আমাদের তো ফাইভ পর্যন্ত ছিল নব গণিত মুকুল। ক্ষী সোজা, ক্ষী সোজা!
কেবল কোন ক্লাসে যেন ছিল, নাইনে বোধ হয়, কলকাতা হইতে মধুপুরের দূরত্বের একটা অঙ্ক। ওটা কিছুতেই করতে পারতাম না।
Arpan | ১৫ মার্চ ২০১১ ১০:৪৯ | 202.91.136.199
* ওদিক
(অফিসের মেশিনটা *$*[*$@$&[)
lcm | ১৫ মার্চ ২০১১ ১০:৪৯ | 69.236.180.9
অ্যাবাকাস জানি তো। মেমোরাইজেশন খুব ভালো হয়।
byaang | ১৫ মার্চ ২০১১ ১০:৪৯ | 122.172.43.140
অরিজিৎয়ের এই দুর্দশা আমারাও চলছে! আমাকে আবার ক্রিকেট স্কোর দিয়ে অংক বানাতে হয়। ভি অশ্বিন আগের ম্যাচে দশ নম্বরে নেমে এই রান করেছে। তখন পার বল আস্কিং রেট ছিল অ্যাতো। এই টাইপের অংক। আর তাতে খুঁজে খুঁজে টিমে চান্স না পাওয়া সব ক্রিকেটারদের নাম দিতে হয় রবিন উত্থাপ্পা টইপের।
Arpan | ১৫ মার্চ ২০১১ ১০:৪৯ | 202.91.136.199
হ্যাঁ, এইত্তো সিকি লিখে দিয়েছে। হাই লেভেল চেকিং। এখন ধরো ব্যাং-শিশু এই মেথডটা জেনে গুণফলের ডিজিটগুলো একটু এদিক ওদিল করে দিল, তালে কিন্তু ব্যাং সেইটা এই মেথডে ধরতে পারবে না।
siki | ১৫ মার্চ ২০১১ ১০:৪৮ | 123.242.248.130
লসাগু,
সে তো ক্যালকুলেটর আছেই।
এই বড়বড় গুণভাগ করা আসলে মাথার এক্সারসাইজ। ঐ বয়েসের জন্য।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:৪৮ | 115.249.42.177
কেলাস ফোরে কেসি নাগ আছে নাকি? ওদের কি একটা চটি বই আছে, খুলে দেখেছি - পছন্দ হয়নি। উইকেন্ডে চিলেকোঠায় উঠে বাক্স ঘাঁটতে হবে - যাদববাবুর বইটা আছে কিনা দেখার জন্যে।
arindam | ১৫ মার্চ ২০১১ ১০:৪৮ | 121.242.12.27
সিঁড়ি ভাঙার অংক এখন কোন কাজে লাগে? কিন্তু লাগে ঐ যে একটা প্রবলেম স্টেপ স্টেপ বাই স্টেপ সলভ করা পদ্ধতিটা কাজে লাগে...
siki | ১৫ মার্চ ২০১১ ১০:৪৭ | 123.242.248.130
মেয়েকে এখন অ্যাবাকাস নিয়ে করতে হয় না। অ্যাবাকাস ছাড়াই শুন্যে আঙুল ঘুরিয়ে মাথায় রেখে দেয় আগের স্টেপের উত্তর। তাতে আরো তাড়াতাড়ি হয়। অ্যাবাকাসের বীড্স সরানোর সময় বাঁচে। চোখের সামনে কল্পনায় ভাসে অ্যাবাকাসের ছবিটা।
ধরো আমি পড়ছি ৫৬। আমার চোখে ৫৬ সংখ্যাটা ভাসছে অন্যভাবে। বাঁদিকের স্ট্যান্ডে একদম ওপরের খোপে একটা বীড নামানো, ডানদিকের স্ট্যান্ডে, ওপরেরটা নামানো, নিচ থেকে একটা ওঠানো।
বুঝলে না তো? অ্যাবাকাস নিয়ে কাজ না করলে বুঝবে না।
arindam | ১৫ মার্চ ২০১১ ১০:৪৬ | 121.242.12.27
হ্যাঁ এটা ঠিক রোজ রোজ নতুন অংক দেওয়া হেব্বী চাপ, পৃথ্বীশ বসু আর নাগ দা শেষ হয়ে গেলে মাথা খুঁড়তে হয়...
আগে তো বলটা পাই! গোলকীপার এখনো বল নিয়ে লোফালুফি করছে।
lcm | ১৫ মার্চ ২০১১ ১০:৪৪ | 69.236.180.9
অরিন্দম ঃ-)
অ্যাকচুয়ালি, গুন/ভাগ এসব আর গাঁতিয়ে শেখার মানে হয় না আজকাল। চারদিকে ক্যালকুলেটর - ডেস্কটপ, ল্যাপটপ, ফোন, হাতঘড়ি....
arindam | ১৫ মার্চ ২০১১ ১০:৪৩ | 121.242.12.27
অরিজিৎ পাঠভবনে শেখায় এগুলো...না সবই বাড়িতে?
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:৪৩ | 115.249.42.177
ইস্কুলে অ্যাবাকাস নিয়েও অংক করতে পারবে না। তবে ট্রিকগুনো যদি হাতে যন্ত্র ছাড়া হয় তাইলে এম্নি এম্নি তো পারবে...
আমার এখন আরো ঝামেলা হল রোজ রোজ নতুন নতুন অংক দেওয়া। বই থেকে টুকে দিলে হবে না, আর বইয়ে প্রবলেমগুলো বেশ বোরিং। রোজ রোজ নতুন নতুন ভেবে বের করতে হয় - যার মধ্যে ছোটছোট ট্রিক থাকবে আবার ইন্টারেস্টিং জিনিসপত্র থাকবে - যেমং ডাইনোসর, চিড়িয়াখানা ইত্যাদি। যেমন আজ দিয়েছি একটা চিড়িয়াখানায় ৩২টা বাঁদর প্রত্যেকে দিনে ১৬টা করে কলা খায়, আর ১৮টা শিম্পাঞ্জি প্রত্যেকে দিয়ে ২২টা করে কলা খায়। একটা কলার দাম চার টাকা হলে ২০১২ সালের ফ্রেব্রুয়ারী মাসে কলার পিছনে কত খরচ হবে? ট্রিকটা শুধু একটা কথায় - কিন্তু সেটাও ভাবতে হবে।
arindam | ১৫ মার্চ ২০১১ ১০:৪৩ | 121.242.12.27
লিংকম্যান একটু ফরোয়ার্ড পাস দাও, বইগুলোর জন্য... ঃ)
r.h | ১৫ মার্চ ২০১১ ১০:৪২ | 67.96.80.214
কেউ ডাকলো নাকি?
arindam | ১৫ মার্চ ২০১১ ১০:৪১ | 121.242.12.27
মানে যে ক্যালকুলেশান করে, সেই ক্যালকুলেটর!, এইরকম কিছু ঃ)
lcm | ১৫ মার্চ ২০১১ ১০:৩৯ | 69.236.180.9
বারণ, তাইলে তো। অ্যাবাকাস ও একধরনের ক্যালকুলেটর। আগে ছিল হাতল ঘুরিয়ে গুন, ভাগ - ক্যালকুলেটিং মেশিন।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:৩৯ | 115.249.42.177
কেসি - বইগুনো মেলে পাঠাও না।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:৩৮ | 115.249.42.177
আমাত্তো মন্দ লাগে নাঃ-)
kc | ১৫ মার্চ ২০১১ ১০:৩৭ | 194.126.37.76
ব্যাং কাকে তুই কইল?
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:৩৬ | 115.249.42.177
শস্তা কিন্তু ইস্কুলে বারণ। এখন মনে হয় বারো কেলাসে ব্যাভার করা যায়। আগে তাও যেত না।
byaang | ১৫ মার্চ ২০১১ ১০:৩৫ | 122.172.43.140
তোরা এখানে এগুলো নিয়ে না ভাটিয়ে একটা টই খুলতে পারছিস না?
lcm | ১৫ মার্চ ২০১১ ১০:৩৫ | 69.236.180.9
ক্যালকুলেটর শস্তা না?
siki | ১৫ মার্চ ২০১১ ১০:৩৪ | 123.242.248.130
ইদানিং জিরো পার্সেন্টাইল বইটি পড়তে শুরু করেছি। মন্দ লাগছে না।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:৩২ | 115.249.42.177
ইস্নিপ্সের বইগুনো স্ক্রিবডি-তে খুলছে আর কেন কে জানে আমি চৌকো বাক্স দেখছি। পিডিএফে!!!
siki | ১৫ মার্চ ২০১১ ১০:৩২ | 123.242.248.130
আমার মেয়ে অ্যাবাকাস করছে বছরখানেক হল। খুবই ইন্টারেস্টিং জিনিস। পুরোপুরি মেন্টাল ম্যাথামেটিক্স। তিন বছর অ্যাবাকাস করা ছেলেকে স্টেজে দাঁড়িয়ে মুখে মুখে করতে দেখেছি এই রকমের যোগঃ
৪৫৬৭ + ৯৯৬৭ + ৪৫৬২ + ৭৪৫৭ + ...
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:৩১ | 115.249.42.177
ও, পাঁচ দিয়ে শেষ হওয়া নম্বরের স্কোয়্যারের টেকনিকটা বৈদিক নিয়ম? টেকনিকটা জানি তোঃ-)
kc | ১৫ মার্চ ২০১১ ১০:২৮ | 194.126.37.76
অ্যাবাকাস নিয়ে আমিও জানতে চেয়েছিলাম আজ্জো আর রিমির কাছে। খুব একটা আশনুরুপ উত্তর পাইনি। তাই আর ছেলেকে পাঠাইনি। তবে বেদিক ম্যাথসটা আমার বেশ ইন্টারেস্টিং লাগে, নিজেই নিজেই করি। ব্যাংদেবী ট্রাই করে দেখুন।
kc | ১৫ মার্চ ২০১১ ১০:২৫ | 194.126.37.76
অরিজিৎ ইস্নিপ্সে বেদিক ম্যাথেমেটিক্স দিয়ে সার্চাও, বেশ কয়েকটা ভাল বই ছিল ওখানে। নিজের সময়ও খুব ভাল কেটে যায়।
byaang | ১৫ মার্চ ২০১১ ১০:২৪ | 122.172.43.140
এইসব ভেদিক ম্যাথস আর অ্যাবাকাস ক্লাস এগুলো আমি আমি জানতে চাই। লুরুতে দেখি হুলিয়ে এইসবের কোচিং ক্লাস হচ্ছে। অ্যাবাকাসের ক্লাসে তো উপচে পড়ছে ভিড়। কিন্তু ছেলেকে সেই ক্লাসে পাঠাতে চাইলেই ঘরশত্রু বিভীষণ তাতে বাদ সাধেন। রিচার্ড ফেইনম্যান নাকি কবে কোন অ্যাবাকাস বিশারদ জাপানীকে (তার হাতে নাকি অ্যাবাকাস ধরাও ছিল) মনে মনে অংক কষে ধরাশায়ী করেছিলেন, সেই গল্প শোনান। যত বলি - ""ওরে এটা ফেইনম্যান নয় রে, তোরই ছেলে, কত আর বুদ্ধি হবে এর মাথায়! একে তো করেকম্মে খেতে হবে।'' কে শোনে আমার কথা!
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:২২ | 115.249.42.177
এগুনো জানিই না। আমি তো চিরকাল লং মাল্টিপ্লিকেশনই করে এসিচি...
তোমরা কেউ ভেদিক ম্যাথস করনা? আমার হেব্বি লাগে। কিন্তু ফাঁকিবাজির নিয়মগুলো ছেলেকে শেখাব কিনা ভেবেই চলেছি। আজ্জোবাউ, রিমিদি, অভ্যুবাউ কী বলে?
quark | ১৫ মার্চ ২০১১ ১০:০৯ | 202.141.148.99
কারণ, বক্তিমে দিলে তুমি বলেক'য়ে প্রচার কচ্ছ, কিন্তু গান কিম্বা নাটক কল্লে কিঞ্চিৎ মারপ্যাঁচের আড়ালে।
জাস্ট আন্দাজে বল্লুম।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:০৮ | 115.249.42.177
এটা কেউ লজিক্যালি এক্ষপ্লেইন করে দাও। তাপ্পর হাত পাকাই।
siki | ১৫ মার্চ ২০১১ ১০:০৮ | 123.242.248.130
পিওর কোইনসিডেন্স হবে সেটা। খুব কম ঘটে এরকম ঘটনা।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:০৭ | 115.249.42.177
না ধরো উত্তর মিলেছে, কিন্তু ভিতরে গোলমাল আছে? এরকম এক দুইবার দেখেছি কিনা...অবিশ্যি এখনো গোঁজামিল দিতে শেখেনি, কোয়েনসিডেন্স হয়ে গেছিলো।
siki | ১৫ মার্চ ২০১১ ১০:০৬ | 123.242.248.130
না, অন্য ভুল করে যদি উত্তর মিলে যায়, সেটা এই মেথড ধরতে পারে না। এটা জাস্ট হাই লেভেলের চেকিং।
০ থেকে ৮, নখানা নম্বরের মধ্যে যে কোনও কিছুই হতে পারে গুণফলের ডিজিটগুলোর যোগফল। ফলে ভুল করেও সেই যোগফল মিলিয়ে দেবার প্রোব্যাবিলিটি খুবই রেয়ার। অভ্যু বলতে পারবে।
byaang | ১৫ মার্চ ২০১১ ১০:০৫ | 122.172.43.140
সিকির পদ্ধতিতে উত্তর না মিললেই ভিতরে গন্ডগোল আছে, সেটা তো অন্তত বোঝা যাবে।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১০:০৩ | 115.249.42.177
সেকেন কোশ্চেন - এতে কি শুধু উত্তরটাই চেক করা যাবে? চার সংখ্যা দিয়ে গুণের চার লাইনের মধ্যে গোলমাল থাকলে কি ধরা যাবে? ধরো এমন দুটো গোলমাল যেগুলো একটা অন্যটাকে কাটাকাটি করে দিচ্ছে...
byaang | ১৫ মার্চ ২০১১ ১০:০৩ | 122.172.43.140
অ্যাই, অপ্পন। তুইই একমাত্তর হাতের কাছে আছিস। ছেলেটার কেলাস এইট হলেই, ছেলেটার ঘেঁটি ধরে তোর ঘরের সামনে নামিয়ে দিয়ে আসবো শনি-রোব্বারগুলোয়। তাপ্পর যদি আমার ছেলে জয়েন্টে না পায়, তখন তুই আমার হাতে ক্যাল খাবি।
siki | ১৫ মার্চ ২০১১ ১০:০৩ | 123.242.248.130
ঃ)
অরিজিৎ, নিয়ম বোধ হয় একটা আছে। গতবছর ভোটের আগে কবীর সুমনের প্রোগ্রাম দেখতে গিয়ে মুর্গি হয়েছিলাম। সুমন নাকি গান গাইলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হবে। তাই সুমন এলই না।
কিন্তু বক্তিমে দিলে সেটা হয় না।
byaang | ১৫ মার্চ ২০১১ ১০:০১ | 122.172.43.140
মিলনদা, সত্যদার লাইনে শমীকদার কোচিংক্লাসও মন্দ নাম না।
siki | ১৫ মার্চ ২০১১ ১০:০১ | 123.242.248.130
অন আ ডিফারেন্ট নোটঃ পুরানা কিল্লায় এখন যে নতুন লাইট অ্যান্ড সাউন্ড শো-টা হচ্ছে, দিল্লি এনসিআরে যারা আছো, পারলে প্লিজ প্লিজ দেখে এসো। সন্ধ্যে সাতটা থেকে আটটা, প্রতিদিন। প্রোগ্রামের নাম ইশ্ক্-এ-দিল্লি। টিকিট বড়দের আশি টাকা, ছোটদের চল্লিশ।
ফাটাফাটি, মার্ভেলাস জিনিস বানিয়েছে। পুরোটা লেজার টেকনোলজিতে করা। অপূর্ব সুন্দর।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন