আর চন্দ্রিলের সেইসব ] ৩০-৪০ শব্দ/লাইন কবিতা গুলো দেখলে মনে হয়, ছেলেটা প্রানপ্রণ চেষ্টা করে কিছু একটা করতে চায়। কিন্তু যেটা চাইছে সেটা দাঁড়াচ্ছে না।
d | ০৩ মার্চ ২০১১ ১১:৩২ | 14.96.21.69
ঐ ৬ ফুটিয়া হট্টাকট্টা অজ্জিত রক্ষঃ কুল বধু??!! ঃ))))))))
til | ০৩ মার্চ ২০১১ ১১:৩১ | 220.253.71.144
কবি কুমুদবেন চৌদ্দ আনা বলিয়া কি বলিতে চাহিয়াছেন? আজিকাল তো চৌদ্দ আনা পড়িয়া মরুক আনা ই অচল। সেই অর্থে কবি জীবনের অসারতা সম্পর্কে ইঙ্গিত করিয়াছেন। কিন্তু চৌদ্দ? বাজারে চারি আনা, আট আনা মিলিত লেকিন চৌদ্দ আনা কদ্যপি নহে, তবে? কবির দ্বারা প্রভাবিত হইয়া আমাদের অর্থ মন্ত্রী দেড়শো টাকার আধলা বাজারে ছাড়িয়াছেন; কভু শুনিয়াছেন পাঁচ সিকার কয়েন? কালে কালে কি হইল। জীবন যেমন অসার তেমতি একশ টাকার নোটও, তাই দেড়শ করিয়া ও কাগজের তুলনায় ভারী হইবে ইহা ভাবিয়া মাননীয় বিদেশ মন্ত্রী, থুড়ি কমার্স মন্ত্রী- আরে উনি তো সর্ব মন্ত্রীই বটেন, গত ২৫ বছরে কেবল প্রধানমন্ত্রী ছাড়া সব মন্ত্রীত্ব করিয়াছেন। (স্যার,ইহার সহিত সেলোটেপ দিয়া একটি ১৫০ টাকার কয়েন জুড়িয়া দিলাম স্যার, খেয়াল রাখবেন স্যার!)
madhyapadalopee karmadhaaray | ০৩ মার্চ ২০১১ ১১:২৯ | 61.90.164.27
অরিজিতের সাহসী হয়ে শেশে শ্বশুরমশায়কে রাবণ বলে ডাকলে?
"দানব-নন্দিনী আমি, রক্ষঃ-কুল-বধূ; রাবণ শ্বশুর মম, মেঘনাদ স্বামী,- আমি কি ডরাই, সখি, ভিখারী রাঘবে?"
আর নিজে "রক্ষঃ-কুল-বধূ"? ক্ষি ক্ষাণ্ড!
sinfaut | ০৩ মার্চ ২০১১ ১১:২৮ | 203.91.201.57
ব্রতীন, হেব্বি সিনেমা। দেখে ফ্যালো। আর নীলটিল দেখে মনে পড়ল, চন্দ্রিলের একটা কবিতার নাম দেখলামঃ "এইসব মিল্টিল"।
d | ০৩ মার্চ ২০১১ ১১:২৮ | 14.96.21.69
মিঠু-ঈশানকে অনেক শুভেচ্ছা।
কিন্তু ... কিন্তু .... ভাল ভাল দিক খুঁজতে গেলে এত জোরে জোরে বলতে হয় নাকি? ;-p
অজ্জিত নিঘ্ঘাত আজ পেল্লায় ঝগড়া করেছে। অথবা কাল রাতে করে অজ সকালে বাক্যালাপ বন্ধ করে বেরিয়েছে।
Bratin | ০৩ মার্চ ২০১১ ১১:২৫ | 122.248.183.1
আনন্দবাজার এই সিনেমা টার সমালোচনায় ১০ এ ৭ বা ৮ দিয়েছে।
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:২৩ | 173.163.204.9
স্যান, প্রিয়াংকার সিনগুলো (পান থাকলে থাক) কম্পাইল করে দেখলেই তো হয়, পুরো সিনেমাটা দেখলি?
san | ০৩ মার্চ ২০১১ ১১:২২ | 14.99.4.21
ও দমদিকে বলা হয় নি । নদীর ওপার দেখে দেখে এপারেও বিলকুল একই অনুভব ঃ-(
m | ০৩ মার্চ ২০১১ ১১:২০ | 117.194.39.248
অরি, আজ কি বৌএর সাথে বেশি কলহ হয়েছেঃ)
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:১৯ | 173.163.204.9
এরকমও হয়? জান্তামি না। ক্ষতক্ষিই যে জানিনা! ঃ-)
Bratin | ০৩ মার্চ ২০১১ ১১:১৮ | 122.248.183.1
আজকে কি মিঠু র ম্যারেজ অ্যা নাকি?
san | ০৩ মার্চ ২০১১ ১১:১৭ | 14.99.4.21
আর ৭ খুন মাফে আমি সিনিমা দেখবো কী, ফার্স্ট হাফে তো হাঁ করে শুধু প্রিয়াংকাকেই দেখলাম। কী দ্যাখাচ্ছে মাইরি।
Arijit | ০৩ মার্চ ২০১১ ১১:১৭ | 61.95.144.122
বউ পড়ে না বটে, কিন্তু অন্য দুটো/চারটে চোখ আছে - খবর পেতেই পারে। তাতে কি? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? অনুভব করেছি, তাই বলছি। আজ নতুং বল্লাম নাকি?
m | ০৩ মার্চ ২০১১ ১১:১৬ | 117.194.39.248
ধন্যবাদঃ)
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:১৬ | 173.163.204.9
মামী কি নেমন্তন্ন কল্লো? যাই মেলবাস্কোটা একবার ঝেড়েঝুড়ে দেখি।
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:১৫ | 173.163.204.9
নীলটিল নিয়ে রাতের বেলা আলোচনা না করাই ভালো। চাদ্দিকে সাপেখোপে আড়ি পেতেচে।
san | ০৩ মার্চ ২০১১ ১১:১৪ | 14.99.4.21
মিঠুদি ঈশান্দাকে আজকের একগাদা শুভেচ্ছা ঃ-)
Bratin | ০৩ মার্চ ২০১১ ১১:১৪ | 122.248.183.1
না না আমার বৌ গুরু পড়ে না। ভারী সুবিধে। তাই অরিজিতেরে জিগালাম !! ঃ-))
m | ০৩ মার্চ ২০১১ ১১:১৪ | 117.194.39.248
আজ আর কোনো নিন্দেমন্দ না, আজ সারাদিন শুধু একেঅপরের( স্বামী-স্ত্রী,প্রেমিক-প্রেমিকা ইত্যাদি) ভালো ভালো দিক খুঁজে বার করা হোকঃ))
d | ০৩ মার্চ ২০১১ ১১:১৩ | 14.96.21.69
কমগ্রিনটা ব্যাপ্পোক!!
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:১৩ | 173.163.204.9
বিয়াপ্পক সিনিমা। না দেকলে জীবন বৃথা। হলো?
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:১২ | 173.163.204.9
বোতিনদা কি ঐ বৈপ্লবিক স্টেটমেন্টের জন্য আড়ি করতে চাইছে? ছি কমগ্রিন, পিঠ বাঁচাবেন্না।
Bratin | ০৩ মার্চ ২০১১ ১১:১১ | 122.248.183.1
কাজের কথা কেউ বললো না। সিনেমা টা কেমন??
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:১১ | 173.163.204.9
১৪ আনার ১৬ আনাটা পুউরো ৯৫-৫ কেস হইলো। কুমুদি যেহেতু নীরব, তাই আপামর চন্ডালকেই এগিয়ে এসে ভাঃ সঃ কত্তে হবে। পীড় আশিব্বাদ করবেন।
Bratin | ০৩ মার্চ ২০১১ ১১:১০ | 122.248.183.1
হিংসের রং নীল নাকি?? হলুদ নয়??
d | ০৩ মার্চ ২০১১ ১১:০৯ | 14.96.21.69
স্যানকে দেখলেই আমার নীল নীল হিংসে হয়। কিরম সারাদিন ইচ্ছেমত ঘুরে বেড়িয়ে, ঘুমিয়ে, গল্পের বই পড়ে কাটায়!!
Bratin | ০৩ মার্চ ২০১১ ১১:০৯ | 122.248.183.1
আরিজিত যাতা দিচ্ছো তো!! তা তোমার বৌ কি গুরু পড়েন? ঃ-))
তিল দা ঃ-))
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:০৫ | 173.163.204.9
আগের পোস্টোটা স্যানকে।
Tim | ০৩ মার্চ ২০১১ ১১:০৫ | 173.163.204.9
এসেচিস? গুড। বেলকাম ব্যাক। ঃ-)
til | ০৩ মার্চ ২০১১ ১১:০৪ | 220.253.71.144
আছি ব্রতীন। আজ লাঞ্চটাইম ওয়াকে কুমুদির লাইন কোট করে খুব জ্ঞান দিয়েছি একজনকে। 'পড়ে পাওয়া চোদ্দ আনার ষোল আনাই ফাঁকি" । ছেলেটি তামিল, তবে সাউথ ক্যালকাটায় মানুষ, বাঙলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হিন্দী, বাঙলা, ইংরেজী মিশিয়ে ব্যাখ্যা করন্তি। বুঝলো।
(তবে ঝামেলা হয়েছিল অনেকদিন আগে, পুরো জীবিত না মৃতর পাঞ্চ লাইনে- কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। ইংরেজীতে ট্র্যানস্লেশন করে। সে কি আমার কর্ম! দাদুর উচিত ছিল আমাদের কথা ভেবে এমন খটমট লাইন না লেখা। সেবার btw ওয়াকিং পার্টনার ছিলেন একজন আইরিশ মহিলা!)
Ruchira | ০৩ মার্চ ২০১১ ১০:৫৯ | 99.67.20.215
kc খুব sweet BTW তুমি সন্ধ্যার মেঘমালাটা আমরা একটু শুনতে পাই কি?
তার্জন্যে ন'মাসে ছ'মাসে তিন ঘন্টার জন্যে দেখা হওয়াই ভালো। বউ এবং বর - কোনোটাই সর্বক্ষণের জন্যে নয়।
Bratin | ০৩ মার্চ ২০১১ ১০:৩১ | 122.248.183.1
হুমম ঃ-))
kc | ০৩ মার্চ ২০১১ ১০:২৪ | 194.126.37.76
বউ সঙ্গে থাকলে আবার বোর হবার কী আছে? তিন ঘন্টা বউএর সঙ্গে , বউএর পাশে মুখঝামটা না খেয়ে থাকতে পারা, চাই কি মাঝে মাঝে গুটুর গুটুর করে কথা বলা। আমারতো খুব ভালো লাগে। একদম বোর হইনা।
Bratin | ০৩ মার্চ ২০১১ ১০:১৬ | 122.248.183.1
'সাত খুন মাফ' কেমন হয়েছে? বৌ কে নিয়ে এই শনিবার দেখতে যেতে হবে?? ফিডব্যাক পেলে কতো টা বোর হবো সেটা বুঝতে পারতাম!!
তিল দা,ইন্দ্রানী দি শুভ অপরাহ্ন।
i | ০৩ মার্চ ২০১১ ০৮:০৫ | 137.157.8.253
ভালো আছি তিল। টিপিন খাচ্ছি। বোঠান ভালো?
til | ০৩ মার্চ ২০১১ ০৭:৫১ | 220.253.71.144
i কেমন আছেন?
i | ০৩ মার্চ ২০১১ ০৭:৩১ | 137.157.8.253
টইএর সুতোয় না বলে আমার অপার মুগ্ধতা এখানে জানিয়ে যাই। অচিন্ত্যরূপবাবুর মরিচঝাঁপি নিয়ে লেখাটি এমন গভীর যত্নে লেখা- প্রচুর তথ্য,অনুপুঙ্খ বিবরণ, নিজের সংশয়, অনুসন্ধিৎসা-প্রতিটি বিষয়ে এমন যত্ন, এমন আন্তরিকতা বহুদিন দেখি নি। অচিন্ত্যরূপবাবু, আপনাকে নমস্কার।
'অপার বাংলা'য় লেখা পড়ে কুলদাবাবুর ভক্ত হয়ে গেছি বেশ কিছুকাল। কুলদাবাবুর লেখা আরও পড়তে চাই। সম্পাদককে আমার দাবী আর কুলদাবাবুকে আমার মুগ্ধতা জানিয়ে গেলাম।
ব্রতীনের পোস্ট কাল মিস করে গেছি। কি বলে... লেখকের বড় ভীড় আজকাল, পাঠকের দিকে লোক কম। ইন্দ্রাণীদি পাঠকের ভীড় বাড়াচ্ছেন আপাততঃ। লেখকের ভীড় একটু হলেও কমুক।
sayan | ০৩ মার্চ ২০১১ ০৬:৫৪ | 98.225.200.39
kd'দা, তাই দেখলাম। ১০৪৯'এ এমিরেটস'এ রিটার্ণ পাওয়া যাচ্ছে। আমার জন্য নয় যদিও। অন্য সাইটের তুলনার প্রায় ৪৫০ ফারাক। তুমি বৃদ্ধ মানুষ তোমাকে আর ধন্যযোগ দেবো না, একটা হাম্পি দিলাম। ঃ-)
kd | ০৩ মার্চ ২০১১ ০৫:০২ | 59.93.254.37
সায়ন, kayak তো টিকিট বেচে না, রেফার করে। ওইভাবে আমি কিনেছি orbitz থেকে।
বাকি ইনফো SS ঠিক দিয়েছে।
sayan | ০৩ মার্চ ২০১১ ০৩:১৭ | 12.20.48.10
থ্যাঙ্ক্যু SS! মাচ অ্যাপ্রিশিয়েটেড ঃ-)
Abhyu | ০৩ মার্চ ২০১১ ০২:৪৪ | 128.192.7.51
ঐ আর কী। হবু বর। ডাক্তার। তিনি সেই সময় রোজ এসে চুপ করে বসে থাকতেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন