এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • til | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৯ | 220.253.240.50
  • যাই শুয়ে পড়িগে। ব্রতীন সেরে ওঠো শীগগির।
    আং
    আমি
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৪ | 122.248.183.1
  • ইয়ে, এখন ১০০% সারি নি।

    আর আমি তো কুমু দি র বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। বলতে চাইছি প্রেম ওমন সহজলোভ্য জিনিস নয় !!
  • til | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২১ | 220.253.240.50
  • বাছা ব্রতীন,
    সবে তো জ্বর থেকে উঠলে, আবার প্রেম জ্বর!
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৬ | 122.248.183.1
  • কিন্তু কুমু দি, নতুন একটা প্রেম নামানোর কতা কয়েচে!!
  • sinfaut | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৫ | 203.91.201.57
  • ওয়েদারকে সহনীয় করে তোলার জন্য প্রেম। গুড ধর্ম।
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১২ | 122.248.183.1
  • ওয়েদার কে উপভোগ করার জন্যে প্রেম?? ধম্মে সইবে??
  • kumudini | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৪ | 59.178.134.207
  • পিপি,কইতে আছিলাম যে একখান প্রেম নামাইতে পারলে হয়তো এই ওয়েদার-ই ""ভাল"",কোজি,কোজি লাগত।
    রৌদ্র উইঠ্যা গেলে discontinue কইরা দিতা।
    আমার কোন প্র্যাকটিক্যাল এক্ষপিরিয়েন্স নাই অবশ্য,থিওরিটিক্যাল নলেজ ভরসা।
  • m | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৩ | 117.194.36.130
  • পিপি ঃ))থার্ড পারসন দেখতে শুরু করেছি
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৯ | 92.225.74.206
  • সেই মামী, গ্রাস ইজ গ্রিনার এটসেটেরা এটসেটেরাঃ-)
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪২ | 204.138.240.254
  • বম্মা, শু বি বা। ওই শমীক যা কইল, ফুলো, ফলো।
  • m | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪১ | 117.194.36.130
  • ব্রতীন, না ইনি রায়।
  • m | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪০ | 117.194.36.130
  • পিপি,অপেক্ষার ফল অধিকাংশ ক্ষেত্রেই মিষ্টি হয়ে থাকে.. কদিন বাদে যখন টিউলিপের কুঁড়ি দেখা যাবে-কি অসম্ভব ভালো যে লাগবে তখন ভেবে দেখোঃ)

    আমি এইবার বরফ আর মেঘলা আকাশটাকে বেশ মিস করছিঃ)
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৪ | 122.248.183.1
  • সুখেন্দু ভট্টাচার্য্য??
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৪ | 92.225.74.206
  • কুমুদিনী,
    পুলের জলে, নাকের জলে, চোখের জলে, আহ্লাদে গলে জলে কতজনকে যে কত জলে বিদায় দিসি সে কি এখন মনে আছে? ঃ-))
  • i | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৪ | 124.171.34.170
  • বড় ম, এই বসন্ত চিরবসন্ত হোক/ চিরসুন্দরে মজুক তোমার চোখ ইত্যাদি।
    ছোটো ম র শুভেচ্ছায় সুদুর্লভ নিভৃতি করায়ঙ্কÄ হোক।
  • m | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৯ | 117.194.36.130
  • অমিয় বাবুকে জেঠু বলতাম।বাবার বন্ধু,বন্ধুর বাবা-কালো,গালে একটা বিরাট আঁব।তারপর কালিপদবাবু -উরিবাবা ইনিও মিশমিশে কালো ,ধুতি পাঞ্জাবি শোভিত- এনার আবার একটু "ইসের" দোষ ছিলো-নির্মলেন্দুবাবু,ইনিও ধুতি,তবে খুব সৌম্যদর্শন-শেষজন সুখেন্দুবাবু, ইনি আর সদাই ধুতি নন, পাজামা,ফতুয়া,খুব লম্বা-

    মিলঃ

    ১, সকলেই ভাষাশিক্ষক

    ২,সকলেই সাদা পোশাক পরেন। তিনজন সাদা পাঞ্জাবি ছাড়া আর কিছু পরেন না। একজন ফতুয়া পরেন।সকলে ধুতি একজন পাজামা- রং সাদা

    ৩, এদের মধ্যে তিনজনের ছেলে কিম্বা মেয়ে আমার সমবয়েসি।একজন বিবাহ করেন নি,ফলে তিনি বাদ।

    ৪,সকলেই প্রায় তৈরী করে রাখা নোট দিতেন।

    @বোধি,বাকি কিছু মনে পরলে লিখছিঃ))
  • kumudini | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৮ | 59.178.134.207
  • really?বিদায় করেছ তারে পুলের জলে?
  • shrabani | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৫ | 124.124.86.86
  • সত্যি বেশীদিন রোদ্দুরের মুখ না দেখে থাকা খুবই কষ্টের!
    বড় ম কে হ্যাঃ ম্যাঃ অ্যাঃ।
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২১ | 92.225.74.206
  • কোন কোচ? তারে তো কোনকালে সুইমিং পুলের জলে চুবায়ে দিসি মনে হইতাসে!
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৮ | 123.242.248.130
  • পিপি, কেন তোমার সেই সুইমিং কোচ? তারে কি ভুলে গেলে এই বসন্তে?
  • siki | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৮ | 123.242.248.130
  • বম্মা,

    ১। হ্যা ম্যা অ্যা। দিনে দিনে বেড়ে ওঠো। ফুলো, ফলো।
    ২। কফি কি গরম না করে খাও?
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৭ | 92.225.74.206
  • কুমুদিনী,

    প্রেম! ওরেব্বাবা! না বাপু, এই অপ্রেমে দিব্বি ঘুরে গেছে সাত বসন্তের চাকা, এখন যাবার বেলায় গুটিবসন্ত হয়ে নাই বা জাপটে ধরল! সুখ চাই না, শান্তি চাই - আমি বাপু এই কথাটায় খুব বিশ্বাসী। হ্যাঁ। ঃ-)
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৬ | 122.248.183.1
  • পি পি র ৩ঃ২৭ র পোস্ট। যেমন ভালো। তেমনি মন খারাপ করে দেওয়া!!
  • kumuddini | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৫ | 59.178.134.207
  • পিপি,৩-২৭ পোস্তো
    এই নীরস দিন,বিরল রোদের মধ্যেই হয়তো মহা সমারোহে প্রেম এসে পড়বে একদিন।
  • kumudini | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:০৩ | 59.178.134.207
  • সুকন্যার খবর অনেকদিন পাওয়া যায় নি।ভালো আছে নিশ্চয়ই।
  • h | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪০ | 203.99.212.53
  • মিঠুর আগের পোস্টে আমি প্রথমবার পড়েছিলাম, 'ভাষা শিক্ষকের সংগে।।।' ইত্যাদি। কিন্তু তার আগে বা পরে আর ইন্টারেস্টিং কিসু না পেয়ে পুনরায় নানা মহন পোলিটিকাল চিন্তায় ফিরে গেলাম। এ দে অ ইত্যাদি।
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৪ | 122.248.183.1
  • বুইতে পেরেছি!! তার মানে M বাঘের ( বাঘিনী ) থেকে ও বেশী কিছু ঃ-)))
  • k | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৪ | 59.178.134.207
  • আ ছি ছি!!ঃ-))
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৩ | 122.248.183.1
  • হ্যা ম্যা অ্যা!!
  • quark | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩১ | 202.141.148.99
  • তুর ডাল হ'ল অড়হর ডালের হিন্দি সংস্করণ!
  • m | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩০ | 117.194.36.130
  • বড় এম, এইরে, অনেক অনেক শুভেচ্ছা নাও। খুব ভালো থাকো দুজনে।
    লুচি ইত্যাদি পর্ব শেষ হলে সেজে গুজে ছেলেকে মার কাছে রেখে এসে(যদি না ইতিমধ্যেই...) নানা ভালো ভালো প্ল্যান ভাজতে থাকোঃ))
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩০ | 92.225.74.206
  • থার্ড পার্সন সিংগুলার নাম্বার।
  • kumudini | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৯ | 59.178.134.207
  • শুভ বিবাহ বার্ষিকী,বড়ম।অনেক আনন্দ,অনেক ভালবাসা,অনেক উৎসব নিয়ে এই পুণ্য দিন অনেকবার ফিরে আসুক।
  • pipi | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৭ | 92.225.74.206
  • রোদ্দুরের উত্তাপ কেমন - ভুলে গেছি।
    রোদ্দুর দেখতে কেমন - মনে নেই
    শেষ কবে আকাশের কোলে ভরাট ভরন্ত না হলেও ছোটখাটো লাজুক নরম সূর্য্য উঠতে দেখেছিলাম - স্মৃতির অতলে
    সকাল কি? দুপুর কারে কয়? সন্ধ্যা কখন হয়? - জানি না। সবই তো একইরকম দেখি।
    তাহলে সত্য কি? - আইস, হাড়ের মধ্যে ঢুকে যাওয়া হীমশীতল উত্তুরে হাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ, স্যাঁতসেঁতে বাতাস, ঘ্যানঘ্যান ঘিনঘিন বৃষ্টি, শুকিয়ে ওঠা গাল, ফেটে যাওয়া ঠোঁট, খসখসে হাত, বাষ্পাচ্ছন্ন দৃষ্টি আর দিন রাত্রি ভেদাভেদহীন এক অদ্ভুত আঁধার! - ইহাই শাশ্বত।
  • M | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৬ | 59.93.171.193
  • পাল্লিন............:P

    মিঠু.........ঃ)
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৬ | 122.248.183.1
  • তুর ডাল টা কি বস্তু?

    আহা!! কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আমার খুব প্রিয়। পেট খারাপ হলে দোষ দি ও না ঃ-)))
  • m | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৬ | 117.194.36.130
  • ওহো, আজ সকালে বা গত রাতে ঐ পাড়ায় আগে শুকনোমাছের ভর্তা আর ভাত পাওয়া যায়।ভাষা শিক্ষের সঙ্গে জিবের স্বাদবদল হয়ে যেতঃ)
  • M | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৪ | 59.93.171.193
  • সেতো আমিও রেঁদেছিলুম, যেসব, মানে চিলি চিকেন,মাটনকারি,তুর ডাল,দই রুই(কবে রেঁদেছিলাম মনে নেই)রাজ্যের মিষ্টি, মনজিনিসের কেক ইত্যাদিরা আমার ফিরিজে তেঁতুলপাতায় নজন হয়ে থেকে রয়েচে, তাও আমি চানাচুর আর কফি খাচ্চি , সেরেফ গরম কত্তে হবে বলে।

    যাকগে কাটি, আজিকার অপুন্ন দিবসে, পনেরো বছর আগে আমার ড্যাড নিজের স্কন্ধ থেকে আমাকে আরেকজনের স্কন্ধে স্থাপন করেছিলেন।তিনি যদিচ এদিনে আমাকে দুরে রাখাই পছন্দ করেন।আজ নেহাত কলকাতায় থেকে পরেছেন, তাই সক্কাল সক্কাল আমাকে শহরের এক মুড়োয় কাজে পাইঠে নিজে অন্যমুড়োয় কেটে গ্যাছেন, তাবলেতো আমি আর অন্যায় করতে পারিনা। এখন গিয়ে কড়াইশুঁটির কচুরি আর আলুরদম বানাইগে।
  • m | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২৩ | 117.194.36.130
  • পাল্লিন, দাড়ি অত্তি ভালো জিনিস,শুদু খাবার সময় টেবিলে মুখোমুখি না বসাই ভালো।আর মুখ ধোবার পর লক্ষ্য কত্তে হবে দাড়ি ভেজা কিনা। দেড়েল দের বদ্ধমূল বিশ্বাস দাড়ি মুখের অংশ নয়, ওটি গালের টিপ।
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:২০ | 122.248.183.1
  • ও হো কুমু দি, আগে বলবে তো!! তাহলে আর লিখতাম না ঃ-))
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৯ | 122.248.183.1
  • মাগুর মাছ খাই নি। কাজেই বেশী কিছু বললে ( এক্সপার্ট ওপিনিয়ন) লোকজন পেটাটে পারে!!
  • kumudini | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৮ | 59.178.134.207
  • ধুত্তেরি,আমি বলে সোসনের চোটে লান্‌চ কত্তেই পারি নি এখনো,আর এরা খাবারের নাম লিখেই যাচ্চে,লিখেই যাচ্চে,মায়াদয়া নাই।
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৮ | 204.138.240.254
  • আমি আজ লাঞ্চ স্কিপিয়েছি। যাই গোটা দুই সিঙ্গারা দিয়ে দক্ষিণী কফি খেয়ে আসি।
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৭ | 122.248.183.1
  • কেন ? মামু দাড়ি কে তো প্রমোট করে !! ঃ-))
  • Arpan | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৭ | 204.138.240.254
  • না না, আদাজল চাপের জিনিস। আদাঝোল কেন চাপের হবে? ;-)
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৬ | 122.248.183.1
  • মাগুর মাছের আদাঝোল?? চাপের জিনিস হবে মালুম দিচ্ছে!!
  • P | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৫ | 193.28.178.61
  • বড়মা , গুরুতে দাড়ি নে কখুনো কোনো কথা বোলো না। মামু এইসান রেগে যাবে না শুনলে ................
  • M | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৫ | 59.93.171.193
  • কেলাস করায়?ভাগ্গি বললে, কখনো আর ওদিকপানে যদি যাই............
  • P | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৪ | 193.28.178.61
  • আমি রেঁদেছিলুম মাগুরমাছের আদাঝোল।
    আর আমাগো ন্যানি বেকেছিল এক ময়েস্ট , স্পনজি চকলেট কেক !
  • Bratin | ২১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:১৩ | 122.248.183.1
  • ইংল্যান্ডে বেশ কিছু দিন ছিলাম। ঐ রকম টাইপের ওয়েদার? নাকি আরো খারাপ??
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত