এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ০৩ মার্চ ২০১১ ০২:৩৮ | 168.26.215.13
  • ঝগড়া নেই, শুক্কুর্বারের কবিতা নেই, জীবনটা কেমন জানি হয়ে গেল। সবই রিসেশনের জন্য।
  • Abhyu | ০৩ মার্চ ২০১১ ০২:৩৩ | 128.192.7.51
  • অরুণা শানবাগের ঘটনাটা খুব দুঃখের। উনি এবং ওনার স্বামী। উনি তো এখন আর কিছু অনুভব করতে পারেন না, কিন্তু ওনার স্বামী?
  • Tim | ০৩ মার্চ ২০১১ ০২:৩০ | 198.82.20.5
  • হ্যাঁ একটা ঝগড়া না কল্লেই নয়! নিদেন একটা মারামারি। সোসনে সোসনে জেবন চৌচির হয়ে গ্যালো।
  • SS | ০৩ মার্চ ২০১১ ০২:১৮ | 131.193.195.238
  • kayak.com থেকে কেটেছিলেন মনে হয়, ২৪ শে মার্চ থেকে ২০ জুনের, কলকাতা - জে এফ কে। ডেটটা আন্দাজে লিখলাম।
  • SS | ০৩ মার্চ ২০১১ ০২:১৪ | 131.193.195.238
  • আজ থেকে ১০-১১ (??) বছর আগে আনন্দবাজারের রবিবাসরীয়তে অরুণা শানবাগ কে নিয়ে একটা প্রবন্ধ বেরিয়েছিল, 'ধর্ষণের পরে কী ঘটেছিল' এইরকম নাম দিয়ে। তখনো খুব মন খারাপ হয়েছিল।
  • sayan | ০৩ মার্চ ২০১১ ০১:৫৯ | 12.20.48.10
  • kd'দার সেদিনের এয়ারফেয়ারের ডীলটা নিয়ে কেউ আলোকপাত করতে পারেন? মানে লিঙ্ক পেলেও চলবে।
  • a x | ০৩ মার্চ ২০১১ ০১:৪০ | 99.188.84.89
  • বোধি মাঝে একটা টোপ ফেলে গেছিল, কিন্তু আমি রাশি রাশি ঝগড়া করব, সে একমাস বাদে এসে কিছুই দেখতে পাবেনা, এই ভেবে আর করাই হলনা ঃ-(
  • I | ০৩ মার্চ ২০১১ ০১:৩৭ | 14.96.205.152
  • কেসির সনে কোথায় ঝগড়া হচ্চে? কতদিন ভালো ঝগড়া দেখিনি !
  • kc | ০৩ মার্চ ২০১১ ০১:৩৪ | 89.203.49.18
  • অক্ষদার হাত থেকে আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য লাল সেলাম।
    বুঁচির ফোটু দেখতে মঞ্চায়। ও অক্ষদা।
  • a x | ০৩ মার্চ ২০১১ ০১:৩৪ | 99.188.84.89
  • কেসিকে কাদা থেকে বার করতে হেল্প করছে দু তাই সেলাম দিচ্ছেন।
  • a x | ০৩ মার্চ ২০১১ ০১:৩২ | 99.188.84.89
  • বুঁচি ভীষণ ন্যাকা হয়েছে আজকাল। কাঁদে যখন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখে কেমন করে কাঁদছে, ঠিক মত অভিব্যক্তিটা বেরোচ্ছে কিনা, সেই বুঝে ফোঁপানি, ঠোঁট ফোলানো, এবং আমার ধারণা জলপ্রপাতও মডিউলেট করে।
  • I | ০৩ মার্চ ২০১১ ০১:৩১ | 14.96.205.152
  • ক্যানো? ক্যানো? সেলাম ক্যানো? লাল ক্যানো?
  • kc | ০৩ মার্চ ২০১১ ০১:২৯ | 89.203.49.18
  • দুদিকে লাল সেলাম।
  • I | ০৩ মার্চ ২০১১ ০১:২৯ | 14.96.205.152
  • বুঁচেকে হেব্বি চটকে দিও তো, আমার হয়ে !
  • Du | ০৩ মার্চ ২০১১ ০১:২৫ | 216.110.92.7
  • সমান মানে দাবীদাওয়া চাহিদায় সমান
  • I | ০৩ মার্চ ২০১১ ০১:২৫ | 14.96.205.152
  • পায়রার নতুন সংকর প্রজাতি-গাধা পায়রা। জেনাইডা অ্যাসিনেনসিস।
  • a x | ০৩ মার্চ ২০১১ ০১:২২ | 99.188.84.89
  • ওসব তুমি বুঝবেনা এখন ভাইপো, এখন তুমি একটু ফড়িংএর ডানা ছিঁড়ে, পিঁপড়ের বাসা ভেঙ্গে, বেড়ালে ল্যাজ মুচড়ে খেলা কর, সময় হলে ঠিক বুঝবে।
  • a x | ০৩ মার্চ ২০১১ ০১:২১ | 99.188.84.89
  • গতকাল থেকে দেখি এক পায়রা দম্পতি আমার একটা ঝোলানো গাছের মাটি বার হওয়া জায়গাটাতে কাঠ কুটো এনে দিব্যি বাসা বেঁধেছে। গাছটা ঝোলানো বারান্দার রেলিং থেকে, কাজেই বাসাটা বারান্দার ভেতরে বুঁচির ঠিক আই লেভেলে একেবারে হাতের নাগালে - কি গাধা উড-বি বাপ মা। এখন বারান্দায় বেরোলেই ভয় পেয়ে যদি বাসা অ্যাবন্ডন করে সেই চিন্তায় বারান্দার দরজাও খুলতে পারছিনা!
  • I | ০৩ মার্চ ২০১১ ০১:১৯ | 14.96.205.152
  • পিসীমা কী সব বকবক কচ্ছে? প্রেম, বিয়ে- এসব কী? হ্যাঁ পিসীমা?
  • I | ০৩ মার্চ ২০১১ ০১:১৬ | 14.96.205.152
  • ডুয়ার্স বেড়াতে গিয়েই এই কান্ডটি হয়েছে। এর আগে চিড়িয়াখানাতে করমর্দন দূরত্বেও আজব জন্তু দেখে কিচ্ছু অবাক হয় নি। তখন অবশ্য আরো ছোট ছিল।
  • I | ০৩ মার্চ ২০১১ ০১:১৪ | 14.96.205.152
  • আমাদের বাড়িতে বেগুনী মৌটুসি আসছে। অতীব চঞ্চল। লাল কাঞ্চন ফুলের মধু খেতে আসে। কাঞ্চনগাছেও এখন বলিহারি মারকাটারি রং।
    ছেলের পাল্লায় পড়ে সব্বাই এখন পক্ষীবিশারদ। নেট খুলে খুলে পাখী ও পশু চিনি। মিরক্যাট ও ববক্যাটের তফাত জানি। ছেলেও জানে। কোকিলের ইংরেজী যে প্রিসাইজলি কোয়েল, কুকু নয়(কুকু একটা গ্রুপ, কুবো পাখীও একধরণের কুকু) সেইটা আন্টিকে বলে কবে পিট্টি খায়, তার ভয়ে আছি। আন্টি তো আর নেটবই পড়েনি।
  • a x | ০৩ মার্চ ২০১১ ০১:১২ | 99.188.84.89
  • সমানে সমানে ছাড়া প্রেম হয়না? আরো ক্লিয়ার করি সাধারণের সুবিধার্থে, যাতে কেউ "প্রেম হয়, বিয়ে হয়না" বলে, তার আগাম উত্তরে, সমানে সমানে ছাড়া বিয়ে হয়না? বা হওয়া উচিৎ না?
  • I | ০৩ মার্চ ২০১১ ০০:৫২ | 14.96.205.152
  • কহেন।
  • mita | ০৩ মার্চ ২০১১ ০০:৫২ | 32.97.110.62
  • ইন্দোদাদা !!!
  • mita | ০৩ মার্চ ২০১১ ০০:৪৮ | 32.97.110.62
  • ন্যাড়া, না আপাতত আরক্যান্সাস মেরিল্যান্ড ডেলি প্যাসেন্‌জারি ঃ(
  • I | ০৩ মার্চ ২০১১ ০০:৪৬ | 14.96.205.152
  • যাঃ বাবা! এখেনে কী করে চলে এল ! কী আজব কল রে ভাই!
  • I | ০৩ মার্চ ২০১১ ০০:৩৪ | 14.96.205.152
  • এলাকায় ডাক্তার বলতে একজন বুড়ো মানুষ; সংসার চালান দাঁত তুলে আর হাড়ের গুঁড়ো-গিরগিটি'র রক্ত ইত্যাদি দিয়ে কামোদ্দীপক ওষুধ বানিয়ে। তাঁকেই ডেকে আনি। উনি এসে ছেলেটার ঘায়ে কাদা'র পুলটিশ লাগান; ঐ অজস্র ছোট ছোট ছুরির আঘাতে মলম মাখান। এক সপ্তাহের মধ্যে ছেলেটা উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করবে, প্রতিশ্রুতি দেন। এখন ওর দরকার পুষ্টিকর খাদ্য--বলেই বৃদ্ধ হনহনিয়ে হাঁটা লাগান। চোট কীভাবে লাগল, তা নিয়ে একটুও কৌতূহল দেখান না।
    কিন্তু কর্নেল অধৈর্য হয়ে পড়েন। ওঁর প্ল্যান হচ্ছে ঝটিকা আক্রমণ করে আরো কিছু যাযাবরকে বন্দী করা। এ কাজে ছেলেটাকে ওঁর দরকার গাইড হিসেবে। গ্যারিসনের চল্লিশ জন সৈন্যের মধ্যে তিরিশ জনকেই ওঁর চাই; চাই যথেষ্ট সংখ্যক ঘোড়া।
    আমি ওঁকে নিবৃত্ত করার চেষ্টা করি। " কোনোরকম অসম্মান করছি ভাববেন না; আপনি কিন্তু একজন পেশাদার সৈনিক নন। এরকম প্রতিকূল জায়গায় আগে কখনো বেরোন নি। গাইড বলতে একটা বাচ্চা ছেলে, সে আবার আপনার ভয়ে সিঁটিয়ে আছে। আপনাকে খুশী করতে ও মাথায় যা আসে আগড়ম-বাগড়ম বানিয়ে বলবে। তাছাড়া ঘোরাঘুরির পক্ষে যথেষ্ট ফিটও নয়। সৈনিকদের ওপর যে ভরসা করবেন, সে গুড়ে বালি; সবাই এরা চাষার ছেলে, জোর করে আর্মিতে ঢোকানো হয়েছে, অধিকাংশই এলাকার পাঁচ মাইলের বাইরেও যায় নি কখনো। বুনোরা আপনার গন্ধ পাওয়ামাত্র মরুভূমির মধ্যে স্রেফ হাওয়া হয়ে যাবে, আপনি তখনো তাদের থেকে একদিনের রাস্তা দূরে। ওরা এখানেই আজীবন রয়েছে, এই জায়গা ওদের হাতের তালুর মত চেনা। আপনি-আমি এখানে আগন্তুক, পরদেশী- আপনি আমার থেকেও বেশী। দয়া করে যাবেন না।'
    কর্নেল মন দিয়ে আমার কথা শোনেন, এমনকি খানিকদূর অবধি আমার আশা উস্কেও দেন (আমার তাই মনে হয়)। আমি নিশ্চিত , পরবর্তী সময়ে এই কথোপকথন নোটবইতে উঠে যাবে, আমার সম্বন্ধে লেখা হবে- "বিকৃতমস্তিষ্ক'। যখন ওঁর মনে হয় যথেষ্ট হয়েছে, আমায় থামিয়ে দেন। "আমাকে একটা কাজ দেওয়া হয়েছে, সেটাকে শেষ করতে হবে, ম্যাজিস্ট্রেট! আর সেটা শেষ হয়েছে কিনা, হলে কখন হয়েছে, সেসব ঠিক করবো শুধু আমি'- বলে গোছগাছ করতে বেরিয়ে যান।
  • Arpan | ০২ মার্চ ২০১১ ২৩:৩৭ | 122.252.231.10
  • ভুবনেশ্বর একটি অতি বৃহৎ গঞ্জ। চেন্নাইয়ের ক্ষুদ্র ভার্সন।
  • nyara | ০২ মার্চ ২০১১ ২৩:২২ | 122.167.254.165
  • না, ভুবনেশ্বর নেই। কেন তুমি কি ভুবনেশ্বরে আসছ?
  • kc | ০২ মার্চ ২০১১ ২৩:২০ | 89.203.49.18
  • তবে ভোটের দিনক্ষণ ঘোষনা হওয়াতে একটা ভাল জিনিষ হয়েছে, ওই আমার সরকার আমার পাশে নাম দিয়ে বএ আকার ল মার্কা অ্যাডগুলো বন্ধ হয়েছে।
  • mita | ০২ মার্চ ২০১১ ২৩:১৮ | 32.97.110.62
  • ন্যাড়া, লিস্টি তে ভুবনেশ্বর নেই ? এখন নাকি ওখানে অনেক চাক্রি ?
  • kc | ০২ মার্চ ২০১১ ২৩:১১ | 89.203.49.18
  • ন্যাড়াদার লিস্টিটাকি আইটিওয়ালাদের জন্য?
  • Arpan | ০২ মার্চ ২০১১ ২৩:০৬ | 122.252.231.10
  • হায়দ্রাবাদ আর পুনের র‌্যাঙ্কিং নিয়ে দ্বিমত আছে। রাজনৈতিক অস্থিরতার কারণে এখন অনেক ভূমিপুত্রও ফিরতে চাইছে না।
  • nyara | ০২ মার্চ ২০১১ ২৩:০৩ | 122.167.254.165
  • দেখিনি। কিন্তু এতে করে আরও বোঝা যাচ্ছে যে চক্রান্ত আছে।
  • Arpan | ০২ মার্চ ২০১১ ২৩:০১ | 122.252.231.10
  • সেকি, ন্যাড়াদা পঃবঙ্গ সরকার প্রচারিত ভিডিওটি দেখে নাই? "এইখানে পড়ছি, এইখানেই চাকরি'?
  • nyara | ০২ মার্চ ২০১১ ২২:৫৫ | 122.167.254.165
  • বেঙ্গালুরু
    নয়া দিল্লি
    হায়দ্রাবাদ
    পুনে
    চেন্নই
    মুম্বাই

    - এই হল চাকরি করার পছন্দসই শহর নতুন কলেজ-পাশদের কাছে। গভীর সিআইএ চক্রান্ত বলে আমার ধারণা।
  • pharida | ০২ মার্চ ২০১১ ২২:৪৩ | 122.161.180.9
  • ইংল্যান্ড ডুবু ডুবু পুপে কেঁদে যায় !!!
  • kumudini | ০২ মার্চ ২০১১ ২২:৩৯ | 122.162.233.4
  • সবাইকে ভালোবাসা-এই অকৃতী অধমকে ভালোবাসার জন্য।
  • nyara | ০২ মার্চ ২০১১ ২২:৩৭ | 122.167.254.165
  • প্রতিটা গ্রুপ থেকে চারটে দল যাবে কোয়ার্টারসে। তারপর দিনকে দিন খেলা। কম্পিটিটিভ পরীক্ষার মত। একদিন কেউ ভাল কী খারাপ খেলে দিলে, লাইফ মেড।
  • nyara | ০২ মার্চ ২০১১ ২২:৩৫ | 122.167.254.165
  • অত লাফিও না বাছারা। এই ব্যাঙ্গালোরে রোববার এই আয়ারল্যান্ডের সঙ্গে ভারতে খেলা। ভারত যা দুর্দান্ত বোলিং দেখাচ্ছে, তাতে কপালে অল্প দুক্‌খু থাকতে পারে।
  • Arpan | ০২ মার্চ ২০১১ ২২:৩২ | 122.252.231.10
  • হ্যাঁ, ন্যাড়াদা মনেপ্রাণে ইংরেজ। শুদ্ধ বাংলায় যারে কয় ইংরাজ।
  • I | ০২ মার্চ ২০১১ ২২:৩০ | 14.96.205.152
  • ন্যাড়াদা ইংরেজ?
  • Arpan | ০২ মার্চ ২০১১ ২২:৩০ | 112.133.206.2
  • পাল্লিনকে কনগ্রা। আগাম সেন্ট প্যাট্রিক ডে। ঃ-)
  • Arpan | ০২ মার্চ ২০১১ ২২:৩০ | 112.133.206.2
  • ও ন্যাড়াদা, আছো নাকি?
  • I | ০২ মার্চ ২০১১ ২২:২৯ | 14.96.205.152
  • হিস্টোরী !!!!!
  • aka | ০২ মার্চ ২০১১ ২২:২৯ | 168.26.215.13
  • কে সেদিন কইল না ইংলন্ড নাকি ফাইনালে যাবে। ঘন্টা বাজিয়ে দিল তো আজ।
  • byaang | ০২ মার্চ ২০১১ ২২:২৯ | 122.167.170.161
  • চার!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত