এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৮:৪৩ | 122.166.162.49
  • আমাকে কেউ সরপুঁটী মাছ রান্নার রেসিপি দিতে পারো?
    (নিশ্চয়ই বলে দিতে হবে না, বেশি খাটুনি আমার পোষায় না, মানে হ্যান বাটো রে, ত্যান কোটো রে ইত্যাদিগুলো বাদ্দিয়ে রেসিপি চাই। পর ইয়াদ রহে - সেদ্দ আর কাঁচা খাবার খেতে পারি না)
  • q | ২৮ মার্চ ২০১১ ১৮:৩৯ | 61.12.12.83
  • বাজার তো কই দেখিনি। তাছড়া বানেরঘাটায় সব্জির বাজার নিয়ে আমি কী করব! যদিও বা থাকে!

    পরোটার দোকানটা বেকার।
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৮:৩৩ | 122.166.162.49
  • তুই কি চিড়িয়াখানার পাশে ভাত-মাছের্ঝোলের দোকান থাকবে ভেবেছিলি? তুই অমন বড় সব্জির বাজারটা মিস করলি কেমন করে!!
  • san | ২৮ মার্চ ২০১১ ১৮:৩৩ | 14.96.199.23
  • কেউ কি আমারে একটু ফরিদা আর সায়ন্তনদার লেখাদুটো খুঁজে দিতে পারে? আগাম ধন্যবাদ ।
  • q | ২৮ মার্চ ২০১১ ১৮:৩০ | 61.12.12.83
  • জানি না কোন রোড। বাসে করে যাচ্ছিলাম। একটা জঙ্গলের মাঝখান দিয়ে খানিক যাওয়ার পর দেখি একটু দূরেই পাহাড়, তারও খানিক বাদে চিড়িয়াখানা।

    বিশাল বাজার না ঘন্টা! বাসস্ট্যান্ডের পাশে একটা ঢপের পরোটার দোকান ছাড়া খাবারদাবারও নেই।
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৮:২৫ | 122.166.162.49
  • নিঘ্‌ঘাত নাইস রোড পৌঁছে গেছিলি। চিড়িয়াখানার পাশে এখন বিশাল বাজার। তুই উঁচু উঁচু পাহাড় কোত্থেকে পেলি? ঃ-o সমস্ত পাহাড় কবেই ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে, সেখানে উঁচু উঁচু ফ্ল্যাটবাড়ি উঠে গেছে।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৮:২৪ | 168.26.215.13
  • কিউল কে কিউট বলে ভুল করবেন না, কায়দা করে কুল বললাম।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৮:২৩ | 168.26.215.13
  • অনুপম বেশ কিউল ছেলে।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৮:২০ | 59.178.50.227
  • বাঃ,ব্যাঙের কী মজা!
  • q | ২৮ মার্চ ২০১১ ১৮:১৯ | 61.12.12.83
  • ওকে।
  • q | ২৮ মার্চ ২০১১ ১৮:১৮ | 61.12.12.83
  • মাসদুয়েক আগে বন্ধুরা মিলে বানেরঘাটা চিড়িয়াখানা দেখতে গেছলুম। সে যাচ্ছি তো যাচ্ছিই। চারপাশে উঁচুউঁচু পাহাড় এসে গেল, তা ও চিড়িয়াখানার পাত্তা নেই!
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৮:১৭ | 122.166.162.49
  • শুক্কুর সারা দিন আর শনি শকাল ফোন করিস নি। ঐ দুই দিন বিশাল নারীমোর্চা নিয়ে দীনেশ রাঙ্কা আর লারসেন অ্যান্ড টুবরোর বড় সাহেবদের থ্রেট মারতে যাব।
  • q | ২৮ মার্চ ২০১১ ১৮:১৫ | 61.12.12.83
  • উইকেন্ড পড়লে ফোন করব।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৮:১৩ | 59.178.50.227
  • কোরমঙ্গলা দেকচি বেশ ফেভারিট জায়গা।কবে থেকে লুরু যাব যাব কচ্চি,সে আর হয়ে উঠচে না,অথচ গত বছরে তিনবার গেছিলাম।
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৮:১২ | 122.166.162.49
  • দেফুর পোচ্চুর ক্যাল পাওনা হচ্ছে। বানেরঘাটা রোড মানেই গহিন জঙ্গল নয় হে দেফুখোকা। ওখানে এখন কয়েক লক্ষ মানুষ বাস করে।
    কোরামঙ্গলা থেকে নিয়ে নেওয়াটা গুড আইডিয়া। হ্যান্ডসেট পাল্টাতে গিয়ে সব্বার নম্বর মুছে ফেলেছি ভুল করে, মায় ডিডিদার নম্বর অব্দি। পারলে নম্বরগুলো মেল করে দিস।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৮:০৯ | 59.178.50.227
  • http://www.bhalobasa.in/articles/118421/Amake-Amar-Moto-Thakte-Dao-Lyrics-in-full এইখানে পুরো গানটা আছে,শেষটা ফিলিমে নাই।

    ডিডিদা,ঠিকই,আমাদের পিছুটান বড় বেশী।
    যাগ্গে,এবার আর হোলো না,পরের জন্মে আমি চিন্টুবাবুর মত জার্নালিস্ট হতে চাই।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৮:০৭ | 168.26.215.13
  • তবে মনের মতন প্রফেশনটা যে কি কে জানে?

    গুরুতে ভাটানোর জন্য ১০০K মাইনে, ভুলভাল ছবি তোলার জন্য ১৫০K এইগুলো হবে বোধহয়।
  • q | ২৮ মার্চ ২০১১ ১৮:০৭ | 61.12.12.83
  • ও। তা ভালো। তবে আমি ওই বনশঙ্করী না বানেরঘাটা, অদ্দূর যেতে পারব না। তোমাকেই পূর্ব ব্যাঙ্গালোর ঠেঙাতে হবে। ঃ-)

    অবশ্য কোরমঙ্গলায় প্রায়ই যাই। তাই তুমি ওধারে খেতেফেতে এলে দিয়ে দোবো।
  • san | ২৮ মার্চ ২০১১ ১৮:০৬ | 14.96.199.23
  • আমি ছোটবেলায় চেন্নাইতে স্নেক পার্কে গিয়ে একটা লোকের গলায় ঝোলানো সাপেদের গায়ে হাত বুলিয়েছিলাম । খুব ঔৎসুক্যের সঙ্গে।

    কিন্তু কোনো কুকুরের পিঠে হাত রাখার সাহস কক্ষনো পাই নি। পোষাদেরো না।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৮:০৫ | 168.26.215.13
  • ১। যারা নিজের মনের মতন প্রফেশন পায় তারা ভাগ্যবান।

    ২। যারা নিজের ইচ্ছেমতন প্রফেশন চেঞ্জ করে তারা আরও ভাগ্যবান।
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৮:০৫ | 122.248.183.1
  • ইয়ে, অরি তোমর লাস্ট দাবি টা না করলে হচ্ছিলো না? আরে তোমার কী প্রাণের ভয় নেই?? ঃ-))
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৮:০২ | 122.166.162.49
  • দেফু, পিলিজ ভাই, আমার বই আর ক্যালেন্ডার ভুতোকে হস্তান্তর করিস নি, আমি তোর থেকেই নিয়ে নেবো পরের হপ্তান্তে। ভুতোর থেকে নেওয়া আরো চাপ।
  • san | ২৮ মার্চ ২০১১ ১৮:০২ | 14.96.199.23
  • টাক মাথায় নাতো কি পায়ে থাকবে? ঃ-)
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৮:০২ | 168.26.215.13
  • সাপ ছাড়া আর কিছুতেই আমি ভয় পাই না, ব্যাঙে তো নয়ই।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৮:০১ | 168.26.215.13
  • আজগাল লোকে ভাট বোঝে না, এয়ার্কি বোঝে না, অথচ কবিতা বোঝে, প্রবন্ধ বোঝে, ভাবছি আমিও প্রফেশন চেঞ্জ করব কিনা। এই বয়সে ক্রিকেট বিশেষজ্ঞ হওয়া যায়? মাথায় টাক থাকতে হবে কি?
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৮:০০ | 122.166.162.49
  • আকা ভয় খেয়েসে! ঃ-)
  • q | ২৮ মার্চ ২০১১ ১৮:০০ | 61.12.12.83
  • আগামী হপ্তান্তে ভুতোদাকে পাচার করার প্ল্যান আছে। তারপরে। তবে কোম্পানি আমাকে মুখোশ দেয়নি, বই আর ক্যালেন্ডার দিয়েছে।
  • dd | ২৮ মার্চ ২০১১ ১৮:০০ | 122.167.11.20
  • আম্রিগায় শুনেছি সাহেব মেমেরা, এরকম অনেকেই, এমন ক্ষি মাঝ বয়সেও -খুব স্বচ্ছন্দের জীবন ও নিজের অভ্যস্ত লাইন এক সাহসী ডিসিসন নিয়ে ঝপাৎ করে চেঞ্জ করে নেয়।

    ওদের পিছু টান থাকে না, পারিবারিক কমিটমেন্ট ও কম। তাছাড়া শিশু বয়স থেকেই নিজেদের স্বাধীনতা কথাটা শুনে আর বলে একদম কনভিন্‌স্‌ড।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৭:৫৯ | 168.26.215.13
  • অত সিরিয়াস কিছু না, উফ, অবশ্যই যার যার পার্সোনাল চয়েজ। আমি তো বার, ভাও আর ক্ষারের উদাহরণ দিলাম। ;)
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৭:৫৮ | 122.166.162.49
  • দেফু, মুখোশ ক্যামোনে পাবো?
  • q | ২৮ মার্চ ২০১১ ১৭:৫৭ | 61.12.12.83
  • অনুপমদা টিআইয়ের চাকরি ছেড়ে দিয়েছে বেশ অনেকদিন হল।

    স্যান্দি, ওইটেই।
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৭:৫৬ | 122.166.162.49
  • বার খাওয়া আর চারে পড়ার বাইরে আরো অনেক কিছুই হয় হে আকাশিও!
  • san | ২৮ মার্চ ২০১১ ১৭:৫৫ | 14.96.199.23
  • তবে এই গানটায় শ্রেয়া ঘোষালের চ-ছ-জ অত খারাপ লাগেনি আমার ঃ-))
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৭:৫৫ | 59.178.50.227
  • হ্যাঁ,সব পেলে নষ্ট জীবন-এর চেয়ে খাঁটি কথা নাই।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৭:৫৫ | 115.249.42.177
  • তা আমার দাবীদাওয়াগুনো তো নতুন নয়। এই যেমন -

    শিলাজিত র/ড়-এর তফাত জানে না
    নচিকেতা জঘইন্য উচ্চারণ করে
    শ্রেয়া ঘোষাল চ/ছ বলতে পারে না
    অন্তহীনের গানটা অসাধারণ বাজে
    ...
    ...
    ...
    চল রাস্তায় সাজি ট্রামলাইন ভাল্লাগে না
    ...
    ...
    পোশশু ভারত হারবে
  • san | ২৮ মার্চ ২০১১ ১৭:৫২ | 14.96.199.23
  • না না প্রলাপ ক্যানো । সবার আলাদা আলাদা দাবিদাওয়া তো হবেই। একটু অবাক হলাম আর কী ঃ-)
  • shrabani | ২৮ মার্চ ২০১১ ১৭:৫২ | 124.124.86.85
  • আমার মনে হয়েছে অপছন্দের লোকগুলো না থাকলে সিনেমাটা খারাপ লাগত না। গানগুলোও ইন্টারেস্টিং লেগেছে, কানে।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৭:৫১ | 168.26.215.13
  • না না, চাকরি করার কয়েক বছর পরে পেশা চেঞ্জ করলে দুটো কেস হতে পারে, এক, বার খেয়েছে, দুই, চারে পড়েছে। বেনিফিট অফ ডাউট লোকটির ফেভারে দিয়েছি। ঃ)
  • dd | ২৮ মার্চ ২০১১ ১৭:৫১ | 122.167.11.20
  • আমাকে আমার মতম থাকতে দাও, গান তাও আমার খুব ভালো লাগলো। এটা একেবারে আমার motto। কিন্তু কেউ শোনে আমার কথা?
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৯ | 59.178.50.227
  • ব্যাঙ,নিজের ভাললাগার বিষয়কে যে পেশা হিসেবে নিতে পারে,সে মহা ভাগ্যবান।
  • Arijit | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৯ | 115.249.42.177
  • কয়েই তো দিলাম ০.০০০১%-এর প্রলাপ কানে নিতে নাই;-)
  • Bratin | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৯ | 122.248.183.1
  • না না ওকে বার খাওয়া বলে না। ' থ্রি ইডিয়েট্‌স' র দ্বিতীয় জনের কথা ভাবো। যার ইচ্ছা ফোটোগ্রাফর হব অথচ বাবার জন্যে নিজের ভালোলাগার গলা টিপে ইঞ্জিনিয়ার হতে চলেছিল
  • san | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৭ | 14.96.199.23
  • দিপু মনে হয় এটা বলছে - উঠছে জেগে সকালগুলো।
  • dd | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৬ | 122.167.11.20
  • না ঃ, ছয়ে ছুটি ই দেখতে হবে। এ ছাড়া না দেখা বই গুলোর মধ্যে আছে তৃষ্ণা আর ক্রস কানেকশন। তার চে' ছয়ে ছুটি ই ভালো।
  • aka | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৬ | 168.26.215.13
  • আরে ওকেই বাংলায় বার খাওয়া বলে।
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৬ | 122.166.162.49
  • আমারও চল রাস্তায় সাজি ট্রামলাইনটা খুব পছন্দ, তবে শ্রেয়া ঘোষালের গলায়।
  • byaang | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৪ | 122.166.162.49
  • বার খাওয়ার কী আছে! কেউ নিজের যেটা ভালো লাগে, সেটাকে পেশা হিসেবে নিতে পারে না? আমি যদুপুরের আরেকজন কম্পুইঞ্জিনিয়ারকে জানি, যে প্রথমে টিআই, তারপর ইট্টিয়ামে কাজ করছিলো, এখন সে ঠিক করেছে সে প্রফেশনাল ফটোগ্রাফার হবে। এখন চাকরিবাকরি ছেড়ে বিয়েবাড়িগুলোতে বিয়ের ফটো তুলে বেড়ায়। মহানন্দে আছে।
  • san | ২৮ মার্চ ২০১১ ১৭:৪৪ | 14.96.199.23
  • চল রাস্তায় সাজি ট্রামলাইন অ্যাবস্ট্রাক্ট লাগল !!!!!!!

    আমার লিরিকটা বেশ পছন্দ হয়েছে।
  • kumudini | ২৮ মার্চ ২০১১ ১৭:৩৯ | 59.178.50.227
  • নীনা,হুডিনী,কেসি--- কত চান?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত