এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৮ মার্চ ২০১১ ১০:৫৩ | 194.126.37.76
  • শুধু ঝগড়া? দা দিয়ে থুপিয়ে থুপিয়ে কাটবে বলে হুমকিও দ্যায়। বাপ্রে।
  • a x | ০৮ মার্চ ২০১১ ১০:৪৮ | 99.188.84.89
  • মিঠু ঝগড়া করে নাকি?!
  • Arya | ০৮ মার্চ ২০১১ ১০:৪৫ | 125.16.82.195
  • সব ঝগড়া করতে লেগেছে।
  • byaang | ০৮ মার্চ ২০১১ ১০:৪৪ | 122.172.44.205
  • আমি কি পারো নাকি, যে আমার আদা থাকবে?
  • sayan | ০৮ মার্চ ২০১১ ১০:৪৩ | 98.225.200.39
  • জাহাজ না ডুবোজাহাজ?
    আচ্ছা, "বুমিকা' = ?
  • Arya | ০৮ মার্চ ২০১১ ১০:৪৩ | 125.16.82.195
  • না, না একটু এক্ষপার্ট ওপিনিয়ান নিতাম।
  • Lama | ০৮ মার্চ ২০১১ ১০:৪৩ | 203.132.214.11
  • তুই আদার ব্যাপারী, তোর জাহাজের খোঁজে কি দরকার?
  • byaang | ০৮ মার্চ ২০১১ ১০:৪১ | 122.172.44.205
  • জাহাজের ব্যবসা শুরু করলে নাকি?
  • kc | ০৮ মার্চ ২০১১ ১০:৪১ | 194.126.37.76
  • রিমি মোটেই ঝগরুটে নয়। রিমির বরটাই রিমিরে ক্ষেপিয়ে দ্যায়।
  • Arya | ০৮ মার্চ ২০১১ ১০:৪০ | 125.16.82.195
  • এখানে কেউ শিপ-ডিজাইন সংক্রান্ত ব্যক্তি/ ন্যাভাল আর্কিটেক্ট আছেন?
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১০:৩৪ | 122.248.183.1
  • ভালো ঝগড়া করতে পারে না বলে কুমু দি বাদ নাকি??
  • a x | ০৮ মার্চ ২০১১ ১০:২৫ | 99.188.84.89
  • কেসি রিমিকে ভুইলে গেল!
  • sayan | ০৮ মার্চ ২০১১ ১০:২৪ | 98.225.200.39
  • তাই হবে, একেবারে ভুলে গেছি। ওই গল্প পড়ে বেশ কিছুকাল ওরকম একটা মহাজাগতিক অমলেটের স্বপ্ন দেখতাম। নিজের তখন রান্নাঘরে বিস্কুটের টিন ছাড়া অন্য কিছুতে অ্যাকসেস নেই সুতরাং মনের সেই বাসনার কথা মায়ের কাছে ব্যক্ত করেছিলাম। কাজ হয় নি। সুতো দিয়ে আধখানা করা ডিমের যুগে মধ্যবিত্ত কে-ই বা ডিম নিয়ে আদিখ্যেতা করতে পারে!
  • kc | ০৮ মার্চ ২০১১ ১০:২২ | 194.126.37.76
  • ব্রতীন,
    টাফ ফাইট বিটুইন, দমদি, অক্ষদা, স্যান, মামী, ব্যাঙ।
  • a x | ০৮ মার্চ ২০১১ ১০:১৯ | 99.188.84.89
  • ফ্রুট স্যালাড জনিত দুঃস্বপ্ন, মতান্তরে বায়ুর প্রকোপ।
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১০:১৯ | 122.248.183.1
  • আমদের গুরু র নারী বাহিনীর নেতৃত্ব কার হাতে দেওয়া যায়। যে গুন গুলো না থাকলে নয়

    ১। সাহসী
    ২।ভালো ঝগড়া করতে জানতে হবে পুরুষ সমাজের মুখে ঝামা ঘষে দিতে হবে কারণে/ অকারণে।
    ৩। কোন ল মানবে না ( তাই তো ওরা ললনা - কবি বলেছেন)

    আর বেশী কিছু বললে আমাকে নারী - বিদ্বেষী বলবে!!
  • Bratin | ০৮ মার্চ ২০১১ ১০:১৪ | 122.248.183.1
  • কাল রাত্রে আমি অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। আমি বাজারে গেছি ফ্রুট স্যালাড কিনতে। ( কেন ভগবান জানেন!!)। তা নিয়ম অনুযায়ী ৬/৭ রকম ফল দিতে হয়। কিছু না পেয়ে শেষে ওরা একটা গোটা বেগুন দিয়েছে ঃ-(((

    যে তথ্য গুলো কাজে লাগতে পারেঃ

    ১। আমি এখন শরীর সচেতন হয়ে রোজ ফ্রুট স্যালাড খাচ্ছি

    ২। আমি বেগুন খাই না
  • a x | ০৮ মার্চ ২০১১ ১০:১৪ | 99.188.84.89
  • আইটি-গাইজদের জন্য ডিমওয়ালারা নাম বদলায়নি ঃ-( ওটাকে মাদ্রাজী হাঁসের ডিম বলেই বিক্কিরি করে এখনও।
  • siki | ০৮ মার্চ ২০১১ ১০:১৩ | 123.242.248.130
  • কালো ঘোড়ার টনসিল কি ঠ্যাঙে থাকে?
  • nyara | ০৮ মার্চ ২০১১ ১০:১৩ | 203.110.238.16
  • এসব বুকিদের চক্রান্ত - আমার কালো ঘোড়ার একটা ঠ্যাং কেটে নেওয়া।
  • Arijit | ০৮ মার্চ ২০১১ ১০:১০ | 61.95.144.122
  • হুঁ - ওই বড়মামা/ছোটমামা-র গল্প। তারপর আমি কতবার অমলেটে বেকিং পাউডার দিয়ে চেষ্টা করেছি - ছোটবেলায়।

    পরে অবিশ্যি এম্নিই অল্প বেকিং পাউন্ডার দিতুম - ডেল্টা ক্রিস্পি হত।
  • siki | ০৮ মার্চ ২০১১ ১০:১০ | 123.242.248.130
  • তিনশো চৌষট্টিটি হাঁড়ি দিবসের শেষে আজ একদিনের জন্য নারী the boss। সমস্ত নারীকে সংগ্রামী অভিনন্দন।
  • sayan | ০৮ মার্চ ২০১১ ১০:০৯ | 98.225.200.39
  • ব্যাঙদি, হতেই পারে না। পাড়ার মোড়ে মোড়ে হপকম। নেহাত না পেলে ডেয়ারি সার্কেলে চলে যাও, পেয়ে যাবে। অবশ্য ওখান থেকে স্পার'ও কাছে।
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ১০:০৩ | 122.252.231.10
  • মাইরি, অক্ষদা কী পুরনো জেনারেশনের লোক। সাউথ মানেই মাদ্রাজী!
  • byaang | ০৮ মার্চ ২০১১ ১০:০৩ | 122.172.44.205
  • আমি কখনো হপকমে যাই নি, নেইও এদিকে কোনো হপকম।
  • sayan | ০৮ মার্চ ২০১১ ১০:০১ | 98.225.200.39
  • আমেলা'য় কোনও একটা গল্পে পড়েছিলাম ডিমের অমলেটে বেকিং সোডা দিয়েছিল আর সেই অমলেট বাড়ির ছাদ ফুঁড়ে বেরিয়ে যায়!

    লুরুতে আর যাই হোক, দেশি মুরগীর ডিম বলে যেই পরমাণুর মত ব্যাপারগুলো বিক্রি করে সেগুলো পায়রাড্ডিম না-হয়ে যায় না। এমনই একটা ডিমকে তুলোয় মুড়ে, টেবল ল্যাম্পের নীচে রেখেও ফোটানো যায়নি। কেউ একজন সেটা তা-দেবারও পরামর্শও দিয়েছিল!
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ১০:০১ | 122.252.231.10
  • কুমুদি, গা-ও নিয়ে একটু হুজুগ কমলে তখনই না হয় ভাটে আসব আবার।

    বাই দ্য ওয়ে, সানন্দাটা নিউজস্ট্যান্ডে পেয়ে গেলাম। ঃ)
  • Abhyu | ০৮ মার্চ ২০১১ ১০:০০ | 97.81.82.11
  • একা স্যানের ভরসায় অনেক কিছু করা যায় কুমুদি। যারা জানে তারা মানে (মানুষ থেকে ফ্রিজ পজ্জন্ত)
  • a x | ০৮ মার্চ ২০১১ ০৯:৫৮ | 99.188.84.89
  • মাদ্রাজী হাঁসের ডিম খেয়েছি, তাতে সেরকম গন্ধ লাগেনি তো কিছু।
  • kumu | ০৮ মার্চ ২০১১ ০৯:৫৬ | 122.162.247.4
  • অর্পণ,ইন্দো তো নমাসে ছমাসে ভাটে আসে,কেসি ফের দলবদল কল্ল,বাকী আছে স্যান।ওর ভরোসায় তুমি কুমুদিদি,ব্যাঙকে ছেড়ে যাচ্চ?
  • Arijit | ০৮ মার্চ ২০১১ ০৯:৫৩ | 61.95.144.122
  • হাঁসের ডিমে কেমং একটা গন্ধ লাগতো ছোটবেলায়।
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ০৯:৪১ | 112.133.206.18
  • হপকমে রাখে? আমাদের বাড়ির কাছে বোধহয় তাও নাই!
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ০৯:৩৭ | 122.252.231.10
  • ন্যাড়াদার কালো ঘোড়ার টনসিল বাদ গেছে। চেল্লাবে আর ক্যামন করে?
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০৯:৩২ | 122.172.44.205
  • হুঁ, তোর বাড়ি থেকে বড্ড দূর। আমার অবিশ্যি যাওয়া-আসার রাস্তাতেই পড়ে কিনা।
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ০৯:২৯ | 112.133.206.18
  • স্পার গিয়ে রাজহাঁসের ডিম আনা পোষাবে না।
  • d | ০৮ মার্চ ২০১১ ০৯:২৮ | 14.96.15.177
  • গা-ও বিতাড়নযজ্ঞে আমিও স্বেচ্ছাশ্রম দেব। দরকার হলে এক পিস কোবোল প্রোগ্রাম পোস্ট করে দেব।
    ওফ!
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০৯:২৫ | 122.172.44.205
  • পাতিহাঁসের ডিম আর রাজহাঁসের ডিম দুইই লুরুতে পাওয়া যায়। আমরা আনি স্পার থেকে।
  • Arpan | ০৮ মার্চ ২০১১ ০৯:২৪ | 122.252.231.10
  • মাইরি, আর পারা যাচ্ছে না। ইন্ডো ও স্যানের দলে আমিও আছি।

    ডিমের মত ডিম হল গিয়ে হাঁসের* ডিম। কলকাতা গেলে বৈশাখী বাজার থেকে বাবা নিয়ে আসে। একবার রাজহাঁসের ডিমের অমলেট খেয়েছিলাম। চাজ্জনে ভাগ করে। পুরো এক কড়াই জুড়ে অমলেট্টা নেমেছিল।

    * ঘটির্পো আকা চন্দ্রবিন্দু দেয় নাই, অক্ষদা যেন নোট করে
  • byaang | ০৮ মার্চ ২০১১ ০৯:১৯ | 122.172.44.205
  • অভ্যু, মেল চেকাস।
  • Abhyu | ০৮ মার্চ ২০১১ ০৯:০৩ | 97.81.82.11
  • কাঁটা হেরি ক্ষান্ত কেন সি-হর্স ভাজিতে?
  • a x | ০৮ মার্চ ২০১১ ০৮:২৭ | 99.188.84.89
  • সি-হর্সে মনে হয় খুব কাঁটা হবে।
  • A | ০৮ মার্চ ২০১১ ০৮:২০ | 99.183.187.229
  • কল্যানী'র সে¾ট্রাল পার্কে পূর্ণ'র এখন মোবাইল স্টলের বদলে পাকা দোকান- যদ্দূর মনে পড়ছে ফ্রিজ সহ!
  • Nina | ০৮ মার্চ ২০১১ ০৮:০৭ | 68.84.239.41
  • উফ! অনেকদিন এত হাসিনি----ম্যানেদের ডিম পাড়া --হা হা হা হা হোহোহোহো ---আবার ম্যানেরা বসে তাল কচ্চে কি দিয়ে ভেজে কি করে খাবে---আর পারিনা কালিদা হি হি হিহিহি--জাকগে হুতো আপাতত ছটা ডোনাট আর লাজানিয়া দিয়ে ডিনার সারবে--কিচ্ছুর ডিমই জোটেনি বেচারিরঃ-))
  • Abhyu | ০৮ মার্চ ২০১১ ০৬:০০ | 128.192.7.51
  • আমার টোবাস্কো সসে মাখিয়ে সীহর্স ভাজা খাওয়ার খুব শখ। আঃকঃবাঃ
  • aka | ০৮ মার্চ ২০১১ ০৫:৫৮ | 24.42.203.194
  • সি হর্স পারলে স্পাইডারম্যান পারবে না? একি অনাসৃষ্টি কথাবার্তা।
  • aka | ০৮ মার্চ ২০১১ ০৫:৫৭ | 24.42.203.194
  • The male seahorse is equipped with a brood pouch on the ventral, or front-facing, side. When mating, the female seahorse deposits up to 1,500 eggs in the male's pouch. The male carries the eggs for anywhere from 9 to 45 days until they emerge, expelling fully-developed, miniature seahorses in the water. Once the seahorse babies are released into the water, the male's role is done and he offers no further care.
  • Abhyu | ০৮ মার্চ ২০১১ ০৫:৫৩ | 128.192.7.51
  • ধূর ম্যানে আবার ডিম পাড়ে নাকি?
  • Abhyu | ০৮ মার্চ ২০১১ ০৫:৫৩ | 128.192.7.51
  • আর পানীয় তো আমিও যা খাব, আমার বাবা ও আজ্জোর ছেলেও তাই খাবে, সুতরাং আজ্জোও তাই খাবে।
  • lcm | ০৮ মার্চ ২০১১ ০৫:৫২ | 128.48.44.141
  • ওহ! ঐ সাহেবী ডেভিল আমিও খেয়েছি। ভেতরের মালটাকে একটু লাল করে ভাজা পেয়াঁজ দিয়ে মাখলে ভালো হয়। কিন্তু, এরা তো চিজ টিজ দিয়ে...
  • aka | ০৮ মার্চ ২০১১ ০৫:৫২ | 24.42.203.194
  • এগুলো দেখে মনে হল স্পাইডার ম্যানের ডিম। ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত