তার আগের দিন- আমি আমার খুব প্রিয় শালিখ ঠাকুর টুকে ছিলাম , শঙ্কর লাহিড়ীর মুখার্জীকুসুম টুকেছিলাম-আর সেদিন অনেকে ছিলেন বিনয় মজুমদার, জয় গোস্বামী-বড়াইএর হাত ধরে এসেছিলেন -সে সব পড়ছিলাম-আমার তখন রাত-আপনার ভরা দুপুর। আপনি হঠাৎ সেই সময় এসে বোলে গেলেন-'খুব সাদামাটা, খুব, কিন্তু আমার খুব প্রিয়'-আপনার বলার ভঙ্গিটি-একটু জোর ছিল, আলতো বিষণ্নতাও-যেন বহুর ভীড়ে কিছু বলতে চাইছেন আপনি-সব মিলিয়ে ঐ কবিতার লাইন , আপনার কথা, ভঙ্গিটি কেমন যেন মাথায় গেঁথে গিয়েছিল। চলতা ফিরতা গুগুল নই। কিন্তু এক একটা কথা কেমন মনে গেঁথে যায়, থেকেও যায়। আরো লিখুন। আর ইয়ে... অত জেরা করবেন না। কেন মনে আছে? সার্চিয়ে পেলেন কি না পেলেন? -ঘাবড়ে যাই।
kumudini | ০২ মার্চ ২০১১ ১৬:৩২ | 122.162.233.4
তিলস্যার,মিতা করে দিলো তো!২-৫৪ পোস্তো।
m | ০২ মার্চ ২০১১ ১৬:৩১ | 117.194.34.53
আরে তিলুবাবু,কাল পর্যন্ত অপেক্ষা করবেন কেন, কবিতাটা তো বেশকিছু আগেই পোস্ট করে দিয়েছি। এক দু পাতা পিছিয়ে দেখুন। পেয়ে যাবেন।
byaang | ০২ মার্চ ২০১১ ১৬:২৯ | 122.172.11.241
ধমকগুলো হাত দিয়ে টাইপিয়ে পোস্ট করি কিনা, তাই।
byaang | ০২ মার্চ ২০১১ ১৬:২৮ | 122.172.11.241
আর হুতো, স্মৃতিশক্তিতে তুইই বা কি কম যাস!! পঁচিশ বছর আগের সানন্দার কভার স্টোরিগুলো ও যার এতদিন ধরে মুখস্থ, তার পাজাঞ্জুরিতে তিড়িতঙ্ক লাগার কোনো কারণ নেই।
Bratin | ০২ মার্চ ২০১১ ১৬:২৮ | 122.248.183.1
ইয়ে, ধমক দিতে হাত কাঁপে কেন? গলা কাঁপলেও নাহয় বুঝতাম!!
r.h | ০২ মার্চ ২০১১ ১৬:২৬ | 203.132.214.11
ঐজন্যেই বলেছিলাম সময় থাকতে গ্যালারীর গল্পটা অন্তত পুরোটা লেখ।
byaang | ০২ মার্চ ২০১১ ১৬:২৩ | 122.172.11.241
কুমু, অদ্য শেষ রজনী মনে হচ্ছে আমার হতে চলেছে। আর কি ভুলেও ফক্কুড়ি করার সাহস পাবো? এই যেমন আমাদের কেসি, ওনার গান শোনার পর থেকে ওনাকে আর ধমকধামক দিতে আমার হাত কাঁপে ভয়ে। আজ জানলুম তুমি এত ভালো কবিতা লেখ। বাকিদের কথা আর নাই বা বল্লুম। এতসব গুণীজনদের মাঝে আমা হেন দাঁড়কাক, মোটেই মিশ খায় না!
til | ০২ মার্চ ২০১১ ১৬:২১ | 220.253.71.144
আরে কবিতাটাই বা কোথায়? কেউ যদি টাইপ করে দিতো! যাই, ঘুমিয়ে পড়িগে। কাল সকালে উঠে দেখবো কোন সজ্জন উপকারটি করে দিয়েছেন। আবার অভিননদন।
kumu | ০২ মার্চ ২০১১ ১৬:১৬ | 122.162.233.4
টইতে প্রচুর কবিতা ছিল তো।তারিখ সহ এইটা মনে রাখার কি কারণ? i ,গত সেপ্টেম্বরে সানন্দাতে পাঠিয়েছিলাম,দুটো কবিতা।বেরোলো না দেখে নভেম্বরে একটু মাজাঘষা করছিলাম। হুতো,মুচকি হাসির মানে ভেবে আর কি করব?এখনো ফরিদা,সিকি-সব বাকী আছে তো!
pharida | ০২ মার্চ ২০১১ ১৬:১৬ | 220.227.148.193
অভিনন্দন কুমুদিদি। আমি আগেই জান্তাম আপুনি যে সে মানুষ নন, ক্যাপ্টেন নই বলে বলিনি ঃ))
আর i তো আরো সাঙ্ঘাতিক - চলতা ফিরতা গুগুল !!
আমি এবার থেকে যা হারাবো সব মেল করে জেনে নেবো, কি কি হারাতে পারি, পারলে সেটাও !!
i | ০২ মার্চ ২০১১ ১৬:১০ | 124.168.191.146
সার্চাই নি। মনে ছিল। আমি ভুলো মন। তবু মনে ছিল।
dd | ০২ মার্চ ২০১১ ১৬:০৯ | 124.247.203.12
নো নো। মুচকি হাসি = মুচকি হাসি।
সে হাসে যে বোঝে।
r.h | ০২ মার্চ ২০১১ ১৬:০৮ | 203.132.214.11
জে নয় যে যে যে। হা পীড়, যো পীড়, এই দুর্বোধ্য দক্ষিনদুয়ারের জগৎ থেকে কি আমার মুক্তি নাই?
r.h | ০২ মার্চ ২০১১ ১৬:০৬ | 203.132.214.11
সার্চ নয় সার্চ নয়, এখানে কিছু লোকের স্মৃতিশক্তি দেখে স্রেফ পাজাঞ্জুরিতে তিড়িতঙ্ক লেগে যায়। কুমুদি বোধয় ডিডিদার মুচকি হাসির মর্মার্থ সম্যক অনুধাবন করতে পারেন নাই। (আমিও জে পেরেছি তা নয় তবে এই মুচকি হাসি যে একটা গম্ভীর ঘোরালো ব্যাপার তা বেশ বুঝতে পারছি)
kumu | ০২ মার্চ ২০১১ ১৬:০১ | 122.162.233.4
আপিস ছুটি,বাড়ীতে বসে করার জন্য জরুরী কাজ ছিল।কিন্তু গুরুতে আমার যা পজিশন দাঁড়াচ্চে,তাতে মনে হয় অদ্যই শেষ রজনী। i,আপনি শুধু বলুন,এত তাড়াতাড়ি ঐটাখুঁজলেন কিভাবে?সার্চ দিয়ে তো হবে না!
Bratin | ০২ মার্চ ২০১১ ১৫:৫৫ | 122.248.183.1
কুমু দি করেছো কি?? যাতা তো নামিয়েছে তো।
i | ০২ মার্চ ২০১১ ১৫:৫৪ | 124.168.191.146
কুমুদিনী, অভিনন্দন! কবিতাটির প্রথম চারখানি লাইন আপনি প্রিয় কবিতার সুতোয় পোস্ট করেছিলেন গতবছর নভেম্বরে। তাই তো? সেদিনই লিখেছিলেন?
Blank | ০২ মার্চ ২০১১ ১৫:৫১ | 170.153.65.102
কাল মেলায় লইট্যা মাছের চপ খেলুম কয়েকটা। আর সামান্য পাটিসাপটা।
dd | ০২ মার্চ ২০১১ ১৫:৫০ | 124.247.203.12
অ্যাকচুয়ালি খুব প্রচলিত ছিলো ফ্রাস্ট্রেশন। আর বোরডম। আমাদের বাবা কাকারা অবাক হতেন। বোরডম আবার ক্ষি জিনিস? খায় না মাখে?
ফ্রাস্ট্রেশন খুব চলতো। উঙ্কÄলার ডালমুট ও।
kumudini | ০২ মার্চ ২০১১ ১৫:৪২ | 122.162.233.4
হয়ে। ডিডিদা একদম মন থেকে সত্যি কথা লিখেছেন(৩ঃ৩২)।
kumudini | ০২ মার্চ ২০১১ ১৫:৩৮ | 122.162.233.4
ডিডিদা,প্রেসিতে ফ্রাস্টুদের আরো একটা ফ্যাশন ছিল অ্যাসিড খাওয়া।দুদিন বাদে বাদে একেক্জ্ন অ্যাসিড খেতো,আর ভীষণ হইচই করে তাদের হাসপাতালে নেয়া হতো।পাশেই মেডিক্যাল কলেজ,কোন অসুবিধেই নেই। তবে অ্যাসিড খাইয়েরা যখন সুস্থ হেয়ে ফিরে আসতো,তখন তাদের দাঁত এত ঝকঝকে সাদা,যে দেখলে কেমন ভয় লাগতো।
til | ০২ মার্চ ২০১১ ১৫:৩২ | 220.253.71.144
আহা কি আনন্দ আকাশে বাতাসে।
আম্মো কুমুদবেন একজন কবি। লেকিন সানন্দা তো নাগালের বাইরে; কেউ যদি এখানে তুলে দেন। কবিকে তো তো অনুরোধ করা যায় না, কবি বলে কথা!
কুমুদি, উই আর প্রাউড অফ ইউ (না পড়েই)।
dd | ০২ মার্চ ২০১১ ১৫:৩২ | 124.247.203.12
কুমুর পদ্দো পড়ে মুচকি হাসলাম।
kc | ০২ মার্চ ২০১১ ১৫:২২ | 194.126.37.76
কুম্পিদি কবিতাখানি খাসা। গুরুতেও দেন কিছু কবিতা। মামীকেও থ্যাঙ্কু টাইপানোর জন্য। 'রেটিং তোলা মেয়ে' হল গিয়ে ওই দুনৌকাতেই পা রেখে চলা মেয়েগুলো।
r.h | ০২ মার্চ ২০১১ ১৫:২০ | 203.132.214.11
আর ইসে, কবিতা বিষয়ে, আমি ঠিক কাব্য আলোচনার জন্যে সঠিক লোক নই, আর শুধু ভালো লেগেছে বললে কিছুই বোঝায়না, তাই কুমুদিকে আলাদা করে কিছু বললামনা। আরো পড়ার জন্যে অপিক্ষেয় রইলাম আরকি।
r.h | ০২ মার্চ ২০১১ ১৫:১৫ | 203.132.214.11
সে জে কাল শুনছিলাম কোন লেকে যেন জল শুকিয়ে গেছে? কেনো জানেন? কুমুদি খেয়ে ফেলেছেন সব জল, ডুবে ডুবে। ভাবতেও পারছিনা, এমন ভালোমানুষের মত চেহারা, এমন মিষ্টি কথাবার্তা, কিন্তু আসলে তিনি ভেতরে ভেতরে জলজ্যান্ত কবি।- উহ। কি সাঙ্ঘাতিক। হ্যাঁ, মার্চের প্রথমই তো মনে হয়, কাল না পরশু এলো। সানন্দা আমি পড়িতো, সে ছোটবেলা থেকে। পোথোম সংখ্যা থেকে পড়ি- অ্যান্ড্রু সারার বিয়ের গল্প, চার্ল্স ডায়ানার বিয়ে, ঠাকুঅরবাড়ির মেয়ে থেকে বেগম আয়েষা সুলতানা সব পড়েছি :)
dd | ০২ মার্চ ২০১১ ১৫:০৯ | 124.247.203.12
ফ্রাস্টুর কেস ছিলো সফল পেমের চোদ্দো পনেরো গুন বেশী। আকচার হতো। বেশীর ভাগ পেম ই তো পেমের আকাশ কুসুম।
আর ফ্রাস্তু অত্যন্ত ফ্যাশনেবেল ছিলো। মদ খেয়ে ভাঙা পেম নিয়ে কবতে না বল্লে আর মানুষ হলে না। বলতেই হতো। সে একটা বিকট ডেমনস্ট্রেটিভ শোক।
কিন্তু পুপের চরিত্রটাতো ওই রকমের রেটিং তোলা মেয়েদের মতন নয়। আদন্ত কনফিউসড ক্যারেক্টার মনে হয়।
m | ০২ মার্চ ২০১১ ১৪:৪৯ | 117.194.34.53
পুপে আর গোরার প্রতি সমর্থন আমার কদ্যপি ছিলো না। অন্তত পুপের আচরণের মাথামুন্ডু বুঝি নি। কাউকে না বল্লেও গোরাকে প্রদীপ্তর কথা বলে নি কেন জানি না- অবশ্যি তাতে রেটিং কমে যেতঃ)
kc | ০২ মার্চ ২০১১ ১৪:৪৯ | 194.126.37.76
কুম্পিদি, কবিতাটা এখানে টাইপে দ্যান। আমাদের সানন্দা পড়ার কোনও উপায় নাই।
kumudini | ০২ মার্চ ২০১১ ১৪:৪৭ | 122.162.233.4
ভাইরা,বোনেরা(গলবস্ত্র),ঐ লেখাটা অনেক আগে পাটিয়েচিলাম গো,তকোন গুরুতে ছিলাম না তো। আমায় প্পিলিজ গুরুতে থাকতে দাও।
kumudini | ০২ মার্চ ২০১১ ১৪:৪৩ | 122.162.233.4
ঠিক ব্যাকুল নয়,সিমপেথেটিক বলা চলে বোধ হয়।পুপে এবং গোরা জনতার সমর্থন হারিয়েছে।
m | ০২ মার্চ ২০১১ ১৪:৪১ | 117.194.34.53
ঠিক কুমু, ঐটা কি আপনি!! আমি তো সপরিবারে সানন্দা পড়িঃ))
m | ০২ মার্চ ২০১১ ১৪:৩৮ | 117.194.34.53
এরা প্রদীপ্ত র আচরণ নিয়ে এত ব্যাকুল কেন কি জানি!!
কত দেখলাম ফ্রাস্টুর সাইকেল চড়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলো।সিনেমা দেখতে যাবে বলে ফ্রাস্টু টিকিট কেটে আনলো- তবে এইটা স্বীকার কত্তেই হবে, মেয়েরা এইসময় বেশ কঠোর কঠিন- ফ্রাস্টুর মনের তোয়াক্কা করে না। ফ্রাস্টুও নিজেকে (শহীদ) কিছুই হয়নি, যেমন বন্ধু ছিলাম তেমন ই আছি বলে জাহির করার জন্যে ব্যাকুল থাকে। বন্ধুদের কাছে দুবেলা গাল খায়, বন্ধুনিরা তার ক্যালাসনেসের সমালোচনায় মুখর হলে হয় ক্যাবলার মত হাসে নয়তো দুঃখী মুখে চুপ করে থাকে।এই স্টেজে অন্য মেয়েদের মধ্যে থেকে কেউ তার বিশেষ বন্ধুও হয়ে উঠতে পারে। তখন অবশ্য অন্য সমস্যাঃ))
kumudini | ০২ মার্চ ২০১১ ১৪:৩৫ | 122.162.233.4
তিলস্যার,হ্যাঁ,আজ শিবরাত্রি। কেসি,ধন্যবাদ।আসলে আমার ছোটটা একটু ঐ প্রদীপ্ত-টাইপ,তবে বয়স অনেক কম।তাই আপনাদের উপদেশ নিয়ে রাখলাম,যদি কখনো কাজে আসে।
byaang | ০২ মার্চ ২০১১ ১৪:৩৪ | 122.172.11.241
বোঝো! হুতো আনন্দমেলা ছেড়ে সানন্দা পড়ছে!! কোন সংখ্যাটা রে? মার্চমাসের প্রথম টা?
kumu | ০২ মার্চ ২০১১ ১৪:২৯ | 122.162.233.4
হুতো,চেপে যাও ভাইটি আমার,তোমায় ভমা বা যেখানে বলবে খাওয়াব।ঐটা আমার লেখা জানলে আর কি কেউ গুরুতে আমার মুখ দেখবে?
r.h | ০২ মার্চ ২০১১ ১৪:২৪ | 203.132.214.11
এবারের সানন্দায় জয়ন্তী অধিকারী বলে জনৈকার কবিতা বেরিয়েছে। তিনি আমার চেনা কিনা তাই ভাবছি।
পুপে বোধয় ভুল বুজেছে। তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। তার জন্যে সংগ্রাম করতে হবে।
Bratin | ০২ মার্চ ২০১১ ১৪:২৩ | 122.248.183.1
কেয়ার হাতে ব্যথা তাই নাকি রুটি বেলতে চাপ। আর অত সকালে মা কে আর জ্বালাতন করি না।
Bratin | ০২ মার্চ ২০১১ ১৪:২২ | 122.248.183.1
একট বন্ধু খাওয়ালো। ভজহরি তে। ভাত,ডাল,আলুভাজা, চিংড়ির মালইকারি,পার্শের ঝাল ,আমের চাটনি, রাবড়ি। তারপরে মিষ্টি পান। এখন ঝিমাবো খানিকক্ষণ।
Bratin | ০২ মার্চ ২০১১ ১৪:১৯ | 122.248.183.1
হ্যাঁ আজকে শিবরাত্রি। কিন্তু অলরেডি ভালো বর পেলে কি আর মেয়ে রা উপোস করে?
til | ০২ মার্চ ২০১১ ১৩:৫৪ | 210.193.178.129
কুমুদবেন, আজ কি বাঙ্লা শিবরাত্রি, আমায় জিগালো এক্জন।
til | ০২ মার্চ ২০১১ ১৩:৫০ | 210.193.178.129
ব্রতীন, একটা পীনাট বাটার ও জ্যামের স্যান্ডুইচ রয়েছে, চাই?
kc | ০২ মার্চ ২০১১ ১৩:৪৯ | 194.126.37.76
কুম্পিদি, সব দাওয়াইএর সেরা দাওয়াই হল উদুম ক্যাল। প্রেম কত্তে হয় সমানে সমানে। পুপে যদি বলে সে গোরাকে ছাড়া বাঁচবেনা তাহলে প্রদীপ্ত কেন বলবেনা যে সেও পুপেকে ছাড়া বাঁচবে না? এরপরে লড়ে যেতে হবে সাটলি। তানা করে ভিখিরির মত ঘুরে বেড়ান, রাগে আমার টিভি সেটটাকেই মারতে ইচ্ছে করে।
kumu | ০২ মার্চ ২০১১ ১৩:৩১ | 122.162.233.4
ব্রতীন,টিপিন পাও নি কেন?মাসীমা,কেয়া-দুজনেই কি মন্দিরে গেছেন?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন