কলেজ জীবনে, রাত্তির বেলায় ৯-১২টার শো তে সিনেমা দেখতে যেতাম মেনকায়। সেখান থেকে মাঝরাত্তিরে লেকের ভিতর দিয়ে ভায়া যোধপুর পার্ক হেঁটে হেঁটে ফিরতাম আর হঠাৎ হঠাৎ পালাকরে ''কাআআ - কাআআ, কঅঅক কঅঅক'' করে চিৎকার করে লোকজনের বিরক্তি উৎপাদন করতাম।
এতরকমের কাকের আলোচনার মাঝে পুরোনো কথা মনে পড়ে যাওয়া, স্মৃতি তুমিতো নও শুধু বেদনার।
Arijit | ১৪ মার্চ ২০১১ ১১:৪৩ | 61.95.144.122
কনসেনসাস হলে মডারেশনের প্রশ্নই ওঠে না। তবে কনসেনসাসটা ফোরাম স্পেসিফিক হলে মুশকিল। ইউনিভার্সাল হওয়া উচিত। আর যদি হয় সেটা যাতে সকলে জানে - নতুন হলেও - তার জন্যে কোনো ব্যবস্থা দরকার।
siki | ১৪ মার্চ ২০১১ ১১:৩৯ | 123.242.248.130
সোজা কথা। বালের মত লেখাকে সরাসরি বালের মত লেখা বলতে পারি, ঝাঁট জ্বললে সরাসরি বলতে পারি জ্বলছে, তার বদলে যে যুক্তি অযুক্তি বা কুযুক্তি পাই; সেগুলোকেও পড়ে ফেলতে পারি সাথে সাথে, এই সবের জন্যেই গুরুতে আসি। এটাই গুরুর শ্রেণীচরিত্র। ঃ)
siki | ১৪ মার্চ ২০১১ ১১:৩২ | 123.242.248.130
না। ওটা ব্যক্তিগত মতামত মাত্র।
Ishan | ১৪ মার্চ ২০১১ ১১:৩১ | 122.248.183.1
উইকেন্ড শেষ। অজ্জিতের পাঁচ নম্বর পয়েন্টটা নিয়ে অমার একটিই কথা। বংলালাইভ সংক্রান্ত একটা কনসেনসাস ছিল। ঠিকই। কিন্তু ওটা মডারেটর বা সম্পাদকমন্ডলী, কারোরই সিদ্ধান্ত নয়, সেটাও ঠিক। কাজেই সেটা বদলানোর কোনো প্রশ্নই নেই।
হ্যাঁ, কনসেনসাস নিয়ে আলোচনা অবশ্যই চলতে পারে। আটকাচ্ছে কে। কিন্তু সেটা আলোচনা ফর্মে করাই ভালো। নির্দেশাবলী ফর্মে নয়। বাকিরা **সবাই** একমত হলেই কনসেনসাস চলতেই পারে।
তবে মডারেশনের দিক থেকে এ ব্যাপারে কোনো নিয়ম বা ফতোয়া নেই।
** এর পুরোটাই গুরুর হয়ে বলা। কোনো পাসে্সানাল কমেন্ট নাই।
arindam | ১৪ মার্চ ২০১১ ১১:২৪ | 121.242.12.27
কারুর মতামত/লেখা পড়ে যদি বলি... "বালের মত/লেখা' সেটা কী ব্যক্তিগত আক্রমণ?
Arpan | ১৪ মার্চ ২০১১ ১১:১৯ | 202.91.136.199
* তাছাড়া
Arpan | ১৪ মার্চ ২০১১ ১১:১৮ | 202.91.136.199
ঠিক। আর তছাড়া কখনো কখনো ছাগলেরও অসম্মান (ম-এ ম-এ) হয়।
Arpan | ১৪ মার্চ ২০১১ ১১:১৫ | 202.91.136.199
হ্যাঁ, অভ্যু যে টইয়ের নামেতে লিখল মোচাবাটা, তার রেসিপিটা দেয়নি এখনো। ;-)
Bratin | ১৪ মার্চ ২০১১ ১১:০৪ | 122.248.183.1
কারোর কোন কথা অন্য জনের পছন্দ নাও হতে পারে। কিন্তু তাকে ছাগল বললে নিজের সন্মান বাড়ে কি?
Arijit | ১৪ মার্চ ২০১১ ১০:৪৪ | 61.95.144.122
কাল সারাদিন বিক্কলেজে ছিলুম। জাঁইবাবুর কোয়ার্টারে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিলো। সে কি কোয়ার্টার রে বাপ্। সেই কলেজবেলায় একবার ডাউনিং-এ ঢুকেছিলুম - পেল্লায় পেল্লায় ঘর মনে আছে। এটা হল ওভালের পিছনে ভিসি-র প্রাসাদ আর মধুসূদন বিল্ডিং-এর মাঝে - যারা বিক্কলেজীয় তারা চিনবে। ঘরে ঢুকে মনে হল এক একটা ঘরে এখনকার এক একটা আস্ত ফ্ল্যাট ঢুকে যাবে। তিনটে ঘরকে এক করলে আরামসে ফুটবল খেলা যায়। এদিক থেকে ওদিক অবধি ক্রিকেট তো খেলাই যায়। নেহাত বিক্কলেজ বলেই সেগুলো পোস্কার করার লোক পায় - নিজের নিজের ব্যবস্থা করতে হলে কেউ লোক পেত না।
বিক্কলেজটা এবার বেশ পরিষ্কার সাজানো গোছানো লাগলো। হোস্টেলগুলোর সামনে বাগান করেছে, রেগুলার দেখাশোনা করে। ওভাল আর ভিসির প্রাসাদের সামনে পুরনো বেড়া হঠিয়ে নতুন করে পাঁচিল/গ্রিল লাগিয়েছে। মেয়েদের একটা নতুন হোস্টেল হয়েছে - পান্ডিয়া আর এইটা মিলিয়ে এখন আড়াইশোর ওপর মেয়ে থাকে। মেন বিল্ডিং-এর সামনেটা আগেও পরিষ্কার থাকতো - এখন আরো বেশি। বিক্কলেজে কখনোই কলেজ বিল্ডিং-এর ভিতরে দেওয়ালে পোস্টার লাগানো হত না - বাইরে দু একটা থাকতো, এখন তাও নেই। সুইমিং পুলটা ভেঙে নতুন করে তৈরী হচ্ছে। ফার্স্ট গেটের পাশের পুকুরটা সাজানো হচ্ছে...
তবে এল স্কোয়্যারে অত অত আলো লাগানোটা ভালো কাজ হয়নি মোটেও।
Abhyu | ১৪ মার্চ ২০১১ ১০:৩৮ | 97.81.106.140
দ্রিঘাংচু?
Abhyu | ১৪ মার্চ ২০১১ ১০:৩৫ | 97.81.106.140
দ্যাখো আমি টই খুললেই সে একটা দ্যাখার মতো জিনিস হয়। তখন কনটেন্টের চেয়ে টইটাই বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। বাই দ্য ওয়ে, অনেকদিন আগে আমি এন্টুপ্পপ্পাকেকারোআনেনডারুন্নু নামে একটা টই খুলেছিলাম। সেটার কথা রিমিদি মনেই করতে পারলো না :( অথচ কি সুন্দর নাম!
Arijit | ১৪ মার্চ ২০১১ ১০:৩৩ | 61.95.144.122
বাজারে ফের গুজব - অনিল আম্বানি নাকি নিউক্যাসল ইউনাইটেড কিনবে।
d | ১৪ মার্চ ২০১১ ১০:৩১ | 14.96.16.130
হিমালয়ে বেশ বড়সড় দাঁড়কাক দেখা যায়। পুরীতেও অনেককাল আগে দেখেছিলাম। আর কোন্নগরেও কিছু দাঁড়কাক আছে এখনও। গরমের দুপুরে তাদের উদাস গম্ভীর 'ক-অ' ডাক ... আহাহা।
Arijit | ১৪ মার্চ ২০১১ ১০:২৯ | 61.95.144.122
এবার টই খুলে কপি পেস্ট করে দাও। সেটাই ভবিষ্যতে রেফারেন্সের জন্যে থেকে যাবে।
sayan | ১৪ মার্চ ২০১১ ১০:২৮ | 98.225.200.39
ঃ-)
Abhyu | ১৪ মার্চ ২০১১ ১০:২৭ | 97.81.106.140
ঠিকই। গানের ওপারের তো টই আছে। না হয় ক্রসপোস্টিং নিয়েও একটা টই খোলা হত। কে শোনে কার কথা। ওদিকে একটু নিষ্কলুষ মন্দস্রোতা বাজে ভাটের জন্যে মন কেমন করে।
Arijit | ১৪ মার্চ ২০১১ ১০:১৬ | 61.95.144.122
ও না। শনিবার রাতের প্রশ্নের উত্তর দিলাম। কাল সময় পাইনি, তাই। এই ইস্যুতে আর কিছু বলার নেই। মানে আমার। ফের প্রশ্ন উঠলে ভাববো।
sinfaut | ১৪ মার্চ ২০১১ ১০:১৪ | 203.91.193.50
হয় গা-ও নয় ক্রস পোস্টিং। ভাটিয়ালি তে এলে কিছুই বুঝতে পারি না কী নিয়ে কথা চলছে। ঃ-((
Arijit | ১৪ মার্চ ২০১১ ০৯:৫৫ | 61.95.144.122
তিল-কে এই রেফারেন্সটা দিয়ে আমিই লিখবো ভাবছিলাম, যাক খাটতে হল না।
যাই হোক, পাই-এর প্রশ্নের উত্তরে বলি -
(১) ফোরামে ক্রস পোস্টিং নিয়ে আগে দেওয়া উদাহরণটাই যথেষ্ট বলে মনে করি, কাজেই এটা নিয়ে আর নতুন কিছু লিখবো না। (২) মেল করে আসা বক্তব্য নিয়ে যা মনে হল সেটা বলি - (২ক) ব্যক্তিগত মেলে আসা মন্তব্য হলে সেটা পোস্ট করতে হলে যিনি মেল করেছেন তাঁর অনুমতি লাগে, এবং সেটাও ডিসক্লেইমার বা অন্য কোনো ভাবে দিয়ে দেওয়া নিয়ম। এটা নেটিকেট সংক্রান্ত আরএফসিতেই (নম্বরটা মনে পড়লে জানিয়ে দেবো) পাওয়া যায়। (২খ) অন্য যে পদ্ধতিটা আছে সেটা দেশ বা অন্য যে কোনো ম্যাগাজিনে যা হয় তাই। মন্তব্য পাঠানো হয় অফিসিয়াল মেল আইডিতে - এক্ষেত্রে গুরু-র মেল আইডি। তখন সেটা পোস্ট করাটা সেই ম্যাগাজিন বা ওয়েবজিনের ডিসক্রিশন। (৩) এগুলো কোনোটাই নিয়ম নয়। এগুলো কনভেনশন। সেসবই ওই আরএফসি-তে রয়েছে। এবং বিভিন্ন ফোরামে এগুলো মেনে চলা হয় - অন্ততঃ চেষ্টা করা হয়। সকলেই যে মেনে চলে তার কোনো গ্যারান্টী নেই, তবে ছোটখাটো ব্যাপার (যেমন মেলের ওপর সরাসরি রিপ্লাই, বা এইচটিএমএল ফরম্যাটের মেল) হলে সেগুলো পয়েন্ট আউট করা হয়। বড়সড় ব্যাপার হলে বড় পদক্ষেপ নেওয়া হয়। (৪) আরএফসি-তে যা যা রয়েছে তার পরেও বিভিন্ন ফোরামে তাদের নিজস্ব কিছু নিয়ম তৈরী করা হয়, এবং সেগুলো একটা FAQ বা Rules of posting বলে একটা সেকশনে জানিয়ে দেওয়া হয়। (৫) গুরু-তে এই ব্যাপারে কখনো কোনো নিয়ম চালু করা হয়নি, তবে একটা কন্সেনসাসে আসা হয়েছিলো ২০০৫/৬ নাগাদ। সেই সময়ে অন্য ফোরামের পোস্টিং এবং তাই নিয়ে চাপানউতোরে বেশ কিছু সমস্যা তৈরী হয়েছিলো। এই ক্রসপোস্টিং আমরা নিজেরাও করেছি, এবং অভিজ্ঞতাটা খারাপ বলেই কন্সেনসাস তৈরী হয় যে এই জিনিসটাকে অ্যাভয়েড করা হবে - আর যারা পুরনো তারা সকলেই সেটা জেনে অ্যাভয়েডই করেছে। পরবর্তীকালে কয়েকজন এই কাজটাই আবার করলে তাঁদের সেটা বার বার জানিয়েও দেওয়া হয়েছে। এবং এই কনসেনসাসটা সকলের জন্যেই ভ্যালিড বলেই মনে করি। সেটা পাল্টাতে হলে ফের একবার কথা বলে নেওয়া ভালো, যদি না সম্পাদকমণ্ডলী এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে। যদি নিয়ে থাকে তাহলে সেটা বাকিদের জানানো প্রয়োজন। (৬) সিদ্ধান্ত বা কনসেনসাস যাই হোক, সেটা এবার থেকে একটা FAQ বা Rules of posting সেকশনে রাখা উচিত বলে মনে হয়। নয়তো এই ঘটনা ফের ঘটবে।
আশা করি ইস্যুটা এবার পরিষ্কার।
siki | ১৪ মার্চ ২০১১ ০৯:৫৩ | 123.242.248.130
আমি এখন মন দিয়ে "ও টুনির মা তোমার টুনি কথা শোনে না' শুনে যাচ্ছি কদিন ধরে। খুব ভালো গান।
sayan | ১৪ মার্চ ২০১১ ০৯:৫০ | 98.225.200.39
মনা কে??
Arpan | ১৪ মার্চ ২০১১ ০৯:৩৪ | 112.133.206.18
দাঁড়কাক অনেকদিন দেখিনি। লাস্ট দেখেছিলাম টাওয়র অফ লন্ডনে। যদ্দিন ওঁয়ারা আছেন তদ্দিন মনার্কি আছে।
d | ১৪ মার্চ ২০১১ ০৯:৩০ | 14.99.248.172
পাতিকাক?
Arpan | ১৪ মার্চ ২০১১ ০৯:২৯ | 122.252.231.10
কেন?    বারান্দায় কাক?
siki | ১৪ মার্চ ২০১১ ০৯:২১ | 123.242.248.130
ক্ষী সাংঘাতিক! ক্ষী চাপ! আইব্বাপ!!! আমি স্তব্ধবাক।
Bratin | ১৪ মার্চ ২০১১ ০৮:৪০ | 117.194.96.183
আমার কাছে আছে। কাঁটা সিরিজ। কিন্তু বই। PDF ফর্মে নেই ঃ-((
d | ১৪ মার্চ ২০১১ ০৮:২৩ | 14.99.234.166
উফ! দুবার এসে গেলো! ঃ(
হোম টাউনে sandisk এর SD আর SDHC কার্ড ব্যপক সস্তায় পাওয়া যাচ্ছে। কারো দরকার থাকলে ঝপাঝপ কিনে ফেলো
d | ১৪ মার্চ ২০১১ ০৮:১১ | 14.99.234.166
এই যে তিলবাবু,
আপনার ১৩ই মার্চ 3.14 AM পোস্টের পরিপ্রেক্ষিতেঃ
১। এই হচ্ছে লিঙ্ক যেখানে আপনি 'সমর্থন করেছিলেন আমার বক্তবয়কে http://tinyurl.com/6fc8vzz আমি জানতে চেয়েছিলাম আমার কোন বক্তব্যকে আপনি 'সমর্থন' করছেন? এবং আপনার ঐ 'পাতি BA শব্দবন্ধর প্রতি আমার আপত্তি জানিয়েছিলাম। আপনার পক্ষ থেকে কোনও উত্তর আসে নি। আপনি তখন 'দল' এর কাঁদুনি গেয়ে কেটে পড়েছিলেন।
এরপরে আপনি একদিন পিপিকে লিখলেন যে পিপিকে 'সমর্থন' করছেন বলে ও 'গালি দেবে না তো।
এবার আমি আবার প্রশ্ন করছি     ক) আমার ১৮ই ফেব্রুয়ারী 1:18 PM পোস্টের কোন অংশ আপনি সমর্থন করেছিলেন?     খ) আমার ঐ দিনেরই 6.15 PM পোস্টের কোন বাক্য বা কোন শব্দকে আপনি 'গালি' হিসাবে রেফার করছেন।
২। আপনার ১৩ই মার্চের পোস্টের এক লাইন 'নতুন কেউ এলে দরজা আটকে রাখব বিরূপ মন্তব্য করব ....' অচিন্ত্যরূপ এবং জয়ন্তীকে এখনও প্রায় নতুনই বলা যায়।     ক) অচিন্ত্যরূপকে কে কবে বিরূপ মন্তব্য করেছে(ন)? খেয়াল করে উদাহরণ দেবেন, আমি ব্যক্তি অচিন্ত্যরূপকে কে কী বলেছেন জানতে চাইছি, ওঁর কোন বক্তব্য সম্পর্কে কারো প্রতিক্রিয়া নয়। ভাট/টইয়ের পোস্টের রেফারেন্স দিন।     খ) জয়ন্তীকে কে কবে কী বিরূপ মন্তব্য করেছেন ( ঐ একইভাবে ওঁর বক্তব্যর প্রতিক্রিয়া নয়, ব্যক্তি জয়ন্তীকে কে কী বলেছেন)। ভাট/টইয়ের রেফারেন্স দিন।
৩) যেসব দেশে ক্রিমিনাল কোডের কথা উল্লেখ করেছেন, সেইসব দেশে কোনও বিশেষ শিক্ষাগত যোগ্যতাকে কটাক্ষ করলে কোনও কোডের আওতায় পড়ে না? আপনি শুধু 'পাতি BA বলেই ক্ষান্ত হলেন না, এরপরেও বিভিন্ন পোস্টে 'পাতি হাঁস' 'পাতিকাক' বলে বলে তাচ্ছিল্য করার চেষ্টা চালিয়েই গেলেন। অথ্চ যখন ঈশানের কাছে অভিযোগ দায়ের কারছেন, তখন কিন্তু নিজের বলা কথাগুলো উল্লেখই করলেন না।
৪। ভবিষ্যতে আমার কোনও বক্তব্য প্রসঙ্গে আপনার কিছু বক্তব্য থাকলে তা সরাসরি আমাকে বলবেন। এই এখানে সেখানে প্যাঁচ মেরে মেরে ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গেয়ে সহানুভুতি কুড়োবার চেষ্টা না করে সরাসরি বলবেন। নাহলে ধরে নেব যে আপনি যুক্তিপূর্ণ বাক্যবিনিময়ে অক্ষম এবং তদ্বজনিত হীনম্মন্যতাবোধে এরকম করছেন।
d | ১৪ মার্চ ২০১১ ০৮:০৯ | 14.99.234.166
এই যে তিলবাবু,
আপনার ১৩ই মার্চ 3.14 AM পোস্টের পরিপ্রেক্ষিতেঃ
১। এই হচ্ছে লিঙ্ক যেখানে আপনি 'সমর্থন করেছিলেন আমার বক্তবয়কে http://tinyurl.com/6fc8vzz আমি জানতে চেয়েছিলাম আমার কোন বক্তব্যকে আপনি 'সমর্থন' করছেন? এবং আপনার ঐ 'পাতি BA শব্দবন্ধর প্রতি আমার আপত্তি জানিয়েছিলাম। আপনার পক্ষ থেকে কোনও উত্তর আসে নি। আপনি তখন 'দল' এর কাঁদুনি গেয়ে কেটে পড়েছিলেন।
এরপরে আপনি একদিন পিপিকে লিখলেন যে পিপিকে 'সমর্থন' করছেন বলে ও 'গালি দেবে না তো।
এবার আমি আবার প্রশ্ন করছি     ক) আমার ১৮ই ফেব্রুয়ারী 1:18 PM পোস্টের কোন অংশ আপনি সমর্থন করেছিলেন?     খ) আমার ঐ দিনেরই 6.15 PM পোস্টের কোন বাক্য বা কোন শব্দকে আপনি 'গালি' হিসাবে রেফার করছেন।
২। আপনার ১৩ই মার্চের পোস্টের এক লাইন 'নতুন কেউ এলে দরজা আটকে রাখব বিরূপ মন্তব্য করব ....' অচিন্ত্যরূপ এবং জয়ন্তীকে এখনও প্রায় নতুনই বলা যায়।     ক) অচিন্ত্যরূপকে কে কবে বিরূপ মন্তব্য করেছে(ন)? খেয়াল করে উদাহরণ দেবেন, আমি ব্যক্তি অচিন্ত্যরূপকে কে কী বলেছেন জানতে চাইছি না, ওঁর কোন বক্তব্য সম্পর্কে কারো প্রতিক্রিয়া নয়। ভাট/টইয়ের পোস্টের রেফারেন্স দিন।     খ) জয়ন্তীকে কে কবে কী বিরূপ মন্তব্য করেছেন ( ঐ একইভাবে ওঁর বক্তব্যর প্রতিক্রিয়া নয়, ব্যক্তি জয়ন্তীকে কে কী বলেছেন)। ভাট/টইয়ের রেফারেন্স দিন।
৩) যেসব দেশে ক্রিমিনাল কোডের কথা উল্লেখ করেছেন, সেইসব দেশে কোনও বিশেষ শিক্ষাগত যোগ্যতাকে কটাক্ষ করলে কোনও কোডের আওতায় পড়ে না? আপনি শুধু 'পাতি BA বলেই ক্ষান্ত হলেন না, এরপরেও বিভিন্ন পোস্টে 'পাতি হাঁস' 'পাতিকাক' বলে বলে তাচ্ছিল্য করার চেষ্টা চালিয়েই গেলেন। অথ্চ যখন ঈশানের কাছে অভিযোগ দায়ের কারছেন, তখন কিন্তু নিজের বলা কথাগুলো উল্লেখই করলেন না।
৪। ভবিষ্যতে আমার কোনও বক্তব্য প্রসঙ্গে আপনার কিছু বক্তব্য থাকলে তা সরাসরি আমাকে বলবেন। এই এখানে সেখানে প্যাঁচ মেরে মেরে ইনিয়ে বিনিয়ে কাঁদুনি গেয়ে সহানুভুতি কুড়োবার চেষ্টা না করে সরাসরি বলবেন। নাহলে ধরে নেব যে আপনি যুক্তিপূর্ণ বাক্যবিনিময়ে অক্ষম এবং তদ্বজনিত হীনম্মন্যতাবোধে এরকম করছেন।
SS | ১৪ মার্চ ২০১১ ০৭:৫৫ | 99.120.125.223
শুধু 'পায়ের তলায়' দিয়ে সার্চ করলে সবকটা সর্ষেই পাওয়া যাচ্ছে।
amdoc, সেন্স অফ বিলঙ্গিং থাকলেই 'নতুন লোক', 'আমাদের সাজানো বাগান' এই সব অনুভূতি আসবে (ব্যক্তিগত মতামত)
Paramita | ১৩ মার্চ ২০১১ ২০:০৫ | 122.167.254.121
স্টার জলসাতে অটোগ্রাফ দেখাচ্ছে আটটা থেকে।
amdoc | ১৩ মার্চ ২০১১ ১৫:৫২ | 218.248.64.163
এই সাইটটার USP ছিল সব সপা, নীপাদের একটা সেন্স অফ বিলঙ্গিং। সেটা যেন একটু একটু করে কমছে। - ডিঃ ব্যক্তিগত মতমত।
siki | ১৩ মার্চ ২০১১ ১৩:৩২ | 122.162.75.235
আমি সাহস করে এখনো টই খুলি নি। শালীকে নিয়ে আউটিং করে আসি। রাতে বসব।
sayan | ১৩ মার্চ ২০১১ ১৩:০৪ | 98.225.200.39
খুব খিদে পেয়ে ঘুম ভেঙে গেল। ফ্রীজ পুরো ফস্সা! মনে হল গুরুতে গেলে কিছু খাদ্যখাদক পাওয়া গেলেও যেতে পারে। ভাবা মাত্র কাজ। এলাম, আর পেয়ে গেলাম চচ্চড়ি আর বিরিয়ানি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন