এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • shrabani | ২৫ মার্চ ২০১১ ১৭:০৪ | 124.30.233.85
  • হ্যাঁ, যদি ট্যুরফুর না পড়ে গুডফ্রাইডের দিন বা তার পরদিনও হতে পারে।ঃ)
  • pharida | ২৫ মার্চ ২০১১ ১৬:৫৪ | 220.227.148.193
  • ঃ)) ফিরে জানিও ।
  • bb | ২৫ মার্চ ২০১১ ১৬:৫৩ | 115.113.115.130
  • শমীক আপনার দোকনে ফ্রেশার নেওয়ার উত্তরে জানতে চেয়েছিলাম কোথায় resume পাঠাব, আমার একজন আত্মীয়ের জন্য। যদি সুযোগ থাকে একটু জানাবেন।
  • shrabani | ২৫ মার্চ ২০১১ ১৬:৪২ | 124.30.233.85
  • অর্পণ, বাড়ীতে দেখে বলব, গ্রেটনাতে কিনেছিলাম।
    সুমন, নেমন্তন্নে আপত্তি নেই তবে পয়লা হপ্তা বাদ দিয়ে, তখন আমি ঋষিকেশে।
  • pharida | ২৫ মার্চ ২০১১ ১৬:৩৭ | 220.227.148.193
  • শ্রাবণী কে,

    বলেছিলে না নববর্ষে নেমন্তন্ন করবে ঃ))
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৬:৩৬ | 202.91.136.199
  • সিংগল মল্টের টেস্ট সবার পেটে/জিভে সয় না। এক প্রায় বাংলা খাওয়া পাব্লিককে এক বোতল ভালোবেসে পেজেন করেছিলাম সে পুরো বোতল খালি করে "ধুর শালা, এইটা কী মাল আনলি, নেশাই হয় না' বলে চটি পা দিয়ে টিচার্স আনতে বেরিয়ে পড়ল।
  • siki | ২৫ মার্চ ২০১১ ১৬:৩৪ | 123.242.248.130
  • আরে ধুত্তেরি। চোকের মাতা খেইচি।

    স্যামসুং। তাইলে তো বাজে কেস। ঐ কনজিউমার কোর্টই পড়ে থাকে হাতে। আর ক্ষী কমু?
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৬:৩৩ | 202.91.136.199
  • ক্ষী ব্র্যান্ড? (শ্রাবণীকে)
  • shrabani | ২৫ মার্চ ২০১১ ১৬:৩০ | 124.30.233.85
  • আমি আসলে অভিজ্ঞ মতামত চাইছি, খেতে ভালো না খারাপ ইত্যাদি।
    আমার একটা আবছা মনে হোলো স্কটল্যান্ড থেকে স্কচ হু কিনতে হয়। কত্তামশাই তো একেবারে ধারেকাছে গেলনা, বিরক্ত প্রচুর। অথচ কী সুন্দর দোকান, সুপারমার্কেট ধরণের, নানারকম নানাভাবে সাজানো আছে, সেসব বোতল দেখলে শুধু বোতলের রূপের জন্যই কিনতে ইচ্ছে করে।
    শেষে অন্য এক খদ্দের যাকে দেখে মোটামুটি বিশেষজ্ঞ মনে হল, তাকে ধরলাম কিনিয়ে দেবার জন্য। সে মোটামুটি ঘুরেটুরে, আমাকে অনেক প্রশ্ন, অনেক গল্প করে তিনটে বোতলের একটা সেট কেনাল। তিনটের গায়েই সিঙ্গল মল্ট লেখা, বলল এগুলো নাকি অত্যন্ত উৎকৃষ্ট মানের।
    দাম টাম মনে নেই এখন। তারপর থেকে অনেকজনকে সেধেছি ওগুলো খুলতে কিন্তু কেউ তেমন যেন ইন্টারেস্ট দেখায়নি, "পরে হবে, একদিন বসা যাবে" এইসব বলে ছেড়ে দিয়েছে।
    তাই কেমন সন্দেহ হচ্ছে....
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৬:২৯ | 202.91.136.199
  • প্যানাসোনিক আবার কে লিখল?!
  • siki | ২৫ মার্চ ২০১১ ১৬:২৬ | 123.242.248.130
  • সব্বোনাশ করেছে। এখন তো আর উপদেশ দিয়া লাভ নাই। প্যানাসোনিকের টিভি নেবার আগে আমায় জিগালে বারণ করতাম।

    দ্যাখেন, এলসিডি এলিডি এসবের জগতে পায়োনিয়ার তিনজন। স্যামসুং, এলজি আর সোনি। বাকিরা হল ফেউ টাইপ। এর থেকে টুকলি, ওর থেকে কপি পেস্ট এইসব করে নিজেদের প্রোডাক্ট বানায়। থ্রিডি এলিডির প্যানেল স্যামসুংয়ের নিজের আবিষ্কার। ফলে তাদের টেকনোলজি যতটা জেনুইন, ততটা অন্য মডেলে হবে না।

    আপনি কাস্টমার কেয়ারে ফোন করে মিষ্টি করে বলে দেখতে পারেন যে আপনি কনজিউমার কোর্টে মামলা করবেন। হাতে সময় থাকলে আপনি মামলা করেও ফেলতে পারেন, তবে তাতে কতটা কী লাভ হবে সেটা কোর্টের উকিল বলতে পারবে, এ ক্ষেত্রে। খরচা নামমাত্র, আর দিল্লিতে সম্ভবত সত্যি সত্যিই তিন চারমাসে মামলার নিষ্পত্তি হয়ে যায়। আমি অনেক্কাল আগে জলপাইগুড়িতে কনজিউমার কোর্টে মামলা করেছিলাম কম্পিউটার পয়েন্ট নামে একটা ফাংগাস ইনস্টিট্যুটের নামে, তো আমি জলু ছেড়ে আসার বছর চারেক বাদে আমার বাড়ির ঠিকানায় জলপাইগুড়ির কোর্টে হাজির হবার জন্য পোস্টকার্ডে শমন আসে। সে মামলার সেখানেই ইতি। আশা করি দিল্লিতে কেসটা এত খারাপ হবে না।
  • kumudini | ২৫ মার্চ ২০১১ ১৬:১৮ | 59.178.135.209
  • হায়,সিকি আবার মনে করায়ে দিলো সেই কতাটি,যে কতা কইতে গিয়ে ব্যথায় ডুবে গেচিল।
    কইছিলুম,২০০৮,সেপ্টেম্বরে আমরা একখান ৩৭"",LCD,SAMSUNGকিনেছিলুম(দক্ষিণা-৫৫০০০)।গত আড়াই বছর সেটি ধরেন দিনে এক-দেড় ঘন্টা চলেছে।গেল হপ্তায় দেখা গেল ছবি একেবারে অস্পষ্ট,কিছু ছায়ামূর্তি পর্দায় নড়েচড়ে,মমদিদি,পোনোব্বাবু সব এক য্যায়সে।
    samsungএনজিনিয়ার এসে বিস্তর খুলেখালে দেকে রায় দেলো-প্যানেল খারাপ,২৫০০০-৩০০০০ খর্চা।তা আমরা তাকে বোঝালুম যে পয়সা একনো ঠিক গাচে গাচে ফলে নেই,যে নাড়লেই ঝর্ঝর করে পড়বে।আর,মাত্র আড়াই বচর বাদেই নতুন প্যানেল চাই-কও না ইহার কারণ ক্ষী?এসব কথা শুনে বা আমাদের চ্যাঁচামেচিতে তার বিশেষ রিঅ্যাকশন হোলো না,যো করনা হ্যায়,ও তো করনাই-এই বলে চলে গ্যালো।
    হে আমার গুরুর ভগিনী ও ভ্রাতারা-মূল্যবান উপদেশ দাও/দিন।
    বিঃ দ্রঃ maintenance contract নাই।
  • Arijit | ২৫ মার্চ ২০১১ ১৬:১৪ | 115.249.42.177
  • একটা মল্টের গ্রেইন থেকে এক বোতল।
  • shrabani | ২৫ মার্চ ২০১১ ১৬:১১ | 124.30.233.85
  • সিঙ্গল মল্টের খাসিয়ত কী?
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৫:৫৯ | 202.91.136.199
  • নো ওয়ান্ডার, সিংগল ডি-কে আমি সিংগল মল্ট পড়লাম।

    এই আকালের বাজারে তা আর জোটে কই?
  • siki | ২৫ মার্চ ২০১১ ১৫:৪৫ | 123.242.248.130
  • পটাশম্যাম কালকে টিভি নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন।
  • kumudini | ২৫ মার্চ ২০১১ ১৫:২৬ | 59.178.135.209
  • অর্পণ,১-৫৯পিএম-ওকে।সিংগল ডি(লুরুতে?),ব্যাঙ,পারমিতা ইত্যাদি লুরুর বাকীদেরো ভাগ দেব।
  • siki | ২৫ মার্চ ২০১১ ১৫:১৬ | 123.242.248.130
  • ঃ)

    আমি তো ভাটই মারি এখানে বসে।
  • pharida | ২৫ মার্চ ২০১১ ১৫:১০ | 220.227.148.193
  • সিকি,
    "ইত্যাদি" তে কি ভাট মারা চলবে? আমি যাবো তাহলে।
  • siki | ২৫ মার্চ ২০১১ ১৫:০৭ | 123.242.248.130
  • আচ্ছা, আমাদের দোকানে হুলিয়ে লোক নিচ্ছে এইসব ব্যাপারে।

    মেনফ্রেম টেস্টিং
    লোডরানার
    এসকিউএল টেস্টিং
    পিপলসফট টেস্টিং,
    ওরাক্‌ল
    ওয়েবস্ফিয়ার পোর্টাল ডেভেলপার এবং অ্যাডমিন
    জেএসএফ
    জাভা

    ইত্যাদি। ৪ থেকে ৭ বছরের এক্ষপিরিয়েন্স চাই। কাল পোশশু ওয়াক ইন হবে। গুরগাঁওতে, পুনেতে।

    কেউ আসতে চাইলে আমায় মেল বা ফোং করো।
  • Raj | ২৫ মার্চ ২০১১ ১৪:৩৬ | 115.111.126.179
  • চতুর্দশ শতকের রেঁনেসা যুগের ইতালীয় কবি অ্যান্তোনিও বোকাচ্চিও ও ভাগ্যিস বাংলায় জন্মান নি !
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৪:২৮ | 202.91.136.199
  • গুরু একটা ঝিঁঝি সংখ্যা বের করলে পারে। অজ্জিত অব্দি লিখতে রাজি।

    পাই, শুনতাস?
  • pharida | ২৫ মার্চ ২০১১ ১৪:২৬ | 220.227.148.193
  • নিউজি ন্যংচায়। ১৬/২
  • Bratin | ২৫ মার্চ ২০১১ ১৪:২৫ | 122.248.183.1
  • হুমমম। অনেক টা তৃণমুল কংগ্রেসের আসন ভাগাভাগি র মতোন!!
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৪:২২ | 202.91.136.199
  • আপিসে কাজকম্মো বিশেষ নেই। গুছিয়ে বেটিং চলছে।

    একজন তার টিমে পিটারসনকে নিয়েছিল। সে কী উল্লাস তার।
  • pharida | ২৫ মার্চ ২০১১ ১৪:১৩ | 220.227.148.193
  • আমার আগের অফিসের একজন সিনিয়র মনোময় এগ্বার বৃষ্টিতে ভিজে ল্যাতপ্যাতে হয়ে গেসল।

    'মধ্যপদলোপী' কি আমাদের চাগরী খাওয়ার চক্কান্ত?
  • kc | ২৫ মার্চ ২০১১ ১৪:০৬ | 89.203.49.18
  • ডিডির ট্রিট?
    ""যেমন অস্বাস্থকর তেমনি ভাল খেতে।""
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৩:৫৯ | 202.91.136.199
  • ওকে। ভাগাভাগি করে নিচ্ছি। মাছভাজা আমার। বিয়ার তোমার। ভদ্দরলোকের এক কথা।
  • kumudini | ২৫ মার্চ ২০১১ ১৩:৫৩ | 59.178.51.144
  • অর্পণ,কুমুদিকে খুঁচায়ো না,কইয়া দিলাম।বৈকালের ফ্লাইটে লুরুতে নাইম্যা পরুম।
  • nawboni | ২৫ মার্চ ২০১১ ১৩:৫৩ | 61.12.12.83
  • তাছাড়া চো রামস্বামী।
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১৩:৪৮ | 202.91.136.199
  • রোসো, আগে তো ট্রিট এইখানের জনতা পাবে। আহা, ডিডির নিজের হাতে বানানো সেই চিকেন বাটার মশলা।

    আমি অবশ্য মাঝখানে একদিন গিয়ে মৌরলা মাছ ভাজা আর টুক্কুস বিয়ার খেয়ে এসেছি। আবার যে কবে কম্পুটার ট্রাবলশুটিঙের ডাক আসবে!
  • kumuDini | ২৫ মার্চ ২০১১ ১৩:৪৮ | 59.178.51.144
  • ক্যানো?শুধু ডি ট্রীট পাচ্চে ক্যানো?আমার নামেও ডি আচে তো,তবে?
  • d | ২৫ মার্চ ২০১১ ১৩:৪৩ | 14.96.143.149
  • ডিডি অবশ্যই 'দীপ্তেনদা'। তবে পেছনে পেছনে আরও দায়ের কোপ হল গিয়ে আহ্লাদের প্রকোপে।

    কিন্তু ডাবল ডি, আমাকে ট্রিট দেওয়ার কথাটা ভুইলেন না য্যান।
  • kumudini | ২৫ মার্চ ২০১১ ১৩:৩৮ | 59.178.51.144
  • আমি ডিডিদা,কেডিদাই বলবো।
  • kumudini | ২৫ মার্চ ২০১১ ১৩:৩৫ | 59.178.51.144
  • আপ্নাগো এইসব উল্টোপাল্টা কথা পড়তে,ক্ষ্যা-ক্ষ্যা করে হাসতে ও উত্তর লিকতে গিয়ে আমার কাজ এগোচ্চে না মোটে।

    ফরিদা এ-ই-টু-কু এট্টা বাচ্চা ছেলে,তারে দাদা ?
  • dd | ২৫ মার্চ ২০১১ ১৩:৩২ | 124.247.203.12
  • ডি ডি = দীপ্তেন দা। লাস্টের ডি টা এমবেডেড দাদা। সিমিলারলি কেডি = কাবেলে দা।

    একাধারে নাম ও সম্বোধন।

    ফরিদা'র দা টা শুদু ই নাম। এবং মধ্যপদলোপী অত্যন্ত ফাজিল।
  • madhyapadalopee karmadhaaray | ২৫ মার্চ ২০১১ ১৩:২৩ | 202.12.118.61
  • অনাদিবাবুকে দাদা বলে ডাকলে মাঝেমধ্যেই কানে খাটো শ্রোতার পাল্টা প্রশ্ন শুনতে হত- "কোন দিদা"?

    প্রায় একই রকম গল্প ছিল উমারাণীকে নিয়ে। সেটা উহ্য থাক না হয়।

    এবং ভাগ্যিস "থ্রি ইডিয়ট্‌সের" র‌্যাঞ্চো বাঙালী ছিল না।
  • kumu | ২৫ মার্চ ২০১১ ১৩:২১ | 59.178.51.144
  • আমি জান্তাম ডিডি মানে দীপ্তেন দত্ত/দাশ/দে-এইরকম কিছু,অর্থাৎ ডি ডি ওনার ইনিশিয়াল্‌স।
    তা নয়?
  • pharida | ২৫ মার্চ ২০১১ ১৩:০৩ | 220.227.148.193
  • অপ্পন যে কী বলে। আমারো একটাই দা - এক থেকে একশো একাশি সবার জন্য - ইন্ডাক্তার নাম দিয়েছে। সেখানে নো এডিশন নো ডিলিশন ঃ)
  • Bratin | ২৫ মার্চ ২০১১ ১৩:০১ | 122.248.183.1
  • আমদের দোকানে একটা ছেলে ছিল। তার নাম হৃদানন্দ সংক্ষেপে হৃদা। তাকে তো লোকে হৃদা-দা বলে ডাকতো
  • Arpan | ২৫ মার্চ ২০১১ ১২:৫৭ | 202.91.136.199
  • আহা, ফরিদাকে কী বলব? ফরিদাদা, নয় কি?
  • pharida | ২৫ মার্চ ২০১১ ১২:৫৪ | 220.227.148.193
  • কিন্তুক, ডিডি মানেই তো দীপ্তেন্দা জান্তাম। ডিডিদা, ডিডিদা দাদা এইসব দেখে প্রাণে 'দা'গা লাগে। এতো 'দা'য়ের আঘাত - ব্যাথা দেবে না তো?
  • shrabani | ২৫ মার্চ ২০১১ ১২:২৮ | 124.124.86.85
  • ডিডিদা,
    জনমদিন মুবারক, লাখ বধাই!
    সত্যিতো সবাই সব দিয়েই দিয়েছে, তাহলে সবকিছু ঠিকঠাক পেয়ে যান মানে যা যা চাইটাই আর কী, শুভেচ্ছা রইল!
  • dd | ২৫ মার্চ ২০১১ ১২:১৭ | 124.247.203.12
  • হ্যাঁ। এটাই ঠিক ঠাক উপহার। চেন্নাইতে আর মন টেঁকে না, এমন ক্ষি গায়ের রং পজ্জন্তো ক্যামন একটা কেলটিয়ে যাচ্ছে। ভাবা যায়?

    লুরুতে থাকবো,মচ্ছ খাইবো, আর একটা বিশ্ব যুদ্ধ জালনা দিয়ে দেখবো। খুব জোরে বিষ্টি পরবে, আর অক্ষয় রামের গেলাস মেঝেতে পরলেও ভাঙবে না।

    আর কিছু তো চাই না।
  • madhyapadalopee karmadhaaray | ২৫ মার্চ ২০১১ ১২:০৮ | 202.12.118.61
  • এহে, শনির উপর বেস্পতির মুচকি কান্নিকটা মিস হয়ে গেছিলো। ঐটা মিস না হলে ইন্ডিয়ার জেতার কথাই বলতাম।

    দীপ্তেনদা, জন্মদিনের শুভেচ্ছা। সবাই যারে সব দিতেছে তারে কি দিই কন তো? প্রার্থনা করলাম আপনি যেন চাকরি নিয়ে পার্মানেন্টলি তাড়াতাড়ি বেঙ্গালুরু ফিরে আসেন।
  • Ishan | ২৫ মার্চ ২০১১ ১১:৫৬ | 122.248.183.1
  • ডিডিদাকে কি উপহার দেবেন খুঁজছেন? চিন্তার কিছু নেই। আরেকটা বিশ্বযুদ্ধ উপহার দিন। সঙ্গে নতুন নতুন ট্যাঙ্ক আর ফাইটার পেলেন। উনি হেব্বি খুশি হবেন।

    বিধিসম্মত সতর্কীকরণঃ যুদ্ধ মানবজতির পক্ষে ক্ষতিকারক। ঃ)
  • kumudini | ২৫ মার্চ ২০১১ ১১:৪৯ | 59.178.51.144
  • ডিডিদা,
    অনেক আনন্দ ও খুশী নিয়ে এইদিন অনেকবার ফিরে আসুক।আপনি যত আনন্দ দিয়েছেন, তা বহুগুণ হয়ে আপনার ও প্রিয়জনদের কাছে ফিরে ফিরে আসুক,বহি তব সম্মান।
    জন্মদিনে-গোলমরিচ দেয়া পছন্দের খাবার,নলেন গুড়ের পায়েস,চন্দনের ফোঁটা,ঘিয়ের প্রদীপ,ফ্যাবের পাঞ্জাবী,তন্ত্রের পছন্দমত বই।
    জঙ্গল দেবার ইচ্ছে ছিল,এরা আগেই দিয়ে ফেলেছে।
  • Arijit | ২৫ মার্চ ২০১১ ১১:৩৬ | 115.249.42.177
  • তাচ্চেয়ে পিঠে জলের ব্যাগ বেঁধে মাথায় শাওয়ার ফিট করে দিলেই হয়। ছাতায় আবার ড্র্যাগ থাকবে...
  • quark | ২৫ মার্চ ২০১১ ১১:৩৩ | 202.141.148.99
  • উঁহু! বিনা জলে মেঘ - নির্জলা কার্বন আর হিলিয়াম
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত