এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৯ মার্চ ২০১১ ১১:২৩ | 123.242.248.130
  • ল্যাদোশদা, লজিক্যালি ইয়েস। ইউনিক্সে ফোল্ডার হয় না। ঃ)
  • lcm | ০৯ মার্চ ২০১১ ১১:২২ | 69.236.180.9
  • সেটা হতেই পারে। এক বক্সে দুটো স্ট্রিম করতেই পারে। কিন্তু তাতেও, তারের সমস্যাটা মিটল না।

    scp মূলত ফাইল কপি। ইউনিক্সে।
  • siki | ০৯ মার্চ ২০১১ ১১:২১ | 123.242.248.130
  • কী চাপ!
  • Arijit | ০৯ মার্চ ২০১১ ১১:২১ | 61.95.144.122
  • হচ্চে তো। টার্মিনালে কিছু লিখে বসে আছি কখন সেটা ফুটে উঠবে। ফাইল এডিট করতে ঘেমেনেয়ে একশা। শেষে লোকালি করছি, ফের এসসিপি করছি...
  • Ishan | ০৯ মার্চ ২০১১ ১১:২০ | 122.248.183.1
  • ধুর। দুটো টিভিতে দুটো আলাদা চ্যানেল দেখার কথাই হচ্ছে। দিব্বি দেখা যায়। সেটাই এই রিসিভারের বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে ছেলে কার্টুন এবং আমি নিউজ দেখিতাম। বিশদ বিবরণের জন্য লিংক পশ্য।ঃ)
  • lcm | ০৯ মার্চ ২০১১ ১১:১৮ | 69.236.180.9
  • ভিপিএন-এ স্পিড কম্প্রোমাইজ্‌ড হওয়া উচিত নয়।
  • siki | ০৯ মার্চ ২০১১ ১১:১৬ | 123.242.248.130
  • এসসিপি মূলত ফোল্ডার ট্রান্সফার। ফাইল ট্রান্সফার তো হয়ই। সেটা ftp বা sftpতেও হয়।
  • Arijit | ০৯ মার্চ ২০১১ ১১:১৫ | 61.95.144.122
  • একে এখানকার ব্যান্ডউইড্‌থ, তায় ভিপিএনঃ-(
  • lcm | ০৯ মার্চ ২০১১ ১১:১৫ | 69.236.180.9
  • ওহ! ফাইল কপি। বড় ফাইল, আর কম ট্রান্সফার স্পিড হলে একটু সময় লাগবে।
  • Arijit | ০৯ মার্চ ২০১১ ১১:১৫ | 61.95.144.122
  • উইনএসসিপিই চলছে। তাছাড়া এটা আর কম্যান্ড প্রম্পটে এসসিপি-তে কি আর স্পীড পাল্টাবে...45KBps-এ চলছে তো চলছেই...
  • siki | ০৯ মার্চ ২০১১ ১১:১৩ | 123.242.248.130
  • কত কেবিপিএসের নেটোয়ার্ক? ষোল ঘণ্টা ধরে এসসিপি??

    উইনএসসিপি চালিয়ে নাও না।
  • Arijit | ০৯ মার্চ ২০১১ ১১:১২ | 61.95.144.122
  • এসসিপি
  • lcm | ০৯ মার্চ ২০১১ ১১:১২ | 69.236.180.9
  • কি চলছে এতক্ষণ ধরে?
  • Arijit | ০৯ মার্চ ২০১১ ১১:১১ | 61.95.144.122
  • মা, মা গো...ষোল ঘন্টা হয়ে গেলো, চলতেছে তো চলতেছেই - এখনো আরো চার ঘন্টা লাগবেঃ-(
  • lcm | ০৯ মার্চ ২০১১ ১১:১০ | 69.236.180.9
  • রিসিভার-এর আউটপুট-টা টিভিতে যায়। এবারে, রিসিভারে এক-এর বেশী আউটপুট থাকতেই পারে। কিন্তু লম্বা তার চাই রিসিভার থেকে আউটপুট দ্বিতীয় টিভিতে নিয়ে যাওয়ার জন্যে। সেটি যদি দোতালায় হয় তাহলে আরো আরো লম্বা তার। সেইজন্য, জেনারেলি, প্রত্যেক টিভির সঙ্গে একটা রিসিভার ব্যবহার করে লোকজন।
    আর, একটা অসুবিধে হল একটা রিসিভার হলে দুটো টিভিতে দুটো আলাদা চ্যানেল দেখা মুশকিল।
  • siki | ০৯ মার্চ ২০১১ ১০:৪৭ | 123.242.248.130
  • ক্ষী ব্রাহ্মমুহূর্তে জাগল!
  • Ishan | ০৯ মার্চ ২০১১ ১০:৩৯ | 122.248.183.1
  • এই মাত্তর ন্যাড়াদার লিংক্টা দেখলাম। ওতেও দেখা যাচ্ছে, আপনি একটা বা দুটো টিভি সাপোর্ট করার মতো রিসিভার "চুজ' করতে পারেন। একটার মাথায় দ্যাখেন দুটো রিমোট বসানো আছে। ওটা দিয়ে দুটো টিভি দেখা যায়।

    এইটা আমি কখনও ইউজ করি নাই। তাই কিছু ভুল লিখলে অভিজ্ঞ ও ওয়াকিবহাল ব্যক্তিরা একটু সংশোধন করে দেবেন। ঃ)
  • Ishan | ০৯ মার্চ ২০১১ ১০:৩৫ | 122.248.183.1
  • জেগেছি। ঃ)
  • siki | ০৯ মার্চ ২০১১ ০৯:৪৮ | 123.242.248.130
  • জাগো বাংলা !!
  • siki | ০৯ মার্চ ২০১১ ০৯:৪৮ | 123.242.248.130
  • জাগো বাঙালি !!
  • Ishan | ০৯ মার্চ ২০১১ ০৮:৫৮ | 117.194.33.2
  • রাতে ঘুমিয়ে পড়েছিলাম কমরেডস। দেখলাম বৌই টেকনোলজিকালি ফাটাইয়া দিসে। ঃ)

    হ্যাঁ, আমি এই মালটাই দেখতাম। আমার ধারণা ডিশ এটা সারা আম্রিকাতেই দেয়। আপনারা হক্কলে এটা নিলে দুটি আলাদা কানেকশন পাবেন একই পয়সায়।

    দ্বিতীয়তঃ এটা কোনো ডিল নয়। আমি যদ্দুর জানি। ওটা ডিভিআর এর স্পেক। ১০০% নিশ্চিত নই, কিন্তু যদ্দুর মনে পড়ছে ওটার জন্য আলাদা পয়সা দিতে হয়না। ছাপোষাদের ঘরেও ডিফল্ট ঐটাই আসে। মাঝে মাঝে এ নিয়ে নানাপ্রকার ডিল-টিলও দেয়। আমার সঙ্গে ব্রাউনি পয়েন্টের জন্য ভাটে তক্কো না করে একটু ডিশকে ফোন লাগান। অনেক কিছু জানতে পারবেন। আপনাদেরই উপকারে লাগবে। ঃ)

    পুঃ বাঙালরা কেমন অন্যের কথায় নাচে সেটা সর্বসমক্ষে প্রমাণ না করলেও চলবে। ঃ)
  • nyara | ০৯ মার্চ ২০১১ ০৮:১৪ | 203.110.238.16
  • অ, মাইমা ধনী ছিলেন - ওটা DVR receiver-এর ডিল। আমাদের মতন ছপোষাদের জন্যে Standard receiver-এ Buy-one-get-one নাই। http://www.dishnetwork.com/receivers/sd/default.aspx
  • A | ০৯ মার্চ ২০১১ ০৭:০৮ | 99.183.187.229
  • মামী ঃ) এরেই কয় পতিপ্রেম। ঘটি পতি তো কেয়া হুয়া উসকে লিয়ে ডিশ নেটওয়ার্ক কা ডিল ভি ঢুন্ড নিকালি ঃ)
  • u | ০৯ মার্চ ২০১১ ০৩:৩২ | 59.164.190.214
  • ৩-১ :-)
  • til | ০৯ মার্চ ২০১১ ০২:১৩ | 220.253.71.144
  • গা ও কোন চ্যানেলে হয়?
  • aka | ০৯ মার্চ ২০১১ ০১:৪৫ | 24.42.203.194
  • এর মানে হল অক্ষদা, কেসি এরা পুরো হুকড। জ্জিও স্ক্রিপরাইটারদি।
  • kc | ০৯ মার্চ ২০১১ ০০:৪৩ | 89.203.49.18
  • আমি দেখিনি। কিন্তু শিওর কালকে অফিস গিয়ে সাইটে বেড়নোর আগে থার্ড পার্টটা ঠিক দেখে ফেলব। নিজের উপরেই বিরক্ত হয়ে গেছি।
  • Abhyu | ০৯ মার্চ ২০১১ ০০:৪১ | 128.192.7.51
  • আমার গা-ও দেখার প্রথম দিন এখনো আসে নি, তাই একটুও রাগি নি।
  • a x | ০৯ মার্চ ২০১১ ০০:৩৭ | 99.188.84.89
  • আজ গা-ও দেখার শেষ দিন। আর না। মাইরি দর্শককে এরকম গাধার মত ঘুরিয়ে টেকেন ফর গ্রান্টেড করতে কস্মিনকালে কোনো সিরিয়াল/সিনেমাতে দেখি নাই! প্রচন্ড রেগে গেছি।
  • kc | ০৮ মার্চ ২০১১ ২৩:৫০ | 89.203.49.18
  • ওখানেই যেত। কিন্তু মামীর কাছ থেকে আমার কাটা কান ফেরত পাবার আশায় এখানেই পোস্টালাম।
  • Abhyu | ০৮ মার্চ ২০১১ ২৩:৪৭ | 128.192.7.51
  • কেসির পোস্টটা কি হুতোর টইতে যেত?
  • kc | ০৮ মার্চ ২০১১ ২৩:৩৮ | 89.203.49.18
  • মামী না থকলে মামুর যে কী হত!! সবাই চেট্টে ফস্‌সা করে দিচ্ছিল।
  • Abhyu | ০৮ মার্চ ২০১১ ২৩:৩৩ | 128.192.7.51
  • এই মামীর জন্যেই আর এন টি স্যার লিখেছিলেন স্বর্গ হইতে বিদায়।
  • m | ০৮ মার্চ ২০১১ ২৩:৩০ | 117.194.41.118
  • বাকিদের সুবিধের জন্য আমিই খুঁজে পেতে বার করলামঃ

    http://www.dishnetwork.com/receivers/dvr/default.aspx

    এখানে একটু দেখে নিও/নিন। ঃ)
  • m | ০৮ মার্চ ২০১১ ২৩:১৪ | 117.194.41.118
  • আসলে আমরা স্বর্গরাজ্যে থাকতাম তো। সেখানে একটির পয়সাতে দুটি কানেকশান দিতঃ)
    তবে দুটো দেয় কি দেয় না এই মর্মে ডিশনেটওয়ার্কে আরেকবার খোঁজ নিন,বলা যায় না শিকে ..ঃ))
  • byaang | ০৮ মার্চ ২০১১ ২৩:০৫ | 122.172.44.205
  • আমিও ঘাবড়ে গেছিলাম বাংলা সিরিয়ালেও মরফিং শুরু হল নাকি!
  • pinaki | ০৮ মার্চ ২০১১ ২৩:০৪ | 95.109.7.4
  • বেরেনের অসুখের পর থেকে মামুর একটু আধটু এরম ভুল হচ্চে মনে হয়। গোবিন্দপুর মিসৌরিতেও একই পয়সায় দুটো কানেকশন দিতো না।
  • byaang | ০৮ মার্চ ২০১১ ২৩:০৩ | 122.172.44.205
  • ওদিকে পাখিও গন ফট ফট।
  • m | ০৮ মার্চ ২০১১ ২৩:০২ | 117.194.41.118
  • শেষে এ কি হলো!!!দিবাস্বপ্ন!!
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ২৩:০১ | 112.133.206.2
  • বাঙাল পেয়ে মামু যা খুশি বোঝাতে গেছিল!
  • A | ০৮ মার্চ ২০১১ ২২:৫৮ | 99.183.187.229
  • একই পয়সায় ওহায়ো'র এই গ্রামেও একাধিক টিভিতে কানেকশান দেয়না মামু ঃ( ক্যালিফোর্নিয়া তো দূর কি বাত!
  • Paramita | ০৮ মার্চ ২০১১ ২২:৪৬ | 122.172.22.188
  • হুঁ ওটা ঠিক মিলছে না। আর তো কাউকে শোনানোর ছিল না, তাহলে ওটার কি জাস্টিফিকেশন?
  • Paramita | ০৮ মার্চ ২০১১ ২২:৪৪ | 122.172.22.188
  • গা-ওর সময় বেছে বেছে অটোগ্রাফের বড় করে অ্যাড দেয়।
  • byaang | ০৮ মার্চ ২০১১ ২২:৪৩ | 122.172.44.205
  • উঁহু, একটু ধোঁয়াশা যে রয়ে গেল, ঠাকুদ্দা যে যেদিন দুপুরে অনুষ্ঠান করলেন, সেদিন সকালে প্রদীপ্তকে ফোন করে ডাকলেন, এক্ষুনি চলে এসো, আর প্রদীপ্ত-ও একটু অবাক হওয়ার ভান করলো, সেই সবই ড্রামা ছিল?
  • Paramita | ০৮ মার্চ ২০১১ ২২:৪০ | 122.172.22.188
  • সব জলের মত কিলিয়ার?
  • byaang | ০৮ মার্চ ২০১১ ২২:৩৯ | 122.172.44.205
  • এবাবা ঠাকুদ্দাটা পুরো মাফিয়া ডনের মত থ্রেট দিচ্ছে!
  • aka | ০৮ মার্চ ২০১১ ২২:৩৬ | 24.42.203.194
  • ঠাকুর্দা কি প্রদীপ্তর বাবা মাকে উঠিয়ে নিয়েছিল?
  • m | ০৮ মার্চ ২০১১ ২২:৩৪ | 117.194.41.118
  • সবার শাড়িগুলো কি বাজে হয়ে যাচ্ছে!
    মিষ্টুর উপরের ঠোঁটে কি হয়েছে!!
  • Paramita | ০৮ মার্চ ২০১১ ২২:৩৪ | 122.172.22.188
  • প্রদীপ্ত আবার দেবত্বে উন্নীত।
  • Paramita | ০৮ মার্চ ২০১১ ২২:৩২ | 122.172.22.188
  • যাও সবে নিজ নিজ সিটে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত