এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০১:২৮ | 122.167.170.26
  • ঘুঘু নির্জন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে। আর নির্জন ভিটে মানে সে ভিটের সবাই ওলাউঠো হয়ে মরেছে, তাই ফাঁকা মাঠ(ভিটে) পেয়ে ঘুঘু খানিক চরে নিতে এসেছে।
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০১:২৫ | 122.167.170.26
  • হ্যাঁ, ওটা আমি দেখেছি। কিন্তু ছাঁকনি দিয়ে অত কষ্ট করে আঙটিটা তুললো কেন সেটা মাথায় ঢোকে নি। পুপে কি ভয় খাচ্ছিলো যে বাই চান্স পাপাঙ্গুল ঐ আঙটিটা গিলে দেবে আর হাতে আঙটি না থাকলে, পরে গোরা পুপেকে চিনতে অস্বীকার করবে? তবে ছাঁকনিটা খুব নোংরা ছিল।
  • a x | ০৮ মার্চ ২০১১ ০১:২২ | 99.188.84.89
  • কিন্তু ভিটেয় ঘুঘু চড়লে কি হয়? কিম্বা ঘুঘু দেখছি অথচ ফাঁদ দেখতে পাচ্ছিনা, এরকম সিচুয়েশন তৈরি হলে? শাস্ত্রে কি বলে
  • pinaki | ০৮ মার্চ ২০১১ ০১:২২ | 95.109.7.4
  • কিন্তু কেসির বেসিক ঘাঁটা। গোরুর দুটো গাল। একটা নয়।

    আর গা-ও প্রসঙ্গে বলি। গা-ও বিরোধি কমরেডরা আর যাই করুন, সমালোচনা করার আগে '"পুপে ও পাপাঙ্গুল'" পর্বটা অন্ততঃ একবারটি দেখুন। তারপর গোপনে বা প্রকাশ্যে দু-ফোঁটা চোখের জল যদি না ফেলেচেন, তাইলে আমার নামে কুত্তা পুষবেন।
  • san | ০৮ মার্চ ২০১১ ০১:১৯ | 14.96.186.80
  • না না ইচ্ছে করে করিনি। মানে এ নিয়েও রুল থাকতে পারে মাথায় আসে নি ঃ-)
  • a x | ০৮ মার্চ ২০১১ ০১:১৯ | 99.188.84.89
  • এইযো ইন্দোআলি, ফেসবুকে একজোড়া পায়রানাঘুঘুর ছবির তুললাম। আইডেন্টিফাই করে দাও।
  • a x | ০৮ মার্চ ২০১১ ০১:১৮ | 99.188.84.89
  • ঠিক জানি স্যান শাস্তরবহির্ভূত কাজ করেছে!
  • san | ০৮ মার্চ ২০১১ ০১:১৭ | 14.96.186.80
  • আংটি পরার জন্য শাস্তরে রুল ? ঃ-০
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০১:১৭ | 122.167.170.26
  • পুপে তো বাঁ হাতেই পরেছিল। তবে প্রদীপ্তর দেওয়া আংটিটা বড্ড জগঝম্পমার্কা ছিল।
    আকা, চিন্তা করিস নি, গাড়ি আবার লাইনে তুলে দিয়েছি।
  • kc | ০৮ মার্চ ২০১১ ০১:১৭ | 89.203.49.18
  • বাঁ হাতে।
  • a x | ০৮ মার্চ ২০১১ ০১:১৬ | 99.188.84.89
  • ইউনিভার্সাল না থাকলেও শাস্তরে নিশ্চয়ই রুল আছে।
  • san | ০৮ মার্চ ২০১১ ০১:১৪ | 14.96.186.80
  • মানে ? এর কোনো ইউনিভার্সাল রুল আছে নাকি? (ভেবে দেখলাম আমি ডানহাতে পরেছিলাম ) ।
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০১:১৩ | 122.167.170.26
  • কুমু আবার কোন উইকেটের কথা বলে গেল! ঃ-O
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০১:১২ | 122.167.170.26
  • আরিব্বাস! কিছুক্ষণের জন্য একটু কাজাতে গেছিলাম। এদিকে তো জল অনেকদূর গড়িয়েছে!
    তবে কেসির ১২ঃ৩৪য়ের পোস্ট পড়ে প্রবল আমোদিত হইলাম।
  • a x | ০৮ মার্চ ২০১১ ০১:১১ | 99.188.84.89
  • ইয়ে গা-ও নিয়ে কোনো কথা না শুধু অভিজ্ঞজনেরা বলবেন, মেয়েরা বিয়ের আংটি কোন হাতে পরে? বাঁ না ডান?
  • aka | ০৮ মার্চ ২০১১ ০১:০৫ | 24.42.203.194
  • ওরে পাগল স্প্যাম আর গরুর রচনার পার্থক্য জানে না। এরা নাকি স্প্যাম করবে, বিপ্লব করবে ছোঃ।
  • I | ০৮ মার্চ ২০১১ ০১:০৫ | 14.96.18.84
  • কিন্তু বর্ডার পেরিয়ে কিরকম গরু পাচার হয়েছে দেখলেন !
  • I | ০৮ মার্চ ২০১১ ০১:০৩ | 14.96.18.84
  • দিয়েছি দিয়েছি, গাও ডিরেইল করে দিয়েছি !
  • a x | ০৮ মার্চ ২০১১ ০১:০২ | 99.188.84.89
  • হুঁ।
  • I | ০৮ মার্চ ২০১১ ০০:৫৫ | 14.96.18.84
  • ভালো জাজমেন্ট।
  • aka | ০৮ মার্চ ২০১১ ০০:৫৪ | 24.42.203.194
  • দেখি কেমন মুরোদ!
  • san | ০৮ মার্চ ২০১১ ০০:৫৪ | 14.96.186.80
  • বিদ্রোহ বিপ্লব আন্দোলন সবই অসম অবস্থাতেই শুরু হয় আজ্জোদা , অত তুচ্ছতাচ্ছিল্য কোরোনি ঃ-)
  • kc | ০৮ মার্চ ২০১১ ০০:৫৪ | 89.203.49.18
  • গরু একটি গোয়ালপালিত পশু। তবে গোয়াল না থাকলে বাইরে খুঁটিতেও বেঁধে রাখা যেতে পারে। এ ক্ষেত্রে চুরি হওয়া কিংবা দড়ি ছিঁড়ে চম্পট দেওয়াসংক্রান্ত যাবতীয় দায়দায়িত্ব আপনার। গরুর পা আছে ঠিক, কিন্তু তাদের সম্প্রদায়ে জুতা পরার সিস্টেম চালু না থাকায় এ পর্যন্ত কোনো গরুকেই কখনো জুতা পরতে দেখা যায় না। এরা জুতা পরলে অবশ্য জুতার ক্ষেত্রে ‘জোড়া’ শব্দটি চালু না হয়ে ‘হালি’ শব্দটি চালু হতে পারত। গরুর দুটি শিং রয়েছে। এই শিং নামক দুটি অস্ত্র রাখার দায়ে কোনো গরুকে এ পর্যন্ত জেলহাজত কিংবা অন্য কোনো শাস্তির মুখোমুখি হতে শোনা যায়নি। গরুর বিশাল একটি মাথা রয়েছে। মাথার ওপর হালকা চুল থাকলেও বড় কোনো চুল নেই, কারণ গরুরা ইচ্ছে করেই চুল বড় করে না। আর বড় করে না এই জন্য, যেহেতু বাজারে এখনো তাদের চুলের যত্নে কোনো শ্যাম্পু কেনাবেচা হচ্ছে না। গরুর মেগা সাইজের একটা ভুঁড়ি আছে। এই ভুঁড়ি কমাতে তারা কোনো যানবাহনে না চড়ে হেঁটে যাতায়াত করে। গরু তাদের মাথায় লম্বা চুল না রাখলেও লেজের মাথায় লম্বা কতগুলো চুল রাখে, যাতে মশা-মাছি গায়ে বসামাত্র কষিয়ে বাড়ি মারতে পারে। মেয়ে গরুকে গরু সম্প্রদায়ের পরিভাষায় বলা হয় গাই। তাদের নামে বাংলাদেশের একটা জেলারও নামকরণ করা হয়েছে। গাইবান্ধা। টিসু কিংবা রুমাল না থাকায় গরুরা মন খুলে কাঁদতে পারে না। গরু সাংঘাতিক উপকারী প্রাণী। গরু আমাদের চারপাশের ঘাস, লতাপাতা খেতে গিয়ে শাকসবজিও খেয়ে ফেলে। ফলে আমাদের বাড়িতে কেউ শাক রান্না করতে চাইলেও করতে পারেন না। এতে বিরাট বাঁচা বেঁচে যাই আমরা। শাক খেতে যা বিশ্রী লাগে! এমনিতে খালাতো বোনের সঙ্গে দেখা করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও কোরবানির ঈদে গরুর মাংস দিয়ে আসার ছুতোয় আমরা সহজেই দেখাটা করে ফেলতে পারি।

    তবে গরুর কিছু অপকারী দিকও আছে। গরু নামে পৃথিবীতে একটা প্রাণী আছে বলেই শিক্ষকেরা আমাদের গরু বলে সম্বোধন করেন। যা অতিশয় মর্মবেদনাদায়ক। গরু খানিকটা বেয়াদব কিসিমের প্রাণী। কারণ সে কোনো রকম আদব-কায়দার ধার না ধেরে মাঝেমধ্যে এমন জোরে লাথি মারে যে নিজেকে তখন মনে হয় ফুটবলজাতীয় একটা কিছু। বিষয়টা একটু লজ্জাকর বৈকি। পরিশেষে বলা যায়, গরুর ছোটখাটো অপরাধ থাকলেও প্রাণী হিসেবে গরু কিন্তু ভালৈ। যে কারণে শুধু কোরবানির বাজারে নয়, কবিদের কবিতার বাজারেও গরুর ভালো একটা ডিমান্ড আছে। তাই তো জনৈক অখ্যাত কবি তার এক জবরদস্ত কবিতায় এভাবে রশি ধরে টেনে এনেছেন গরুকে—‘তুমি সাগর, আমি মরু/ছিলাম ছাগল, হলাম গরু।’

    গরু একটি উপকারি প্রানী। গরুর ৪ টি পা থাকায় কোনো হাত নাই। গরুর ২ টি চোখ, ১ টি নাক, ২ টি কান, কিছু দাত, ১টি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে।

    গরুর মাথা থেকে সব গরুর গোস্ত। পাছার গোস্ত একটু দামি, রানের মাংস বেশি দামি ও বুকের মাংস কম দামি হয়।

    গরু সাধারণত ৩ প্রকার। বিরিশ গরু বেশি গরম হয় বলে নাকে নাফা লাগাতে হয়। বলদ গরু শান্ত হয় আর গাই গরু শুধু গরুর বাইচ্চা জনম দেয়। গাই গরু সাধারণত মেয়ে গরু হয়।

    গরুর গোর এবং পেশাব জমিকে উর্বর করে। গরু লোকসংখ্যা কমাতেও সাহাইজ?য় করে। কারণ গরুর গোস্ত খেয়ে হার্ট এটক, এসটোরোক ও এলার্জ?ই হয়ে মানুষ মারা যায়।

    গরুর রিন আমরা কখনও শোধ করতে পারব না। আল্লাহ সব গরুকে বেহেশত নসিব করুক।
  • kc | ০৮ মার্চ ২০১১ ০০:৫৩ | 89.203.49.18
  • গাও নিয়ে দশটা বেশী পোস্ট হলেই স্প্যামিং পোস্ট হবে। একটা স্যাম্পল পোস্ট করব এবার।
  • I | ০৮ মার্চ ২০১১ ০০:৫৩ | 14.96.18.84
  • কমরেড আকা, আপনার জন্য বোকা বুড়ার গান ও প্রবল বুইং।
  • kc | ০৮ মার্চ ২০১১ ০০:৫১ | 89.203.49.18
  • অক্ষদা দেখেছি। খুব ডিস্টার্বিং। রিসেন্টলি আমার বাড়িতেই আমরা এরকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। তাই আরও বেশী করে ডিস্টার্বড।
  • aka | ০৮ মার্চ ২০১১ ০০:৫০ | 24.42.203.194
  • কমরেড ভুলে যাবেন না এই অসম যুদ্ধে মামু আমাদের সাথে। ভুল ভাববেন না, যুদ্ধটা অসম আপনাদের জন্য। গাও বিরোধী কোন পোস্ট পড়লেই সেটাকে উড়োয়ে দেওয়া হবে।
  • kc | ০৮ মার্চ ২০১১ ০০:৪৯ | 89.203.49.18
  • test
    গরু তাদের মাথায় লম্বা চুল না রাখলেও লেজের মাথায় লম্বা কতগুলো চুল রাখে, যাতে মশা-মাছি গায়ে বসামাত্র কষিয়ে বাড়ি মারতে পারে।
  • SS | ০৮ মার্চ ২০১১ ০০:৪৭ | 131.193.195.238
  • হুঁ, ঠিক কথা।
    তাহলে ঋতু কে ফেরত আনতে হয়। উনি যখন ছিলেন তখন নাকি টিআরপি এমন চড়চড়িয়ে ওঠেনি।
  • san | ০৮ মার্চ ২০১১ ০০:৪৬ | 14.96.186.80
  • বুন্তুলি তো বিদেশের জন্য। দিশি জনতাকে আটকাবে কিকরে?
  • SS | ০৮ মার্চ ২০১১ ০০:৪৫ | 131.193.195.238
  • এখন অবশ্য ক্রিসিগে ও আপলোডাচ্ছেন। ইনি অতটা অভিমানী কিনা জানা নেই।
  • SS | ০৮ মার্চ ২০১১ ০০:৪৩ | 131.193.195.238
  • কিচ্ছু ক্যাম্পেন করতে হবে না। শুধু বুন্তুলির চ্যানেলে গিয়ে একটা মুর্দাবাদ মার্কা কমেন্ট করে আসুন, ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে আপলোড করা বন্ধ করে দেবেন।
  • kumu | ০৮ মার্চ ২০১১ ০০:৪৩ | 122.162.247.4
  • ব্যাঙ,সেই উইকেটের বাকীটা ফেলোনি যেন।
  • san | ০৮ মার্চ ২০১১ ০০:৪৩ | 14.96.186.80
  • গুচতে গা-ও নিয়ে একটি পোস্ট হলেই স্প্যামে স্প্যামে ছয়লাপ, এরম একটা কোড ও অটোমেট করা হোক।
  • I | ০৮ মার্চ ২০১১ ০০:৪১ | 14.96.18.84
  • ভয়ংকর একখানা ক্যাম্পেন শুরু করতে হবে। বেশ একটা ক্যানিবালিস্টিক ফারভর থাকবে তাতে। মাঝে মধ্যে মুখে হাত বাজিয়ে বুবুবুবুবুবুবু আওয়াজ তুলতে হবে। গা-ও মুর্দাবাদ !!!!
  • I | ০৮ মার্চ ২০১১ ০০:৩৭ | 14.96.18.84
  • ডাউন উইদ বুন্তুলি
    বুন্তুলি-র মুণ্ডু চাই
  • I | ০৮ মার্চ ২০১১ ০০:৩৫ | 14.96.18.84
  • দলবদলের পালায় মোড় ঘোরানো কেসিকে সাদর আমন্ত্রণ ঃ-)
  • kc | ০৮ মার্চ ২০১১ ০০:৩৪ | 89.203.49.18
  • আরে সিরিয়ালটা একেবারে বিচ্ছিরি। আমি দেখত্রে চাইনা। কিন্তু বাড়িতে চললে তো কানে যাবেই। আর আমাদের বাড়িতো আর ওই সোনার তরীর মতন অত বড় নয়। তারপর যখন ঐ সিরিয়ালটা চলে তখন যেহেতু তাতে আমার কোনও ইন্টারেষ্ট নাই তাই আমাকে মাঝে মাঝে দোকান যেতে বলা হয় কিন্তু গোপন সুত্রে প্রকাশ যে আমি নাকি যাইনা। যেদিন সত্যি সত্যি দেখা হয়না সেদিনের হিস্ট্রি খুলেও নাকি ইউটিউবের লিং চেক করা হয়েছে।

    সিরিয়ালটা গেলা যাচ্ছেনা একদম, ছাড়াও যাচ্ছেনা। বড় দুঃখে আছি।
  • I | ০৮ মার্চ ২০১১ ০০:৩৩ | 14.96.18.84
  • আমরা যারা গা-ও না দেখা পাব্লিক, যারা গা-ও নিয়ে বকমবকম শুনে শুনে বোর হতে হতে বুনো শুওর হয়ে গেছি, সেইসব বঞ্ছিত নিপীড়িত সর্বহারা বুশুদের হারাবার জন্য কিছুই নেই, গুচ ছাড়া।
    বহুদ্দিন সহ্য করেছি, আর্নয়! দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি #?%0*###:-o/&$:-x
  • kumu | ০৮ মার্চ ২০১১ ০০:৩৩ | 122.162.247.4
  • আর কেসি,খবর্দার গাও বিরোধীদের সাইডে চলে যাবেন্না।
  • kumu | ০৮ মার্চ ২০১১ ০০:২৯ | 122.162.247.4
  • সব কথায় কাঠবেড়ালীদের এনে ফেলা ঘোরতর অন্যায়।রেগে স্যানকে ব্যাড ও অন্যদের গুডনাইট জানিয়ে গেলুম।
  • san | ০৮ মার্চ ২০১১ ০০:২৬ | 14.96.186.80
  • @ কুমুদি ঃ-)
  • san | ০৮ মার্চ ২০১১ ০০:২৫ | 14.96.186.80
  • যেমন কাঠবিড়ালির কাবাব ঃ-)
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০০:২৩ | 122.167.170.26
  • খিক খিক
  • aka | ০৮ মার্চ ২০১১ ০০:২২ | 24.42.203.194
  • কেসি অনেকটা আমার বউয়ের মতন। দেখে কিন্তু স্বীকার করে না। বড় হয়ে আঁতেল হবার ইচ্ছে।
  • kumudini | ০৮ মার্চ ২০১১ ০০:২২ | 122.162.247.4
  • সেকি, কেসি আপনি-ই না গাও দেখার জন্যি কত খচ্চা করে কী একটা লাগালেন!
    যতটা সম্ভব সব জিনিসের স্বাদ নিতে হয়,সবকিছু দেখে রাখতে হয়,সব মজা চেখে নিতে হয় তা সে খুব অল্প হলেও।
  • aka | ০৮ মার্চ ২০১১ ০০:২২ | 24.42.203.194
  • আমরা যাই করি তাই প্যাশনেটলি করি মার্ক্সিজম থেকে বটতলা পানু সবই। মধ্যে বাঙাল ঘটিও আছে।
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০০:২০ | 122.167.170.26
  • কেসি কিছু পাল্টি খেতে পারে! এই দুদিন আগেই প্রদীপ্তকে কানের গোড়ায় একটি টেনে দেওয়া উচিৎ বলে চেঁচাচ্ছিলো, আর আজ নাকি কেসি গাও দেখা বন্ধ করে দিয়েছে!
  • aka | ০৮ মার্চ ২০১১ ০০:১৯ | 24.42.203.194
  • আরে ঐ হল মাধব আর শেখর যাই হোক না কেন সে মানে ঐ বুড়োটা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত