এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumudini | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৭ | 59.178.51.45
  • ধন্য কেডিদা,এখনও অপরিচিতাদের ফোং পাচ্চেন!ভাবা যায় না।
    কৌশিক কাল ছিলেন না?
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৩৬ | 61.95.144.122
  • ক্রিকেট কি তিণোমূল না সিপিএম যে তার আবার বিরোধী হয়? ক্রিকেট ভাল্লাগে না, এই অবধি।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৯ | 216.52.215.232
  • বাহ বাহ। অ্যাতো সুন্দর আত্মবিশ্লেষণ। ঃD

    (বোতিনকে বললাম)
  • kd | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৮ | 59.93.208.202
  • কুমুদিদি, সত্যিই অভিযান - শুধু কেরাইসলারের বদলে এস্টিম।

    তো, টু মেক এ শর্ট স্টোরি লঙ -
    কাল ভোরে ঘুম থেকে উঠে বাথরুম থেকে বেরুবো বেরুবো করছি, ফোন - এক অপরিচিতার গলা - ""আপনি কোথায়?''
    থতমতো খেয়ে সঠিক কী উত্তর দেবো ভাবছি - তারপর বল্লুম, ""ইয়ে, ভবানীপুর''।
    ""ভবানীপুর মানে? মেলায় কখন আসছেন?''
    ""তা পৌঁছতে পৌঁছতে সাড়ে তিনটে তো হবে''
    ""মানে? মেলা তো পাঁচটায় শেষ। এগারোটা থেকে পাঁচটা। এক্ষুনি বেরিয়ে পড়ুন''
    ""ত্তা ত্তা কী করে হবে? আমি তো সামান্য সিপাই। জেনারেলের অর্ডার তো সাড়ে তিনটে''
    ""দেখুন কী করতে পারেন"' করুণ স্বরে বিদায়।

    এদিকে জেনারেল পাই মন্দিরতলার পথে নেমন্ত খেতে (অন্যথায় যাবজ্জীবন কথা বন্ধ)। নতুন অর্ডার এলো ""আমাদের আগে যেতে হবে। তুমি দু'টোয় রেডি থেকো সব মালপত্তর (অর্ডার মতো, প্রায় বিশ কেজি) নিয়ে। দীপু পয়েন্ট ম্যান, ও ওখানে আগেই চলে যাবে''
    দু'টোয় ফোনে জানালুম আমি রেডি।
    ""আমরাও বেরুচ্চি''
    ""তাহ'লে আমি মালপত্তর নিয়ে মোড়ের মাথায় দাঁড়াচ্ছি - তোমরা ট্যাস্কি নিয়ে এখানে মিট করো, একসঙ্গে যাবো''
    মোড়ে দাঁড়িয়ে একটা সিগ্রেট ধরালুম, ওদের বেশীক্ষণ লাগার কথা নয়, মিনিট পনেরো-কুড়ির রাস্তা -
    আড়াইটে, তিনটে, সাড়ে তিনটে, ফাইনালি তিনটে চল্লিশে দুই মূর্তি হাজির - নিকাট যুক্তি - সুমেরুদা গান না গাইয়ে ছাড়লো না।
    চারটেয় পৌঁছলুম JU ক্যাম্পাসে - worldview দোকানের সামনেই মেলা - টেবিল সাজানো। টিপটিপ বৃষ্টি জাস্ট থেমেছে - পাই আর দীপু ঝটাপট গুচ/চটি/কাগজ সাজিয়ে ফেল্লো - সেফটিপিন দিয়ে পেছনে ফ্লেক্সও ঝুলিয়ে দিলো।
    বিক্রি হলো, ভালোই - প্রায় সাড়ে ছটা অব্দি। মানে ডেকরেটারেরা পেছনের পর্দা খুলছে, চেয়ার নিয়ে গ্যালো, আমাদের বিক্রি চলতে লাগালো।
    তারপর পাই গেলো দেয়ালে দেয়ালে পোস্টার মারতে। সাত নাগাদ সামরান কোথায় কেটে পড়লো, ইপ্সিতাও গেলো পুরোনো মাস্টারদের হ্যালো বলতে আর আমিও মালপত্তর নিয়ে বাড়ির দিকে।
    ও হ্যাঁ, যখন আমি গেট দিয়ে বেরুচ্ছি, মামুর ফোন - মেলায় যোগ দিতে এসে হাজির।

    আর একটা কথা, যদিও না বল্লেও চলে। এই প্রথম আমি JUএর ভেতরে পা দিলুম।
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২৪ | 122.248.183.1
  • শেষের টা অর্পণ কে সাফাই!!
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২১ | 122.248.183.1
  • ও ই যে বলে চোরের মন পুঁই মাচায়!!
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৭ | 61.95.144.122
  • বাস এখন পোচুর - কিন্তু তাতেও কিসু হয় না - এত্ত লোক। পুরো সার্কুলার মেট্রো হলে - হয়তো - জাস্ট হয়তো - আমাদের কিছু সুবিধা হলেও হতে পারে। বাইপাস আগামী কয়েক বছরের মধ্যে আট লেনের হবে, সাথে র‌্যাপিড ট্রানজিট সিস্টেম। কিন্তু ওই যে "সেন্সের' কমতি বল্লুম...বোথ কমন অ্যাণ্ড সিভিক।
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৭ | 122.248.183.1
  • হল্যান্ড পাগলের মতন পেটাচ্ছে। অরিজিতের টিম হত। কিন্তু অরিজিত তো ক্রিকেট বিরোধী
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৬ | 122.248.183.1
  • আমি কিন্তু বেলুড় থেকে DLF আসি। প্রায় ২৭ কিমি রাস্তা। ৪০-৫০ মিনিটে। শুধু এয়ারপোর্ট আর চিনার পার্কের কাছে খানিকটা জ্যাম পাই
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১৩ | 216.52.215.232
  • এইবার একটা ব্রেক নেব। যাবার আগে ব্রতীনকে বলি টেনশন না করতে। ন্যাড়াদাকে আওয়াজ দিয়েছি ইংল্যান্ড ক্রিকেট টিমকে নিয়ে। ;-)
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:১০ | 216.52.215.232
  • পিপি, অরিজিত যেটা বলল সেটা ঠিক। অনেকেই দেড় দেড় তিন ঘন্টা করে ট্র্যাভেল এখানেও করে। তাদের মেজরিটি কোম্পানির বাসে যাতায়াত করে। নিজে যাতায়াত করার চেষ্টা করেছে ক'দিন তারপরে হাল ছেড়ে দিয়েছে। ওই সময়টা বরম বাসে ঘুমিয়ে নেয়।

    তবে এইটা ঠিক, মারাত্মক রকমের ট্রাফিক জ্যাম ছাড়া লুরুতে আর কোন বড় সমস্যা নেই। পাব্লিক ট্রান্সপোর্ট বেশ ভালো। শহরটার কসমোপলিটান একটা নেচার আছে যেইটা ভালো লাগে (যেইজন্য ৯৯% লোকে চেন্নাই ট্রান্সফার হতে চায় না)। আর আমার অফিস বাড়ি থেকে মাত্র চার কিমি দূরে। অর্থের গুণাগার দিয়েও তাই ভাড়া বাড়িতে রয়ে গেছি।
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৯ | 61.95.144.122
  • হ্যাঁ - এইটা ঠিক বলেছ। সমস্ত টেক আপিস সল্লেক সেক্টর ফাইভ। সেও ভত্তি হয়ে এখন রাজারহাট/নিউটাউন। পশ্চিমে হাওড়ার দিকে বা দক্ষিণে ডায়মন্ডহারবার রোডের আশেপাশে যে করা যেত - আর তাতে ট্রাফিকটা ডিস্ট্রিবিউটেড হত সেটা কারো মাথায় নাই। ফ্লাইওভার তৈরী হয় শুধু দুটো পয়েন্টকে কানেক্ট করার জন্যে - তার অপ্টিমাইজেশনের কথাও কেউ ভাবে না...

    কদিন পর বাইপাসে ঘন্টায় এক ইঞ্চি স্পীডে গাড়ি চলবে। হিসেব করছিলাম - গত দু বছরে ৭০০০০ নতুন প্রাইভেট গাড়ি বেরিয়েছে শুধু বেলতলা থেকে। এর সাথে আলিপুর, ব্যারাকপুর ইত্যাদি আর ট্যাক্সি জুড়ে কত হয় ভাবো...
  • kumudini | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৭ | 59.178.51.45
  • ব্রতীন,শাশ্বতীর ইমেল ঠিকানা(ক-দূর না)চাই আমি।
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৭ | 122.248.183.1
  • আমি কিন্তু হাজার সমস্যা সঙ্কেÄও কলকাতার বাইরে ভারতের অন্য কোন শহরে যাবার কথা ভাবতেই পারি না। হয় কলকাতা নয় অন-সাইট। চেন্নাই,দিল্লী,বেঙ্গালুরু নয়।
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৪ | 92.225.146.146
  • কি জানি অজ্জিত, এই গুরুর পাতায় তোমায় দেখি, অপ্পন ডিডি, সিকি এদেরকেও দেখি, ফ্রাস্টুর রকমফের পড়ি আর কেন জানি না মনে হয় শহরটা একটা বড় ফ্যাক্টর বটে আর তাইতেই আরো মনে হয় কলকেতার বাইরে হয়তো প্রেশারটা কনট্রোলে রাখা সম্ভব। ভুল হতেই পারি, আফটার অল আমি তো কোনটাতেই সেভাবে "থাকি" নি। সবই অ্যাসাম্পশন।
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৪ | 61.95.144.122
  • মেট্রো/বাস/ট্যাক্সি/শাট্‌ল - কোনো কমতি আছে নাকি এখানে? তাও রুবির মোড়ে বা চিংড়িঘাটায় সকালে বা সন্ধেবেলা হাজারখানেক লোক দাঁড়িয়ে থাকে। কমতি যেটা আছে সেটা হল ফাঁকা জায়গার আর সেন্সের।

    ও - রুবির মোড়ের নাম পাল্টে মনে হয় "হাসপাতাল মোড়' হবে। রুবি ছিলো, এখন ডি-সান, ফোর্টিস, তারপর আসিতেছে আমরি এবং আরো কি একটা যেন।
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৩ | 122.248.183.1
  • কুমু দি চিনি, আগে খবর পড়তো তো!!
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০৩ | 216.52.215.232
  • আরে বললাম তো কিছুটা কমবে। তা ছাড়া, এখানে অনেক অপশন। কলকাতার একটাই রাজারহাট। লুরুতে রাস্তার মোড়ে মোড়ে টেক পার্ক আছে।
  • kc | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০২ | 194.126.37.76
  • অরিজিৎ, এত কিছু নেগেটিভের পরেও যখন ভাবি তুমি, দমুদি, মামু এরম কজনা বাবামায়ের কাছাকাছি থাক, সব সময় খারাপ কিছু খপর শোনার উৎকন্ঠা নিয়ে ল্যাদ খাওনা, তখন তোমাদেরকেও একরাশ হিংসে দিতে থাকি।
  • r.h | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০১ | 203.132.214.11
  • হ্‌ত্‌ত্‌পঃ//এপ্রতিদিন।ইন/ডেতইল্‌স।অস্‌প্‌ক্ষ?ইদ=৭০৫৬বোক্ষিদ=২৪১৫২৪০৬

    ইনি আজকাল প্যাঁচাও আঁকছেন? না না এ ধর্মে সইবে না।
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০১ | 61.95.144.122
  • না বস্‌। যেটা আমি বারবার বলি - কলকাতা ১৯৫০ থেকে যা ফেস করেছে, লুরু সেটা ফেস করতে শুরু করেছে বছর দশেক হল। আর এটা বাড়বে বই কমবে না।
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০০ | 92.225.146.146
  • ধুস। দেশে গেলে তো আমারও প্রেশার বাড়ে, ট্রেনে-বাসে করে চন্নননগর টু কলকেতা যেতে আসতে সব কেত বেরিয়ে যায় তাও আবার পরক্ষণেই কিছু একটা হয় বা দেখি - কুলকুল করে হাসতে গিয়ে সব ডাউন হয়ে যায়ঃ-)
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৯ | 61.95.144.122
  • টি নগর। লাইন দিয়ে Saravana - কৌটো থেকে কাঞ্জিভরম, সব পাওয়া যায়।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৮ | 216.52.215.232
  • লুরুর প্রবলেম কিছুটা কমবে। মেট্রো আসছে।
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৬ | 61.95.144.122
  • না রে দিদি - লুরুতেও শুনিচি দুই কিমি যেতে দুই ঘন্টাও লেগে যায়। সিদিন চেন্নাইও দেখে এলুম - নেহাত অ্যারপোর্টের চার কিমির মধ্যে ছিলুম, নয়তো একবার ওই কি যেন রাস্তাটার নাম - যেখেনে লাইন দিয়ে শাড়ির দোকান আছে - ট্রেনে করে সেখেনে যেতে গিয়ে বনগাঁ লোকাল মনে পড়ে গেলো। আর দিল্লীতে প্রেশার বাড়ে সে তো আমি নিজেই দেখেছি। এটা কোনো একটা শহরের ব্যাপার নয়।
  • kumudini | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫৫ | 59.178.51.45
  • একটু অন্য কথা বলব?
    এখানে কেউ শাশ্বতী গুহঠাকুরতাকে চেনো/চেনেন(কলকাতা দূরদর্শন)?
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৫০ | 92.225.146.146
  • অজ্জিত, তাচ্চেয়ে বলি কি শহরটাই বদলে ফেল না। পাততাড়ি গুটিয়ে চলে যাও না কেন দিল্লী কিংবা পুনে? নিদেনপক্ষে লুরু? মনে হয় প্রেশার আর বাকী যা কিছু কনট্রোলের মধ্যে থাকবে।
  • kumudini | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৮ | 59.178.51.45
  • আসলে পিপি বার্লিনে(?),একেবারে একলাটি তো,সেইজন্য আরো মনকেমন করে।
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৮ | 92.225.146.146
  • তিল, সাধে কি বলেছি নাজি গারদ? এখেনে ওসব কিসুই পাওয়া যায় না। আর নিজের হাতে বানানো?? উরিত্তারা! আমায় কি আপনি তিল2 পেয়েছেন নাকি যে নিজের হাতে বড়ি দেবার মত করে নিজের হাতে দোসা, ইডলি বানাব? বাপ্‌স!

    অজ্জিত, দেখি তো, রোজই দেখি ও পড়ি। তাও।

    অপ্পন, আমার শরীর হিংসে বলে পদাত্থটুকুও নেই তাই নিশ্চিন্তে থাক। কাল দশ বারোবার ঘর-বাত্থুম কত্তে হবে না।
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪৮ | 61.95.144.122
  • আমার ওই দেবভোগ্য খাওনের দরকার নাই। রোজ বাড়ি থেকে আপিস যেতে আসতে দেড়-দেড় তিন ঘন্টা, প্রেশার বেড়ে দুশো ছুঁই ছুঁই (শুনেছি সব বড় শহরেই তাই)। তাচ্চেয়ে সাইকেল চেপে দশ মিনিটে যাওয়া আর চার মিনিটে ফেরা, রোজ ছটার মধ্যে বাড়ি - ওয়েদার বিয়িং মরবিড অর নট - ঢের ভালো।
  • Arijit | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৪২ | 61.95.144.122
  • ওইসব ভেবে যখন হিংসে পায়, পিপি তখন একটু আবাপ-আজকাল-বত্তোমান-পোতিদিনে চোখ বুলিয়ে নিলেই পারে।

    নদী পেরোলে ঘাস আর সবুজ থাকে না।
  • til | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৮ | 220.253.242.220
  • আরে পিপি, কি যে কন।
    আজকাল তো সবই সহজলভ্য, মায় থাম্‌স আপ, লিমকা অবধি। বুঝুন কান্ড! আর ধোসা ইডলি তো খুবই সহজ বানানো, রোদ উঠেছে বললেন, ট্রাই করুন।
    btw দেশে যাবার সময় সম্বর ও রসম মশলা আমরা এখান থেকেই উলটে নিয়ে যাই, কে আর দোকান দোকান ঘোরে!
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৪ | 216.52.215.232
  • আহা, পিপি, দুক্কু কোরো না, এই উইকেন্ডে আমরা লাজিজে যাবো সে তোমাকে বলতে গেছি নাকি!
  • pipi | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩০ | 92.225.75.168
  • যেই হিংসের কথা বললাম অমনি গুরু প্রোটেস্ট করে উবে গেল!!
    সসেজ আর নরম গরুভাজা একটা হিংসে করার মত খাবার হল! ডিডিদা যে কি বলেন। এই যে ক'দিন ধরে মেরি বিস্কুট খাবার জন্য কঁকিয়ে মরছি, তার কি হবে? কিম্বা আমূল বাটার? রাবড়ি, ফুচকা, ঝালমুড়ি ওসব দেবভোগ্য খাবার দাবার বাদই দিলাম, ইডলি দোসা সম্বারও তো চোক্কে দেখি না। এর উপরে যারা ফি রোজ ভমা'র গপ্প শুনিয়ে যায় তাদের জন্য কষকষে হিংসে ছাড়া কিছু নেই। আর সাত মাস এই আলো উত্তাপ হীন, ঘিনঘিনে, হীমশীতল, অন্ধকারাচ্ছন, বাদলা মরবিড ওয়েদার নিয়ে ঘর ক'র তাপ্পরেতে দেখবে কার গলা দিয়ে কত্ত আবাজ বেরোয়। হুঁঃ।
    তবে হ্যাঁ, ভাল ওয়াইনের অপ্রতুলতা বিষয়ে যদি কেউ দুক্কু করে আমি তার সাথে সমব্যথী।
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৯ | 122.248.183.1
  • পরভীন বাবি র ওপরে আমার একটু ইয়ে ছিল। সত্যি এই রকম পরিণতি ভাবা যায় না।

    অর্পণ ঃ-))
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৮ | 216.52.215.232
  • আরে বালীবধ করতে গেলে একটু ছলনার আশ্রয় নিতেই হয়। রামচন্দ্র জানেন। ঃ)
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৭ | 216.52.215.232
  • কিন্তু তুমি আমার ৪ঃ১৪ গতে করা পোস্টের উত্তরে লিখলে কিনা সন্দেহ হতেছিল।
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৬ | 122.248.183.1
  • ভয় দেখাই না তো। দেবো বলে প্রস্তুত। বালী তে কট্টর বাম দুর্গে পুরসভায় আমরা ৩ পিস আসন পেয়েছি।। মোট ফল অবশ্য ২৯-৩ ঃ-))
  • til | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৫ | 220.253.242.220
  • নতুন কাক??
    --
    বাড়ীতে নতুন Visionasia লেগেছে। বড় খেপলা জাল অ্যান্টেনা লাগানো গেল না, হোরাইজনের মাত্র ৫ ডিগ্রী ওপরে নাকি ইনস্যাট কত যেন। অতএব বাঙলা বাতিল। এমনি করে এক দশক কেটে গেছে এই বাড়ীতেই।
    অগত্যা ডিশই সই।
    --
    পারভীন বাবির নাচ গান! টাইম ম্যাগের কভার।
    শেষে ফ্ল্যাটে মরে পড়ে ছিলেন নাকি দু চার দিন, একাকিনী!
    মনটা খারাপ হয় গেল।
    --
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৫ | 216.52.215.232
  • আরে ধুর, রাগব কেন ভাই। যাদের করুণা করার কথা, তাদের সাথে খামোখা রাগব কেন রে ভাই।
  • kc | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৩ | 194.126.37.76
  • ব্রতীন, আমি একটু চুপচাপ থাকি। তুমিও তাই। শুধু মাঝে মাঝে ফুলে ছাপ দেওয়ার ভয় দেখাও। ঃ-)
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২৩ | 122.248.183.1
  • যা হল্যান্ডের এক পিস উইকেট গেল । দিব্যি খেলছিল!!
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২২ | 122.248.183.1
  • এমনি ই। বাজার গরম গরম কিছু নেই তাই!! রেগে যেও না যেন।
  • dd | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:২১ | 124.247.203.12
  • গতো হপ্তায় সারা রাত বাস ঠেঙিয়ে লুরুতে কাটালাম রোব্বার, আবার সোম্বারে ভোর পাঁচটায় ব্যাক।

    সিনিমা দেখি নি।
  • Arpan | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৯ | 216.52.215.232
  • ব্রতীন, হঠাৎ এই প্রসঙ্গ??!!
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৬ | 122.248.183.1
  • kc, ইষ্টবেঙ্গল তো লাস্ট বয়ের কাছে হেরে গেল। আমরা কিছু বলেছি ??
  • Bratin | ২২ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১৫ | 122.248.183.1
  • ইয়ে ওটাই ঠিক স্ট্রাটেজি। সৈকত শক্ত শক্ত কতা নিকেচে তো। তাই লাল দিয়ে ভিজিয়ে একটু নরম করে নিয়েছে ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত