এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১১ মার্চ ২০১১ ০১:৪১ | 12.20.48.10
  • মিতাদি', সন্ধ্যেবেলা করবো। ওই ধরো আটটা-সাড়ে আটটার পর।
  • a x | ১১ মার্চ ২০১১ ০১:৩৮ | 99.54.168.236
  • মম-এর।
  • til | ১১ মার্চ ২০১১ ০১:৩৩ | 220.253.71.144
  • SS, পেন্টেড ভিল- পার্ল বাকের না? নাকী মমের? সেই কোন কালে পড়েছিলাম। গুগলিয়ে জানা যায়, কিন্তু থাক। দেখতে হবে তো।
    থ্যাঙ্কু।
  • pi | ১১ মার্চ ২০১১ ০১:২১ | 128.231.22.150
  • টই শুরু করে শেষ না কল্লে অমনি হয় । এবার থেকে রোজ রাতেই তাই হবে। আর এর একমাত্তর ওষুধ হল ওটা রোজ একটু একটু করে লিখে ফেলা। ফেলামাত্তর ই ঘুম বলবে নক নক। পরীক্ষা প্রার্থনীয়। ঃ)
  • Sudipta | ১১ মার্চ ২০১১ ০১:২০ | 115.187.35.153
  • ধাঁধা! কৈ?
  • Sudipta | ১১ মার্চ ২০১১ ০১:১৮ | 115.187.35.153
  • আজ ঘুম আসছে না ঃ( নাকি পাচ্ছে না কে জানে!!! শুনেচি, বয়েস হলে ওরম নাকি হয়!!! কে জানে বাপু!!
  • pi | ১১ মার্চ ২০১১ ০১:১৮ | 128.231.22.150
  • দুদির ধাঁধা ব্যাক ! ক্ষী আনন্দ !!
  • Du | ১১ মার্চ ২০১১ ০১:১৬ | 216.110.92.7
  • বাঁচার আনন্দ থাকলে তো ট্রিগার হবেইনা। সেইখানে হরির ক্যালি ঃ)
  • kc | ১১ মার্চ ২০১১ ০১:১২ | 89.203.49.18
  • দুদি, প্রোগ্রামটাতো গাড়ি থেকে নিজে নিজে ঠিক করে নেমে যাওয়ার জন্য নয়। ''আর কিছুকাল বেঁচেই থাকি, বাঁচার আনন্দে'' র জন্য। সব কিছু ঠিক করা থাকলে আর কিসের আনন্দ??
  • Du | ১১ মার্চ ২০১১ ০১:০১ | 216.110.92.7
  • গাড়ী থেকে নামাটাই তো সমস্যা। এমন একটা কম্পু প্রোগ্র্যাম বের হতে হবে যেটাতে প্যারামিটার সেট করে বাগ এর মতো শরীরে ঢোকানো যায় , তাতে ফাইনাল ট্রিগারটা হলো যার বডি তার ইচ্ছা ( নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট ) , যেটা কিনা স্রেফ হার্টটাকে থামিয়ে দেবে।

    এইটা লিখে আর পোস্ট করিনি। তারপর নতুন টইয়ের নাম দেখে ভাবছি - কাব্যিক নাম নিয়ে আরো এক যুগান্তকারী (লিটেরালি) বিজনেস আইডিয়া।
  • pi | ১১ মার্চ ২০১১ ০০:৫২ | 128.231.22.150
  • কেসিদা, থ্যাঙ্কু !
  • I | ১১ মার্চ ২০১১ ০০:৪৮ | 14.96.126.22
  • হ্যাঁ, খুবসে পাখী দেখে বেড়াচ্ছি। চাক্ষিক বেলেল্লাপনা ;-)
  • aka | ১১ মার্চ ২০১১ ০০:৪৮ | 168.26.215.13
  • সারল্য আর অনুসন্ধিৎসার কোন দামই নেই আজকের যুগে।
  • I | ১১ মার্চ ২০১১ ০০:৪৭ | 14.96.126.22
  • আকা কী বোকা ! এতক্ষণে পেরেছে সেটা বুঝতে।
  • kc | ১১ মার্চ ২০১১ ০০:৪৭ | 89.203.49.18
  • পাই মেল দ্যাখো।
  • aka | ১১ মার্চ ২০১১ ০০:৪৪ | 168.26.215.13
  • আচ্ছা এই সচলায়তনের ছবিটা কি তোলা ছবির ওপর আঁকা? ঐ মানুষের ছবিগুলো আঁকা মনে হচ্ছে।
  • pi | ১১ মার্চ ২০১১ ০০:৪০ | 128.231.22.150
  • ইন্দোদা কি এখন পাখি ছাড়া আর কিছুই দেখে না ? ঃ)
  • I | ১১ মার্চ ২০১১ ০০:৩৮ | 14.96.126.22
  • ঘুঘু'র ছবি কোথায়? সুইচিত ঘুঘু?
  • a x | ১১ মার্চ ২০১১ ০০:৩৭ | 99.54.168.236
  • SS ছবির ঐ পার্টিকুলার প্রতিমূর্তিটা এক মুক্তিযোদ্ধার ফোটো দেখে আঁকা - কমেন্ট সেকশন পড়ে জানলাম।
  • a x | ১১ মার্চ ২০১১ ০০:২০ | 99.54.168.236
  • ইন্দো, তুমি এখন একবার উঁকি মারবে, তারপর তোমার রাজ্যের বড় বড় কাজ উদ্ধার করে আবার দু ঘন্টা বাদে উঁকি মারবে, পড়াশোনা কিচ্ছু করবেনা, তাইলে বুঝবে কি করে?
    এই নাও, এবারের মত ছেড়ে দিলাম -
    http://www.sachalayatan.com/mustafiz/38006#comment-400196
  • pi | ১১ মার্চ ২০১১ ০০:১৭ | 128.231.22.150
  • কেসিদা, স্কাইপে আপনার গান শুনতে পেলে রাজি আচি ঃ)
    কারণ এমনি তো আর শোনার উপায় নাই !
    অডাসিটি নামিয়ে ন্যান না ক্যানো? রেকর্ডিং করা মুমকিন হি নহী, বহুত আসান ভি হ্যায় !
  • Arpan | ১১ মার্চ ২০১১ ০০:১৩ | 112.133.206.2
  • পাব্লিক সবসময় শেষ কথা বলে।
  • byaang | ১১ মার্চ ২০১১ ০০:০৯ | 122.172.43.90
  • ওদিকে টইয়ে পাব্লিক এসে ভীষণ বকা লাগিয়েছে সবাইকে।
  • mita | ১১ মার্চ ২০১১ ০০:০৮ | 173.73.20.133
  • সায়ন, তুই যে আর ফোং কল্লি না ? আজ করতে পার্বি ?
  • kc | ১১ মার্চ ২০১১ ০০:০৬ | 89.203.49.18
  • স্কাইপে বা অন্যকিছুতে একটা ভাচ্চুয়াল ভোকাল ভাট কল্লে কেমন হয়?
  • pi | ১১ মার্চ ২০১১ ০০:০৪ | 128.231.22.150
  • বোঝো ! কখন থেকে বলছি, কোন পোস্টের পর থেকে কোথায় কি আপডেট হচ্ছে না জানাও !
    আমি তো মশাদের ঠ্যালায় একেকবার বুড়িছোঁয়া করে এসে দেখে যাচ্ছি ঃ(
    যা গ্যালো তা গ্যালো ই ঃ(
  • byaang | ১১ মার্চ ২০১১ ০০:০১ | 122.172.43.90
  • ব্যাঙকে ক্যালাবে কেন? ব্যাঙ কী করেছে?
  • kc | ১০ মার্চ ২০১১ ২৩:৫৯ | 89.203.49.18
  • ব্যাঙকে কেউ ক্যালাবার রিস্ক নেবেনা। ওটা আমিই করব। কেউ একটা কুম্পিদিকে ক্যালাও।
  • byaang | ১০ মার্চ ২০১১ ২৩:৫৯ | 122.172.43.90
  • কেলোর শেষ তিনটে পোস্ট উড়ে গেলো যে, তার কী হবে? তিনটে পোস্ট গুছিয়ে রাখতে পারে না, আবার মশকবহিনীর থ্রেট দ্যায়!!
  • pi | ১০ মার্চ ২০১১ ২৩:৫৭ | 128.231.22.150
  • আরে আমাকে জ্যাম করা পোস্টের টাইমিং না বাতাইলে আমি ভাটের ওপর মশার বম্বার বাহিনী ছেড়ে দেবো, এই বলে রাখলুম।
  • byaang | ১০ মার্চ ২০১১ ২৩:৫৬ | 122.172.43.90
  • গাল কোথায় পেড়েছে! বরং ভালো কথাই তো বলেছে। কুমুর ঐ সার্টিফিকেটের পরে নারীবাদীদের টার্গেটলিস্ট থেকে নামটা যে কাটা গেল, তার জন্য কোথায় কুমুকে ধন্যবাদ দেবে, তা না , সুপুরি দিচ্ছে!!
  • kc | ১০ মার্চ ২০১১ ২৩:৫৩ | 89.203.49.18
  • একে টই জ্যাম করেছে, তারপর আমাকে গাল পেড়েছে। কেউ কুম্পিদিকে ক্যালাও। হ্যায় কোয়ি সুপারি লেনেওয়ালা?
  • byaang | ১০ মার্চ ২০১১ ২৩:৫২ | 122.172.43.90
  • দ্যাখো! বয়স হয়ে গ্যাছে বলে কেউ আর আমাকে সুপুরি দেওয়ার যোগ্যই মনে করে না। ঃ-(
  • Arpan | ১০ মার্চ ২০১১ ২৩:৫১ | 112.133.206.2
  • মশার বম্বার বাহিনী ছেড়ে দেবে তখন বুঝবি!
  • sayan | ১০ মার্চ ২০১১ ২৩:৪৭ | 12.20.48.10
  • অ্যাঁ!! তাহলে হ্যান্ডিক্যাপ দিয়ে দিলাম।
    ঘিপ-ঘাপ ঘুষির চাইতে কাঠি কাঠি হাতে ক্যাল খেয়ে হাতের দফারফা করতে চাই না। আমারও মন আছে ;-)
  • kumudini | ১০ মার্চ ২০১১ ২৩:৪৭ | 122.163.13.63
  • কুমুদি ক্ষি কর্লো,অ্যাঁ?
    টই আপডেট হচ্চে না তো কুমুদি কি করবে?
  • sayan | ১০ মার্চ ২০১১ ২৩:৪৫ | 12.20.48.10
  • আসন্ন ক্যালাকেলির ভয়ে সব পলাইলো। আমি মিটিন করে আসি।
  • Arpan | ১০ মার্চ ২০১১ ২৩:৪৪ | 112.133.206.2
  • ভাবছি পাইকেই সুপারিটা দেবো। ঃ)
  • sayan | ১০ মার্চ ২০১১ ২৩:৪১ | 12.20.48.10
  • আমি বাঁচাবো ক্যানো! তুমি গুরুমা। উপরন্তু অপ্পন্দা জেন্টেলম্যান। ওইজন্য নিজেও আমাকে ক্যালাতে এলো না দেখছো না? সুপুরি দেবে বলল।
  • SS | ১০ মার্চ ২০১১ ২৩:৩৯ | 131.193.195.238
  • সচলে মুস্তাফিজের ছবি।
    ছবিটার বাঁদিকে একজনের মাথায় আরেকজন মানুষ চেপে যাওয়ায় কেমন খাপছাড়া লাগছে।
  • sayan | ১০ মার্চ ২০১১ ২৩:৩৮ | 12.20.48.10
  • ঘটির্পোকে ক্যালাবে বলছে রে!

    উড়ো কল আর নতুন কী! একজনা আবার নিত্য নতুন নামে ফোং করত আর কী কপাল প্রতিবারই বাবা ফোং তুলতো। তারপরে সেগুলো আমাকে শুনিয়ে মা'কে বলা হত ইত্যাদি ইত্যাদি। হায়! শোনা হল না আর সেই ব্যক্তিনী'র দাবী! ঃ-(

    ও হ্যাঁ, গত বছর অগাস্টে একখানি পেয়েছিলাম, ফোন করে বাপ-মা তুলে গুছিয়ে গালিগালাজ করলো। মাথা বেশ ঠান্ডা ছিলো। একটু পরে বললাম - নাম্বারটা অচেনা কিন্তু গলাটা তো চিনি। লাইন কেটে গেল। রেকর্ড তো করেইছিলাম, সেটা জানানো হয়নি। থাক। পরে ই-অটোবায়োগ্রাফিতে নামিয়ে দেবো। ঃ-)
  • pi | ১০ মার্চ ২০১১ ২৩:৩৮ | 128.231.22.150
  • যাক, সায়ন্দা আমাকে ক্যালানির হাত থেকে বাঁচিয়ে দিল।
  • pi | ১০ মার্চ ২০১১ ২৩:৩৭ | 128.231.22.150
  • কুমুদির কোন পোস্টটার পর থেকে আপডেট হচ্ছে না , কারুর খেয়াল আছে ? মানে, কোন ঘটিকা কোন গতে করা পোস্ট ?
  • I | ১০ মার্চ ২০১১ ২৩:৩৫ | 14.96.126.22
  • অক্ষদা যে কখন কী বলে, বোঝা মুস্কিল। ঘুঘু দেখেছে কিনা ! ছবি আবার কোত্থেকে এলো? কোন ছবি? কার ছবি?
  • Arpan | ১০ মার্চ ২০১১ ২৩:৩৩ | 112.133.206.2
  • আমি সান্দাকে কেলাবার সুপারি দিতে ইচ্ছুক।
  • SS | ১০ মার্চ ২০১১ ২৩:৩৩ | 131.193.195.238
  • কেন, এই চক্রান্তের পিছনে কুমুর হাত আছে নাকি?
  • a x | ১০ মার্চ ২০১১ ২৩:৩০ | 99.54.168.236
  • ছবিটার পার্স্পেক্টিভটা সত্যিই অদ্ভূত, দ।
  • kc | ১০ মার্চ ২০১১ ২৩:৩০ | 89.203.49.18
  • কুমুদিনিকে কেলাও। আমি সুপুরি দিলাম।
  • SS | ১০ মার্চ ২০১১ ২৩:৩০ | 131.193.195.238
  • টইয়ের পাতা আপডেট হচ্ছেনা কিন্তু!
  • pi | ১০ মার্চ ২০১১ ২৩:২৮ | 128.231.22.150
  • আমিও সায়ন্দার পোস্টটা করতে যাচ্ছিলুম ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত