এই সাইটটি 40,645,500 বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ১২ মার্চ ২০১১ ২৩:০৬ | 122.167.254.121
  • এদিকে রিয়াল লাইফে পুপের পা ভেঙেছে।
  • Arpan | ১২ মার্চ ২০১১ ২৩:০৪ | 112.133.206.2
  • না পাই, তার জন্য আলাদা আলাদা মেইল করার কোন দরকার নেই। ডিস্ট্রিবিউশন লিস্ট বানালেই তো হয়।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২৩:০২ | 117.194.36.113
  • ফেসবুক নিজে নিজে গ্রুপে অ্যাড করে কেউ এখানে বলেছে বুঝি? ঃ)
  • pi | ১২ মার্চ ২০১১ ২৩:০২ | 72.83.77.254
  • জানিনা, গ্রুপে অ্যাড করবো কিনা এই সংক্রান্ত হাজারটা মেইল হাজারজনকে আলাদা করে করে করার অসুবিধার কথাটাও বোঝাতে পারবো কিনা। ফেসবুকে মেসেজ পাঠাতে হলে অর্ধেক সময়ে এরর মেসেজ আসে।
  • d | ১২ মার্চ ২০১১ ২৩:০১ | 14.96.85.34
  • অ্যাঁ! ফেসবুক নিজে নিজে গ্রুপে অ্যাড করে! কিন্তু আমার কাছে তো এখনও দুটো গ্রুপ ইনভিটেশান পড়ে রয়েছে। অ্যাকসেপ্ট বা ইগনোর কিছুই করি নি। অপশানদুটো জাঙ্কÄল্যমান। 'কনফার্ম'টা নীল রঙের আর 'ইগনোর'টা সাদা রঙের।
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২২:৫৪ | 117.194.235.234
  • ডেকোরাম নিয়ে উত্তর আগে বেশ কয়েকবার দিয়েছি, উদাহরণ সহ - কি করা যায়, কি যায় না। কিছু আরএফসি রয়েছে, পড়ে নেওয়া যায়। আর সেই আরএফসি-র পরেও ইন্টারনেট নিয়ম আরো ইভল্‌ভ করেছে। সেগুলো বিভিন্ন ফোরামে গেলেই জানা যায়। ক্রস পোস্টিং যে ঠিক নয় সে কথাটা অন্যেও জানিয়েছে - এখানেই।
  • Arpan | ১২ মার্চ ২০১১ ২২:৫৪ | 112.133.206.2
  • নাঃ, কমরেড ঈশান আমাকে আপনি ওই গ্রুপ থেকে বাদ দিতে পারেন না। খেয়াল করে দেখুন আমি কিন্তু বলিনি আমাকে ওই লিস্ট থেকে বাদ দেওয়া হউক।

    আমি বেসিকালি চাইব অন্তত বাদ দেবার সময় যেন আমাকে জিগ্যেস করা হয়। ঃ-)
  • nyara | ১২ মার্চ ২০১১ ২২:৫২ | 122.167.254.121
  • অ্যাঁ! আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এই জায়গায় চলে গেছে! ফেসবুকে একটা গ্রুপ তৈরি করলাম অর ফেসবুক নিজে নিজে সব মেম্বার অ্যাড করে দিল। মাইরি, প্রযুক্তি কী মিষ্টি।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২২:৫০ | 117.194.36.113
  • কে বলল বোঝানো যাবেনা। বুঝেছি তো। অপ্পন বা ন্যাড়াদাকে জিজ্ঞাসা না করে মেলিং লিস্টে ঢোকানো অন্যায় হয়েছে। অন্যায় স্বীকার করে ওনাদের এই লিস্ট থেকে বাদ দিলাম। চাইলে ওনারা মেলিং লিস্টে ঢোকানোর জন্য আবেদন করতে পারেন। অন্যথায় গুরু থেকে কোনো মেল যাবেনা।

    ডান।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২২:৪৭ | 117.194.36.113
  • আর হ্যাঁ। আমারও মনে পড়ল, আমিও ফেসবুকে একগদা গ্রুপে অ্যাডেড। কেউই আমারে জিগায়নি। ওটাই যদ্দুর জানি ফেসবুকের ডেকোরাম। বিগ বিজনেস বিরোধীরা একটা ফেসবুক বিরোধী আন্দোলন তৈরি করলে পারেন। ঃ)
  • nyara | ১২ মার্চ ২০১১ ২২:৪২ | 122.167.254.121
  • কষ্টস্বীকারের খাটনি নিয়ে অসুবিধে নেই, আমার প্রবলেম জিগেস না করে আমার নাম গ্রুপে ঢোকানোতে।

    তবে এটা মনে হচ্ছেনা যে পাই বা ঈশেনকে বোঝাতে পারব। তাই ক্ষ্যামা দিলাম। এই আলোচনায় আমি আর নেই।
  • Arpan | ১২ মার্চ ২০১১ ২২:৩৫ | 112.133.206.2
  • নাঃ। আপত্তির জায়গাটা মেল পাওয়াপাওয়ি নিয়ে না। আমাকে না জিগ্যেস করে গ্রুপে অ্যাড করে দেওয়াটা নিয়ে আমার আপত্তি ছিল ও থাকবে। ইনভিটেশন আসলে আমার মর্জিমাফিক আমি নিজেকে অ্যাড করব বা করব না।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২২:৩৪ | 117.194.36.113
  • ফেসবুক সংক্রান্ত কমপ্লেন টা ফেসবুকে জানালে ভালো হয়। ওটা ফেসবুকের পলিসি। আমাদের নয়। আমরাও অনেকদিন ধরে ইনভাইট করার উপায় খুঁজছি।

    আর গুগলগ্রুপটা স্রেফ একটা মেলিং লিস্ট। গুরুচন্ডালি আইডি থেকে মেল করার সহজ উপায় হিসেবে বানানো হয়েছিল। তবে হ্যাঁ, এবার থেকে অতি অবশ্যই গুরুচন্ডালি থেকে কোনো মেল যাবেনা। গুরুচন্ডালির জন্য এত কষ্টস্বীকার করানোর জন্য আগেই দুঃখপ্রকাশ করেছি তো। ঃ)
  • pi | ১২ মার্চ ২০১১ ২২:৩৩ | 72.83.77.254
  • ন্যাড়াদা, আপনি বাদে আর প্রায় কেউ ই এরকম আপত্তি জানান নি। আর এক দুজন যাঁরা বলেছেন , তাঁদের কেও ঐ অপশনের কথা বলা হয়েছে এবং বাকি যাঁদের অসুবিধে হয়েছে নিজেরাই করে নিয়েছেন। তাই এটা এত বড় অসুবিধা বোঝা যায়নি। মাথায় রাখা হবে।

    আর ফেসবুকে , আমার ব্যক্তিগত প্রোফাইল কে এরকম নানা গ্রুপের সাথে প্রায় ই যোগ করে দেওয়া হয় দেখি। কোনো ক্ষেত্রেই মেসেজ করে কেউ অনুমতি চেয়েছে বলে দেখিনি। আমি না, এবং এ নিয়ে যতজনের সাথে কথা হয়েছে, অন্যদের ও এক ই অভিজ্ঞতা। তাই এটা ফেসবুকের ডেকোরামের মধ্যে পড়ে সেটা জানা ছিল না। তাও আপনার অসুবিধার জন্য দুঃখিত। আপনাকে তখন ই পার্সোনাল মেসেজ পাঠিয়েও দুঃখ প্রকাশ করা হয়েছিল , বোধহয়।
  • sayan | ১২ মার্চ ২০১১ ২২:২৯ | 98.225.200.39
  • ওদিকে ভারতবর্ষ হেরে যাচ্ছে যে!
  • pi | ১২ মার্চ ২০১১ ২২:২৯ | 72.83.77.254
  • ল্যাক অব আন্ডার্স্ট্যান্ডিং টা অন্য পক্ষের বক্তব্যে ল্যাক অব লজিক আছে মনে হওয়া থেকেও হতে পারে ঃ)

    ডেকোরাম নিয়ে এতবার এত কিছু খোঁচা দেওয়া হলে ব্যাপারটা ক্লিয়ার করে জানতে চাওয়ার জন্য এধরণের উষ্মা প্রকাশ ও আমার আণ্ডারস্ট্যাডিং এর আওতা বহির্ভূত।
  • nyara | ১২ মার্চ ২০১১ ২২:২৭ | 122.167.254.121
  • গুগুলগ্রুপে যে ঢুকেছি, তাই জানিনা।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২২:২৪ | 117.194.36.113
  • গুগলগ্রুপে প্রাইভেসি রাখা হয়েছিল। কাউকে সিসি করা হয়নি। যায়ওনা। ওটা স্প্যামও না। কিভাবে আনসাবস্ক্রাইব করতে হবে তাও বলা আছে।

    তবে রিপ্লাই অপশন বন্ধ করে দেবার আগে পর্যন্ত পাঁচ-সাতটা মেলের উপদ্রব বোধহয় সহ্য করতে হয়েছে ন্যাড়াদা এবং অর্পনকে। গুরুর তরফ থেকে এই উপদ্রব সহ্য করতে বাধ্য করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

    ফারদার এই ধরণের মেল না পেতে চাইলে জানাবেন। গুরু সম্পর্কে সমস্ত ইনফর্মেশন দেওয়া বন্ধ করে দেওয়া হবে।
  • nyara | ১২ মার্চ ২০১১ ২২:২৩ | 122.167.254.121
  • মানে you have to take some trouble - চিঠি পাঠাও বা 1-800 কল করো!
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২২:২৩ | 117.194.235.234
  • অপশন নেই, সুতরাং অ্যাড করে দাও। এখানেও ডেকোরাম বলে আগে একটা মেল করে বা মেসেজ পাঠিয়ে পারমিশন নেওয়া উচিত। এটা মেইলিং লিস্ট নয় যে ইউজার নিজে সাবস্ক্রাইব করছে।

    পাই - ক্রমাগত নিজের ল্যাক অব আন্ডারস্ট্যান্ডিং কে ডিফেন্ড না করলেই ভালো। আগেই লিখেছি কথা বাড়ানো উদ্দেশ্য হলে বাড়িয়ে যাওয়াই যায়। আননেসেসারিলি।
  • pi | ১২ মার্চ ২০১১ ২২:২২ | 72.83.77.254
  • না তো। কেউ আপত্তি জানালে সাথে সাথে তাঁকে বাদ দিয়ে দেওয়া যায়/হয়। তাঁকেই আনজয়েন করার কষ্ট নিতে হবে, এমন না তো।
  • nyara | ১২ মার্চ ২০১১ ২২:১৯ | 122.167.254.121
  • ইনভাইট করা যায় না, মানে স্রেফ অ্যাড করে দেব। ডিফল্ট অপ্ট-ইন। যে চায় না, then onus is on that person to take the trouble to unjoin। এই হচ্ছে তা'লে পলিসি!

    এটা টিপিকাল বিগ বিজনেস পলিসি - ডিফল্ট অপ্ট-ইন।
  • pi | ১২ মার্চ ২০১১ ২২:১৭ | 72.83.77.254
  • আর অরিজিতদাকে, যেহেতু প্রশ্নটা ক্রস ইন্টারনেটে পেস্টিং এর ডেকোরাম নিয়ে, তাই লেখা নিয়ে এখানকার বা অন্য কোন ফোরামে কারুর কোন পোস্ট মেইল এ লেখকে জানানো বা লেখকের জানতে চওয়াতে ডেকোরাম বিঘ্নিত হওয়া নিয়ে প্রশ্ন ভ্যালিড থাকে।
  • pi | ১২ মার্চ ২০১১ ২২:১৪ | 72.83.77.254
  • ফেসবুকে ইনভাইট করার অপশন থাকেনা। আর গ্রুপের উপরেই লেখা ছিল, কোনোরকম অসুবিধে হলেই গ্রুপ থেকে কীভাবে আনজয়েন বা নোটিফিকেশন বন্ধ করে দিতে হবে । ন্যাড়াদ বলামাত্র ই ব্যক্তিগত ভাবেও জানানো হয়েছিল।

    সিসি ককহ্নো করা হয়েছে বলে মনে পড়ছেনা।

    গুগল গ্রুপে সবার রিপ্লাই সবার কাছে যাবে না, এই অপশন পাওয়া মাত্র বন্ধ করে দেওয়া হয়েছিল।
  • shrabani | ১২ মার্চ ২০১১ ২২:১০ | 59.94.104.103
  • আমি টইতে লিখছিনা সেকথা বলেছি। প্রথমে একটা ব্যাপার বলি যা অল্প নমুনা দিয়েছি তা একমাত্র একা আমার অভিজ্ঞতা নয়, হলে লিখতাম না। এগুলো আমাদের। আবার আমার সেক্টরের বাইরের মেয়েদের কথাও নয়, কারণ আমার জানা নেই তাদের কথা, সেটা তারাই বলবে।
    মেয়েদের নিরাপত্তার কথা ভেবে, পিতৃতন্ত্র, এসব গালভরা ব্যাখ্যায় বেশ ভেবড়ে গেলাম। এইসব দিয়ে তো সবকিছু তাহলে যুক্তি তে ফেলা যায়। মেয়েদের পর্দায় রাখা, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, খাপেদের মেয়ের প্রেমিক কে মারা... আমাদের দেশে রাস্তাঘাটে মেয়েদের কোনো সিকিউরিটীই তো নেই, যেভাবে রোজ খুন রেপ ও অন্যান্য মেয়েঘটিত ক্রাইম হয়।
    আসলে এরা যারা মেয়েদের ফিল্ডে কাজে ডিসকারেজ করে, আহারে ওরা হয় তো ভালো মনে ই নিরাপত্তার কথা ভেবে করেছে।
    এরকম মনে করলে উপরের সব এবং আরও অনেক কিছুই মেয়েদের ভালোর জন্যেই করা হয়, অন্তত যারা করে তারা ভাবে।
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২২:০৯ | 117.194.235.234
  • না এটার কথা বলিনি। সেরকম মনে হয়ে থাকলে দুঃখিত। অনেকক্ষণ ধরে এই বাগার্স আর ক্রসপোস্টিং নিয়ে ঘ্যানঘ্যানের উত্তর দিতে দিতে ক্লান্ত।

    বাগার্স এবং বাগার অফ্‌ - এই ধরণের ক্ষেত্রে এই কথাদুটো আমরা অনেকই ব্যবহার করেছি, ভদ্রসভ্য ফর্মাল ব্রিটিশদের সাথে।
  • Arpan | ১২ মার্চ ২০১১ ২২:০৩ | 112.133.206.2
  • ঈশান, ফেসবুক না। গুগলগ্রুপ থেকে এসেছিল।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২১:৫৭ | 117.194.36.113
  • মানে কি দাঁড়াল? বাগার্স শব্দটির একদিকে কোনো খারাপ অর্থ নেই। যদিও ওটা "বালের যুক্তি'র চেয়েও স্ট্রং। ঃ)

    আর আমার কথাগুলো অজ্জিতের ব্যক্তি আক্রমন মনে হল? আমি স্টানড। আমার কথা শেষ। আপাতত এই বিষয়ে চ্যাপ্টার ক্লোজ করলাম।

    ------------------------

    আর ন্যাড়াদার কথার উত্তরে জানাই, যে, ফেসবুকে সম্ভবত গ্রুপে ইনভাইট করার কোনো উপায় নেই। সোজা অ্যাডই করে দিতে হয়। এটা একটু খোঁজ নিয়ে জানাচ্ছি।

    আর মেলের ব্যাপারটা তো সাধারণভাবে এরকম করা হয়না। সেটাও খোঁজ নিচ্ছি।
  • sayan | ১২ মার্চ ২০১১ ২১:৫৭ | 98.225.200.39
  • ঈশানদা'র 9:38 PM'এর পোস্টের শেষ প্যারায় একটা অদ্ভুত ব্যাপার পেলাম। এটা বেশ অবভিয়াস লাগছে যে বাগান সাজিয়ে তোলার সময় গুরু লঞ্চপ্যাড খুঁজছিল। দেন গুরু গট স্কাইরকেটেড আর এখন তো পুরোদস্তুর স্যাটেলাইট। তো, গুরু এবার ক্রমে মোর হ্যাপেনিং সেলেস্টিয়াল বডি হবে। খুব ভালো। সেটা করতে গিয়ে পুরনো খোলস পরিত্যাগ করাটাও স্বাভাবিকই। ফেয়ার এনাফ।
  • Arpan | ১২ মার্চ ২০১১ ২১:৫৩ | 112.133.206.2
  • ন্যাড়াদার ৯ঃ৪২-এর পোস্টকে বড় হাতের ক।
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২১:৪৫ | 117.194.235.234
  • খারাপ মানে নেই। ছিলো - গত শতাব্দীরও আগে। তা এঁরা হয়তো সেই যুগেরই। পোস্টগুলোও সেরকম।
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২১:৪২ | 117.194.235.234
  • আমার ওই লাইনগুলোকে খুব নীচু মেন্টালিটির আক্রমণ মনে হয়েছে। এবং আমি এখনো বাগার্স বলা নিয়ে বিন্দুমাত্র লজ্জিত নই। ওই পোস্টগুলো পড়ে কেউ ইগনোর করেছেন, কেউ ওর মধ্যেও সর খুঁজে তোলার কথা ভেবেছেন, আকা ওই পোস্টকে "পুরুষিফিকেশন' বলেছে, আমি আরো স্পষ্ট করে বাগার্স বলেছি। "বালের যুক্তি'-ও বলা যেত, কিন্তু সেটাকেও আমার বেশ নরম মনে হয়েছে।
  • nyara | ১২ মার্চ ২০১১ ২১:৪২ | 122.167.254.121
  • এই প্রসঙ্গে একটা কথা পাবলিকলি বলে দিই, প্রাইভেটলি বলেছি। এইসব ফেসবুক, অর্কুট-টর্কুটে মার্কেটিং হচ্ছে, সে নিয়ে কোন বক্তব্য না থাকলেও লোককে না জিগেস করে কোন গ্রুপের অন্তর্ভুক্ত করে দেওয়া ব্যাড ফর্ম।

    দ্বিতীয়তঃ মাস মেল ছড়লে রেসিপিয়েন্টদের bcc:-তে রাখাই বাঞ্ছনীয়। কারণ পরবর্তীতে অচেনা লোকের থেকে উটকো 'অমুক ম্যাগাজিন পড়ুন' ধরণের মেল আমার অত্যন্ত অপছন্দের।
  • nyara | ১২ মার্চ ২০১১ ২১:৩৮ | 122.167.254.121
  • buggers-এর একটা খারাপ মানে আছে, আজ আমি প্রথম জানলাম।

    চার অক্ষরের কোন ভাল মানে আছে, সেটা আজ অব্দি জানিনা।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২১:৩৮ | 117.194.36.113
  • আমি পোস্টগুলো পড়েছি অরিজিত। এর অনেকগুলোই আমার অপছন্দের। আমি গুরুতে খুব একটা সময় কাটাইনা এখন। থাকলে তখনই এগুলো নিয়ে আপত্তি জানাতাম। ইন ফ্যাক্ট এই আপত্তিগুলোকে আমি স্বাগতই জানাচ্ছি।

    কিন্তু স্টিল, এগুলো ব্যক্তি আক্রমন নয়। বাগার্সটা ব্যক্তি আক্রমন। সেটা উচিত মনে হয়নি।

    এবং আরও একটা ব্যাপার আমার মনে হয়েছে। অবশ্যই ব্যক্তিগত ফিলিং, কেউ এটা বলেননি। কোত্থেকে সব উটকো লোক এসে আমাদের সাজানো বাগানে জুড়ে বসে, এরকম একটা টোনও আমাদের মধ্যে থাকে মনে হয়। সেটা নিয়ে একটু ভাবা দরকার।
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২১:৩৭ | 117.194.235.234
  • আগেরটার কন্টিনুয়েশন -

    বাগার্স শব্দটার চেয়ে বক্তাকে নিয়ে আপত্তি হলে সেটা পষ্টাপষ্টি বলে ফেলাই ভালো।
  • sayan | ১২ মার্চ ২০১১ ২১:৩৩ | 98.225.200.39
  • জয়া হু?
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২১:৩১ | 117.194.36.113
  • এবার অক্ষকে।

    ধরা যাক এই এপিসোডের পর জনৈক অপরিচিত নেটিজেন যদি এই ফোরামে এসে লিখলেন, যে, অমুক তো "আমাদের' "বাগার্স' বলেছিলেন, এবার আমিও যাকে খুশি চার অক্ষর দেব, তখন যেন সম্পাদক কাকু রুচি-ফোরামের মান এসব নিয়ে বাজে প্যাচাল না পাড়েন। বলে দিলাম হুঁঃ। সঙ্গে চাট্টি ফাক টাক। ঃ)

    তা, সেক্ষেত্রে আমি মিনমিন করে বলতেই পারি, যে, ওটা তো কলোকোয়ালি অতো খারাপ কিছু না ইত্যাদি। তখন সে আমাকে বলবে, যে, চার অক্ষরের বোকাও আমাদের পাড়ার ঠেকে অতো খারাপ কিছু না, আটকাবেন না মাইরি।

    এরকম ক্রিটিকাল পরিস্থিতিতে আমি পরিষ্কার, কিলিয়ার করে বলতে পারি, যে, এক আধটা এদিক-সেদিক ছুটোঅকো-ছাটকা আক্রমন সবাই করে ফেলে। আমি নিজেও করেছি। অবভিয়াসলি সেগুলোকে ছাড় দেওয়া হয়েছে। বিষয়টাকে পাতি আমলাতান্ত্রিক করে ফেলার কোনো মানে হয়না। কিন্তু খুব ব্যতিক্রমী জায়গায় পৌঁছে গেলে, অবশ্যই পোস্ট ডিলিট হবে। আগেও হয়েছে।

    এবার প্রশ্ন কোনটা খুব ব্যতিক্রমী এবং কোনটা নয়, সেটার তো কোনো ধরাবাঁধা নিয়ম হয়না। কোনো একটা জয়াগায় দাঁড়ি টানতে আগেও হয়েছে। প্রয়োজনে এর পরেও হবে।
  • Kaju | ১২ মার্চ ২০১১ ২১:২৭ | 59.93.210.192
  • কি দাদা-দিদিরা কেমন আছো সবাই? আমি গুরুগ্রামে ছিলাম ১ থেকে ১১ মার্চ। তাই আর কথাটথা হয়নি। কাল রাতে ফিরলাম। ঃ-)
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২১:২৩ | 117.194.235.234
  • বাগার্স-এর আগের পোস্টগুলো পড়ে নিতে অনুরোধ করবো।

    Date :11 Mar 2011 -- 07:01 AM

    -- হাই হিল জুতো
    -- জাস্ট অন্য ট্রেডে চান্স পায় না বলেই পড়ে
    -- সম্ভব নয়। কারখানার কাজে একটা মেয়ের পক্ষে দুশো ভাগ দেওয়া সম্ভব নয়।

    Date :11 Mar 2011 -- 07:06 AM

    -- কয়লার গুঁড়ো মেখে মেয়েটিকে কিছুটা মহান করছেম আবার তলপেটে ব্যথ জনিত কারণে সিস্টেমকে দোষ দিচ্ছেন

    Date :11 Mar 2011 -- 08:32 AM

    -- ete keu chhoto holo ba baro holo , erokom dabi koratai to typical chhaglamo

    Date :11 Mar 2011 -- 08:40 AM

    -- হাজারটা বায়নাক্কা পারে
    -- এই থ্রেডটা ঐ "লেখিকা' পড়লে আমি শিওর আরেকটা আর্টিকল নামাবে

    বাগার্স আরো অনেক পরে। এবার মানেঃ Today, the term is a general-purpose expletive, used to imply dissatisfaction, or used to describe someone or something whose behaviour is in some way displeasing - এই পোস্টগুলো displeasing কিনা সেটাও ভেবে দেখতে বলবো। অযথা অ্যাপোলোজেটিক হওয়ার কোনো মানে হয় না।
  • Ishan | ১২ মার্চ ২০১১ ২১:১১ | 117.194.36.113
  • উফ লেখাবেই রে ভাই। ল্যাদ খাবার কোনো উপায় নাই। ঃ)

    প্রথমে পেন্ডিং ব্যক্তিগত মতামতটা দিয়ে নিই। দুটো কারণে এইভাবে কপি-পেস্ট করা পোস্টগুলো আমার পড়তে অসুবিধে হয়েছে।
    প্রথমতঃ কন্টিনিউটির কারণে।
    দ্বিতীয়তঃ ক্যালকমের মেজাজটা আলাদা। বিচ্ছিন্ন কিছু জিনিস আলাদা করে এখানে পেস্ট করে দিলে তার আগা মাথা বোঝা কঠিন।

    তার বাইরে কপিপেস্টে আপত্তি কিছু দেখিনি। যদি আপত্তি সত্বেও বা অনুমতি না নিয়ে করা হয়ে থাকে, তাহলে আলাদা কেস। কিন্তু কেস সেরকম বলে মনে হয়না।

    এ ছাড়াও কিছু পোস্টের ভাষা বেশ আপত্তিকর। তবে দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, যে, কোনো ব্যক্তি আক্রমন ছাড়াই "বাগার্স' ইত্যাদি কথা গুলো এই দিক থেকে শুরু হয়েছে। এগুলো না করাই বাঞ্ছনীয়।
  • Arpan | ১২ মার্চ ২০১১ ২১:০৭ | 112.133.206.2
  • হাইকু। ঃ)
  • sayan | ১২ মার্চ ২০১১ ২১:০৩ | 98.225.200.39
  • বেশ ভালো ছোট্ট অণুকবিতা। ঃ-)
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২০:৫৭ | 117.194.235.234
  • এটা শিখেছিলাম
             কিন্তু ভুলে গেছিলাম।
  • sayan | ১২ মার্চ ২০১১ ২০:৫২ | 98.225.200.39
  • গুড! কেসি স্পেসিং জানেন। কেসি'কে একটা গামা অনুবাদের কাজ দেওয়া হোক। ঃ-)
  • kc | ১২ মার্চ ২০১১ ২০:৫০ | 194.126.37.76
  • ১) প্রথম লাইন
        .১) সাবহেডিং

    এইতো হল।
  • sayan | ১২ মার্চ ২০১১ ২০:৪৮ | 98.225.200.39
  • কী লোক রে! এখানেও পিপিটি দেখছে!!
    ওরে ফর্ম্যাট নয়, কটেন্ট দ্যাখো। ;-)
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২০:৪৮ | 117.194.235.234
  • Arijit | ১২ মার্চ ২০১১ ২০:৪৭ | 117.194.235.234
  • ১) প্রথম লাইন
    ১এ) সাবহেডিং

    কই হল না তো! ওই এইচটিএমএল হিসেবে দিতে হবে? অ্যাঙ্গুলার ব্র্যাকেটে & দিয়ে?
  • kc | ১২ মার্চ ২০১১ ২০:৪৬ | 194.126.37.76
  • কেন ঐ &এনবিএসপি করে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি 40,645,501 বার পঠিত