাচ নিলেই কাজ শেষ নয়, তারপর মাটিতে ইমপ্যাক্টের সময় ফ্ল্যাট-ফল যেন না-হয়, এলবো-হিট যেন না করে, রিস্ট-বেন্ড যেন না থাকে, ফেস-ডাউন ফল যেন না হয় - এই সব আর কী।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৫৪ | 97.81.103.39
  • জিতলে তবেই না? এটা পরিবর্তনের বছর সেটা ভুলবেন না কমরেড।
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৮ | 117.194.243.181
  • কুম্বলেকে এরা অলরেডি ইনক্লুড করেছেন।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৮ | 112.133.206.18
  • আরে কুম্বলে তো অলরেডি আছে।

    লক্ষ্মণ হল আনসাং হিরো।
  • kc | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৬ | 89.203.49.18
  • অপ্পন, জিতলে বোঝা যায় ঘুরে দাঁড়িয়েছে। ঃ-))
  • Bratin | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৬ | 117.194.98.99
  • যাকগে আমি শুতে যাই। শুভ রাত্রি/দিন সব্বাই কে।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৬ | 117.194.98.99
  • কুম্বলেও থাকবে দ্রি।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৫ | 117.194.98.99
  • লেভেল ৩ তে সৌরভের নাম আলাদা করে থাকবে। পাল্টা মার দেওয়া টা ঐ শিখিয়েছিল প্রথম!!
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৫ | 117.194.243.181
  • টেস্ট ক্রিকেটে ম্যাচ উইনিং এর কথা এলে আমি আরেকজনের নাম ইনক্লুড করব। ভি ভি এস লক্সমন।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৩ | 112.133.206.18
  • কিন্তু রঞ্জন্দা রেগে যাবেন। আতা কেলানে বলেছ। ঃ)
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪৩ | 112.133.206.18
  • আকাকে ক। আমার পয়েন শুধু এটাই ছিল যে লেভেল ৩ তে সবথেকে বড় অ্যাকমপ্লিশমেন্ট ছিল বিদেশে নিয়মিত ম্যাচ জেতা।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪১ | 117.194.98.99
  • দেখো স্লিপে যে ক্যাচ গুলো আসে তকে মূলতঃ ২ ভাগে ভাগ করা যায়। সোঝা হাতে আসে বা একটু মুভ করে হয় - সাধারণতঃ ফাস্ট বলে। এগুলো নেওয়া অপেক্ষাকৃত সহজ। কিন্তু স্পিন বলে ফাস্ট স্লিপ ক্যাচ নেওয়া আমার মনে হয় বেশী শক্ত।
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৪০ | 24.42.203.194
  • ভারতীয় ক্রিকেটের চারটে লেভেল

    লেভেল ১ - আতা কেলানের দল, মাঝে মাঝে কখনো সখনো কেউ ভালো খেলে দিলে একটু মর্যাদাপূর্ণ হার।

    লেভেল ২ - গাওস্কর আর কপিলদেব এসে গেছে। সারা পৃথিবী জানে এরা নিজেদের দক্ষতায় যেকোন দিন যেকোন ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কিন্তু দলগত দক্ষতা বেশ কম।

    লেভেল ৩ - একে একে চারমূর্তি এসে গেছে। ক্রিকেট একটা টিম গেম এটা সবাই মানে, বোঝে, কাউকে ভয় পায় না। ইঁটের জবাব পাটকেল দিয়ে। অনেক ম্যাচ উইনার। তাও ফিল্ডিং ভালো না, দলগত পার্ফর্ম্যান্সও ভালো না।

    লেভেল ৪ - ধোনির টিম। অনেক ম্যচ উইনার, দুরন্ত ফিল্ডিং, চাপের মুখে কন্টিনিউয়াস ভালো খেলা।

    সিএমএম পুরো।
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 117.194.243.181
  • স্লিপের ক্যাচ অনেক আরামের। যাদের রিফ্লেক্স ভালো তারা কম ফসকায়।

    কিন্তু বলের হাইট স্পীড জাজ করে অনেকটা ছুটে ক্যাচ খুব, খুব ডিফিকাল্ট।

    এটা যারা এই দুরকম ক্যাচ জীবনে অন্তত একবার নেওয়ার চেষ্টা করেছে তারা জানে।

    শুধু টিভি দেখে এইটা বোঝা যায় না।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৩৬ | 112.133.206.18
  • আরে কমরেড, জিতলে ঘুরে দাঁড়ায়, না ঘুরে দাঁড়ালে জেতে?

    ভোট এসে গেল, তাড়াতাড়ি জবাব চাই। ঃ-)
  • aka | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 24.42.203.194
  • স্লিপের ক্যাচও খুব কঠিন নো ডাউট। কিন্তু আউটফিল্ডে হাই ক্যাচ জাজ করাও খুব কঠিন।
  • kc | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৩২ | 89.203.49.18
  • আজ জিতেছে তাই ঐসব 'ঘুরে দাঁড়ানো; আর 'চারমুর্তি'র বক্কাবাজি, হারলে ঠিকই বাপের নাম খগেন করে ছাড়ত, সে কাজ আবাপও করত গুচও করত। শুধু তখন অরিজিৎকেও দলে পাওয়া যেত।
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:৩১ | 112.133.206.18
  • ওই দেখ। আবার বেস্ট বয়কে নিয়ে পুরো ক্লাসের গুণগত মান বিচার করবে। কপিলের জায়গায় আর কেউ ওই টিমের ওই ক্যাচ নিতে পারত?
  • dri | ০৩ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 117.194.243.181
  • এগ্রিড। রিফ্লেক্স বেস্‌ড ক্যাচ টিভিতে দেখতে দারুণ লাগে। কিন্তু হাই ক্যাচের থেকে অনেক সোজা। বিশেষ করে পেছনে দৌড়ে হাই ক্যাচ।
  • Abhyu | ০৩ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 97.81.103.39
  • আমেরিকায় থাকে বলে।
    (অক্ষরপ্রতি এক পয়েন)
  • Arpan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 112.133.206.18
  • তখন দখিনদেশ থেকে একটি দুষ্ট ভিলেন এসেছিল। ঠিক যেন রাহু।
  • Bratin | ০৩ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 117.194.98.99
  • আকা একদম ঠিক । অ্যাক্রোবোয়োটিক ক্যাচ নেওয়া আর আর পিছনে ছুটে ক্যাচ নেওয়া র মধ্য তফাৎ আছে বস!!
  • sayan | ০৩ এপ্রিল ২০১১ ২৩:২৯ | 98.225.200.39
  • ধুস হাই ক্যাচগুলো তেমন ফস্কায় না। স্লিপে শার্প ক্যাচগুলো আর পয়েন্টের ডাইভিং ক্যাচগুলোই আসল ক্যাচ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত