এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • til | ০২ এপ্রিল ২০১১ ১৩:২৮ | 220.253.188.91
  • বিগেম, ইমেল চেক করবেন সময় পেলে।
  • shrabani | ০২ এপ্রিল ২০১১ ১২:১৫ | 59.94.100.224
  • আজকে এটাই সমস্যা, পাকিস্তানের সাথে সেমি জিতেই মনে হচ্ছে সব হয়ে গেছে, তাই আজ ইন্ডিয়ার ধ্যাড়ানোর চান্স বেশ উঙ্কÄল!
    আমি বরের সঙ্গে বেট করতে গেলাম, এক্কেবারেই পাত্তা দিলনা, যেন না জিতলেই বা কী!
  • Arpan | ০২ এপ্রিল ২০১১ ১১:৩২ | 112.133.206.18
  • নাঃ, টেনশন আবার কী? ভালো করে পড়া করলে পরীক্ষার আগে টেনশন হয় নাকি!
  • kumudini | ০২ এপ্রিল ২০১১ ১১:২৯ | 122.162.173.105
  • আজগের ম্যাচ নিয়ে কারো টেনশন নেই নাকি?
  • M | ০২ এপ্রিল ২০১১ ১০:৪৯ | 59.93.244.129
  • ও কাল দুটো পোষ্টার দেখলাম, অসাধারন, একটা লাল বন্ধুক তার সবুজ নলে গিঁট্টু বাধা, লেখা আছে বদলা নয়, বদল চাই।তিনোর ---

    আরেকটা বিচ্ছিরি সুচিত্রা সেনের ছবি আঁকা,কী যেন লেখা, হারানো সুর ফিরে আসবে ,এমন কিছু,নীচে লেখা ভোট আসছে।
  • M | ০২ এপ্রিল ২০১১ ১০:৩৬ | 59.93.244.129
  • এদিকে আমি যখন তখন একটা চেনা নাক ডাকার আওয়াজ শুনতে পাই,কিন্তু খুব একটা মাথা ঘামাইনা, অমন কতকি আমি শুনতে পাই, সেদিন বাসে, ট্রেনে ও শুনেছি।আজ দেখি আমার মোবাইল আমার পাশে শুয়ে নাক ডাকছে,ক্ষী ক্ষান্ড!আর নাক ডাকাটাও খুব চেনা, দেখি কিনা মেসেজ ঢুকছে, ঋভুর কান পাকড়ে জানা গেলো, বাবার নাক ডাকা রেকর্ড করে তিনি সেটা মেসেজ অ্যালার্ম করে দিয়েছেন।
  • M | ০২ এপ্রিল ২০১১ ১০:৩৩ | 59.93.244.129
  • লামার কি হয়েছে?
  • kc | ০২ এপ্রিল ২০১১ ১০:১৬ | 89.203.49.18
  • আজকের ম্যাচ আর আজ্জোকে মনে রেখে,
  • sayan | ০২ এপ্রিল ২০১১ ০৯:৩৫ | 98.225.200.39
  • এই লোকটা কী খেয়ে গায়! এরকম লিরিক কী করে লেখে!!!

  • sayan | ০২ এপ্রিল ২০১১ ০৮:২৪ | 98.225.179.101
  • দুঃখ কোরো না। এইগুলো দ্যাখো আর আমার টিআরপি বাড়াও। ;-)




    (ইউটিউবের 1911 এফেক্টটা বেশ লাগলো)
  • aka | ০২ এপ্রিল ২০১১ ০৮:০৭ | 24.42.203.194
  • চল শস্তায় কিনি কাপডিশ
    আর ফুটপাত থেকে ছাকনি
    আহা পয়সা কত সুন্দর তুই
    স্টক মার্কেটে বাড়লে।

    চল শস্তায় কিনি কাপডিশ।
  • aka | ০২ এপ্রিল ২০১১ ০৮:০৪ | 24.42.203.194
  • যেকোন প্রফেশনাল ডিগ্রি কিছু অ্যাপটিটিউড তৈরি করে এদেশে যাকে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড বলে। শুধু কোন ডিগ্রি নিয়ে লাভ হয় না যতক্ষণ না ক্যাণ্ডিডেট সেই পড়াশুনো থেকে সেই অ্যাপটিটিউড টা তৈরি করতে পারে। এমবিএও একটা প্রফেশনাল ডিগ্রি যা বিভিন্ন অ্যাপটিটিউড তৈরি করে। মূলত মাল্টিডিসিপ্লিনারি কারিকুলাম যা শুধু নলেজ তৈরি করে না, তৈরি করে অ্যানালিটিকাল স্কিল আর কি করে সুন্দর ভাবে সেই অ্যানালিসিস রিপ্রেজেন্ট করতে হয় তাও। আর ভাঙায় ভয়, পাব্লিক স্পিকিংয়ের ভয়। প্রফেশনাল ডিগ্রি শুধু ক্লাসে বসে, করসপণ্ডেস কোর্সেও করা যায়, কেউ ফেল টেল করায় না, কিন্তু এই স্কিলগুলো তৈরি না হলে করার কোন মানেই নেই। এর সাথে ভালো কমিউনিকেশন স্কিল থাকলে সোনায় সোহাগা কিন্তু না থাকলেও আরও অনেক রকম চাগরি বাগরি আছে। আমি মনেপ্রাণে বিশ্বাস করি শুধু ডিগ্রি দিয়ে কোনই লাভ হয় না। ডিগ্রি বড়জোর ইন্টারভিউ কল দিতে পারে তার বেশি বই নয়।

    তবে এর বাইরেও সেল্ফ স্যটিসফেকশনের জন্যও অনেকে পড়াশুনো করে সেক্ষেত্রে সাবজেক্টের চয়েজ খুব ইম্পর্ট্যান্ট নইলে চাপ। কিছুদিন আগে আবাপতে দেখেছিলাম এক নব্বই বছরের বৃদ্ধ পিএইচডি করছেন। এরকম সেল্ফ মোটিভেশন দূর্লভ।
  • aka | ০২ এপ্রিল ২০১১ ০৭:৪৯ | 24.42.203.194
  • বিগেম, পড়া করি নাই (বেজার ইমো)। পড়ালেখার বয়স নাই, আবার আছেও, বেশি বয়সে দমে ঘাটতি পড়ে। তবে কমিট করে ফেললে আর ফেরার উপায় নাই, তাই দমে ঘাটতি হলেও চালিয়ে যেতেই হয়। তাই কমিট করে ফেলাটাই হল আসল। অনুভব করেছি তাই বলছি। হ্যা হ্যা করে হাঁপিয়ে ঃ(।
  • Tim | ০২ এপ্রিল ২০১১ ০৫:০৪ | 198.82.26.161
  • যদিও নদীতটে
    মদীয় খটখটে
    পকেটে ফটফটে
    কানাকড়ি
    পীড়ের পদরেণু
    ফোকটে ভালো মেনু
    ঘাটেতে পেলে ধেনু
    পিঠে চড়ি
    বাতাস মধুভরা
    জোস্‌না মনোহরা
    বৃথাই নড়াচড়া
    ধরাধরি
    ছুটির দিনে এবে
    আপিসে গালি দেবে
    কাটিবে তব জেবে
    রাখহরি
    ফ্রাইডে এলো ঐ
    ঝাঁকেই যাবে কই
    বেজায় হইচই
    লড়ালড়ি।
  • r.h | ০২ এপ্রিল ২০১১ ০৩:৫৭ | 198.175.62.19
  • বৃথাই উস্কানি
    হাওয়াতে কানাকানি
    বেদম টানা ঘানি
    আপাত স্থির
    শুক্র পুরাতনী
    রোজইতো দিন আনি
    কলুর পোষা প্রাণী
    মর্মে পীড়
    আকাশে তাঁর বানী
    বোতলে লালপানি
    কালো বা লাল সাদা
    লক্ষ্যে স্থির
    জানি হে আমি জানি
    এখনো চোখে ছানি
    এখনো শর্করা
    একটু ধীর
  • Tim | ০২ এপ্রিল ২০১১ ০৩:৩৮ | 198.82.26.161
  • ক্যানো টা ঠিক আসেনি।

    হুতোদারে এট্টু উস্কালাম। ঃ-)
  • Tim | ০২ এপ্রিল ২০১১ ০৩:৩৬ | 198.82.26.161
  • পথিক হাসি হাসি
    হৃদয়ে বানভাসি
    গলায় চাপাকাশি
    কোমরে ফিক
    অযুত নরনারী
    কুচুটে করোনারি
    নিলামে কেনা গাড়ি
    বাকেটে কিক
    বিশ্ব থতমত
    শিষ্য কতশত
    দৃশ্য অবনত
    টাঙালে চিক
    বাড়ি তো গড়পাড়ে
    বেনামী দরকারে
    শুক্র শনিবারে
    আসিবে ঠিক
    ফিটনে সাদাহাতি
    সাড়ে তেইশ ছাতি
    নিভিলো তব বাতি
    আগুনে ধিক!
    তবুও দাবা খেলে
    দুয়ারে জল ঢেলে
    এসেছে মেজো ছেলে
    শাঁসালো গীক
    আমেতে বোল য্যানো
    জামে বিলোল হেন
    দামে সুডোল ক্‌য়্‌নাও
    নামেতে নিক।
  • pinaki | ০২ এপ্রিল ২০১১ ০৩:০১ | 82.209.167.222
  • পাটিল। পাটিল।
  • kc | ০২ এপ্রিল ২০১১ ০২:৪১ | 89.203.49.18
  • পোতিভা, পোতিভা।
  • r.h | ০২ এপ্রিল ২০১১ ০২:৪০ | 198.175.62.19
  • উইকেন্ড শুরু হলো বলে।
    যবনিকাটা ফেলে দিই।
  • r.h | ০২ এপ্রিল ২০১১ ০২:২৪ | 198.175.62.19
  • রক্তে শর্করা
    দোকানে দর করা
    হৃদয়ে হরকরা
    ছুটছে জোর
    বেদম ছারপোকা
    নিরীহ প্রায় খোকা
    বেহায়া বোকা সোকা
    নিদ্রা চোর
    রোগাটে আরশোলা
    ডায়েট ঝাল কোলা
    কেদারা, আলবোলা
    মাংস খোর
    হামেশা ঝগড়ুটে
    সংখ্যা খুঁটে খুঁটে
    আজ কি কাল জোটে
    বরাত জোর
    শুক্র যবনিকা
    আর তো ক্ষণকাল
    দাঁড়াও হে পথিক
    ওয়ান্না মো-ও-র
  • rimi | ০২ এপ্রিল ২০১১ ০২:১০ | 168.26.215.135
  • আরশোলাদের আমার মন্দ লাগে না। খুবই নিরীহ, কেবল একটু খেতে ভালোবাসে। আর আমেরিকার আরশোলারা খুবই ভদ্র সভ্য, হাজার হোক, প্রথম বিশ্বের কি না? ওরা রান্নাঘরের বাইরে একপাও বাড়ায় না। রান্নাঘরেও মশলার কৌটো, এমনকি ঢাকনি ভাঙা চিনির কৌটোতেও ঢোকে না। ওরা ভালোবাসে সিরিয়াল আর মাছ মাংস খেতে। আরশোলাদের সঙ্গে শত্রুতা করতে আমার ভালো লাগে না।

    তবে ছারপোকাদের কথা আলাদা। কেননা তারা কামড়ায়, ঘুমোতে দেয় না, শান্তিতে থাকতে দেয় না, ঠিক যেমন কিছু বদমেজাজী ঝগড়ুটে লোকজন। ঃ-(
  • kc | ০২ এপ্রিল ২০১১ ০২:০৭ | 89.203.49.18
  • পেস্ট কনট্রোল একমাসের স্বস্তি দিয়েছিল। তারপার আবার অত্যাচার শুরু হয়েছিল। ঘরের কার্পেট ফেলে দিতে হয়েছিল। ম্যাট্রেসও ফেলে দিয়েছিলাম, তাতেও রেহাই পাইনি। তারপর এই দেশীয় টোটকা ফল দিয়েছে।

    পিপি জেনেরালি ইন্ডিয়ান এম্ব্যাসিতে একটা করে নিমগাছ থাকে। অ্যাটলিস্ট মিডল ইস্টে, সাউথ অ্যাফ্রিকায়।
  • SS | ০২ এপ্রিল ২০১১ ০১:৫৯ | 131.193.195.134
  • পিনাকির সঙ্গে একমত।

    আকা, আরশোলার জন্য একরকমের bait পাওয়া যায়, Raid কোম্পানির। দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি, কালো কালো প্লাস্টিকের খোপে ভরা। প্যাকেটটার দাম সড়ে সাত ডলার মত। এটা ইউজ করে দেখতে পারেন।
  • pinaki | ০২ এপ্রিল ২০১১ ০১:৫৭ | 82.209.167.222
  • ও, হোটেলের ছরপোকা? হয়ে গেল। এবার ওরা সঙ্গে করে বাড়ীতে যাবে আর সেখানে আরামে বংশবিস্তার করবে। আমার দেওয়া নিদানগুলো তারমানে আর মাস দুয়েক পরে কাজে লাগবে। ঃ-)
  • pinaki | ০২ এপ্রিল ২০১১ ০১:৫৫ | 82.209.167.222
  • আমার বক্স স্প্রিং ছিল না। শুধু ম্যাট্রেস ছিল। আমি গরীব মানুষ ছিলাম। তাই ফেলে দেওয়ার ক্ষমতা ছিল না। আমি একটা পোকা মারা স্প্রে কিনে ম্যাট্রেস থেকে যতটুকু চোখে দেখা যায় ততটুকু পোকা মেরেছিলাম। তারপর ওয়ালমার্টে একধরণের ১০/১৫ ডলারের প্লাস্টিকের ম্যাট্রেস কভার পাওয়া যায়, যা দিয়ে পুরো ম্যাট্রেসটাকে একটা জিপলকে ভরে ফেলা যায় এয়ার টাইট করে - সেই দিয়ে পুরো ম্যাট্রেসকে ঢেকে ফেলেছিলাম। ফান্ডাটা হল, যদি কোনো পোকা ম্যাট্রেসে রয়ে গিয়ে থাকে তা যেন আর বাইরে আসতে না পারে। এটাও কাজে দিয়েছিল।
  • pipi | ০২ এপ্রিল ২০১১ ০১:৫৩ | 66.205.170.165
  • নিমপাতা কোথায় পাব??

    SS, ছারপোকা কোথা থেকে এল কি করে জানব। আছি তো হোটেলে। সেটা এমনিতে খুবই ভাল, ঝকঝকে তকতকে পরিষ্কার হোটেল। তার বিছানায় যে ড্রাকুলারা লুকিয়ে আছে কি করে জানব। ওরা অবশ্য স্বীকার করছে না। বলছে আমার সাথে এসেছে। আমার সাথে আসে নি সেটা ২০০% গ্র্যান্টি দিয়ে বলতে পারি। তবে, আসার পর থেকে এত জায়গায় গেছি, সোফায় বসেছি এস্পেশ্যালি লজ্ঝড়ে গাড়িতে চড়েছি যে এই ব্যাপারে সিওর নই যে আমার ওভারকোট বাহিত হয়ে তারা এসেছে কিনা। বিশেষ করে যে গাড়িগুলোতে চড়ছি সেগুলোর সিটকভার বা ইন জেনেরাল অবস্থার কথা যত কম বলা যায় তত ভাল।
  • kc | ০২ এপ্রিল ২০১১ ০১:৪৫ | 89.203.49.18
  • চামড়ায় লাগলে একটু জ্বলবে, কিন্তু ছারপোকার জ্বালার থেকে অনেক কম।
  • pinaki | ০২ এপ্রিল ২০১১ ০১:৪২ | 82.209.167.222
  • ছারপোকা মারার কোনো উপায় নেই। এটাও অনুভব করেছি তাই বলছি কেস। নিচের কাজ গুলো একে একে করতে হবেঃ
    ১) সমস্ত ম্যাট্রেস, বক্স স্প্রিং ফেলে দিতে হবে। নির্মম ভাবে। এখানে মায়া দেখিয়েছো কি মরেছো।
    ২) সোফা (কাউচ) থাকলে চেক করতে হবে সোফায় ধরেছে কি না। ধরলে সেও নির্মম ভাবে ফেলে দিতে হবে।
    ৩) হার্ড বডি স্যুটকেস ছাড়া অন্য সমস্ত লাগেজ ব্যাগের জন্য একই পলিসি নিতে হবে।

    উপরোক্ত তিনটে জিনিসে একবার পোকা ধরলে কোনো ট্রীটমেন্ট দিয়েই পুরো নির্মূল করা যায় না। কোনো না কোনো খাঁজে পোকা বা তার ডিম থেকেই যায়। তাই এই নিদান।

    ৩) সমস্ত কাপড় জাতীয় জিনিস ট্র্যাশ ব্যাগ বা ঐ জাতীয় সাদা প্লাস্টিকে ভরে ফেলতে হবে। 'সমস্ত' কথাটায় বোল্ড আর আন্ডারলাইন।
    ৪) এবার প্রফেশনাল পেস্ট ক®¾ট্রাল ডেকে পুরো বাড়ী ট্রীট করাতে হবে। জামাকাপড় জাতীয় জিনিসগুলো সেসময় প্লাস্টিক ব্যাগে ভরা থাকবে।
    ৫) এরপর নিজের সময় সুযোগ মত একটা একটা করে ব্যাগ ধরে সেই জামাকাপড় বের করে ওয়াশিং এবং অন্ততঃ এক ঘন্টা হাই হীটে ড্রায়িং করতে হবে।

    আমায় এই পুরো প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমি স্টুডেন্ট ছিলাম, জিনিসপত্র কম ছিল, যে সময় পোকার ট্রীটমেন্ট হয়েছিল, সেসময় আমি একাই ছিলাম - তাই উপরোক্ত সবকিছু করা গিয়েছিল এবং সেই উপায়ে সাকসেস এসেছিল। কিন্তু ঘরে জিনিসপত্র প্রচুর থাকলে খুব খুব কঠিন। প্রচুর লস। যা এফোর্ড করা যায় না। কিন্তু ছারপোকা লাগা বাড়ীতে আগুন লাগার থেকে কম কিছু নয়।
  • aka | ০২ এপ্রিল ২০১১ ০১:৩৯ | 168.26.215.13
  • তাতে কি ছারপোকা তো মরবে। আমাদের বাড়িতে আরশোলা আছে, ছারপোকা কোনদিন ধরে নি।
  • SS | ০২ এপ্রিল ২০১১ ০১:৩৪ | 131.193.195.134
  • শুকনো লঙ্কাবাটা? চামড়ায় লাগলে জ্বালা করবে তো?
  • Lama | ০২ এপ্রিল ২০১১ ০১:৩৩ | 117.194.229.12
  • একটা খুব ভালো ওষুধ পাওয়া যায়।

    লাল্লেবেলনীলছিপি- লেবেলে লেখা থাকে "সাবধানে হাঁ করাইয়া দুই ফোঁটা গিলাইয়া দিবেন'

    অব্যর্থ- মদনদার ভায়রাভাই বলছিল
  • SS | ০২ এপ্রিল ২০১১ ০১:৩১ | 131.193.195.134
  • পিপি, বেডবাগ এল কি করে? এদের তাড়াবার জন্য মনে হয় লোক ডাকতে হয়। টিভিতে দেখেছি, ধোঁয়া দিয়ে তাড়ায়।
  • aka | ০২ এপ্রিল ২০১১ ০১:৩১ | 168.26.215.13
  • ছারপোকা মারা নিয়ে শেষ কথা তো পোটোদিদিই বলেছেন, ঐ নিয়ে আমার কথা বলা মানায় না।
  • kc | ০২ এপ্রিল ২০১১ ০১:২৮ | 89.203.49.18
  • ছারপোকা আমি মেরেছি। সম্পুর্ন দেশীয় প্রযুক্তিতে। প্রথমে এক খাবলা শুকনো লাল লঙ্কা আর দুই খাবলা নিমপাতা, মিক্সিতে বেটে ফেলুন। এইবার এই মিশ্রনকে খুব ভাল করে জলে ফোটান। ছেঁকে নিন জলটা। ইষদুষ্ণ অবস্থায় স্প্রে করুন বিছানায়, সোফায়, বা যেখানে যেখানে ছারপোকার উপদ্রবে আপনি ক্লান্ত। সাতদিন ফলো করুন, শুধু স্প্রে করার সময় একটু গরম থাকতে হবে লিক্যুইডটা। ছারপোকারা ঝাল আর তেতো খেতে পারেনা একদমই।

    খিল্লি নয়। আমি নিজে ফল পেয়েছি।
  • Blank | ০২ এপ্রিল ২০১১ ০১:২০ | 59.93.195.75
  • ওটা এবছরের এপ্রিল ফুল
  • Lama | ০২ এপ্রিল ২০১১ ০১:১৪ | 117.194.229.12
  • কুবাক্য তো শা* করে বলে
  • achintyarup | ০২ এপ্রিল ২০১১ ০১:১৩ | 121.241.214.38
  • ঃ-(
  • r.h | ০২ এপ্রিল ২০১১ ০১:০৮ | 198.175.62.19
  • কুবাক্য বলছে রে।
  • pipi | ০২ এপ্রিল ২০১১ ০১:০৮ | 66.205.170.165
  • মাইরি বলছি, ছারপোকা জিনিসটা কেমন, কামড়ালে কেমন লাগে এদেশে আসার আগে কিসুই জানতাম না। প্রথম বিশ্বের এমন সো কলড উন্নত দেশেও যে ছারপোকা থাকে সেটাই তো জানতাম না। হরি হে, মাধব আর কত কি দেখব!
  • pipi | ০২ এপ্রিল ২০১১ ০১:০৬ | 66.205.170.165
  • আকা, খুব তো পোকামার পালোয়ান। ছারপোকা কি করে মারা যায় বল দেখি? কামড়ে তো হাল খারাপ করে দিলো! কি বা*র দেশ রে বাবা!
  • aka | ০২ এপ্রিল ২০১১ ০১:০৫ | 168.26.215.13
  • ওটা ঠোঙা।
  • achintyarup | ০২ এপ্রিল ২০১১ ০১:০৩ | 121.241.214.38
  • জিমেল মোশন জিনিসটা কেউ ট্রাই করেছেন?

    লিং এখানেঃ http://mail.google.com/mail/help/motion.html
  • aka | ০২ এপ্রিল ২০১১ ০০:৫৮ | 168.26.215.13
  • আমি নিজেকে নিজে নোবেল দিলাম আজ। পোকার বাচ্চাকে টিপে টিপে মেরেছি।

    পোকা তো কোন ইএক্সই ফাইলই খুলতে দেয় না। অ্যান্টি ভাইরাসও নয়। সেফ মোডে রেজিস্ট্রি কি খুলে খুলে (যা জানি) ও কিস্যু হল না। তখন থাম্ব ড্রাইভ থেকে উবুন্টু তে বুট করিয়ে লিনাক্ষ থেকে উইণ্ডোজের অ্যান্টিভাইরাস চালালাম। তাতেও কিস্যু হল না। কিসুতেই কিসু হল না, মন মেজাজ খারাপ, কেমন জানি হেরো হেরো ভাব। দুম করে দিমাক কা বাত্তি জ্বলে উঠল। অ্যান্টি ভাইরাসের নাম বদলে explorer.exe করে দিলাম কারণ exploer খুলছিল। তারপরে যা হল তাকে এককথায় রূপকথা বলে। ইয়াহ্‌হ্‌হু।
  • Arpan | ০২ এপ্রিল ২০১১ ০০:২২ | 122.252.231.10
  • যাঃ, তুমি অ্যাফোর্ড করতে পারবে! ঃ P
  • kc | ০২ এপ্রিল ২০১১ ০০:১৯ | 89.203.49.18
  • অপ্পন, বহুৎ দাম তো। ঃ-((
  • kk | ০২ এপ্রিল ২০১১ ০০:০৮ | 71.236.36.122
  • বড়ম, একটা কথা বলবো? যদি কিছু পড়তে ইচ্ছে হয়ে থাকে তো ঐ কত বয়স হলো, অন্য কে কি বলছে এসব নিয়ে একদম চিন্তা না করে পড়া শুরু করে দাও। কোনদিন যদি কেউ আমার অন্ন-সংস্থানের ভার নিতো তাহলে একটার পর একটা বিষয় নিয়ে পড়ে যাওয়া হলো আমার স্বপ্ন। কোন কেরিয়ারের চিন্তা থাকবেনা, কিচ্ছু না, শুধু পড়ার আনন্দে পড়ে যাওয়া। তোমার যদি সুযোগ থাকে তো সেটা নষ্ট করবে? একটু ভেবে দেখোনা।
  • aka | ০১ এপ্রিল ২০১১ ২৩:৪১ | 168.26.215.13
  • tabe usb adapter motaamuti available. ipad er janya $30 e paaoaa jaay
  • aka | ০১ এপ্রিল ২০১১ ২৩:৩৭ | 168.26.215.13
  • motorola xoom, usb aachhe kinaa sure noi. dual boot - ekataa windows, dual core processor, built in camera and webcam. bahut daam 599!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত