এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২২:০৪ | 122.252.231.10
  • না, তা কেন? তবে রাতে অতদূরে যেতে ল্যাদ লাগে।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২২:০২ | 122.172.164.148
  • তোকে কি বাফেই খেতে হবে ওখানে?
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৫ | 122.252.231.10
  • হুম। বুঝলাম। বিষ্টিবাদলা দেখে যাবো। ঃ)
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৪ | 122.172.164.148
  • না ওয়ে অমৃত্‌সরে বাফে খাই নি, বাফে তো দুপুরবেলায় থাকে। আমি রাতে খেয়েছি। দুপুরে খেতে এই জন্য মানা করলাম, ছাতের উপর তেরপল ফেলা তো, বন্ধুরা বলে গরমকালের দুপুরে ওখানে খাওয়া সুবিধের নয়।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫১ | 122.252.231.10
  • বাফে?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৮ | 122.172.164.148
  • বি জে এন গ্রুপে ইন্ডিয়ান খেয়ে খেয়ে বোর হয়ে গিয়ে ওয়ে অমৃতসরে বার তিনেক খেয়েছি, খাসাই লেগেছিলো। মানে বেশ মুখরোচক, সস্তায় পুষ্টিকরও। আমি আবার কোয়ানটিটি নিয়ে খুঁতখুঁত করি, তো আমাকে সেটা নিয়েও কমপ্লেন করার চান্স দেয় নি। বিশেষ করে মুর্গির ঠ্যাঙের ভিতরে কিমার পুর ভরে একটা কাবাব বানায়, আমি তো বিরিয়ানি ফেলে সেটাই খাই। তবে গরমকালে দিনের বেলায় খাস না।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৩ | 117.194.100.81
  • কিন্তু আমাদের DLF এ এক পিস লাজিজ আছে। সেটা বেশ বাজে!!
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪০ | 112.133.206.18
  • ওকে। তার মানে এর পরেরবারও চোখ বুজে লাজিজ যাবো।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৯ | 112.133.206.18
  • দ্বিতীয় কোশ্নঃ ওয়ে অমৃতসর নিয়ে এনি ফিডব্যাক?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৯ | 122.172.164.148
  • এক সময়ে ছিল, এখন নয়। এখন আরসালান নাম পাল্টে আলিয়া হয়ে গেছে।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৭ | 112.133.206.18
  • ব্যাঙের জন্য প্রশ্নঃ লুরুতে আর্সালানের বিরিয়ানি কি লাজিজের থেকে ভালো?
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৩ | 117.194.100.81
  • মাঠে যাবার একটা কমন ক্রাইটেরিয়া হল পাগল হতে হবে। আর চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকের পুরকী বেশী বললেই হবে? আমরা ছেড়ে দেব? ইল্লি আর কী!!
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩২ | 122.252.231.10
  • বলেনি বিশেষ কিছু। চিৎকারই করল বেশি। একজন বলল ব্রড আসলে যুবরাজকে ছেড়ে দিও। এইসব।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩১ | 122.252.231.10
  • বার্মি আর্মির নকল।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩১ | 122.172.164.148
  • অ! তো তারা কী বললো টিভিতে?
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৯ | 112.133.206.18
  • ওদের টিভিতে দেখিয়েছে এক্সট্রা ইনিংসে।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৮ | 122.172.164.148
  • কাল আরেকটা ফ্যান ক্লাব এসেছিলো ওখানে, তাদের নাম ভারত আর্মি। তারা কন্নড়ে আর হিন্দিতে ইন্ডিয়াটীমের জয়গাথা লিখে বিলি করছিলো।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৭ | 122.172.164.148
  • কালকে মাঠ থেকে তোকে ফোন করে পাব্লিকের হল্লা শোনাবো ভাবছিলাম, তারপর সাত্‌পাঁচ ভেবে আর করা হল না।
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:২৪ | 122.252.231.10
  • ঋভুর গল্প পড়তে ভাল্লাগছে।

    এদিকে শীর্ষেন্দু বলেছেন চিন্নাস্বামীর থেকে নাকি ইডেনের পাব্লিকের পুরকি বেশি। কিন্তু কথা হল উনি কি দুটো জায়গা দেখে তারপরে এই মন্তব্য করলেন? এইরকম আলটপকা তুলনার মানেই বা কী?
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:২০ | 122.252.231.10
  • আর কোয়ার্টার ফাইনাল না, সেমি/সেমাই ফাইনাল ছিল।

    বুড়াপা সত্যি সত্যি নকিং অন দ্য ডোর। ঃ)
  • Arpan | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৬ | 112.133.206.18
  • সারাদিন এই গুরুতে ঢোকার সময় পেলাম।

    সান্দা ৮৭ তে বথামের নাচ কোথায় দেখল? বথাম তো সেই টিমে ছিলই না। বোধহয় গুচের কথা বলছে। একাই সুইপ মেরে মেরে শেষ করে দিয়েছিল।
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:১৪ | 121.241.214.38
  • ওঃ, আমি শুনিনি এখনো ভলো করে
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২১:০০ | 99.188.84.89
  • না না, ঐটার টেপে যেভাবে বলছে, সেটার কথা বলতে চেয়েছি।
  • achintyarup | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৮ | 121.241.214.38
  • হুঁ, সায়েবদের লেখায় কখনো হিমালয়া হয়ে যেত Himalayar, আর সুন্দরবন হত Sunderbunds ঃ-)
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:৪৩ | 99.188.84.89
  • চিন্টু বাবুর লিংকটা দারুন! কিন্তু কয়েকটা ড্যামেজড, আর কয়েকটা কেমন অদ্ভূত ভাবে বলছে - এইটা যেমন - On the way to the Himalaya(r)
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩৩ | 99.188.84.89
  • প্রাইভেট গাড়ি ভাড়া খাটাতে হলে Y গাড়ি হতে হয়না?

    আমি মালিকের নিজেকে প্রাইভেট গাড়ি খাটাতে দেখিনি, কিন্তু ড্রাইভাররা হামেশা মালিককে অফিসে নামিয়ে এদিক ওদিক ট্রিপ মারে। লোকেও জেনেশুনেই চড়ে।
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:৩০ | 99.188.84.89
  • এই হল অহলিউডের অসিনেমার কথা অলেখকের কলমে (রেঃ টই)
  • a x | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৭ | 99.188.84.89
  • এলসিএম-এর জন্য -

    গোদারকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিল কাল অস্কার কমিটি। আর তাতে গোদারের উত্তরঃ

    Asked what the award means to him, Godard replies: "Nothing. I think it's strange. I asked myself: Which of my films have they seen? Do they actually know my films? The award is called the Governors Award. Does that mean that Schwarzenegger gives me the award?" ;-)
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪২ | 122.162.75.136
  • ঃ)

    শেষে মেলে উত্তরপত্র লিক করা হচ্ছে?

    আরো বলি। গাড়ি গেছিল চারটে। তারমধ্যে দুটি গাড়ি ঠাসাঠাসি ভর্তি ছিল। দুটি ওয়্যাগনআর, একটি রিট্‌জ, আরেকটি কী ছিল দেখা যায় নি।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৯:০২ | 122.172.164.148
  • কুমু, মেল দেখো।
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৭ | 59.178.136.41
  • ব্যাঙ,হ্যাঁ,অবশ্যই।সে-ইখানে দেখা হবে,বুঝলেতো!
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৬ | 121.241.98.225
  • কবি সত্যি অন্যরকম। আমার সহস্র প্রনাম রইলো।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫০ | 122.248.183.1
  • কবি বলে দিয়েছেন ' তাতে অনেক কিছু জানা যায়,শেখা যায়'
    ঃ-))
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪৬ | 122.172.9.151
  • মেয়েদের ফিসফিসানিতে আড়ি পাতিস ক্যানো র‌্যা?
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৯ | 122.248.183.1
  • কুম্ভমেলায় শুধু বিছড়ে যাওয়া ভাই সম্পর্কে জানা যায় বোন সম্পর্কে কোন তথ্য নেই!!
  • Manish | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৮ | 59.90.135.107
  • চারটে গাড়ী। যদি চার চাকা হয় তবে কচিঁকাঁচা নিয়ে জনা ১৫।
  • Bratin | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৬ | 122.248.183.1
  • আরো ডেটা লাগবে। যেমনঃ-
    ১। গাড়ি গুলো কত বড় ছিল। পুরো ভর্তি ছিল নাকি?
    ২। একজন একাধিক খেলনা পেয়েছে কিনা?
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৬ | 122.172.9.151
  • (ফিসফিস করে) কুমু, মনে রেখো আমি কিন্তু তোমাকে আমার কুম্ভমেলার বোন পাতিয়েছি। আমাকে একটু টেনে কিন্তু! হ্যাঁ?
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৫ | 121.241.98.225
  • ৯ জন হলে বেশ হয়। তেঁতুল পাতায় নজন সুজন
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৪ | 122.172.9.151
  • ১০?
  • Netai | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩১ | 121.241.98.225
  • সর্বসাকুল্যে ৯ জনা?
  • kumudini | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৫ | 59.178.136.41
  • সাতাশ ফেব্রুয়ারী,২০১১,দিল্লীভাট-
    ১।শমীক দিল্লীহাটে ঢোকার সাতটি টিকিট কিনিল।
    ২।আটটি ফ্রুট বীয়ার অর্ডার করা হইল।
    ৩।গোরা-পুপেব্র্যান্ড ঘুরঘুরি ২ পিস,ক্যালাইডোস্কোপ ১ পিস ও একটি কাগজের সাপ কেনা হইল।
    ৪।চারিটি গাড়ীতে ওক্যা গমন করা হইল।
    মোট কতজন সদস্য উপস্থিত ছিলেন?
    লগ টেবল ব্যবহার অনুমোদিত।
  • Arijit | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১১ | 61.95.144.122
  • বুঝলুম। নো ওয়ারিজ।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১০ | 122.172.9.151
  • ক্লিয়ার হয়ে গেছে বুঝি, তা বেশ তা বেশ। মনে রাখবা, এই পাতায় সিরিয়াস পোস্ট করার ব্যাপারে আমি হলাম শেষ লোক।
    আর আমার ঝগড়া বাঁধানোর ইচ্ছে হলে পায়ে পা দিয়ে, ধাক্কা মেরে ঝগড়া করবো, কিন্তু এখন ইচ্ছে করছে না।
  • Arijit | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৪ | 61.95.144.122
  • ধুর মাইরি। সেটা তো ক্লিয়ার হয়ে গেল। আমি তার আগের আমার গুলিয়ে যাওয়ার কারণ বাতলাচ্ছিলাম।
  • byaang | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৩ | 122.172.9.151
  • অরিজিৎ, তোমার কথায় আমার আরো সব ঘেঁটে যাচ্ছে। দস্যু মোহন, দুচার ঘাটের জল, কনফিউজন কিস্যু বুঝছি না। আমি এমনকি দোষ করলাম, যাতে তোমার এত খারাপ লাগছে!
  • Arijit | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০১ | 61.95.144.122
  • মানে আমিও বুঝি না, এই হল ব্যাপার।
  • Arijit | ২৮ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০০ | 61.95.144.122
  • বুঝবা না। সবই দস্যু মোহনের গল্প - কোথা হইতে কি হইয়া গেল ইত্যাদি। যারা দু চার ঘাটের জল খেয়ে অভ্যস্ত তারা আমার কনফিউজনের কথা জানেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত