এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • achintyarup | ৩০ মার্চ ২০১১ ০০:২৭ | 121.241.214.38
  • ডাক্তার, রামরামরামরাম বলো
  • achintyarup | ৩০ মার্চ ২০১১ ০০:২৬ | 121.241.214.38
  • হুতো, তোমাদের কোনো শাখা নাই তো?
  • r.h | ৩০ মার্চ ২০১১ ০০:২৫ | 198.175.62.19
  • কুমুদি, হ্যাঁ, রবাহুত, হুতো, আর হেইচ/ আর এইচ, আর হুতো, পীড় চরণাশ্রিত হুতো, আমরা সব একই লোক (ছবি, সই, হলোগ্রাম দেখে নিন)।

    ওয়াল স্ট্রীট নিয়ে একটা পদ্য লিখতে বসেছিলাম, হঠাৎ দেখি এক বখাটে ছোগরা পেছনে দাঁড়িয়ে উশখুশ করছে। পার্সোনাল স্পেস বলে আর কিছু রইলো না। দুর্দুর।
  • I | ৩০ মার্চ ২০১১ ০০:২২ | 14.96.186.122
  • বল্লে তো বিশ্বাস করবে না। ভাববে গুল ( পান আকাঙ্খিত নহে।
    যেই না এ কথা ভাবা, অমনি আমার কম্পিউটার হ্যাং করে গেল; একইসঙ্গে মোবাইল ফোনও। নিশুতি রাত;ঝিঁঝিঁ ডাকছে (মাইরি বলছি !), আমার তো গা-ফা ছমছমিয়ে একাকার। ঃ-)
  • achintyarup | ৩০ মার্চ ২০১১ ০০:১৬ | 121.241.214.38
  • আজ এত সক্কাল সক্কাল ডাগদারের নির্বাণলাভের প্ল্যান যে?
  • Tim | ৩০ মার্চ ২০১১ ০০:০৮ | 198.82.30.201
  • ইয়ে, কী গান শোনাচ্চে? লাল গানে নীল সুর?
  • I | ৩০ মার্চ ২০১১ ০০:০২ | 14.96.186.122
  • মোহালিতে ঝমঝমিয়ে বিষ্টি পড়ে, ভাই ! চল রে চল, পালাই, আর খেলিয়া কাজ নাই।
    মাইরি বলছি ! এইমাত্তর পোনয় রায় চ্যানেলে দেখালো, বরখা বরখাসিক্ত হয়ে পাঞ্জাবী গায়ক ধরে ধরে গান শোনাচ্ছে। একে মোহালি, দুয়ে বিষ্টি। তিনে উমর গুল ও শোয়েব আখতার।

    আমি তাই ঠিক কল্লাম, এখন থেকে ক্রিকেট-সময়কে আমি ফ্রিজ করে দেব। এই ঝঞ্ঝাট ("ঝঞ্ঝাট', খেয়াল করবেন , মূলে মাতৃশব্দ "ঝঞ্জা' হতে উৎপন্ন) আর ভাল্লাগে না। শাহিদ আফ্রিদি'র একটা প্রেস কনফারেন্স দেখাচ্ছে, এর মধ্যেই ফ্রিজ করে দিলাম। আফ্রিদি'র হাঁ-করা মুখ, অতএব , চিরকালের জন্য ক্রিকেট-রূপকথায় ঢুকে পড়ল। অন্য সবাই খাবে-দাবে-কমোড বিক্কিরি-আইটি ও পরকীয়া করবে, বাইরের সংসার দিব্য চলবে, শুধু ক্রিকেটকালের চিরচঞ্চলগতি থেমে রইবে। মোহালি'র বিষ্টির ফোঁটা শূন্যে থেমে রইবে ও আমরা আমাদের নাতি-নাতনীদের বলব-সে এক ক্রিকেট ছিল রে দাদুভাই-দিদিভাই আমাদের আমলে; ভারত-পাকিস্তান সেমিফাইন্যাল হত; কিন্তু হতে হতে হল না। দেখে আসিস গে ওয়াংখেড়ের ক্রিকেটাশ্ম মিউজিয়ামে। মাল্টিমিডিয়ায়। চারিদিকে নীলচে বরফ গলে গলে নামছে, প্রবল শৈত্য, ক্রিকেট হিমযুগ; তারি মাঝখানে দুই অধিনায়কের করমর্দনরত ছবি; ক্লিপিং;হাস্যমুখ মনমোহন-গিলানী;ওয়াগা সীমান্তে প্রবেশরত পাকিস্তানী দর্শকদের সাক্ষাৎকার; সেই সময়ের অ্যাড জিঙ্গল; বেড়ার ওপারে ফাইন্যালে পৌঁছে যাওয়া শ্রীলঙ্কান ক্রিকেটারগণের আহ্বান; যেন মহাপ্রস্থানের পথে সুদূর কোন শৃঙ্গ হতে ধর্মরাজ ইয়েতি'র আকুতি--তার প্রতিস্পর্ধী সুযোধন-ইয়েতি ভ্রাতা এখনো পৌঁছল না, হায় ! স্বর্গের দ্বার না-খোলা, না-রুদ্ধ।

    এই নিয়ে জমজমাট একটা ছোট গল্প লেখাই যেত। কিন্তু আমি আর পঁচিশ'শ সেকেণ্ড পরে নির্বাণলাভ করব যে ! আর যেহেতু নির্বাণকাল, মা হিংসী, তাই থিমটা বিনা পয়সায় সবাইকে বিলিয়েই দিলাম , যাঃ!
  • kc | ২৯ মার্চ ২০১১ ২৩:৫৭ | 89.203.49.18
  • আমার দেওয়া প্ল্যানটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু একবারও থ্যাঙ্কু কইলনা। দীর্ঘশ্বাস....
  • m | ২৯ মার্চ ২০১১ ২৩:৫৬ | 117.194.35.67
  • আমিও যাই- কাল সকালের মধ্যে সবাই মিলে আমার জন্যে একটা ভালো জায়গা ঠিক করে রেখো- নইলে ছেলের গাল ফোলা মুখ দেখতে হবেঃ((
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:৫৫ | 117.194.99.228
  • হ্যাঁ চাপ নেই। আমি তো রোজ যাই। রাজারহাট , এয়ারপোর্ট হয়ে বেলঘড়িয়া exp way । সোজা দক্ষিনেশ্বর। সেখান থেকে বেলুড়।
  • kumu | ২৯ মার্চ ২০১১ ২৩:৫২ | 122.162.233.251
  • ছাদে হাঁটতে যাচ্ছি।গুন্নাইট/ডে।
  • m | ২৯ মার্চ ২০১১ ২৩:৪৯ | 117.194.35.67
  • গাড়ি করে বেলুড় মঠ যাওয়াটা সুবিধেজনক হবে কি
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:৪৬ | 117.194.99.228
  • ও জ্বালিয়ে দিলে। কেউ আর ডকু ছাড়া কথা বলে না!!ঃ-))
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:৪৩ | 117.194.99.228
  • হ্যাঁ। বেলুড় চলে এসো। বেলুড় থেকে দক্ষিনেশ্বর নৌকা তে ওরা এনজয় করবে।
  • siki | ২৯ মার্চ ২০১১ ২৩:৪৩ | 122.162.75.27


  • এই যে। বুরাঁশ বা গুঁরাশ যাই হোক, এই সেই ফুল।
  • m | ২৯ মার্চ ২০১১ ২৩:৪০ | 117.194.35.67
  • কিন্তু সে সব ই কোলকাতার কাছে পিঠে নাঃ(
  • Tim | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৯ | 198.82.30.201
  • ইন্দোদার স্মার্ট ফোন। নিজে নিজে কয়। ;-)
  • Tim | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৮ | 198.82.30.201
  • ক্রিকেট তো চলে গ্যাছে কুড়ি কুড়ি বছরের পার। বিশ্বকাপের পরে দেখি নাই টিভিতে সকার। টেনিসের কথা আর নাইবা বল্লাম।
  • I | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৬ | 14.96.186.122
  • মিথ্যে কথা বলছে , আকা। আমার ফোং, আমি জানি না?
  • siki | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৬ | 122.162.75.27
  • ইন্দোদাদা,

    ডুয়েল সিটিজেনশিপ?

    মামী,

    ব্যান্ডেল চার্চ।
  • kc | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৫ | 89.203.49.18
  • মামী, বেলুড় বেলুড় বেলুড়। সেখান থেকে ফেরাটা, ভায়া ব্রতীনের বাড়ি।
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৪ | 117.194.99.228
  • কিন্তু সাদা ধবধবে চালের ভাত? আহা ঘি দিয়েই খাওয়া হয়ে যায়
  • aka | ২৯ মার্চ ২০১১ ২৩:৩৩ | 168.26.215.13
  • বলছে বন্ধ।
  • I | ২৯ মার্চ ২০১১ ২৩:৩১ | 14.96.186.122
  • আকা, ফোনাও।
  • I | ২৯ মার্চ ২০১১ ২৩:৩০ | 14.96.186.122
  • অজ্জিতের মতই আমিও আজকাল ক্রিকেট-কোহল-কোলাহল থেকে ঝিঁঝিঁ-র ডাক বেশী ভালবাসতে শুরু করেছি। স্ট্রিমিং-এর চেয়ে স্ট্রিং।
    আবার গরম আসছে; সেই সঙ্গে এসেছে ভোট। এসেছে ক্রিকেট। এসেছে আজ কী মহা সমারোহে। এসেছে আর এক কিস্তি ভোটের গরম লেখবার সময়। সঙ্গে থাকুক ক্রিকেট। কিন্তু আমায় টানছে হৃষীকেশ। হৃদিস্থিতেন। শুধু যে মাছ-মোচ্ছব পাওয়া যায় না, সেই ব্যথা মনে জাগে।
  • aka | ২৯ মার্চ ২০১১ ২৩:৩০ | 168.26.215.13
  • বিগাই, পাঁচ মিনিটের জন্য কথা বলা যাবে?
  • aka | ২৯ মার্চ ২০১১ ২৩:২৯ | 168.26.215.13
  • যেমন চিকেন টিক্কা একটি বিলেতি খাবার জন্ম দেশে।
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:২৯ | 117.194.99.228
  • ইন্দো দা খবর কী? কেমন আছো? সিকি আরেক টু হলে আমাকে বুরুঁশের সরবত খাইয়ে দিত।
  • m | ২৯ মার্চ ২০১১ ২৩:২৯ | 117.194.35.67
  • না চিড়িয়াখানা তো স্কুল থেকে কদিন আগেই নিয়ে গেলোঃ((
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:২৭ | 117.194.99.228
  • জু তে বোধহয় বোর হয়ে যাবে নাকি?
  • I | ২৯ মার্চ ২০১১ ২৩:২৫ | 14.96.186.122
  • ক্রিকেট একটি এশীয় খেলা, যার জন্ম বিলেতে।
  • m | ২৯ মার্চ ২০১১ ২৩:২৪ | 117.194.35.67
  • ব্রতীন, ইনডোর চাইছি না।
    এই ধরো পাখি, পোকামাকড় দেখার জায়গা, কিম্বা নদীর ধারে একটা ছোট্ট পার্ক মত। বি গার্ডেন ভেবেছিলাম কিন্তু ...
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:২৪ | 117.194.99.228
  • কুমু দি কি ছাদে পায়ে-চারি করতে গেল নাকি?
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:২১ | 117.194.99.228
  • সায়েন্স সিটি
    নেহেরু চিল্ডেনর্স মিউজিয়াম
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২৩:২০ | 12.20.48.10
  • "ছোটবেলার একটি স্মরণীয় দিন' নিয়ে রচনা এবং পূর্বজন্মের ফোটো এক্সিবিশন চলছিল। সঙ্গে ছিল পেপারনি, প্লেইন আর ডাবল চীজ পিৎজা, ব্রেড স্টিক, চিকেন উইংস, চকো চিপ কুকীজ আর পানীয়। এবার একটু ঘুম ঘুম পাচ্ছে।
  • m | ২৯ মার্চ ২০১১ ২৩:১৯ | 117.194.35.67
  • কোলকাতার কাছেপিঠে কোথাও একবেলার মত
    দুতিনটে ছ-সাত বছুরেদের নিয়ে বেড়াতে যাবার জায়গা আছে..

    নিক্কোপার্ক বাদ।

    জলদি জানতে চাই।আগাম ধন্যযোগ।
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ২৩:১৫ | 117.194.99.228
  • উপস্থিত
  • Tim | ২৯ মার্চ ২০১১ ২৩:০২ | 198.82.30.201
  • এত জলদি সবাই ঘুমোলো? নাকি খ্যালা দেখছে?
  • kumu | ২৯ মার্চ ২০১১ ২২:৪২ | 122.162.233.251
  • কেডিদা আজকাল আমাদের দেখতেই পান না।
    অভিমানের ইমো-
  • pinaki | ২৯ মার্চ ২০১১ ২২:৩৭ | 131.151.60.36
  • কাব্লিদা, আমি এখন বাইরে, বউও কলকাতায়। চেন্নাইতে কেউ নেই রিসিভ করার মত। তার চেয়ে আমার বউকে বলছি ভূতোকে ফোন করে কলকাতা থেকে কালেক্ট করতে।
  • kd | ২৯ মার্চ ২০১১ ২২:৩১ | 96.224.22.230
  • পিনাকী, ভুতোকে তোমার ম্যাড্রাসি ঠিকানা পাঠাও রাইট অ্যাওয়ে, কাগুজে গুরু (ষন্ডনিতম্ব ইস্যু) যদি পেতে চাও।
  • Tim | ২৯ মার্চ ২০১১ ২২:২৫ | 198.82.30.201
  • এত মে মে কোরোনা। মে আসতে এখনো অনেক দেরি। বিপ্লব এলেই বুঝবে মে এলো।
  • kc | ২৯ মার্চ ২০১১ ২২:১৭ | 89.203.49.18
  • ইপিস্তাকেও বেশ কিছুদিন দেখতে পাওয়া যাচ্ছেনা।
  • kumudini | ২৯ মার্চ ২০১১ ২২:১১ | 122.162.233.251
  • আমিও এলুম।হুতোর কতা আর বোলনি,ছেলেটা ক্যামোন গম্ভীর হয়ে গেচে।

    আচ্ছা r.h রবাহুতোই তো?
  • achintyarup | ২৯ মার্চ ২০১১ ২২:১০ | 121.241.214.38
  • প্রেম কেন কম্বে? পোড়া অঙ্গ জুড়াবে
  • san | ২৯ মার্চ ২০১১ ২২:০৯ | 14.99.70.148
  • বার্নলে কি আর প্রেম কমে।
  • aka | ২৯ মার্চ ২০১১ ২২:০৭ | 168.26.215.13
  • কি একটা করার ছিল ভুলেই গেলাম।
  • san | ২৯ মার্চ ২০১১ ২২:০৫ | 14.99.70.148
  • অ্যাঁ অচিন্ত্যদা হুতোদা অরিজিত এরা সব মেয়ে? ঃ-০
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত