দিল্লি এয়ারপোর্টটা কেমন একটাআ অস্বস্তিকর রকমের ঝাঁ চকচকে। এবার দেশে গিয়ে প্রথম সিসিডি গেলুম। সেখানে ঢুকেও কেমন একটা অস্বস্তি লাগলো। ইন ফ্যাক্ট, এবারে কলকাতার বেশ কিছু জায়গাতে গিয়েই লাগলো।
Arya | ০৭ মার্চ ২০১১ ১৭:৫৩ | 125.16.82.195
রাতের দিকে প্রব্লেম হয়, অরিজিত ঠিক বলেছে, আমিও একবার ফিরছিলাম, বম্বে থেকে, ঐ সাড়ে নটা-দশ্টা হবে, প্রিপেড লাইনে পাক্কা ১ ঘন্টা দাড়াতে হয়েছিল।
d | ০৭ মার্চ ২০১১ ১৭:৫৩ | 14.96.67.134
দিল্লীর প্রিপেড স্ট্যান্ডটা এখন ঝক্কাস করেছে। জানুয়ারীতে গিয়ে আমার ব্যপ্পোক পছন্দ হল।
d | ০৭ মার্চ ২০১১ ১৭:৫১ | 14.96.67.134
হ্যাঁ আমিও দমদমে নেমে বরাবরই হলুদ ট্যাক্সি প্রিপেডে নিই। আমার সাথে কোনওকালে এইসব ঝামেলা করে নি। ট্যাক্সিওয়ালারা যত ঝামেলা করে কলকাতার রাস্তায়।
আমার হাত থেকে কাগজ কেড়ে নেবে!!! আমি ভাবতেই পারলাম না। কাড়লেই আমি সঙ্গে সঙ্গে পুলিশের ভয় দেখাব। ১০০ তে কল করব, সে কেউ তুলুক আর না তুলুক।
kc | ০৭ মার্চ ২০১১ ১৭:৪৯ | 194.126.37.76
অরিজিতেরও অ্যামেরিকানাইজেশন শুরু হল নাকি? এসেমেস না করে টেক্সট করছ কেন?
kumudini | ০৭ মার্চ ২০১১ ১৭:৪৭ | 59.178.133.232
মেরুক্যাবে মোবাইল/গাড়ী নং এসেমেস করে। আর আমি ফোং করে বলি ,আমি অবলা নারী,এগলাটি,প্রচুর মালপত্র,অ্যারাইভালের সামনে চলে আসুন। ড্রাইভার এসে দেখে বিশাল চেহারার এক মহিলা ছোট্ট একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।
kc | ০৭ মার্চ ২০১১ ১৭:৪৭ | 194.126.37.76
আমাকে কোনওদিনই এইসব প্রবলেম ফেস করতে হয়নি। অথচ আমি দেখতে বেশ নিরীহটাইপ।
Arijit | ০৭ মার্চ ২০১১ ১৭:৪৬ | 61.95.144.122
হ্যাঁ - গাড়ির নম্বর আর ড্রাইভারের নাম/মোবাইল নম্বর টেক্সট করে দেবে।
M | ০৭ মার্চ ২০১১ ১৭:৪৪ | 59.93.215.40
হ্যাঁ, হলুদ ট্যাক্সি।
আসলে ওদের নিয়ম হলো, তুমি টাকা জমা দিয়ে দিলে ওরা তোমায় কাগজ দেবে(দুটো বোধায়)তাতে একটাতে ট্যাক্সির নাম্বার লিখে দেয় বুথ থেকে।আরেকটা তুমি যেখানে যাচ্ছো সেখানে নেমে দিতে হয়, সেটা ভাঙিয়ে ওরা ভাড়ার টাকাটা কালেক্ট করে। কিন্তু কেস হচ্ছে যে ওরা হাত থেকে পারলে কেড়ে নিয়ে ঐ টাকা সঙ্গে সঙ্গে ভাঙিয়ে নেয়। তারপর মাঝরাস্তায় ঝামেলা শুরু করে দেয়।একজনকে তো শুনেছি অ্যারপোর্টের বাইরে বের করেই গাড়ী খারাপ বলে নামিয়ে দিয়েছিলো। এছাড়া মাল তুলে দেবার উৎপাত তো আছেই।
kumudini | ০৭ মার্চ ২০১১ ১৭:৪০ | 59.178.133.232
আমার যৎসামান্য এক্ষপেরিয়েন্স- দমদমে নেবে একলা প্রিপেড নিয়ে বাড়ী (পাকপাড়া/বালিগঞ্জ)গেছি অনেকবারই,কোন অসুবিধে তো হয় নি।রসিদে গাড়ীর নম্বর লেখা থাকে তো। ক্যাব বুক করতে হলে কলকাতার কাউকে দিয়ে বুক করে রাখুন,অ্যারাইভালের ঘন্টাখানেক আগে রিমাইন্ড করান।ক্যাব-ও ভাল। তবে সকলের এক্ষপেরিয়েন্স এক নাও হতে পারে।
Arya | ০৭ মার্চ ২০১১ ১৭:৩৮ | 125.16.82.195
গাড়ীর নং বা ড্রাইভারদাদার মোবা নং কিছু মেসেজ করবে নাকি? গাড়ীটা কোথায় ওয়েট করবে?
Arijit | ০৭ মার্চ ২০১১ ১৭:৩৭ | 61.95.144.122
রাত্রিবেলা ঝামেলা বেশি হয়। কিছুদিন আগে চেন্নাই থেকে ফেরার সময় দেখেছি। প্রিপেইডে লম্বা লাইন হয় - ওই সময় ছয়-সাতটা ফ্লাইট পর পর আসে। মেগাক্যাব আর কলকাতা ক্যাব দুজনেই মিনিমাম ওয়েট-টাইম বলেছিলো দেড় ঘন্টা। রাতের ফ্লাইট হলে আগে বুক করে নেওয়া ভালো।
Arya | ০৭ মার্চ ২০১১ ১৭:৩৬ | 125.16.82.195
তা ডি, প্রসেসটা কি? আমি ফোঙ করলাম, তারপর?
d | ০৭ মার্চ ২০১১ ১৭:৩২ | 14.96.67.134
ও হ্যাঁ মেগাক্যাব আমি যতবার নিয়েছি, ভাল সার্ভিসই পেয়েছি। তবে নেটে বেশ কিছু অভিযোগ দেখেছি। সেইজন্য আমি বুক করার সময় বলেই দিই নেটে তো এই এই অভিযোগ দেখলাম আপনাদের নামে .... তা ওরা হাঁ হাঁ করে উঠে বলে যে না না ভাল ড্রাইভার দেবে।
Arya | ০৭ মার্চ ২০১১ ১৭:২৯ | 125.16.82.195
বড় এম কি হলুদ ট্যাক্সির কথা বললে?
d | ০৭ মার্চ ২০১১ ১৭:২৭ | 14.96.67.134
ক্কি আশ্চর্য্য!! কাগজ নেবে কেন?? মাল নিয়ে নিতে চায় অবশ্য। না দিলেই হয়।
M | ০৭ মার্চ ২০১১ ১৭:২৫ | 59.93.215.40
তবে খবরদার কেউ প্রিপেড নেবেন্না।এবারো দেখলাম একই আছে, সেই আগেই কাগজ নিয়ে নেয় কাড়ামাড়ি করে ভাঙানোর জন্য,যেটা কিনা নেমে দেবার কথা।আর তারপর মাঝরাস্তায় নামিয়ে দেয়। এবার আমরা আবার কেড়ে নিয়েছিলাম এখন দেবো না বলে , তো সব ট্যাক্সিওয়ালারা প্রায় তেড়ে এলো, তখন রাত অনেক, শেষে আমরা আবার ফেরার তাল করছি দেখে গজগজ করতে করতে নিয়ে এলো, আর মাঝরাস্তায় ঝামেলা করেনি।কিন্তু হেবি চাপ হয়ে যায়।
আর্য্য, আইডিয়ালি ২ ঘন্টা আগে বুক করতে বলে। আমি বলি কি আগে থেকে বুক করেই রাখো।
kumudini | ০৭ মার্চ ২০১১ ১৭:১৩ | 59.178.133.232
বড়ম,ন্নাঃভাই।ঐ বালক্কেলইয়াক্ষিকরুম? তা ছাড়া আমি অন্যদের সার্ভিস দিচ্ছিলুম,আমার নিজের কিছু চাই না আর,সন্নেসটাই নেয়া হল না যখন।
Arya | ০৭ মার্চ ২০১১ ১৭:০৭ | 125.16.82.195
কোলকাতায় মেগা ক্যাবের সার্ভিস কেমন কেউ বলতে পারবে? মানে আমি যদি রাত দশটায় এয়ারপোর্টে নেবে যদি বুক করি, পাবো? নাকি আগে থেকে বুক করতে হবে? আগে থেকে হলে কতো আগে থেকে?
ডেটা লোড হতে পাঁচ ঘন্টা, ফাইল এফটিপি হতে ছয় ঘন্টা। কি আর করি - নো ওয়ান কিল্ড জেসিকা দেখছি।
kd | ০৭ মার্চ ২০১১ ১৪:৪৯ | 59.93.211.176
কুমুদিদি, ওই টইটা ক্লাটার কল্লুম না।
দেরী কোথায়? একটু তাড়াতাড়িই তো খেলুম। সাড়ে দশটায় তো প্রাতঃরাশ শেষ হ'লো। তারপর দু'মগ চা। তারপর একবাটি ফল (ইদানিং জামরুল/সবেদা)।
এবার 'গা-ও' দেখা। কিছুক্ষণের জন্যে ঘুম। ঘুম থেকে উঠে চা খেতে খেতে মর্নিং ওয়াকে যাওয়ার কথা ভাবা। ভেবেই এতো ক্লান্ত হয়ে পড়ি যে আর এনার্জি থাকে না। তা ভাবলেও কিছু তো উপকার হয়, তাই না?
তারপর সন্ধে - আমার 'দিন' শুরু।
m | ০৭ মার্চ ২০১১ ১৪:৩৩ | 117.194.32.141
কুমু, যা খুশি অফার দিলেই হবে নাকি! হরেক মাল পাঁচসিকের যুগ আর নেইঃ)
til | ০৭ মার্চ ২০১১ ১৪:২৭ | 210.193.178.129
UTI এর অফিস ক্লকাতায় ২৯ নেতাজী সুভাস রোড, Gillander House এর ঠিক উল্টোদিকে। বিনা ঘুষেই কাজ হয়, মানে আমার হলো। হটোকপি বিনা attestetion এ বিশ্বাস করে, মানে করলো। ভালই ভিড় হয়, দালাল লাগান লাইনে দাঁড়াতে হবে না। আমি নিজেই গেলাম, কাজ হলো অবশ্য।
Netai | ০৭ মার্চ ২০১১ ১৪:১৬ | 121.241.98.225
আমারো একবার পকেটমারি হয়ে গেসলো। নতুন মোবাইল। কড়কড়ে ৫০০০ টাকা দিয়া কিনসিলাম। তারপর একটা সস্তার মোবাইল কিনলাম। মোবাইলে জং পড়ে গ্যালো তবুই পকেটমারি হচ্ছেনা। কবে নতুন মোবাইল কিনি।
kumudini | ০৭ মার্চ ২০১১ ১৪:১৪ | 59.178.133.232
হুঁ,হুঁ,কেউ কইতে পারবে না কুমুদি হেল্পায় নি।প্রেমিক,টেমিক সমস্ত ডেলিভারী দিইচি/অফার করিচি।
san | ০৭ মার্চ ২০১১ ১৪:১২ | 14.99.28.250
এবারে যাই কোথাও থেকে একটু কচুরি আলুদ্দম খেয়ে আসি।
san | ০৭ মার্চ ২০১১ ১৪:১১ | 14.99.28.250
থ্যাংকিউ থ্যাংকিউ ঃ-) কিন্তু আমি থাকি কোলকাতায় । এখানে কোনো এক ব্রাঞ্চে চলে যাব ঃ-)
kumudini | ০৭ মার্চ ২০১১ ১৪:০৫ | 59.178.133.232
স্যান,ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য-UTITSLএর এক আপিস আমাদের বাড়ীর কাছেই,হেল্প লাগলে বলবেন বিনাদ্বিধায়।
dukhe | ০৭ মার্চ ২০১১ ১৩:৩৬ | 122.160.114.85
এই জন্যই পকেটমারদের প্যান কার্ডের আওতায় আনা উচিত । তাহলে তারা অন্যের প্যান কার্ডের দিকে নজর দেয় না, আর পুলিশেরও চিনতে সুবিধে হয় । এখন যা হাল - স্যানের প্যান কার্ড অমুকের কাছে - এইভাবে ম্যাপিং রাখতে হয় । সম্ভব?
pi | ০৭ মার্চ ২০১১ ১৩:১২ | 72.83.87.140
পুলিশে মোটেই সব চোর পকেটমারদের চেনে না। অন্তত আম্রিগার পুলিশরা তো না ই। চোর তো অনেক আগে চুরি করে বেরিয়ে গেছে। এখন তাদের ধরতে বেরোলে এই ল্যাগটা কীকরে ভরাট হবে সেই নিয়ে কূট প্রশ্ন তোলে। এছাড়া লং উইকেন্ডের আগের শুক্রবার চুরি হলে, আর তারপর সেই স্থলে কোন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ( এই যেমন, উইমেন্স গল্ফ চ্যাম্পিয়নশিপ ) হবার কথা থাকলে ( মানে যেখানে তাদের ডিউটি দেবার কথা) পষ্টাপষ্টি জানিয়ে দ্যায়, চোর ধরার জন্য এটা একেবারে ব্যাড সিজন। ব্যাড লাক, ম্যাম। এর ও পর তারা কেসের জন্য দু'জন টিকটিকি নিয়োগ করে থাকে। তবে তাদেরকে কোনোদিন ও কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। তাঁরা যে নিজের থেকে কন্ট্যাক্ট করেন না, সে তো বলাই বাহুল্য। এক্কেরে ফার্স্ট হ্যাণ্ড এক্ষপেরিয়েন্স ঃ(
siki | ০৭ মার্চ ২০১১ ১৩:০৭ | 123.242.248.130
এই জন্যেই কবি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের পরিবর্তন দেব।
u | ০৭ মার্চ ২০১১ ১৩:০৭ | 61.12.12.83
ইলেকশনের আগে পশ্চিমবঙ্গের সব ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুত করা হচ্ছে।
আমার আপিসের আই-কার্ড অ্যাক্সেস কার্ডটি আজ রাস্তায় হারিয়ে গেছে। কী করে খসে পড়ল, কে জানে! পাঁচশো টাকার গচ্চা।
til | ০৭ মার্চ ২০১১ ১২:৫৯ | 210.193.178.129
ঐ এলাকার পুলিশকে বললে প্যান্কার্ড ইত্যাদি খুঁজে দিতে পারে মনে হয়। পুলিশরা তো এলাকার সব পকেটমারকেই চেনে, পুরষ্কার দিলে বা ঐ ধরনের কিছু, ফের্ৎ পেতে পারেন।
u | ০৭ মার্চ ২০১১ ১২:৩৮ | 61.12.12.83
কাগজে অ্যাড দিয়ে ভালরকম কিছু টাকা পুরস্কার ঘোষণা করে দেখতে পারো।
এই হতচ্ছাড়া পকেটমার আমার পার্সের টাকাপয়সা যা নিল নিল, অ্যাট লিস্ট যদি প্যানকার্ড আর ড্রাইভিং লাইসেন্সটা স্পেয়ার করত , আমি তাকে দুহাত তুলে শতসহস্র আশীর্বাদ কত্তাম ঃ-(
u | ০৭ মার্চ ২০১১ ১২:৩১ | 61.12.12.83
যাঃ
san | ০৭ মার্চ ২০১১ ১২:২৬ | 14.99.28.250
বলতে ভুলে গিয়েছিলাম ঃ-( ফর্ম ডাউনলোড করা যাচ্ছিলনা।
u | ০৭ মার্চ ২০১১ ১২:২১ | 61.12.12.83
ডুপ্লিকেট প্যানকার্ডের সেই যে লিং দিলুম, কাজ হয়েছে?
siki | ০৭ মার্চ ২০১১ ১২:০৯ | 123.242.248.130
কেসি, আমি থাকতাম পিডাব্লুডির কোয়ার্টারে, হরিদাসনগর কোর্ট চেনেন, রঘুনাথগঞ্জে? সেই এলাকায়। কোর্টের একদম পাশেই আমাদের কোয়ার্টার ছিল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন