ইইস। ডাবেজ্জলের কথাটা খ্যাল ছিলো না। নইলে আম্মো কিনে আনতেম।
গর্বাচবটা মোটেই প্রফুল্লকর কিছু নয়। মানে দেশে যে স্মার্নভ বা রোমানভের মতন ফুল বডীড বেশ পাকাটে ভোদকা খাই , সে তুলনায় বেশ ঝুল ও মিহিন।
I | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ২২:৪০ | 14.99.2.39
বাঁশপাতি পাখির নাম ছেলে মনে করিয়ে দিল।
kc | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ২২:১১ | 89.203.49.18
এই গর্বাচভ ভদকাটার নাম অপ্পন কয়েছিলনা আগে? কোনও এগটা টইয়ে?
I | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৭ | 14.99.2.39
বুলবুলি'র নাম লিখতে ভুলে গেছি।
I | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ২১:৫৬ | 14.99.2.39
আমাদের বাড়িতে কী পরিমাণ পাখি আসে রে ভাই ! নেট দেখে দেখে চিনছি। একটা লিস্ট করবার চেষ্টা করলাম- কাক, চড়াই, শালিখ,পায়রা, চিল, কাঠঠোকরা, মাছরাঙা, বসন্তবৌরী, বেনে-বৌ,পাপিয়া, টুনটুনি, হরিয়াল, পানকৌরী, কুবো পাখি, দোয়েল, ঘুঘু, ছাতারে, হাঁড়িচাঁচা, ফিঙে,টিয়া, ছেলে কোকিল। আজকে একটা মেয়ে-কোকিলও দেখালাম। আজকাল আর শকুন দেখা যায় না। সব ডাইক্লোফেন্যাক খেয়ে মরে গেছে। আমার ছেলে প্রবল পক্ষীপ্রেমিক।
Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ২১:৪৪ | 112.133.206.2
ডিডিদা, ডাবেজ্জল বোতলে ভরে বিক্রি হচ্ছে। নাম দিয়েছে কোকোজল।
উইকেন্ড এলেই ডিডিদার কথা মনে পড়ে। কেউ কিছু মনে কইরেন না পিলিজ,আমার এক বন্ধু বলত টানা রিক্সায় চড়লে সে সমস্ত পুরুষ জাতিকে পদদলিত করার সুখ পায়। "ছাতিয়া যাওত গাঁঠিয়া"-অর্থাৎ কিনা ছাতায় গিঁট লেগে গেছে,মানে ঐ নীচে যেটা টিপলে ছাতার খোলা উচিত ছিল,সেইটে খুলচে না।চেষ্টা করে করে দাদু হাল ছেড়ে দিয়েছেন, তাপ্পর ডিপ্রেসন কাটানোর জন্য দুপাত্র চড়িয়ে ভিজতে গেছেন।
আমার এক মাসীর জন্য ঐ wheel chairএর কথাটা জিজ্ঞেস করেছিলাম।সবাইকে অনেক ধন্যবাদ। মাসীর ধারণা চেয়ারওলারা ওনাকে কোথায় কে জানে ফেলে দিয়ে চলে আসবে।তা আজ ফোনিয়ে ভাইকে বল্লাম,ভাটিয়ালির লেখাগুলো পড়াতে।ভাই একটু আগে বল্লো,মাসী পিছিয়ে পিছিয়ে ভাটিয়ালি পড়ে যাচ্ছেন,আবার বলেছেন,খুকু(আমি)হঠাৎ কুমুদিনী নাম ধরলো কেন,সেইটা জানা দরকার। তবে হু চেতে রাজী,আবার থাংকু গুরুদের।
aka | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ২০:২৬ | 24.42.203.194
না না ওটা হল মত্ত দাদু ভাদ্রমাসের বৃষ্টিতেও ভিজছে কারণ হাতের ছাতা তো গেঁটে বাতের কাজে লাগছে।
r.h | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৯:৪৬ | 117.194.233.253
মদ খেলেন দাদু, বাত হলো ছাতার, এর মধ্যে কিন্তু একটা গভীর টানাপোড়েনও আছে। যত ভাবছি তত হাসি উবে যাচ্ছে। হাল্কা হাসির মোড়কে এক চিরন্তন দ্বন্দ্বের কি গভীর আখ্যান।
আমিও এবার এক শিশি জৈনশিল্পমন্দিরের হজমি গিফ্ট পেয়েছিলম কিন্তু সেটাতে আমার চেয়ে মা'র ইন্টারেস্ট বেশী ছিল বলে দান করে এলাম!
Arpan | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৯:২২ | 112.133.206.2
যৈবনের কথা হচ্ছে? দম(দিদা)-র নামে একটা হিট গান ছিল। আমাদের যৈবনকালের।
কাল হঠাৎ দেখি মেয়ে গানটা গাইছে। গ্র্যাজুয়েশন ডে-তে নাকি ওটার সাথে নাচতে হবে।
ক্ষী গান? জানেন না? এইটা ঃ
dd | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৯:১৪ | 122.171.5.100
গেঁটে বাতকেই ব্রজবুলিতে গাঁটিয়া বলে না ? অপভ্রংশে গাঠিয়া?
সেই যে বিদ্দেপতি কয়েছিলেন ওনার দাদু মদ খেয়ে মত্ত হয়ে তার ছাতার গেঁটে বাত হয়েছিলো ? সেই যে "মত্ত দাদুরে ভিজেছে ভাদুরে ছাতি যাওতো গাঠিয়া"।
তবে এট্টু ভুল ভাল ও হতে পারে।
a x | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৯:০৫ | 99.188.84.89
আমার ক্ষুদ্র চাহিদা। মাত্তর দুই শিশি জৈন শিল্প মন্দিরের জোয়ানদেওয়া হজমিগুলি আনি। তারও এক শিশি ভেঙ্গে গেল গতবার, ঘরময় হামা টেনে সেগুলো কালেক্ট করতে হয়েছিল। এখনও একটা বাটিতে করে অল্প অল্প কাঁচগুঁড়ো সহযোগে তারা কেউ কেউ ফ্রীজে আছে, ফেলতে পারি নাই।
pi | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৯:০৩ | 72.83.77.65
তবে এখন ঝুরিভাজা , গাঠিয়াদের জন্য বেশি শোকাচ্ছন্ন হবো, নাকি তাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র ভগ্নাবশেষরা যেসব জিনিসপত্রের রন্ধ্রে রন্ধ্রে সেঁধিয়ে আছে, তাদের নিয়ে বেশি কপাল চাপড়াবো , সেটা নিয়ে কিঞ্চিৎ ধন্দে আছি। গত তিনদিন ধরে স্যুটকেস গুলো একবার করে খুলছি, স্তব্ধবাক হয়ে দেখছি আর বন্ধ করে দিচ্ছি। মশামেসো যখন ই বলছে এবার ওগুলো নিয়ে বসা যাক, বলছি জেটল্যাগের জন্য ঘুম্পাচ্ছে। কিন্তু আজ তো আর বোধহয় পার পাওয়া যাবে না।ঃ( ভাবতেই আবার ঘুম পেয়ে গেল। ঘুমুতে গেলুম।
pi | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩৯ | 72.83.77.65
গাঠিয়া মানে কি যেকোনো গাঠিয়া নাকি ঝুরিভাজা মানেই যেকোনো ঝুরিভাজা ? আমার পাড়ার ইস্পিশাল দোকান আছে। এগুলো সেখানের ছিল ঃ(
a x | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩৯ | 99.188.84.89
কুমু, টিকিট বুক করার সময় (অনলাইনে) একটা জায়গায় লিখতে হয় উইলচেয়ার লাগবে কিনা - অল্প হাঁটতে পারবে কিনা, সিঁড়ি ভাঙ্গতে পারবে কিনা এইসব। সেখানে উইলচেয়ার লাগবে বলতে হবে, আর ঐ ৭২ ঘন্টা আগে ফোন করে কনফার্ম করার সময়ও একবার মনে করিয়ে দিতে হবে। খুব স্মুদলি হয়, আরামসে চোখ বন্ধ করে যাতায়াত করা যায়।
a x | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩২ | 99.188.84.89
কিন্তু এসবই তো এখানেও পাওয়া যায় - গাঠিয়া, ঝুরিভাজা এসব তো গুজরাটিদের কল্যাণে এমনি গ্রসারি স্টোরেই পাওয়া যায় আজকাল, ইন্ডিয়ান স্টোরেও যেতে হয়না!
a x | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৩১ | 99.188.84.89
প্রতিদিনকে একটাকা দামে জমি দেওয়ার ব্যপারটা কেউ একটু বিশদে জানে?
pi | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৫ | 72.83.77.65
*আরেকটাতে
pi | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:১৪ | 72.83.77.65
কুমুদি, মেসো ও মশারা ভালো। কিন্তু আমার স্যুটকেসেরা এবং তাদের মধ্যের জামাকাপড়, সিডি ও বইয়েরা খুব খারাপ আছে। আর সেই জন্য আমি ও । একটাতে চিঁড়েভাজার প্যাকেট ফেটেছে, অন্যটাতে ঝুরিভাজার। আরেকাটতে পুরো এক টিন এনসিওর গুঁড়ো উল্টেছে। আমার নীল হোক কি সবুজ , সকল জামাকাপড়ের ই এখন একটাই রং। অফ হোয়াইট। ও, আর এই স্যুটকেসটার আরেকটা কোণে আবার হলুদ ও মিশেছে। টিপিনবাস্কো খুলে তিন চতুর্থাংশ গাঠিয়া বেরিয়ে এসেছেন।
aka | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৮:০৬ | 24.42.203.194
ও বুয়েছি, টাকা নেই বলে বাউন্স করবে না কিন্তু কাটাকুটি হলে করতেই পারে।
M | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৬ | 59.93.202.195
আরে আকা, আমিও তো তাই মিন কত্তে চেয়েছিলুম, কিন্তু বাউন্স নাকি টাকা না থাকলে করে, বাকিটা এরর!
aka | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫৩ | 24.42.203.194
কারণ চেকে লেখে বা স্ট্যাম্প দেয় তো আমারই মতন একটা কেউ। আমি আজ অবধি একটা ফর্ম না কেটে ভরতে পারি নি। যত চেষ্টা করেছি তত বেশি কাটাকুটি হয়েছে।
aka | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৫১ | 24.42.203.194
কিন্তু সরকারের চেক বাউন্স করবে না কেন?
M | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৭:৪২ | 59.93.202.195
আজ পোষ্টাপিসে যাতা হলো। একটা কাজ ছিলো, চেক নেবার ছিলো।আমার কিরম ধারনা ছিলো সব রকম চেকের গন্ডোগোলকেই চেক বাউন্স হওয়া বলে।
তো কিছুদিন আগে পোষ্টমাস্টারের সাথে আমার স্বভাব অনুযায়ী হেবি ঝামেলা হয়ে গ্যাছে, আমায় একঘন্টা দাঁড় করিয়ে কুড়ি মিনিট দাঁড় করিয়েছে বলেছে বলে একঘর লোকের সামনে চেঁচামেচি করে এলুম।তো আজ পোষ্টাপিসের সাথে কাট্টি করার দিন ছিলো। যাক, আজও আমার এমনি কপাল, আমার কাজ করার জন্য নির্দিষ্ট টেবিলটিতে মাস্টার রয়েছে।
আমি চেক নিয়েই বললুম, মানে আমি জানি গন্ডোগোল হওয়ার নয়, তবু চেক যদি বাউন্স করে?
লোকটা অ্যাত্ত বড় হাঁ করে আমার দিকে তাকিয়ে রইলো মিনিট পাঁচেক।তারপর বললো, কখনো শুনেছেন সরকারের ঘরের চেক বাউন্স করে?আমি তখন ও না তাও এইসব চালিয়ে চলেছি, তো বলেন কিনা, কোনো কিছু হলে আমাদেরি দায়িত্ব।
বাড়ী এসে পরের ছেলেকে বলাতে বললো, তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকেনি? বললাম, হ্যাঁতো, অ্যাত্ত বড় হাঁ, মানুষের অত বড় হাঁ হয় কি করে কে জানে!বলে কিনা, একঘর লোকের সামনে আবার কি বলে বসবি তার তো ঠিক নেই তাই কিছু বলেনি, দেখগে যা এতক্ষনে হয়তো গড়াগড়ি করে হাসছে, বলে নিজেও ওরে বাবারে,সরকারের চেক বাউন্স বলে গড়িয়ে গড়িয়ে হাসতে লাগলো।:O
r.h | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৬:১১ | 117.194.238.79
সুতো ভালো আছে, আগরতলা গেছে ঃ) হ্যাঁ, টানা রিক্সা অ্যাডভেঞ্চার স্পোর্ট এবং বাবুয়ানির সমস্বঙ্কÄ পেগ। প্রায় গুরুচণ্ডালি যেন ঃ) সুতোর সঙ্গে আবার ভবানীপুর অঞ্চলের টানারিক্সাচালকদের খুব র্যাপো ছিল একসময়- গল্প বলতে বলবো কখনো।
kd | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৪০ | 59.93.160.236
টানা রিস্কায় চড়ার মেজাজই আলাদা। মাঝেমধ্যে সন্ধেবেলা ক্লাবে যাই রিস্কায় ঠ্যাঙের ওপর ঠ্যাঙ তুলে বিড়ি খেতে খেতে হরিশ মুখার্জি রোডে উল্টো ট্র্যাফিকে - এই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না।
এই ক্লাবে মনে হয় আমি প্রথম ও শেষ রিক্সাবাহিত ব্যক্তি।
kd | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩২ | 59.93.160.236
আরে কুমুদিদি, মনে তো আমি চিরযুবকই*। তাই মনে মনে তো আমি হেঁটেই যাই। *মানে ওটা লোকে বলে। নিজে তো মনে করি আমি শিশু।
ব্যাদে বলেছে, the spirit is willing but the flesh is weak। (এক্ষেত্রে বাইবেল হলো ব্যাদ)
til | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৫:০৩ | 220.253.71.144
চলে চলে, এই তো সেদিন গ্লোব সিনেমার পেছনে, সদর স্ট্রীট থেকে পার্ক স্ট্রীটের মোড় অবধি গেলাম, অনেক রিকশাই দেখলাম, চড়িনি।
টানা রিসকা কলেজ স্ট্রীটে চলে এখনো?সত্যি? আর ঐসব উল্টাপাল্টা ছাড়েন,কেডিদা হুইলচেয়ারে বসবেন না,ব্যস।এ নিয়ে আর কোন কথা নাই। সুতোর খবর কি?
r.h | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩৯ | 117.194.232.125
টানা রিক্সা চলে কলেজ স্ট্রীটে আর ঠেলা চেয়ার চলে অ্যারপোর্টে। একই কথা।
r.h | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৪:৩২ | 117.194.232.125
যৌবনের সঙ্গে হুইল চেয়ারের কোন বিরোধ নেই। না। নিয়েৎ। নেভার। যৌবনে হচ্ছে হরিপদ কেরানী আর হুইল চেয়ার আকবর বাদশা। যৌবন সিন্ধু বাঁরোয়া আর হুইল চেয়ার হুইস্কি অন দা রকস। যৌবন কিনু গোয়ালার গলি আর হুইল চেয়ার পটুয়াটোলা লেন। কোন বিরোধ নেই।
এ আবার কি?মহামান্য চিরযুবক কেডিদা বইমেলায় দাপিয়ে বেড়াচ্ছেন,দিকে দিকে গুরুর জয়পতাকা তুলে ধরেছেন,তাঁর wheel chairলাগবে কেন?অনেক লম্বা লম্বা হাঁটতে হয় অবশ্য,কিন্তু কেডিদা wheel chair-এ? নাঃ,নিতে পারলাম না।
til | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৭ | 220.253.71.144
কুমুদি, ওরা আবার দেখছি চেষ্টা করছে, ভাঙ্গা ঘর জোড়া দেবার জন্যে। আজ আবার ট্রাই নেব, অন্ধকার হলেই।
kd | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৪৩ | 59.93.160.236
পাই, আমি তো সেই জুলাই মাসে এসেছি। তখন তো ভালোই ছিলো। মানে বাংলায় ছ'টা মতো ছিলো - সবগুলোই অখাদ্য যদিও। ""ক্লাসিক হিন্দি'' ক্যাটেগরিতে তো ভালোই সিলেকশন - আমাদের জমানার বই সব। ক্লাসিক ইংরিজি সিলেকশনও ভালো।
kd | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:৩৬ | 59.93.160.236
কুমুদিদি, এককথায় excellent। চলনদার মানে কি বাংলায় যাকে বলে কম্প্যানিয়ান? সে সঙ্গে সঙ্গে থাকতেও পারে, নাও পারে।
আমি লাস্ট দু'বার যাতায়াতেই নিয়েছি, এবারও নেবো। টিকিট কাটার সময় বলে দিলে ভালো হয়, তবে কাউন্টারে বল্লেও হয় (যদি ভিসিব্ল অসুবিধে থাকে) - quite cooperative।
খুব ভালো ব্যবস্থা। যে সব এয়ারপোর্টে টিউব নেই (যেমন কলকাতা) বা কখনো-সখনো নেই (যেমন, দিল্লি, হিথ্রো), সেখানে ambu-lift করে প্লেনের গ্যালির দরজা দিয়ে ঢোকায়। একেবারে অক্ষমদের যত্ন করে সীটে বসিয়ে, হ্যান্ড লাগেজ বিনে ভরে দিয়ে যায়।
আমি ওখানে (ডোমেস্টিকেও নিয়েছি) ২ ডলার টিপ্স দিই, এখানে ৫০ টাকা। একমাত্র কলকাতায় লোকগুলো ভিকিরি, আর ক্যালাসও। দিল্লির লোকেদের তো বলতে হয় দাঁড়াতে টিপ্সের জন্যে (আমি ওদের ওপর একটু বেশী খুশী, আমায় মাঝপথে স্মোকিং এরিয়াতে কিছুক্ষণের জন্যে রেখে যায়)।
হ্যাঁ, একটু ধৈর্য লাগে, স্পেশালি নামার সময়। সকলে নেমে গেলে তারপর নামায় প্লাস অনেক সময়েই যতগুলো চেয়ার দরকার, থাকে না, যোগাড় করে আনতে দেরী হয় - অনেকেই খুব ব্যস্ত হয়ে পড়েন।
পাই,মশারা ও মেসো-সব ওকে? তিলস্যার,বোলতারা কেয়া বোলতা হ্যায়? এখন উঠি,কাজ আছে।
pi | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১৩:০৪ | 72.83.77.65
কাব্লিদা, তুমি কোন বাংলা সিনেমা দেখতে পাও ? এই যে এলুম,তাতে তো 'সেদিন দুজনে' আর কিসব সখা না সখী এই দু'খানি ভেন্ন আর তো কিছু ছিল না ! যাবার সময় ও তাই। হিন্দির স্টক ও পচা ঃ(
কুমুদি, হুইলচেয়ারের ব্যবস্থা খুব ই ভালো থাকে। গতবারেই মা বাবার জন্য করেছিলাম। ওনাদের এক্ষপেরিয়েন্স বেশ ভালো।
মহামান্য কেডিদা, একটা কথা জিজ্ঞেস করি,ইন্টারন্যাশনাল ফ্লাইটে wheelchair service কেমন?(ধরুন একজন সত্তর বছরের মহিলা কলি থেকে NY যাবেন,সাথে চলনদার আছে,তবে বেশী হাঁটাহাঁটিতে অসুবিধা)।
kd | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১২:৪৬ | 59.93.160.236
Air India। আমি তো প্রতিবার ওতেই যাই। বেশ বাংলা/হিন্দি সিনেমা দেখতে দেখতে যাওয়া যায়। (আর এখন তো ওদের গ্রাউন্ড ক্রুও বেশ ভদ্র হয়েছে)।
til | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৮ | 220.253.71.144
btw কোন এয়ারলাইন? একজন ৪০০ (চার) তে মেলবোর্ন, ত্রিবান্দ্রাম ঘুরে এল Air Asia তে (আসা যাওয়া)।
kd | ২৬ ফেব্রুয়ারি ২০১১ ১১:২৮ | 59.93.202.49
আকা, টিকিট আমার ছেলে কেটেছে। kayak.com দিয়ে সার্চ করে এটা পেয়েছে orbitz.com থেকে। পুরোটাই অনলাইনে - e-ticket।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন