achintyarup | ০৭ মার্চ ২০১১ ০০:২৩ | 121.241.214.38
গ্যাস সাপ্লাই কর্পোরেশনের একটা অফিস পার্ক স্ট্রীটে আছে না? স্টিফেন হাউসের আশেপাশে?
kelo | ০৭ মার্চ ২০১১ ০০:১১ | 117.254.243.10
আপনারা ঐ রূশী মোদীর মত আটটা আটটা, ষোলোটা ষোলোটা ডিম একাই খান? আমি দৌড় স্রেপ দু বেলা দুটি। তাও রোজ রোজ জোটে কই। যাহোক... আজকের খাওয়াদাওয়া কম্প্লীট, শুতে চল্লুম।
sayan | ০৬ মার্চ ২০১১ ২৩:৫৭ | 98.225.200.39
ডিম্ভাত নেমে গেছে। একটা ডিম ভেঙে গেছিল সেটাকে মিহি চূর্ণ করে ঝোলে মিশিয়ে দিতে ব্যাপারটা আরও খোলতাই হয়েছে! এছাড়া রান্নার বিভিন্ন পর্যায়ে ঝোল টেস্ট করার সময়ে একটা ডিম উদরস্থ হয়েছে। তা হলেও আটটা আছে। কেলোদা', চারটে - চারটে পার হেড। আসুন বসে পড়ুন! ঃ-)
kelo | ০৬ মার্চ ২০১১ ২৩:৪১ | 117.254.243.10
এ হে .. ডিম্ভাত চাইতে একেবারে ভুলে গেলাম। তবে, যত উইকিবর্জিত বিষয়ই এসে আমার ঘাড়ে পডে বটে। ডিম্ভাত না চেয়ে লিঙ্ক দিতে গেলুম, আথচ দেখি সেই একই ব্যাপার ঘটেছে। এটাও সম্পূর্ন নেটবর্জিত বিষয়।
kelo | ০৬ মার্চ ২০১১ ২৩:৩৭ | 117.254.243.10
দুঃখের বিষয়, ওদের কোন ওয়েবসাইট নেই দেখা যাচ্ছে। তবে গুগলালে ওদের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ থাকবে না।
আরো একটা দরকারী কথা বলতে ভুলে গেছি। পেট্রোলিয়াম গ্যাস আর কোলগ্যাসের অ্যাপারেটাস সম্পূর্ন আলাদা। অর্থাত আমাদের গ্যাস স্টোভ/বার্নারে ঐ গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই এর গ্যাস ব্যাবহার করা যাবে না। কলকাতার হাতে গোনা কয়েকটি দোকানে কোলগ্যাসের বার্নার বা কুকিং রেঞ্জ পাওয়া যায়। তার মধ্যে একটি হল বৌবাজার শিবমন্দিরের থেকে বৌবাজার মোড়ের দিকে যেতে, শিবমন্দিরের কয়েকটা দোকান পরে। আর একটা আছে ওল্ড চীনাবাজার স্ট্রীটে। নিজের পছন্দমত রংচঙে কুকিং রেঞ্জ ব্যাবহার করতে না পারাও এপাড়ার বিত্তবতী আধুনিকাদের কাছে পাইপড কোল গ্যাস পপুলার না হবার অন্যতম কারন।
kelo | ০৬ মার্চ ২০১১ ২৩:১২ | 117.254.243.10
আমি বৌবাজারে যে বাড়িতে থাকি সেটা আমার ঠাকুর্দা ভাড়া নেন ১৯২৯ সালে। তার ঢের আগে থেকেই এ অঞ্চলে পাইপড গ্যাস আছে। (সম্ভবতঃ ১৮৫৭) গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন লিমিটেড এই গ্যাস আজও সাপ্লাই করে চলেছে। মধ্য কলকাতার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই গ্যাস ব্যবহার করা হয়। ইনক্লুডিং প্রেসিডেন্সী কলেজ ও রাজাবাজার সাইন্স কলেজ। এ অঞ্চলের প্রতিটি পুরোন রেস্টুরেন্টে এমনকি চায়ের দোকানেও ব্যাপকভাবে এ গ্যাস ব্যবহার হয়ে থাকে। সে তুলনায় বসতবাড়ীতে ব্যবহার কিছুটা কম। কারন আর অন্য কিছুই না, কানেক্সন নেওয়ার প্রাথমিক খরচটা অস্বাভাবিক বেশী। ওদের সরল নিয়ম হল- আপনার বাড়ীর নিকটস্থ পাইপলাইন থেকে আপনার বাড়ি অব্দি পাইপ ফেলার যাবতীয় খরচ আপনাকে বহন করতে হবে। সিলিন্ডারের গ্যাস কানেক্সন নেওয়া সে তুলনায় অনেক সস্তা পড়ে। আমার বাড়িতেও সিলিন্ডারের কানেক্সন। পঞ্চাশ বছর মত আগে নেওয়া। তখন ছিল ক্যালগ্যাস, নাম পরে হয়েছে HP মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম। পাইপের গ্যাস আমার নেই। পাইপের গ্যাসের সঙ্গে সিলিন্ডারের মূল পার্থক্য হল- পাইপের গ্যাস কোলগ্যাস, আর সিলিন্ডারেরটা পেট্রোলিয়াম গ্যাস। পেট্রোলিয়াম গ্যাসের চেয়ে কোলগ্যাস ব্যাবহার করা অনেক নিরাপদ, কারন কোলগ্যাস হাল্কা, লীক হলে ঘরের ওপরের দিকে উঠে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়। পেট্রোলিয়াম গ্যাস ভারী বলে ঘরের নিচের দিকে জমা হয়ে থাকে এবং ফুলকি পেলেই --- বা ঘরের স্যুইচ অন করতে যেটুকু স্পার্ক হয় তাতেই.....
তিল, কলকাতায় পাইপ্ড গ্যাস কবে আসবে মানে? পাইপ্ড গ্যাস কলকাতায় বহু বহু বছর ধরে আছে। শহর কলকাতা মানে শিয়ালদা, বউবাজার ইত্যাদি (এমনকি সে¾ট্রাল অ্যাভিনিউ) অঞ্চলের অনেক বাড়িতেই এখনও বহাল তবিয়তে আছে, জানি। কেলো তো ওই পাড়াতেই থাকে, ও বলতে পারবে এক্জাক্ট সিচুয়েশন কী।
আলিপুর এবং নিউ আলিপুরের অনেক বাড়িতে ছিলো, এখনও আছে কিনা জানিনা।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৭:২৩ | 112.133.206.2
যা-তা। ওয়েল ডান পমিজ।
bb | ০৬ মার্চ ২০১১ ১৭:২৩ | 117.195.175.232
গেল ঃ(
nyara | ০৬ মার্চ ২০১১ ১৭:২২ | 122.172.22.188
যাঃ, সব শেষ। কামানের শেষ নির্ঘোষে পক্ষীরাজের অক্কাপ্রাপ্তি।
nyara | ০৬ মার্চ ২০১১ ১৭:২০ | 122.172.22.188
অর্পণের পক্ষীরাজের একটি একটি লোম পথিপার্শ্বে হেলায় ভূলুন্ঠিত হতেছে।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৭:১৯ | 112.133.206.2
লাস্ট উইকেট। ইমরান তাহির।
bb | ০৬ মার্চ ২০১১ ১৭:১৯ | 117.195.175.232
১৮ তে ৮ কিন্তু উইকেট তো নেই আর ??
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৭:১৬ | 112.133.206.2
হুঁ, বৃটিশ সিংহ বাতনিষ্ক্রমণ করিয়াছে।
nyara | ০৬ মার্চ ২০১১ ১৭:১২ | 122.172.22.188
আবার আবার সেই কামানগর্জন।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:৫৪ | 112.133.206.2
হ্যাঁ। আর সৈয়দ আজমল।
bb | ০৬ মার্চ ২০১১ ১৬:৫২ | 117.195.175.232
কেন ছোট স্পেলে শোয়েব আর আব্দুল রাজ্জাক ও আছে।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:৪৬ | 112.133.206.2
গুলকে ভুলবেন না কমরেড।
nyara | ০৬ মার্চ ২০১১ ১৬:৪৪ | 122.172.22.188
শুধু তো আফ্রিদি।
bb | ০৬ মার্চ ২০১১ ১৬:৪৩ | 117.195.175.232
পাকিস্তানকে কিন্তু অনেক ভাল লাগছে তাদের বোলিং এর জন্য। এছাড়া sub-continentএ খেলা কিন্তু দেশে নয় বলে তাদের ওপর চাপ কম।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:৪৩ | 112.133.206.2
কালো ঘোড়াকে সবার সামনে ন্যাংটো করে দেওয়া হিরো যুবরাজের বলে আউট।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:৩৯ | 112.133.206.2
হ্যাঁ, ফর্মের বিচারে চারটে সেমি ফাইনালিস্ট দলের নাম করেছিলাম। তাতে সাউথ আফ্রিকা ছিল। এখন মনে হয় পাকিস্তানও উঠতে পারে।
মহাকালের স্মৃতি খুবই সাময়িক। না হলে দেখত বিশ্বকাপের ইতিহাসে এই ইংল্যান্ডও চোকার্স খেতাবের জন্য দৌড়তে পারে।
bb | ০৬ মার্চ ২০১১ ১৬:৩৭ | 117.195.175.232
তবে ভারতের থেকে ঐ ম্যাচটা অনেক বেশী আকর্ষণীয় হচ্ছে।
nyara | ০৬ মার্চ ২০১১ ১৬:৩৫ | 122.172.22.188
SA জিতলেও কিরকম ল্যাজে-গোবরে হয়েছিলেন সে কথা মহাকাল ভুলবে না কমরেড।
তোমার পক্ষীরাজ কে? তুমি তো গোটা-চারেক দলের নাম করেছিলে।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:৩২ | 112.133.206.2
সাউথ আফ্রিকা আমার কবেকার পক্ষীরাজ ছিল? তবে দাঁড়াও এখনো খেলা শেষ হয় নাই!
nyara | ০৬ মার্চ ২০১১ ১৬:৩০ | 122.172.22.188
আমার ন্যাংচা কালো ঘোড়া অর্পণের শ্বেতশুভ্র পক্ষীরাজের একেবারে ইয়ে করে ছাড়ছে গা - সপ্তম পতন ও মূর্ছা।
til | ০৬ মার্চ ২০১১ ১৬:২৯ | 220.253.71.144
PNG- প্রথমে ভাবলাম পাপুয়া নিউ গিনি। ওহ, পাইপড ন্যাচারাল গ্যাস, বধাই হো। কলকাতায় কবে যে আসবে! এই সিলিন্ডার জিনিষটাই বড্ড ভয়ের, যেভাবে হ্যান্ডল করে। লেকিন ভাল গ্যাস টপ, পাঁচ বার্নারের হলে তো জম্পেশ।
প্রোটিয়ারা আর পারবে না। এই পিচে কেউ পাঁচ বোলারে খেলে!
nyara | ০৬ মার্চ ২০১১ ১৬:২৬ | 122.172.22.188
পিউস চাওলা তো আজ একদম এক বকওয়াজ নিকলা।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:১৯ | 112.133.206.2
তার ওপরে পাঁচ বোলারে খেলছে। ওই বাকি কটা রান তুলতে ব্যথা আছে।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:১৮ | 112.133.206.2
ঃ-))
bb | ০৬ মার্চ ২০১১ ১৬:১৭ | 117.195.175.232
কোথা হইতে কি হইয়া গেল, চোকার্সরা আবার তাহাদের নামের প্রতি সুবিচার করিয়া ইংরাজদের ম্যাচে ফিরাইয়া আনিল ঃ)
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:১২ | 112.133.206.2
ডুমিনি গেছে!
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৬:১০ | 112.133.206.2
কিন্তু ডুমিনির আউট তো নাকচ হয়ে গেল!
nyara | ০৬ মার্চ ২০১১ ১৬:০৯ | 122.172.22.188
আয়ারল্যান্ডের মতন টিম ইন্ডিয়ার বোলিং নিয়ে যে রকম ছেলেখেলা করছে যে ভয় করছে অর্পণ-টর্পণের জন্যে।
siki | ০৬ মার্চ ২০১১ ১৫:৫১ | 122.162.75.221
আজি বসন্ত জাগ্রত দ্বারে।
PNGর ফর্ম ভরে এলাম। আর কিছু দিন, তারপরে, বেলা, মুক্তি। পাইপে করে ঘরে রসোই গ্যাস চলে আসবে। সিলিন্ডার বুকিং আর ডেলিভারির ঝামেলা থেকে মুক্তি।
Arpan | ০৬ মার্চ ২০১১ ১৫:৩৩ | 112.133.206.2
অন্ধ্র পাপ্পু থালি আর চিকেন চেট্টিনাড খেয়ে এখন ঘর অন্ধকার করে ল্যাদ খাচ্ছি। বাইরে কী গরম!
লুরুর ওয়েদার পুরো ভোগে গেছে। রাত্রে টেম্পারেচার ৯.৫ অব্দি নেমে যাচ্ছে। দুপুরে রোদে চোখ ঝলসায়। ঘরে ঘরে সদ্দিজ্বর লেগেই আছে।
s | ০৬ মার্চ ২০১১ ১৪:৩১ | 117.194.98.69
পিছিয়ে তেলাকুচা অব্দি গেলাম। তেলাকুচা আর কুঁদরি এক জিনিস?
আমাদের অঞ্চলে থানকুনি পাতারও একটা সুন্দর নাম আছে, ঠুনিমানকুনি পাতা।
আজকে একটা গরুর্ঝোল রাঁধলাম, ফ্রিজে পড়ে থাকা এক প্যাকেট দই দেখে যেমন রাঁধতে মঞ্চাইল তেমনি করে। দেখতে ব্যপক হয়েছে, আমি নিজেই মুগ্ধঃ-) কেউ জিগাইলে তবেই প্রণালী বাতাইব, নচেৎ নয়
s | ০৬ মার্চ ২০১১ ১৪:১২ | 117.194.98.69
দুই দিন বাদে নেটে বসে গুরু খুলে ভটের পয়লায় পাতায় নিজের নাম দেখিয়া যারপরনাই আহ্লাদিত হইলামঃ-)
সেদিন আমার এক বন্ধু বলছিল, আমি একে বাঙাল তায় বাংলাদেশী তায় মুসলমান। আমি নাকি "অদ্ভুত'-কে এক অদ্ভুত উচ্চারণে উদ্ভুত বলি। চুলো-কে চুলা বলি। পানিকে তো পানি বলিই। এরকম আরো অনেক শব্দ নাকি আছে।
কী জন্যে এই ভালো বাঙাল বললেন কেসি সেটা না জেনেই কিন্তু লিখে ফেললামঃ-)
মানি স্কোয়ার বলেছিলেন বিগেম, বাইপাসের ধারে কি যেন একটা মানি, মানি শপিং মল দেখলাম যেন। যাউকগ্গা!
til | ০৬ মার্চ ২০১১ ১২:৩৫ | 220.253.71.144
মহামান্য কাবলিদা, kayak এ ভাড়া জিগালাম, সিডনী- কোল, সে চায়না ঘুরে টুরে বিশাল সফর, ফ্রীতে মন্দ হতো না; যদিও চায়না এয়ারলাইন্স। কিন্তু বুঝতে পারলাম না, মাঝে দু দু বার যে ৬ ঘন্টা, ৯ ঘন্টা ওয়েটিং, সেটার জন্যে কোন ব্যবস্থা আছে কিনা। এনিওয়ে, পরের বার দেখতে হবে। থ্যাঙ্কু ফর দ্য খবর। হ্যাপি জার্নি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন