এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ১০ মার্চ ২০১১ ১৯:০৩ | 14.99.109.220
  • এমত ভালোবাসার চাপ নেওয়া খুব কঠিন।
  • m | ১০ মার্চ ২০১১ ১৯:০০ | 117.194.32.191
  • আরে যে ফোন করেছে সে খুব বীর- আমি ফোন করার পর সে ফোনটা সুইচ অফ করে রেখেছিলোঃ)
  • byaang | ১০ মার্চ ২০১১ ১৮:৫৫ | 122.172.43.90
  • আমার কেসটা আরো খারাপ ছিল। দিনের যে কোনো সময় যখন তখন ফোন আসতো আর ধরলেই কেউ একজন ভাঙা গলায় রঘুপতি রাঘব রাজা রাম গেয়ে শোনাতো। দুটো নম্বর থেকে আসতো ফোনটা। আমিও ঐ নম্বরগুলোয় কলব্যাক করলে তখনো ঐ একই গান গেয়ে শোনাতো। তিতিবিরক্ত হয়ে গিয়ে ঐ নম্বর ছেড়ে নতুন নম্বর নিয়েছিলাম।
  • d | ১০ মার্চ ২০১১ ১৮:৫১ | 14.96.6.174
  • এই মিথু, আমার এরকম একটা কেস হয়েছিল। তবে রোজ রাতে ৩ বার করে করত। আমি নিজের নাম্বার ছাড়া অন্যান্য ল্যান্ড নাম্বার থেকে করে দেখেছি, ঐ কেবল নিশ্বাসের শব্দ। মাঝে মাঝে পুরানো আমলের ফ্যানের মত আওয়াজ, কিন্তু কেউ কথা বলেনিকো। তাপ্পরে আমি ফোন রিসিভ করে হ্যালো ত্যালো কিচ্ছু না বলে পাশে রেখে দিতাম। মাসখানেক চলার পরে নিজে নিজেই বন্ধ হয়ে গেল।
  • san | ১০ মার্চ ২০১১ ১৮:৫০ | 14.99.109.220
  • বাঃ, ইন্দ্রাণীদিও তো সেদিনই দেবারতি মিত্রের কবিতা দিলেন।

    'ভয় নেই, আশাও কি নেই?
    অসংখ্য জীবন আছে আরো
    কীটজন্ম,পশুজন্ম, গাছজন্ম,বালি ও পাথরজন্ম
    কিছুতেই আপত্তি করি না
    আমি থাকব পায়ে পায়ে

    দেখতে চাই কবার না বলো তুমি
    কতোবার না বলতে পারো।'

    .............................
  • san | ১০ মার্চ ২০১১ ১৮:৪৭ | 14.99.109.220
  • পুলিশে ডায়রি।

    অন্তত, ডায়রি করবার ভয় দেখানো। যদি ইচ্ছে করে কেউ করে থাকে।
  • m | ১০ মার্চ ২০১১ ১৮:৪৭ | 117.194.32.191
  • আজ্জো!!!!!
  • aka | ১০ মার্চ ২০১১ ১৮:৪৫ | 168.26.215.13
  • আমার মনে হয় কোন ফ্যাক্স মেশিন থেকে ফ্যাক্স করিবার প্রচেষ্টা।
  • m | ১০ মার্চ ২০১১ ১৮:৪২ | 117.194.32.191
  • কেউ একজন আমাকে প্রবল "ভালোবেসে" গতকাল ১৬ বার ফোন করেছিলো। আমি আর ফোন বিচ্ছিন্ন ছিলাম,ফলে শুনতে পাই নি- সতেরোতমবার ফোন ধরলাম(কেবল বাতাসের আওয়াজ আর শ্বাসের শব্দ ছাড়া).. তিনি কিছুই বল্লেন নাঃ(( আমি ফোন কল্লাম, ধল্লেন, কিন্তু হিরন্ময় নীরবতা..

    কে ইনি, কোনো যুগাবতার নাকি কোনো বিকৃত মস্তিষ্ক..

    যা গরম পড়েছে!!!
    বন্ধুগণ কি করা উচিতঃ))
  • Arpan | ১০ মার্চ ২০১১ ১৮:২৫ | 202.91.136.199
  • গুপিটা আমাদের সিস্টেম স্পেসিফিক।

    আমাদের ওডিসিতে ক্লায়েন্ট মোটামুটি সব সাইট ব্লক করে দিয়েছে। তা প্রায় মাস দুয়েক হল। শুধু আমাদের দোকানের সাইটগুলো ছাড়া। সেইগুলো আবার CISCO'র কীসব সিকিওরড কানেকশন দিয়ে ঢুকতে হয়। তো রিসেন্টলি একটা এক্ষটার্নাল ট্রেনিং-এর সাইট অ্যাক্ষেস করার গল্প ছিল, সেটাও ওই সিকিওরড কানেকশন দিয়ে খুলতে হল, লক্ষ করে দেখলাম যে সাইটটা খুলল সেইটার ইউআরএল আমাদের দোকানের ডোমেন নেমের প্রেফিক্ষ দিয়ে শুরু হচ্ছে।

    ব্যস, আর কী, বুদ্ধির বাল্ব জ্বলল। আমাদের দোকানের ইমেলে (owa) ড্রাফট ফোল্ডারে একটা মেলে গুরুর ইউআরএল লিখে সেভ করে রাখলাম। তারপরে ওইখানে ক্লিকালেই ফটাস করে গুরু (এবং অন্যান্য সব সাইট) খুলে যাচ্ছে।
  • d | ১০ মার্চ ২০১১ ১৭:৫২ | 14.99.111.246
  • দেবারতি মিত্র আবার কোথায় দিয়েছিস? আমি সেটা দেখিনি কেন? স্যান দিয়েছিল তো। সেই কবিতাটাও আবার আমি একটা সদ্য কেনা বইয়ে পড়েছি (মণীদ্র গুপ্ত'র)

    আর এই যে ডিদিদাদা। আপনে একে তো কোন্নগরে কখনও যান নি। তায় আবার সিকিম বা হিমাচলেও যাবেন না, বরং অন্য জায়গায় যাবেন। নাঃ আপনাকে আমি কিছুতেই ক্ষমা করব না। ক্ষমা তো করবই না, সেটা আবার আবাপতে দিয়েও যাব। হুঁঃ!
  • kc | ১০ মার্চ ২০১১ ১৭:৪৮ | 194.126.37.76
  • কি করে গুপিটা কল্লে? আমাদের এখানে মাঝে মাঝে ব্লক করে দ্যায়। তখন ঐ নম্বরওয়ালা অ্যাড্রেসটা থেকে খুলতে পারি।
  • Bratin | ১০ মার্চ ২০১১ ১৭:১৩ | 122.248.183.1
  • যাতা তো!! কবি কি এমনি কেঁদেছেন??
  • Arpan | ১০ মার্চ ২০১১ ১৭:১২ | 202.91.136.199
  • যাতা! অফিস থেকে গুপি করে গুরু খুলে ফেলেছি!!

    হুঁহু ঁ, বাওয়া, তুমি যাও ডালে ডালে ...D
  • Arpan | ১০ মার্চ ২০১১ ১৭:১১ | 202.91.136.199
  • টেস্ট
  • til | ১০ মার্চ ২০১১ ১৭:০৫ | 220.253.71.144
  • কিছুক্ষণ আগে কেলো স্যারের কথা মনে পড়ছিল। ডিমের্জ্ঝোল আর রুটি। সিরাজ ক্যাবারনে দিয়ে সাফ করতে করতে। ফ্রিজ খালি, অতএব!
    কেলোস্যার অপরাধ নেবেন না, আপনি কি ডিমের ( কচ্ছপের) সন্ধানে জম্বুদ্বীপ গিয়েছিলেন?
  • dd | ১০ মার্চ ২০১১ ১৭:০০ | 124.247.203.12
  • সিংগল ডি'র ক্ষি অধঃপতন। সে ই নাক্ষি গু চ'র রেসিডেন্ট গোইন্দা ?

    আমি তো ত থ দ ধ এমন ক্ষি মুদ্ধন্নো ন ও হয়ে গ্যালাম। এই বিষাদে এখন দোকান গুটাই।
  • i | ১০ মার্চ ২০১১ ১৬:৫৫ | 124.171.32.211
  • দ আমাকে চিনতে পারল না দেখে থ হয়ে এখেনে পোস্টিয়ে গেলাম। এত চিহ্ন ছিল গত দুদিন-দেবারতি মিত্র থেকে মহায় বলা তক।
    গভীর দুঃখ নিয়ে ঘুমোলাম।
  • bb | ১০ মার্চ ২০১১ ১৫:০৪ | 115.113.115.130
  • @ শমীক আপনার দোকানের reference কি কোরে পাওয়া যাবে? আমার এক আত্মীয় বিটেক চাকরী খুঁজছে। সাহায্যের জন্য অগ্রিম ধন্যবাদ।
  • Lama | ১০ মার্চ ২০১১ ১৪:৪১ | 203.132.214.11
  • হাইকুবানা
  • u | ১০ মার্চ ২০১১ ১৩:১৭ | 61.12.12.83
  • এবং ওর্কুটে লেখাটা পোস্ট করতে গিয়ে কনফার্মেশন ওয়ার্ড এল blanc!! মাক্কালি!
  • u | ১০ মার্চ ২০১১ ১৩:১৪ | 61.12.12.83
  • ব্যাপক লেখাটা! ঃ-D
  • tatin | ১০ মার্চ ২০১১ ১০:৪৯ | 122.252.251.244
  • aka,
    মহায়নও মুখস্ত থাকেনা?
  • Bratin | ১০ মার্চ ২০১১ ১০:৩৮ | 122.248.183.1
  • আমাদের প্রথমে বিলের কিছু ডিটেলস যেমন ডেট, অ্যামাউন্ট ইত্যাদি একটা সিস্টেম এ ভরতে হয়। তারপরে সেটার একটা প্রিন্ট আউট নিয়ে বিল গুলো তার সাথে স্টেপল করে নির্দিষ্ট বাক্সে ফেলে দিলেই হল।
  • Arijit | ১০ মার্চ ২০১১ ১০:২৭ | 61.95.144.122
  • আমাদেরও পিরেস্কিপ দিতে হয় না। একটা এক্ষেল শীটে সব বিলগুলোর এϾট্র ভরে (নাম, দোকানের নাম, সম্পক্কো, দাম) সাথে বিলগুলো স্টেপ্‌ল করে দিয়ে দিলেই হয়।
  • Bratin | ১০ মার্চ ২০১১ ১০:১৬ | 122.248.183.1
  • ঠিক । 'আমার তুমি' র গান। পোসেনজিত আর ফারহা বোধহয়।
  • Arpan | ১০ মার্চ ২০১১ ১০:০৫ | 112.133.206.18
  • @ব্রতীনঃ আমাদের বলে RMG - রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ
  • Arpan | ১০ মার্চ ২০১১ ১০:০৩ | 122.252.231.10
  • যাঃ। তাহলে পামিদি তোমাদের দোকানের টুলের দোষ। আমাকেও আজ সব্বিলপত্র নিয়ে বসতে হবে।
  • kelo | ১০ মার্চ ২০১১ ০৯:৪৩ | 117.254.241.200
  • গুরুচন্ডা৯ তে আমার জীবনের প্রথম টইটা খুলে ফেল্লাম...

    হিঁঃ
  • k | ১০ মার্চ ২০১১ ০৯:২৪ | 122.162.135.176
  • জল
    লাফ
    শব্দ।
  • Abhyu | ১০ মার্চ ২০১১ ০৯:২১ | 128.192.7.51
  • অত মনে রাখার দরকারই বা কী? কালজয়ী কবিতারা ছোটোই হয় - এই যেমন - জল পড়ে পাতা নড়ে।
  • aka | ১০ মার্চ ২০১১ ০৯:০৩ | 24.42.203.194
  • ঐ প্রিয় কবিতার টইটা পড়ি আর হীনমন্যতায় ভুগি। আজ অবধি একটা কবিতাও দুই লাইনের বেশি মনে রাখতে পারি নি। ছোটবেলায় বাংলা পরীক্ষায় আট লাইন মুখস্ত লিখতে দিত, অবধারিত ভাবে ভুল থাকত। মানে চেষ্টার অবধি থাকত না, মা মনে হয় পাখি পড়ার মতন করে মুখস্ত করানোর চেষ্টা করত। এটা যে কেন কে জানে? অথচ কত হাবিজাবি ঘটনা মনে আছে।
  • sayan | ১০ মার্চ ২০১১ ০৮:৩৫ | 98.225.200.39
  • ব্রতীন্দা, সাংঘাতিক স্মৃতিশক্তি তো! আচ্ছা ওই গানটা জানো "শেষ ট্রামে দু'জনাতে দ্যাখা হয়ে গেলো'? আরেকটা ছিল - "বলছি তোমার কানে কানে, আমার তুউমিই' ঃ-))

    এমেটিসি নিয়ে একদম ঠিক! আরেমজি বলে আরেকটি ব্যাপার আছে - রিসোর্স ম্যানেজমেন্ট গ্রুপ। - ঐঃ -

    বেশ কিছুকাল আগেও এমেটিসির একজন চাঁই নিয়মিত গুরু পড়তেন। ইদানিং বোধয় পিছিয়ে পড়েছেন। ঃ-)
  • Bratin | ১০ মার্চ ২০১১ ০৮:২১ | 117.194.96.212
  • সায়ন একটু ভুল লিখেছে আসালে এই রকমঃ

    'উড়ুউড়ু মন আর দুরুদুরু বুক
    লজ্জায় দুজনার গাল টুকটুক'
  • Bratin | ১০ মার্চ ২০১১ ০৮:১৫ | 117.194.96.212
  • এছাড়া বড় বড় কোম্পানী আরেক দল লোক থাকে। TCS এ বলতো MATC :- Man power allocation task committeeIBM এ বলে RDM: Resourse deployment manager এদের কাছে দুটো এক্সেল থাকে ঃ- একটাতে কোন কোন রিসোর্স এখন অ্যাভেলেবল এবং তাদের স্কিল সেট কী কী। অন্যটাতে এখন বিভিন্ন প্রজেক্ট এ কী কী রিকোয়ারমেন্ট। এরা মিক্স ম্যাচ করে।
  • sayan | ১০ মার্চ ২০১১ ০১:১২ | 12.20.48.10
  • ওগুলোর জন্য ফেসিলিটি ম্যাঞ্জার বা অ্যাডমিন হেড রয়েছে। ঃ-)
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:৫৬ | 122.167.175.228
  • ফেসিলিটি বা ওয়ার্কপ্লেস রিসোর্স কখনও এইচারের অন্তর্ভুক্ত হিসেবে দেখি নি। কোন দেশেই। ওটা আলাদা ডিপার্টমেন্ট।
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:৫৩ | 122.167.175.228
  • দেশে এইচার বেশ পাওয়ারফুল। এখানে ভল্যুমে খেলা হয়। সারা বছরে হাজারে লোক ঢুকছে। তাদের লজিকটিক্স সামলানো, স্ট্যান্ডার্ডিজড ভাবে পে স্কেলকে চালানো - সম্পূর্ণ ডিফারেন্ট বলগেম। আম্রিকার এইচারের তেমন ভূমিকা থাকে না। চাট্টি লোক সারা বছরে নেয় কি নেয় না, একটি নতুন লোকের রেক খুললে হৈ হৈ পড়ে যায়। এইচারের কাজই নেই তেমন। তারপর ভালো ভালো টুল আছে। অটোমেশান খুবই এফেকটিভ। এখানে টুলগুলোর ওপরে একটা ম্যানুয়াল আস্তরণ দিয়ে বসে আছে এইচার। কত্ত কাজ তাদের।
  • Binary | ১০ মার্চ ২০১১ ০০:৪৯ | 198.169.6.50
  • আরে এইচারের কাজ কেন ফালতু হবে ?

    ১) নতুন সিভি ঝাড়াই-বাচাই করা
    ২) ফেসিলিটি (যেমন বাথ্রুম, সিকিউরিটি, ক্যান্টিন ইত্যাদি) -এর দেখভাল করা

    এসব কি কাজ নয় ?
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:৪৭ | 122.167.175.228
  • দেশে ফিনান্স আর এইচার টাইটলি কাপলড। ক্লেম টেম সব ফাইনাল অ্যাপ্রুভালের জন্য যাবে ফিনান্সে কিন্তু বেনিফিটস ও ক্লেমের যাবতীয় জনসংযোগকারী ব্যাপারের জন্য যিনি আছেন, তিনি এইচারের লোক। তিনি উত্তর দিতে অপারগ হলে ফিনান্সের কাছে যাবে(উত্তর নাও পেতে পারে)। এছাড়া অডিট ফিনান্সে, কিন্তু তার আগের সবকিছু এইচারের।
  • Binary | ১০ মার্চ ২০১১ ০০:৪৬ | 198.169.6.50
  • ফাইনান্স না থাকাটা কাজের নয়, লোকজনকে মাইনে না হয় নাই দিলো, কিন্ত, টাকা যাওয়ার আসার হিসাব রাখবে কে ?
  • aka | ১০ মার্চ ২০১১ ০০:৪৪ | 168.26.215.13
  • যেকোন দিশি আইটি কোম্পানির এইচার হল ফালতু। মানে লোকগুলোর কোন দোষ নেই পলিসিগুলো ফালতু।
  • san | ১০ মার্চ ২০১১ ০০:৪২ | 14.99.231.200
  • হেইচারেরা আছে। তাদের দেখা যায়, শোনা যায় । মেইলের রিপ্লাই দেয় না অবিশ্যি। তবু আছে।
  • san | ১০ মার্চ ২০১১ ০০:৪১ | 14.99.231.200
  • ফাইনান্স ডিপে কারা থাকে, কে জানে। তাদের মেইল করে পাওয়া যায়না, ফোং করলে ধরেনা , জিন্দেগিতে কেউ তাদের চোখেও দ্যাখেনি । আদপেও সেখানে কেউ আছে কিনা কেজানে। হয়তো সব কোং এ একখান করে ফাইনান্স ডিপ থাকা ভদ্রতা বলে, এখানেও শুধু একখান নাম দিয়ে রেখেছে। মানুষ কেহ নাই।
  • Binary | ১০ মার্চ ২০১১ ০০:৪১ | 198.169.6.50
  • হেইচার হল হেইচার, ফাইনান্স হতে যাবে কোন দুঃখে ?
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:৩৯ | 202.3.120.9
  • হ্যাঁ, ফিনান্স। ঐ হলো।
  • sayan | ১০ মার্চ ২০১১ ০০:৩৮ | 12.20.48.10
  • হেইচার মানে কি ফাইন্যান্স?
  • san | ১০ মার্চ ২০১১ ০০:৩৬ | 14.99.231.200
  • না আমাদেরো মেডিকাল বিলের সঙ্গে সঙ্গে প্রেসক্রিপশন চায়, তবে ওরিজিনাল না দিয়ে ফটোকপি দিলেও চলে। বিলগুলো ওরিজিনাল লাগে।

    কিন্তু হেইচার ছাড়া অ্যাপ্রুভ করবে কেডা?
  • Paramita | ১০ মার্চ ২০১১ ০০:৩৫ | 202.3.120.9
  • কিন্তু অনেকে ভারি প্রশংসা করছিল। ৫০০ টাকার নীচে প্রেসক্রিপশন লাগে না বলে। অন্য জায়গায় নাকি দু টাকার জন্যও প্রেসক্রিপশন চাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত