এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:১০ | 122.172.27.136
  • বম্মা, তুমি চুপচাপ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফিরে এলে ? পাজি লোকটাকে দু ঘা দিয়ে আসতে পারলে না? ""গ্র্যাজুয়েশন যদি না ওটা তাহলে রেখেছিলিস কেন দুবছরের পাস গ্র্যাজুয়েশনের নিয়ম'' শুধোতে পারলে না? পৃথিবীর আর কোনো ইউনিভার্সিটিতে দুবছরে গ্র্যাজুয়েট হওয়ার নিয়ম ছিল না, শুধু এই ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপর ছেলেমেয়েগুলো না ঘরকা না ঘাটকা।
  • san | ৩১ মার্চ ২০১১ ২৩:০৭ | 14.99.94.42
  • এঁচোড়,ইলিশ,পাঁঠা, ভাপা দই এতকিছু মিলে কিছুনা হয়ে গেল? ঃ-০
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২৩:০৪ | 122.172.27.136
  • এরা শান্তিতে একটু গানের ওপারেও দেখতে দেয় না। আজ একদম শেষে প্রদীপ্তর মনখারাপ করা মুখটা দেখে আমার নিজের মনটাই এত খারাপ হয়ে গ্যালো! ঃ-(
  • M | ৩১ মার্চ ২০১১ ২৩:০৩ | 59.93.201.170
  • আর ব্রতীন, আমি তো অটো ওয়ালাদের নিয়ে একটা গোটা বই লিখবো হে, প্যারা আবার কি?

    আরো কি যেন বলার ছিলোঃ

    হ্যাঁ দেবযানী মেয়েটা কি হারিয়ে গ্যালো?

    কাল আমি ক্যালকাটা ইউনিতে গেসলাম, বললাম, চুরানব্বইতে পাশ গ্র্যাজুয়েশন করেছি, আরো পড়তে চাইলে কি করবো? দু বছরের পাশ , বলে কিনা ওটা আবার গ্র্যাজুয়েশান কবে থেকে হলো? বলে হ্যাট হ্যাট করে তাড়িয়ে দিলো।ঠিক ভিখিরি তাড়ানোর মতো করে।আর বললো আর পড়ে কী হবে? এখান থেকে আর কিছু হবে না। সেই শুনে আরেকজন বললো, কী করবে তোদের মতো পাবলিক সামলাতে হলে অমন ই মেজাজ হবে।

    এদিকে আমি যখন কলেজ স্ট্রীট যাচ্ছিলাম, তখন একটা Jnnurm এর বাসের একদম সামনের একলা সিটে বসে ছিলাম, তো একজন আমার স্কার্ট পেতে দিব্যি সিট যেটার উপর বসানো থাকে সেখানে বসে ছিলো আর আমি তাতেও মেজাজ গরম করিনি মোট্টে, এমনকি যখন আমি ন্যালা খ্যাপার মতো দুহাতে দুটো এইয়া মোটা ডিক্সনারি,প্রথম প্রতিশ্রুতি,সুবর্নলতা,বকুল কথা,তুতুল, মামা কাহিনী, কাফকা,ভবঘুরে শাস্ত্র(সেই কবে শিবাংশুদা বলেছিলেন)বেলাদের রান্নার বই,পুঁটিরাম, জিসান নিয়ে আসছিলাম আর একটা ছেলে দিব্যি আমার রাস্তা ঝাঁট দেওয়া স্কার্টের উপর দাঁড়িয়ে পড়লো তখন ও মেজাজ ঠিক রেখেছিলাম।
  • kc | ৩১ মার্চ ২০১১ ২৩:০৩ | 89.203.49.18
  • মেনু কিসু লাই। কাঁঠালের তরকারি, ইলিশের ডিম সর্ষে, পাঁঠার তেল গরগরে ঝোল, শুক্তো, ভাত। শেষ পাতে ভাপা দই।
    কুমুদি ঐ লোকটার কাছে প্রায় ষোল বছর হাজিরা দিয়েছি, একসময়।
  • kumu | ৩১ মার্চ ২০১১ ২৩:০২ | 122.162.233.235
  • হুতোর সারাদিন দেখা নাই,কিন্তু কুমুদি সি/ডি গুইলেছে-এইটা বলার জন্য ঠিক সময়ে হাজির।
    তোমার ভুবনে মাগো----------
  • kumudini | ৩১ মার্চ ২০১১ ২২:৫৫ | 122.162.233.235
  • হ্যাঁ,সরি, কেডিদা।
    কেডিদা আপনিও?
    করুণতম ম্লান হাসি।
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ২২:৫৪ | 117.194.103.163
  • যাক গে কাটলুম। সব্বাই কে শুভ রাত্রি/দিন

    kc মেনু টা চাই
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ২২:৫০ | 117.194.103.163
  • তবে বলি শোন । আজকে ইশানের সঙ্গে চা খেতে গিয়েছিলাম কৌটো র অভাবে বেচার ধোসা খেয়ে বেজায় ম্রিয়মান ঃ-((
  • M | ৩১ মার্চ ২০১১ ২২:৪৭ | 59.93.201.170
  • আচ্ছা কৌটো যেদিন খুলবে সেদিন কি ঈশেন ঐ টিপিনটাই খাবে? আমার কেন জানিনা এটা খুব জানতে ইচ্ছে করছে।
  • san | ৩১ মার্চ ২০১১ ২২:৪৭ | 14.99.94.42
  • ফাইনালি কে কার মাথায় বাড়ি মারছে ? ঠিক হল ?
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ২২:৪৭ | 117.194.103.163
  • ও হে ব্যাঙ?
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২২:৪৬ | 112.133.206.18
  • শেষ চেষ্টা হিসেবে একবার সাবানজলে পুরোটা ডুবিয়ে দেখলে হয় না? ঢাকনা ও পাত্রের মধ্যে যে কিঞ্চিং জায়গা আছে (ধরে নিচ্ছি এক্ষেত্রে আছে) সেখানে চাট্টি সাবাংজল চুঁইয়ে এসে যদি জুড়ে বসে ভেতর থেকে লুব্রিকান্টের কাজ করে। বলা তো যায় না ফ্লুইড মেকানিক্ষের গূঢ় বিষয় এসব।

    (একটাও ফুলটস না। আম্পায়ার বল ডেড ডেকে দিয়েছেন।)
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ২২:৪৬ | 117.194.103.163
  • অ্যাঁ । এ আবার কী কথা? কৌটো কি চোট লাগা ঠ্যাঙ??
  • M | ৩১ মার্চ ২০১১ ২২:৪৫ | 59.93.201.170
  • কেসিকে হ্যাবাড্ডে।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ২২:৪৫ | 12.20.48.10
  • মানে মোটকথা কৌটোটিকে pasteurize করাতে হবে। মাদার ডেয়ারির কারখানায় নিয়ে গেলে হয় না? ;-)
  • byaang | ৩১ মার্চ ২০১১ ২২:৩৮ | 122.172.27.136
  • মিঠু, কৌটো খোলা নিয়ে আমার শেষতম ফান্ডা - একবার গরম জল আর আরেকবার ঠান্ডা জল ঢাকনা বরাবর ঢালতে থাকো। ৪-৫বার এরকম ঠান্ডা জল আর গরম জল করতে থাকো। কৌটোর ঢাকনা খুলে যাবে।
  • r.h | ৩১ মার্চ ২০১১ ২২:৩৬ | 198.175.62.19
  • কেসি না তো কাব্লীদা।
    কুমুদি সি আর ডি গুইলেছে।
  • kumudini | ৩১ মার্চ ২০১১ ২২:৩০ | 122.162.233.235
  • কেসি কুমুর মাথায় বাড়ি না ক্ষী একটা বল্লো?
    এদিকে আমি কিন্তু গত চব্বিশ ঘণ্টা ধরে কেসিকে ভালো ভালো কথা বলেছি,সুবিনয় রায়ের লিং দিয়েছি।
    বাড্ডে বয় বলে সমস্ত মেনে নিচ্চি।
  • Raj | ৩১ মার্চ ২০১১ ২২:২৯ | 115.118.86.32
  • এই তালেগোলে হরিবোল বাজারে চাওলা হঠাৎ করে গেষ্ট অ্যাপিয়ারেন্স করিলেও করিতে পারে , ভুলিবেন না মহেন্দ্র সিংহ ধোনি অনেক লড়াই করিয়া ওনাকে দলভুক্ত করাইয়াছিলেন।

    তবে সবকিছু নির্ভর করিতেছে শুরুতে সচিন ও সহবাগের উপর ; দেখা যাউক

    বিঃদ্রঃ জ্যাঠামশাই বানানবিধি অনুসারে পোস্টিত
  • Bratin | ৩১ মার্চ ২০১১ ২২:২৭ | 117.194.103.163
  • kc জন্মদিনে কী কী খেলে চটপট লিখে ফেলো দেখি
  • kc | ৩১ মার্চ ২০১১ ২২:১৯ | 89.203.49.18
  • অপ্পন ঐ খেলাটা একঘন্টা আগে স্টার স্পোর্টসে দেখাল। ভাল বাউন্সি উইকেট, বল সুন্দরভাবে ব্যাটে আসছিল। বোলারদের বেশ বাঁশের উইকেট।
  • sayan | ৩১ মার্চ ২০১১ ২২:১৪ | 12.20.48.10
  • অপ্পন্দা, ভুলিও না নেহরা সাফা ম্যাচে উত্তাল ছড়িয়েছিল।
    আশ্‌বিন (এটা হ্যাভক ঃ-)) স্পিনার। ব্যাটে ছড়ায়। সেখানে ইউসুফ টিপে পাকা হওয়ার জন্য একটা ভালো পার্ফর্ম্যান্স নামাতেই পারে। প্লাস স্লগ-শট মারার ক্যাপা। এবার বলো, কার আসা উচিত।
  • kc | ৩১ মার্চ ২০১১ ২২:১২ | 89.203.49.18
  • তা নামেনি। কিন্তু ধোনি যদি এই ফাটকাটা খেলে তাইলে আমার ফুল সমর্থন থাকবে।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২২:১০ | 112.133.206.18
  • এই গ্রাউন্ডে খেলা তো? রিভার্স সুইং শুরু হলেই মিডল অর্ডার চাপে পড়ে যাবে।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২২:০৮ | 122.252.231.10
  • তা বলে ৮+৩? আজ অব্দি কেউ নেমেছে কমরেড?
  • sayan | ৩১ মার্চ ২০১১ ২২:০৬ | 12.20.48.10
  • এই কেসি কোনজন?
    যিনিই হোন, হ্যাপি বাড্ডের শুভেচ্ছা! ঃ-)
  • kc | ৩১ মার্চ ২০১১ ২২:০৬ | 89.203.49.18
  • ফাইনাল ম্যাচটা মনে হচ্ছে ব্যাটিং নির্ভর ম্যাচ হতে চলেছে। যত বেশী সলিড ব্যাট থাকে তত ভাল।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২১:৫৬ | 122.252.231.10
  • পিটিয়ে দেবে? অত সোজা?

    পাঠানের বোলিং তো পাতে দেবার মত হচ্ছে না। মাঝে মাঝেই লং হপ ফেলছে। পাঠানের ব্যাটিং ক্লিক করবে এই লটারি কেটে আট ব্যাটসম্যান নিয়ে নামবে নাকি!
  • kc | ৩১ মার্চ ২০১১ ২১:৫২ | 89.203.49.18
  • হানু কিছু বলতে চাইছে। কিন্তু কিছুতেই বলবেনা। টপিকের ধার দিয়ে গোল গোল ঘুরে যাবে।
  • kc | ৩১ মার্চ ২০১১ ২১:৪৮ | 89.203.49.18
  • আশ্‌বিন ( ভালো বোলার হলে আবাপ এই বানামটাই লিখবে) এলে দিলশান সঙ্গকারা পিটিয়ে দেবে। পাঠানকেও পেটাবে তবে ব্যাটহাতে পাঠান ক্লিক করে গেলে আর দেখতে হবেনা।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২১:৪০ | 122.252.231.10
  • পাঠান কেন? অশ্বিন ঢুকবে তো।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২১:৩৯ | 112.133.206.18
  • আর এদিকে রক্ষোবংশ যে ফুলদানি চেয়েছে সে খপর রাখো?
  • kc | ৩১ মার্চ ২০১১ ২১:৩৯ | 89.203.49.18
  • তাইলে তো পাঠানের চান্স আছে।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২১:৩৬ | 112.133.206.18
  • নেহরা চোট পেয়েছে?

    হ্যা হ্যা হ্যা

    নতুন কী করেছে?
  • Raj | ৩১ মার্চ ২০১১ ২১:২৫ | 115.118.86.32
  • আর এদিকে যে নেহেরা চোট পেয়ে ফাইনালে আর খেলতে পারবে না - সে খবর রাখো?
  • dipu | ৩১ মার্চ ২০১১ ২১:২২ | 59.164.191.183
  • অ, কেসির জন্মদিন? হ্যাবাড্ডে ঃ-)
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২১:১৮ | 122.252.231.10
  • তরমুজ দিয়ে লাঞ্চ? এইরে, ঘুরে দাঁড়াচ্ছে। ঃ)
  • kc | ৩১ মার্চ ২০১১ ২১:১২ | 89.203.49.18
  • হগ্গলডিরে আবারও অনেক অনেক ধইন্যযোগ। আমি আপ্লুত।
  • san | ৩১ মার্চ ২০১১ ২১:১০ | 14.99.94.42
  • যারা মানুষের কথা নকল করতে পারে তারা তোতা - যারা পারেনা তারা টিয়া ঃ-)

    এদিকে আমিও আজ বড়মকে দেখে অনুপ্রাণিত হয়ে তরমুজ দিয়ে লাঞ্চ সেরেছি । ডিনারও বোধ হয় সারব ঃ-)
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২০:৫২ | 112.133.206.18
  • ক্রিকেটের হট্টগোলে আরেকটা খবর না বললেই নয়। কারা যেন পাড়ার টুর্নামেন্টের ফাইনালে বেদম হেরেছে। এই বছরটা ট্রফিহীনই কাটল বেচারাদের।

    কোন সাল যেন এটা? কীসের যেন শতবর্ষ?
  • raatri | ৩১ মার্চ ২০১১ ২০:৫০ | 59.93.223.93
  • এদিকে আমি পোশ্নে পোশ্নে জেরবার,ওদিকে কেউ নেই আমাকে হেল্পাবার জন্যে!!হেল্প!!হেল্প!!
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২০:৪৭ | 112.133.206.18
  • গত মে মাসে বাড়ি পাল্টেছি। মে-র আগে একবার এসে মাথা গুনে গেছে আর মে-র পরে নতুন ঠিকানায় আরেকবার। বাইরের দেওয়ালে ছাপ মেরে গেছে।
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২০:৪৫ | 112.133.206.18
  • আতাগাছে যে পাখিটি বসে সেটি তোতা। আর বন থেকে বেরোলে টিয়া। (মুকুট এই বাজারে কি আর অ্যাফোর্ড করতে পারবে!)
  • aka | ৩১ মার্চ ২০১১ ২০:৪৫ | 168.26.184.12
  • Jaani naa, dharale gechhi aar ki.
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২০:৪৩ | 122.252.231.10
  • খাইসে। নেটওয়ার্কে পোকা ধরেনি তো!
  • raatri | ৩১ মার্চ ২০১১ ২০:৪৩ | 59.93.223.93
  • কেউ কি বলতে পারো তোতা আর টিয়া আলাদা করে কিভাবে চেনা যায়??এটা আসলে টংকাইবাবু জানতে চাইছেন।
  • aka | ৩১ মার্চ ২০১১ ২০:৪৩ | 168.26.184.12
  • aar dukkho dio ni chaagari taai chale jet a mane hay. Shaalaa jaghanya maal nemechhe.
  • Arpan | ৩১ মার্চ ২০১১ ২০:৪২ | 112.133.206.18
  • এইটা কিন্তু হয়েছে সেদিন পোকাদের নিয়ে খিল্লি করে কমরেডের কবিতা লেখার জন্য।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত