আমার আবার ধাক্কা হলে বড়সড় হয়, নইলে কিস্সুই হয়না। মানে এই ভার্চুয়ালি কেউ আমাকে জানেনা, আমি আগে কি ছিলাম, এখন কি, আমার জীবনের সমস্যা কি ইত্যাদি, কাজেই তাদের থেকে আমার এক্সপেকটেশনও নাই। তাদের কোনো মুখ কেই আমি চিনিনা, তারা আমাকে না। অথচ আবার আমিই conned হয়ছি দুইবার ভাচ্চুয়ালি। একবার দেড়হাজার ডলার, একবার ৫০০ ঃ-(
san | ১০ মার্চ ২০১১ ২১:২৪ | 14.96.190.160
অক্ষদি, আলাদা রাখতে পারলে ভালোই হত। তবে সে তো এখন ঠেকে শেখা। আসলে লোকের সঙ্গে বন্ধুত্ব হয়, অথবা হয় না। 'ভার্চুয়াল বন্ধুত্ব' বলতে কী 'আনরিয়েল বন্ধুত্ব' বুঝব? সেটা ভাবা তো চাপ।
a x | ১০ মার্চ ২০১১ ২১:২১ | 99.54.168.236
আরে সেতো সব মানুষের মধ্যি অনেক মানুষ বসত করে। সিনিমা কেন বাউল গানই তো আছে!
pi | ১০ মার্চ ২০১১ ২১:১৮ | 72.83.89.55
হ্যাঁ, কেসিদা, আমিও তাই চেষ্টা করি। কিন্তু সেটাও মাঝেমাঝে চাপ হয়ে যায়। নাছোড়বান্দা কমলিরা তো কম পড়ে নাই। রিয়েলে এড়ালে ভার্চুয়ালি ভীড় জমায় ঃ( না, অক্ষদা, ভার্চুয়াল রিয়েল আলাদা করার সমস্যা না। ভার্চুয়াল আর রিয়েলে দুরকম পারসোনার কথা শুধু বলছিনা, দুটো গ্রাউণ্ডেই এক ই সাথে নানা রূপ। আচ্ছা, মাল্টিপল পার্সোনালিটি ডিসর্ড্যার নিয়ে কী কী ভালো সিনিমা আছে ? হিন্দিতে বোধহয় একবার কোনো একটাতে কিছুটা এনেছিল। নাম মনে করতে পারছিনা।
kc | ১০ মার্চ ২০১১ ২১:১৬ | 89.203.49.18
আলাদা রাখাটাই তো চাপের। আমার কাছে মানসিক অসুস্থতা। কেউ যদি নিজের অল্টার ইগোকে স্যাটিস্ফাই করার জন্য ভার্চুয়াল হয়ে খিস্তিবাজী করে ,আমি নিতে পারিনা। আমার কাছে ভার্চুয়াল রিয়েল দুটোই এক। আলাদা ভাবলেই চাপে পড়ে যাই।
a x | ১০ মার্চ ২০১১ ২১:১১ | 99.54.168.236
ভাচ্চুয়াল আর রিয়াল আলাদা রাখলেই প্রবলেম কম।
M | ১০ মার্চ ২০১১ ২১:০৩ | 59.93.217.204
ঃ), লিখবো।
kc | ১০ মার্চ ২০১১ ২১:০৩ | 89.203.49.18
স্যান ওটা বিশুদ্ধ মঃ ছিল। আমি এখনও একই লোকের অনেক রকম মুখ দেখলে দুঃখ পাই আঘাতও পাই। এই সব প্রাণীদের একবার চিনে ফেললে এড়িয়ে চলি। আত্মীয় বন্ধু নির্বিশেষে।
pi | ১০ মার্চ ২০১১ ২১:০০ | 72.83.89.55
ঋভুর সেই গপ্পোগুলো লেখোনা ! টিনটক বলে শুরু করে দিয়ে তো পুরো ধাঁ হয়ে গেলে ! ঃ(
M | ১০ মার্চ ২০১১ ২০:৫৭ | 59.93.217.204
ঋভুর কাছে তো তেমনই শুনি,মানে ওদের সময় তেমনটাই হবে নাকি!!!
san | ১০ মার্চ ২০১১ ২০:৫৬ | 14.96.190.160
হ্যাঁ। আমারও একই অবসার্ভেশন। একই লোকের অনেকগুলো মুখ দেখে আমি আর অবাকও হইনা। আগে দুঃখ পেতাম এখন সেসব বালাইও চুকেবুকে গেছে।
pi | ১০ মার্চ ২০১১ ২০:৫৫ | 72.83.89.55
বম্মা, ঃ)
কিন্তু তোমার বুঝি গ্যালাক্সিময় সংসার ? ঃ)
M | ১০ মার্চ ২০১১ ২০:৫৩ | 59.93.217.204
ইকিরে!!! আমরা বেচারী ভুলোমানুষের দল মঙ্গলে যাচ্ছিলাম, পাই আবার ওদের কেন পাঠাতে চায়?
ঐ লোকগুলোকে তুমি গ্যালাক্সির বাইরে পাঠাও, সংসারে কিছু চাপ কমে।
pi | ১০ মার্চ ২০১১ ২০:৫১ | 72.83.89.55
ওদিকে ভার্চুয়াল আর রিয়েল লাইফ মিশিয়ে আমি এই জ্ঞান আহরণ করেছি যে এক ই ব্যক্তি অন্ততঃ পনের রকমের আচরণ করে থাকতে পারে ঃ)
san | ১০ মার্চ ২০১১ ২০:৪৪ | 14.96.190.160
ও কেসি , বলে দিয়ে যান কিসের বুবি ট্র্যাপ। নেট-লাইফে ঢুকে একটা অন্তত জ্ঞানলাভ করেইছি । যেকোনো কথার (/আচরণের) অন্তত পনেরো রকম মানে করা যায়। এখানে কোন মানেটা হল না বুঝলে একটু কনফিউজড লাগবে আমার।
pi | ১০ মার্চ ২০১১ ২০:৪৪ | 72.83.89.55
কিন্তু যারা পিছনে কুৎসা করে মুখে মধু বর্ষণ করে চলে ভগাও তাদের জন্য কিছু মঙ্গল করতে পারবে বলে মনে হয় না। তাদের মঙ্গলে পাঠানো ই বোধহয় একমাত্র সল্যুশান। মামুর মঙ্গলগ্রহে অভিবাসনের সেই লিস্টিতে এটা অ্যাড করে দিলে পারে। ঃ)
আমি? আমি কী করলাম? এমন কিছু বলেছি যা বলা উচিত হয়নি? আর পারিনা।
M | ১০ মার্চ ২০১১ ২০:২৯ | 59.93.217.204
একবার আমাদের নাম্বার আর ব্যানার্জী ট্রাভেলস এর নাম্বার কি করে এক হয়ে গেসলো, গাদা গাদা ফোন। তারমধ্যে একটি মেয়ে রোজ দুকুরে ভোলাদা আছে বলে ফোন করে, আর আমি রোজই রং নাম্বার বলি। তো একদিন,সে মেয়ে ফোন করেই বললো ধরুন, তারপরে কে যেন ঝাড়া তিন মিনিট গালিদিলো, আর আমি হাঁ বন্ধ করার আগে ফোন কেটে দিলো।
kc | ১০ মার্চ ২০১১ ২০:২৭ | 89.203.49.18
স্যান হালকা করে একটা বুবি ট্র্যাপে পা রাখল।
a x | ১০ মার্চ ২০১১ ২০:২৭ | 99.54.168.236
সেই কোন্ন্ন্ন ছোটবেলায় নিঃশব্দ উড়ো ফোন পেয়েছি দু-একটা। আর এখানে মাঝে মাঝে কে বা কাহারা ফোন করে বেউলো শোনায়, মাঝে মাঝে শুনিও কিছুক্ষণ।
কিন্তু সোনালী দিন ছিল সেইসব দিন যখন ক্রস-কানেকশানে কতসব কথোপকথন শোনা যেত!
m | ১০ মার্চ ২০১১ ২০:২৬ | 117.194.32.191
দময়ন্তী, একটু মনে করিয়ে দাও, কিসের খবর, মনে পড়ছে নাঃ((
san | ১০ মার্চ ২০১১ ২০:২২ | 14.99.109.220
আমাকে আবার ইদানিং লোকে ফোং করে এবং হ্যালো বলার পরে জিগ্যেস করে 'সুবিমলদা বলছেন?' আমি ক্যামন হতাশ মত হয়ে যাই। আমার গলা শুনে পুং মনে হয় এটা ভাবতে ভালো লাগেনা আদৌ ঃ-(
উপরোক্ত সব ই শুনেছিঃ) ওহো,আর একটু নতুন জিনিস। অন্যের মেসেজ ফরোয়ার্ড করা।
এছাড়া আরেকটা হলো লোকের সম্পর্কে কুৎসা করা।আপন মনের মাধুরি মিশায়ে..ভগা এদের মঙ্গল করুন।
d | ১০ মার্চ ২০১১ ২০:১৭ | 14.96.60.73
উড়ো ফোনের বেস্ট ওষুধ দেখেছি ঐ রিসিভ করে কোথাও একটা রেখে দেওয়া। রেডিও চালিয়ে তার সামনে রেখে দিলে আরো ভাল ফল হয়। গালি দেওয়া পাবলিককে 'এক মিনিট রেকর্ডিং স্যুইচটা অন করে নিই'। বললে পুরো মন্ত্রের মত কাজ হয়।
বিএসেন এলের বিজ্ঞাপন এক জিনিষ। ল্যান্ডমাইন বিছনোর মত করে সারা রাত ধরে অজস্র বিজ্ঞাপনের এসেমেস বিছিয়ে রাখে। সকালে ফোন অন করলেই বাঁইবাঁই করে ঢুকতে থাকে। ডি এন ডি কোনও কাজেই আসে না।
মিঠু, সেই যে তুমি একটা খবর দেবে বলেছিলে সেইটা কি পেয়েছ?
(যাই আবার একটা কনকলে ঢুকে যাই)
pi | ১০ মার্চ ২০১১ ২০:১৭ | 72.83.89.55
সবাইকে মুর্গী বানানোর চেষ্টা করতো সে যদি জানা ছিল, তার মানে তো তোমার আগেই সবাই বা সবার মধ্যে কেউ কেউ ধরে ফেলেছিল আর তুমি যদি আগে ধরে ফেলে থাকো তো আর সবাই কেমনে মুর্গী হইলো ? ঃ)
নাকি, সবাই মুর্গী হচ্ছে জানার পর তোমার উপর তদন্তের ভার পড়ে ও তুমি বুদ্ধি খাটিয়ে ধরে ফেলো ?
pi | ১০ মার্চ ২০১১ ২০:১৫ | 72.83.89.55
কেসিদার সাথে একমত ঃ( তার উপরে আমি আবার দুজন এরকম গানের গুঁতো ওয়ালার নং কে ভুল করে শ্রীপর্ণা ( ঐ লিটল ফিশ বিগ ফিশ নো বাজেট ফিলিম বানানেওয়ালাদের একজন ) আর কেলোদার নামে সেভ করে রেখেছিলুম এবং ঐ বইমেলা পর্বে ঐ ফোনগুলো এলে পড়ি কি মড়ি করে ধরেওছিলুম । এমনকি কল ব্যাক ও ঃ। কেলোর কীত্তি ! ঃ(
aka | ১০ মার্চ ২০১১ ২০:১৪ | 168.26.215.13
মাইরি বলছি, এটা একদম বানানো নয়। ওরা সবাইকেই মুর্গী করার চেষ্টা করত। আমাকেও কদিন করেছিল। দিব্যি কথাবার্তা হত। কিন্তু কদিন বাদে ধরে ফেলেছিলাম ঠিকই।
m | ১০ মার্চ ২০১১ ২০:০৭ | 117.194.32.191
আজ্জো, ইয়ে বাত কুছ হজম নেহি হুইঃ)
kc | ১০ মার্চ ২০১১ ২০:০৪ | 89.203.49.18
উড়োফোন তাও সহ্য করা যায়। কিন্তু রাতদুপুরে হঠাৎ করে ভোডাফোনের বিজ্ঞাপন শোনা যাষ্ট যায়না। ওরা আবার বিভিন্ন নম্বর থেকে ব্যাপারটা ঘটায়।
pi | ১০ মার্চ ২০১১ ২০:০০ | 72.83.89.55
ঃ)
Arpan | ১০ মার্চ ২০১১ ১৯:৫৯ | 202.91.136.199
* হ্যারাসড
Arpan | ১০ মার্চ ২০১১ ১৯:৫৮ | 202.91.136.199
যেতেও তো পারে! তাহলে তোমার কথা অনুযায়ী অন্যান্য লোকেরা সেদিন 'হ্যারাস' হয়েছিল। ঃ)
Arpan | ১০ মার্চ ২০১১ ১৯:৫৭ | 202.91.136.199
বাড়ি যাই।
যাবার আগে কমরেড ন্যাড়াদার জন্য মূল্যবান উপদেশ। কাঁচের (ইয়েস, উইথ চন্দ্রবিন্দু) ঘরে বাস করে অপরকে ঢিল ছুঁড়বেন না। কক্ষনো না।
মুখে মিছরি আর পিছনে ছুরি এমনি কত লোক যে আশেপাশে সর্বক্ষণ ঘুরঘুর করছে ইদানীং সেগুলো এত বেশি করে টের পাই ক্যানো কে জানে ঃ( ও আকা ও কেলোদা, আপনাদের শকটে চড়ে ইগ্নোরেন্সের ব্লিসফুল স্টেটে ব্যাক করা যায় ?
Arpan | ১০ মার্চ ২০১১ ১৯:৫১ | 202.91.136.199
আমাদের বাড়িতে বার কয়েক এসেছিল। তার পরে বললাম বাপু হে, তোমার সাথে দেখা করতে আমি অতীব ইন্টারেস্টেড। অমুক দিনে অমুক ঘটিকায় নীল জামা পরে কেষ্টপুরে দেখা করব।
কে জানে, কেউ এসেছিল কিনা! ফোন আসা তারপরে বন্ধ হয়েছিল।
aka | ১০ মার্চ ২০১১ ১৯:৪৯ | 168.26.215.13
আরে বেশ কদিন উড়ো ছিল তারপর প্রখর গোয়েন্দা বুদ্ধি লাগিয়ে ধরে ফেলেছিলাম।
kc | ১০ মার্চ ২০১১ ১৯:৪৯ | 89.203.49.18
অর্পণ, একটু ননআইটি ভঁইসদের বোঝার মত করে বোঝাও। এখানে অনেকেই ননআইটি আছেন। কাজে দেবে।
pi | ১০ মার্চ ২০১১ ১৯:৪৬ | 72.83.89.55
ও আকাদা, তাইলে ওটা উড়ো হইলো কেমনে !
m | ১০ মার্চ ২০১১ ১৯:৪৪ | 117.194.32.191
তাইলে ওটা উড়ো ফোন না;)
aka | ১০ মার্চ ২০১১ ১৯:৩৯ | 168.26.215.13
আমাকে একটা বই উড়ো ফোন কেউ কোনদিন দেয় নি। সেটাও ছিল কেলাসের মেয়ে ও তার বোন। দিব্য কথাবার্তা হয়েছিল। কিন্তু সেই প্রথম আর সেই শেষ।
pi | ১০ মার্চ ২০১১ ১৯:৩০ | 72.83.89.55
এবার কোলকাতায় যাবার পর আমার কাছে গুরুর একজনের নাম ভাঁড়িয়ে সুবচনের ছররা বওয়ানো ফোনের পর ফোন আসতে শুরু করেছিল। তবে পুলিশের ভয় দেখাতে সেই বীরপুঙ্গব রণে ভঙ্গ দিয়েছিলেন ঃ)
san | ১০ মার্চ ২০১১ ১৯:২৯ | 14.99.109.220
হ্যাঁ ফোন কানেকশন নেবার সময় তো আইডেন্টিটি প্রুফ জমা দিতে হয় কিছু একটা। সেখান থেকে ট্র্যাক করতে পারা যায় নিশ্চই
pi | ১০ মার্চ ২০১১ ১৯:২৬ | 72.83.89.55
ফোন্নং তো বোধহয় ট্র্যাক করা যায়। এই কেসগুলোতে করা উচিত ও।
যত দিন যাচ্ছে আমার বদ্ধমূল ধারণা হচ্ছে কিছু কিছু লোকের পুরো মেন্টাল কেস আর অফুরান সময় ও অলস মস্তিষ্ক এগুলো একসাথে শয়তানি আর পাগলামি দুয়ের ই কারখানা ;(
m | ১০ মার্চ ২০১১ ১৯:২৪ | 117.194.32.191
অনেককাল আগে তখন মোবাইল ছিলো না, কেউ একজন বাড়ির ফোনে ফোন করতেন,হ্যালো বল্লেই কেবল হাওয়ায় চুম্বন ভাসিয়ে দিতেন- প্রায় হপ্তাখানেক।একদিন ভাইকে চুম্বন দিয়ে খুব আঘাত পেয়ে আর ফোন করেন নি।
অন্য একজন আবার সিঙ্গুরে ফোন করে নিশুতি রাতে গল্প করতে চাইতেন।মা একদিন রেগেমেগে বলেছিলো,আমি দুবছর হলো রিটায়ার করেছি- শুনে সে খুব রেগে গিয়ে মাকে বড়োদের নাম করে এই রকম অসভ্যতা কত্তে মানা করেছিলো।
Arpan | ১০ মার্চ ২০১১ ১৯:১৪ | 202.91.136.199
স্যান, ভূতোকে বলে দিয়েছি ফোন করতে।
m | ১০ মার্চ ২০১১ ১৯:০৭ | 117.194.32.191
নাম্বার বদলে ফেল্লে কেন!! চাপ ই যদি না থাকলো তাইলে আর ভালোবাসা কি;)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন