এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ২১ মার্চ ২০১১ ১৭:১০ | 59.178.148.69
  • আজ ভূমিকম্প হয়েছে?কোথায়?
  • shrabani | ২১ মার্চ ২০১১ ১৬:৩১ | 124.124.86.85
  • কোথায় ভুমিকম্প হল?
  • kumudini | ২১ মার্চ ২০১১ ১৬:০২ | 59.178.130.65
  • ঃ-)))
  • sinfaut | ২১ মার্চ ২০১১ ১৫:৫৮ | 203.91.201.55
  • শপার্স স্টপে আলাদা করে কি বেশি দাম। মেয়েদের জামাগুলো ওর থেকে ভালো কোয়ালিটি ওর ১/২ দামে অন্য জায়গায় পাওয়া যায় সেটা ঠিক। কিন্তু জকির জাংগিয়া, ব্র্যান্ডেড জিনস কিংবা রুমাল এসবের দাম তো ঠিকই আছে। মানে ব্র্যান্ডেড মালের দাম তো সব জায়গাতেই এক।
  • Arijit | ২১ মার্চ ২০১১ ১৫:৫৪ | 115.249.42.177
  • আরে নর্মাল ব্র্যান্ডের জিনিস - যেমন ধরো অ্যারো-র শার্ট - সেগুলো তো একই দাম!
  • siki | ২১ মার্চ ২০১১ ১৫:২৫ | 123.242.248.130
  • আমি একবার শপার্স স্টপে গেছিলাম। এমনি, সময় কাটাতে। কেনার সাহস সেদিনও ছেল না, আজও নাই।

    প্যান্টালুন্স যাইই নি। ঃ)
  • Arijit | ২১ মার্চ ২০১১ ১৫:০১ | 115.249.42.177
  • না অতটা নয়। রুমালের প্যাকই তো শ-খানেকে কিনেছি। আমার বরং প্যান্টালুন্‌সের চেয়ে শপার্স স্টপ ভাল্লাগে।
  • siki | ২১ মার্চ ২০১১ ১৪:৫৫ | 123.242.248.130
  • শপার্স স্টপে ৩০০ টাকায় কিছু পাওয়া যায়?
    একটা রুমাল কেনা যেতে পারে বোধ হয়।
  • nyara | ২১ মার্চ ২০১১ ১৪:৪৫ | 203.110.238.16
  • শপার্স স্টপে তো একটা ফাইভ স্টারের দামও ৩০০/-।
  • Arijit | ২১ মার্চ ২০১১ ১৪:৪৩ | 115.249.42.177
  • নাম ভাবছি।
  • kumudini | ২১ মার্চ ২০১১ ১৪:৪১ | 59.178.130.65
  • অরিজিতকে কনগ্রা।
    খেলনার টই?
  • Arijit | ২১ মার্চ ২০১১ ১৪:২৭ | 115.249.42.177
  • ফটো কম্পিটিশনের প্রাইজ হল শপার্স স্টপের ৩০০/--র ভাউচার আর একটা ফাইভ স্টার। একটা মেমরি কার্ড দিলেও তো পারতো...

    ;-)
  • Arijit | ২১ মার্চ ২০১১ ১৩:৩৯ | 115.249.42.177
  • ও। বাস্কেটবল তো মাথার দশ হাত ওপর দিয়ে যায়। এই সেল্টিক আর রেঞ্জার্স গ্লাসগোর ফুটবল টিম। ধর্মীয় বলেন ধর্মীয়, রাজনৈতিক বলেন রাজনৈতিক ডিভাইডের চূড়ান্ত। রেঞ্জার্সের সমর্থক সেল্টিকের পাবে ঢুকলে বেঁচে বেরোবে কিনা সন্দেহ, উল্টোটাও ততটাই সত্যি। এর শুরু ওই ধর্মীয় (ক্যাথলিক/প্রোটেস্টান্ট) বিভেদ থেকে, যেটা আবার নর্দার্ন আয়ারল্যান্ডের গোলমালের মূলে। সেল্টিকের পতাকার সাথে আয়ারল্যান্ডের পতাকার মিল রয়েছে, এবং সেল্টিকের ফান্ডিং-এর পিছনে আইআরএ-ও আছে।
  • kd | ২১ মার্চ ২০১১ ১৩:৩৪ | 59.93.192.228
  • L A Lakers - বাস্কেটবল। Boston Celticsদের জাতশত্রু।
  • Arijit | ২১ মার্চ ২০১১ ১৩:৩০ | 115.249.42.177
  • লেকার্সটা কী ব্যাপার?
  • kd | ২১ মার্চ ২০১১ ১৩:১৮ | 59.93.192.228
  • লেকার্সের বদলে রেঞ্জার্স দেখে ভাবলুম অরিজিতের টাইপো। তারপর আর্টিক্‌ল পড়ে বুঝলুম। ঃ)
  • kc | ২১ মার্চ ২০১১ ১২:৪১ | 194.126.37.76
  • ''বুরি নজর বালে, তেরা মুঁ কালা।''
  • nyara | ২১ মার্চ ২০১১ ১২:২৮ | 203.110.238.16
  • তালেগোলের বাজারে আমার কোন সেমি-ফাইনালই দেখা হবে না। কাজেই ভাবছি কোয়ার্টারে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারই চাইব কিনা!
  • Arijit | ২১ মার্চ ২০১১ ১১:১৫ | 115.249.42.177
  • ঘটি-বাঙাল? মোহনবাগান-ইস্টবেঙ্গল? সব ডিভাইড তুশ্চু হয়ে যায় সেল্টিক-রেঞ্জার্সের সামনে। আগে একবার লিখেছিলুম। এবার এইটে পড়ো - http://www.guardian.co.uk/commentisfree/2011/mar/20/celtic-rangers-football-religion-sectarian
  • siki | ২১ মার্চ ২০১১ ০৯:২৬ | 123.242.248.130
  • স্পাইসের একটা নতুন মোবাইলের অ্যাড দেখছি লাস্ট কদিন ধরে, প্রজেক্টার লাগানো মোবাইল। সিনেমা চালিয়ে প্রজেক্টার অন করে দাও, দেয়ালে তাক ক'রে, দিব্যি বিগ স্ক্রিন সিনেমা দেখা যাবে। কী সব দিনকাল।
  • aka | ২১ মার্চ ২০১১ ০৪:৫৫ | 24.42.203.194
  • অচিন্টি অর্নব রায়ের গপ্পোটি বেশ গড়গড়িয়ে লিখে দেওয়া যায় না? নইলে পড়তে গিয়ে তাল কাটছে। দিব্য হচ্ছে, খাসা হচ্ছে।
  • achintyarup | ২১ মার্চ ২০১১ ০৪:৪৮ | 59.93.241.68
  • সব গেল কৈ
  • kc | ২০ মার্চ ২০১১ ২২:৩১ | 89.203.49.18
  • আজকের খেলাটা সত্যি বাজে হল।
    কিন্তু অপ্পন নেক্সট ম্যাচ ইন্ডিয়া যদি জেতে তাহলে সেমিতে পাকিস্তান। আর ইংলন্ড নেক্সটটা জিতলে সেমিতে সাইথ আফ্রিকা। ঐ দুটো জিতলেতো ইন্ডিয়া-ইংলন্ডই তো ফাইনাল হবে। আমার হিসেবে ভুল হচ্ছে নাকি?
  • Arpan | ২০ মার্চ ২০১১ ২২:১৯ | 112.133.206.18
  • ন্যাড়াদার সাথে বাজিটা শনিবার অব্দি মুলতুবি থাকল।

    কিন্তু, কেসি খ্যাল করেছ কি, ইন্ডিয়া ইংল্যান্ড ফাইনাল কোনমতেই হতে পারে না?
  • Abhyu | ২০ মার্চ ২০১১ ২২:১৩ | 99.172.119.232
  • ক্ষী চাপ !
  • Abhyu | ২০ মার্চ ২০১১ ২২:১২ | 99.172.119.232
  • আইব্বাপ!
  • Raj | ২০ মার্চ ২০১১ ২২:১০ | 59.161.136.77
  • ধোনির হাতে কাপ ?? মহাপাপ মহাপাপ
  • Arpan | ২০ মার্চ ২০১১ ২২:০৫ | 122.252.231.10
  • ক্ষী কুৎসিত খেলা। একটা টিম হারতে চাইছে মনেপ্রাণে, আরেকটা টিম আরো ছড়ু খেলে সেইটাকে আটকাল।
  • kc | ২০ মার্চ ২০১১ ২১:৫৪ | 89.203.49.18
  • দ্দে ঘুমাকে।
    আজকে আম্মো ম্যাচটার জন্য অফিস যাইনি।
  • Abhyu | ২০ মার্চ ২০১১ ২১:৫০ | 99.172.119.232
  • এবং দক্ষিণ গোলার্ধবাসী ঝিঁঝি প্লেয়ারগণ মাথা নীচু করিয়া বিদায় নিক।
  • r.h | ২০ মার্চ ২০১১ ২১:২৬ | 67.96.80.214
  • হোলিপরবর্তী হ্যাঙোভার হোক সোসন মুক্ত, খর্জুরবৃক্ষকান্ডে বাঁধা রসিকজনের হাঁড়ি ভরে উঠুক রসে, ভবরস হোক উলুতপ্লুত।
    দে দোল দে দোল রবে গর্জে উঠুক মধ্যবয়স, বসন্তের বজ্রনির্ঘোষে ধুলিসাৎ হোক বহুজাতিকের ন্যক্কারজনক কান্ঠামি।
    পিকরবে ঢেকে যাক সভ্যতার নির্গ্রীজ চাকার অবিশ্রাম ক্যাঁকোধ্বনি, কুহুতানের স্মৃতিবিষ মিশে যাক শেষপেগের তলানিতে।
  • kumudini | ২০ মার্চ ২০১১ ১৮:৫২ | 122.163.210.168
  • সকলকে হোলির শুভেচ্ছা।
    সকলের জীবন ভরে থাকুক বসন্তগানে ও মর্মপীড়ের আশীর্বাদে।
  • Arpan | ২০ মার্চ ২০১১ ১৮:৩০ | 112.133.206.18
  • yes, the feeble batting line up!
  • nyara | ২০ মার্চ ২০১১ ১৮:১৬ | 122.172.29.227
  • The fabled batting line up!
  • Arpan | ২০ মার্চ ২০১১ ১৮:০৬ | 112.133.206.18
  • এই খেলার জন্য রাতে একটা নেমন্ত কাটিয়ে দিলাম।
  • Arpan | ২০ মার্চ ২০১১ ১৮:০৬ | 112.133.206.18
  • হ্যাঁ, আজও হবে না।
  • nyara | ২০ মার্চ ২০১১ ১৮:০১ | 122.172.29.227
  • আজকেও মনে হচ্ছে ৫০ ওভার খেলতে পারবে না।
  • Jay | ২০ মার্চ ২০১১ ১৭:৫৮ | 90.209.32.158
  • লোকে আজই কেন খেতে ডাকে? লোকে আজই কেন বাচ্চার জম্ম দেয় বা হ্যাবড্ডের পার্টি দেয়! ম্যাচটা পথে বসিয়ে যেতে হচ্চে। কতকাল দায়িত্ব নিয়ে ম্যাচ শ্যাষ কর্তে পারি। ধুর। বউ না খোঁচালে উঠবই না। পাঁটান তাড়ুও গ্যাল।
  • Jay | ২০ মার্চ ২০১১ ১৭:৫২ | 90.209.32.158
  • যুবি- ডুবি। আউট। আউচ!
  • intellidiot | ২০ মার্চ ২০১১ ১৭:২৩ | 117.194.64.107
  • যুবি ডুবি যুবি ডুবি পাপ্পারা যুবি ডুবি পারাম্পা

    যুবরাজের সেঞ্চুরি ঃ)
  • Blank | ২০ মার্চ ২০১১ ১২:৪৮ | 59.93.194.205
  • এই তো এখান থেকে নামিয়ে নাও না। পিকাসায় ডাউনলোড অপশান আমি অন করে রেখিচি।

    https://picasaweb.google.com/dwaipayan.basu/Misc#
  • sayan | ২০ মার্চ ২০১১ ১২:১২ | 98.225.200.39
  • ওহো, ব্যাটারির দাম। সিক্স-সেল ওরিজিনাল খোলা বাজারে ৩০০০ - ৩৫০০'র মধ্যে, শো-রুমে একই মাল ৬০০০। কিন্তু কিনবেন কেন? ৬ মাস মানে ওয়্যার‌্যান্টির মধ্যে, ফ্রী রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন।
  • sayan | ২০ মার্চ ২০১১ ১২:০৬ | 98.225.200.39
  • রঞ্জনদা',

    নীচের লিঙ্কটায় গিয়ে অপশন-১'এ ক্লিক করলে এক্সপ্রেস সার্ভিস ট্যাগ জানতে পারবেন। এছাড়া ব্যাটারি প্যাক খুললে তার নীচেও একটা স্টিকারে লেখা থাকে ওই নাম্বারটা। সেটা নিয়ে কাস্টমার কেয়ারে ফোন (ইন্ডিয়া টোল ফ্রী - ১৬০০ ৩৩ ৮০৪৪) বা অনলাইন চ্যাট করলে ওরা বিক্রির রেকর্ড ভ্যালিডেট করে বলে দেবে কি করতে হবে। ডিফল্ট ব্যাটারির ওয়্যার‌্যান্টি ৬ মাস ভ্যালিড। নতুন কিনলেও তাই।

    http://supportapj.dell.com/support/topics/global.aspx/support/my_systems_info/express_service_code_converter?c=in&cs=indhs1&l=en&s=dhs&]ck=anavml
  • s | ২০ মার্চ ২০১১ ১১:৩৯ | 117.194.98.243
  • ব্ল্যাঙ্কো,
    তোর চান্দামামার পয়লা ফটুকটা আমায় দিবি? কিছু না, এমনি রাখবার তরে।

    পত্রে পাঠাইয়া দিস।
  • Sibu | ২০ মার্চ ২০১১ ১১:৩১ | 70.1.206.163
  • আপাততঃ ওটা হবে - টাকা ব্যাটারী, কিন্তু ব্যাটারী (পুরনো) নয় টাকা।
  • ranjan roy | ২০ মার্চ ২০১১ ১১:১৫ | 122.168.220.113
  • HELP!
    মাত্র দুমাস আগে দিল্লির মলে কেনা ডেল-ইনস্পিরন ল্যাপটপের ব্যাটারি পুরো ভোগে গেছে। ডায়রেক্ট চালাতে হচ্ছে।
    খুঁজে রিসিট/ ওয়ার‌্যান্টি কিস্যু পাচ্ছি না।
    কিছু ওর সিডি আর অন্য টেকি কাগজ দেখতে পাচ্ছি।
    এখন কোনটায় কম ঝামেলা?
    মেশিনটির কোন ইন্ট্যারনাল এভিডেন্স থেকে ওর বিক্রির রেকর্ড খুঁজে বের করে সার্ভিস স্টেশনে গিয়ে ব্যাটারি রিপ্লেস করা?
    অথবা,
    সোজা ওদের থেকে ব্যাটারি কিনে নেওয়া?
    কেমন দাম? এক হাজারটাকার মধ্যে হলে দ্বিতীয়টাই আমার ঝামেলা এড়ানো স্বভাবে খাপ খায়।
    হাজার হোক মিশনের ছেলে, ""টাকা মাটি, মাটি টাকা''!
  • siki | ২০ মার্চ ২০১১ ১০:১০ | 122.162.75.179
  • আমাদের আজ হোলি।

  • sayan | ২০ মার্চ ২০১১ ০৯:০৪ | 98.225.200.39
  • ওয়াও! কিছু কবিতা হয় না, যেগুলো পড়লে একটা চিনচিনে ব্যথা হয়, এটা সেরকম একটা, ইনফ্যাক্ট সেগুলোর বাপ!
  • r.h | ২০ মার্চ ২০১১ ০৯:০০ | 67.96.80.214
  • আবাহন করি পদ্য
    স্বচ্ছ পাত্রে মদ্য
    অনুপানে আছে সদ্য
    ক্রিস্পি ফ্রায়েড তোপসে

    বিবাহযোগ্যা শব্দ
    অবিনয়ে রেখে জব্দ
    আনবাড়ি হৃদি অব্দ
    পলায়নপর বনপাস

    এসব স্টেশনে রেলপথ
    থামেনা বিশেষ রোজ রোজ
    চলে যাই শুধু রংরুট
    দোল চলে যায় চুপচাপ

    এদেশে একটু ফুলমুন
    বনে জঙ্গলে দৃশ্য
    গ্রীষ্মে এবং বর্ষায়
    চক্ষে জাগায় রক্ত

    আমিও তো অনুরক্ত
    কাঞ্চনে টাকা পয়সায়
    কি করে হিসাবপত্রে
    সুখে থাকে শিশু কন্যা

    আসলে এসবই ক্লিষ্ট
    গোলাপী চাদরে ইবলিশ
    বিবাহযোগ্যা শব্দ
    দৃষ্টি এড়ায় দিনরাত

    ছাইচাপা আছে কৈশোর
    ইঁটচাপা খর যৌবন
    মধ্যবয়সে চেকবুক
    সিঙ্গলমল্ট মদ্যে

    হিসাবে নিকাশী তন্ত্র
    অপ্রকাশ গূঢ় মন্ত্র
    মর্মে থিতনো অম্বল
    হোলিকার ষড়যন্ত্রে

    পোষা আছে হৃদি , পথঘাট
    লোষ্ট্রে পাথরখন্ডে
    শুষ্ক হয়েছে গুপ্ত
    তার দাগ, খর গন্ডে
  • Abhyu | ২০ মার্চ ২০১১ ০৬:১৩ | 98.92.188.139
  • কবিতাটা কার লেখা জানি না। ভাবসম্প্রসারণ কী করতাম ভুলে গেছি। কী করে করতাম সেটা মনে আছে। তারাপদ স্যারকে জিগ্গেশ করে ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত