আমি এটাও আগে থেকেই জানতাম তিমি এসেই হিংসেয় জ্বলেপুড়ে যাবে। কিন্তু লিখি নি, কারণ লিখলে তিমি নিজের হিংসেটা চাদরমুড়ি দিয়ে লুকিয়ে রাখতো। ওকে আজকে এক্ষপোজড করতেই হত।
aka | ১৫ মার্চ ২০১১ ২১:৪৯ | 168.26.215.13
হ্যাঁ দাউদের সাথে দেখা হলেও লোকে একই কথা বলে। কি ভালো লোক।
আমি আগেই জানতাম নীনাদি আমাকে বেশ একটা সুনজরে দ্যাখে। ঃ-)
Nina | ১৫ মার্চ ২০১১ ২১:৩৩ | 64.56.33.254
সকল পোলা-পুলিগনে অনেক ভালবাসা-সহ-ধন্যযোগ ঃ-))--জম্মদিনের উইশের জন্যি! ব্যাঙকে দুপিস চকোলেট , কেকের জন্যি।
Nina | ১৫ মার্চ ২০১১ ২১:২৫ | 64.56.33.254
সব্বোনাশ! পাই, একট বর আছে তো--এবার ভুতের রাজারটা এসে--দুজনে লাঠালাঠি করে যদি? উম্ম--নাহঃ করবে না দুজনেই বলবে--বাবা তুমি থাক আমি যাই ঃ-(( বলেছিনা বয়সে দুটো F, f-word ;-)
সিকির অঙ্কের (গুন) ফর্মুলাটা হেব্বি পছন্দ হয়েছে আমার---ভবিষ্যতে নাতি নাতনীর কাছে র্যালা নেব। টুকে রেখে দেব।
aka | ১৫ মার্চ ২০১১ ২১:১৩ | 168.26.215.13
নীনাদিকে হ্যাবাডে।
aka | ১৫ মার্চ ২০১১ ২১:১৩ | 168.26.215.13
বিগেম ঋভু কি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ফলো করে এমন স্কুলে পড়ে? সেক্ষেত্রে সত্যিই জানি না কি হবে? কারণ সব জায়গায় ভর্তি হতে মার্কশিট লাগে। এটা একটা বিচ্ছিরি রকম সমস্যা তো। অগস্ট মানে অনেকটা দেরি যেকোন জায়গায় ক্লাস ততদিনে শুরু হয়ে যায়।
siki | ১৫ মার্চ ২০১১ ২১:১১ | 122.162.75.48
হ্যাঁ, আমারো সারাদিনে জানানো হয় নি। হ্যাবাড্ডি নীনাদি।
Paramita | ১৫ মার্চ ২০১১ ২১:১১ | 202.3.120.9
পৈলানে অন্য ইশকুলের থেকে বেশী সময় থাকতে হয়?
Paramita | ১৫ মার্চ ২০১১ ২১:১০ | 202.3.120.9
নীনাদিকে হ্যাপি বাড্ডে। ভালো থেকো।
Paramita | ১৫ মার্চ ২০১১ ২১:০৮ | 202.3.120.9
M তো কাঠিন্যের কথা বলছে না, বোর্ডের পরীক্ষার সঙ্গে এ¾ট্রান্স পরীক্ষার সময়ের ইনকম্প্যাটিবিলিটির কথা বলছে। তাজ্জন্য যদি এক বছর পর পরীক্ষা দিতে হয় তাহলে খুবই বাজে ব্যাপার। আর মনে হয় ICSE / CBSE বোর্ডের কথাও বলছে না। তাই জানতে চাইছি কোন্ বোর্ড, কি বেত্তান্ত।
pi | ১৫ মার্চ ২০১১ ২১:০৪ | 72.83.77.254
নীনাদিকে শুঃ জ ঃ। ভূতের রাজাকে বলে দিলুম তোমাকে একটা বর পাঠিয়ে দিতে। যা ইচ্ছে হয় চেয়ে নিও ঃ)
byaang | ১৫ মার্চ ২০১১ ২০:৫৬ | 122.172.159.9
হ্যাঁ, অর্পণ যেইটা বললো, এই প্রবণতাটা আমি লুরুতে অনেকের মধ্যেই দেখছি। ইন ফ্যাক্ট গতকালই আমার ছেলের দুই বন্ধুর মা এই এক কথা বলছিলো, তারা এইবছর বা পরের বছর যেভাবেই হোক তারা সিবিএসই স্কুলে দিয়ে দেবে তাদের ছেলেদের। আইসিএসইর এই চাপ নাকি আর নেওয়া যাচ্ছে না। এমনিতেও শুনি ওদের স্কুলের প্রচুর ছেলে নাকি উঁচু ক্লাস সিক্স-সেভেন-এইটেও বোর্ড চেঞ্জ করার জন্য অন্য স্কুলে যাচ্ছে।
Nina | ১৫ মার্চ ২০১১ ২০:৫২ | 64.56.33.254
উফ! আজকে ভেবেই রেখেছিলাম যতই কাজ থাক আর যতই অফিসে কড়াকড়ি আজ ভাটে যাবই--অন্তত একবার! ব্যাঙ, আহ! কেকটা কি ভাল রে --সব পিস করে রেখে যাচ্ছি--সব্বাই খেও। এই জন্মদিনটা যেন আজকাল বছরে দুবার করে আসছে---এই সেদিন একটা বছর খোয়ালাম আয়ু থেকে , আজ আবার আরেকটা ঃ-x বয়সে যতদিন একটা F ছিল--সেটা ছিল for FUN যেই না দুটো F ঢুকেছে এক্কেরে F word হয়ে গেছে গা---মনে হচ্ছে জীবনটা সাঁই সাঁই করে বেরিয়ে যাচ্ছে-- -হগ্গলেরে ভালবাসা জানিয়ে গেলুম।
Arpan | ১৫ মার্চ ২০১১ ২০:৩০ | 112.133.206.18
এদিকে আমার অফিসের দু-একজন কলিগ, যাঁরা আইসিএসসিতে ছেলে বা মেয়েকে দিয়েছেন, তাঁরা ঠিক করে রেখেছেন ক্লাস নাইনে সিবিএসসিতে ভর্তি করে দেবেন। কারণ আইসিএসসি তুলনামূলকভাবে "কঠিন' বলে সেখান থেকে এসে বাচ্চারা নাকি সিবিএসসির বোর্ডের পরীক্ষায় ভালো স্কোর করে। ঃ O
omnath | ১৫ মার্চ ২০১১ ২০:১২ | 85.154.255.46
পড়াশুনোগত কারনে বাচ্চদের ইয়ার লস করানো আমি মোটেই সমর্থন করিনে। মানে সেক্ষেত্রে বাবা-মার সিদ্ধান্তে আমার সহানুভুতি নাই।
Tim | ১৫ মার্চ ২০১১ ১৯:৩৩ | 198.82.29.163
নীনাদিকে হ্যাবাড্ডি।
Paramita | ১৫ মার্চ ২০১১ ১৯:২১ | 202.3.120.9
M, কোন বোর্ড? IGCSE?
byaang | ১৫ মার্চ ২০১১ ১৯:১৩ | 122.172.43.140
নীনাদি, শুভ জন্মদিন। খুব খুব ভালো থাকো আর আরো আরো বেশি বেশি হাসিখুশি থাকো। এই নাও চকোলেট ক্রিমে ভর্তি একটা ইয়া ব্বড় কেক।
byaang | ১৫ মার্চ ২০১১ ১৯:০৭ | 122.172.43.140
তোমার ছেলে পৈলান ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তো? ওখানে আমার এক মাসতুতো ভাই পড়ে, তার অবিশ্যি এখন ক্লাস টেন। ঐ সময় কমের ব্যাপারটা খুব সত্যি। বাড়ি ফেরে সন্ধ্যে পার করে, আর তারপর জাস্ট ধুঁকতে থাকে। তখন তাকে দেখে পড়তে বলতেও মায়া হয়। ঋভুর যদি এখন ক্লাস সিক্স-সেভেন হয়ে থাকে চেঞ্জ করে ফ্যালো চটপট।
byaang | ১৫ মার্চ ২০১১ ১৯:০৪ | 122.172.43.140
বম্মা, ঋভুর এখন কোন ক্লাস?
byaang | ১৫ মার্চ ২০১১ ১৯:০২ | 122.172.43.140
আকা, সাম্পানের এই গল্পটা শিশুটকে তুলে দিই?
Blank | ১৫ মার্চ ২০১১ ১৯:০২ | 170.153.65.102
বোর্ড কেনো পাল্টাবে? দু বছরের জন্য নতুন বোর্ডে যাওয়া, সেখানকার পড়াশুনোর সাথে মানিয়ে নেওয়া। অনেক চাপ। তার চেয়ে না হয় এক বছর পরে জয়েন্ট দেবে
M | ১৫ মার্চ ২০১১ ১৮:৫৬ | 59.93.196.69
হ্যাঁ, মনে হচ্ছে তাই, আর সন্তোষজনক উত্তর না পেলে বোর্ডটাই চেঞ্জ করতে হবে।সেটা বেশ চাপ।ঃ( চাপময় জীবন।
M | ১৫ মার্চ ২০১১ ১৮:৫৩ | 59.93.196.69
মাধ্যমিকটা আমি জানি, বাকি ইন্ডিয়ান কারিকুলামের সব কটাতেই কি আর্টস, কমার্স , সাইন্স এই ভাগ গুলো টেনক্লাসের পর হয়?
aka | ১৫ মার্চ ২০১১ ১৮:৫৩ | 168.26.215.13
আমাকে একবার এরকম কি একটা দিয়েছিল। আমি বলেছিলাম জানি না যা। তখন বলেছিল 'আই থট ইউ আর গুড অ্যাট ম্যাথ'।
aka | ১৫ মার্চ ২০১১ ১৮:৫১ | 168.26.215.13
মেন্টাল ম্যাথ করতে দিলে মরেই যাব। এই গল্পটা তো অভ্যুকেও করা হয় নি। সাম্পানের স্কুলে এক হিরো আছে। হান্টার ডিউ হল যাকে বলে সাম্পানের লিডার, হিরো যাই বলো না কেন। সে জানে পৃথিবীর শেষ নম্বর কি, সে জানে কি করে পৃথিবী তৈরি হয়েছিল, রিডিংয়ে সাম্পান ১০০ পেলে সে পায় আউটস্ট্যান্ডিং, হান্টারের যে এনিমি সাম্পানেরও সে এনিমি ইত্যাদি ইত্যাদি। তা মেগুদাকে দেখিয়ে বলা হয়েছিল জানো তো এই জেঠু সাংঘাতিক ভালো অংক জানে, এমনকি হান্টার ডিউয়ের থেকেও বেশি। সব শুনে টুনে সাম্পানের প্রশ্ন ছিল বল তো হান্ডেড মিলিয়ন টোয়েন্টি থ্রি থাউজান্ড ফিফটি থ্রি প্লাস টু হান্ডেড মিলিয়ন থ্রি থাউজান্ড টোয়েন্টি নাইন কত। যথারীতি প্রোবাবিলিটির শক্ত অংক করা মেগুদা একেবারে বোল্ড। সাম্পানও নিশ্চিত হয়েছিল যে হান্টার ডিউয়ের থেকে ভালো অংক জানা লোক হতেই পারে না।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১৮:৪৮ | 115.249.42.177
জয়েন্টে বসতে প্রবলেম নেই। মার্কশীটটা কবে জমা দিতে হয় সেটা একবার কলেজে খোঁজ নাও।
M | ১৫ মার্চ ২০১১ ১৮:৪৮ | 59.93.196.69
কাল ইংরাজি লিটেরেচার পরীক্ষা, আর আজ তিনি ইংরাজি শিক্ষার হেতু বিবিসির কালেকশন নিয়ে বসেছেন!!!!
M | ১৫ মার্চ ২০১১ ১৮:৪৩ | 59.93.196.69
থ্যাঙ্কু অজ্জিত, সেটাই প্রশ্ন, ওদের মার্কসিট বোধায় সেপ্টেম্বরে হাতে পাবে, সেক্ষেত্রে কি হবে? মনে হচ্ছে গিয়েই জিগাতে হবে, আর জয়েন্টে বসতে প্রবলেম হবার তো নয়,টুয়েলভ যেবছর দিচ্ছে সে বছর,সেক্ষেত্রে বোর্ডের কড়াকড়ি আছে কি?
M | ১৫ মার্চ ২০১১ ১৮:৪১ | 59.93.196.69
চাদ্দিক শুনশান...........
এদিকে ছেলের পোশ্ন বানে আমি কুপোকাত, এইমাত্র বললো তিমি নাকি মাছের মতো নিঃশ্বাস নেয়না, শুনে আমি হতবাক হয়ে হাঁ মুখ বন্ধ করার আগেই জিগালো, আর্থে ইরিডিয়াম কতটা আছে, তারপরেই, ইরিডিয়াম কি আর্থের বাইরে থেকে এসেছে?এরপরেই .........,............,..... শেষে হাঁ বন্ধ করে ঘর ছেড়ে চলে এলাম।অদ্ভুত আচরন, এগুলো আদেও জানার জন্য জিগায় কিনা বুঝিনা, এই রে ব্যাঙ কত বছর বাঁচে জিগাচ্ছে,........:X আমায় জিগিয়ে জিগিয়ে হাঁ করিয়ে দিয়ে নিজের কাজ গোছায়, একটার ও উত্তর জানতে আর কোনো আগ্রহ থাকে না।এবার আবার বলছে ফ্রগ আর স্পাইডারের সিমিলারিটি নাকি দুজনের ফিমেলরা বড় হয়, তারপরেই বললো, মানুষদের ছোট।ঘর ছেড়ে এসেও পার নেই।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১৮:৩৮ | 115.249.42.177
এই কলেজগুলোতে তো জয়েন্ট দিতে হবে। জয়েন্টে পেলে ভর্তি হবে, কিন্তু ফাইনাল এগ্জামের মার্কশীট লাগে। সেটা কাউন্সেলিং-এর সময় লাগে না, ইনফ্যাক্ট যদ্দুর মনে পড়ছে বিক্কলেজে অ্যাডমিশনের সময়েও লাগেনি - সেটা কাউন্সেলিং-এর কয়েকদিন পরেই হয়। কিন্তু তার পরে মনে হয় কোনো এক সময়ে জমা দিতে হয়।
M | ১৫ মার্চ ২০১১ ১৮:২৮ | 59.93.196.69
আমার প্রশ্নটা সিরিয়াস ছিলো,আমি স্কুলে আর ক্যালকাটা ইউনিকে জিগিয়ে যা বুঝেছি যে ঐ বোর্ড নিয়ে অসুবিধা নেই, কিন্তু ভর্তি হওয়াটা কলেজের মর্জিমাফিক, কারন সিট ভর্তি হয়ে গেলে কলেজ নিতে বাধ্য নয়, আর বি ই তে সিট আটকে রাখা যায় কিনা এটার উত্তর পাচ্ছিনা।এটাও কি শিবপুর, যাদবপুর, এরম আলাদা আলাদা জায়গায় আলাদা নিয়ম কি?অবশ্য যদি আদেও পায়।
আচ্ছা পড়াশুনার কথা চলছে তো, আমায় কেউ একটা খোঁজ দিতে পারো, মানে আমার ছেলে যে বোর্ডে আছে, শেষ পর্যন্ত্য সেই বোর্ডের আন্ডারে থাকলে ওর বোর্ড এগ্জাম ই হবে অগাষ্টে,এদিকে আমাদের এখানে তো যেকোনো গ্রাজুয়েশানের সেসান শুরু হয়ে যায় তার আগেই, তো ওকে তো দেশেই পড়তে হবে মনে হচ্ছে, তালে কি উপায় হবে?হেবি চাপে আছিICSC তে ফেরত নিয়ে যাবো কিনা ভেবে,আর আমার ছেলে সরল ও করলো না,সিঁড়িভাঙা ও নয়।আর অঙ্ক ভালো পারে বলে ঐ সাবজেক্ট টাই অবজ্ঞা পায় বেশী।আসলে সময় এত কম পায়।ওহ, এদিকে ও প্রবাবিলিটি করছে,গ্রাফে তো আমাদের মাধ্যমিকের থেকে কঠিন জিনিস দিব্যি নামিয়ে দিচ্ছে।এটাও চিন্তার, আমি ইলেভেনে গোটা পাতার ক্যালকুলাস তিন লাইনে নামাতাম, দু লাইন হলে স্যার খচে যেত বলে ঐ মাঝের লাইন, এদিকে আমি অঙ্কে দুটো পেপার মিলিয়ে সত্তর পেলাম, মানে গড়ে পঁয়ত্রিশ, ব্যাস ছন্দ হারিয়ে গেলো।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১৬:২৫ | 115.249.42.177
আমাদের দোকানে এই ইনভেস্টমেন্টটা করে না। এখানেই একটা বড় প্রোডাক্ট কোম্পানি (ইয়াহু/গুগুল) আর ছোট কোম্পানির তফাত। আমি অনেকদিন ধরে এই ধরণের সামিটগুলোর খবর লোকজনকে পাঠাই। লাভ হয় না।
nyara | ১৫ মার্চ ২০১১ ১৬:২২ | 203.83.248.37
আমি ভেবেছিলাম তোমাকে হাডুপ সামিটে দেখব।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১৬:২০ | 115.249.42.177
O'Reilly-র ওই ডেফিনিটিভ গাইডগুলো বেশ ভালো। ক্যাসান্দ্রারটা তো খুবই ভালো - যদিও সমানে চেঞ্জ হচ্ছে বলে কিছু কিছু জিনিস মেলে না, তবে কনসেপ্টটা দাঁড়িয়ে যায়।
nyara | ১৫ মার্চ ২০১১ ১৬:১৬ | 203.83.248.37
cloudera site-এ একটা ভিডিও টিউটোরিয়াল আছে, সেটা মন্দ নয়। আমি ঐটা আর অ্যাপচে-সাইটের টিউটোরিয়াল দেখেই শিখেছি। তবে আমাদের কোম্পানিতে প্রচুর ইন-হাউজ পিগ-এক্সপার্ট।
কিছুদিন পরে শুনছি O'Reilly-র নতুন Pig-এর বই বেরোচ্ছে।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১৬:১৩ | 115.249.42.177
হাডুপের বইটাতে ছোট একটা চ্যাপটার আছে পিগ নিয়ে। তাতে খুব লাভ হয়নি।
Arijit | ১৫ মার্চ ২০১১ ১৬:০৩ | 115.249.42.177
ন্যাড়াদা - PIG-এর ভালো টিউটোরিয়াল হবে? অ্যাপাচে-র সাইটে যেটা আছে সেটা খুব একটা সুবিধার নয়। ওই ডেফিনিটিভ গাইড গোছের পেলে খুব ভালো হয়। হাডুপের আছে, ক্যাসান্দ্রা-র আছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন