এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১১ মার্চ ২০১১ ১০:৩৯ | 61.95.144.122
  • রঞ্জিত দাসের কেমিস্ট্রি বইটে অতি ঢপের ছিলো। ওচ্চেয়ে অনেক ভালো ছিলো পুরনো পি কে দত্ত - ইনর্গ্যানিকের জন্যে আর Bahl & Bahl অর্গ্যানিকের জন্যে। কাঁচা ছিলুম বটে এবং ভালোও লাগতো না, তবে ভালোভাবেই উৎরে গেসলুম।
  • Bratin | ১১ মার্চ ২০১১ ১০:৩৬ | 122.248.183.1
  • আমি ও দাস মুখার্জী। আর কেমেষ্ট্রি তে প্রচুর চাপ ছিল। মোটে ভালো লাগতো না। কোন রকমে পাস করি। কান ঘেঁষে।
  • u | ১১ মার্চ ২০১১ ১০:৩৫ | 61.12.12.83
  • ও। যাঃ।
  • Arijit | ১১ মার্চ ২০১১ ১০:৩২ | 61.95.144.122
  • দেখতে দিলো না তো!
  • Arijit | ১১ মার্চ ২০১১ ১০:২৪ | 61.95.144.122
  • টেস্টপেপারগুনো খারাপ হত না - পোচুর পোচুর কোশ্চেন, আর একটাই তো কিনতে হত। পুরনোগুনো আগের বছরের লোকজনের কাছ থেকে পাওয়া যেত।
  • Arijit | ১১ মার্চ ২০১১ ১০:২৩ | 61.95.144.122
  • টিমের নাইট কি একনো আচে?
  • sayan | ১১ মার্চ ২০১১ ১০:২১ | 98.225.200.39
  • উফ্‌ সেই এবিটিএ'এর টেস্টপেপারগুলো! অবশ্য এবিটিএ ছাড়ও আরও অন্য কী সব পাওয়া যেত।
  • Tim | ১১ মার্চ ২০১১ ১০:১৭ | 69.61.138.162
  • আরে বই বেরোলেই লাইব্রেরিতে আসতো। এলেই এট্টু বাড়িতে এনেও রাখতাম। তা বলে কি আর করেছি? একটা বইই কত্তাম। এসেন্দে।
    পরে অবশ্য পড়ানোর সময় অনেক বই ঘাঁটাঘাঁটি হয়েছে। সে অন্য কথা।
    ঘুমোতে যাই এবার। গুন্নাইট।
  • Arijit | ১১ মার্চ ২০১১ ১০:১৪ | 61.95.144.122
  • পাঁচটা বই থেকে অংক করাটা আমার ঠিক হেল্পফুল লাগতো না, তাই করিনি। অংক তো কনসেপচুয়াল ব্যাপার - সে একটা বইয়েও যা কনসেপ্ট তৈরী হয়, পাঁচটা *একই টাইপের* বই থেকেও তাই হয়। বাকি রইলো প্র্যাকটিস - তাজ্জন্যে টেস্টপেপারঃ-)
  • Arpan | ১১ মার্চ ২০১১ ১০:১৩ | 112.133.206.18
  • বিকে গুপ্তা।
  • Tim | ১১ মার্চ ২০১১ ১০:০৪ | 69.61.138.162
  • আম্মো করেছি। কেসিএন (এইটাই বেশি মানানসই নাম), ভঞ্জ এইসবও তো মনে আছে।
  • Arijit | ১১ মার্চ ২০১১ ১০:০৩ | 61.95.144.122
  • বইটা যে বছর বেরোয়, আমার জন্মও সেই বছর, এবং আমার দিদি ওই গপ্পোটার ফ্যান ছিলো। কাজেই...

    ভালো নামটাও ওই একই কেস - সম্ভবতঃ অবন ঠাকুরের কোনো গপ্পো থেকে।
  • Arijit | ১১ মার্চ ২০১১ ১০:০১ | 61.95.144.122
  • দাশ মুখুজ্জের ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি ইত্যাদি আমার দিদি করেছে, আমি করেছি, দিদির মেয়ে করেছে, সম্ভবতঃ আমার ছেলেও করবে।
  • a x | ১১ মার্চ ২০১১ ১০:০০ | 99.54.168.236
  • হ্যাঁ, অরিজিতের নামে পাখি পোষার কোনো রকম কথা দিইনি! শৈলেন ঘোষের গল্পটা পড়েছি।
  • sayan | ১১ মার্চ ২০১১ ০৯:৫৯ | 98.225.200.39
  • ওক্কে। একটা ডিসক্লেইমার দেওয়া প্রয়োজন।
    == আমার ৭ঃ৪১ আর ৮ঃ৩৭'এর পোস্টের নামগুলো সম্পূর্ণভাবে কাল্পনিক। কোনও নীরব পাঠকের নামের সঙ্গে যদি মিলে যায় সেটা পুরোপুরি অনভিপ্রেত এবং অনিচ্ছাকৃত। ==
  • a x | ১১ মার্চ ২০১১ ০৯:৫৮ | 99.54.168.236
  • হ্যাঁ হ্যাঁ এই দাশ মুখুজ্যেটা চেনা চেনা ঠেকছে!
  • Arijit | ১১ মার্চ ২০১১ ০৯:৫৮ | 61.95.144.122
  • আর ইয়ে - মিতুল নামটা ওঠে শৈলেন ঘোষের বইটা বেরনোর পর। এবং সেই গল্পে মিতুল একটি ছেলে পুতুল ছিলো। কাজেই মিতুল নামটা ছেলেদেরই হওয়া উচিত - টেকনিক্যালি।
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:৫৫ | 69.61.138.162
  • উমার পড়াশুনো যতটা না কষ্টের, সারাদিন ধরে পরীক্ষা দেওয়া তাচ্চে অনেক বেশি কষ্টের ছিলো। আমার এখনও মাঝেমধ্যেই মনে পড়ে। না খেয়ে, ছঘন্টা ধরে কলম পেষা। যাসসেতাই!
  • Arijit | ১১ মার্চ ২০১১ ০৯:৫৩ | 61.95.144.122
  • সৌরেন দে সম্ভবতঃ উমা-তে ছিলো। কিন্তু আমি করিনি। দাশ মুখুজ্জে দিয়েই কাজ চলে গেছে। ফিজিক্সের অঙ্কের জন্যে একখান ইস্পেশ্যাল ইয়াম্মোটা বই ছিলো - কি গুপ্তা যেন - সেটা বড় ভালো ছিলো।
  • Arijit | ১১ মার্চ ২০১১ ০৯:৫১ | 61.95.144.122
  • এই বেনামে ফোং করার রোগটা এখানেও ঢুকেছে দেখছি। দ্যাখো কবে ফ্যান্টাসী লীগটা শুরু হয়...
  • a x | ১১ মার্চ ২০১১ ০৯:৪৯ | 99.54.168.236
  • আমার খালি দুঃস্বপ্নের মত দত্ত পাল চৌধুরি, রেসনিক হ্যালিডে এইসব মনে আছে। বাকি সব কেমন ধোঁয়াশা! মাধ্যমিক পরীক্ষার সকালে উঠে দুটো নতুন চ্যাপ্টার পড়ে ভূগোল পরীক্ষা দিয়েছি। অংক, বাংলা, ইংরেজি এই তিনটে না পড়েও পাশ করা যায় বলে বেঁচে গেছিলাম, কাজেই আমার মনে থাকা না থাকা দিয়ে আর কি বোঝা যায়!
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:৪৮ | 69.61.138.162
  • মনে নাই কবে ফার্স্ট এডিশন। স্মৃতি ছাতাক্রান্ত। ঃ-(
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:৪৫ | 69.61.138.162
  • না থাকতেই পারে। জাস্ট মিস করে গ্যাছে।
  • a x | ১১ মার্চ ২০১১ ০৯:৪৪ | 99.54.168.236
  • মাধ্যমিক না উঃ মাঃ?
  • a x | ১১ মার্চ ২০১১ ০৯:৪৩ | 99.54.168.236
  • না ছিলনা তো। মানে আমি পড়িনি।
  • sayan | ১১ মার্চ ২০১১ ০৯:৪৩ | 98.225.200.39
  • শিওরলি ইউ মাস্ট বি জোকিং, অক্ষদা! ঃ-)
  • sayan | ১১ মার্চ ২০১১ ০৯:৪১ | 98.225.200.39
  • ঃ-)))) কোত্থেকে কোথায় চলে এলো!!
    তিমিইইইইইইইইইইইই!!!!!!!!!!!!
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:৪০ | 69.61.138.162
  • সেকি তোমাদের বেলায় ছিলোনা? ইয়ামোটা বই, একগাদা অংক কষে দেওয়া থাকতো।
  • a x | ১১ মার্চ ২০১১ ০৯:৩৯ | 99.54.168.236
  • সৌরেন দে কে? অংকের বইএর লেখক?
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:৩৯ | 69.61.138.162
  • সব্বাই সব বুঝতে পাচ্ছে, তবু আমাকে খোঁচাবে। সরল মনে একটা কথা বলে কি বিপদেই পল্লাম!
  • a x | ১১ মার্চ ২০১১ ০৯:৩৫ | 99.54.168.236
  • হ্যাঁ খশনো এখানেই জানাতে হবে, আজকের ভয়ারিস্টিক ডোজ ;-)
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:৩৪ | 69.61.138.162
  • কিন্তু কবি বলেছেন জানার কোনো শেষ নাই, তাই কাটায়ে দিছি।
  • aka | ১১ মার্চ ২০১১ ০৯:৩৪ | 24.42.203.194
  • সেদিন এনপিআরে রিপোর্ট এসেছিল ইজিপ্টে মেয়েদের সেক্সুয়াল অ্যাবিউসের সংখ্যা সবথেকে বেশি। অনেক সময়েই তা ভায়োলেন্সের পর্যায় চলে যায়।
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:৩৩ | 69.61.138.162
  • কুচুটে কই? জানার অদম্য বাসনা আর কুচুটেপনা এক হলো?
  • aka | ১১ মার্চ ২০১১ ০৯:৩৩ | 24.42.203.194
  • খশনো যদি টিম বলে তবে এখানেই বলতে হবে, নইলে কোথাও নয়।
  • sayan | ১১ মার্চ ২০১১ ০৯:৩১ | 98.225.200.39
  • খশনোটা বলে যাবি তবে তোর নিস্তার। মানে এখানে না করলেও হবে। মানে এখানে করার দরকার নেই।
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:২৭ | 69.61.138.162
  • না না, থাক। কলম্বাসের নিজের দেশে রিয়েল মানুষ সব্বনেশে। ঃ-)

    বরম পাব্লিক সবাইকে কি একটা রিয়েলিটি শো নিয়ে বকছেন সেটা অনেক বেশি এন্টারটেইনিং।
  • sayan | ১১ মার্চ ২০১১ ০৯:২৬ | 98.225.200.39
  • মামি, ঃ-)
    সৌরেন দে হামেশাই চাপ দিতেন, নিজে কভু চাপ নেন নি।

    (এই টিমটা দিনকেদিন কুচুটে হয়ে যাচ্ছে!)
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:২৫ | 69.61.138.162
  • রিয়েল আর ভাচ্চুয়াল নিয়ে সেই কবে একটা থিওরি দিয়েছিলাম, দ্যাকো এখন সবাই ধন্য ধন্য কচ্ছে, অথচ অ্যাকনলেজ কচ্ছেনা। এই করেই আমার আর বড়োলোক হওয়া হলোনা!
  • aka | ১১ মার্চ ২০১১ ০৯:২৩ | 24.42.203.194
  • খশনো চাপলে খাশি (শ এর ব্যবহার লক্ষ্যণীয়) হতে পারে। ক্ষয়ে ফেল।
  • a x | ১১ মার্চ ২০১১ ০৯:১১ | 99.54.168.236
  • ঃ-))
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:১১ | 69.61.138.162
  • আমার মনে একটা খশনো জেগেছে। কিন্তু ভাবচি বলা ঠিক হবে কিনা।
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:০৮ | 69.61.138.162
  • হহপাপ্রে তে এরম এট্টু হয়। ধত্তে নেই। ঃ-)
  • m | ১১ মার্চ ২০১১ ০৯:০৬ | 117.194.32.98
  • কিন্তু 'সাইকেল বগলে করে আর অংকের বই চেপে'- ইসে, একটু বেশি চাপ পড়ে যাবে না!!!!
  • Tim | ১১ মার্চ ২০১১ ০৯:০৪ | 69.61.138.162
  • সব চরিত্র কাল্পনিক?
  • sayan | ১১ মার্চ ২০১১ ০৮:৩৭ | 98.225.200.39
  • আকাদা =)))

    জানালেও চাপ নেই। আজ মানে দশ তারিখ সত্যিই তেনার জন্মদিন এবং আখরি জানকারি তক তিনি বহাল তবিয়তে এখানে নীপা ছিলেন। ঃ-)
  • aka | ১১ মার্চ ২০১১ ০৮:২৯ | 24.42.203.194
  • বোঝো কাণ্ড! আমিও হ্যাবাডে জানাতে যাচ্ছিলাম তুতুনকে। ঃ)

    কি মনে হল পড়ে টড়ে বুঝলাম হহপাপ্রে। ঃ)
  • sayan | ১১ মার্চ ২০১১ ০৭:৪১ | 98.225.200.39
  • সকাল হল! ময়রাবুড়ি খ্যাঁস খ্যাঁস করে চত্বর ঝাড়ু দিচ্ছে। ভাঙা কলতলায় কলের হ্যান্ডেলটা ঢকাং-চিঁ ঢকাং-চিঁ করে কে যেন টিপেই চলেছে! ঝন্‌ন্‌ন্‌ করে কার হাত থেকে সিঁড়িতে একটা প্লেট পড়ল! উফ্‌ফ্‌, জানলাটা এরকম খুলে রেখে গেছে কে! এমন আলো এলে আর ঘুম হয়! বিদঘুটে হর্ন বাজিয়ে একটা ট্রাক গেল। ব্যাটার টায়ার খুলে গলায় পরিয়ে দিতে হয়! আর হয়েছে ওই কেতের সাইকেলের ঘন্টিগুলো! টিংটং টিংটং! যেন মাথার মধ্যে ঢুকে গেন্ডুয়া খেলছে! এই সাতসকালে হেঁড়ে গলায় আলু আর পটল বিক্রি করতে দুরমুশের মত দেখতে ওই লোকটা আবার গলিতে ঢুকলো। আজ কেউ ওর সব পটল কেড়ে নিক! বেশ শুনতে পাচ্ছি উফারের মত হাঁড়িদার গলা। চ্যা চ্যা বলে ব্যা ব্যা করছে উপরতলায়। নাকে গরম চা চলে যাক ব্যাটার! ওহ্‌হ্‌, আমার নাম ধরে আবার কে ডাকে! একটু ঘুমোতেও দেবে না! নাঃ উঠতেই হবে কারণ ইনি আমার পিতাশ্রী! এবার সাইকেল বগলে করে অঙ্কের বই চেপে টিউশন যাই। কিন্তু! কিন্তু ... আজ ১০ই মার্চ না! অনিন্দিতার জন্মদিন!! ওফ্‌ কী খতরনাক মেয়ে! তাই বলেছিল আজ যেন ওটাকে একবার ফোন করে বেরোই। রিং হচ্ছে! একবার ... তুলেছে। হ্যালো! হ্যাপি বার্থডে! হাসছিস কেন!! দাঁড়া। বাইরে বেরিয়ে দাঁড়াবি আমি ওয়েট করতে পারবো না। পাঁচ মিনিটে আসছি। আচ্ছা, এখন রাখ। বাইই!

    হ্যাপি বার্থডে তুতুন! ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত