আমি চশমার বিল খুঁজে পাচ্ছি না। কাল সবমিট করার লাস্ট ডে। ঃ(
kumudini | ১০ মার্চ ২০১১ ২৩:১৫ | 122.163.13.63
পাঁচমিশেলি টইতে কেউ লেখে না কেন?
SS | ১০ মার্চ ২০১১ ২৩:১০ | 131.193.195.238
221B Baker Street লিখে সার্চ করলে কিছু পাচ্ছিনা কেন? একটা ভিডিও গেম রয়েছে দেখছি।
aka | ১০ মার্চ ২০১১ ২৩:০৭ | 168.26.215.13
অক্ষদার ১০ঃ০২ এর পোস্ট দেখতে গিয়ে পিছোলাম বুঝতে না পেরে আবার আশেপাশের পোস্ট পড়লাম। উফ, এই শোষণের মাঝে এত পরিশ্রম পোষায়!
a x | ১০ মার্চ ২০১১ ২৩:০৬ | 99.54.168.236
বেশি সেরিব্রাল করতে গেলে মেডুলা অবলাঙ্গাটা হয়ে যাবে!
I | ১০ মার্চ ২০১১ ২৩:০৫ | 14.96.126.22
হুঁ। একটু-আধটু সেরিব্রাল পেলে মন্দ হয় না, চাদ্দিকে যা ব্রেইনস্টেমের ঘনঘটা !
nyara | ১০ মার্চ ২০১১ ২৩:০১ | 122.167.175.228
দেখ লো। শুনা হ্যায় কি আচ্ছা হুয়া - সেরিব্রাল।
I | ১০ মার্চ ২০১১ ২২:৫৮ | 14.96.126.22
নেহি দাদা !
byaang | ১০ মার্চ ২০১১ ২২:৫১ | 122.172.43.90
গোরা বোধহয় সুইসাইড করলো।
byaang | ১০ মার্চ ২০১১ ২২:৪৯ | 122.172.43.90
মিঠু, দেখলে নোটখানা?
d | ১০ মার্চ ২০১১ ২২:৪৩ | 14.96.60.73
আর হ্যাঁ অতুলও মেয়েদের নাম হয়। এক্ষুণি মনে পড়ল, আজকেই মিজ অতুল বৈশ্যর সাথে কথা বলেছি।
byaang | ১০ মার্চ ২০১১ ২২:৪২ | 122.172.43.90
আজ বুবাইদা বেশ মোলায়েম করে প্রদীপ্তকে বকে দিয়েছে।
Arpan | ১০ মার্চ ২০১১ ২২:৪১ | 112.133.206.2
@ অক্ষদা, ১০ঃ০২
ঃ))))
m | ১০ মার্চ ২০১১ ২২:৪০ | 117.194.32.191
আমার বোন মিতুল,দেবর মিতুলঃ)
d | ১০ মার্চ ২০১১ ২২:৩৭ | 14.96.60.73
কিন্তু মিতুল তো ছেলেদেরও নাম হয়। এই যে অজ্জিতের ডাকনাম মিতুল। তার বেলা?
nyara | ১০ মার্চ ২০১১ ২২:৩৫ | 122.167.175.228
ইন্দোডাক্তার 221B Baker Street দেখলে? আর কেউ?
SS | ১০ মার্চ ২০১১ ২২:৩২ | 131.193.195.238
বুন্তুলি কদাপি নয়! gun এর ওপারে'র কথা মনে পড়িয়ে দেয়।
byaang | ১০ মার্চ ২০১১ ২২:২৯ | 122.172.43.90
তুলতুল, তুলতুলি, বুন্তুলি
SS | ১০ মার্চ ২০১১ ২২:২৮ | 131.193.195.238
এই বাপ মা'দের বাপ মা ছিলনা? বেচারারা নিজেদের নাম খুইয়ে এখন থেকে অতুল-মিতুল হয়ে গেল।
m | ১০ মার্চ ২০১১ ২২:২৬ | 117.194.32.191
ভালো করে খুঁটিয়ে দেখোঃ)
a x | ১০ মার্চ ২০১১ ২২:২২ | 99.54.168.236
নেহি! সেটাও ঘাঁটা হয়ে গেছে, ইহাদের ছেলে ও মেয়ের মধ্যে বাইরে থেকে কোনো তফাৎ নেই।
SS, সবই কি আমাদের দায়িত্ব নাকি, বাপ-মা আছে কি করতে!
SS | ১০ মার্চ ২০১১ ২২:২১ | 131.193.195.238
এই সিনেমাটা দেখলাম গতকাল, The Painted Veil.
কেউ দেখেছো?
SS | ১০ মার্চ ২০১১ ২২:১৯ | 131.193.195.238
অতুল-মিতুলের ছানার নাম কী রাখা হবে?
m | ১০ মার্চ ২০১১ ২২:১৭ | 117.194.32.191
অতুল সাইজে বড়।দেখতে বেশি চকচকে। মিতুলের মুন্ডুটা ছোট।
a x | ১০ মার্চ ২০১১ ২২:১৫ | 99.54.168.236
ইন্ডো আউর ডম, ঘুঘু নিয়ে আমি অল্পবিস্তর যা জানলাম। ইহাদের ডিমে তা দিয়ে ডিম ফুটতে ফুটতে দিন ১৫-১৮ লাগে। এবং ডিমে কন্সট্যান্ট তা দিতে লাগে - অন্য পাখিদের মত না। কাজেই এরকম মনে হয়, যে না খেয়ে না দেয়ে পাখি বসে আছে ডিমের ওপর।
কিন্তু তোমার অলক্ষ্যে ঘটে সুইচারু। অর্থাৎ দিনে একজন আর রাতে আরেকজন সুইচ করে বিটুইন বাবা-মা। আমরা সুইচটা দেখতে পাইনা বলে ভাবি একজনই বসে আছে।
এবার আমরা তো ওটাকে মা পাখি ভেবে মিতুল নাম দিয়েছিলাম। এখন দেখছি একজন বাবা, তাই তার নাম দেওয়া হল অতুল। কিন্তু কোনজন যে মিতুল আর কোনজন অতুল তা নিয়ে বিস্তর ধন্ধে আছি।
দময়ন্তী,মনে নেই আবার! একদিন সারা এজে ঘুরে এসেছিঃ((
a x | ১০ মার্চ ২০১১ ২২:১১ | 99.54.168.236
তোমরা সব কত বিখ্যাত মানুষদের সাথে ওঠা-বসা কর ঃ-(
san | ১০ মার্চ ২০১১ ২২:০৪ | 14.96.190.160
অন্যের কষ্টে বিচলিত হয়ে পড়া খুবই ভালো জিনিস , তবে কষ্টটা যদি আসলে এক্সিস্ট না করে, তা হলে ততটা ভালো বোধ হয় না ঃ-)
d | ১০ মার্চ ২০১১ ২২:০৩ | 14.96.60.73
ওরেব্বাবা!! কিসব ব্যপার রে! আম্মো অক্ষর মত 'দুষ্টু লোক' মনে হলেই জীবন থেকে ক্যাঁচ ক্যাঁচ ক্যাঁৎ ক্যাঁৎ করে দিই। ব্যাস নিশ্চিন্দি।
ও মিঠু, সেই যে সেই aj নাকি ah ব্লকে একজন দোকান খুলেছেন, তার আতাপাতা এনে দেবে বললে।
a x | ১০ মার্চ ২০১১ ২২:০২ | 99.54.168.236
ম, কার কথা কইছে? আজিজুল হক?
a x | ১০ মার্চ ২০১১ ২২:০১ | 99.54.168.236
শশধর কে CBI খুঁজছিল জ্ঞানেশ্বরী তদন্তে। তার এনকাউন্টার কিলিংটা বেশ টেক্সট-বুক মাফিক।
m | ১০ মার্চ ২০১১ ২১:৫৬ | 117.194.32.191
এহে অক্ষ, তুমি কিসুই জানো না। এক 'ভদ্রলোক" আছেন, যিনি টিয়া পাখি নিয়ে রাস্তায় বসলে জীবনে উন্নতি করতেন। তা না করে উনি নিজেকে ভগবান ভাবেন। কম বয়েসি ছেলেমেয়ে দেখলেই তাদের জীবনে কষ্ট, অপ্রাপ্তি খুঁজে পেয়ে খুব বিচলিত হয়ে পড়েন। সে পড়েন ভালো ই। তারপর তাদের মুখ দেখেই দুঃখ কষ্ট বিচার করেন। কোন দম্পতি কত অসুখী, কার যৌনজীবন কেমন -এইসবে ওর ভারী আগ্রহ। ইনি আবার পুঁথি পড়া বিদ্বান।সমস্ত উঠতি প্রতিভাবানদের উনি ই হাতে ধরে বড় করেছেন বলে দাবী করেনঃ)
Ishan | ১০ মার্চ ২০১১ ২১:৫৪ | 117.194.32.191
সংঘর্ষের সময় সঙ্গে ছিলেন সুচিত্রা মাহাতো। (তার বোধহয় কিছু হয়নি, মানে টিভিতে কিছু লেখেনি)।
byaang | ১০ মার্চ ২০১১ ২১:৫০ | 122.172.43.90
আমার কেমন মনে হচ্ছে এগুলো আমাকে বলা হচ্ছে। এবারে সবাই মিলে ""ঠাকুরঘরে কে'' বলে চেঁচাও।
M | ১০ মার্চ ২০১১ ২১:৪৭ | 59.93.217.204
হ্যাঁ এইতো সেদিন, তিনি ডঃজিভাগো দেখছিলেন,আমি ই বললাম, দ্যাখ, দেখে নে, ভালো সিন্মা, তো ছেলে স্কুল থেকে ফিরে বসে পড়লো, তার তো চলোছবি দেখলেই হলো,তখন শেষটা চলছে, আমি বললুম, মেয়েটা চলে যাবে, তো তখন একটা ক্যামন সিন দেখাচ্ছিলো,ছেলে লজ্জা পেয়ে কোথায় চলে যাচ্ছে? করতে লাগলো, ছেলের বাপ বলে কিনা থামতো, এত চেঁচাসনা, দ্যাখ, জদিও এটা না দেখলেও পারিস, আর আমি বললাম দেখলেও ঝামেলা নেই, কেবল নিজে অস্বস্তি পেয়ে আমাদের অস্বস্তি বাড়াসনে, শুনে ছেলে পাছু উপুর করে, মাথা বিছানায় লুকিয়ে, এরা ক্যামন বাবা মা বলে বেগনে হয়ে গেলো।
তা বছর খানেক আগেই তিনি ট্রু লাভ কিস শুনে ক্যামন নজ্জা পেতেন, আবার এনচ্যান্টেড টা বেশ দেখতেন ও।
পাই, কিছুতে খুব দুঃখু পেয়েছো, যাস্ট ফুঁ দিয়ে সেটাকে উড়িয়ে দাও।তুমি যে ক্যারেক্টারের কথা বলছো, তারা সংখ্যায় এত বেশী যে চাইলেও তাদের এড়ানো কঠিন।বিশেষ করে তোমরা যারা অনেক মানুষকে জড়িয়ে থাকতে ভালোবাসো।
এবার ঘুনু কর্তে চললাম।শুঃরাঃ
san | ১০ মার্চ ২০১১ ২১:৪৬ | 14.96.190.160
সে তো ঠিকই ঈশান। যেমন x এর জীবনের নানা দিক নিয়ে y কেচ্ছামূলক গবেষণা করে রাখলে আসলে y , x এর বায়োগ্রাফারের খাটুনি ও খচ্চা কমিয়ে রাখে ঃ-)
a x | ১০ মার্চ ২০১১ ২১:৪৪ | 99.54.168.236
আচ্ছা এরও একটা ইউনিক সল্যুশন দিচ্ছি একদম বিনে পয়সায়। আমার ধারণা যে বাজে কথা বলছে, সে "ভদ্রতা" জনিত বা কোনো ধান্ধা জনিত কারণে সামনে বলছেনা। এইজন্যে প্রথম থেকেই লোকের সাথে অভদ্র আচরণ করতে হয়। করলে তারও আর ভদ্রতা করার অবলিগেশন থাকেনা, আর অভদ্র লোকের কাছে সাধারণত ধান্দার জন্য কে আর ঘোরে! কাজেই বেসিকালি তুমি লোকটিকে সাহায্য করবে। সেও সামনেই খিস্তি করবে ও চিরকৃতজ্ঞ থাকবে।
Ishan | ১০ মার্চ ২০১১ ২১:৪১ | 117.194.32.191
ধুর কি সব চলছে। সব কিছুরই ভালো দিক আছে। যেমন আমার এসেমেস অন্যরা ফরোয়াট কল্লে আমার এসেমেসের খচ্চা কমে। ঃ)
Ishan | ১০ মার্চ ২০১১ ২১:৪০ | 117.194.32.191
ব্রেকিং নিউজঃ শশধর মাহাতো এনকাউন্টারে নিহত।
byaang | ১০ মার্চ ২০১১ ২১:৩৯ | 122.172.43.90
শুনেছি, আমার মা বাবা প্রেম করার সময়ে, বাবা মাকে বলেছিল পলাতক দেখাতে নিয়ে যাবে। ছোট্টো শহরের ছোট্ট হল। অত পোস্টারের বাহুল্যও ছিল না সেই হলে। ঢুকেছে দুজনে, পর্দায় ট্রেলর চলছে তো চলছেই, গুলিগোলা আর থামে না। মা ভাবছে এই শেষ হবে ট্রেলর, শেষে হাফটাইম হয়ে গেল। তখন আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানা গেল, সেইদিনই পলাতক চলে গিয়ে ডাকু মঙ্গল সিং এসেছে সেই হলে।
pi | ১০ মার্চ ২০১১ ২১:৩৮ | 72.83.89.55
থার্ড পার্টি রা তো খুব সাংঘাতিক, সন্দেহ নাই ঃ)। ইন ফ্যাক্ট , তারাও তো এক অর্থে তাই। তারা দুজনের কাছেই সামনে এক, পিছনে আরেক ঃ)
san | ১০ মার্চ ২০১১ ২১:৩৭ | 14.96.190.160
মানে যে উৎসাহ করে জানাচ্ছে, 'জানো অমুক তোমার নামে এইঐসেই বলে বেড়ায়' তাকে নিজের জীবন থেকে কাটাতে বলছ? হায় অত সহজ না জীবন।
pi | ১০ মার্চ ২০১১ ২১:৩৬ | 72.83.89.55
অনেক মানুষ বসত তো করে। করতেই পারে। কিন্তু সেটা অন্যের ক্ষতি করলে তাকে বোধ্হয় ডিসর্ডারের জোনে ফেলে দেওয়া যেতে পারে। সমস্যা সেই কেসগুলো নিয়ে।
তবে,এটা অমার একটা অনেকদিনের কনফ্যুশন। এই যে অনেকরকম পারসোনালিটি, যার একটা হয়তো অন্যটার পুরো ১৮০ , সেটা তো দুভাবে হতে পারে। এক , সচেতন হয়ে ই দুরকম হল। হয়তো কারো সম্বন্ধে সে সত্যি খুব খারাপ ধারণা পোষণ করে বা ওন ব্যাপার নিয়ে ক্ষার আছে, কিন্তু মুখে তার ঠিক বিপরীত আচরণ করলো। আবার এটাও হতে পারে, দুটো আচরণ ই দুটো আলাদা সময়ে তার মধ্যে স্বাভাবিক ভাবেই আসছে। সচেতন ভাবে আরোপ করছে , এমন না। ভালো লাগা, খারাপ লাগা দুটো ই সেই সময়গুলোর জন্য আলাদা করে সত্যি। split পার্সোনলিটি কি পরেরটাকে বলবো ? মানে, সেটা অসুস্থতা ? আর প্রথমটাকে জাস্ট বদামো ?
a x | ১০ মার্চ ২০১১ ২১:৩৫ | 99.54.168.236
ব্যাং ঃ-))
এরকম একবার আমারও হয়েছিল। বাবা কিংকংএর টিকিট কিনেছে ভেবে আমাকে আর মা-কে নিয়ে সিনিমা দেখতে গেছিল। তারপর বোধহয় পরের দুদিন কেউ আর কারো দিকে তাকায়নি। কি সিনেমা ছিল নাম ভুলে গেছি, নইলে খুঁজে নিয়ে আবার দেখতাম, খুব শিক্ষামূলক জিনিসপত্র ছিল!
a x | ১০ মার্চ ২০১১ ২১:৩২ | 99.54.168.236
একটা কথা বলি? এই যে পেছনে অন্যকিছু, এটা যে জানাচ্ছে (কোনো এক থার্ড পার্টিকে তো জানাতে হচ্ছে, যেহেতু পেছনে হয়েছে), তাকে সবচেয়ে আগে জীবন থেকে কাটানো দরকার।
byaang | ১০ মার্চ ২০১১ ২১:৩১ | 122.172.43.90
একটা সিনেমা ছিল, তাতে সিল্ক স্মিতার ১২টা রোল ছিল। আমার এক দিদি উচ্চমাধ্যমিকের গেজেট বেরোনোর আগে টেনশন সহ্য করতে না পেরে অত খেয়াল না করেই নিজের পিসিকে নিয়ে হলে ঢুকে পড়েছিল, তারপরে আর পালানোর পথ পায় না।
pi | ১০ মার্চ ২০১১ ২১:২৯ | 72.83.89.55
আরে সামনে এক, পিছনে আরেক .. এটা তো শুধু রিয়েল বা শুধু ভার্চুয়ালেও হতে পারে। রিয়েলি এক , ভার্চুয়ালি আরেক সেটা আরেক সমস্যার সেট।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন