দিল্লী থেকে অনেক দুর হয়ে যাবে না ? নাকি অন্য দিক দিয়ে যেতে হয়??
Arpan | ২৮ মার্চ ২০১১ ১৩:৪৩ | 112.133.206.18
আরে ব্রতীন, ডালহৌসি-চম্বা ভ্যালি চলে যাও না? আমি তো নেক্সট গরমের ছুটিতে যাবো বলে পা বাড়িয়ে আছি।
kumudini | ২৮ মার্চ ২০১১ ১৩:৪০ | 59.178.149.70
*কিছু
kumudini | ২৮ মার্চ ২০১১ ১৩:৩৫ | 59.178.149.70
বুরাঁশ=রডোডেনড্রন।কিছুতে এনজিওতে এর স্কোয়াশ তৈরীর প্রজেক্ট চলছে। ব্রতীন-সরি,আজ এতক্ষণে নেট খুললো।তবে বড় বড় এক্ষপার্টদের মতামত তো পেয়েই গেছ,ডিসাইড করে ফ্যালো কোদ্দিয়ে কোথায় যাবে।মুসৌরি আগে না গিয়ে থাকলে যেতে পারো,বড় হয়ে লোককে বলতে পারবে।তবে ঐ কেম্পটির জলে নেমো না। শ্রাবণী,তোমার ঘটিথালির বর্ণনা পড়ে খুব ভাল লাগল।আমার শ্বশুরবাড়ীতে সারাজীবন জন্মদিনের এই মেনু দেখেছি।শুধু বেগুনভাজার বদলে বড়িভাজা, পেঁপের চাটনি।কলার বড়াটা অবশ্য দেখিনি।
Bratin | ২৮ মার্চ ২০১১ ১৩:০৮ | 122.248.183.1
রাবাংলা তে ঐ টাইপের একটা পানীয় খেতে গিয়েছিলাম। কিন্তু খাওয়া যায় নি। সাঙ্ঘাতিক গন্ধ।
siki | ২৮ মার্চ ২০১১ ১৩:০০ | 123.242.248.130
বুরাঁশ ওখানকার একটা লাল রঙের পাহাড়ী ফুল। সেই ফুল থেকে একটা পানীয় তৈরি হয়। গাঢ় লাল রঙের। পানীয় মানে সিরাপ টাইপ। সেটাকে রুহ্ আফজার মতন জলে গুলে চমৎকার শরবৎ বানিয়ে খাওয়া হয়। ক্লান্তি দূর হয়ে যায় নিমেষে। চল্লিশ টাকায় এক লিটারের বড় বোতল সিরাপ পাওয়া যায়। দাঁড়িয়ে খাওয়াও যায়, দশ টাকায় এক গেলাস শরবৎ।
sinfaut | ২৮ মার্চ ২০১১ ১১:৫৫ | 203.91.193.50
কাবলিদা আর হুতো কে বিলেটেড হ্যাপি বাড্ডে।
Bratin | ২৮ মার্চ ২০১১ ১১:৪৪ | 122.248.183.1
অরিজিতের ফোটো গুলো দেখেছি। জাস্ট অসাধারণ।
Arijit | ২৮ মার্চ ২০১১ ১১:৪২ | 115.249.42.177
বর্ষাকাল হলে অমি চেরাপুঞ্জি সাজেস্ট করতুম। শিলং থেকে ডে-ট্রিপ নয়, চেরাপুঞ্জিতে গিয়ে থাকা, আর ওখেনে পাহাড়ি রাস্তায় হেঁটে বেরানো।
আমাদের চেরাপুঞ্জির ফটোগুলো দেখে আমার এবং সুমনার আপিসে অনেকে প্রচুর এন্থু পেয়ে ঘুরে এসেছে, তবে কেউই ভরসা করে চেরাপুঞ্জিতে থেকে ওই লিভিং রুট ব্রীজ ইত্যাদি দেখতে যায়নি। সবার দৌড় ওই শিলং থেকে ডে-ট্রিপ অবধি। তাতে চেরাপুঞ্জির মজাই মাটি।
nv | ২৮ মার্চ ২০১১ ১১:৩৯ | 71.142.91.211
ধন্য ইউটিউব ঃ
Bratin | ২৮ মার্চ ২০১১ ১১:৩৮ | 122.248.183.1
মোবাইলের নেটওয়ার্ক না থাকলে আমার গোলা লাগে। পুরো গৌহাটি ট্যুরে ছিল না। কি মজা!!!
আচ্ছা, বুরাঁশ বস্তু টা কী?
shrabani | ২৮ মার্চ ২০১১ ১১:৩৭ | 124.124.86.85
ল্যান্সডাউন হয়ে খির্সু পৌড়ীও দারুন তবে ঐ এতটা জার্নি!
pharida | ২৮ মার্চ ২০১১ ১১:৩৫ | 220.227.148.193
কোটদ্বার হয়ে ল্যান্সডাউন চেষ্টা করতে পারো, নিঃসন্দেহে মুসুরি, নৈনিতাল, সিমলা মানালিকে বলে বলে গোল মারবে।
বিনসার যেতে প্রচুর সময় লাগে, খাতায় কলমে যাই হোক, দিল্লী থেকে প্রায় বারো ঘন্টা লেগে যায়। তারপরে স্নোটপ দেখা পাওয়াটা এসময় গ্যারান্টেড নয়। দেখা গেলে যেমন দুধর্ষ, না দেখা গেলে তেমনি খুব খারাপ লাগে।
Arijit | ২৮ মার্চ ২০১১ ১১:৩৩ | 115.249.42.177
নাঃ। বিপুলত্ব বুঝতে হলে গাড়োয়ালের পথ হাঁটা ঢের বেশি কার্যকর। জানলা দিয়ে বুঝতে চাইলে অবিশ্যি অন্য কথা। তাতে আমার খুব বেশি ইন্টারেস্ট নাই;-)
Arijit | ২৮ মার্চ ২০১১ ১১:৩১ | 115.249.42.177
পুরো ম্যাড ম্যাক্স কেস।
অফিসের সামনে একটা মারুতি দাঁড়িয়ে ছিলো - রাস্তার ধারে। একটা ম্যাটাডোর পাশ দিয়ে যাচ্ছিলো, আর্বিট নাক ঘুরিয়ে মারুতিটাকে গদাম করে মেরে স্রেফ বেরিয়ে গেলো!!! অ্যাজ ইফ কিস্যু হয়নি!!!
siki | ২৮ মার্চ ২০১১ ১১:৩০ | 123.242.248.130
মুসৌরী অত্যন্ত ঘিঞ্জি ওভারক্রাউডেড একটা জায়গা। সিজনকালে মলে পা রাখার জায়গা থাকে না, আর কেম্পটি ফল্সের ছ কিলোমিটার আগে থেকে ট্রাফিক জ্যাম শুরু হয়। অ্যাকেবারে যাচ্ছেতাই।
ধনৌল্টি যাও। হতাশ হবে না, গ্র্যান্টি। পাইনের বনে ঢাকা ছোট্ট একটা গ্রাম। দিনের মধ্যে উনিশ ঘণ্টা মোবাইলে নেটওয়ার্ক থাকে না। কোথাও কোনও আওয়াজ নেই। অনেকগুলো ইকো পার্ক আছে। ফাঁকফোঁকর দিয়ে স্নো-ক্যাপ্ড মাউন্টেন দ্যাখো, আর বুরাঁশের জুস খাও।
madhyapadalopee karmadhaaray | ২৮ মার্চ ২০১১ ১১:২৮ | 61.90.164.27
আর হিমালয় বলতে ব্যক্তিগতভাবে আমার মনে হয় নেপাল আর উত্তরাখন্ড হল একদম হার্ট অফ হিমালয়। ওদিকে হিমাচল বা এদিকে সিকিম অসামান্য সুন্দর হতে পারে, কিন্তু হিমালয়ের বিপুলত্ব ঠাহর করতে গেলে এই স্ট্রেচকে এড়িয়ে উপায় নেই।
Bratin | ২৮ মার্চ ২০১১ ১১:২৮ | 122.248.183.1
আগরতলার বার দুই/তিন গেছি। অনেক দিন করে থাকতাম । বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু র বাড়ি। কলেজ টিলায় থাকতাম। তবে উদয়পুর দেখি নি।
madhyapadalopee karmadhhaaaraay | ২৮ মার্চ ২০১১ ১১:২৩ | 61.90.164.27
হিমালয় দেখতে চাইলে (দেখতে, চড়তে নয়), বিনসর ওয়ান অফ দ্য বেস্ট। আমরা প্রায় ২১০ ডিগ্রি রেঞ্জে স্নোটপ দেখেছি। এত প্যানোরমিক ভিউ খুব কম জায়গায় পাওয়া যায়। চৌখাম্বা ঠিক হাত বাড়ালেই। নন্দাদেবী আর পঞ্চৌলিও খুব পরিষ্কার। পশ্চিম গাড়োয়াল থেকে পূর্ব কুমায়ুন অবধি রেঞ্জ তো দেখাই যায়, সেরকম পরিষ্কার আবহাওয়া থাকলে মাছাপুছ্রে অবধি দেখা যায়।
shrabani | ২৮ মার্চ ২০১১ ১১:২১ | 124.124.86.85
সেটা ঠিক, মুসৌরী আমার সবচেয়ে বরবাদ হিল স্টেশন লাগে তবে ঐ জিন্দেগী তে একবার তো দেখাই যায়, রেকর্ডের জন্য। আর ব্রতীন আমাদের এদিকে আসতে চাইছে সেতো ভালো কথা, ওকে নিরুৎসাহ করা কেন! চক্রাতা, ধনৌল্টি এগুলো দেখে নেবে।
শ্রাবণী দি, ঐ জন্যেই ১৩ তারিখ রাতে যাচ্ছি। আর দেরাদুন অবধি প্লেনে র ভাড়া অলমোস্ট ডাবল। কোন মানে হয় না।
অরিজিত, সিকিম এতবার গেছি গ্যাংটক,পেলিং,রাবাংলা কিচ্ছু বাদ নেই। তবে ইয়ামথাম র দিক টা যাওয়া হয় নি।
Bratin | ২৮ মার্চ ২০১১ ১১:০৯ | 122.248.183.1
আচ্ছা। ধন্যবাদ সিকি ও আকা।
ভোটের বাজারে আমাদের এখানে প্রচুর কাজ হচ্ছে। একটা রাস্তা ধসে তার পাশের পুকুরে পড়ে গিয়েছিল। সেই অবস্থাতেই প্রায় সাড়ে তিন/চার বছর ধরে ছিল। ভোটের আগে হঠাৎ করে কাজ শুরু হয়েছে। ঃ-))
আমরা যেখানে থাকি ২৪ প্লটের একটা জায়গা। আমরা এসেছি ১৯৮১ এ। প্রতি বার ই ভোটের আগে শুনি রাস্তা টা হয়ে যাবে। এবরে মনে হয় সত্যি হবে। ঃ-))
Arijit | ২৮ মার্চ ২০১১ ১১:০৭ | 115.249.42.177
মুসৌরী কিন্তু ভয়ানক বোরিং জায়গা। কি একখান ফল্স (তাও এমন কিছু আহামরি নয়) ছাড়া কিসুই নাই। নৈনিতালও আমার প্রায় ওরকমই লেগেছে। তায় পেল্লায় গরম।
কৌশানি - একটু হাইপ্ড। যারা গাড়োয়াল ঘুরেছে তাদের কৌশানিতে ওই পিঁপড়ের সাইজের চুড়া দেখতে মোটেও ভালো লাগবে না।
বিনসর - চার কিলোমিটার হেঁটে ওই অল্প এট্টুস পাহাড়।
ধুৎ। পাঁচদিন আতুপুতু না করে নর্থ সিকিম ঘুরে এসো। আর যদি ওইদিকে যেতে হয় তাহলে গাড়োয়াল।
shrabani | ২৮ মার্চ ২০১১ ১১:০৪ | 124.124.86.85
ব্রতীন, দিল্লী থেকে দেরাদুন যেতে ট্রাফিক না পেলে ঘন্টা ছয় লাগবে। একটু সকাল সকাল বেরিয়ে পড়ো। দেরাদুনে হল্ট করে ঐদিন আর পরের আধা দিন এদিক সেদিক ঘুরে বিকেলের দিকে মুসৌরীতে উঠে পড়ো। মুসৌরী ঘুরতে একদিন লাগে,তার বেশী নয়। তাই তোমার হাতে সময় আছে যখন শমীক যেমন বলল, ধনৌল্টি চলে যাও, তেহরি দ্যাখো। ফেরার দিন মুসৌরী থেকে ডাইরেক্ট দিল্লী আসতে পার, নামতে তো খুবই কম সময় লাগে।
আমিও চোদ্দ তারিখে ঐ রাস্তায় থাকব সকালে বেরিয়ে, রুরকী অবধি!ঃ)
Arijit | ২৮ মার্চ ২০১১ ১০:৪০ | 115.249.42.177
ও - একটা sale-এর ব্যবস্থা করছি - ভোলিনি, মুভ, সিস্টাফ্ল্যাম, আয়োডেক্স, অম্রুতাঞ্জন ইত্যাদি ইত্যাদি। বাই ওয়ান গেট ওয়ান ফ্রী।
;-)
Arijit | ২৮ মার্চ ২০১১ ১০:৩১ | 115.249.42.177
একটা ফোটোগ্রাফি ক্লাবের সাথে জুড়ে গেছি। কাল কিছু ম্যাক্রো ফোটোগ্রাফি দেখলাম - উরিব্বাস। এরকম ছবি শুধু ওই ন্যাট জিও-তে দেখেছি। এরা কয়েকজন প্রোফেশনাল ফটোগ্রাফার - বেশ কিছু অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পেয়েছে - সবাই মোটামুটি NAP-এর সাথে যুক্ত ছিলো এক সময়ে। আমার আইডিয়া হল ইন্ডোর আর স্ট্রীট ফটোগ্রাফি সম্পর্কে কিছু কনসেপ্ট তৈরী করা। দেখা যাক কিছু লাভ হয় কী না।
siki | ২৮ মার্চ ২০১১ ০৯:৪৬ | 123.242.248.130
মুসৌরী থেকে টুক করে চলে যাও ধনৌল্টি। ভাটিয়ালির পাতা খুলে গতবছরে আমার মে মাসের পোস্টগুলো পড়ে নাও। ধনৌল্টি ভালো লাগবেই লাগবে। বিশ্বাস না হলে আমার পিকাসা খুলে একবার ছবিগুলো দেখে নাও।
ধনৌল্টি থেকে আরও একটু এগিয়ে চলে যাও, টিহ্রি অন শোন ড্যাম দেখে এসো। বাঙালি উরুশ্চারণে তেহরি-অন-শোন। যদি ডিফেন্সের কোনও চেনাশোনা থাকে, পারমিট বের করলে হাইড্রাল প্ল্যান্টের ভেতরটাও ঘুরে আসতে পারবে।
aka | ২৮ মার্চ ২০১১ ০৯:১৪ | 24.42.203.194
আরে কোনটায় কিছু দেখার নেই, সেই একই শুকনো পাহাড়, রানীক্ষেত, আলমোড়া এসব ওভার হাইপড জায়গা, মুসৌরিও খানিকটা। ওদিকে গেলে কৌশানি বা বিনশর যাও।
Bratin | ২৮ মার্চ ২০১১ ০৯:১১ | 117.194.98.45
রাণীক্ষেত,কৌশানি ইত্যাদি যেতে তো আরো সময় লাগবে। পাঁচ দিন বড় কম। ১৮ র বদলে। ১৯ th সকালেও ফেরা যায় অবশ্য।
aka | ২৮ মার্চ ২০১১ ০৯:০৯ | 24.42.203.194
আরে এক্সপার্ট কমেন্টই দিলাম। ;)
Bratin | ২৮ মার্চ ২০১১ ০৯:০৮ | 117.194.98.45
না না ওদিকে গেলে আর কিছু কভার করা যাবে কি? সেই জন্যে ই expert's opinion নেওয়া। ঃ-))
aka | ২৮ মার্চ ২০১১ ০৯:০১ | 24.42.203.194
কৌসানিও ভাল জায়গা, কিন্তু ইসে টিসে মেলে না, আশ্রম তো। দেরাদুন, মুসৌরি, রানিক্ষেত, আলমোড়া এটা হল এমনি প্ল্যান। ল্যাদ খাবার ইচ্ছে যখন তখন বিনশরে ইসে টিসে নিয়ে বসে যাও।
siki | ২৮ মার্চ ২০১১ ০৯:০০ | 123.242.248.130
তো যাও। দেরাদুন যাও। সেখান থেকে মসুরী যাও। গিয়ে ফিরে এসো। এ আর বলার কী আছে! সোজা রাস্তা।
ও হ্যাঁ, যাওয়া এবং আসার রাস্তা দুটোই আমার বাড়ির সামনে দিয়ে। দ্বিতীয় কোনও রাস্তা নেই। একমেবাদ্বিতীয়ম্। সেইমতো ভেট চড়িয়ে যেও এবং এসো।
aka | ২৮ মার্চ ২০১১ ০৮:৫৮ | 24.42.203.194
এই সহজ টুরের আবার প্ল্যান কি? দেরাদুন, মুসৌরি গেলে বিনশর ঘুরে এস।
Bratin | ২৮ মার্চ ২০১১ ০৮:৪৯ | 117.194.98.45
ও হো, আদি এবং অকৃত্রিম দিল্লীবাসী র কথা ভুলেই গিয়েছিলাম।আমাকে একট প্ল্যান বানিয়ে দাও। ১৪-১৮ ই এপ্রিল। আমি ১৩ ই রাতে যাবো আর ১৮ রাতে ফিরবো। মুসৌরি,দেরাদুন ও ই দিকে যাবো। হরিদ্বার,ঋষিকেশ,গঙ্গোত্রী,কেদার ও ই সব যাব না। ঘোরা।
siki | ২৮ মার্চ ২০১১ ০৮:২৯ | 123.242.248.130
ব্রতীন আমাকে না জানিয়ে দিল্লি আসছে কেং কয়ে? ও কি ভাবছে, এইভাবে দিল্লিতে ঢোকার ভিসা পাবে?
siki | ২৮ মার্চ ২০১১ ০৮:২৯ | 123.242.248.130
না। আমি ষাট কিলোমিটার লম্বা রাস্তা ভ্যাজরং ভ্যাজরং শুনতে শুনতে এইমাত্র অফিসে এসে ল্যান্ড করলাম।
News Headlines from India (no ad, no junk, simply news headlines with archive). This can be viewed in phone browser and will be available as app in Android, iPhone later....
pinaki | ২৮ মার্চ ২০১১ ০০:১২ | 82.209.167.222
ঐ হল। কোনো এক উইকেন্ডে তো শালী নিয়ে ব্যস্ত ছিলে। আমাদের আর সে সৌভাগ্য হল কই। ঃ-(
siki | ২৮ মার্চ ২০১১ ০০:১০ | 122.162.75.140
শালী কুড়ি তারিখে ফেরত চলে গেছে। সারাদিন আজ দোকানে ছিলাম। মেগা ওয়াক ইন ছিল।
pinaki | ২৮ মার্চ ২০১১ ০০:০৯ | 82.209.167.222
হুম্ম্ম, শালী থাকলে আমাদের উইকেন্ডও ব্যস্ত কাটত। এখানে বার বার বলে দাগা না দিলেও চলবে।
siki | ২৮ মার্চ ২০১১ ০০:০১ | 122.162.75.140
ব্যস্ততম উইকেন্ড কাটল। ঘুমোতে যাবার আগে কাবলিদাকে শুভ জন্মদিনটা বলে নিই। হ্যাবাড্ডি কাবলিদা।
দুঃখের কথা আর কোনোদিন ""When I am 64'' গাইতে পারবো না। ঃ(
মার্চজাতক আবার কী? আমরা সব ভেড়াজাতক - স্যাম্পেল সব দেখেছো না? ঃ))
আনরিলেটেড প্রশ্নঃ এই "মোহালি' ব্যাপারটা কী? মানে এই জেনারেশনে চালু ""ঢপ'', ""চাটা'' এসব কী জানতে পেরেছি, এটাও ওই রকম কিছু? মানে কী?
dri | ২৭ মার্চ ২০১১ ২৩:৩৩ | 117.194.228.235
ঠিক। ইন শর্ট আমরা কেউই চাই না মোহালিতে টেন্ডুলকার তার শততম সেঞ্চুরীটা করে ফেলুক।
dri | ২৭ মার্চ ২০১১ ২৩:৩০ | 117.194.228.235
ইন ফ্যাক্ট, আমার সন্দেহ হয় অনেক অনেক খেলাই আসলে গটাপ। আমার কাছে কোন হার্ড প্রুফ নেই, অফ কোর্স। কিন্তু বিভিন্ন জিনিষ অবজার্ভ করে এটা আমার মনে হয়েছে।
এই যে ফুটবলে পাওলোর সব প্রেডিকশান মিলিয়ে দেওয়া এগুলো জাস্ট ফ্লুকও নয়, আবার গ্রহ নক্ষত্রের কোন পোজিশানও নয়। যে এই প্রেডিকশানগুলো বাজারে ছাড়ে তার কাছে আগাম ইনফর্মেশান থাকে কে জিতছে। মাঠে রাজা রানী প্রাইম মিনিস্টার চ্যান্সেলারও সেই মন হিসেব করে আসে।
এটা আমার সন্দেহ।
Arpan | ২৭ মার্চ ২০১১ ২৩:২৯ | 112.133.206.18
এত প্রেডিকশনের কিছু নেই। মোহালিতে ইন্ডিয়া জিতবে। পাকিস্তান চাপে আছে। ফাইনালে জানি না কী হবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন