এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ২৯ মার্চ ২০১১ ২২:০৫ | 168.26.215.13
  • দখল শব্দের ওপর স্ট্রেস, দু এক সায়ন কবি কি পারবে?
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২২:০৩ | 66.205.171.18
  • সায়ন কবিকে কি তাহলে মেয়েদের দলে ফেলা হচ্ছে?
  • kc | ২৯ মার্চ ২০১১ ২২:০০ | 89.203.49.18
  • আজকে দেখছি মেয়েরাই ভাটাপাতা পুরো দখল করে নিয়েছে।
  • achintyarup | ২৯ মার্চ ২০১১ ২১:৫১ | 121.241.214.38
  • স্যানের প্রশ্নের উত্তর মনে হয় বার্নল
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২১:৪৫ | 66.205.171.18
  • নাহ! এদেশে মধুসূদনকে খামখা বিরক্ত করার প্রয়োজন নেই। এমনিতেই মধু ঝরছে সদা সর্বদা।
  • hu | ২৯ মার্চ ২০১১ ২১:৪০ | 12.34.246.72
  • তা হবে! মধুসূদনের নাম করে যাই খাবে তাতেই মধু ঝরে পড়বে।
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২১:৩৮ | 66.205.171.18
  • হুচি, সব মটরই ভাল খেতে। অতএব আমার ধারনা হরিমটরও উত্তম হবে বটেক।
  • hu | ২৯ মার্চ ২০১১ ২১:৩৫ | 12.34.246.72
  • এই হরিমটর জিনিসটা যে ঠিক কি তা আমার বহুদিনের জানার ইচ্ছে।
  • san | ২৯ মার্চ ২০১১ ২১:৩৩ | 14.99.70.148
  • ভালো দেখতে, খারাপ দেখতে কোনোকিছুকেই যদি না খাওয়া যায় তো পড়ে থাকবে হরিমটর ঃ-(
  • M | ২৯ মার্চ ২০১১ ২১:৩৩ | 59.93.193.119
  • আর আমি এখন একটা ন্যাসপাতি খাচ্ছি যেটা চারশো গ্রাম ওজন আর খাওয়ার সময় আমার হাত , কনুই বেয়ে রস পড়ছে। আর কি মিষ্টি।
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২১:৩২ | 66.205.171.18
  • "পেটাপেটি' ছাড়া আর আছে কিইই (খুব প্যাথো দিয়ে গাইতে হবে কিন্তু)
  • M | ২৯ মার্চ ২০১১ ২১:৩১ | 59.93.193.119
  • আজ অংশুমানের ছবি দেখবোই, আজ ও সারা রাত্তির সিন্মা দেখবো ভেবে রেকেচি, তবে এখন ই ঝিম মারতে শুরু করেচি, কাজেই কটা দেখবো জানিনা।
  • san | ২৯ মার্চ ২০১১ ২১:৩১ | 14.99.70.148
  • এ কী রে ভাই , কাঠবেড়ালি খেলেও মুশকিল , কোলাব্যাঙেও !
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২১:৩০ | 12.20.48.10
  • এইজন্য ন্যানোবট হওয়া ভালো। যা খুশী খাওয়া যায়।
  • M | ২৯ মার্চ ২০১১ ২১:২৯ | 59.93.193.119
  • আমি কত্তুম না, এখন সবার দেখাদেখি ছোঁয়াচ লেগেচে কিনা। কিন্তু সবাই এমন বেড়াতে যাবো করে কেন?
  • hu | ২৯ মার্চ ২০১১ ২১:২৮ | 12.34.246.72
  • তোমরা এত খাই খাই কর কেন বল তো!
  • M | ২৯ মার্চ ২০১১ ২১:২৮ | 59.93.193.119
  • আরো কি কি বলার ছিলো, ভুলে গেছি।
  • M | ২৯ মার্চ ২০১১ ২১:২৬ | 59.93.193.119
  • আজ লাঞ্চে এক কেজি তরমুজ খেলাম।
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২১:২৪ | 66.205.171.18
  • কি মুশকিল! ঘাসপাতা খেয়ে পেট ভরে না যে। ঘন্টায় ঘন্টায় খিদে পেয়ে যায়ঃ-(
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২১:১৯ | 12.20.48.10
  • পিপি, অয়লাক্ত অতি-সল্টাক্ত ফ্রাজা খাবারের চাইতে ঘাস্পাতা ভালো।
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২১:১৮ | 12.20.48.10
  • এহ্‌! স্যান্টানা! ঃ-)
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২১:১১ | 66.205.171.18
  • পারছি কই? এত দুঃখেও কাউমাউ করে কাঁচাকাঁচা ঘাসপাতা চিবুতে পারছি না।
  • san | ২৯ মার্চ ২০১১ ২১:০৯ | 14.99.70.148
  • হ্যাঁ বেশ সবুজ দেখে ঘাসফড়িং , কোলাব্যাং , গিরগিটি এইসব ঃ-)
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২১:০৭ | 12.20.48.10
  • ভুলভাল ওই সব না-খেয়ে সবুজ জিনিসপত্র খাও। আর বস্তা বস্তা ওটমিল। দেখবে তেতোমুখে হানির জন্য প্রাণ কাঁদবে।
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২১:০২ | 12.20.48.10
  • অথচ আমার ডিপ্রেশন কাটানোর সময় অ্যামন দামী কথাটা কেউ বললোই না! স্যানই ধ্রুব, স্যানই সত্য, স্যানই রামগোপাল ভার্মা।
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২১:০১ | 66.205.171.18
  • ১। রান্নায় অ্যালার্জি
    ২। বাসন পত্তর নাই
    ৩। রান্নার সময় হয় না
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২১:০০ | 66.205.171.18
  • হ্যাঁ দুধ আর মধুর দেশে। কিন্তু এত মধুবাতা ঋতায়তে, মধুক্ষরন্তি সৈন্ধবঃ সইছে না, প্রাণপখি খাঁচাছাড়া!
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২০:৫৯ | 12.20.48.10
  • পিপি, রান্না করে আনিস না ক্যানো?
  • aka | ২৯ মার্চ ২০১১ ২০:৫৭ | 168.26.215.13
  • পিপি আম্রিগায়? এত মধু পৃথিবীর আর কোথাও নাই। এখন দিব্য লাগে, আগে অসহ্য লাগত। গেল বছর কানাডা গিয়ে রুড ব্যভার দেখে অবাক হয়েছিলাম।
  • pipi | ২৯ মার্চ ২০১১ ২০:৫৫ | 66.205.171.18
  • যাই গিলে আসি। প্যানকেক-বার্গার-চিপস, চিপস-বার্গার-প্যানকেকঃ-( স্থলে মধু, জলে শর্করা, অন্তরীক্ষ, আকাশ এমনকি অ্যালকোহলও মধুময়। আর লোকের মুখে মুখে তো "হানি' ঝরে পড়ছে। মধুমেহ আটকায় কার সাধ্যি। কিম্বা কুমড়োপটাশ!
  • san | ২৯ মার্চ ২০১১ ২০:৫৩ | 14.99.70.148
  • ইকনমি থাকলে ডিপ্রেশনো হবে। ভয় কী। সবই তাঁর ইচ্ছা।

    আমার একটা গান দরকার। কৃষ্ণপ্রেমে পোড়া দেহ/ কী দিয়ে জুড়াই বলো সখি - শিগ্গিরি শিগ্গিরি কেউ খোঁজ দিন।
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২০:৫২ | 12.20.48.10
  • সমস্ত ঘুমবাজদের কানে,
    উড়ন্ত চাকী জয়ঢাক হয়ে পড়ুক ঝরে, পড়ুক ঝরে।
  • aka | ২৯ মার্চ ২০১১ ২০:৪৯ | 168.26.215.13
  • আরে দাঁড়াও, গোল করো না, ডায়াবিটিসের প্রিলুড চলছে।
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২০:৪৮ | 12.20.48.10
  • যথারীতি নীরবতা। ধুস!
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২০:২৬ | 12.20.48.10
  • আকাদাও খিল্লি করে উধাও। মিনহোয়াইল, মাই সিচুয়েশন রিমেইনস! ঃ-(
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২০:২৪ | 12.20.48.10
  • স্যান, পূর্বজন্মে বি.. হয়ে ছয় মাস ওয়াল স্ট্রীটের এক দোকানে কাজ করার সুযোগ হয়েছিল। তখন থেকেই যাবতীয় ডিপ্রেশনের শুরু। আবার!
  • san | ২৯ মার্চ ২০১১ ২০:১৪ | 14.99.70.148
  • আর নিতান্তই সিএফো না হতে চাইলে , ভালো বিজিনেস অ্যানালিস্টো হতে পারবে ওয়াল স্ট্রিট গোছের কোথাও ঃ-)
  • aka | ২৯ মার্চ ২০১১ ২০:০৭ | 168.26.215.13
  • এই করেই স্কিল সেট বাড়ে তো। এমন হিসেব রাখতে রাখতেই বড় হয়ে সিএফও হবে।
  • sayan | ২৯ মার্চ ২০১১ ২০:০৬ | 12.20.48.10
  • কী সব লোকজন!
    খালিপিলি অন্যের টাকাপয়সার হিসেব রাখতে যাবো কোন দুঃখে! তাও বিনা পারিশ্রমিকে!
  • r.h | ২৯ মার্চ ২০১১ ১৯:৫৪ | 198.175.62.19
  • কি কান্ড, অন্যের পয়সার হিসেব কেনো রাখবো? নিজের থাকলে তো ভালোইবাসতাম। রীতিমতো ভালোটি বাসিতাম।
    তাও যদি সেই অন্যের পহাগুলো নিজের হওয়ার কোন সুদূর সম্ভাবনাও থাকতো। চেনা নেই শুনো নেই কেনই বা আমাকে দেবে ঃ(। অচেনা মানুষের প্রতি লোকের এই যে বিরাগ, এ কিন্তু প্রায় ডিস্ক্রিমিনেশন। ডিসক্রিমিনেশনের সঙ্গে আবার কৃমির একটা ধ্বনি না অলঙ্কার কি যেন মিল আছে দেখছি।
  • san | ২৯ মার্চ ২০১১ ১৯:৪৮ | 14.99.70.148
  • হিসেব কষতে ভালোবাসেনা - এরা কারা এবং ক্যানো? ঃ-০
  • sayan | ২৯ মার্চ ২০১১ ১৯:৪৪ | 12.20.48.10
  • ঃ-/

    ঠিক আছে, একটা নতুন মেইল রুল বানিয়ে তোমার অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দিচ্ছি।
  • r.h | ২৯ মার্চ ২০১১ ১৯:৪০ | 198.175.62.19
  • কি আবার করবে, অন্য লোকের টাকা পয়সার হিসেব রাখো বসে ঃ)

    ভাগ্যিস আমার এরকম হয়নি, কি ফ্রাস্ট্রেটিং ব্যাপার হতো - উঃ
  • sayan | ২৯ মার্চ ২০১১ ১৯:২৫ | 12.20.48.10
  • একটা যন্ত্রণা হয়েছে। কী করণীয় - জ্ঞান দিনঃ

    এইচডিএফসি ব্যাঙ্ক, কলকাতার এক শাখায় জনৈকা একজনের নামে একটি ট্রেডিং অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস ওই ব্যাঙ্ক আমার ই-মেইল অ্যাকাউন্টে পাঠাচ্ছে। এইচডিএফসি'র সিকিওরিটি কাস্টমার কেয়ারে লিখিতভাবে ব্যাপারটা জানালাম। অটো-রিপ্লাই এলো যে ২৪ ঘন্টার মধ্যে ওরা এটাকে অ্যাড্রেস করবে। ইতিমধ্যে ওই ভদ্রমহিলার জন্য পাঠানো সমস্ত মেইল আমার অ্যাড্রেসে এসেছে, ইনক্লুডিং অ্যাকাউন্ট ডিটেইলস, পোস্টাল অ্যাড্রেস, ক্যুইরিয়ার ডিটেইলস এটসেটরা। ওই ভদ্রমহিলার নামের সঙ্গে আমার মেইল অ্যাড্রেসের কোনও মিল নেই দেখে ব্যাঙ্কের ডিটেইলস'এ থাকা অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল নাম্বারে ফোন করলাম। একটা ছেলে ফোন তুলে সব কথা শুনে বলল সে নাকি তার মা'এর নামে ওই ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে। তার মেইল-আইডির সঙ্গে আমারটার পার্থক্য শুধু শেষের একটা লেটার। আর জিমেইল ইউজার আইডির মধ্যে ".' (ডট) ক্যারেক্টরটা ইগনোর করে। (মানে x.y@gmail.com আর xy@gmail.com ওদের কাছে একই। ছেলেটা প্রচুর ধন্যবাদ-টন্যবাদ দিয়ে বলল ও ব্যাঙ্ককে কনট্যাক্ট করবে। আমি ওকে আমার ইনবক্সে আসা প্রতিটা মেইল ফরওয়ার্ড করে দিলাম। তখন থেকে প্রায় ১০ দিন কেটে গেছে, ব্যাঙ্কের কাস্টমার কেয়ার থেকে কোনও রিপ্লাই আসেনি আর ওই মেইলগুলো আসাও বন্ধ হয়নি। প্রতিদিন ট্রেডিং'এর ডিটেইলসওয়ালা খান-চারেক মেইল আসে।

    কী করা যেতে পারে?
  • Bratin | ২৯ মার্চ ২০১১ ১৮:৩৫ | 122.248.183.1
  • কালকের টা জমে ক্ষীর হয়ে যাবে।

    এখনও অফিসে। কালকে WFH তো তাই।
  • achintyarup | ২৯ মার্চ ২০১১ ১৮:৩৪ | 121.241.214.38
  • কিম্বা যখন শুনছি "তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল..., ফোঁটাগুলি যেন চোখে দেখতে পাই
  • saikat | ২৯ মার্চ ২০১১ ১৮:২৭ | 202.54.74.119
  • গান ভাল বুঝি না। তবে "ঢ"-এর সঠিক উচ্চারণ কেমন জানতে হলে "আবার এসেছে আষাঢ়" গানটা শুনতেই হবে !
  • quark | ২৯ মার্চ ২০১১ ১৮:১৫ | 202.141.148.99
  • ধুস! ৪টের মধ্যে ৩ টে কোয়ার্টার-ফাইনাল, তারপরে আবার এই সেমি-ফাইনাল - এত একপেশে!
  • achintyarup | ২৯ মার্চ ২০১১ ১৭:৫৮ | 121.241.214.38
  • হুম। বুঝেছিলেম এ কণ্ঠহার দিলে কারে অনুমানে -- আহা
  • kumu | ২৯ মার্চ ২০১১ ১৭:৫৫ | 59.178.135.94
  • যখন এসেছিলে অন্ধকারে,
    আমার যেদিন ভেসে গেছে,
    আবার এসেছে আষাঢ়
    আকাশভরা সূর্যতারা
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত