এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • SS | ১৯ মার্চ ২০১১ ০৯:২৩ | 99.120.125.223
  • শুরু না করলেও কোনো ক্ষতি নেই
  • aka | ১৯ মার্চ ২০১১ ০৯:১৮ | 24.42.203.194
  • এই নাও সমাজিক ছবি দেখো উন্নতি হবে।



    যেখান থেকে খুশী শুরু করলেই হল।
  • sayan | ১৯ মার্চ ২০১১ ০৯:১৫ | 98.225.200.39
  • ওবামাকে পেড়ে ফেলে একটু ড্যামেজ ক®¾ট্রাল করে ফেল্লে নইলে ভোটের বাজারে কেস খেতে ;-)
  • aka | ১৯ মার্চ ২০১১ ০৯:০২ | 24.42.203.194
  • সান্দা বাম ও ডান বলে কিছু হয় না। সবই ডিপেন করে কোথায় দাঁড়িয়ে আছ তার ওপরে। এই যেমন ওবামা ভারতে দাঁড়িয়ে দেখলে ডান কিন্তু এদেশে দাঁড়িয়ে দেখলেই বাম।
  • sayan | ১৯ মার্চ ২০১১ ০৯:০০ | 98.225.200.39
  • না হচ্ছে আপডেট আমরটাই কোনও কারণে দেখাচ্ছিল না ঃ-(

    আকাদা, মাইরি বলছি শ্যামলবাবুর পন্থা নিয়ে অ্যাদ্দিন উল্টোটাই জান্তাম। কিন্তু সেটা না, ওনার শহরে ড্রাইভার ও ফ্ল্যাটের মিস্তিরি থিওরীর সাথে তোমার দাবী বেশ রেকনসাইল কত্তে পাচ্ছিলাম। এমনি গঙ্গা নাইতে চাইলে আমিও ৎ। ঃ-)
  • Abhyu | ১৯ মার্চ ২০১১ ০৮:৫৫ | 97.81.106.140
  • হুম। আকাকে ঝ। অনেক সময় কিছু না বললেই ভালো মনে হয়।
  • aka | ১৯ মার্চ ২০১১ ০৮:৫৫ | 24.42.203.194
  • সান্দা শ্যামলবাবু তো বেশ বামপন্থী টাইপ ছিলেন। আমার লেখা পড়ে অমন মনে হলে তো আমাকে গঙ্গা নাইতে হবে। ;)
  • aka | ১৯ মার্চ ২০১১ ০৮:৫৩ | 24.42.203.194
  • মাঝে মাঝে লোকের মেন্টাল এজ নিয়ে বড় বড় প্রশ্ন জাগে।
  • sayan | ১৯ মার্চ ২০১১ ০৮:৫৩ | 98.225.200.39
  • মনে হয় টই আপডেট হচ্ছে না।
  • Abhyu | ১৯ মার্চ ২০১১ ০৮:৪৫ | 97.81.106.140
  • এখন নেই রে। এটা অঞ্জলি মুখোপাধ্যায়ের গাওয়া।
  • siki | ১৯ মার্চ ২০১১ ০৮:৪৪ | 122.162.75.34
  • ফিরোজা বেগমের গলায় নেই?
  • siki | ১৯ মার্চ ২০১১ ০৮:৩৭ | 122.162.75.34
  • আজ দোল। কাল হোলি।
  • shrabani | ১৯ মার্চ ২০১১ ০৮:৩৩ | 59.94.102.246
  • ইন্দ্রানী এখন আছে কিনা জানিনা, ওর দেওয়া শোভা গুটরুর "ম্যয় তো খেলুঙ্গী তুম সঙ্গ হোলী গুঁইয়া" র লিঙ্ক টা কোথায় আছে, গানের টইয়ে নেই। কেউ জানলে দিয়ে দাও।
    এখানে আজও মেঘলা, চাঁদ দেখব কেমনে জানিনা।ঃ(
    আজ বোধহয় বাংলায় হোলী। সব্বাইকে সকাল সকাল "হোলী মুবারক", বধাইয়াঁ, জিলিপী গুজিয়া ঠান্ডাই যা খুশী!
  • Abhyu | ১৯ মার্চ ২০১১ ০৮:৩০ | 97.81.106.140
  • এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
    আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি,
    লহ লহ করুণ করে।

    যখন যাবো চলে ওরা ফুটবে তোমার কোলে
    তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদন ভরে
    যেন আমায় স্মরণ করে।

    বউ কথা কও তন্দ্রাহারা
    বিফল ব্যাথায় ডাক দিয়ে হয় সারা
    আজি বিভোর রাতে।

    দুজনের কানাকানি কথা, দুজনের মিলনবিহ্বলতা।
    জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
    এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে।
    তোমার অলস দ্বিপ্রহরে।
  • Abhyu | ১৯ মার্চ ২০১১ ০৮:০৪ | 97.81.106.140
  • খাওয়া খাওয়া চাঁদ

  • aka | ১৯ মার্চ ২০১১ ০৭:৩৮ | 24.42.203.194
  • আজই দেখলাম বাঁদিকের নীচেটা কেমন জানি খাওয়া খাওয়া। তোবড়ানো থালার মতন দেখতে লাগছে।
  • Abhyu | ১৯ মার্চ ২০১১ ০৭:৩৩ | 97.81.106.140
  • কাল আবার চাঁদ দেখতে হবে। এমনিতেই GA 316-এ ড্রাইভ করার সময় বিশাল চাঁদ দেখা যায়।
  • SS | ১৯ মার্চ ২০১১ ০৬:২৩ | 99.120.125.223
  • সিঁফো, বিগ ব্যাং থিওরি দারুণ লাগে।
  • r.h | ১৯ মার্চ ২০১১ ০৩:১৩ | 198.175.62.19
  • সন্ধ্যে বুঝি হয় যদিও বাঘের ভয় নাই সেরকম কোন
    তবে কালকে কিনা দোলের দিন, টালমাটাল তো হবে
    ফ্যাকড়া তোলা নখড়াওলা ছিন্ন কাঁথাকানি
    সে তুমি রঙ খেলো চাই নাই বা খেল এসব অহেতুক
    সেই যেরকম ক্ষুদ্রশিশু বালকবেলাকালে
    পাড়ার গোদা বেবাক দাদা বাঁদুরে রং গুলে
    লাগিয়ে দিতো মিশির মত কান্না ভরা চোখে,
    এই বয়েসে তেমন কিছু ঘটেই থাকে তবু
    দুয়ারে খিল চক্ষে ধোঁয়া নষ্ট পিপীলিকার
    মত যৌবনেও কখন বুঝি ছিলাম কোন দিন
    দোলের দিনে পাড়ার মোড়ে বেদম আঁতিপাতি
    সেই মেয়েটি ছিলনা তার বড্ড কড়াকড়ি
    তার দুয়ারে ছিল পাহারা আর চারদুয়ারী ঘিরে
    নিষেধ ছিল লাল দরোজা বেজায় আগাগোড়া
    এই বয়েসে তেমন কিছু কতই ঘটে থাকে
    দোলের দিনে পীড়ার দিনে নিষেধ দেয় খোঁটা
    দোলের দিনে পাড়ার মোড়ে বিষম ভোরবেলা
    একটু ছুঁয়ে আবীর দিয়ে দ্বিধায় ভ্যাবাচ্যাকা
    সুযোগ বুঝি মন্দ কথা সেইরকমই ছিল
    বৃক্ষ তাকে রেনট্রি বলে চিনতো লোকজনে
    জলের কল পাহারা দিয়ে ছায়ার রং তুলি
    দোলের দিনে হাপিত্যেশ, রঙীন সাইকেলে
    দোলের দিনে টালমাটাল, একটু সেতো হবে
    দোলের দিনে রঙ সে নয় নাই বা খেলাধুলা
    একটু খানি অর্থহীন মর্মে হোক পীড়া।
  • r.h | ১৯ মার্চ ২০১১ ০২:৪৮ | 198.175.62.19
  • পদ্মবনে তন্বী শ্যামা কস্তাপেড়ে ডুরে
    নাস্তা সেরে বাসন মাজে নিবিড় আস্তাকুঁড়ে
    রাস্তা দিয়ে আসতে গিয়ে আলপ্পেয়ে ছোঁড়া
    দৃষ্টিবাণে বিদ্ধ হলো বেবাক গেল ফুঁড়ে

    অতঃপরে সপ্তপদী টোপরে মুদ্‌গরে
    পাড়ার লোকে পাঁঠার ঝোলে নহবতের সুরে
    ছোকরা ক্রমে লোকটা হলো নিদাঘে রোদ্দুরে
    উঠতে শোনে বসতে শোনে আলপ্পেয়ে কুঁড়ে

    পীড় কূপিত হয়েছেন জানি, কিন্তু সন্ধ্যারবির কার্য কাউকে তো লইতেই হবে।
  • Abhyu | ১৯ মার্চ ২০১১ ০২:৪২ | 97.81.106.140
  • ল্যাদ - এআর্নাবোঝার্কিআছে?
  • r.h | ১৯ মার্চ ২০১১ ০২:৩৬ | 198.175.62.19
  • একী উইকেন্ডের ল্যাদ না গভীর কর্মনিষ্ঠা? বুঝি না আমি বুঝি না।
  • Abhyu | ১৯ মার্চ ২০১১ ০১:১৮ | 97.81.106.140
  • না না এখানেই ভালো। এই যে সিকি আমার আগে বলে দিল নইলে আমিই কি আর পারতাম না - নেহাত ঠিক মনে পড়ছিল না বলে একটু দেরি হল উত্তর দিতে
  • sayan | ১৯ মার্চ ২০১১ ০১:১৫ | 12.20.48.10
  • আরেঃ দেখতে একটু দেরি হয়ে গেল। উত্তর দিয়েছি।
  • r.h | ১৯ মার্চ ২০১১ ০১:০৭ | 198.175.62.19
  • ঃ)
  • siki | ১৯ মার্চ ২০১১ ০১:০৩ | 122.162.75.85
  • এর পর দাদুর গান আংশিক মনে পড়লে বা না পড়লে সরাসরি আমার আপিসে কনট্যাক্ট করিস। ঃ)

    (ক্যামন পাঙ্গা নিলাম) কিন্তু সান্দা মেল করল না।
  • r.h | ১৯ মার্চ ২০১১ ০১:০৩ | 198.175.62.19
  • হ্যাঁ হ্যাঁ এইতো- থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ

    আকাদা আর সায়ন মিলে ঘেঁটে দিচ্ছিলো।

    ব্যাঙদি, তোমরা এখনই ঘুমাও
    বান এসেছে মরা গাঙে ...
  • siki | ১৯ মার্চ ২০১১ ০১:০০ | 122.162.75.85
  • সান্দা, ধাঁ করে জিমেলটা চেক করে আমায় রিপ্লাই দে।
  • siki | ১৯ মার্চ ২০১১ ০১:০০ | 122.162.75.85
  • তোমরা যা বলো তাই বলো
    আমার লাগে না মনে

    ...
    সে গান আমার লাগলো যে গো, লাগল মনে
    আমি কীসের মধু খুঁজে বেড়াই
    ভ্রমর গুঞ্জনে।

    ঘুমোতে যাই।
  • byaang | ১৯ মার্চ ২০১১ ০০:৫৫ | 122.167.173.58
  • উঠছে হাই,
    ঘুমোতে যাই।
  • sayan | ১৯ মার্চ ২০১১ ০০:৪৪ | 12.20.48.10
  • জাদু-টোনা করে দাও প্রভূ
    বড়োই উলোঝুলো নষ্ট হয়ে যাই
    দুধেভাতে রাখি বুড়ো শালিখ
    হোক না শিয়রে পিদিম নিভু নিভু
    কভি তো পেন্ট্যাক্স হাসি হেসে দিও
    বলো তো স্ট্যাটাস মেসেজটিও বদলাই
  • aka | ১৯ মার্চ ২০১১ ০০:৩৮ | 168.26.215.13
  • মত্ত ভ্রমর গুঞ্জরে নিতি
    সোমরসে জাগে চিত্তে প্রীতি;
    যেখানে নিত্য পদ্য সরে
    সেখানে পুরী দীপ্ত করে।
  • aka | ১৯ মার্চ ২০১১ ০০:৩২ | 168.26.215.13
  • সেই গানে যেখানে ভ্রমর গুঞ্জনে আছে। মনে রাখার কি দরকার?
  • r.h | ১৯ মার্চ ২০১১ ০০:২৯ | 198.175.62.19
  • যজ্ঞ জ্ঞান - এই তো এইতো

    ধন্যযোগ ঃ)

    আচ্ছা, অরেকট প্রশ্ন, সেই যে ভ্রমর গুঞ্জনে- কোন গানে যেন আছে? এটা আমার এক্কেরে মনে থাকেনা ঃ(
  • siki | ১৯ মার্চ ২০১১ ০০:২৪ | 122.162.75.85
  • যজ্ঞ = Jaj`N
  • r.h | ১৯ মার্চ ২০১১ ০০:১৭ | 198.175.62.19
  • সত্তা কি ইয়ে ভুখ বিকট আদি হ্যায় না অন্ত হ্যায়
    পার্টি ফান্ড যঞ্‌গ কুন্ড ঘোটালা মন্ত্র হ্যায়
    অব তো প্রজাতন্ত্র হ্যায়
    অব তো প্রজাতন্ত্র হ্যায়

    এই ভুল বানানটা কি করে যেন লেখে?
  • aka | ১৯ মার্চ ২০১১ ০০:০৫ | 168.26.215.13
  • ভোট হবে তো, তাইলে জোটও হবে।
  • Abhyu | ১৮ মার্চ ২০১১ ২৩:৫৫ | 97.81.106.140
  • ওদিকে জোটের কি হল? হল, না হল না?
  • kd | ১৮ মার্চ ২০১১ ২৩:৪৯ | 59.93.244.231
  • এই সুমনের ওপর আমি খাপ্পা, বেশ খাপ্পা। যখন সুচিত্রা সেন বেলভিউতে ছিলেন তখন সুমন আর তার গ্যাঙ্গ ওনার ছবি তোলার জন্যে অনেক কেরামতি দেখিয়েছিলো। তা দেখাক, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু যখন বল্লো যে সাংবাদিক হিসেবে ওর কর্ত্তব্য লোকে যা চায় তাই প্রোভাইড করা, তখন বুঝলুম ও জীবনে সাংবাদিকতার ক্লাস করেনি। জার্নালিস্‌ম ১০১এই আছে a journalist's job is not to report what people wants to know but what they need to know
    তবে হ্যাঁ, yellow journalismএ হয়তো গোল্ড মেডেল পেয়ে থাকতে পারে। আনন্দবাজারের রিপোর্টিং যা দেখি, ওটাই হয়তো ওদের প্রাইমারি রিকোয়ার্মেন্ট।
    লজ্জা লাগে ভাবতে এই কাগজটাই বাংলা ভাষায় সর্বাধিক প্রচলিত।
  • a | ১৮ মার্চ ২০১১ ২২:৪৭ | 208.240.243.170
  • ইদিকে ব্রাত্য যে খাড়িয়ে গেল!! এই সিদিন দেখলুম লেজ নাড়তে নাড়তে বলছিল নাকি ভোটে যাচ্ছেনা, তারানন্দে?

    দুটি কতা, এই সুমন তথা তারানন্দের সন্‌চালকটি অতীব খাজা।
    আর, ভোটে টিকিট পেতে গেলে কি দলের অন্তত সাধারণ সদস্য হওয়া আইনত দরকার?
  • hu | ১৮ মার্চ ২০১১ ২২:৪৩ | 12.34.246.72
  • মিষ্টান্নের প্রতি এমন নিষ্ঠা - দেখলেও কি ভালো লাগে!
  • kd | ১৮ মার্চ ২০১১ ২২:২২ | 59.93.244.231
  • ডি, হ্যাঁ বলরাম। আগেও শুধু রসধারা (কালীঘাট) থেকে ছানার গজা আর বলরাম থেকে বাকি মিষ্টি নিয়ে যেতুম। সেই কবে থেকে, তখন বলরাম ঝুপড়ি ছিলো (২৫০ করে জলভরা, শাঁখ, ছানার জিলিপি ইত্যাদি ইত্যাদি) - বুড়ার এখনও মনে আছে। ওরা শোনপাপড়ি বানাতো না, আমার জন্যে কোথা থেকে নিয়ে আসতো।
  • kd | ১৮ মার্চ ২০১১ ২২:১৩ | 59.93.244.231
  • থ্যান্‌ক্‌স!
    বাড়িতে রাবারমেডের কৌটো আছে দু'টো, কিন্তু অতটুকুতে কি ওদের মন ভরবে? ওতে কিছু আর দিশি প্লাস্টিকের কৌটোয় কিছু নিয়ে যাবো।
    আর নিউক তো করতেই হবে। জিলিপি গরম না হ'লে ভালো লাগে?
  • dipu | ১৮ মার্চ ২০১১ ২২:০২ | 59.164.190.29
  • আমি না।
  • kumudini | ১৮ মার্চ ২০১১ ২২:০১ | 122.162.247.251
  • কেডিদা,আগে দেখি নি ঐ জিলিপির কথাটা।
    যা ডি বললো,কোন বড় দোকানে বললেই প্যাক করে দেবে তো।
  • aka | ১৮ মার্চ ২০১১ ২১:৫০ | 168.26.215.13
  • এদিকে লোড হল, রিলোড হল, মোছা হল, তারপরে খাওয়াও হল, কিন্তু লোকের একি অবস্থা।
  • aka | ১৮ মার্চ ২০১১ ২০:২২ | 168.26.215.13
  • ওরাকল বিজনেস ইন্টেলিজেন্স। না ওএস ঠিক ঠাক আছে। সফটওয়ারটা ঘেঁটে গেল।
  • sayan | ১৮ মার্চ ২০১১ ২০:১৯ | 12.20.48.10
  • কী লোড করলে? যেটা লোড করলে সেটাই ক্র্যাশ করলো নাকি ওএস?
    আমি থার্ড পার্টি যা কিছু একটা টেম্প ফোল্ডারে ইনস্টল করি। তেমন কিছু হলে প্রোগ্র্যাম ফাইল ফোল্ডারটা বেঁচে যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত