এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫৯ | 125.16.82.195
  • মানে যার কাছে যত ইন্দ্রজাল কমিকস ছিল সবাই যদি বেশ স্ক্যান করে তুলত, বেশ হত।
  • kc | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫২ | 89.203.49.18
  • Comments on Twitter: @PritishNandy - Love Mamata Banerjee's comments while presenting railway budget. Only person I know who speaks in Bengali and pretends its Hindi. ঃ-))
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৫১ | 122.248.183.1
  • ওর্কুটে 'অমর চিত্র কথা' র একটা কম্যুনিটি আছে। ওখানে সব পাবে। আমার বড় প্রিয় ছিল।
  • kc | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৫ | 89.203.49.18
  • অনন্ত পাই, অমর চিত্রকথা আর টিংকলের জনক কালকে মারা গেলেন। ৮১ বছর বয়সে।
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪২ | 125.16.82.195
  • গুগুলের সুফল। এই সংক্রান্ত কোন টই আছে?
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪১ | 125.16.82.195
  • আমি একটা লিস্টি পেলাম, ১৯৬৬-১৯৯০ অবধি যত ইন্দ্রজাল কমিকস বেরিয়েছে তার।
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১৩:১১ | 122.248.183.1
  • আচ্ছা। ওখান থেকে ই বইমেলায় আমার বাবার বই বেরোল।

    উপহার দেবার আইডিয়া টা মন্দ নয়। আমি নিজে ও এখনও জন্মদিনে বাবার থেকে একটা বই আদায় করি। এবারে নিয়েছি ' নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্র' । মিত্র-ঘোষের।
  • madhyapadalopee karmadhaaray | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৫ | 61.90.164.27
  • প্রাচীনকালে ব্যাকরণ বইতে রচনার স্যাম্পলে থাকত- 'একটি সিকির আত্মকথা"।
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫৩ | 125.16.82.195
  • শমীক, দেখছি, আসলে অফিসে এতো এক্সপেরিমেন্ট করা যাবে না।
  • madhyapadalopee karmadhaaray | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৫১ | 61.90.164.27
  • সিকি সাধারণতঃ ছোটো,গোল, এবং পাতলা হয়। আজকাল ব্যবহার উঠেই গেছে প্রায়। আর কয়েক বছরের মধ্যে কিউরিও হিসেবে বিক্রি হবে।
  • dukhe | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৯ | 122.160.114.85
  • 'এগারো'-ইয় শুনেছি ফুটবল নাই । মানে আছে, তবে য্‌ৎসামান্য । স্বাধীনতা যুদ্ধ আছে, অভিলাষ ঘোষের প্রেম আছে, আরো কী সব আছে । ফুটবল বোধহয় শেষ কুড়ি মিনিট আছে । এইসব শুনে দেখতে যাইনি । আরো ফিডব্যাক পেলে উবগার হয় ।
  • kumudini | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৫ | 59.178.33.216
  • ক্ষী চাপ!
    সারাজীবনে ঘরের লোকটিরে চেনা হইল না,এখন আবার সিকি কয় তারে চিইন্যা নিতে।
  • kumu | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪২ | 59.178.33.216
  • শেষে হয়তো দ্যাখা গেল,কেউ কাউকে চিনতে না পেরে কাঁদো কাঁদো মুখে বাড়ী গেলুম।
  • shrabani | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪২ | 124.30.233.86
  • দিল্লী হাটে রবীন্দ্রনাথের নামে কিছু একটা চলছে, রবীন্দ্রসঙ্গীত, দারুন দারুন শাড়ীর স্টল, এক বান্ধবী জানালো।
  • byaang | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪১ | 122.172.24.59
  • কেসিভায়া, ভাটে পক্ষপাতিত্ব না করে বইয়ের টইয়ে গিয়ে লিখে এলে ভালো হত না?
  • siki | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৭ | 123.242.248.130
  • পটাশম্যাম,

    আমি আপনেরে চিনুম ক্যান? আপনি আমারে চিনে নেবেন। একটা বাচ্ছামতো দেড়েল বুড়ো। ছাতি দশ ইঞ্চি, কোমর দশ ইঞ্চি, দাড়ি দশ ইঞ্চি। সাথে একটা বাচ্চামতো গার্লফ্রেন্ড থাকলেও থাকতে পারে।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৭ | 61.95.144.122
  • এস্কেপ টু ভিক্টরিও খুব ভালো। কিন্তু গোল শুধুই ফুটবল নিয়ে - যেমন ধরো "স্ট্রাইকার'।
  • kc | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৫ | 89.203.49.18
  • ইয়াহুর বড়কত্তাতো ভাটেই আছেন। তাঁকেই জিগালে হয়না ব্যাপরটা?
  • siki | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩৪ | 123.242.248.130
  • আর্য,

    ইয়াহুমেলের ঐ নতুন অবতারটায় হয় এরকম। পুরনো অবতারে খুলে দেখুন, যদি সম্ভব হয়।

    না হলে অন্য কারুর হেল্প নিতে হবে।

    অন্য কম্পিউটার থেকে ট্রাই করে দেখেছেন? নাকি একটা মেশিন থেকেই লড়ে যাচ্ছেন?
  • siki | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:৩২ | 123.242.248.130
  • এসকেপ টু ভিক্টরিও নিশ্চয় দেখা আছে সবার?

    ক্ষী দিঙ্কাল পড়ল। সিকিও ফুটবল নিয়ে ফান্ডা দেয়।
  • Arpan | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৮ | 204.138.240.254
  • আর্য, ক্লাসিক ভিউ ট্রাই করে দেখেছেন? বা অন্যটা?
  • kc | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৫ | 89.203.49.18
  • ব্রতীন 'থিমা'। কিনে ফেল। বাড়িতে না থাকলে তোমার বাবাকে প্রেজেন্টও করতে পার।
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৪ | 125.16.82.195
  • শমীক, মেল এ সাইন ইন হচ্ছে, কিন্তু ডিসপ্লে তে দেখাচ্ছে না। ইয়াহু মেন পেজ খুললে দেখাচ্ছে যে আমার লগ ইন এ মেল এ লগ করা আছে।
    আর কিছু করতে না পেরে সাইন আউট করে বেরিয়ে যাচ্ছি।
  • Arpan | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:২১ | 204.138.240.254
  • ভেজিদের রাজ্যে এসে এগলেস কেক খেলাম। খেতেই হল। তবে খারাপ কিছু না। একইরকম লাগল।
  • kumudini | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:২১ | 59.178.38.9
  • অ সিকি!তুমি আমারে চিনবে ক্যামনে?
    এই দ্যাকো ফরমুলা-
    পটাশম্যাম=(বৃদ্ধা স্বাগতালক্ষ্মী-অল গ্ল্যামার)x
    হাতে লাঠি,পাকা চুল,চশমা,শাড়ী।
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৬ | 122.248.183.1
  • kc কাদের পাবলিকেশান??
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৩ | 122.248.183.1
  • অরিজিত,আচ্ছা।

    kc ধন্যবাদ। পড়ে দেখবো।

    আমি এখন একটা বিতর্কিত চরিত্রের জীবনী পড়ছি। হিটলার। এই লোক টি সম্পর্কে আমার অসীম আগ্রহ। বই পড়ে জানলাম একটা বয়েস অবধি ছবি আঁকায় এনার আগ্রহ ছিল।ছবি এঁকে জীবিকা উপার্জন ও করেছেন। তবে নবম শ্রেণী অবধি পড়াশোনা করেছেন এটা জানতাম না।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:১১ | 61.95.144.122
  • প্রথমটাতে মেক্সিকান ছেলে সান্তিয়াগো মুনেজ আম্রিকার রাস্তা থেকে নিউক্যাসলে আসবে ট্রায়াল দিতে, শেষ অবধি ফার্স্ট টিমে খেলবে। সেকেনটায় নিউক্যাসল ছেড়ে রিয়ালে যাবে। তিন নংটায় বিশ্বকাপ ইত্যাদি।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৮ | 61.95.144.122
  • জনেরটা নেই। অজ্জিনাল "গোল'-এর তিনটেই আছে।
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৭ | 122.248.183.1
  • জনের টা নয় বাকি দুটো। দেখি একদিন তোমাদের পাড়ায় গিয়ে নিয়ে আসতে হবে।
  • kc | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৭ | 89.203.49.18
  • ব্রতীনের জন্য একটা বই সাজেস্ট করলাম , ''পোর্ট্রেট্‌স অ্যান্ড মেমোরিজ'' সুবোধ সেনগুপ্ত র লেখা। আমার খুব ভাল লাগল।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৬ | 61.95.144.122
  • গোল? তিনটেই আছে।
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০৩ | 122.248.183.1
  • অরিজিত সিনেমা টা আছে? আমি দেখতে আগ্রহী।
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০১ | 122.248.183.1
  • ও হো,এই বর্ষা ই সেদিনের ভাটে ব্যাপাক গান গাইছিল??
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১২:০১ | 61.95.144.122
  • আমাদের আপিসে এক মোবা ফ্যানাটিক আছে, সে দেখেছে - বল্ল ভালোই। ফুটবল নিয়ে বলেই হয়তো দেখবো - তবে একটু খোঁজখবর নিয়ে - আর হলে গিয়ে দেখা পোষাবে না, সময়ও নেই। টিভিতে দেখাবে যখন তখন দেখবো।

    ফুটবল নিয়ে আমার দেখা সেরা সিনেমা এখনো অবধি "গোল' - জন আব্রাহামের ধন্‌ধনাধন্‌ গোল নয় - এই "গোল'-এ বিশ্ব ফুটবলের গুচ্ছগাদা চেনা মুখ আছে - জেরার্ড, শিয়ারার, রাউল, বেকহ্যাম, জিদান...আর খেলাগুলো দারুণ রিয়েলিস্টিক (বেশ কিছু আসল ক্লিপও)। দুটো সিক্যুয়েল আছে, তবে প্রথমটাই সেরা (শুধু নিউক্যাসল ইউনাইটেড বলে নয়, সিনেমা হিসেবেও)।
  • sinfaut | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৯ | 203.91.197.207
  • না না, বর্ষা আমাদের বাড়ির পিছনের বাড়িতে থাকে। বা বলা ভালো, আমরা বর্ষার বাড়ির পিছনের বাড়িতে থাকি। কারন, ওরা আমাদের অনেক আগে থেকেই ছিল। আগে দিল্লীতে থাকত।

    আর বর্ষা মেয়ে অপরাধীদের কিচু বলে না। শুধু ফুরুশ হলেই বকে দেয় নইলে কান মলে দেয়। খুব পার্শিয়াল।

    যাক, বেশ নিন্দেমন্দ করা হল।
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:৫৪ | 122.248.183.1
  • বাংলায় '১১' সিনেমা ট দেখেছো কেউ? কেমন হয়েছে?
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১১:০৯ | 61.95.144.122
  • পাসওয়ার্ডের ঝামেলাটা কালেভদ্রে হয় - সম্ভবতঃ একটা রিজিয়ন ডাউন হয়ে গেলে। কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়।
  • siki | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫৭ | 123.242.248.130
  • আর্য, খুলছে না মানে, প্রবলেমটা কী হচ্ছে? পাসওয়ার্ড নিচ্ছে না? নাকি পেজই খুলছে না?
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৫১ | 125.16.82.195
  • আসলে আমার বাড়ী ফেরার টিকিট সব মেলে।
  • siki | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪২ | 123.242.248.130
  • বর্ষা দিল্লিবাসিনী? এই রোববার দিল্লি হাটে আসতে পারবেন? বাকিদের সাথেও আলাপ হয়ে যাবে তা হলে।

    বিশদ জানতে আমায় মেল করতে পারেন। mukherjee.samik জিমেল।

    সন্ধ্যের আগে উত্তর পাবেন না।
  • til | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৪০ | 210.193.178.129
  • গুরুর কর্তাব্যক্তিগণ (whosoever maybe)

    এক্‌জন মহাভারতের ইংরেজী অনুবাদ করেছেন (রা ব, কা সি স্টাইলে), পাবলিশার খুঁজছেন, গু-চ কি আগ্রহী?
    ভদ্রলোক বহু বাঙ্‌লা সিনেমার সাব টাইটেল লিখেছেন, জাতীয় ব্রডকাস্টারের হয়ে, এইটুকু জানি। বিস্তারিত বিবরণ পরে।
  • Arijit | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৯ | 61.95.144.122
  • কিচ্ছু করতে হবে না, ওর'ম প্রায়ই হয়। দুপুরবেলা ঠিক হয়ে যাবে দেখবেন।
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:৩৫ | 125.16.82.195
  • হু, পার্টিকুলার আমার আই ডি টা তেই প্রবলেম হয়েছে, কোথায় মেল করতে হবে কেউ হেল্পাতে পারবে?
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:০৫ | 122.248.183.1
  • কাক এবং পাপ নিয়ে বেস্ট গল্প টি বলে গেছেন শ্রদ্ধেয় রাজশেখর বসু তার বিরিঞ্চিবাবা গল্পে। গল্পটি হচ্ছে এইরকম 'কনসারভেশান অফ ভার্চু'। মেলায় দেখা গেল একটি লোক কাক বিক্রি করছে। কাকের মাংস কি লোকে খায়? শেষে জানা গেল ও ই কাক গুলো কে কিনে ছেড়ে দিলেই পবিত্র লোকটির মুক্তি। তাই বলছে একজন পাপ না করলে অন্যজনের পুন্য হবার যো নেই। এহাই 'কনসারভেশান অফ ভার্চু'
  • Bratin | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৫৪ | 122.248.183.1
  • না তো। আমার ইয়হু খুলছে তো!!
  • Arya | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৪০ | 125.16.82.195
  • ইয়াহু মেলে কি কোনো প্রবলেম হয়েছে? আমি খুলতে পারছি না।
  • a x | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ০৯:০৯ | 99.188.84.89
  • তরমুজ তো বিটনুন দিয়ে খেয়েছি, দিব্য লাগে। লিচু খাই নাই নুন দিয়ে, পরেরবার মনে করে খেতে হবে। হিমসাগর আর কই পাই? ঃ-( তবে এখানে একটা মেহিকাম আম পাওয়া যায়, বেশ মিষ্টি খেতে।

    পার্সিমোন খেতে টক মিষ্টি, ভালোই।
  • SS | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ০৫:০৮ | 99.120.125.223
  • আর কোনো আইডিয়া নেই ফেসবুকের ব্যাপারে।

    পাইকে রান্নাবান্না আর খাবারদাবারের ব্যাপারে আলোচনা করতে দেখলে ভয় লাগে!
  • achintyarup | ২৫ ফেব্রুয়ারি ২০১১ ০৪:৫৩ | 59.93.244.107
  • বিটনুন দিয়ে পাকা হিমসাগর আম?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত